দেশের এটিএম কার্ডে '৬৭হাজার' তোলা হল বিদেশে, জালিয়াতির নয়া উপায়


নয়াদিল্লি: এটিএম জালিয়ালির ফাঁদে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক ৷ দিল্লির এই আধিকারিকের কার্ডের সাহায্য কেনাকাটা করা হয়েছে বিদেশে ৷ পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ তাঁর এটিএম কার্ড ক্লোন করে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কাপড়ের দোকানে ব্যবহৃত হয়েছে, জানিয়েছেন ওই আধিকারিক ৷

ঘটনা ৭ই জুনের ৷ সই দিন দুপুর ১.৩৫ থেকে ২.০৯-র মধ্যে নিজের মোবাইলে পরপর অনেকগুলো মেসেজ পান স্বরাষ্ট্র দফতরের আধিকারিক ৷ মেসেজগুলো সব আসছিল আমেরিকার একটি দোকান থেকে, তাঁর এটিএম ব্যবহার করার পর ৷ তিনি হতবাক হন সেই মেসেজ দেখে ৷ কিছু বুঝে ওঠার আগে আরো কয়েক দফা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে মেসেজ আসে ফোনে ৷ ততক্ষণে ব্যবহার হয়ে গিয়েছে ৬৭হাজার টাকা ৷

সম্ভবত কিছু গড়বড় বুঝে এরপর ব্যাঙ্ক থেকেই ওই কার্ডটি অচল করে দেওয়া হয় ৷ কিন্তু তারপরও কিছু সময় ধরে ওটিপি চেয়ে টাকা তোলার অনুমতি মেসেজ আসতে ফোনে ৷ ব্যাঙ্কে যোগযোগ করার পর, থানায় অভিযোগ করেন এটিএম জালিয়াতির শিকার আধিকারিক ৷