Posts

Showing posts from May 4, 2018

চিনে ধামাল মাচাচ্ছে 'বাহুবলী', একদিনেই ভেঙে ফেলল সমস্ত রেকর্ড

Image
রাজামৌলির 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন' এদেশের বক্স অফিসে কী হারে ব্যবসা করেছিল সেকথা তো প্রায় সকলেরই জানা। তবে শুধু এদেশেই নয় বিদেশেও প্রভাস-অনুষ্কার বাহুবলী-২ জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। আজ, শুক্রবার (৪ মে) 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন' মুক্তি পেয়েছে চিনেও। আর চিনে মুক্তির সঙ্গে সঙ্গেই সমস্ত রেকর্ড ভাঙতে শুরু করেছে প্রভাস-অনুষ্কার 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন'। প্রথম দিনেই চিনে বাহুবলী কত ব্যবসা করেছে জানেন? সূত্র বলছে শুধুমাত্র প্রথম ১.১৮ মিলিয়ন ডলার। যা কিনা লাইফটাইম রেকর্ড বলে জানাচ্ছেন ফিল্ম সমালোচকরা। আর মাত্র সকাল ও দুপুরের শো গুলির মধ্যেই বাহুবলী-২ এই ব্যবসা করে ফেলেছে বলে জানা গিয়েছে। বিকেলের শোগুলিতে যে বাহুবলীর বক্স অফিস কালেকশন আরও বাড়বে, তা বলাই বাহুল্য। বাহুবলীর এই সাফল্যের কথা টুইট করে জানান ফিল্ম সমালোচক রমেশ বালা।  প্রসঙ্গত,  চিনের মোট ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাহুবলী-২। একইভাবে আমির খানের 'দঙ্গল'ও চিনের ৭০০০ প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছিল। 'সিক্রেট সুপারস্টার' মুক্তি পেয়েছিল ৬০০০ প্রেক্ষাগৃহে। চিনে  'দঙ্গল'-এর বক্স অফিস ক

গণধর্ষণের ‘শাস্তি’ পঞ্চায়েতের, রোষে কিশোরীকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

Image
গণধর্ষণের পর শুক্রবার তাঁর বাড়িতেই ১৪ বছর বয়সী এক কিশোরীকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে ধর্ষণ করে দু্ষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের নকশালপন্থী উপদ্রুত ছাতরা জেলায়। ধর্ষিতার পরিবারের তরফে জানানো হয়েছে, জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে ছাতরার রাজা তেন্ডুয়া গ্রামে গতকাল রাতে ওই কিশোরীকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৪ দুষ্কৃতী। তারা সকলেই ছিল মত্ত অবস্থায়। ওই ঘটনার পর ধর্ষিতার বাবা গোটা ঘটনাটা জানান স্থানীয় পঞ্চায়েতের জনাকয়েক সদস্যকে। তাঁরা ওই দুষ্কৃতীদের ডেকে এনে তাদের ১০০ বার নিল ডাউন করান। আর তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার করা হয় ওই কিশোরীকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীরা। তারা গিয়ে ঢোকে ওই কিশোরীর বাড়িতে। কিশোরীর মা, বাবাকে বেধরক পেটায়। আগুন লাগিয়ে দেয় কিশোরীর গায়ে। সকলের সামনে জীবন্ত দগ্ধ হয় ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, অপরাধীরা পলাতক। তাদের খোঁজে জোর তল্লাশি চলছে। কিশোরীর দেহটিকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুন, বলল নির্ভয়ার ধর্ষক-খুনিরা

Image
নির্ভয়ার ধর্ষক ও খুনিদের তরফে দু'জন সুপ্রিম কোর্টে তাদের শাস্তি মকুবের আর্জি জানাতে গিয়ে বলল, ''ফাঁসি বা মৃত্যুদণ্ড হল বিচারের নামে ঠান্ডা মাথায় খুন।'' আর তাদের কৌঁসুলি এ পি সিংহ শীর্ষ আদালতে তাঁর সওয়ালে বললেন, ''ওরা (নির্ভয়ার ধর্ষক ও খুনিরা) কেউই স্বভাবগত অপরাধী নয়। ওদের নামে আর কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। ধরা পড়ার সময় ওদের বয়সও ছিল খুবই অল্প। তাই ওদের শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত আদালতের।'' নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড মকুবের আর্জি নিয়ে শুক্রবার অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। এ দিন শুধু দুই ধর্ষক বিনয় কুমার ও পবন কুমারের বক্তব্য শোনে আদালত। তাদের তরফে কৌঁসুলি এ পি সিংহ বলেন, ''বহু দেশেই মৃত্যুদণ্ড তুলে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড অপরাধীকে মেরে ফেলে ঠিকই, কিন্তু অপরাধকে নির্মূল করতে পারে না। যখন ওদের (যে দুই ধর্ষক এ দিন আদালতে হাজির হয়েছিলেন) ধরা হয়েছিল, তখন ওরা ছিল অল্পবয়সী।'' তাঁকে থামিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ''কিন্তু মৃত্যুদণ্ডই তো দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত সেটা বহাল রয়েছে।'' এ দিন আদালতে হাজ

এই গ্রামে প্রেম করে বিয়ে নিষিদ্ধ!

Image
চণ্ডীগড় : প্রেম করছেন নাকি? খুব সাবধান৷ না মেট্রোতে মারধর খাবার ভয় আছে বলছি না৷ সে আপনার ভাগ্য৷ কিন্তু প্রেম করে বিয়ে করা এই গ্রামে একেবারে নিষিদ্ধ বস্তু৷ কথা হচ্ছে পাঞ্জাবের একটি গ্রামের৷ এই গ্রামে কোনও প্রাপ্তবয়স্ক যুবক যুবতী প্রেম করে বিয়ে করতে পারেন না৷ সেই অধিকারই নেই তাদের৷   দোরহার চানকোইয়ান খুর্দ গ্রামের পঞ্চায়েত, এমনই এক নির্দেশিকা জারি করেছে সে গ্রামের তরুণ তরুণীদের জন্য৷ সাফ বলে দেওয়া হয়েছে কোনও রকম প্রেমের সম্পর্ক গড়ে তোলা যাবে না৷ যদি সেরকম সম্পর্ক তৈরি হয়, তার জন্য কড়া শাস্তি রয়েছে৷ এমনকি গ্রামেরই এক যুবক যুবতী এরকম সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে করতে চায়, সেই দুটি পরিবারকে কার্যত একঘরে করে দেন পঞ্চায়েতের মাথারা৷ নিজের পছন্দে কেউ বিয়ে করতে পারবেন না, তারপরেই বলে দেওয়া হয়৷ সতর্ক করে দেওয়া হয় বাবা মায়েদেরও৷ যাদের একঘরে করা হয়, তাদের সঙ্গে যাবতীয় সামাজিক সম্পর্ক ছিন্ন করা হয়৷ প্রেমজ বিয়ে করার অপরাধে কোনও দোকানি বা ফেরিওয়ালার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের বাড়িতে৷ এমনকী গ্রামের বাস স্টপ, জন বহুল এলাকায় এই ঘটনার কথা লিখিত আকারে ছাপিয়ে তা পোস্টার করে

আর্কিওলজিকে বুড়ো আঙুল দেখিয়ে তুঘলক আমলের সৌধ হয়ে গেল মন্দির!

নয়াদিল্লি: তুঘলকের আমলের কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সমাধিস্থল ছিল দিল্লির হুমায়নপুরে। কার সমাধি, কেউ না জানলেও এতদিন ধরে অক্ষত অবস্থায় ছিল সেটি। হঠাৎ বদলে গেল সেই সৌধ। রাতারাতি বানিয়ে ফেলা হল মন্দির। বসল মূর্তি। গায়ে চড়ল গেরুয়া রঙ। স্বাভাবিকভাবেই এই বদলে বিতর্ক শুরু হয়েছে এলাকায়। সফদরজং-এর হুমায়ুনপুরে ঘর-বাড়ি আর পার্কের মাঝেই ছিল সেই সৌধ। এখন তার সামনে পাতা দুটি গেরুয়া বেঞ্চ। তাতে লেখা দুই বিজেপি কাউন্সিলরের নাম। যদিও এই বিষয়ে দায় এড়াচ্ছে সবাই। প্রত্নতত্ত্ব বিভাগের নির্দেশিকা অনুযায়ী, কোনও সৌধের গায়ে সাদা রঙ দেওয়া, কিছু আঁকা যায় না। এমনকী সৌধের আসল অস্তিত্ব ধ্বংস করাও উচিৎ নয়। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোডিয়া জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও খবর আসেনি। তিনি এবিষয়ে রিপোর্ট চেয়েছেন সংশ্লিষ্ট দফতরের কাছে।   গত বছর দিল্লির প্রত্নতত্ত্ববিভাগ ও Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) যৌথ উদ্যোগে ওই সৌধের মেরামতির কাজ করতে চেয়েছিল। কিন্তু স্থানীয় লোকের বাধায় সেটা সম্ভব হয়নি। মন্দিরের সামনে পাতা দুটি গেরুয়া বেঞ্চে লেখা সফদরজং-এর কাউন্সিলরের নাম রাধিকা আবরোল ফোগট। তিনি জ

কিশোরী মেয়েকে ৬ মাস ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার বাবা

Image
কিশোরী কন্যাকে গত ৬ মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলায়। ডেপুটি পুলিশ সুপার (সদর) ইমরান পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় ফের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। সেই সময় প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। তখন নির্যাতিতা কিশোরী জানায়, গত ৬ মাস ধরে লাগাতার বাবার লালসার শিকার হতে হচ্ছে তাকে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় রিক্সাচালক ওই ব্যক্তি কর্মসূত্রে আসানসোলে থাকে। পরিবারের সঙ্গে দেখা করতে সে বিহারে এসেছে।

নোট বাতিলের পর এবার আধারের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

Image
আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে যখন দেশের অন্দরে প্রশ্ন, তখন ওয়াশিংটনে বসে আধারের ভূয়সী প্রশংসা করলেন বিল গেটস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেভাবে আধার প্রকল্পকে জনপ্রিয় করতে পদক্ষেপ করেছেন তারও প্রশংসায় পঞ্চমুখ তিনি। আধার চালু করে দেশবাসীকে এক পরিচয়ে বাঁধতে চেয়েছে কেন্দ্র। বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ যাতে সহজে পান, তা নিশ্চিত করতে আধার বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তবে তা নিয়ে প্রশ্নও কম নয়। আধারে তথ্য ফাঁসের অভিযোগে শোরগোল পড়েছে গোটা দেশে। আধারের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রকে যেন স্বস্তি দিয়েই আধারের ঢালাও প্রশংসা করলেন বিল গেটস। বললেন, আধার প্রকল্পের বড় অনুগামী তিনি। দেশের সমস্ত নাগরিককে এভাবে এক আইডি-র সূত্রে বেঁধে ফেলতে পারলে উন্নয়নের কাজে সুবিধা হয়। অর্থাৎ ভারতে যে পদক্ষেপ করা হয়েছে তাতে পূর্ণ সমর্থন আছে তাঁর। তবে তথ্য ফাঁসের অভিযোগকে আমল দিতে নারাজ তিনি। বলছেন, এটি একটি বেসিক আইডি। আধারে তথ্য ফাঁস নিয়ে তাই শঙ্কায় থাকার প্রয়োজন নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্র

হেরোইনের চড়া দাম, বদলে নেশার জন্য সস্তার ইঞ্জেকশনে মজছে পড়ুয়ারা

Image
হেরোইনের দাম বেশি। পয়সায় কুলোয় না। কিন্তু নেশা একবার মাথায় চাপলে আর ছাড়ায় কে! তাই সস্তার নেশার ইঞ্জেকশনের দিকেই ঝুঁকছে তরুণ প্রজন্ম বিশেষত পড়ুয়ারা। সেই প্রবণতাকে কাজে লাগিয়েই চলছে দেদার বেআইনি ব্যবসা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে প্রচুর মাদক ইঞ্জেকশনের ওষুধ উদ্ধার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর জোনাল ইউনিট। রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। লালগোলা থানার রাধাকান্তপুরের বাসিন্দা রেজাউল। তার কাছ থেকে উদ্ধার হয় বহু সংখ্যক মাদকের অ্যাম্পিউল। একাধিক গোত্রের মাদক ছিল ওই ব্যক্তির কাছে। বিভিন্ন নামে তা বাজারে প্রলিত ও বিক্রি করা হয়। এরকম প্রায় ১৩৫২টি এরকম মাদকের অ্যমপিউল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেটি অ্যাম্পিউলে ২ মিলি করে মাদক থাকত। নেশার সামগ্রী হিসেবেই তা বিক্রি করা হত তরুণ বিশেষত পড়ুয়াদের মধ্যে। হেরোইনের দাম বড্ড বেশি। তাই তুলনায় সস্তা এই মাদকই নেশার জন্য ব্যবহার করে নেশাগ্রস্তরা। ঘটনায় উঠে এসেছে রবিউল ইসলাম নামে আরও এক ব্যক্তির নাম। তার বাড়ি থেকেও উদ্ধার হয় প্রচুর নেশার অ্যাম্পিউল। তবে তল্লাশির খবর পেয়েই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত রবিউল। গ্রে

প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করতে নজির উধমপুরের বৃদ্ধার

Image
টয়লেন নির্মাণ করছেন রাক্কি       উধমপুর : লক্ষ্য নিজের গ্রামকে প্রকাশ্যে মলত্যাগ মুক্ত করা। তাই নিজেই টয়লেট নির্মাণে হাত লাগালেন জম্মু ও কাশ্মীরের উধমপুরের বাদালি গ্রামের এক বৃদ্ধা। আর এই কাজ শুরু করে ৮৭ বছরের ওই বৃদ্ধাই এখন দেশের কাছে হয়ে উঠেছেন রোল মডেল। তাঁর নাম রাক্কি। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে ইতিমধ্যেই গ্রামে গ্রামে প্রচার করেছে উধমপুর জেলা প্রশাসন। প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করতে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। তাতেই উদ্বুদ্ধ হয়ে নিজের টয়লেট বানানোর উদ্যোগ নেন রাক্কি। শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই নিজে হাতেই গড়ে তুলছেন টয়লেট।  প্রকাশ্যে মলত্যাগের কুপ্রভাবের কথা অজানা থাকায় বহুদিন ধরে নিজেই তা করতেন বলে জানান রাক্কি। তাঁর কথায়, "প্রকাশ্যে মলত্যাগ করলে নানারকম রোগ ছড়ায়। তাই আমি চাই সবাই টয়লেট ব্যবহার করুক। গরিব বলে টয়লেট বানানোর টাকা নেই আমার। সেজন্য নিজের হাতেই তা বানাতে শুরু করি। ছেলে মশলা মেখে দেয়। তা দিয়ে আমি নিজেই দেওয়াল তৈরি করি। সাত দিনেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।"  উধমপুরের ডেপুটি কমিশনার তাঁর প্রশংসা করে বলেন, "এবার মানুষকে পুরোনো

একজোড়া কানের দুল বিক্রি হলো কোটি টাকায়!

Image
মহারানি জিন্দ কউর। ভারতের কোহিনূর তো সেই কবেই নিয়ে গিয়েছিল ইংরেজরা। এবার জানা গেল এক জোড়া সোনার দুলের কথা, যা সম্প্রতি নিলামে ওঠে সে দেশ থেকেই। বিশ্বের সুপরিচিত ও অন্যতম বৃহৎ নিলামঘর বনহ্যামস, তার যাত্রা শুরু করেছিল ১৭৯৩ সালে। ফাইন আর্ট, অ্যান্টিক, গয়না, এমনকী পুরনো দিনের গাড়ি— সব কিছুই অকশন হয় এই নিলাম ঘরে। ব্রিটেনের এই বেসরকারি অকশন হাউজ বিশ্বের অন্যতম প্রাচীন নিলামঘরও বটে।  চলতি বছরের এপ্রিল মাসে, এই বনহ্যামস থেকেই নিলাম হয়েছে এক জোড়া সোনার দুল। সংস্থার টুইটার পেজ থেকে জানা গিয়েছে যে, দুল জোড়া ১৮ লক্ষ থেকে ২৭ লক্ষ টাকায় নিলাম হবে বলে ভেবেছিল বনহ্যামস। কিন্তু, আশ্চর্যজনক ভাবে তার দাম ওঠে ১.৬২ কোটি টাকা। অর্থাৎ, ধার্য দামের প্রায় কয়েক গুণ বেশি।  সোনার এই দুল জোড়া ছিল পঞ্জাবের শেষ মহারানি জিন্দ কউরের। ১৯ শতকের শিখ সাম্রাজ্যের শাসক, মহারাজা রঞ্জিত সিংহের সর্বকনিষ্ঠ রানি ছিলেন জিন্দ কউর। এবং সাম্রাজ্যের শেষ শাসক, দলীপ সিংহের মা। মহারাজা রঞ্জিত সিংহের মৃত্যুর সময়, সহমরণে গিয়েছিলেন তাঁর চার স্ত্রী ও সাতজন উপপত্নী। স্বভাবতই, সিংহাসনে বসেন একমাত্র উত্তরাধিকারী, জিন্দ কউররের একমাত্র ছেলে

বন্ধুর সঙ্গে ‘ফূর্তির’ টোপ নিজের স্ত্রীকে, রাত হলেই বাড়িতে কী এমন ঘটত

Image
উত্তর ২৪ পরগণা: টানা দু বছর ধরে চলত অত্যাচার। প্রতিবাদ করলে জুটত মারধর ও হুমকি। শেষে সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ। স্বামীর বন্ধুরা এসে ধর্ষণ করত স্ত্রীকে। আর এই কুকাজে তাদের মদত দিত স্বামী। ঘটনা হালিশহরের নান্নার। তাপসীকে প্রথমে ধর্ষণ ও পরে বিয়ে করে রঞ্জিত, পিছনে তৃণমূলের সালিশি সভা প্রায় ১১ বছর আগে নান্নার বাসিন্দা মৈনাক ঘোষের সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার অভিযোগ, বছর দুয়েক আগে মৈনাক তার তিন বন্ধুকে বাড়ি নিয়ে আসে। তার পরে ওই তিনবন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করায় মৈনাক। এর পর মাঝে মধ্যে সে বাড়িতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসর বসাত ও তাকে ধর্ষণ করাতো বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা ওই মহিলা। প্রতিবাদ করলে তাকে ও তার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। শেষ পর্যন্ত বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ আচার্য ও শান্তনু বলে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনেই নির্যাতিতা মহিলার স্বামী মৈনাকের বন্ধু বলে জানা গিয়েছে। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আ

দক্ষিণ কলকাতার রাস্তায় অচৈতন্য অবস্থায় উদ্ধার স্কুলছাত্রী,সন্দেহ ধর্ষণ

Image
শরীরে আঘাতের চিহ্ন, পোশাক এলোমেলো, রক্তাক্ত অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হল কলকাতার যাদবপুর থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধর্ষণ করে তাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই কিশোরী গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা। ক্লাস নাইনের ছাত্রী। বৃহস্পতিবার স্কুল থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের তরফে গত রাত ১০টা নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল যাদবপুর এলাকার তার বাড়ির কাছেই এক সঙ্কীর্ণ গলিতে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এক কাগজ বিক্রেতা। পুলিশ এসে তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকেরা। তবে অচৈতন্য থাকায় তার সঙ্গে এখনও কথা বলতে পারেনি পুলিশ। ফলে ঠিক কী ঘটেছে তা নিয়ে পুলিশ অন্ধকারে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশের ধারণা, হয়ত সে প্রাণপনে দুষ্কৃতীদের মোকাবিলা করার চেষ্টা করেছিল। যে বহুতলের পাশে সে পড়ে ছিল, সেখান সিসিটিঢি ক্যামেরা থাকায় তদন্তে সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

বিহারের মোতিহারিতে বাসে আগুন, মৃত অন্তত ২৭, ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা নীতীশের

Image
পটনা: বিহারের মোতিহারির বেলওয়া গ্রামের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হল। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। চারজন গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, মৃতদের পরিবারের লোকজনকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। কোটওয়া থানার এসএইচও বিজয় সিনহা জানিয়েছেন, 'বাসটি মুজফফরপুর থেকে নয়াদিল্লি যাচ্ছিল। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসের চালক একটি মোটর বাইককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে একটি খন্দে উল্টে যায়। স্থানীয় লোকজন গিয়ে উদ্ধারকার্য শুরু করার আগেই আগুন ধরে যায়।' মুজফফরপুরের জোনাল আইজি সুনীল কুমার জানিয়েছেন, বাসের মধ্যে আর কোনও দেহ নেই। পোড়া বাস থেকে ছাই সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছেন। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী দীনেশচন্দ্র যাদব বলেছেন, 'এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের নিকটাত্মীয়দের চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্

শবাধার ফাঁকা নয়, জানা গেল ১৫১ বছর পরে! কী রয়েছে তার ভিতরে

Image
মিশরীয় শবাধার। শবাধারের উপরে লেখা রয়েছে একটি নাম— মার-নিথ-ইট-এস। জানা যায়, এটি মিশরের সেখমেটের কোনও মন্দিরের মহিলা পুরোহিতের নাম। বাড়িতে রাখা ঠাকুর্দার আমলের সিন্দুক। আপনি জানেন, সেটি ফাঁকা। কারণ চাবি হারিয়ে যাওয়ায় সেটি খোলাই যায় না। কিন্তু হঠাৎই কোনও কারণে জানা গেল সেটি মোটেই ফাঁকা নয়। কী করবেন আপনি? গুপ্তধনের আশায় লাফাবেন? নাকি কোনও অশুভ কিছু তার ভিতরে ওৎ পেতে রয়েছে বলে কুঁকড়ে যাবেন?  এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির নিকলসন মিউজিয়াম। আন্তর্জাতিক গণমাধ্যম 'কিউরিওসিটি.কম'-এর প্রতিবেদনে প্রকাশ, মিউজিয়ামের ১৫১ বছর ধরে রক্ষিত এক মিশরীয় মমির শবাধার বা সারকোফ্যাগাসকে ঘিরে ঘনিয়ে উঠেছে রহস্য। ১৮৬০ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার্লস নিকলসন এই সারকোফ্যাগাসকে অস্ট্রেলিয়া নিয়ে আসেন। ১৯৪৮ পর্যন্ত এটির যথোপযুক্ত ক্যাটালগিং হয়নি। পাঁচমিশেলি জিনিসপত্রের সঙ্গেই রাখা ছিল সারকোফ্যাগাসটি। ২০১৭-এ শবাধারটিকে নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করে মিউজিয়াম কর্তৃপক্ষ। পর্যবেক্ষক জেমি ফ্রেজার দায়িত্ব পান এটি পরীক্ষা করে দেখার। শবাধারের উপরে লেখা রয়েছে একটি নাম— মার-নিথ-ইট-এস। জানা যায়,

২০২২-এর মধ্যে 5G, টেলিকম সেক্টরে ৪০ লক্ষ নয়া চাকরির আশ্বাস

Image
নয়া টেলিকম খসড়া মোতাবেক, ২০২২-এর মধ্যে দেশে ৪০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে গ্রাহকদের স্বার্থে ফাইভ-জি ও প্রত্যেকের জন্য ৫০ এমবিপিএস ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে ওই খসড়ায়। বুধবার সংবাদ সংস্থা পিটিআই এই খসড়াটি প্রকাশ্যে এনেছে। ঋণভারে জর্জরিত দেশের টেলিকম সেক্টরকে চাঙ্গা করতে ওই খসড়ায় একগুচ্ছ নতুন দাওয়াইয়ের উল্লেখ করা হয়েছে। 'ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি ২০১৮' শীর্ষক ওই খসড়ায় জানানো হয়েছে, এবার থেকে লাইসেন্স ফি, স্পেকট্রাম ইউসেজ চার্জ-সহ বেশ কয়েক দফা চার্জের পুনর্মূল্যায়ণ করা হবে। ২০২২-এর মধ্যে দেশে ডিজিটাল বিপ্লব আনতে কেন্দ্র গতকাল ওই খসড়াটি প্রকাশ করেছে। ২০২২-এর মধ্যেই দেশ জুড়ে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হবে টেলিকম সেক্টরে, আশা কেন্দ্রের। খসড়ায় উল্লেখ করা হয়েছে, সকলের জন্য ২০২২-এর মধ্যে ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে হবে। সেই সঙ্গে তৈরি করা হবে ৪০ লক্ষ নয়া চাকরির সুযোগ। যা দেশের মোট জিডিপির ৮ শতাংশর সমান হবে। ২০১৭-তে সংখ্যাটা ছিল ৬ শতাংশ। কেন্দ্রের লক্ষ্য, ২০২০-র মধ্যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ১ গিগাবাইট প্রতি সেকেন্ড

গ্রিন টি খেলে কী কী উপকার পাওয়া যায় জানেন?

Image
গ্রিন টি শরীর-স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এ কথা আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু কী ভাবে এটি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তা কি জানেন? আসুন জেনে নেওয়া যাক গ্রিন টি'র থেকে কী কী উপকার পাওয়া যায়। • গ্রিন টি'র পলিফেনল শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালোরি তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে। ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না। একটি গবেষণায় দেখা গিয়েছে যে, এটি এক দিনে ৭০ ক্যালোরি পর্যন্ত ফ্যাট বার্ন করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত গ্রিন টি খেতে পারলে বছরে ৭ পাওন্ড পর্যন্ত ওজন কমানো সম্ভব। • গ্রিন টি রক্তের গ্লুকোজ-এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গ্রিণ টি প্রত্যক্ষ ভাবে সাহায্য করে। তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী। • হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গ্রিন টি খুবই কার্যকরী। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, গ্রিন টি রক্ত জমাট বাধতে দেয় না। পাশাপাশি, গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস

শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই পরীক্ষাগারে তৈরি হল ভ্রূণ!

Image
শুক্রাণু নেই, ডিম্বাণুও নেই। ফলে নিষেকও ঘটেনি। তা সত্ত্বেও তৈরি হয়ে গিয়েছে ভ্রূণের প্রাথমিক চেহারা। ইঁদুরের শরীর থেকে দু'ধরনের স্টেম সেল সংগ্রহ করে পরীক্ষাগারের পাত্রে এই কাণ্ডটি ঘটিয়েছেন নেদারল্যান্ডসের মাস্ত্রিচ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। পুরোপুরি সফল হয়নি গবেষণা। কিন্তু বিজ্ঞানীরা আশাবাদী, ভবিষ্যতে সাফল্য এলে বিভিন্ন ওষুধ পরীক্ষার কাজটি আরও মসৃণ ভাবে করা যাবে। বন্ধ্যত্বের চিকিৎসার ক্ষেত্রেও একটা দিক খুলে যেতে পারে। তাঁরা জানাচ্ছেন, সব ঠিকঠাক চললে এই পথেই আগামী বছর তিনেকের মধ্যে ইঁদুরের পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি করা হয়তো সম্ভব। ফের উঠছে পুরনো প্রশ্নটা। যে প্রসঙ্গে চর্চা চলছে নয়ের দশকে ক্লোন-ভেড়া 'ডলি'-র জন্মের সময় থেকেই। শুক্রাণু-ডিম্বাণু ছাড়া ইঁদুরের ভ্রূণ যদি সত্যিই তৈরি করা যায়, তা হলে পরীক্ষাগারে মানুষের ভ্রূণ তৈরিও কি সম্ভব? বিজ্ঞানীরা সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তবে বলেছেন, ব্যাপারটা অন্তত আগামী দু'দশকের মধ্যে ঘটছে না। নীতিগত দিক থেকে অবশ্য নানা কথা উঠেছে। উঠেছে কৃত্রিম ভাবে মানুষ সৃষ্টি এবং একই মানুষের অনেকগুলো প্রতিরূপ তৈরির বিপদের কথা। তেমনই ভিন্নমত রয়েছে

ছাত্রীদের কুপ্রস্তাব, কাঠগড়ায় শিক্ষক

Image
নম্বর বাড়িয়ে দেওয়ার নামে কুপ্রস্তাব দেওয়া তো বটেই, ছাত্রছাত্রীদের জাত তুলে কথা বলার অভিযোগও ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে তার সারবত্তা মেলার পরে শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিশদ তদন্ত শুরু হয়েছে। গত নভেম্বরে এক ছাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষক সুজয়কুমার মণ্ডলের নামে লিখিত অভিযোগ জানান। এর পরেই বিশ্ববিদ্যালয়ের তরফে বসু বিজ্ঞান মন্দিরের (‌বোস ইনস্টিটিউট) এক শিক্ষককে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গড়া হয়। সেই শিক্ষক সুজয় ছাড়াও বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ামক, ১২ জন ছাত্রী-সহ মোট ২১ জনের সঙ্গে কথা বলেন। এক ছাত্রী জানান, সুজয়ের সঙ্গে 'গভীর ব্যক্তিগত সম্পর্ক' রাখার প্রস্তাব মানতে না পেরে তিনি 'গাইড' বদলানোর আবেদন জানিয়েছিলেন। তাতে সুজয়ের অধীনে এমফিল করা এক ছাত্রকে দিয়ে তাঁকে হুমকি দেওয়া হতে থাকে। এমন পরিস্থিতি তৈরি করা হয় যে ওই ছাত্রী আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। তদন্তের রিপোর্টে বলা হয়েছে, যৌন হয়রানি ও  পক্ষপাতের ঘটনা ঘটতে থাকায় মাঝপথে অনেকে পড়া ছেড়ে চলেও গিয়েছেন। ক্লাসে হাজিরা খাতায় পড়ুয়াদের নামের পাশে তাঁদের

রাতে পার্টি, সকালেই ফ্ল্যাটের নীচে মিলল দেহ

Image
যুবকের খোঁজ মিলছে না। দমদম থানায় তাই নিখোঁজ ডায়েরি করতে এসেছিলেন তাঁরই পাঁচ বন্ধু। পুলিশের কাছ থেকে তাঁরা জানলেন, বৃহস্পতিবার সকালে সেই নিখোঁজ ব্যক্তিরই দেহ মিলেছে রাস্তায়। মৃতের নাম মুকুল শেঠ (৩৮)। তাঁর বাড়ি সোনারপুরে। এ দিন পূর্ব কমলাপুর রিকশা স্ট্যান্ডের উল্টো দিকে একটি ফ্ল্যাটবাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। তাঁর পরনে একটি গামছা ছাড়া কিছু ছিল না। বাসিন্দারা জানান, মৃতের ঠোঁটের কোণে রক্তের দাগ লেগে ছিল। ডান দিকের পাঁজরে ছিল লম্বা ক্ষত। খবর পেয়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাড়ে ৬টা নাগাদ দেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়। পুলিশ সূত্রের খবর, দেহ উদ্ধারের প্রায় তিন ঘণ্টা পরে এক মহিলা-সহ পাঁচ জন দমদম থানায় আসেন। তাঁদের মধ্যে চার জনই সল্টলেকের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই মহিলাও আগে সেখানে কাজ করতেন। আপাতত বারাসতে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ান। পুলিশ সূত্রের খবর, পূর্ব কমলাপুরের যে ফ্ল্যাটবাড়ির নীচ থেকে মুকুলের দেহ উদ্ধার হয়েছে, সেই ফ্ল্যাটের চারতলায় ওই মহিলা ভাড়া থাকেন। বুধবার তাঁর বাড়িতেই সল্টলেকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

মেট্রো নিগ্রহে প্রত্যক্ষদর্শীদের ডাকেনি পুলিশ

Image
মেট্রোয় যুগলকে হেনস্থার ঘটনার পর ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। নিগৃহীতেরাও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। এই ঘটনায় কয়েকটি ছবি-সহ একটি স্মারকলিপি জমা পড়েছিল দমদম স্টেশনে। সেটি সিঁথি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মেট্রো জানিয়েছে। তার পরে বিষয়টি তেমন এগোয়নি বলেই পুলিশ সূত্রের দাবি। লালবাজারের একটি সূত্রের দাবি, এ ক্ষেত্রে নিগৃহীতেরা অভিযোগ করেননি। সিসিটিভি ফুটেজেও মারধর স্পষ্ট ধরা প়ড়েনি। তাই মামলা রুজু এবং প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে জটিলতা রয়েছে। যদিও পুলিশের একাংশ বলছে, এ ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের ডেকে পাঠিয়ে তথ্যপ্রমাণ জোগাড় করা সম্ভব। কিন্তু সে দিন ঘটনাস্থলে উপস্থিত বলে যাঁরা দাবি করেছেন, তাঁদের কারও সঙ্গে বৃহস্পতিবার রাত পর্যন্ত কথা বলেনি পুলিশ। পুলিশের একাংশের বক্তব্য, এই ঘটনায় থানা স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করতে পারে না। এক পুলিশকর্তা বলেন, ''অভিযোগ না মেলায় এখনও মামলা রুজু করা যায়নি। তবে থানায় জেনারেল ডায়েরিতে ঘটনা নথিভুক্ত হয়েছে। অনুসন্ধান চলছে।'' মেট্রোর কাছ থেকে দমদম স্টেশনের সিঁড়ির একটি সং