Posts

Showing posts from June 22, 2018

এবার পাঠক্রমে সংস্কৃত বাধ্যতামূলক!

Image
নয়াদিল্লি: নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি সংস্কৃতকে বাধ্যতামূলক করার দাবি জানাল ভারতীয় শিক্ষা মণ্ডল(বিএসএম)৷ নতুন শিক্ষা নীতিতে হাইস্কুলে সংস্কৃত যাতে পড়ানো হয় তার সংস্থান রাখার জন্য কমিটির কাছে দরবারও করেছে আরএসএসের এই শাখা সংগঠন৷ তবে শুধু সংস্কৃত নয়, বিশ্বের সমস্ত ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ আরবি, ফারসি, হিব্রু, লাতিন ও গ্রীক রয়েছে সেই তালিকায়৷ পড়ুয়ারা তাদের পছন্দমতো একটি ভাষা সেখান থেকে বেছে নিতে পারবে৷ ভারতীয় শিক্ষা মণ্ডলের তরফে একটি শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি অবধি এই চার বছর পড়ুয়াদের হিন্দি ও ইংরেজির বাইরে অন্য কোনও ভাষা বেছে নিতে হবে৷ সেটা সংস্কৃতও হতে পারে আবার অন্য কোনও ভাষা৷ কিন্তু চার বছরের জন্য এই ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজকে বাধ্যতামূলক করতে হবে৷ এখন বিভিন্ন রাজ্যে যে শিক্ষা নীতি চালু আছে তা হল পড়ুয়াদের তিনটি ভাষায় জ্ঞান অর্জন করতেই হবে৷ হিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি ও ইংরেজি ছাড়াও আরও একটি ভাষা শিখতে হয়৷ অহিন্দিভাষী রাজ্যগুলিতে স্থানীয় ভাষা ও ইংরেজি শিখতে হয়৷ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই বছর চালু থাকে এই

এক দলিত কৃষকের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা, ঘটনায় গ্রেফতার ৪

Image
ভোপাল: মধ্যপ্রদেশে এক দলিত কৃষককে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার মত অভিযোগ উঠল ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ দুষ্কৃতীরা ওই কৃষককে তাঁর স্ত্রীর সামনে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ভোপালের একটি গ্রামে ৷ বৃহস্পতিবার ৪ জন দুষ্কৃতী শুক্রবার ৭০ বছরের দলিত কৃষক কিশোরীলাল জাটবকে তাঁর স্ত্রীর সামনে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ৷ এই রকমের মর্মানিতক ঘটনা সাম্প্রতিক অতীতে আর ঘটেনি ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশে পাঠিয়েছে ৷ তদন্তে নেমে প্রায় রাত সাড়ে ১১টায় অভিযুক্ত চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷ মৃত কৃষকের ছেলে জানিয়েছেন ২০০২ সালে সরকার ৩.৫একর জমির পাট্টা দিয়েছিল তখন থেকেই সেই জমিতে চাষবাস করতেন তিনি ৷ বৃহস্পতিবার ওই চার দুষ্কৃতী ফলন্ত খেতের উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যেতে বাধা দিলে বচসা বাধে ৷ পরবর্তী কালে সেই বচসা ওই কৃষকের মৃত্যুতে গিয়েই শেষ হয়েছে ৷

২১ শীর্ষ জঙ্গির তালিকা প্রকাশ, শীঘ্রই কাশ্মীরে নিকেশ অভিযান শুরু করবে সেনা

Image
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে একমাস-ব্যাপী জঙ্গিদমন অভিযানে ওপর স্থগিতাদেশ কেন্দ্র প্রত্যাহার করার কয়েকদিনের মধ্যেই ২১ জন মোস্ট ওয়ান্টেড টেররিস্টের তালিকা প্রকাশ করল সেনা। ওই তালিকায় নাম রয়েছে পাক-মদতপুষ্ট শীর্ষ জঙ্গিদের। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যে বড়সড় জঙ্গি-নিকেশ অভিযান শুরু করতে চলেছে সামরিক বাহিনী। জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে—হিজবুল মুজাহিদিনের ১১ জন, লস্কর-ই-তৈবার ৭ জন, জয়েশ-ই-মহম্মদের ২ জন। এছাড়াও তালিকায় রয়েছে আনসার গাজওয়াত উল-হিন্দের এক জঙ্গি এবং একজন আইএসজেকে-র সঙ্গে জড়িত 'লোন-উলফ' জঙ্গি। সামরিক বাহিনী সূত্রে খবর, এই জঙ্গিদের অনেকেই 'এ', 'এ+' ও 'এ++' শ্রেণিভুক্ত। মূলত, কে কেমন ও কতগুলি নাশকতামূলক হামলার সঙ্গে জড়িত, সেই নিরিখে জঙ্গিদের শ্রেণিবিন্যাস করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই জঙ্গিদের তালিকা— হিজবুল মুজাহিদিন (১১ জন): মহম্মদ আশরাফ খান ওরফে আশরাফ মৌলবী। বাড়ি- অনন্তনাগ। শ্রেণি- এ+। আলতাফ আহমেদ দার ওরফে আলতাফ কাছরু। বাড়ি-  কুলগাম। শ্রেণি- এ++। বর্তমানে, দক্ষিণ কাশ্মীরের হিজবুল ডিভিসনাল কমান্ডার। মহম্মদ আব্বাস শেখ। বাড়ি- কুলগাম।

নাভাসের প্রতিরোধ ভেঙে জয়ে ফিরল ব্রাজিল

Image
সেন্ট পিটার্সবার্গ: বিশ্বকাপের শুরুটা মোটেও মনে রাখার মতো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র দিয়ে রাশিয়ায় অভিযান শুরু করেছে সাম্বা বাহিনী৷ কোস্টারিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটা তাই মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিলের কাছে৷ আগাগোড়া আধিপত্য রেখে লড়াই চালালেও সমর্থকদের গদগদ হওয়ার মতো ফুটবল উপহার দিতে ব্যর্থ নেইমাররা৷ আক্রমণাত্মক ফুটবল খেলেও নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ ব্রাজিল৷ ইনজুরি টাইমে ফিলিপ কুটিনহো পরিত্রাতা হয়ে না দাঁড়ালে বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভাবনা প্রকট হয়ে উঠত ব্রাজিলের৷ কুটিনহো রাস্তা দেখানোর পরেই ছ'গজের বক্স থেকে দুরন্ত গোল করেন নেইমার৷ শেষ মুহূর্ত পর্যন্ত সমর্থকদের শঙ্কায় রেখে শেষমেশ ব্রাজিল ২-০ গোলে পরাজিত করে কোস্টারিকাকে৷ কোস্টারিকার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ গত দশবারের মধ্যে ন'বার ম্যাচের ফল গিয়েছে ব্রাজিলের অনুকূলে৷ শেষবার কোস্টারিকার কাছে তারা হার মেনেছিল ১৯৬০ সালে প্রীতি ম্যচে৷ দানিলো চোট পাওয়ায় ব্রাজিলের প্রথম একাদশে

মোটরবাইক কেনার টাকা না দিতে পারায় মায়ের সামনেই গৃহবধূকে পুড়িয়ে খুন

Image
মুর্শিদাবাদ: বিয়ের পর বেশ কয়েকটা মাস সুখেই কাটছিল ৷ কিন্তু বছর গড়াতেই চুমকির সঙ্গে সম্পর্ক জটিল হতে শুরু করে শামিমের ৷ কাজ সেরে নেশা করে ফিরত শামিম ৷ সেই নিয়েই চুমকির সঙ্গে মাঝে মধ্যেই বিবাদ চরমে ওঠে শামিমের ৷ স্বামীর স্বভাব নিয়ে একের পর এক অভিযোগের জন্য শ্বশুরবাড়িতেও ক্রমশ একঘরে হয়ে যাচ্ছিলেন শামিম ৷ অবশেষে, নির্মম পরিণতি ৷ মায়ের সামনেই বিবাদের জেরে চুমকিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শামিমের পরিবারের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার খড়দত্তপাড়ার গ্রামে। তিন বছর আগে মুর্শিদাবাদের তালিবপুরের গোলাম সেখের মেয়ের সঙ্গে চুমকি বিবির পূর্বস্থলীর খড়দত্তপাড়ার শামিম আখতাররের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অছিলায় বাপের বাড়ি থেকে টানা আনার জন্য চাপ দিন শামিম আখতার ৷ কখনও কখনও সেই অত্যাচারের মাত্রা সীমা ছাড়াত ৷ কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল ছিল চুমকির পরিবার ৷ তাই চুমকির মা বাবা তাকে সবসময় মানিয়ে চলার পরামর্শ দিত ৷ কিন্তু সেই পরামর্শ যে এত ভয়ানক হতে পারে ৷ তা বুঝে উঠতে পারেননি চুমকির পরিবার ৷ মোটরবাইকের টাকা না দিতে পারায় কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চু

প্রতিবন্ধী ভাইঝিকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত বারাসত

Image
বারাসত: নিজের প্রতিবন্ধী ভাইঝিকে ধর্ষণ ৷ তারপরেই রহস্যজনকভাবে খুন ৷ ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বারাসতে ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুশীল সাহা ৷ নিগৃহীতা কিশোরী বারাসতের বিজয়নগরের বাসিন্দা ৷ ১৫ বছরের কিশোরী তার অভিযুক্ত সুশীলের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করে ৷ নিগৃহীতার অভিযোগ, মেয়েটিকে একলা থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তার পিসেমশাই ৷ থানায় অভিযোগ দায়ের করার পরই ঘটনার তদন্তে নামে বারাসত থানার পুলিশ ৷ এরপর থেকেই ফেরার ছিল অভিযুক্ত ব্যক্তি ৷ অবশেষে, গতকাল গভীর রাতে বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ । এরপর তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান , রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে সুশীলের ৷ ধর্ষকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়ার জেরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নিগৃহীতার পরিবার ৷

অনন্তনাগে খতম ৪ জঙ্গি, সন্ত্রাস দমনে এবার NSG

Image
শ্রীনগর : অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল চার জঙ্গির। আজ শ্রীগুফওয়ারা এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে রাজ্য পুলিশের এক SOG কর্মীর মৃত্যু হয়েছে। সংঘর্ষ চলাকালীন এক মহিলা সহ জখম হয়েছেন তিন নিরাপত্তাকর্মী। এদিকে জম্মু ও কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় খুব শিগগিরই NSG-কে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই কাশ্মীরে ব্ল্যাক ক্যাটসের একটি দল পাঠানো হয়েছে। শহরের বাইরে তাদের প্রশিক্ষণ চলছে। উল্লেখ্য, মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বুধবারই জম্মু ও কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি হয়েছে। আজ অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারা এলাকায় খিরাম গ্রামে এক বাসিন্দার বাড়িতে ৪ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। বেগতিক বুঝে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও। মৃত্যু হয় দুই জঙ্গির। এদিকে সংঘর্ষ চলাকালীন ওই বাড়ির এক মহিলা জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিন দিন জম্মু ও কাশ্মীরের ঘনবসতিপূর্ণ এলাকায় জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। তার মোকাবিলায় NSG মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

ওপার বাংলায় শৌচাগারে সন্তান প্রসব, খোঁজ মিলল রোকসানার পরিবারের

Image
ঢাকা: স্বামী ছেড়ে পালায়। বিপাকে পড়ে ঢাকার শৌচাগারেই সন্তান প্রসব করেছিলেন ভারতীয় নাগরিক রোকসানা। গত সোমবারের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। বিদেশে এহেন বিপাকে পড়ে ভেঙে পড়েন ওই মহিলা। তবে স্থানীয় প্রশাসনের তৎপরতায় খোঁজ মিলেছে রোকসানার পরিবারের। যদিও এখনও খুঁজে পাওয়া যায়নি তাঁর স্বামীকে। ঢাকাতেই রয়েছেন রোকসানার ননদ। আপাতত তাঁর সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক আবদুলের সঙ্গে রোকসানার বিয়ে হয়। বিয়ের পরই স্ত্রীকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যায় আবদুল। তবে নতুন বউকে নিজের বাড়িতে তোলার সাহস হয়নি। নারায়ণগঞ্জে আবদুলের বোনের বাড়ি, সেখানেই ছিল নব দম্পতি। পেশায় আসবাবপত্রের ব্যবসায়ী আবদুল বাংলাদেশ থেকে ভারতে ব্যবসা করতে আসত। সেই সূত্রেই রোকসানার সঙ্গে আলাপ। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোকসানার বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে দু'জনের বিয়ে দিয়ে দেন। ঘটনার দিন স্ত্রী ও বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয় আবদুল। সেখান থেকে একজন চিকিৎসকের কাছে যায় তারা। তারপর রোকসানাকে কমলাপুর রেলস্টেশনে রেখে বোনকে নিয়ে উধাও হয়ে যায় আবদুল। তারপরই শৌচাগারে সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া

বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ

Image
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়…৷ কবিতা সত্যি হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, বাড়ছে ক্ষুধার রাজ্য৷ বিশ্বজুড়ে বাড়ছে না খেতে পাওয়া মানুষের সংখ্যা৷ রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ ক্রমশ বাড়ছে৷ রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে দশ বছর পর প্রথম গোটা পৃথিবীতে বাড়ল ক্ষুধার্ত মানুষের সংখ্যা৷ তাও নেহাত কম নয়৷ ৩ কোটি ৮০ লক্ষ৷ ২০১৬ সালে গোটা পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৭৭৭ মিলিয়ন৷ অর্থাৎ প্রায় ৭৭ কোটি ৭০ লক্ষ মানুষ অন্তত একবেলা না খেয়ে দিন কাটাতে৷ ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮১৫ মিলিয়নে৷ অর্থাৎ গতবছর অন্তত একবেলা না খেয়ে কাটিয়েছেন গোটা বিশ্বের প্রায় ৮১ কোটি ৫০ লক্ষ মানুষ৷ যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ৷ একবছরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৩.৮ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি ৮০ লক্ষ৷ কিন্তু কেন বাড়ছে খিদে, তার জন্য কিছুটা হলেও দায়ী হয়তো মানুষ নিজেই৷ রাষ্ট্রসংঘেরই দেওয়া রিপোর্টের একটা অংশ বলছে গত একবছরে ঘরছাড়া হয়েছেন ৬৮.৫ মিলিয়ন মানুষ অর্থাৎ প্রায় ৬ কোটি ৮৫ লক্ষ মানুষ পেয়েছেন উদ্বাস্তু তকমা৷ মূলত যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়ায় প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও বাড়ি ছাড়তে হয়েছে

‘স্যর, যাবেন না প্লিজ…’, পড়ুয়াদের কাতর আবেদনে চোখে জল শিক্ষকের

Image
প্রিয় শিক্ষক চলে যাচ্ছেন। খবরটা পেয়েই আর স্থির থাকতে পারেনি পড়ুযারা। সরকারি নিয়ম। তাই যেতেই হবে। তবু শিক্ষক গেট থেকে বেরনোর মুহূর্তেই গড়ে উঠল মানবপ্রাচীর। হাতে হাত রেখে ঘিরে দাঁড়াল খুদে পড়ুয়ারা। চোখে জল আর কাতর আবেদন, স্যর, যাবেন না প্লিজ। সে আর্তি শুনে তখন চোখে জল শিক্ষকদেরও। তামিলনাড়ুর একটি সরকারি হাই স্কুলে শিক্ষকতা করতেন জি ভগবান। তরুণ শিক্ষক। ছাত্র-ছাত্রীদের সঙ্গে দারুণ দোস্তি। ইংরেজি পড়াতেন তিনি। তবে শিক্ষকের থেকেও বেশি তিনি পড়ুয়াদের বন্ধু। অবসর সময়ে তাদের গল্প শোনাতেন। কার বাড়িতে কী অবস্থা সব খোঁজখবর রাখতেন। কার কীসে অসুবিধা-সুবিধা তা তাঁর নখদর্পণে। পড়ুযারাও তাই মন খুলে শিক্ষককে বলতে পারত সব কথা। ভালও বাসত। সেই শিক্ষক চলে যাচ্ছে দেখে আর বসে থাকতে পারেনি তারা। হাতে হাত রেখে তৈরি করেছে মানবপ্রাচীর। চোখের জলে আবেদন করেছেন, বলেছে, স্যর যাবেন না। কিন্তু কেন চলে যেতে হচ্ছে স্যরকে? আসলে যে স্কুলে ভগবান চাকরি করতেন ছাত্র অনুপাতে সেখানে শিক্ষকের সংখ্যা বেশি। তাই শিক্ষক কম এমন স্কুলে তাঁকে স্থানান্তরিত করা হচ্ছে। কিন্তু প্রিয় শিক্ষকের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারছে না কেউই।

বান্ধবীকে নিয়ে থাকবে বলে মাকে মারছে ছেলে, অভিযোগ শুনে তাজ্জব পুলিশ

Image
তাঁকে ও বড়ছেলের বউকে মারধরে করে, নাতনির শ্লীলতাহানি করেছে ছোট ছেলে। বৃহস্পতিবার এমনই অভিযোগ নিয়ে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানায় উপস্থিত হলেন এক বৃদ্ধা৷ তিনি নেতাজি নগরেরই শ্রীকলোনির বাসিন্দা৷ ৭৮ বছরের ওই বৃদ্ধার স্পষ্ট অভিযোগ, বিয়ে না করেই এক বান্ধবীকে নিয়ে অবৈধভাবে বাড়িতে থাকতে চায় ছোট ছেলে৷ কিন্তু বাড়ির কেউ তা মেনে নিতে পারেননি৷ ফলে বাধা দেন৷ আর  সেখান থেকেই ঝামেলার সূত্রপাত৷ ঘটনার সূত্রপাত অনেকদিন আগে থেকেই৷ একই বাড়িতে থাকতেন অভিযোগকারিণী বৃদ্ধা, তাঁর বড় ছেলের পরিবার ও ছোট ছেলে৷ অভিযুক্ত ছোট ছেলে একটি মেয়েকে তার বিশেষ বন্ধুর পরিচয় দিয়ে প্রায়ই ওই বাড়িতে নিয়ে আসত৷ কিন্তু সেই আসা-যাওয়া যে স্থায়ীভাবে থাকার প্রস্তাবে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি পরিবারটি৷ জানা গিয়েছে, হঠাৎই একদিন বাড়ির বাকি লোকদের কাছে প্রস্তাব রাখে অভিযুক্ত৷ দাবি করে, বিয়ে না করে ওই বান্ধবীকে নিয়ে একসঙ্গে থাকতে চায় সে৷ আধুনিক হলেও অন্যান্য বাঙালি পরিবারের মতোই এই প্রস্তাবও মেনে নিতে পারেনি ওই পরিবারের অন্যান্য সদস্যরা৷ সমস্যার সূত্রপাত সেখান থেকেই৷ যা বড় আকার নেয় বৃহস্পতিবার৷ অভিযোগকারিণী ব

দেশের এটিএম কার্ডে '৬৭হাজার' তোলা হল বিদেশে, জালিয়াতির নয়া উপায়

Image
নয়াদিল্লি: এটিএম জালিয়ালির ফাঁদে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক ৷ দিল্লির এই আধিকারিকের কার্ডের সাহায্য কেনাকাটা করা হয়েছে বিদেশে ৷ পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ তাঁর এটিএম কার্ড ক্লোন করে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কাপড়ের দোকানে ব্যবহৃত হয়েছে, জানিয়েছেন ওই আধিকারিক ৷ ঘটনা ৭ই জুনের ৷ সই দিন দুপুর ১.৩৫ থেকে ২.০৯-র মধ্যে নিজের মোবাইলে পরপর অনেকগুলো মেসেজ পান স্বরাষ্ট্র দফতরের আধিকারিক ৷ মেসেজগুলো সব আসছিল আমেরিকার একটি দোকান থেকে, তাঁর এটিএম ব্যবহার করার পর ৷ তিনি হতবাক হন সেই মেসেজ দেখে ৷ কিছু বুঝে ওঠার আগে আরো কয়েক দফা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে মেসেজ আসে ফোনে ৷ ততক্ষণে ব্যবহার হয়ে গিয়েছে ৬৭হাজার টাকা ৷ সম্ভবত কিছু গড়বড় বুঝে এরপর ব্যাঙ্ক থেকেই ওই কার্ডটি অচল করে দেওয়া হয় ৷ কিন্তু তারপরও কিছু সময় ধরে ওটিপি চেয়ে টাকা তোলার অনুমতি মেসেজ আসতে ফোনে ৷ ব্যাঙ্কে যোগযোগ করার পর, থানায় অভিযোগ করেন এটিএম জালিয়াতির শিকার আধিকারিক ৷

সাত বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে বাবা, অভিযোগ কিশোরীর

Image
পটনা: বয়স মাত্র ১৭ ৷ মাইগ্রেনের ব্যাথায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিল মণিকা(নাম পরিবর্তিত) ৷ সাফদারজাং হাসপাতালে চিকিৎসা চলছিল তার ৷ কিন্তু মাইগ্রেনের তীব্রতা এতটাই বেশি যে, চিকিৎসকেরাও তার মাইগ্রেনের ব্যাথা নিয়ে দ্বন্দ্বে পড়েন ৷ এরপরই মণিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন হাসপাতালের চিকিৎসকেরা ৷ সেই সময় জেরার মুখেই ভেঙে পড়ে মণিকা ৷ জানায়, ১০ বছর বয়স থেকে প্রতি রাতে কীভাবে তার বাবার কাছে যৌন নির্যাতনের স্বীকার হতে হয় তাকে ৷ যা শুনে হতবাক হয়ে যান হাসপাতালের চিকিৎসকেরাও ৷ বিহারের বাসিন্দা মণিকা ৷ তার বাবা পেশায় চাষী ৷ গত কয়েকমাস ধরে দিল্লির সেন্ট্রাল গর্ভমেন্ট হাসপাতালে চিকিৎসা চলছিল তার ৷ মাইগ্রেন ছাড়াও আরও বেশ কিছু শারিরীক সমস্যা নিয়ে হাসপাতালে যান তিনি ৷ সেই সময়ই চিকিৎসকদের সন্দেহ হয় ৷ সেই সময়ই চিকিৎসকেরা মণিকাকে জিজ্ঞাসাবাদ করলে, চিকিৎসকদের জেরার মুখে ভেঙে পড়েন মণিকা ৷ মণিকা জানায়, তার বাবা প্রতি রাতে কীভাবে তার উপর নির্মম অত্যাচার চালায় ৷ সেই বিভীষিকাময়, নির্মম অত্যাচারের কথা জানায় মণিকা ৷ শুধু যৌন হেনস্থাই নয় ৷ সেই সঙ্গে নিজের মেয়ের অশ্লীল ছবিও ফোনে তুলে রাখতেন তিনি ৷ যৌ

বানারহাটে কিশোরীকে গণধর্ষণে গ্রেফতার ২, একজনের বয়স ৬২, অন্যজনের ২৬

Image
এর পর বানারহাট হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানে হাতুড়েকে দিয়ে তার গর্ভপাত করানো হয়। এর পরই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। তাঁকে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার মৃত্যু হয়।  বানারহাট গণধর্ষণকাণ্ডে ধর্ষিতার মৃত্যুর পর দায়ের হল অভিযোগ। আর অভিযোগ দায়ের হতেই ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা ফজিরুদ্দিন মিয়া ২৬ ও আবদুল আনসারি ৬২। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করার কথা। ঘটনার সূত্রপাত ৫ মাস আগে। মাঠে ছাগল চরাতে গিয়ে গণধর্ষণের শিকার হয় ১৬ বছরের এক কিশোরী। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে সে। যদিও পরিবারকে কিছুই জানায়নি নির্যাতিতা। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় জানা যায় গর্ভবতী হয়ে পড়েছে সে। এর পর বানারহাট হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানে হাতুড়েকে দিয়ে তার গর্ভপাত করানো হয়। এর পরই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। তাঁকে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার মৃত্যু হয়।  এর পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যে ওষুধের দোকানে গর্ভপাত হয়েছিল বৃহস্পতিবার তার সামনে বিক্ষোভ দেখান। বানারহাট থানায় দায়ের হয় গণধর্ষণের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে

JIO! এবার পান ৬.৫ জিবি ডেটা প্রতিদিন

Image
নয়াদিল্লি: গ্রাহকদের আকর্ষণ করতে আবারও জিও আপডেট করল পুরনো প্ল্যানকে৷ এবার প্রতিদিন পান ৬.৫ জিবি হাই-স্পিড ডেটা৷ ৭৯৯ টাকার এই প্ল্যানটি বৈধ থাকছে ২৮ দিনের জন্য৷ অফারটি গ্রাহকরা পাবেন ৩০ জুন, ২০১৮ পর্যন্ত৷ পুরনো প্ল্যানটিতে ইউজার পেতেন ৫ জিবি ডেটা৷ যেটিতে যোগ হল আরও ১.৫ জিবি 4G ডেটা৷ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন মোট ১৮২ জিবি ডেটা৷ পুরনো প্ল্যানটিতে ইউজাররা মোট পেতেন ১৪০ জিবি ডেটা৷ অতিরিক্ত হিসেবে গ্রাহক পাবেন আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং চার্জ ছাড়া জাতীয় কল সহ দিনে ১০০ টি এসএমএসের সুবিধা৷ কিছুদিন আগে জিও ২৯৯ টাকার প্ল্যানটিকে নতুনভাবে এনেছে৷ যেখানে যোগ হয়েছে অতিরিক্ত ১.৫ জিবি ডেটা৷ প্রথমে ইউজার প্ল্যানটিতে পেতেন মোট ৮৪ জিবি ডেটা ২৮ দিনের জন্য৷ এখন একই বৈধতায় গ্রাহক পাবেন ১২৬ জিবি ডেটা৷ এই অফারটিও গ্রাহক পাবেন ৩০ জুন পর্যন্ত৷ এখানেও গ্রাহক আনলিমিটেড কল এবং এসএমএসের সুবিধা পাবেন৷ সংস্থা গ্রাহকদের প্রয়োজন অনুসারে এনেছে একাধিক প্ল্যান৷ যদি কোন গ্রাহক 'ডেইলি ডেটা প্ল্যান' রিচার্জ করে থাকেন তবে, তাঁরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা৷ ১৪৯ টাকা, ৩৪৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৪৯৯

দমদমে ফের অমানবিক ছবি ! মাকে তালাবন্দি করে রেখে জামাইষষ্ঠীতে ছেলে

Image
কলকাতা: দমদমে ফের অমানবিক ছবি ৷ মাকে তালাবন্দি করে বাড়িতে রেখে জামাইষষ্ঠী পালন করতে গিয়েছে ছেলে ৷ খাবারের জন্য বাড়িতে রেখে গিয়েছে মাত্র চারটি বিস্কুট ও এক গ্লাস জল ৷ দমদমের বেদিয়াপাড়ায় বৃদ্ধা মাকে তালাবন্দি রাখার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে ৷ তালাবন্দি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা ৷ প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ বাড়িতে এসে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত দমদম পুর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা ৷ অভিযুক্ত জানিয়েছেন যে মঙ্গলবার বিকেলে মাকে রেখে গিয়েছিলেন এবং বুধবার রাতে ফিরে এসেছেন ৷ চোখে দেখতে পায় না বলে মাকে আটকে রেখে গিয়েছেন ৷

অমরনাথ যাত্রায় গাড়ি বোমা বিস্ফোরণের ছক জঙ্গিদের

Image
শ্রীনগর: নয়া নয়া পদ্ধতিতে বিস্ফোরণের ছক কষছে জঙ্গিরা৷ টার্গেট অমরনাথ যাত্রা৷ দুমাস ধরে চলা এই যাত্রা শুরু হতে চলেছে ২৮ জুন৷ তার আগেই গোয়েন্দাদের সামনে এল নয়া তথ্য৷ গাড়ি বোমা বিস্ফোরণের ছক রয়েছে জঙ্গিদের৷ এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হবে যাত্রার মাঝপথে৷ গোপন সূত্রে এমনই তথ্য সামনে পেয়েছেন গোয়েন্দারা৷ তিন লক্ষেরও বেশি পুণ্যার্থী এবছর অমরনাথ যাত্রায় অংশ নিতে চলেছেন৷ বিশেষ সূত্রে খবর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে৷ এবছর অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ছক রয়েছে জঙ্গিদের, এখবর আগেই জানিয়ে ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট৷ ইতিমধ্যেই পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে কাশ্মীরে প্রবেশ করেছে জঙ্গিরা বলে খবর৷ উপত্যকায় লাগাতার সংঘর্ষ চলাকালীনই ওই জঙ্গিরা অনুপ্রবেশ করেছে বলে অনুমান গোয়েন্দাদের৷ মূলত গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে জানানো হয়েছে৷ ফলে অমরনাথ মন্দির অভিমুখী গাড়িগুলির বিশেষভাবে তল্লাশি করা হবে বলে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, ওই রাস্তায় যে কোনও ধরণের যানবাহনের ওপরেই কড়া নজর রাখা হবে বলে সেনা সূত্রে খবর৷ ৱশ্রী অমনরনাথ জী শ্রাইন বোর্ডের কাছে প্রতিটি গাড়ির রেজিস্ট

বধূ নির্যাতনের শিকার খোদ আইনজীবী

Image
কলকাতা: বধূ নির্যাতনের শিকার খোদ আলিপুর আদালতের আইনজীবী। ঘরে আটকে রেখে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বছর দুই আগে নিউটাউনের হাতিয়াড়ার বাসিন্দা মহম্মদ আলি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই তরুণীর। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাঁর ওপর নির্যাতন শুরু করে স্বামী, শ্বশুর ও দেওর। চাকরি করতে বাধা দেওয়ার পাশাপাশি বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখাও করতে দেওয়া হত না তাঁকে। গতকাল দুপুর ১২টা থেকে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশকে গোটা ঘটনার কথা জানান ওই আইনজীবীর মা। রাত ১০টা নাগাদ পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।

বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র, পুলিশি অভিযানে পর্দাফাঁস

Image
শিলিগুড়ি : দার্জিলিং জেলা পুলিশের প্রাক্তন গাড়ি চালকের বাড়িতে মধুচক্র চলার অভিযোগে অভিযান চালাল পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক সহ তিন মহিলাকে শিলিগুড়ি থানার পুলিশ আটক করেছে। যদিও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়। শিলিগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডে ও ৩২ নম্বর ওয়ার্ডে চৈতন্য দাসের দুটি বাড়ি রয়েছে। সে আগে পুলিশের গাড়ি চালাত। ২৫ নম্বর ওয়ার্ডের বাড়িটি সে ভাড়া দিয়েছে। সেখানে পাঁচটি পরিবার ভাড়া থাকে।  অভিযোগ, ওই বাড়ির তিনতলায় একটি পরিবার কিছুদিন আগে ভাড়া এসেছে। তাদের ঘরে প্রায়ই নানা অপরিচিত ছেলেমেয়েদের যাতায়াত ছিল। এতে সন্দেহ হয়েছিলে বাড়ির একতলার ভাড়াটিয়ার এবং পাড়ার লোকজনের। তাই একতলার ভাড়াটিয়া CCTV ক্যামেরা বসানোর উদ্যোগ নেন। কিন্তু অভিযোগ, তাঁকে CCTV ক্যামেরা লাগাতে বাধা দিয়েছিল চৈতন্য।  স্থানীয় সূত্রে অভিযোগ পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ওই বাড়ির তিনতলায় গতকাল রাতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর কনডোম। এছাড়া একটি অ্যালবামও উদ্ধার হয় যাতে একাধিক মেয়ের ছবি ছিল। স্থানীয়দের অনুমান দেহব্যবসায় ওই অ্যালবামের ছবি দেখিয়ে খদ্দেরদের সাথে ডিল করা হত।  শিলিগুড়ি থা

ভয়ঙ্কর ঘটনা! গানপয়েন্টে এনজিও-র পাঁচ মহিলাকর্মীকে গণধর্ষণ ঝাড়খণ্ডে

Image
রাঁচি: ফের দেশে এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী রইল দেশ। এনজিও-র পাঁচ মহিলাকর্মীকে গণধর্ষণের ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। মানব পাচারের বিরুদ্ধে প্রচার করতেই রাস্তায় নেমেছিলেন তাঁর। অভিযোগ, সঙ্গীদের মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মহিলা কর্মীদের। গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। রাজধানী রাঁচি থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। বন্দুক দেখিয়ে তাদের গণধর্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, একটি পথনাটিকার মাধ্যমে প্রচার করছিল ওই দলটি। সে সময় এক দল দুষ্কৃতী আচমকাই সেখানে হাজির হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে তারা। হুমকি দেয়, তাদের অনুমতি ছাড়া কেন এ সব সরকারি প্রকল্প নিয়ে গ্রামে ঢুকেছেন তাঁরা। প্রতিবাদ করতে গেলেই মারধর করে তারা। পুরুষ সদস্যদের ব্যাপক মারধরের পর নিজেদের প্রস্রাব খেতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপরই মহিলা সদস্যদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়িতে তুলে জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানেই গণধর্ষণ করা হয়। আরও অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়োও বানানো হয়েছে। সেগুলো প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে মহিলাদের। প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর

সাবধান! জলতেষ্টা অজুহাতে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে!

Image
রিজেন্ট পার্কে কিশোরীকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে কলকাতা: জলতেষ্টা পাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে সম্পর্কে আত্মীয় এক যুবক দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানা এলাকায় এই কাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ছাত্রী বুধবার সকালে বাড়িতে একাই ছিল। অভিযোগ, সে সময় জল খেতে চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে আত্মীয় অভিনাথ মিস্ত্রী তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে খুনের হুমকি দেয়। রাতে এ ব্যাপারে জানাজানি হলে গতকাল রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের লোকজন। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বাংলাদেশের বাসিন্দা, বছর সাতাশের অভিনাথ। স্থানীয় এক ক্লাবের সহায়তায় গতকাল রাতে তার খোঁজ পায় পুলিশ। গ্রেফতার করা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

মহারাষ্ট্রে শনিবার থেকে প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি

Image
মহারাষ্ট্র:  প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার। আজই গোটা মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যবহারের শেষ দিন। আগামীকাল থেকে কাউকে যদি প্লাস্টিক ব্যবহার করতে দেখা যায় মহারাষ্ট্রে তাহলে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার কাউকে প্লাস্টিক ব্যবহার করতে দেখা গেলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তৃতীয়বার একই ভুল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এমনকি সেই ব্যক্তির তিন মাস পর্যন্ত জেলও হতে পারে। প্রসঙ্গত, এই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যের সরকার প্লাস্টিক ব্যবহারের ওপর এতটা কড়া নিষেধাজ্ঞা জারি করল। ইদানিংকালে বৃষ্টির পরেই কার্যত ভেসে যাচ্ছিল মুম্বই সহ গোটা মহারাষ্ট্র। বম্বে পুরসভার আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দেখেন, শহরের বিভিন্ন নালা, পাইপে জমে রয়েছে প্লাস্টিক। সেই প্লাস্টিকই জল বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই পরিস্থিতি থেকে রেহাই পেতেই এই কঠোর পদক্ষেপ বম্বে পুরসভার। প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির পর, কেউ সেই নিয়ম ভাঙছে কিনা, সেটা খতিয়ে দেখতে বম্বে পুরসভা ২৫০ জন ইন্সপেক্টর নিয়োগ করেছে। এরাই গোটা প

‘চক্রান্ত করেই উপত্যকায় সরকার ভেঙেছে পিডিপি-বিজেপি’

Image
শ্রীনগর: সিনেমার চিত্রনাট্যের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়ে চলেছে বিজেপি এবং পিডিপি। সেই চিত্রনাট্যের অঙ্গ হিসেবেই জম্মু-কাশ্মীরে জোট সরকার ভাঙা হয়েছে। এমনই দাবি করলেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা। বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কাশ্মীরের রাজনৈতিক চিত্রনাট্য লিখেছে বিজেপি এবং পিডিপি। আর সেই পথেই তাঁরা চলছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। তাঁর বিরোধী দুই রাজনৈতিক দলের এই কৌশলকে সম্মানও জানিয়েছেন তিনি। জম্মু-কাশ্মীরের এই জটিল রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করে বৃহস্পতিবার ট্যুইট করেছেন অমর আবদুল্লা। তিনি লিখেছেন, "বলিউড সিনেমা দেখে বিজেপি এবং পিডিপি নিজেদের রাজনৈতিক স্ট্র্যাটেজি স্থির করে। সেই চিত্রনাট্য অনুসারেই ওরা জোট ভেঙেছে।" একই সঙ্গে তিনি আরও লিখেছেন, "সাধারণ মানুষ কেউ বোকা নয়। এই চিত্রনাট্য তাঁরা কখনই মেনে নেবে না।" ওই ট্যুইটের সঙ্গে তিনি একটি সিনেমার ভিডিও ক্লিপ পোস্ট করেছে। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ওই বলিউড সিনেমার নাম 'কিসসা কুর্সি কা।' জম্মু-কাশ্মীরের এই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি ঠিক করতে অবিলম্বে নির্ব

আড়াই বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার মামা

Image
কলকাতা : আড়াই বছরের শিশুকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল তার মামার বিরুদ্ধে। ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শিশুর মামা ও তার মাসির বিরুদ্ধে। গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আজ আলিপুর আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেপাজতে চাইবে বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, পর্ণশ্রীর বাসিন্দা ওই আড়াই বছরের শিশুকে কয়েক মাস ধরে যৌন নিগ্রহ করছিল তার মামা শ্যাম সাহা (নাম পরিবর্তিত)। আর এই কাজে শ্যামকে সাহায্য করত তার দিদি বেলা সাহা (নাম পরিবর্তিত)। বেলাই শিশুকে শ্যামের কাছে নিয়ে যেত। সম্প্রতি শিশুটির কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তার চিকিৎসা করাতে গিয়ে বিষয়টি সামনে আসে।  গতকাল পরিবারের তরফে ঘটনার কথা রাজ্য শিশু কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীকে জানানো হয়। তাঁর পরামর্শ মতো কাল রাতে শিশুর বাবা-মা শ্যাম ও বেলা সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ধৃতদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলা রুখতে কাশ্মীরে এনএসজি পাঠাল কেন্দ্র

Image
রমজানে বন্ধ থাকার পর কাশ্মীরে ফের জঙ্গি নিকেশ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একটি দলকে শ্রীনগরে পাঠাল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, শ্রীনগরজুড়ে মোতায়েন থাকবেন এনএসজি কম্যান্ডোরা। অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলা রুখে দেওয়াই হবে এনএসজি-র কাজে। এর আগে মুম্বই হামলার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এনএসজি।     সূত্রের খবর, পুণ্যার্থীদের পণবন্দি করার মতো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে কম্যান্ডোদের। এর পাশাপাশি শ্রীনগর বিমানবন্দরেও মোতায়েন থাকবেন তাঁরা। শ্রীনগরে বিএসএফের সদর দফতরে রয়েছেন প্রায় দু'ডজন এনএসজি স্নাইপার। গত এপ্রিলে উপত্যকায় এনএসজি মোতায়েনের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আধুনিক অস্ত্রশস্ত্র দিয়েই এনএসজি কম্যান্ডোদের পাঠানো হয়েছে কাশ্মীরে। তবে নিরাপত্তার স্বার্থে অস্ত্রের ধরন খোলসা করেনি স্বরাষ্ট্রমন্ত্রক।  রমজানে বন্ধ থাকার পর কাশ্মীরে ফের জঙ্গি নিকেশ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। তারপর থেকে একাধিক অভিযান করা হয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরে মেহবুবা মুফতির সরক

প্রতিবাদ করায় ৭৮ বছরের মাকে মার

Image
পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। আরও অভিযোগ, শাশুড়িকে বাঁচাতে গেলে ওই যুবকের বৌদিকেও মারধর ও নিগ্রহ করা হয়। নেতাজিনগর থানার শ্রীকলোনির বাসিন্দা ওই বৃদ্ধা বুধবার তাঁর ছোট ছেলে এবং অন্য এক মহিলার বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ছ'টি ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্ত মহিলা বৃদ্ধার ছোট ছেলের পরিচিত। এর আগেও তিনি বৃদ্ধার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, শ্রীকলোনির বাড়িতে দোতলায় সপরিবার থাকেন বৃদ্ধার বড় ছেলে। তিনি সরকারি চাকুরে। একতলায় থাকেন ৭৮ বছরের ওই বৃদ্ধা। তাঁর স্বামী মাসখানেক আগে মারা গিয়েছেন। বৃদ্ধার ছোট ছেলে চাকরি করেন আসানসোলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার সঙ্গে বৃদ্ধার ছোট ছেলের সম্পর্ক নিয়ে পারিবারিক আপত্তি রয়েছে। বৃদ্ধার অভিযোগ, ওই মহিলা আগে তাঁর স্বামীর দেখভাল করতেন। এখন ছোট ছেলে তাঁকে বিয়ে করতে চাইছেন। তিনি তা মানবেন না। বিষয়টি নিয়ে কিছু দিন ধরেই অশান্তি চলছে পরিবারে। এর আগেও বৃদ্ধা এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে থানা

গণপিটুনির পর জুতোর মালায় গ্রাম ঘোরানো হল যুবককে, কিন্তু কেন ?

Image
প্রেম করার 'অপরাধে' এক যুবককে বেধড়ক মারধর করে, চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার মেজিয়ার সরাকডিহি গ্রামের ঘটনা। পুলিশ গিয়ে যুবকটিকে কোনওরকমে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিয়েছে। ওই যুবকের বাবা চণ্ডী মুখোপাধ্যায় এ দিন সন্ধ্যায় মেজিয়া থানায় কয়েক জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, ''আমার ছেলেকে মিথ্যা অভিযোগে কিছু লোক নির্মম ভাবে মারধর করল। দোষীদের কড়া সাজা দিতে হবে।'' পুলিশ জানিয়েছে, ছ'জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তাদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার ওই যুবক সমীরণ ওরফে কেশব মুখোপাধ্যায় মেজিয়া থানার পায়রাশোলের বাসিন্দা। তিনি পায়রাশোল থেকে মেজিয়া রুটে ট্রেকার চালান। ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বছর ছাব্বিশের ওই যুবক। তিনি দাবি করেন, "সরাকডিহির এক তরুণীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু, বহু দিন আগেই ওই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গিয়েছে। অথচ কেউ রটিয়ে দেয় আমি ওকে রেজিস্ট্রি বিয়ে করেছি। এই মিথ্যা গুজবেই ওরা আমার উপরে নির্যাতন চালাল।" কী ঘটেছি

কাটারি দিয়ে কিশোরীকে কোপাল তরুণী, কিন্তু কেন ?

Image
পুলিশ নিয়ে যাচ্ছে ওই তরুণীকে। রাত ৮টা নাগাদ কিশোরীটির আর্ত চিৎকার শুনে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। ধারাল কাটারি দিয়ে তখন তাকে কোপাচ্ছে বছর বাইশের এক তরুণী। রক্তে ভেসে যাচ্ছে কিশোরীটির দেহ। পড়শিদের চেষ্টায় ধরা পড়ে ওই তরুণী। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জখম কিশোরীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার মাথায় ও হাতে মোট সতেরোটি সেলাই পড়েছে চিকিৎসকেরা জানিয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বাণীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, জখম কিশোরী হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীর বাড়ি অশোকনগর এলাকায়। বিএ পাশ করে ওই তরুণী এখন গৃহশিক্ষকতা করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের জেনেছে, বাণীপুর এলাকারই এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে। ওই কিশোরীর সঙ্গে যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল বলে তরুণীর সন্দেহ। কিশোরীটিকে সে যুবকের কাছ থেকে সরে যেতেও বলেছিল বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। এক পুলিশকর্তার কথায়, ''প্রেমিক হাতছাড়া হয়ে যাচ্ছে—এই রাগেই ওই তরুণী এই কাণ্ড ঘটিয়েছে।''  পুলিশ ও স্থানীয়

আর বাড়াবাড়ি বরদাস্ত করব না, যুব দলকে হুঁশিয়ারি মমতার

Image
দলের অন্দরে গুঞ্জন চলছে বেশ কিছু দিনই। সেই আলোচনায় বারবার এসেছে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। দলে তাঁর 'প্রভাব বৃদ্ধি' এবং মূল সংগঠনের উপর 'আধিপত্য' বিস্তার সম্পর্কে কানাঘুষো কথাবার্তা ইদানীং কিছুটা প্রকাশ্যেও এসেছে। এমনকি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুব তৃণমূলের দাবি মানতে গিয়ে দলের মূল সংগঠনের অনেকে 'বঞ্চিত' হয়েছেন বলেও অভিযোগ। অনেকের মতে, যার কিছুটা প্রতিফলন ঘটেছে দলের বিরুদ্ধে নির্দলদের বাড়বাড়ন্তে। কিছু ক্ষেত্রে যা সংঘর্ষেও পৌঁছয়। এ বার দলের সেই  স্পর্শকাতর জায়গায় হাত দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় তিনি স্পষ্ট বলেন, ''যুব সংগঠন দলের থেকে বড় নয়। এটা ভুলে যাবেন না।'' চোখের চিকিৎসার কারণে অভিষেক এ দিনের সভায় ছিলেন না। কিন্তু যুব-র জেলা প্রতিনিধিরা ছিলেন। মমতা বলেন, ''যুব সভাপতি কারা আছেন, দেখি।'' পদাধিকারীরা দাঁড়াতেই সরাসরি প্রশ্ন করেন মমতা, ''তোমরা জেলা নেতৃত্বকে মানো, না মানো না? না কি ইচ্ছে মতো চলো?'' নেত্রীর দিকে তাকিয়ে তাঁরা