মার্কিন বিমান হামলায় খতম ৬০ জঙ্গি


ওয়াশিংটন: মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় ৬০ আল শাবাব জঙ্গি খতম হয়েছে বলে দাবি করে মার্কিন সেনা৷ মঙ্গলবার তারা জানায়, চলতি বছরে অন্যতম বড় বিমান হামলা এটি৷ একটি বিবৃতিতে তারা জানায়, গত সপ্তাহে সোমালিয়ায় প্রায় ৬০ জন জঙ্গি খতম হয়েছে বিমান হামলায়৷ গত বছর নভেম্বরে বিমান হামলায় আল শবাব গ্রুপের ১০০-রও বেশি জঙ্গি খতম হয়৷

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খবরে জানা যায়, সোমালিয়ার দক্ষিণে মার্কিন বিমান হামলায় আল শাবাবের আনুমানিক ১৮ জঙ্গি খতম হয়েছে। এমনটাই জানায় আমেরিকান আফ্রিকা কমান্ড।

দেশের লোয়ার জুবা প্রদেশে মার্কিন ও সোমালি সরকারি সেনাদের সঙ্গে আল শাবাব জঙ্গিদের সংঘর্ষের সময় মার্কিন বাহিনীর ডাকে বিমান হামলাটি চালানো হয়।

কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, "আমেরিকার সঙ্গে থাকা বাহিনীগুলো আক্রমণের মুখে পড়ার পর জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। আমাদের বর্তমান মূল্যায়ন হচ্ছে এ ঘটনায় কোনও সাধারণ মানুষ নিহত বা আহত হয়নি।"লোয়ার জুবার বন্দর শহর কিসমায়ো থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।