Posts

Showing posts from August 31, 2018

অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নতুন এই ল্যাপটপে পাবেন এক দিনের বেশি ব্যাকআপ

Image
২০১৮ কম্পিউটেক্স ইভেন্টে ল্যাপটপের জন্য নতুন Snapdragon 850 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এবার সেই চিপসেট ব্যবহার করে প্রথম ল্যাপটপ বাজারে আনলো Lenovo। নতুন এই ল্যাপটপের নাম Lenovo Yoga C630। এই ল্যাপটপে থাকবে Snapdragon 850 চিপসেট, 4GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ। এর সাথেই থাআকবে একটি ১৩ ইঞ্চি Full HD টাচস্ক্রিন ডিসপ্লে, ব্যাকলিট কি-বোর্ড। তবে এই ল্যাপটপের প্রধান আকর্ষন ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি জানিয়েছে Lenovo Yoga C630 তে ২৫ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপ পাওয়া যাবে। ওয়েব ব্রাউজিং ও ডকুমেন্ট এডিটের কাজের জন্য আদর্শ এই ল্যাপটপ। তবে এই ল্যাপটপে থ্রি ডি গেমিং সম্ভব না। Lenovo Yoga C630 মাত্র ১২.৫ মিমি পাতলা। ল্যাপটপের ওজন মাত্র ১.২ কিলোগ্রাম। আগেই জানানো হয়েছে Yoga C630 তে রয়েছে একটি 13.3 ইঞ্চি Full HD IPS টাচস্ক্রিন ডিসপ্লে। এর সাথেই কোম্পানির টাচ পেন পাওয়া যাবে। তবে আলাদা ভাবে এই পেন কিনতে হবে গ্রাহককে। এই ল্যাপটপে থাকবে দুটি USB Type-C পোর্ট থাকবে যার একটি পাওয়ার পোর্ট ও একটি ডিসপ্লে পোর্ট হিসাবে কাজ করবে। কানেক্টিভিটির জন্য থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS। আর থাকবে এক জোড়া স

‘টাকা পড়ছে আর জ্বালানির দাম বাড়ছেই’, মমতার পোস্টে অর্থনীতির আশঙ্কা

Image
একদিকে, মুদ্রাস্ফীতির আশঙ্কা সৃষ্টি করে রেকর্ড পতন টাকার দামের। শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে রেকর্ড ₹৭১। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত যা ১০% পতন। অন্যদিকে, রেকর্ড সৃষ্টি করে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম । শঙ্কার পরিস্থিতি নিয়ে এবার মোদী সরকারকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক ফেসবুকে পোস্টে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। সাম্প্রতিক সময়ে একদিকে টাকার পতন, অন্যদিকে জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তথ্য দিয়ে মার্চ থেকে অগস্টের মধ্যে বিদেশি মুদ্রা লেনদেনের হারে পতন এবং চলতি খাতে ঘাটতি বৃদ্ধি নিয়েও অর্থনীতির শঙ্কাজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা দেখা গেছে মুখ্যমন্ত্রীর সোশ্যাল পোস্টে।  'তাড়াহুড়ো করে GST চালু' নিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মমতা। এর জেরেই ২০১৭-র জুলাই থেকে চলতি বছরের মার্চে 'রাজ্যের রাজস্ব ক্ষতি হয়েছে' বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর। বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য অত্যন্ত আশঙ্কার বলে উদ্বেগ তৃণমূল নেত্রীর। 'গোটা দেশেই উদ্বেগের পরিস্থিতি&

ডোমজুড়ে ব্যাঙ্ককর্মী খুনে ক্লু একটা কাপড়ের টুকরো

Image
বন্ধন ব্যাঙ্কের কর্মী পার্থ চক্রবর্তীর হাত, পা ও মাথার খোঁজে এবার পুকুরে পুকুরে তল্লাশি করছে পুলিস। হাওড়ার ডোমজুড়ের মাকরদহের যে জায়গায় পার্থব বস্তাবন্দি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়, তার আশপাশের পুকুরগুলিতে জাল ফেলে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি করা হচ্ছে পুলিস কুকুর দিয়েও। বুধবার দুপুর আড়াইটে নাগাদ পার্থর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। কিন্তু তারপর ২ দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাঙ্ককর্মী পার্থ খুন রহস্যের জট খোলসা হয়নি। কে খুন করল? কেন খুন করল? এখনও ধন্দে পুলিস। উত্তর খুঁজে পেতে সূত্র হাতড়াচ্ছে পুলিস। তবে, কাটালিয়া থেকে ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ ও সিআইডি। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্থ চক্রবর্তীর ফোনের কলরেকর্ডস ঘেঁটে জানা গিয়েছিল, এক তরুণীর সঙ্গে নিয়মিত ফোনে কথা হত তাঁর। বুধবারও ওই তরুণী পার্থকে ফোন করেছিলেন। বেলা ১২টা ৫০ নাগাদ পার্থকে ফোন করেছিলেন ওই তরুণী। ঠিক তার ১০ মিনিটের মধ্যেই সুইচ অফ হয়ে যায় পার্থর ফোন। কাটিয়া অঞ্চলে পার্থর ফোন সুইচ অফ হয়ে যায়। ওই তরুণীকে শনাক্ত করার পর বৃহস্পতিবারই তাঁকে জেরা করে পুলিস। কিন্তু তাঁকে জেরা করেও কোনও তথ্য মেলেনি। অন্যদিকে, পার্থর দেহাং

মিলে গেল ভোডাফোন-আইডিয়া, শেয়ারও ছাড়বে নতুন সংস্থা

Image
এত দিন ধরে কথা চলেছে, হয়েছে চুক্তি। এ বার মিলে গেল ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার। তৈরি হল দেশের বৃহত্তম টেলিকম পরিষেবা। ফলে দেশে এই নেটওয়ার্ক সংস্থার সর্ব মোট গ্রাহক সংখ্যা দাঁড়াল ৪০ কোটি ৮০ লক্ষের আশেপাশে। সংস্থার নাম হল, ভোডাফোন আইডিয়া লিমিটেড। দু'টি সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ভোডাফোন আইডিয়া লিমিটেডের নয়া বোর্ড গঠন করা হল। বোর্ডে রয়েছেন ১২ জন অধিকর্তা। এঁদের মধ্যে ছয় জনই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। সংযুক্ত সংস্থার চেয়ারম্যান হলেন কুমারমঙ্গলম বিড়লা। দেশজুড়ে এই দু'টি সংস্থা একযোগে থ্রি-জি ও ফোর-জি পরিষেবা দেবে। ভোডাফোনের সিওও বালেশ শর্মাকে নতুন বোর্ডের সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, এর ফলে লাভ হল এই দু'টি সংস্থারই। সম্মিলিত সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই নেটওয়ার্কে 'ভয়েজ কোয়ালিটি'-র উন্নতি হবে। ব্রডব্যান্ড সংযোগ আরও শক্তিশালী হবে। দেশের বাজারের রাজস্বের (রেভিনিউ মার্কেট) ৩২.২ শতাংশ শেয়ার থাকার কথা এই সম্মিলিত নেটওয়ার্ক সংস্থার কাছে। ভারতী এয়ারটেল তো বটেই, বিশেষজ্ঞদের মতে মুকেশ অম্বানীর রিল্যায়েন্স জিওকে জোরদার প্রতিযোগিতার মুখ

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম, টেস্টে ৬০০০ পূর্ণ কোহালির

Image
দুরন্ত কোহালি। শুক্রবার সাউদাম্পটনে। টেস্টে ৬০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহালি। শুক্রবার সাউদাম্পটনে জেমস অ্যান্ডারসনকে বাউন্ডারিতে পাঠিয়ে এই মাইলস্টোনে পৌঁছলেন ভারত অধিনায়ক। চলতি টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আর এই ইনিংসেও মেজাজে দেখাচ্ছে তাঁকে। কোহালি হলেন দশম ভারতীয় ব্যাটসম্যান যাঁর টেস্টে ছয় হাজার রান রয়েছে। তিনি নিলেন ১১৯ ইনিংস। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। সুনীল গাওস্করের ১১৭ ইনিংসের পরেই তিনি। সচিন তেন্ডুলকর নিয়েছিলেন ১২০ ইনিংস। এঁদের পরে রয়েছেন বীরেন্দ্র সহবাগ (১২৩ ইনিংস) ও ও রাহুল দ্রাবিড় (১২৫ ইনিংস)। ক্রিকেটবিশ্বে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড অবশ্য ডোনাল্ড ব্র্যাডম্যানের দখলে। তিনি ৬৮ ইনিংস নিয়েছিলেন। আর কোনও ব্যাটসম্যান একশোর কম ইনিংসে ছয় হাজার টেস্ট রানে পৌঁছননি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এখন টেস্টে মোট রানে কোহালির চেয়ে এগিয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান), সুনীল গাওস্কর (১০১২২ রান), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১ রান), বীরেন্দ্র সেহবাগ (৮৫০৩ রান), সৌরভ গঙ্গোপাধ্যায় (৭২১২ রান), দিলীপ বেঙ্গসরকর (৬৮৬৮ রান), মহম্মদ আজহারউদ্দিন (৬২১৫ রান

আপনি ভারতীয় পাসপোর্টধারী? দেখে নিন অন্য দেশের ভিসার ক্ষেত্রে নতুন কী সুযোগ আসছে

Image
সুখবর, ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বেশ কিছু দেশ ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কয়েকটি দেশের ভিসা নীতির ক্ষেত্রে পরিবর্তন। ১) এ বার থেকে ফ্রান্সের কোনও বিমানবন্দরে ভারতীয়দের জন্য আর ট্রানজিট ভিসার দরকার পড়বে না। ২) এ বার থেকে ওমানে পৌঁছেই যে কোনও ভারতীয় এক মাসের জন্য টুরিস্ট ভিসা পাবেন। খরচ পড়বে ৩৭০০ টাকা। তবে এই সুবিধা শুধুমাত্র আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জাপানের বৈধ ভিসা থাকলেই পাওয়া যাবে। এই সুবিধা আপনার স্ত্রী এবং সন্তানও পাবেন। ৩) মায়ানমার সফরের জন্য সহজেই মিলবে ভিসা। চেক পোস্টে ই-ভিসা দেখালে দু'দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে। ৪) সংযুক্ত আরব আমিরশাহি এ বার থেকে ভারতীয় ব্যবসায়ীদের দশ বছরের জন্য ভিসা দেবে। পড়ুয়ারা বিশেষ ভিসার সুযোগ পাবেন। ৫) অন্য দিকে, ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসার খরচ কমিয়েছে ইজরায়েল। এ বার থেকে ১১০০ টাকায় পাওয়া যাবে ভিসা। এত দিন খরচ পড়ত ১৭০০ টাকা। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও এই টাকাতেই মিলবে ভিসা। ৬) উজবেকিস্তানের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলবে। এ বার থেকে সফরের তিন দিন আগে ই ভিসার আবেদন পত্র দেখালেই মিলবে সিঙ্গল এনট্রি

প্রত্যাশা ছাপিয়ে বৃদ্ধির হার ৮.২ শতাংশ

Image
অর্থনৈতিক বিশেষজ্ঞদের সব হিসেবনিকেশ ভুল প্রমাণ করে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জাতীয় বৃদ্ধি (জিডিপি)-র হার পৌঁছে গিয়েছে ৮.২ শতাংশে। যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল মাত্র ৫.৬ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ)-এর হারও। পৌঁছেছে ৮ শতাংশে। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের চেয়ে যা অন্তত আড়াই শতাংশ বেশি। ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিকের পর আর দেশের জিডিপির হার এতটা বাড়েনি। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তরফে এক বিবৃতিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েছে উৎপাদন ও নির্মাণ শিল্প, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও প্রতিরক্ষা-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ওই সবক'টি ক্ষেত্রেই বৃদ্ধির হার ৭ শতাংশের বেশি। বৃদ্ধির হার অনেকটাই তেজি কৃষি, মৎস্যচাষ ও বনসৃজনে। খনি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হোটেল, পরিবহণ, যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতেও বৃদ্ধির হার উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে।

মোমোর পর গ্র্যানি! জলপাইগুড়িতে আচমকা উন্মত্ত হয়ে উঠল তিন ছাত্র

Image
গ্র্যানি নামের এই গেমটি মোমো বা ব্লু হোয়েলের মত লিঙ্ক নির্ভর নয়। ব্লু হোয়েল, মোমোর পর এ বার গ্র্যানি! নতুন এক মোবাইল গেম খিরে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে। বুধবার রাত থেকে রীতিমতো হুলস্থূল কাণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়। ময়নাগুড়ির তিন স্কুল পড়ুয়া বুধবার রাতে হঠাৎ করেই অসংলগ্ন আচরণ শুরু করে। কেউ আত্মহত্যা করার চেষ্টা করে, কেউ পরিবারের লোকজনকে মারধর। পরিস্থিতি এমনই ভয়ের হয়ে ওঠে যে, রাতেই খবর দিতে হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। শুরু হয়েছে তদন্ত। ময়নাগুড়ির খুকশিয়ার বাসিন্দা সুকুমার রায়, শিবু লোহার এবং রণজিৎ রায়। তিন জনই ছাত্র। সুকুমার বুধবার গভীর রাতে হঠাৎ করে অসংলগ্ন আচরণ শুরু করে। পরিবারের ঘুমন্ত সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করতে থাকে। সুকুমারের এই আচরণে ঘাবড়ে গিয়ে আতঙ্কে চিৎকার জুড়ে দেন সুকুমারের বাবা এবং মা। প্রতিবেশীরাও জড়ো হয়ে যান। তাঁরাই সুকুমারকে নিয়ে যান ময়নাগুড়ি থানাতে। পুলিশের কাছে সুকুমার দাবি করেছে, বুধবার রাতে ১২টা নাগাদ সে মোবাইল দেখছিল। তখন ফেসবুকের অ্যাপটি হ্যাং হয়ে যায়। সেটি আবার চালু করতে গেলে পাসওয়ার্ড চায়। আর তার পরই ফেসবুকে গ্র্যানি গেমটি আসে। সুকুমারের দাবি, স

আয়কর রিটার্ন জমা দেওয়ার আজই শেষ দিন, না দিলে হবে মোটা টাকা জরিমানা

Image
কেরলে বন্যার কথা মাথায় রেখে সেখানে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে   আজ ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। রিটার্ন জমা দেওয়া ‌যাবে অনলাইন ও অফ লাইনে। ৩১ অগাস্টের পর রিটার্ন জমা দিলে ১০,০০০ টাকা প‌র্যন্ত জরিমানা হতে পারে। রিটার্ন জমা দেওয়ার সময় প্যান ও ফর্ম ১৬ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সঙ্গে থাকতে হবে। এদিকে, কেরলে বন্যার পরিপ্রেক্ষিতে সেখানে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে রিটার্ন জমা দেওয়া ‌যাবে ১৫ সেপ্টেম্বর প‌র্যন্ত। আয়কর দফতর থেকে এক ট্যুইটে জানানো হয়েছে, কেরলে বন্যার কথা মাথায় রেখে সেখানে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। আয়কর দফতর থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়া না হলে ১,০০০-১০,০০০ টাকা প‌র্যন্ত জরিমানা হতে পারে। তবে বাৎসরিক ৫ লাখের মধ্যে আয় হলে জরিমানার হার ১,০০০ টাকা রাখা হয়েছে। ৩১ অগাস্ট আয়কর রিটার্ন জমা দিতে না পারলে ২০১৯ সালের ৩১ মার্চ প‌র্যন্ত তা জমা দেওয়া ‌যাবে। তবে এক্ষেত্রে জরিমানার হার নির্ধারণ করা হবে আয়ের ওপ

মোমোকাণ্ডে রাজ্যে প্রথম গ্রেফতারি! ধৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

Image
খনও রাজ্য জুড়ে চলছে মোমো আতঙ্ক। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কাঙ্গনবেড়িয়া পাঁজা পাড়ায় এক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মোবাইলে অজানা নম্বর থেকে মেসেজ আসে।  মোমোকাণ্ডে গ্রেফতার  এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল অরিন্দম পাত্র নামে ওই যুবককে গ্রেফতার করে। তিনি দুর্গাপুর বিসি রায় পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে তাঁকে কেতুগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,  গত মঙ্গলবার রাতে কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জয়কৃষ্ণ পালকে মোবাইলে মোমো খেলার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠিয়েছিল এই যুবক। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক। স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করেন। তদন্তে নামে পুলিস। তদন্তে জানা যায়, কেতুগ্রামেরই এক যুবকের কাছ থেকে ওই মেসেজ এসেছিল। ফোনের সূত্র ধরেই অরিন্দমের কাছে পৌঁছয় পুলিস। সম্ভ্রান্ত পরিবার, চেহারায় ভদ্রতার ছাপ, চোখমুখ নিষ্পাপ, বুদ্ধিমান, মেধাবী- ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্র কেন এমনটা করতে গেলেন, তা ভাবাচ্ছে পুলিসকেও। এদিকে, এখনও রাজ্য জুড়ে চলছে মোমো আতঙ্ক। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কাঙ্গনবেড়িয়া পাঁজ

স্ত্রীকে বাঁচাতে ২৫ হাজার টাকায় সন্তানকে বিক্রির চেষ্টা!

Image
খবর পেয়েই হাসপাতালে পৌঁছয় পুলিশ। হাসপাতালে হন্যে হয়ে ঘুরছিলেন অরবিন্দ বানজারা। চোখেমুখে একটা চাপা টেনশন আর ভয়ের ছাপ স্পষ্ট. তার হাত ধরেই পাশে পাশে হাঁটছিল বছর চারেকের একটি মেয়ে।  হাসপাতাল থেকে বেরিয়ে সবে মাত্র শিশুটিকে বিক্রি করতে যাবেন, সেই সময়ই পুলিশ হাজির সেখানে। পুলিশকে দেখেই হাউমাউ করে কেঁদে ফেলেন অরবিন্দ। উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা অরবিন্দ। হতদরিদ্র। পরিবার বলতেস্ত্রী, বছর চারেকর একটি মেয়ে এবং এক বছরের একটি ছেলে। স্ত্রী সুখদেবী গর্ভবতী। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করান অরবিন্দ। চিকিৎসক সুখদেবীর অবস্থা খতিয়ে দেখে বলেছিলেন ওঁকে বাঁচাতে হলে এখনই রক্ত দিতে হবে। পকেটে কানাকড়িও ছিল না অরবিন্দের। চিকিৎসকের পরামর্শ শোনার পরই তাঁর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কিন্তু স্ত্রীকে তো বাঁচাতেই হবে। a সেই মুহূর্তে রক্ত জোগাড়ের ভাবনাটাই যেন বেশি ঘিরে ধরেছিল তাঁকে। কোথা থেকে রক্ত জোগাড় করবেন ভাবতে ভাবতে তিনি হাসপাতালের এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়ান। যদি কোনও ভাবে রক্ত জোগাড় হয়ে যায়! না, ভাগ্য সদয় হয়নি অরবিন্দের। শেষমেশ অন্য একটা উপায়ও বের করে ফেললেন। যে উপ

‘দয়ার দান’ নয়, মহার্ঘ ভাতা কর্মীদের আইনি অধিকার, রায় হাইকোর্টের

Image
কলকাতা হাইকোর্টে ডিএ মামলার রায়দান। মহার্ঘ ভাতা 'সরকারের দয়ার দান' নয়, কর্মীদের আইনি অধিকার। স্যাটের রায় খারিজ করে ডিএ মামলায় শুক্রবার এই রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি  দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এর ফলে হাইকোর্টে কার্যত রাজ্য সরকারের মুখ পুড়ল বলে মনে করছে আইনজ্ঞ মহল। ডিএ মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) শুনানির সময় রাজ্য সরকার জানায়, মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনসিদ্ধ অধিকার নয়। সরকার ইচ্ছে করলে দিতে পারে, নাও দিতে পারে। অর্থাৎ ডিএ দেওয়া বা না দেওয়া সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। স্যাট সেই বক্তব্যকেই মান্যতা দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে আইএনটিইউসি অনুমোদিত কর্মী সংগঠন। বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি ববি শরাফের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সিপিএম এবং বিজেপি-র কর্মী সংগঠনও মামলায় সামিল হয়। এদিন সেই মামলারই রায় ঘোষণা করল আদালত। মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে হাইকোর্টে সওয়াল করা হয়েছিল, ডিএ কখনওই কর্মীদের অধিকার নয়। কনফেডারেশনের পক্ষে সওয়াল করেন আইনজীবী আমজাদ আলি। আইনজীবী বিকাশ

স্মার্টফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার আগে এই কাজটি না করলেই বিপদ!

Image
ফোনের ফ্যাক্টরি রিসেট করেই ভাবি যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যা ওই ফোনে সেভ করা ছিল, তা সবটাই ফোন থেকে মুছে ফেলা গেল। তা কিন্তু মোটেই নয়! ইদানীং ব্যাঙ্ক জালিয়াতি, অনলাইন হ্যাকিং-এর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। আপনার বাতিল অথবা বিক্রি করে দেওয়া পুরনো ফোন থেকে বিশেষ সফটওয়্যারের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য হাতিয়ে নেওয়া এখন হ্যাকার বা জালিয়াতদের কাছে খুবই সহজ একটা কাজ। আমরা যখন আমাদের স্মার্টফোন বিক্রি করি বা এক্সচেঞ্জ করি, তখন সাধারণত ফোনের ফ্যাক্টরি রিসেট করেই ভাবি যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যা ওই ফোনে সেভ করা ছিল, তা সবটাই ফোন থেকে মুছে ফেলা গেল। তা কিন্তু মোটেই নয়! কারণ, ফোন থেকে ফ্যাক্টরি রিসেট করে মুছে ফেলা তথ্য যে কোনও সময় জালিয়াতরা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই জোগাড় করে ফেলতে পারে। তাহলে উপায়! বিশেষ সফটওয়্যার আছে, যেগুলোর সাহায্যে ফোনের ওই তথ্যগুলি স্থায়ীভাবে মুছে ফেলা সম্ভব। বর্তমানে স্মার্টফোনেই যে কোনও ব্যক্তির সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য নথিভূক্ত থাকে। ফোনের

সরকার ও তার নীতির সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয়, সাফ জানাল ল' কমিশন

Image
ক্ষমতাসীন সরকারের বা তার নীতির সমালোচনা করা মানেই দেশদ্রোহিতা নয়। বরং ভিন্নমত ও সরকারের সমালোচনাই গণতন্ত্রকে মজবুত করে। দেশদ্রোহিতার অভিযোগ তখনই তোলা যেতে পারে, যখন হিংসাত্মক পথে বা বেআইনিভাবে সরকারকে সরানোর চেষ্টা করা হবে। একটি কনসাল্টেশন পেপার প্রকাশ করে একথা সাফ জানালো ল' কমিশন। ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়। ল' কমিশন এই আইনটি রাখা আদৌ যুক্তিযুক্ত কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে। কারণ এই আইনটি ভারতীয় দণ্ডবিধিতে যুক্ত করেছিল ইংরেজরা। ল' কমিশন বলেছে, কঠোরতম আইনের উদাহরণ হিসেবে থাকার বোঝা নামাতে আজ থেকে ১০ বছর আগে ইউনাইটেড কিংডমে দেশদ্রোহিতা আইন তুলে দেওয়া হয়েছে। ল' কমিশন আরও বলেছে, ভারত বিশ্বের সর্ববৃহত গণতন্ত্র। বাক স্বাধীনতা ও স্বাধীন অভিব্যক্তি প্রকাশের অধিকার গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। একে সংবিধানেও মৌলিক অধিকার হিসাবে দেখা হয়েছে। কাজেই এই দেশে দেশদ্রোহিতার সংজ্ঞাটা পাল্টানো দরকার। কমিশনের মতে, স্বাধীন দেশেও যদি সমালোচনাকে প্রশ্রয় না দেওয়া হয়, তাহলে পরাধীনতার থেকে বিশেষ তফাত হয় না। কনসাল্টেশন পেপারে স্পষ্ট বলা হয়েছে, 'যদি দে

নয়ডায় কিশোরীকে গণধর্ষণ

Image
১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। গৌতম বুদ্ধ নগর জেলার দাস্তামপুর গ্রামের এক কিশোরী সেলাই ক্লাসে যাচ্ছিল। তখনই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরবাইকে এসে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে গিয়ে কিশোরীকে জোর করে মদ্যপান করানো হয়। তাঁকে মারধরও করা হয়। এরপর দুই ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করে। পরেরদিন সকালে কিশোরীকে তাঁর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় দুই অভিযুক্ত। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে গত বুধবার। ওইদিনই দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। যদিও কিশোরীর পরিবারের অভিযোগ, পুলিস প্রথমে তাঁদের বক্তব্য শুনতে চায়নি। পরে অবশ্য এইআইআর করা হয়। পুলিস গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

রাসায়নিক মিশিয়ে দুধের ব্যবসা, ধৃত

Image
‌ভেজাল গুঁড়োদুধের কারবারের বড় চক্র ধরল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিছুদিন আগে একটি নামী গুঁড়ো দুধ প্রস্তুতকারক সংস্থা ইবিতে অভিযোগ জানায়, তাদের ব্র‌্যান্ডের ছবি ব্যবহার করে প্যাকেটজাত গুঁড়োদুধ বাজারে ছাড়া হয়েছে। সংস্থা জানতে পেরেছে, যে সমস্ত ডিলারের কাছে তারা তাদের তৈরি গুঁড়ো দুধ সরবরাহ করেনি, সেখান থেকে বিভিন্ন দোকানে ওই গুঁড়োদুধ বিক্রি হচ্ছে। ইবি তদন্তে নামে। বড়বাজার এলাকার একটি বাড়িতে হানা দিয়ে তারা দেখে, একটি ঘরে রীতিমতো যন্ত্রপাতি বসিয়ে নকল গুঁড়োদুধ তৈরি হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, জনৈক শৌভিক কুণ্ডু এই কারখানা চালিয়ে থাকেন। ১৬৭ নেতাজি সুভাষ রোডে ওই কারখানা। শৌভিকের বাড়ি ৯৫ অরবিন্দ সরণি এলাকায়। ওই বাড়িটির ৪ তলায় অনেকদিন ধরেই ভেজাল গুঁড়োদুধের কারখানা চলছিল। তদন্তে জানা গেছে, অ্যারারুট মিশিয়ে ভেজাল দুধের কারবার চলছিল। এমনকী বেশ কয়েকজন লোককে রাখা হয়েছিল যারা নামী গুঁড়োদুধ সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে মার্কেটিং করত। এই চক্র শুধু কলকাতা নয়, ইবি গোয়েন্দাদের সন্দেহ কলকাতা লাগোয়া বিভিন্ন জেলাতেও নামী গুঁড়োদুধ প্রস্তুতকারক সংস্থার জাল প্যাকেট ব্যবহার করে তা সরবরাহ করা

নতুন চেহারায় কালিয়াগঞ্জ, ১০০ কোটি টাকায় শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ

Image
কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার বয়স ৩০ পেরিয়েছে। পুরবোর্ডের দখল তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পরই নতুন করে সাজছে কালিয়াগঞ্জ। ১০০ কোটি টাকায় কালিয়াগঞ্জে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। রাস্তা-জল-নিকাশি নালা-খেলার মাঠ-বাসস্ট্যান্ড নিয়ে নতুন চেহারায় ধরা দিচ্ছে কালিয়াগঞ্জ। ১৯৮৭ সালে তৈির হয় কালিয়াগঞ্জ পুরসভা। এতদিন ধরে রাস্তা-জল-আলো-খেলার মাঠ সেভাবে কিছুই পায়নি কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড তৃণমূলের দখলে যাওয়ার পরই শুরু হয়েছে উন্নয়নের কাজ। পিছিয়ে পড়া কালিয়াগঞ্জে উন্নয়নের জোয়ার আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরসভার উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি। পুর এলাকায় রাস্তা চওড়া হচ্ছে। বাড়ি বাড়ি পানীয় জল, নিকাশিনালা, বাসস্ট্যান্ড, পার্ক, খেলার মাঠ, শ্মশান, কবরস্থান নিয়ে চেহারা পালটাচ্ছে কালিয়াগঞ্জের। নতুন চেহারায় কালিয়াগঞ্জ -------------------------------- - পূর্ত দফতর থেকে এনএস রোড সম্প্রসারণ - কেকে হাট রোডেও কাজ - রাস্তার পাশেই নিকাশিনালা তৈরি - গ্রিন সিটি মিশনের আওতায় সিসি ক্যামেরা - বিনোদন পার্ক ও শিশু পার্ক - খেলার মাঠ উন্নয়ন ও স্টেডিয়াম - শ

রান্নাঘরের সামনে মূত্রত্যাগ-নিম্নাঙ্গের প্রদর্শন, প্রৌঢ়কে গরম তেল ছুড়ে মারল মহিলা

Image
প্রতিবেশী মহিলার রান্নাঘরের সামনে মূত্রত্যাগ করে বেজায় বিপদে পড়লেন ৫২ বছরের এক প্রৌঢ়। এই কুকর্মের জন্য তাঁর নিম্নাঙ্গে গরম তেল ছুড়ে মারেন ওই মহিলা। শ্লীলতাহানির অভিযোগে লোকটিকে শ্রীঘরেও যেতে হয়েছে।  ঘটনাটি ঘটে রবিবার। বদলাপুর এলাকার রোহিদাস বস্তির বাসিন্দা বিক্রম সিং সন্ধে পৌনে সাতটা নাগাদ তাঁর প্রতিবেশী এক মহিলার রান্নাঘরের সামনে মূত্রত্যাগ করেন। ৩০ বছর বয়সি ওই মহিলা যখন রান্নাঘরে রান্না করছিলেন তখন নিম্নাঙ্গ প্রদর্শন করেন বিক্রম। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে বিক্রমকে উচিত শিক্ষা দিতে গরম তেল তাঁর নিম্নাঙ্গে ছুড়ে মারেন ওই মহিলা।  বদলাপুর পূর্ব পুলিশ স্টেশনের সিনিয়র ইনস্পেক্টর সুনীল যাদব জানিয়েছেন, 'বিক্রম একজন মদ্যপ। তিনি প্রায় রোজই ওই মহিলার রান্নাঘরের সামনে গিয়ে মূত্রত্যাগ করতেন। বারবার তাঁকে নিষেধ করা হলেও তিনি শোনেননি। রবিবারও তিনি একই কাজ করেন। ওই মহিলা ফের তাঁকে অন্যত্র সরে যেতে বলায় বিক্রম তাঁকে সহবাসের প্রস্তাব দেন।' তখনই চামচে করে গরম তেল নিয়ে বিক্রমকে ছুড়ে মারেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় বিক্রমকে। তাঁর হাত পুড়ে গিয়েছিল। পরে জামিনে তি

খরচ কমাতে হেলিকপ্টারে চেপে অফিসে যাচ্ছেন ইমরান!

Image
তিনি খরচ কমাতে চান। তাই প্রতিদিন গাড়ির বদলে হেলিকপ্টারে অফিস যাচ্ছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর অফিস যাত্রা নিয়ে যথেষ্ট ব্যঙ্গের পর তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধরি এবং পিটিআইয়ের নেতা আলি মহম্মদ খান দাবি করেন,  বানি গালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয়ের ১৫ কিলোমিটার দূরত্ব পেরোতে হেলিকপ্টার যাত্রা অনেক সস্তার। এ ছাড়া, সড়কপথে প্রধানমন্ত্রীর কনভয়ে ৫-৭টা গাড়ি থাকেই। আকাশপথে সে বালাই নেই। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে যাচ্ছেন মাত্র তিন মিনিটে। আবার সড়কপথে যাচ্ছেন না বলে রাস্তায় অন্য গাড়িকেও দাঁড়াতে হচ্ছে না। ফলে সব দিকেই সাশ্রয়। মন্ত্রী-নেতার এমন যুক্তি শুনে দেশ জুড়ে সমালোচনা আরও বেড়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অগুস্তা ওয়েস্টল্যান্ডের এডব্লিউ১৩৯ হেলিকপ্টারে চড়েন ইমরান। কপ্টারে এক নটিক্যাল মাইল উড়তে ভারতীয় মুদ্রায় অন্তত ৯২০০ টাকা খরচ। আর আকাশপথে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সচিবালয় ৮ নটিক্যাল মাইল। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোট খরচ ৭৩,৬৩৫ টাকা। আর গাড়িতে কিলোমিটার পিছু ভাড়া ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ৩১ টাকা। ফলে কনভয়ে ৭টা গাড়ি থাকলেও কপ্টারের

আরও দামি হল পেট্রোল-ডিজেল, পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা

Image
আজও টাকার পতন, ঊর্ধ্বমুখী পেট্রোপণ্য ৷ ডলার প্রতি টাকার দাম ৭০.৯৬ ৷ আরও দামি হল পেট্রোল-ডিজেল ৷ লিটার প্রতি ২২ পয়সা বাড়ল পেট্রোলের ৷ আজ কলকাতায় পেট্রোলের দাম ৮১.৪৯ টাকা ৷ লিটারে ২৮ পয়সা বাড়ল ডিজেলের দাম ৷ কলকাতায় লিটার প্রতি ডিজেল ৭৩.১০ টাকা ৷ পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা ৷ ফের মাথায় হাত মধ্যবিত্তের ৷ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূলবৃদ্ধির আশঙ্কা ৷ টাকার পতনে ক্ষতি আমদানি-রফতানি ব্যবসায় ৷ সস্তা টাকা। দামি় ডিজেল। আকাশছোঁয়া পেট্রোপণ্য। নোটবন্দির জেরে এখনও নড়বড়ে দেশের আর্থিক বৃদ্ধি। সবমিলিয়ে চড়া বাজারের যাঁতাকলে আমজনতা। একদিকে পড়ছে টাকার দাম। অন্যদিকে চড়ছে পেট্রোপণ্যের মূল্য। চাপ বাড়ছে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের উপরে। দ্বিতীয় ইউপিএ জমানাতেও নজিরবিহীন আর্থিক সঙ্কটের মুখে পড়েছিল দেশ। সেযাত্রায় পরিস্থিতি সামাল দেন মনমোহন সিং, পি চিদম্বরমরা। কিন্তু, এখন কী ব্যবস্থা নিচ্ছে সরকার? উলটে জমা হচ্ছে ক্ষোভের পাহাড়। ২০১৯ লোকসভা ভোট। সময় যত এগোচ্ছে ততই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পেট্রোপণ্যের দাম। নিম্নমুখী টাকার দামও বয়ে আনছে অশনি সংকেত। বদলাবে পরিস্থিতি? নাকি ফের টলমল পায়েই পথচলা

পাচারকারীদের ধরাতে লুকিয়ে কোর্টে সাহসিনী

Image
'এ তো মেয়ে, মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই!' বেশি বলা হয়ে গেল মনে হচ্ছে! তা হলে বিচার করুন আপনারাই।  ১২ বছর বয়সে পাচার হয়ে যাওয়া, পরের পর স্টেরয়েড ইঞ্জেকশনের জ্বালা সহ্য করা, খদ্দেরকে সন্তুষ্ট করা, ৫ বছর পরে পালিয়ে আসা, মানসিক ভাবে ভেঙে পড়া, অসুস্থ শরীরে লড়াই চালানো, স্বয়ংসিদ্ধার ক্যাম্পেনে রিসোর্স পার্সন হওয়া ও পাচারকারীর হানা-হুমকি তোয়াক্কা না করে বাড়ি থেকে দূরে থেকে কোর্টে হাজিরা দিয়ে পাচারকারীকে শাস্তি দেওয়া --- এ সবই তিনি করছেন একা হাতে। যে কেউ কী করতে পারবেন!  রোশনি (নাম পরিবর্তিত) তাই দশভুজাই।  এই মেয়ে এর আগেও পুনের ওই অন্ধকার দুনিয়া থেকে পালিয়ে আসতে চেষ্টা করেছিলেন। সফল হননি। কিন্তু হালও ছাড়েননি। চেষ্টা করতে করতেই এক দিন তিনি কোঠা ছেড়ে পালিয়ে আসতে পারেন রোশনি। সেটা ২০১৭ সাল। চলতে থাকে মামলা। সেই মেয়েই বৃহস্পতিবার আদালতে দাঁড়িয়ে বলেছেন, তাঁর উপর অত্যাচারের কথা ও তাঁকে ও তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়ার কথা। তিনি বিচারপতির কাছে পাচারকারীরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় ও শাস্তি পায়, সেই আবেদন জানিয়েছেন।  রোশনির জেদ অদম্য। পাচারকারীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে তিনি দাঁতে দাঁত চেপে

কোটিতে দ্যুতি, ১০ লাখে স্বপ্না ! রাজ্যের পুরস্কার নিয়ে দ্বন্দ্ব ক্রীড়ামহলে

Image
কলকাতা : প্রথমে দেড় কোটি ও পরে আরও দেড় কোটি। সব মিলিয়ে ৩ কোটি টাকা পাচ্ছেন ওড়িশার অ্যাথলেট দ্যুতি চাঁদ। এদিকে হেপটাথেলনে সোনা এনে দিয়েছেন জলপাইগুড়ির স্বপ্না বর্মণ। তাঁর জন্য গতকাল পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার ঘোষণা করেছে। স্বপ্না পাচ্ছেন ১০ লাখ টাকা ও সরকারি চাকরি। তুলনাতেই পরিষ্কার দুই রাজ্যের পার্থক্য। আর তাতেই রুষ্ট রাজ্যের ক্রীড়াপ্রেমীরা। এই দৈন্যদশাতেই রাজ্য ছাড়ছেন অধিকাংশ অ্যাথলেট। চায়ের দোকান থেকে সোশাল মিডিয়া, প্রকাশ্যে আসছে ক্ষোভ। দেশকে সোনা এনে দিয়ে মাত্র এই সম্মান ! দেশের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে হেপটাথেলনে স্বপ্না বর্মণের সোনা জয়। আর তাতে ধার্য মাত্র ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার ! স্বপ্নার মা যদিও কোনও আর্থিক পুরস্কার চাননি। শুধু বারবার জানিয়েছেন, এই জয় অনেক কষ্টের। সবাই আশীর্বাদ করুন। মুখে না বললেও পরিবারের হাল দেখেই স্পষ্ট, কতটা যন্ত্রণার ছিল এই লড়াই। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। বারবার জানতে চান, কী চাই। কিন্তু মুখ্যমন্ত্রীর সামনেও মুখ খোলেননি স্বপ্নার মা বাসনা দেবী। তারপরই রাজ্য সরকার ১০ লাখ টাকা ও একটি সরকারি চাকরির ঘোষণা করে। সরকারের এই পুরস্কার ঘোষণ

মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত

Image
জাকার্তা: ফের সোনার মেয়ে হিমা! মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত৷ ১৮তম এশিয়াড়ের দ্বাদশ দিনে অ্যাথলেটিক্সে জোড়া সোনা জিতল ভারত৷ মেয়েদের রিলের আগে পুরুষদের ১৫০০ মিটারে দেশকো সোনা এনে দেন ভারতের জিনসন জনসন৷ গত মাসে ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে সাড়া ফেলে দেন অসমের অষ্টাদশী হিমা দাস৷ তার পর জাকার্তায় ১৮তম এশিয়াডে পদকের হ্যাটট্রিক করলেন হিমা৷ মেয়েদের ৪০০ মিটারে রুপো জয়ের পর ৪x৪০০ মিটার মিক্সড রিলেতেও দেশকো রুপো এন দেন অসম কন্যা৷ তার বৃহস্পতিবার মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন হিমা৷ ৪x৪০০ মিটার রিলেতে ভারতের ছেলেরা রুপো জিতলেও সোনা আনলেন মেয়েরা৷ হিমার সঙ্গে ভারতীয় দলে ছিলেন এমআর পূবামা, সারিতাবেন গায়কোয়াড এবং বিসমায়া ভেলুবা৷ গত এশিয়াড়ে এই ইভেন্টে চার নম্বরে শেষ করেছিল ভারত৷ ১৮তম এশিয়াডে অ্যাথলেটিক্সে ছ'দিনের লড়াই শেষে তিন নম্বরে শেষ করল ভারত৷ জাকার্তায় অ্যাথলেটিক্সে ভারতের ঝুলিতে এল ৭টি সোনা, ১০টি রুপো এবং ২টি ব্রোঞ্জ৷ ভারতের আগে রয়েছে চিন (১২টি সোনা, ১২টি রুপো ও ৯টি ব

ফ্রি-তে খাবার দেবে রেল! একটাই শর্ত

Image
নয়াদিল্লি: ফের নির্দেশিকা জারি করল রেলমন্ত্রক৷ তবে, যাত্রীদের উদ্দ্যেশে নয়৷ রেলওয়ে চত্বরে থাকা সমস্ত ফুড স্টলগুলির জন্য নির্দেশিকাটি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রক রেল চত্বরের ফুড স্টলগুলিতে পয়েন্ট অফ সেল (পিওএস) ডিভাইস অথবা ইলেকট্রনিক বিলিং মেশিন বসানোর নির্দেশ দিয়েছে৷ কিন্তু, নতুন নিয়মে একেবারে বিনামূল্যে যাত্রীরা খাদ্যসামগ্রী পেতে পারবেন৷ ভাবছেন কীভাবে? নির্দেশিকাটি জারি হতে চলেছে আগামী ১ সেপ্টেম্বর৷ নিয়মটি চালু হওয়ার পর রেলযাত্রী খাদ্যসামগ্রীর বিল দাবি করতে পারবেন৷ আর, দোকানীরা বিল দিতে না পারলে দিতে হবে জরিমানা৷ তবে, জরিমানাটি জানলে অবাক হবেন৷ উক্ত যাত্রীকে বিনামূল্যে খাদ্যসামগ্রী পরিবেশনে বাধ্য থাকবে ওই দোকানী৷ এমনই জানাচ্ছে নতুন নিয়মটি৷ খুব কম সামগ্রীর জন্যও বিল দিতে বাধ্য থাকবেন রেলচত্বরের দোকানীরা৷ কেন্দ্রীয় রেলমন্ত্রকের এক আধিকারিক জানান, 'যাত্রীরা দাবি করলে দোকানিরা কখনই এড়িয়ে যেতে পারবেন না বিলের বিষয়টি৷ সমস্ত স্টলগুলিকে নজরে রাখা কঠিন বিষয়৷ তবে, এটাই শুরু৷ এইভাবেই নিয়ন্ত্রন করা যাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে৷'তিনি যোগ করেন, যাত

গুপ্তধনের লোভে কালা জাদুর বলি ২বছরের শিশু

Image
মুম্বই: গুপ্তধনের সন্ধানে অন্ধবিশ্বাসের বলি দুই বছরের এক শিশু৷ মহারাষ্ট্রের চন্দ্রপুরের খান্ডালা গ্রামের ঘটনা৷ গত ২২ অগস্ট থেকে অশোক মেশরামের ছেলে যুগ মেশরাম নিখোঁজ ছিল৷ সে তার দাদা হর্ষলের(৪) সঙ্গে বাড়ির সামনেই খেলছিল৷ হর্ষল বাড়ি ফিরলেও যুগ আর ফেরেনি৷ ছোট ছেলেকে খুঁজে না পেয়ে ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে তার বাবা৷ চন্দ্রপুর পুলিশ সুপারিন্টেডেন্ট মাহেশ্বর রেড্ডি জানান, শিশুটিকে খুঁজতে কয়েকটি দল গঠন করা হয়৷ মেশরামের প্রতিবেশীদের থেকে জানা যায়, সুনীল এবং প্রমোদ বাংকার নামে দুই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে চর্চা করছিল৷ তাই তাদের ওপর নজর রাখা শুরু হয়৷ বুধবার প্রমোদের বাড়ি থেকে যুগের দেহ উদ্ধার করা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই দোষ স্বীকার করে৷ তাদের গ্রেফতার করা হয়৷ মেশরামের সঙ্গে তার এই দুই প্রতিবেশীর ভালো সম্পর্ক থাকায় তাদের ওপর কখনোই সন্দেহের প্রশ্ন ওঠেনি৷ পুলিশের মতে, কালা জাদুর জন্য যুগকে হত্যা করে তারা৷ অন্ধবিশ্বাস এবং কালো জাদু বিরোধী আইন এবং আইপিসির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয় ওই দুই জনের বিরুদ্ধে৷

মশাবাহিত রোগ রুখতে মোবাইল অ্যাপ্লিকেশন আনল পুরসভা

Image
কলকাতা: নাগরিক পরিষেবায় গোটা দেশের মধ্যে নজির গড়ল কলকাতা পুরসভা। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগের তথ্য প্রকাশ করা হবে। কোন উপায়ে মশাবাহিত রোগের মোকাবিলা করা হবে সেই তথ্যও পাওয়া যাবে এই অ্যাপের সাহায্যে। কলকাতা পুরসভার ১৪৪টি স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় তথ্যও মিলবে এই অ্যাপের দৌলতে।   সমগ্র ভারতে এই ধরণের অ্যাপের ব্যবহারের কোনও নজির নেই। গঙ্গাপারের শহর কলকাতাতেই প্রথমবারের জন্য এই অ্যাপ চালু করল পুরসভা। এই অ্যাপটি ব্যবহার করা যাবে বাঙলা, হিন্দি, ইংরেজি এবং উর্দু ভাষাতেও। অ্যাপের মাধ্যমে জিপিআরএস-এর সাহায্যে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ। শহরের যে কোনও প্রান্তের মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হলে তিনি ওই অ্যপের মাধ্যমে নিকটবর্তী পুর স্বাস্থ্য কেন্দ্রের সন্ধান পেয়ে যাবেন। একই সঙ্গে পেয়ে যাবেন নিকটবর্তী রক্ত পরীক্ষাকেন্দ্রের ঠিকানাও। অদূর ভবিষ্যতে পুরসভার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে এই অ্যাপের ভিতরেই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং স্মার্ট ফোনের জন্য চালু করা হয়েছে কলকাতা পুরসভার

ভোটার তালিকায় নাম তোলা, ভ্রম সংশোধনের জন্য কী করবেন?

Image
1/6 আপনার কী ভোটার কার্ডে নাম ভুল আছে? বা পদবীর বানান ভুল রয়েছে? কিংবা ঠিকানা পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে? তাহলে অবশ্যই জেনে রাখুন – ১ জানুয়ারি ২০১৯-কে ভিত্তি তারিখ ধরে ১ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটদাতারা নিজের ভোটার তালিকার নথি পরিবর্তন করতে চাইলে আগামী মাস থেকেই তাঁরা প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন।        2/6 ভোটার তালিকা সংশোধন কর্মসূচি চলবে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত। ৩১ অক্টোবরের (বুধবার) মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় আবেদন গ্রহন করা হবে ভোট কেন্দ্রে।      3/6 নতুন ভোটার, যারা ভোটার তালিকায় নিজের নাম তুলতে চান তাঁরা আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন, ১ (২০১৯) জানুয়ারির মধ্যে যেন  তাঁদের বয়স ১৮ হয়। সেটা না হলে, তাঁর আবেদন গৃহীত হবে না।      4/6 ভোটার কেন্দ্রে নথি জমা করা ছাড়াও ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রবিবার একটি করে বিশেষ শিবিরেরও আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে, যথাক্রমে ৯ সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর, ৬ অক্টোবর, ২৮ অক্টোবর।       5/6 ভোটার তালিকায় নাম না থাকলে ৬

জঙ্গি নিশানায় এবার পুলিসকর্মীদের আত্মীয়রা, ২৪ ঘণ্টায় কাশ্মীরে অপহৃত ৯

Image
অপহৃত লোকজনদের মধ্যে রয়েছে পুলিসের ডিএসপি পদম‌র্যাদার এক অধিকারিকের আত্মীয়ও পুলিসের ধরপাকড়ের বদলা। দক্ষিণ কাশ্মীরে পুলিস কর্মীদের ৯ আত্মীয়কে অপহরণ করল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপোরা থেকে এদের অপরহণ করা হয়। হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিনের ছেলেকে গ্রেফতারের পরই ওই অপরহণ করল জঙ্গিরা। অপহৃত লোকজনদের মধ্যে রয়েছে পুলিসের ডিএসপি পদম‌র্যাদার এক অধিকারিকের আত্মীয়ও। পুলিস অপহরণ সম্পর্কে এখনই কিছু বলতে চায়নি তবে জানানো হয়েছে কাদের অপহরণ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। সূত্রের খবর, এখনও প‌র্যন্ত ‌যাদের অপহরণ করা হয়েছে তারা হলেন মহম্মদ মকুল ভাট নামে এক পুলিস কর্মীর ছেলে জুবাইর ভাট, নাজির আহমেদ নামে এক স্টেশন হাউস অফিসারের ভাই আরিফ আহমেদ, সালাম রাঠার নামে এক পুলিস কর্মীর ছেলে সুমার আহমেদ, ডিএসি আইয়াজ আহমেদের ভাই গওহর মালিক, পুলিসের এএসআই বসির আহমেদ বাটের চেলে ইয়াসির বাট। বুধবার সোপিয়ানে খুন হন ৪ পুলিসকর্মী। তার পরেই নিরাপত্তা বাহিনী এলাকায় জোর তল্লাশি চালায়। বেশ কয়েকজন জঙ্গির ঘরে ভাঙচুর করে বলে অভি‌যোগ। এর পরই একের পর এক অপহরণের ঘটনা সামনে চলে আসে। বৃহস্পতিব

SC/ST ইস্যুতে সুপ্রিম রায়, ভিন রাজ্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে মিলবে না বাড়তি সুযোগ সুবিধা

Image
সংবিধানের ৩৪১ বা ৩৪২ ধারা সংশোধন করেই এই নিয়মের পরিবর্তন করা হয়েছে নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় ! এবার থেকে এসসি-এসটি সম্প্রদায়ের মানুষেরা ভিন রাজ্যে গেলে মিলবে না সুযোগ সুবিধা আর ৷ আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ এই রায়ের অন্তর্নিহিত অর্থ এই যদি কেউ কোনও রাজ্যে এসসি-এসটি সুবিধাভূক্ত থাকেন তিনি যদি অন্য রাজ্যে বসবাস করতে গিয়ে থাকেন ৷ শিক্ষা ও কর্মক্ষেত্রে কোনও সুযোগ সুবিধা পাবেন না তিনি যা পেতেন আগে ৷ সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়েই সঠিক যোগ্যতা মূল্যায়ন করা সম্ভব হবে ৷ সংবিধানের ৩৪১ বা ৩৪২ ধারা সংশোধন করেই এই নিয়মের পরিবর্তন করা হয়েছে ৷ সংবিধানে উল্লিখিত ছিল এসসি-এসটি সম্প্রদায়ের মানুষেরা বিশেষ সুবিধা যা পেয়ে থাকেন তা সারা দেশের ক্ষেত্রে অভিন্ন থাকবে ৷ এবার সেই নিয়মেই পরিবর্তন আসল ৷

জয়েন্ট মেন ও নিটে বিনামূল্যে কেন্দ্রীয় তালিম

Image
কেন্দ্রীয় ভাবে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা চালু করার সময় থেকে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের প্রার্থীরা তেমন ভাবে সুযোগ পাচ্ছেন না বলে লাগাতার অভিযোগ উঠছে। এই অবস্থায় ডাক্তারি, সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়েরও সর্বভারতীয় প্রবেশিকায় কী ভাবে সফল হওয়া যায়, বিনামূল্যে তার তালিম দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। এতে একসঙ্গে দু'টি কাজ হবে বলে আশা করা হচ্ছে। প্রথমত, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পাওয়ার জন্য নিখরচায় অনেক নির্দিষ্ট ভাবে প্রস্তুতি চালানোর সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। দ্বিতীয়ত, অনেকাংশে বন্ধ হবে বেসরকারি কোচিং সেন্টারগুলির দাপট। পরীক্ষার্থীদের বক্তব্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স (মেন) এবং ডাক্তারি পড়ার জন্য নিট— এই দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা খুবই কঠিন। এই পরীক্ষাগুলিতে সফল হতে পড়ুয়ারা মাসের পর মাস বিভিন্ন বেসরকারি কোচিং সেন্টারে মোটা টাকার বিনিময়ে তালিম নেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক পড়ুয়াও ধারকর্জ করে এমন কোচিং সেন্টারে ভর্তি হন। শিক্ষা শিবিরের মতে, সরকারি কোচিং সেন্টার চালু হলে প্রার্থীরা উপকৃত হবেন। রমরমা কমবে বেসরকারি কোচিং সেন্টারের। ন

নোটবন্দিই কেড়ে নিল ওঁকে, স্মৃতিকাতর স্ত্রী

Image
কেটে গিয়েছে প্রায় দু'বছর। কিন্তু পিছনের দিকে তাকালে এখনও তাঁর মনে হয়, এই তো সে দিনের ঘটনা। ফোনে উৎকণ্ঠা ভরা গলায় স্বামী জানালেন, নোটবন্দির জন্য কোচবিহারের কোনও ব্যাঙ্ক বা এটিএমে টাকা মিলছে না। এ দিকে, হাতেও পয়সাকড়ি প্রায় নিঃশেষিত। অনেক ধার-দেনা হয়ে যাচ্ছে। আর কোনও উপায় না দেখে কলকাতায় আসছেন এটিএম থেকে টাকা তুলতে। কোচবিহার থেকে কলকাতায় আর আসতে পারেননি সীমা রায়চৌধুরীর স্বামী কল্লোল রায়চৌধুরী। আসার পথে ব্যান্ডেল স্টেশনে একটি এটিএমে লাইন দিয়েছিলেন তিনি। সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  সম্প্রতি ফের চর্চা শুরু হয়েছে নোটবন্দি নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময়ে বলেছিলেন, কালো টাকা উদ্ধার করতেই ওই পদক্ষেপ। তার পরে প্রায় দু'বছর কেটেছে। কতটা কালো টাকা উদ্ধার হল? অর্থনীতির বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, যে পরিমাণ টাকা নোটবন্দি করা হয়েছিল, সেই টাকা আবার বাজারে ফিরে এসেছে। এর ফলে নোটবন্দিতে কতটা কালো টাকা উদ্ধার হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদেরা। যা শুনে সীমাদেবী বলছেন, ''আমি রাজনীতি বা অর্থনীতি বুঝি

শ্বশুরবাড়িতে তরুণীর ঝুলন্ত দেহ, ধৃত চার

Image
বাড়ির লোক জানতেন শ্বশুরবাড়িতে ভাল নেই মেয়ে। কী হয়েছে, তা অবশ্য জানতেন না তাঁরা। পরিজনেদের দাবি, তাঁদের মেয়ে বলেছিলেন, খুব শ্রীঘ্রই বাড়িতে সব কথা বলবেন তিনি। কিন্তু তা জানার সুযোগ আর হল না। তার আগেই, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল সেই বধূর ঝুলন্ত দেহ।  পুলিশ জানিয়েছে, মৃতার নাম তিস্তা রায়হাজরা (৩০)। মঙ্গলবার রাতে ট্যাংরা থানা এলাকার গোবিন্দ খটিক রোডের শ্বশুরবাড়ি থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা রাজকুমার রায়ের অভিযোগের ভিত্তিতে তিস্তার স্বামী রিকি হাজরা, ভাসুর রবিন হাজরা, জা দীপিকা হাজরা ও শাশুড়ি লতা হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক দীপিকা ছাড়া বাকিদের পুলিশ হেফজাতে রাখার নির্দেশ দিয়েছেন। দীপিকার জেল হেফাজত হয়েছে। পুলিশ জানায়, তিস্তার শ্বশুরমশাই রাজকুমার হাজরা ঘটনার আগে থেকেই হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, ২৩ জুন বাড়ির অমতেই রিকিকে বিয়ে করেন ক্রিস্টোফার রোডের বাসিন্দা তিস্তা। কালীঘাট মন্দিরে তাঁদের বিয়ে হয়। পরে বিয়ের কথা জানানো হয় তিস্তার বাড়িতে। পরিবার সূত্

কিছু পুঁজিপতির কালো টাকা সাদা করতেই নোটবন্দি! মোদীকে তোপ রাহুলের

Image
নোটবন্দির মাধ্যমে দেশের দেশের ১৫-২০ জন পুঁজিপতির কালো ধন সাদা করার সুযোগ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা এই সুযোগ পেয়েছেন তাঁরা প্রধানমন্ত্রীর বন্ধু বলেও অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাহুল নোটবন্দিকে অপরাধ নয়, 'বড়সড় কেলেঙ্কারি' বলে অভিহিত করেন। এর জন্য প্রধানমন্ত্রীর জবাব দাবি করেন তিনি। তাঁর কথায়, ''ভুল হলে মানুষ ক্ষমা চায়। প্রধানমন্ত্রী ভুল করেননি। জেনে বুঝেই এ কাজ করেছেন। তাঁকে জবাব দিতে হবে কেন এ কাজ করেছিলেন।'' এ দিনের সাংবাদিক বৈঠকে নোটবন্দি প্রসঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহকেও একহাত নিয়েছেন রাহুল। তাঁর অভিযোগ, অমিত যে ব্যাঙ্কের চেয়ারম্যান সেই ব্যাঙ্কে ৭০০ কোটি টাকার নোট জমা পড়েছে। এই নোটবন্দিকে গরিব এবং ক্ষুদ্রব্যবসায়ীদের উপর আঘাত হিসেবে বর্ণনা করেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি জানিয়েছে, নোটবন্দিতে ৯৯ শতাংশেরও বেশি টাকা ফিরে এসেছে। রাহুলের আশা, ভবিষ্যতে এ নিয়ে আরও তথ্য সামনে আসবে।   রাফাল চুক্তি নিয়েও সরব হয়েছিলেন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগের তির ছিল অনিল অম্বানির দিকে।রাহুল বলেন, যত খুশি মানহানির ম

ব্যর্থতা ঢাকতেই দেশের নজর ঘোরানোর ছক মোদীর ?

Image
ভিড়ে ঠাসা দিল্লির প্রেস ক্লাবে ছুড়ে দেওয়া হল প্রশ্নটা— ''হাত তুলে বলুন, এখানে কে কে শহুরে মাওবাদী?'' হাত তুললেন সাহিত্যিক অরুন্ধতী রায়, হাত তুললেন গুজরাতের দলিত বিধায়ক জিগ্নেশ মেবাণী। হাত তুলল ছাত্র-ছাত্রী, আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিকদের ভিড়টাও। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ও মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে পাঁচ সমাজকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে প্রেস ক্লাবে আজ সাংবাদিক বৈঠক ডেকেছিলেন অরুন্ধতী, জিগ্নেশ, আইনজীবী প্রশান্ত ভূষণ, সমাজকর্মী অরুণা রায়-রা। সেখানেই আজ তাঁরা অভিযোগ করলেন, ভোটের মুখে নিজেদের যাবতীয় ব্যর্থতা থেকে নজর ঘোরাতে 'ডাইভার্ট অ্যান্ড রুল' নীতি নিয়ে চলছে নরেন্দ্র মোদী সরকার। এক ধাপ এগিয়ে জিগ্নেশের দাবি, মোদী জমানার গুজরাতের মতোই হত্যার ষড়যন্ত্রের গল্প ফেঁদে সহানুভূতি উস্কে দেওয়ার ছক কষছে বিজেপি। ধৃত সমাজকর্মীদের এবং তাঁদের প্রতি সহানুভূতিশীলদের 'শহুরে মাওবাদী' বা 'আরবান নকশাল' তকমা দিচ্ছেন কেউ কেউ। বুকার-জয়ী সাহিত্যিক আজ তাঁর বক্তৃতার শুরুতেই বলেন, ''আমি অরুন্ধতী রায় এবং হ্যাশট্যাগ-মিটু-আরবান নকশাল।'' তাঁর

পদক না পেলে চা-বাগানেই ফিরতেন স্বপ্না

Image
জাকার্তা এশিয়াডে পদক না পেলে ট্র্যাকে আর নামবেন না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন স্বপ্না বর্মণ। বৃহস্পতিবার বিকেলে সোনার পদক গলায় ঝুলিয়ে বিজয়মঞ্চ থেকে নামার পর জাকার্তা থেকে ফোনে সোনার মেয়ে বলে দিলেন, ''পদকটা নেওয়ার সময় দারুণ একটা অনুভূতি হচ্ছিল। কেমন একটা শিরশিরানি অনুভব করছিলাম। বিশ্বাস করুন, প্রতিদিন অনুশীলনে নেমে এত যন্ত্রণা হত যে, পদক না জিতলে অ্যাথলেটিক্স ছেড়ে গ্রামে গিয়ে চা-বাগানে কাজ করব ঠিক করে ফেলেছিলাম।'' বুধবার হেপ্টাথলনে ছয় হাজারের মাইলস্টোন টপকে ইতিহাস গড়ে সোনা জিতলেও পদক গলায় ঝোলাতে পারেননি বঙ্গকন্যা। ডোপ টেস্ট রাত পর্যন্ত শেষ না হওয়ায়। এ দিন বিকেলে ছিল সেই মাহেন্দ্রক্ষণ। এই সময়টার জন্য রাতে ঘুমোতে পারেননি স্বপ্না। বলছিলেন, ''কীভাবে ঘুমোব? দাঁতের যন্ত্রণা, তায় কোমর-পিঠে ব্যথা। মনে পড়ছে, অনুশীলনের সময় গোড়ালিতে যন্ত্রণা হত বলে আমি আটশো মিটার দৌড়তে চাইতাম না। স্যার (সাই কোচ সুভাষ সরকার) জোর করতেন, 'পদক পেতে হলে তোকে দৌড়তেই হবে।' প্রচণ্ড রাগ হত। কাঁদতে কাঁদতে দৌড় শেষ করে হস্টেলে ফিরে যেতাম। কত বার ভেবেছি হস্টেল ছেড়ে বাড়ি চলে যাই। মনে পড়ছ

‘আমি মরে যাব, আমাকে মোমো ডাকছে’, মাঝরাতে দরজা খুলে দৌড় যুবকের

Image
মোমো খেলার চক্করেই নাকি মাঝরাতে আত্মহত্যা করতে গিয়েছিল ছেলে— পুলিশে এমনই অভিযোগ করেছেন বাবা-মা। তদন্তে নেমে বছর পঁচিশের ওই যুবকের ডায়েরির পাতায় লেখা সুইসাইড নোট পেয়েছে পুলিশ। সেখানেও রয়েছে মোমো গেমের কথা।  ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের তুরকা। কালাচাঁদ দাস নামে ওই যুবককে নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার। বুধবার পুলিশে জানানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তাঁর পরিজনেরা। কালাচাঁদ রাজমিস্ত্রির কাজ করেন। জানা গিয়েছে, তুরকা বাজারে এক বন্ধুর মোবাইল দোকানে আড্ডা দিতে যেতেন কালাচাঁদ।  পরিবার সূত্রে খবর, গত রবিবার রাত দেড়টা নাগাদ জেঠুর ছেলে অরবিন্দ দাসকে ফোন করেছিলেন কালাচাঁদ। অরবিন্দ বলেন, ''ভাই ফোন করে বলে, 'আমার বাঁচার ইচ্ছে নেই। ইহজগতে নয়, আমাকে পরজগতে ডাকছে। আমি সেখানে চললাম।' এই বলে ফোন কেটে দেওয়ায় আমি ফের ফোন করি। কিন্তু ফোন ধরেনি কালাচাঁদ।'' অরবিন্দ তখন বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন উঠে দেখেন, কালাচাঁদ ঘরের দরজা খুলে বাইরের দিকে ছুটছেন। ওই যুবকের বাবা কানাই দাস জানান, সেই সময় কালাচাঁদকে আটকাতে গেলে তিনি বলেন— 'আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। আমাকে

বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ, মালদহে একরত্তির মাথা ফুঁড়ে বেরল গুলি

Image
পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে এ বার গুলিবিদ্ধ হল তিন বছরের আরও একটি শিশু। মালদহের মানিকচকের রামনগর গ্রামে মৃণাল মণ্ডল নামে ওই শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি।  মানিকচক ব্লকেরই গোপালপুরে সোমবার বোমার স্‌প্লিন্টারে আহত হয় জিশান শেখ নামে বছর তিনেকের একটি শিশু। সে এখন অনেকটা সুস্থ। কিন্তু বৃহস্পতিবার গুলিবিদ্ধ মৃণালের অবস্থা সঙ্কটজনক। মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখান থেকে মালদহেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশের এক কর্তা বলেন, ''ক্ষতর ধরন দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, সেভেন এমএম কিংবা নাইন এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে।'' তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। জেলা পর্যবেক্ষক তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''বিহার থেকে ভাড়া করা গুন্ডা এনে নৃশংস কাণ্ড ঘটিয়েছে বিজেপি। আমাদের কর্মীদের শান্ত থেকে পুলিশের উপরে আস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।'' তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, তাঁরা বোমা-গুলির রাজনীতি করেন না। তাঁর মন্তব্য, ''কোনও অপরাধীর গায়ে কি দলের নাম লেখা থাকে? তবে বিজেপি বা যে দলেরই হোক, দোষীদ

রেললাইনের ধারে ছাত্রীর নিথর দেহ, প্রেমিকের খোঁজে পুলিশ

Image
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রি-টেস্ট চলছে স্কুলে। বৃহস্পতিবার ভূগোল পরীক্ষার আগে বুধবার ছুটি ছিল। বাড়িতে বসেই পড়াশোনা করছিলেন হোলি চাইল্ড স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা দাস (১৮)। বেলার দিকে হঠাৎ একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কয়েক ঘণ্টার মধ্যেই আর একটি ফোন আসে প্রিয়াঙ্কার মা রীতাদেবীর কাছে। তাঁর দাবি, পীযূষ সাউ নামে মেয়ের এক বন্ধু ফোনে জানান, দ্রুত হাজরাবাগান রেল ক্রসিংয়ে পৌঁছতে হবে। প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়েছেন!  রীতাদেবী জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন রেললাইনের ধারে মাটিতে পড়ে রয়েছে প্রিয়াঙ্কার নিথর দেহ। মাথার এক দিকের ঘিলু বেরিয়ে এসেছে। কান এবং নাক দিয়ে রক্ত বেরিয়ে জমাট হয়ে রয়েছে। পাশেই বসে পীযূষ। দ্রুত নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রিয়াঙ্কাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।  এর পরেই এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। রীতাদেবী জানান, মৃতদেহ নিয়ে তাঁর সঙ্গেই হাসপাতালে গিয়েছিলেন পীযূষ। তবে অভিযোগ, প্রিয়াঙ্কাকে মৃত ঘোষণা করার পরেই তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যাওয়ার নাম করে বেরিয়ে যান। আর ফেরেননি। সঙ্গে নিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কার মোবা