Posts

Showing posts from October 17, 2018

দ্বিতীয় ত্রৈমাসিকে ₹৯,৫১৬ কোটি নিট মুনাফা RIL-এর

Image
মুনাফার অঙ্কে নয়া রেকর্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল)। চলতি আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৯,৫১৬ কোটি টাকার নিট মুনাফা করেছে তারা। যা আগের ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) তুলনায় ০.৬০ শতাংশ বেশি। প্রথম ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থার নিট মুনাফার অঙ্ক ছিল ৯,৪৫৯ কোটি টাকা। আর গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের লাভের অঙ্ক বেড়েছে ১৭.৪ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-কে এমনই জানিয়েছে আরআইএল।  এই আর্থিক বছরের এপ্রিল-জুলাই ত্রৈমাসিকে আরআইএল-এর অন্তর্গত রিলায়েন্স জিও ইনফোকমের নিট মুনাফা হয়েছে ৬৮১ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে এই অঙ্কটা ছিল ৬১২ কোটি টাকা। অর্থাত্, মাত্র তিন মাসে তাদের বৃদ্ধির হার ১১.২ শতাংশ। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এ বছরের একই সময়ে আরআইএল-এর মোট আয় বেড়েছে ৫৪.৫ শতাংশ। গত বছরের এ সময়ে ১,০১,১৬৯ কোটি টাকা আয় করেছিল মুকেশ আম্বানির সংস্থা। ১ বছর পরে যা দাঁড়িয়েছে ১,৫৬,২৯২ কোটি টাকায়। আর গত তিন মাসে সংস্থার রাজস্ব বেড়েছে ১০.৩০ শতাংশ হারে।

৩৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা মেট্রো

Image
কলকাতা: পুজোর মুখে মহানগরে তৈরি হল এক রেকর্ড৷ এবছর কলকাতা মেট্রো ৩৪ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। সৌজন্যে ষষ্ঠীর দিন মানুষের বাঁধভাঙা আনন্দ৷ রেল দফতর সূত্রে খবর, ষষ্ঠীতে সারাদিনে প্রায় ৯.১১ লক্ষ মানুষের ভিড় সামাল দিয়েছে কলকাতা মেট্রো। মেট্রোর তরফে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর বিগত ৩৪ বছরে এমন ভিড় তারা দেখেননি। এর আগে গত ২৫ সেপ্টেম্বর প্রায় ৮.৭৮ লক্ষ ভিড় হয়। বড় পুজোগুলো ঘুরতে মানুষ এখন মেট্রোই বেশি ব্যবহার করেন। শহর ও শহরতলীর বাসিন্দারা শোভাবাজার,বাগবাজার, মহম্মদ আলি পার্কের পুজো দেখতে মেট্রোকেই ভরসা করেন বেশি। কোনো পুজো ১০০ আবার কেউ ৫০, রোজকার মতো পুজোর দিনগুলোতেও প্যান্ডেল হপিংয়ে মানুষের লাইফলাইন মেট্রো। আর মেট্রোয় বড় পুজো দেখতে গিয়ে সেন্ট্রাল আর মহাত্মা গান্ধী স্টেশনের উপর চাপ পড়ছে বেশি। সূত্রের খবর, মানুষের ঢল সামলাতে সোমবার ৩০০ বার মেট্রো চালানো হয়েছে। এদিকে অষ্টমী এবং নবমী প্রতিদিন ২২৪ বার করে মেট্রো পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। দুপুর ১টা৪০ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত এই পরিষেবা চলবে। দশমীর দিন ১১৮ বার মেট্রো পরিষেবা চালু থাক

তাহলে আমি ঠিকই বলেছিলাম, আকবরের পদত্যাগের পর বললেন অভিযোগকারিনী

Image
একের পর এক #MeToo অভিযোগ বিদ্ধ এমজে আকবরের পদত্যাগের পর মুখ খুললেন অভিযোগকারিনী প্রিয়া রামানি। সংবাদসংস্থাকে প্রিয়া বলেন, প্রমাণিত হল আমার অভিযোগে সারবত্তা রয়েছে। এবার আদালত থেকে সুবিচারের আশায় আছি। সাংবাদিক প্রিয়া রামানিই ছিলেন প্রথম মহিলা যিনি পদত্যাগী বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবরের বরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর পর এমজে আকবরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসেন একের পর এক মহিলা।  মিটু বিতর্কে প্রবল চাপের মুখে বুধবার দুপুরে ইস্তফা দেন বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। যদিও প্রথম অভিযোগ ওঠার সময় বিদেশে ছিলেন তিনি। গত কাল দেশে ফেরার পর বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরই সাংবাদিকদের সামনে স্পষ্ট করে দেন, অভিযোগ ভিত্তিহীন তাই ইস্তফা দেবেন না তিনি। যদিও প্রবল চাপের মুখে বুধবার তাঁকে পদত্যাগ করতেই হয়। মঙ্গলবার আকবরের বিরুদ্ধে একজোট হন 'এশিয়ান এজ'-এর ১৯ জন মহিলা সাংবাদিক। এই সংবাদপত্রের সম্পাদক থাকাকালীনই আকবরের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রকাশ্যে এসেছেন মহিলা

উত্‍সবের বাংলায় নৃশংস কাণ্ড শুভেন্দুর গড়ে

Image
খেজুরিতে সপ্তমীর রাতে খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও তাঁর ছেলের পেটে ছুরি চালিয়ে দিলো দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় দুজনকেই কামারদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই মারা যান দোকানের মালিক সহদেব মণ্ডল(৪০)। ছেলে প্রবীর মণ্ডলকে তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সহদেব মণ্ডলের খাওয়ার দোকান রয়েছে খেজুরির মিঁয়ামোড় বাজারে । সপ্তমীর রাত সাড়ে নটা নাগাদ স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া হয় । এরপরই ওই যুবকরা দোকানের মালিকের পেটে ছুরি চালিয়ে দেয় । বাধা দিতে এলে ছেলে প্রবীর এর পেটেও ছুরি চালিয়ে দেয় । ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । রাতে গোটা এলাকা পুলিশের তল্লাশি অভিযান চলে । সূত্রের খবর, দুজনকে আটক করেছে পুলিশ । এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়ছে । জারি করা হয় ১৪৪ ধারা। দুষ্কৃতীদের রোষে পড়ার ভয়ে এই ঘটনায় প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না কেউই । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীদের দাপট এলাকায় যথেষ্ট। প্রসঙ্গত , গত বছরই এই এলাকা থেকে গুলি-বন্ধুক-সহ দুজন ধরা পড়েছিল । এলাকায় আরও অস্ত্র রয়েছে। অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, সেগুলো উদ্ধার করু

লঞ্চ হল Nokia X7: দাম ও স্পেসিফিকেশান

Image
মঙ্গলবার চিনে Nokia X7স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। Nokia X7 ফোনের প্রধান আকর্ষন Qualcomm Snapdragon 710চিপসেট, ৬.১৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে কালো নচ ও উয়াল রিয়ার ক্যামেরা। শিঘ্রই চিনের বাইরে Nokia 7.1 Plus নামে এই স্মার্টফোন লঞ্চ হবে। চিনের বাইরে এই ফোন Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হতে পারে। চিনে এই মিডরেঞ্জ Nokia X7 এর দাম 1600 ইউয়ান (প্রায় 18,025 টাকা)। 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1999 ইউয়ান (প্রায় 21,210 টাকা)। আর হাই এন্ড 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,150 টাকা)। তবে চিনের বাইরে এই স্মার্টফোন কবে লঞ্চ হবে সেই কথা জানায়নি HMD Global। Nokia X7 স্পেসিফিকেশান Nokia X7 ফোনে রয়েছে একটি ৬.১৮ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফনীভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 710 চিপসেট। এছাড়াও Nokia X7 ফোনে থাকবে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। ছবি তোলার জন্য Nokia X7ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম ব্যবহার হয়েছে। ফোনের রিয়ার ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্

শ্রীনগরে এনকাউন্টার! মৃত ৩ সন্ত্রাসবাদী, শহিদ পুলিশকর্মী

Image
শ্রীনগরে তীব্র গুলিবিনিময়। খতম করা হল ৩ সন্ত্রাসবাদীকে। শহিদ হয়েছেন এক নিরাপত্তারক্ষীও। আহত হয়েছেন আরও চারজন জওয়ান।  জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, 'গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের সৈয়দ আলি আকবর ফতেহ কাদালে তল্লাশি অভিযান শুরু করা হয়। তখনই গুলিবিনিময়ে মৃত্যু হয় ৩ সন্ত্রাসবাদীর। এক পুলিশকর্মীও শহিদ হয়েছেন।' গোটা এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা রক্ষীরা। আরও কোনও সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজ চলছে। চলতি মাসের শুরুর দিকে যেখানে দুই ন্যাশনাল কনফারেন্স নেতাকে সন্ত্রাসবাদীরা খুন করেছিল, সেই এলাকা থেকে খুব কাছেই চলে এনকাউন্টার। স্থানীয়দের দাবি, মৃত তিন সন্ত্রাসবাদীর মধ্যে একজন ছিলেন এলাকারই বাসিন্দা।

বিসিসিআই’কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে এমসিএ

Image
মুম্বই: ওয়াংখেড়ে থেকে ম্যাচ সরানোর সিদ্ধান্তের জের। প্রতিবাদে বিসিসিআই'কে চ্যালেঞ্জ জানিয়ে এবার বোম্বে হাইকোর্টে যাচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সরানোর সিদ্ধান্তকে 'একতরফা' আখ্যা দিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এমসিএ। মঙ্গলবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইনজীবী অপর্ণা দেবকর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করেন। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এম এস কার্নিক'র ডিভিশন বেঞ্চকে এবিষয়ে একটি পিটিশনও জমা দেওয়া হয় এমসিএ'র তরফ থেকে। সেখানে ওয়াংখেড়ে থেকে মুম্বইয়েরই ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে 'সম্পূর্ণ অবাধ', 'খারাপ' এবং 'আইনবিরুদ্ধ' বলে উল্লেখ করা হয়েছে। ২৯ অক্টোবর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচ। কিন্তু লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই মুহূর্তে কোনও পদাধিকারী নেই। ফলে কোনও ভেন্ডারের বকেয়া অর্থ মেটাতে পারছে না এমসিএ। সম্প্রতি বিজয় হ

শবরীমালায় ভক্তদের প্রবল বিক্ষোভে মন্দিরে ঢুকতে পারলেন না দুই মহিলা, ভাঙচুর চলল গাড়িতে

Image
ভক্তদের গাড়ি আটকাচ্ছেন শরবীমালার মহিলা বিক্ষোভকারীরা। মন্দিরের কাছে গিয়েও ভিতরে ঢুকতে পারলেন না দুই মহিলা। এঁরাই প্রথম যাঁরা এ দিন কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁরা হলেন কেরলের এক সাংবাদিক লিবি সিএস। আর দ্বিতীয়জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মাধবী। মাধবী তিনি পরিবারের সঙ্গে এসেছিলেন। সাংবাদিক লিবি কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছিলেন। ওই সাংবাদিককে মন্দিরের মূল প্রবেশদ্বারের ৪.৬ কিলোমিটার দূরে পাম্বায় ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আর মাধবী এবং তাঁর পরিবারের সঙ্গেও একই ঘটনা ঘটে। মন্দির থেকে কয়েকশো মিটার দূরে মাধবীর পথ আটকানো হয়। পুলিশ গিয়ে তাঁকেও উদ্ধার করে। প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ায় তিনি আর মন্দিরমুখো হননি। সেখান থেকেই ফিরে যান। এরপর দর্শনার্থীদের একটি বাসে মহিলা টিভি সাংবাদিকও মন্দিরে যাচ্ছিলেন। গাড়ি আটকে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় গাড়িতেও। সুপ্রিম কোর্টের রায়ে ১০০ বছরের রীতি ভেঙে এই প্রথমবার কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশাধিকার পেয়েছেন মহিলারা। আর শতাব্দী প্রাচীন ধর্মীয় রীতিকে বাঁচাতে মরিয়া হাজার হাজার ভক্ত। সুপ্রি

কোহিনুর হীরে উপহার দেওয়া হয়নি! সমর্পণ করা হয়েছিল ব্রিটেনের রানির কাছে

Image
সেই কবে থেকে শুনে এসেছি লাহোরের রাজা নাকি ইংল্যান্ডের রানিকে উপহার হিসেবে দিয়েছিলেন কোহিনুর হীরে। কিন্তু সম্প্রতি 'আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া' (এএসআই) যা বলেছে তাতে ইতিহাসটাই পাল্টে যেতে বসেছে। আরটিআই সূত্র অনুযায়ী ১৭০ বছর আগে ব্রিটেনের রানিকে 'উপহার' নয়, বরং রানির কাছে সমর্পণ করা হয়েছিল ১০৮ ক্যারাটের কোহিনুর। লুধিয়ানার এক সমাজকর্মী সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন কোহিনুর আদৌ উপহার হিসেবে দেওয়া হয়েছিল কিনা। প্রশ্নের উত্তরে এএসআই তার জবাব দিয়েছে। তবে এএসআই-এর ১০ অক্টোবরের লিখিত রিপোর্ট যা বলছে তা কিন্তু শীর্ষ আদালতের ২০১৬-এর বিবৃতি থেকে সম্পূর্ণ আলাদা। ২০০ মিলিয়ন মার্কিন ডলারের কোহিনুর হীরে চুরিও যায়নি, জোর করে ব্রিটিশরা কেড়েও নেয়নি। বরং তৎকালীন পাঞ্জাব শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উপহার দিয়েছিলেন তা, কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টকে এরকমটাই বলা হয়েছিল। রোহিত সাভারওয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি মাস খানেক আগে তথ্যের অধিকারের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে তাঁর প্রশ্ন রেখেছিলেন। তাঁর অনবগতিতেই প্রশ্ন পাঠানো হয় এএসআই-তে। এএসআই প্রশ্নের উত্তরে জানিয়েছে ১৮৪৯ সালে

অষ্টমীর দুপুরে দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করল Asus

Image
অষ্টমীর দিন ভারতে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল Asus। এই ফোন দুটি হল ZenFone Max M1 আর ZenFone Lite L1। দুটি ফোনের পিছনে রয়েছে একটি ক্যামেরা। এছাড়াও থাকবে Snapdragon 430 চিপসেট। ZenFone Lite L1 তে 3000 mAh ব্যাটারি থাকলেও ZenFone Max M1 এ থাকছে 4000 mAh ব্যাটারি। ZenFone Max M1 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকলেও ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। তার পরিবর্তে ZenFone Max M1 ফোনে থাকছে শুধুমাত্র ফেস আনলক। Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1 এর দাম ভারতে Asus ZenFone Lite L1 এর দাম 6,999 টাকা। কালো ও সোনালী রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে শুরুতে এই ফোন মাত্র 5,999 টাকায় বিক্রি করবে Asus। অন্যদিকে Asus ZenFone Max M1 এর দাম 8,999 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। শুরুতে মাত্র 7499 টাকায় এই ফোন বিক্রি হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1। Asus ZenFone Max M1 স্পেসিফিকেশান Asus ZenFone Max M1 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ZenFone Max M1 ফোনে থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sn

অপর একটি খুনের মামলায় যাবজ্জীবন স্বঘোষিত ধর্মগুরু রামপালের

Image
দিল্লি : আরও একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড স্বঘোষিত ধর্মগুরু রামপালের। আজ এই সাজা ঘোষণা হয়। অপর দু'টি খুনের মামলায় ইতিমধ্যেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হিসারের একটি আদালত। ২০০৬ সালে ছ'জনকে হত্যা সংক্রান্ত মামলায় দোষীসাব্যস্ত হন রামপাল। হরিয়ানার বারওয়ালায় রামপালের সৎলোক আশ্রমে পুলিশের সঙ্গে তাঁর ভক্তদের লড়াইয়ে প্রাণ হারায় ৬ জন। তারমধ্যে ছিলেন ৫ মহিলা ও একটি শিশু। ওই ৬ জনকে খুনের অভিযোগ ওঠে রামপাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ২০১৪ সালে গ্রেপ্তার হন অভিযুক্তরা।  বর্তমানে তাঁদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো, অপরাধমূলক কাজ, খুনের চক্রান্ত করা সংক্রান্ত একাধিক মামলা চলছে। তারমধ্যে একটি খুনের মামলায় আজ যাবজ্জীবন দেওয়া হল রামপালকে।

মার্কিন বিমান হামলায় খতম ৬০ জঙ্গি

Image
ওয়াশিংটন: মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় ৬০ আল শাবাব জঙ্গি খতম হয়েছে বলে দাবি করে মার্কিন সেনা৷ মঙ্গলবার তারা জানায়, চলতি বছরে অন্যতম বড় বিমান হামলা এটি৷ একটি বিবৃতিতে তারা জানায়, গত সপ্তাহে সোমালিয়ায় প্রায় ৬০ জন জঙ্গি খতম হয়েছে বিমান হামলায়৷ গত বছর নভেম্বরে বিমান হামলায় আল শবাব গ্রুপের ১০০-রও বেশি জঙ্গি খতম হয়৷ প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খবরে জানা যায়, সোমালিয়ার দক্ষিণে মার্কিন বিমান হামলায় আল শাবাবের আনুমানিক ১৮ জঙ্গি খতম হয়েছে। এমনটাই জানায় আমেরিকান আফ্রিকা কমান্ড। দেশের লোয়ার জুবা প্রদেশে মার্কিন ও সোমালি সরকারি সেনাদের সঙ্গে আল শাবাব জঙ্গিদের সংঘর্ষের সময় মার্কিন বাহিনীর ডাকে বিমান হামলাটি চালানো হয়। কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, "আমেরিকার সঙ্গে থাকা বাহিনীগুলো আক্রমণের মুখে পড়ার পর জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। আমাদের বর্তমান মূল্যায়ন হচ্ছে এ ঘটনায় কোনও সাধারণ মানুষ নিহত বা আহত হয়নি।"লোয়ার জুবার বন্দর শহর কিসমায়ো থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

লুঙ্গি পরায় মোদীর রাজ্যে গণধোলাই সাত যুবককে

Image
গান্ধীনগর: লুঙ্গি পরায় গুজরাতে উত্তম মধ্যম খেত হল সাত যুবককে৷ কাকতলীয় ভাবে সাতজনই বিহারের বাসিন্দা৷ কয়েকদিন আগেও যাদের মোদীর রাজ্য থেকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছিল৷ আবারও গুজরাতিদের রোষের শিকার তারা৷ এবারের কারণ অবশ্য লুঙ্গি৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের বিহারী হওয়ার কোনও সম্পর্ক নেই৷ যদিও জড়িত তিনজনে মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে৷ অভিযুক্তের নাম কেয়ুর পারমার৷ মঙ্গলবার তাকে গ্রেফতার করে সামা থানার পুলিশ৷ প্রহৃত সাতজনের মধ্যে ছয় জন কলের মিস্ত্রি৷ একজন সিভিল ইঞ্জিনিয়ার৷ নাম শত্রুঘ্ন যাদব৷ জানা গিয়েছে, ভদোদরা পুরসভার অধীনে একটি প্রাথমিক স্কুলে জলের কাজ চলছিল৷ কাজ শেষে রাতের দিকে সকলে লুঙ্গি পরে বসেছিলেন৷ সেই সময় জনা তিনেক ছেলে তাদের কাছে এমন পোশাক পরে থাকার কৈফিয়ত চায়৷ সেখান থেকে শুরু হয় বচসা৷ যা গড়ায় হাতাহাতি ও থানা পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ার শত্রুঘ্ন যাদব জানান, বচসার সময় তিনি পুলিশকে ফোন করেন৷ পুলিশকে দেখতে পেয়ে তখনকার মতো পালিয়ে যায় ওই তিন যুবক৷ পরে স্থানীয় থানায় ছয় কলের মিস্ত্রিকে নিয়ে অভিযোগ জানাতে যান শত্রুঘ্ন যাদব৷ ফিরে এসে দেখেন তাঁর একট

‌১০০ ক্যারেট হিরে বসানো সোনার জুতোর দাম কত জানেন?‌

Image
সোনা দিয়ে তৈরি জুতো। তাতে আবার ১০০ ক্যারেট হিরে বসানো হয়েছে। চোখে ধাঁধা লেগে যাওয়ার মতোই সেটি উজ্জ্বল। দুবাইয়ের পাঁচ তারা হোটেল বুর্জ–অল–আরবে আনুষ্ঠানিকভাবে বহুমূল্য এই সোনার জুতো প্রদর্শিত হয়। আর সেই জুতোর প্রথম দর্শনের জন্য সেখানে হাজির হয়েছিলেন বিশ্বের একাধিক নামি দামি শিল্পপতিরা। যতটাই মসৃণ, চিকন এর গড়ন ততটাই নাকি হাল্কা। এমনভাবে সোনার পাত দেওয়া হয়েছে যাতে, জুতোটি পরার পর খুব ভারী বলে মনে না হয়। যে হিরে দিয়ে জুতোটি সাজানো হয়েছে সেগুলিও বহু মূল্য। এমনকী জুতোর ভেতরো প্রস্তুতকারী সংস্থার লোগোটিও সোনা দিয়ে লিখে দেওয়া হয়েছে। দুবাইয়ের নামি গয়না প্রস্তুতকারী সংস্থা '‌জেডা দুবাই'‌ এটি তৈরি করেছে। ন'‌মাস ধরে বহুমূল্য এই সোনার জুতো তৈরি করা হয়েছে নিপুন ভাবে। জুতো সোনার হলেও দুর্মূল্য নয়। দাম '‌মাত্র' ১২৩ কোটি টাকা।

প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু ইউটিউব

Image
নয়াদিল্লি: বেশ কিছুটা সময় আচমকা বন্ধ হয়ে গিয়েছিল ইউটিউব। সার্ভারের সমস্যার জন্য আজ সাত সকালে ডাউন হয়ে গিয়েছিল বিশ্বের এই সর্ববৃহত্ ভিডিও প্ল্যাটফর্ম। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ আসতে থাকে ব্যবহারকারীদের। তাঁদের অভিযোগ ছিল, ইউটিউবে লগ ইন হচ্ছে না, কোনও ভিডিও আপলোড করা যাচ্ছে না এবং কোনও কিছু দেখাও যাচ্ছে না। যদিও ৪৫ মিনিটের মধ্যেই ইউটিউবে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। এই সমস্যার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে টিম ইউটিউব। সংবাদসংস্থাগুলির খবর অনুযায়ী, সারা বিশ্বেই ইউটিউব ডাউন হয়ে গিয়েছিল। সারা বিশ্বে গুগলের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। পরিষেবা ডাউন হওয়ায় অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়েন। অনেক ব্যবহারকারীই অনলাইনে টিভি, গান ও অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য ইউটিউবের ওপর নির্ভরশীল। সকাল প্রায় সাড়ে ছয়টার সময় ভারতে ইউটিউব ডাউন হওয়ার খবর জানা যায়। ইউটিউবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। ট্যুইটবার্তায় বলা হয়, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিক অ্যাকসেস করার ভেত্রে সমস্যার ব্যাপারে জানানোর জন্য ধন্যবাদ।

২,৪৫৫টি পুজোকে জরিমানা

Image
বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ২,৪৫৫টি পুজো কমিটিকে জরিমানা করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (‌ডব্লুবিএসইডিসিএল)‌। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ওই মণ্ডপগুলিতে অভিযান চালিয়ে ১২ হাজার ৮৮৯.‌২৫ কেভিএ বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে সারা রাজ্যে ১,৪৫০টি মোবাইল ভ্যান নজরদারি চালাচ্ছে। এছাড়াও জরুরি রক্ষণাবেক্ষণের কাজে আরও ৭৩৫টি মোবাইল ভ্যান রাখা হয়েছে। সপ্তমীর সন্ধেয় তাদের এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ১০০ মেগাওয়াট।

ধর্ষণের অভিযোগ সলমনের বিরুদ্ধে

Image
মি টু নিয়ে একের পর এক বিস্ফোরক দাবিতে সরগরম বলিউড। তার মধ্যেই সলমন খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক প্রাক্তন মডেল ও ভিডিও জকি। কয়েকদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসেও অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সুবাদে টেলিভিশনে যথেষ্ট পরিচিত মুখ তিনি। ওই প্রাক্তন মডেলের অভিযোগ, সলমন তাঁর ভাইদের সঙ্গে নিয়ে ধর্ষণ করেছেন তাঁকে। সলমনের সুপারহিট ফিল্ম '‌সুলতান'‌–এর শ্যুটিংয়ের সময় ঘটেছে এই ঘটনা। তবে ধর্ষণের সময় ওই মডেল অচৈতন্য অবস্থায় ছিলেন বলে প্রতিরোধ করতে পারেননি। তবে কীভাবে তিনি অচৈতন্য হলেন, সেটা নিয়ে মুখ খোলেননি এই মডেল। শুধু সলমন নয়, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও তোপ দেগেছেন এই মডেল। তাঁর দাবি, শত্রুঘ্ন তাঁর বিরুদ্ধে কালোজাদু এবং তুকতাক করেছেন। তারপর থেকেই তাঁকে ভূতে ধরছে বলেও দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, '‌আমার ল্যাপটপ এবং ফোন হ্যাক করে আমার সমস্ত সৃজনশীল চিন্তা চুরি করেছেন শত্রুঘ্ন। তারপরে সেই সৃজনশীল চিন্তাগুলোকে নিজের মেয়ে সোনাক্ষী সিনহার কেরিয়ারের উন্নতিতে ব্যবহার করেছেন তিনি।'‌ সলমন কিংবা শত্রুঘ্ন— কারও তরফেই এই মডেলের দাবির বিরোধিতা কর

মহিলাদের প্রবেশ ঘিরে থমথমে সবরীমালা, পুলিস প্রহরায় দুর্গ আয়াপ্পার মন্দির

Image
সুপ্রিম কোর্টের নির্দেশে সবরীমালা মন্দিরে এখন সব বয়সের মহিলাদের প্রবেশ অবাধ। কিন্তু মন্দিরে ঢুকতে না দেওয়ার দাবিতে প্রতিবাদ অবস্থানে নেমেছেন কয়েকশো মানুষ। বছরে মাত্র ১২৭ দিন খোলা থাকে সবরীমালা মন্দির। বুধবার মন্দির খুলেছে। সোমবার তা ফের বন্ধ হয়ে যাবে। ফলে বুধবার দলে দলে মহিলারা আয়াপ্পার এই মন্দিরে আসছেন পুজো দিতে। আর তাদের প্রবেশ আটকাতে আদাজল খেয়ে রাস্তায় নেমেছেন কিছু লোক। অশান্তির কথা মাথায় রেখে কেরল সরকার ১০০০ পুলিস কর্মী মোতায়েন করেছে। এদের মধ্যে ২০০ মহিলাও রয়েছেন। ওইসব পুলিসকর্মীদের রাখা হয়েছে নিলাক্কাল ও পাম্পা বেস ক্যাম্পের কাছে। ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে পাম্পা বেস ক্যাম্পের কাছে। বিক্ষোভকারীরা পাম্পা বেসক্যাম্পের একটি জায়গায় বসে আয়াপ্পার মন্ত্র পড়ছেন। তারা বাসা থামিয়ে পূণ্যার্থীদের আটকানোর চেষ্টা করলে পুলিস লাঠিও চালিয়েছে বলে খবর। পুলিস অবশ্য জানিয়েছে মাসিক প্রার্থনার জন্য মন্দির খোলার আগেই মন্দিরমুখী রাস্তাগুলির দখল নেওয়া হয়েছে। উল্লেখ্য, কেরলের সবরীমালা মন্দিরে এতদিন ১০-৫০ বছরের মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। গতমাসে সুপ্রিম কোর্টের নির্দেশে তা উঠে যায়। মন্দ

হাল্কা হিমের আমেজ, চাহিদা কম বিদ্যুতের

Image
ধরে নেওয়া হয়েছিল, ষষ্ঠীর সন্ধ্যায় রাজ্যে (সিইএসসি এলাকা বাদ দিয়ে) বিদ্যুতের চাহিদা ৬০০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে। কিন্তু ষষ্ঠীর দিন সন্ধ্যা ৭টায় সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা উঠেছিল ৫৫০০ মেগাওয়াটের কাছাকাছি। মঙ্গলবার, সপ্তমীতে দেখা গেল, চাহিদা আরও কমে দাঁড়িয়েছে কমবেশি ৫১০০ মেগাওয়াট। রাজ্যের বিদ্যুৎকর্তারা জানাচ্ছেন, এ বার পুজোয় ষষ্ঠীতেই বিদ্যুতের চাহিদা সব থেকে বেশি হবে বলে মনে করা হচ্ছিল। কারণ রাজ্যের সর্বত্র এখন পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে যায়। ষষ্ঠীতে আবার পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অফিস, কিছু কলকারখানাও খোলা থাকে। কিন্তু কয়েক দিন ধরে রাতের দিকে গরম কিছুটা কমে গিয়ে রাজ্যের সর্বত্র হাল্কা ঠান্ডার আমেজ চলছে। তার জেরে বিদ্যুতের চাহিদা ৫,৫০০ মেগাওয়াটের ঘরেই থমকে যায়। এ বার পুজোর বেশ কিছু দিন আগে থেকেই কোল ইন্ডিয়ার কয়লার জোগান কিছুটা কম থাকায় বিদ্যুতের উৎপাদন নিয়ে চিন্তায় ছিল বিদ্যুৎ দফতর। তবে পুজোর মুখে কয়লার জোগান ও বিদ্যুৎকেন্দ্রগুলিতে জ্বালানি ভাল পরিমাণে মজুত হয়ে যাওয়ায় পুজোয় বিদ্যুতের জোগানে কোনও সমস্যা হবে না বলে বিদ্যুৎকর্তারা জানিয়ে দেন। ঠান্ডা আমেজ কিছুটা পড়ে যাওয়ায় এসি, পা

কংগ্রেসে যোগ দিলেন হাসিন জাহান

Image
কলকাতা: বিতর্কের কারণে বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছেন হাসিন জাহান। ২০১৯ লোকসভা ভোটের আগে এবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন হাসিন। ভারতীয় পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন পেশায় একজন মডেল এবং চিয়ারলিডার। তবে গত মার্চ মাসে শামির বিরুদ্ধে একাধিক অভিযোগের বোমা ফাটিয়ে খবরে আসেন হাসিন। বিবাহ বর্হিভূত সম্পর্ক, পাক-যোগাযোগ, ম্যাচ ফিক্সিং-এর মতো মারাত্মক অভিযোগের পর দিল্লি ডেয়ার ডেভিলস পেসারের বিরুদ্ধে একটি বড়সড় অভিযোগ আনেন স্ত্রী হাসিন৷ শামির বিরুদ্ধে তাঁর নতুন অভিযোগ, 'নিজের আসল বয়স গোপন করে ভারতীয় দলে সুযোগ পেয়েছে শামি৷' একটি অনুষ্ঠানে মুম্বইয়ের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট সঞ্জয় নিরূপম হাসিনকে কংগ্রেসে স্বাগত জানান। মুম্বই কংগ্রেসের তরফে একটি টুইট করে পুরো বিষয়টি জানানো হয়। গত মার্চ মাসের শুরু থেকে ব্লু ব্রিগেডের এই পেশার শামি খবরের শিরোনামে রয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদের জন্য৷ তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং , বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর মতো একের পর এক মারাত্মক অভিযোগ এনে ফেসবুক পোস্ট করে সামির গোপন চ্যাটের স্ক্রিনশট সকলের সামনে তুলে ধরেন হাসিন৷ এ

উলটপুরান! যৌনমিলনের লাগাতার প্রস্তাব মহিলা সহকর্মীর, সইতে না পেরে আত্মহত্যা এক ব্যক্তির

Image
মহারাষ্ট্রে এক ব্যক্তি আত্মহত্যা করলেন। কারণ এক মহিলা সহকর্মী নাকি তাকে লাগাতার যৌনমিলনের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন। দাবি ছিল অবৈধ যৌনমিলনে তাকে সঙ্গ দিতে হবে। এই দাবি তথা চাপ সইতে না পেরেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মৃতের নাম সচিন মিটকারি। বয়স ৩৮। মহারাষ্ট্রের পরভানি জেলায় একটি হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। রবিবার বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানে সচিনের অভিযোগ, জনৈক মহিলা বারবার বলা সত্ত্বেও তাঁকে যৌনমিলন করার প্রস্তাব দিচ্ছিলেন। তিনি বিবাহিত জানা সত্ত্বেও গোপনে মিলনের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন মহিলা। একটা সময়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন মহিলা। যদি অবৈধ সম্পর্ক তৈরি না করেন সচিন তাহলে পুলিশে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। এই চাপ সহ্য করতে না পেরেই সচিন আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গিয়েছে।

চোখে জল ,কাঁধে সন্তানের মৃতদেহ! উৎসবের দিনে উঠে এল আরও এক মর্মান্তিক ঘটনা

Image
ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে বাবার হাত শক্ত করে ধরে , নতুন জামা পরে অনেকে খুদেই আজ ঠাকুর দেখতে বেরিয়েছে। কিংবা বাবার কাছে প্রচণ্ড বায়না রয়েছে সন্ধ্যেবেলায় ঠাকুর দেখা আর বেলুন কিনে দেওয়ার! মেয়ের আবদার মেটাতে হয়তো অনেক বাবাই ভাবনায় পড়ে গিয়েছেন, এইভেবে যে উইক ডেজ-এ কীভাবে তাড়াতাড়ি অফিস থেকে বেরোবেন! এমনটাও তো হতে পারত বিহারের জামুইয়ের পাইজু মোহালির সঙ্গে! মেয়েকে নিয়ে উৎসবের আনন্দে তিনিও তো আজ মেতে উঠতে পারতেন! .. কিন্তু নিয়তি তা হতে দেয়নি। আর দারিদ্র তাতে আরও বড় কোপ বসিয়েছে। ঘটনা বিহারের জামুইয়ের শিমূলতলার টোলবা গ্রামের। যেখানে এই উৎসবের দিনে এক অসহায় বাবাকে মৃত মেয়ের দেহ কাঁধে নিয়ে জোগাড় করতে হয়েছে সন্তানের সৎকারের টাকা। হ্যাঁ! 'উন্নয়নশীল' ভারতে এ দৃশ্য আবারও ফুটে উঠেছে, আর উস্কে দিয়েছে ওড়িশার দানা মাঝির স্মৃতি। পাইজুর মেয়ে ববিতা কুমারী গত ১৫ -২০ দিন ধরে অসুস্থ। অসুস্থতার জেরে তাকে ঝাঝা রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। পাইজুর অভিযোগস হাসপাতালে চিকিৎসার অভাবে ববিতার মৃত্যু হয়। শেষে অ্যাম্বুলেন্স না পেয়ে , মেয়ের মৃতদেহ কাঁধে তুলে টোলবা গ্রামের প্রধানের কাছে যানপাইজু। সেখান থেকে মেয়ের

পুজোর মধ্যেই সুখবর, পিএফে সুদের হার বাড়াল কেন্দ্র

Image
জেনারেল প্রভিডেন্ট ফান্ড ও এর সম্পর্কিত অন্যান্য প্রকল্পে সুদের হার ০.৪ শতাংশ হারে বাড়াল কেন্দ্র সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সুদের হার বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। ২০১৮-১৯ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। ১ অক্টোবর থেকে নতুন সুদের বর্ধিত সুদের হার দেওয়া হবে। কেন্দ্রের অর্থমন্ত্রক এক বিবৃতিতে এখবর জানিয়েছে। গত মাসে কেন্দ্র সরকার স্বল্প সঞ্চয়, এনএসসি, পিপিএফ প্রকল্পে ০.৪ শতাংশ হারে সুদ বাড়ানোর ঘোষণা করেছিল। এবার পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর এল। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, রেলের কর্মী ও প্রতিরক্ষা কর্মীরা এই বর্ধিত সুদের হারের সুবিধা পাবেন।

আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত সাই-এর কবাডি কোচ

Image
বেঙ্গালুরু: প্রশিক্ষণ কেন্দ্রে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠার পর হোটেলের ঘরে আত্মঘাতী হলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর সঙ্গে যুক্ত এক কবাডি কোচ। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু সাই-এর সঙ্গে যুক্ত সিনিয়র কবাডি কোচ রুদ্রাপ্পা ভি হোসামানির ঝুলন্ত দেহ গত সোমবার হরিহরের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন রুদ্রাপ্পা। হোটেলের তরফে জানানো হয়েছে, গত ১৩ তারিখ সেখানে ওঠেন রুদ্রাপ্পা। কিন্তু, দীর্ঘক্ষণ সাড়া না মেলায় কর্মীরা পুলিশে খবর দেন। এর আগে, গত ৯ তারিখ সাই-এর মহিলা ড্রেসিং রুমে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। অভিযোগকারিণী তার পরিবারকে ওই ঘটনার কথা জানালে, তাঁরা সাই কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। এরপরই, অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং হোসামানিকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয় এবং কোচের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।

বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে জঙ্গি, পুজোর মধ্যেই ৩ জেলায় জারি হল হাই অ্যালার্ট

Image
পুজোর আনন্দের মধ্যেই আশঙ্কার খবর। উত্তরবঙ্গের ৩ জেলায় জঙ্গি নাশকতার আশঙ্কায় জারি হল হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে বাংলাদেশ থেকে জামাত উল মুহাজিদিনের ৪ সদস্য উত্তর বঙ্গে হামলা চালাতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে তারা বিস্ফোরণ ঘটাতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। জঙ্গিদের ধরতে ইতিমধ্যে ৩ জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।  গোয়েন্দা বিভাগ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে ২ জেএমবি জঙ্গি। এদের সঙ্গে রয়েছে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। কোচবিহারের দিনহাটা দিয়ে এরা ভারতে ঢুকেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।  সপ্তমীর সকালে ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলছিলেন প্রেমিকা, বহুতল থেকে ঝাঁপ যুগলের ইতিমধ্যে জঙ্গিদের ছবিও প্রকাশ করেছে পুলিস। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। নাশকতার চেষ্টা রুখতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন মণ্ডপে চলছে তল্লাশি। পুলিস কুকুর ও মেটাল ডিটেকটর দিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বোম্ব স্কোয়াডকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিলায়্যান্সকে নিতেই হত, নয়া নথির দাবিতে রাফাল নিয়ে অস্বস্তিতে মোদী

Image
কর্মী ইউনিয়নের সঙ্গে কর্তাদের বৈঠকের নির্যাস সংক্রান্ত দু'টি নথি। তাতেই ফের অস্বস্তি বাড়ল নরেন্দ্র মোদী সরকারের। কারণ ওই নথি বলছে, ভারতকে রাফাল যুদ্ধবিমান বেচতে হলে অনিল অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে জোট বাঁধতেই হত নির্মাতা সংস্থা 'দাসো'-কে। 'মেক ইন ইন্ডিয়া'-র স্বার্থেই এই শর্ত বাধ্যতামূলক ছিল বলে দাসো-র দ্বিতীয় শীর্ষ কর্তা জানিয়েছিলেন ইউনিয়নকে। উড়ান সংক্রান্ত ফরাসি ওয়েবসাইট 'পোর্তেই আভিয়েসঁ'-তে প্রকাশিত হয়েছে ওই দু'টি বৈঠকের নথি। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আগেই দাবি করেছিলেন যে, রাফাল-চুক্তিতে রিলায়্যান্সকে ফ্রান্সের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত সরকার। যে সংবাদ সংস্থার কাছে তিনি এই দাবি করেছিলেন, সেই 'মিডিয়াপার্ট'-ও বলেছিল, রিলায়্যান্স-বিতর্কের সমর্থনে প্রয়োজনীয় নথি আছে তাদের কাছে। অনেকের মতে, ফরাসি ব্লগে প্রকাশিত এই দু'টি নতুন নথির মধ্যে একটির কথাই বলেছিল তারা। বিবৃতিতে দাসো অবশ্য দাবি করেছিল, তাদের উপরে কোনও চাপ ছিল না। কিন্তু সেই দাবি নিয়েও প্রশ্ন উঠছে এখন। নথি বলছে, দাসো কর্তৃপক্ষের সঙ্গে 'সিজিটি' এবং '

দিল্লিতে হাতে পিস্তল নিয়ে খুনের হুমকি প্রাক্তন বিএসপি সাংসদের ছেলের

Image
খাস রাজধানীতে পাঁচতারা হোটেলের সামনে হাতে পিস্তল নিয়ে এক যুবককে শাসাচ্ছেন আরেক যুবক। পরনে গোলাপি ট্রাউজার্স আর কালো টি-শার্ট। ভিডিয়োয় শোনা যাচ্ছে, তিনি বলছেন, ''আই উইল কিল ইউ।'' কখনও বলছেন, ''আয়্যাম ফ্রম লখনউ।'' পিছন থেকে কেউ বলছেন, ''কুল ডাউন, আশিস।'' এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আসরে নেমেছে দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের প্রাক্তন বিএসপি সাংসদ রাকেশ পাণ্ডের ছেলে আশিস। নির্মাণ ব্যবসায়ী আশিসের নামে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। লখনউয়ে বাড়ি, পেট্রল পাম্প এবং নির্মাণস্থলে হানা দিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গী এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, মামলা রুজু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি সম্ভবত শনিবার রাতের। আশিস যে বিএমডব্লিউয়ে উঠে চলে যান, সেই গাড়িতে বসেই সম্ভবত কেউ ঘটনার ভিডিয়ো তোলেন। ওই হোটেলেরই কোনও কর্মী ঘটনাটি ফেসবুকে পোস্ট (পরে তা মুছে দেওয়া হয়) করে লেখেন, ''হোটেলের সামনে কিছু

মেয়েরা কি শবরীমালায় ঢুকতে পারবেন? বিক্ষোভে উত্তাল কেরল

Image
সুপ্রিম কোর্টের রায়ে আগামিকাল সব বয়সের মহিলাদের জন্য খুলে যাবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা। তার প্রতিবাদে আজ, হাজার হাজার ভক্তের বিক্ষোভে উত্তেজনা ছড়াল রাজ্যে। মন্দিরের কাছাকাছি পথে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল মহিলাদের। রীতি অনুযায়ী, মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার থেকে তিন মাসব্যাপী 'মকরাভিলাক্কু উৎসব' শুরু হবে শবরীমালায়। শীর্ষ আদালতের রায়ে, এ দিন থেকেই শবরীমালায় ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা। অর্থাৎ ঋতুমতী মহিলাদেরও মন্দিরে প্রবেশে আর বাধা নেই। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, মহিলাদের রুখতে দরকার হলে মন্দিরের গর্ভগৃহে ঢোকার রাস্তায় শুয়ে পড়বেন তাঁরা। প্রধান বিগ্রহ আয়াপ্পার ছবি দেওয়া প্ল্যাকার্ড ও বিজেপির পতাকা হাতে বিক্ষোভ দেখান 'শবরীমালা বাঁচাও' অভিযানে সামিল মহিলারাও। আজ এ নিয়ে দফায় দফায় আলোচনা হয় মন্দির কর্তৃপক্ষ— ত্রিভাঙ্কুর দেবস্বম বোর্ড, মন্দিরের প্রধান পুরোহিত, পন্ডালাম রাজ পরিবার এবং আয়াপ্পা সেবা সঙ্গমের মধ্যে। সমাধান মেলেনি। শবরীমালা মন্দিরে ঢোকার ২০ কিলোমিটার আগে নীলাক্কাল অর্থাৎ বেসক্যাম্প। সেখানেই আজ বসে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ, বাস, গাড়ি, ট্যাক্সি থামিয়ে ত

মহোৎসবে নাশকতা! রাজ্যকে সতর্কবার্তা দিল কেন্দ্র

Image
শারদোৎসবের উচ্ছলতার আড়ালেই জাল বুনছে হিংসা। অন্তত তেমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দাকর্তারা। তাঁরা জানাচ্ছেন, রাজ্যবাসীর আনন্দবিহ্বলতার মধ্যেই মোক্ষম আঘাত হানতে পারে জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সম্প্রতি এই বিষয়ে রাজ্য গোয়েন্দা দফতরকে সতর্ক করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বার্তায় জানানো হয়েছে, জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর চার জঙ্গি নেতা এ রাজ্যে ঘাঁটি গেড়ে আছে। তারা হল মহম্মদ সালাউদ্দিন, মহম্মদ জাহিরুল মহম্মদ রাকিব ও মহম্মদ রিয়াজ আলি চৌধুরী। মাস দুয়েক আগে ও-পার থেকে এসে তারা উত্তর দিনাজপুরের দিনহাটা এলাকার এক যৌন পল্লিতে ওঠে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বিভিন্ন এলাকায় নাশকতার ছক কষেছে ওই পান্ডারা। প্রাথমিক খবর অনুযায়ী মূলত উত্তরবঙ্গে নাশকতার ছক কষে নেপাল থেকে বিস্ফোরক এনে মজুত করেছে তারা। গোয়েন্দাদের আশঙ্কা, শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যেই নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছে। ওই চার নেতা উত্তরবঙ্গের ডেরা থেকেই রাজ্য জুড়ে নাশকতা চালাতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার ভিত্তিতে সোমবার রাজ্য জুড়ে সব পুলিশ সুপার ও কমিশনারেটকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।