আরও দামি হল পেট্রোল-ডিজেল, পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা


আজও টাকার পতন, ঊর্ধ্বমুখী পেট্রোপণ্য ৷ ডলার প্রতি টাকার দাম ৭০.৯৬ ৷ আরও দামি হল পেট্রোল-ডিজেল ৷ লিটার প্রতি ২২ পয়সা বাড়ল পেট্রোলের ৷ আজ কলকাতায় পেট্রোলের দাম ৮১.৪৯ টাকা ৷ লিটারে ২৮ পয়সা বাড়ল ডিজেলের দাম ৷ কলকাতায় লিটার প্রতি ডিজেল ৭৩.১০ টাকা ৷ পেট্রোপণ্যের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা ৷ ফের মাথায় হাত মধ্যবিত্তের ৷ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূলবৃদ্ধির আশঙ্কা ৷ টাকার পতনে ক্ষতি আমদানি-রফতানি ব্যবসায় ৷

সস্তা টাকা। দামি় ডিজেল। আকাশছোঁয়া পেট্রোপণ্য। নোটবন্দির জেরে এখনও নড়বড়ে দেশের আর্থিক বৃদ্ধি। সবমিলিয়ে চড়া বাজারের যাঁতাকলে আমজনতা।

একদিকে পড়ছে টাকার দাম। অন্যদিকে চড়ছে পেট্রোপণ্যের মূল্য। চাপ বাড়ছে মধ্যবিত্ত, নিম্নবিত্তদের উপরে। দ্বিতীয় ইউপিএ জমানাতেও নজিরবিহীন আর্থিক সঙ্কটের মুখে পড়েছিল দেশ। সেযাত্রায় পরিস্থিতি সামাল দেন মনমোহন সিং, পি চিদম্বরমরা। কিন্তু, এখন কী ব্যবস্থা নিচ্ছে সরকার? উলটে জমা হচ্ছে ক্ষোভের পাহাড়।

২০১৯ লোকসভা ভোট। সময় যত এগোচ্ছে ততই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পেট্রোপণ্যের দাম। নিম্নমুখী টাকার দামও বয়ে আনছে অশনি সংকেত। বদলাবে পরিস্থিতি? নাকি ফের টলমল পায়েই পথচলা?