Posts

Showing posts from February 11, 2019

Shocking! এক বছর ধরে ৯-এর বালককে ধর্ষণ কাকিমার

Image
৯ বছরের এক বালককে ধর্ষণের অভিযোগ উঠল ৩৬ বছরের এক মহিলার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেরালার মালাপ্পুরমের থেনহিপাল্লম থানার পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসে গত সপ্তাহে। ছেলেটি স্থানীয় এক ডাক্তারের কাছে বিষয়টি জানালে তিনি চাইল্ডলাইন কর্তৃপক্ষকে খবর দেন। চাইল্ডলাইন শিশুটির বয়ান রেকর্ড করে পুলিশে খবর দেয়। চাইল্ডলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে যৌন নিগ্রহের শিকার শিশুটি। কো-অর্ডিনেটর আনোয়ার কারাক্কাদান জানিয়েছেন, 'কয়েক মাস ধরে এক মহিলা ছেলেটির উপর যৌন নিগ্রহ চালিয়েছে এটা আমরা নিশ্চিত। এর প্রভাব পড়েছে শিশুটির মানসিক স্বাস্থ্যে। অভিযুক্ত ছেলেটির কাকিমা, সে পাশের বাড়িতেই থাকে।' পুলিশ জানিয়েছে, দুই পরিবারে মধ্যে কিছু সমস্যা রয়েছে বলে খবর মিলেছে। তার জেরেই এই অপরাধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকেও খুব শিগগিরই জেরা করা হবে।

সাবধান: ব্যাংকের পাঠানো লিংকে ক্লিক করে ৩ লাখ খোয়ালেন ডাক্তার!

Image
সাইবার জাল বিছিয়ে চিকিৎসককে প্রতারণার অভিযোগ। শনিবার পুনে থেকে ৩০ বছরের এক বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এক ডাক্তারের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত বিপিন মাহাতোকে পুনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২১ নভেম্বর ব্যাংকের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এক চিকিৎসককে ফোন করেন তিনি। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশনের জন্য নম্বর চেয়ে পাঠায় সে। এরপর একটি লিংক পাঠিয়ে বলে সেখানে ক্লিক করে একটি অন্য নম্বরে সেই লিংকটি পাঠিয়ে দিতে। পুলিশ জানিয়েছে, এরপরই ওই লিংকে ক্লিক করেন চিকিৎসক। পর পর পাঁচটি মেসেজ ঢোকে তাঁর ফোনে। আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এরপর থেকে ওই কলারের ফোনে চেষ্টা করেও পাননি ডাক্তার। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, টাকা কেটে চলে গিয়েছে বিহারের বেটিহার বাসিন্দা বিপিন মাহাতোর অ্যাকাউন্টে। পুলিশ বিপিনের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে। আপাতত বিপিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কাল শুরু মাধ্যমিক! কমেছে পরীক্ষার্থী, বেড়েছে ছাত্রীর সংখ্যা

Image
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮,০০০ কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি। এ বছর মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৩ হাজার ৩১১। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বার ছাত্রের তুলনায় ১৩.৩% বেড়েছে। পর্ষদ সভাপতি জানান, পরীক্ষকের সংখ্যা এ বছর ৫০০ জন বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। সকাল ১১.৩৫-এ প্রত্যেক ঘরে পৌঁছবে সিল করা প্রশ্নপত্র। ১১.৪৫-এ প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ১১.৫৫-এ খাতা পাবে ছাত্রছাত্রীরা। ১২টায় শুরু হবে পরীক্ষা। প্রতি ঘরে ১০-এর গুণিতকে পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হয়েছে। সেই মতোই প্রশ্নপত্র প্রতি ঘরে পাঠানো হবে। কোনও টিচিং বা নন টিচিং স্টাফ পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিজের কাছে রাখতে পারবেন না। তাঁদের প্রধান শিক্ষকের কাছে মোবাইল জমা রেখে যেতে হবে। টিচিং ও নন টিচিং স্টাফদের পরীক্ষা চলাকালীন মোবাইল পরীক্ষা কেন্দ্রে না-নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। অফিসার ইনৃচার্জ, সেন্টার সেক্রেটারি-সহ পাঁচজনের কাছে মোবাইল রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরাও শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন পর

পাবজির নেশা!‌ সন্তানসম্ভবা বৌকে ছেড়ে নিরুদ্দেশ যুবক

Image
নিবিষ্ট হয়ে কোনওরকম ব্যাঘাত ছাড়া পাবজি খেলতে চান তিনি। কিন্তু বাড়িতে কিছুতেই সেটা সম্ভব হচ্ছিল না। তার উপরে আবার অন্তঃসত্ত্বা স্ত্রী। মাঝে মধ্যেই কাজের জন্য ডাক পড়ত। নানা সমস্যা নিয়ে হাজির হতেন স্ত্রী। বিরক্ত হয়ে শেষে পাবজি খেলার জন্য বাড়িই ছেড়ে দিলেন মালেশিয়ার এই যুবক। গত একমাস ধরে বাড়ি ফেরেননি তিনি। যুবকের স্ত্রীর ফেসবুক পোস্টের পর বিষয়টি জানাজানি হয়। ফেসবুকে তাঁর স্ত্রী লিখেছেন, গত একমাস ধরে বাড়ি ফেরেননি আমার স্বামী। আমরা সকলেই ভীষণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পাবজি খেলার আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল।  চার বছর আগে পাবজি খেলা শুরু করেছিলেন আমার স্বামী। তারপর থেকে সংসারের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। কোনও কাজই করতে চাইতেন না তিনি। এমনকী সাংসারিক দায়িত্ব পর্যন্ত পালন করতেন না। কাজেও যেতে চাইতেন না তিনি। এতটাই পাবজির প্রতি আসক্তি তৈরি হয়ে গিয়েছিল।'‌ মালেশিয় ভাষায় লেখা বধূর ফেসবুক পোস্ট দেখার পর স্থানীয় পুলিসের পক্ষ থেকে সাধারণ নিখোঁজ ডায়রি করা হয়েছে। পাবজি নিয়ে এই ধরনের উন্মাদনা এই প্রথম নয়। গোটা বিশ্বজুড়েই চলছে পাবজি আসক্তি। কয়েকদিন আগে মুম্বইয়ের এক কিশোর পাবজি খেলার জন্য স্মার্ট

ভিনরাজ্য থেকে ফিরেই চক্ষু চড়কগাছ ছেলের, বাড়িতে উদ্ধার বাবার হাড়গোড়

Image
তেহট্ট: একটি বাড়ি থেকে উদ্ধার হল সাতচল্লিশটি হাড়গোড়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পলাশিপাড়ার সাহেবনগর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়৷ বন্ধ থাকা ওই পরিত্যক্ত ঘর থেকে হাড়গোড়গুলি সংগ্রহ করেছে পুলিশ৷ ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে সেগুলি৷ পরিত্যক্ত ওই বাড়িটির মালিক প্রিয়ব্রত মণ্ডল৷ প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি৷ দুটি ছেলেও রয়েছে তাঁর৷ প্রিয়ব্রতর বড় ছেলে শুভঙ্কর পুণেতে থাকতেন৷ ছোট ছেলে দীপঙ্কর সাহেবনগরে চায়ের দোকান সামলাতেন৷ দীপঙ্কর বাবার সঙ্গে এই বাড়িতে থাকতেন না৷ মামার বাড়িতেই থাকেন তিনি৷ ছেলেদের কাছে না পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রিয়ব্রত৷ এছাড়াও একটি দুর্ঘটনার জেরে হাঁটাচলাও করতে পারতেন না তিনি৷ এই পরিস্থিতিতে ছোট ছেলে দীপঙ্করই মামার বাড়ি থেকে প্রতিদিন খাবার দিয়ে যেতেন তাঁর বাবাকে৷ তবে ছোট ছেলেকে মোটেও পছন্দ করতেন না৷ খাবার দিতে গেলেই ছেলেকে মারধর করতে তেড়ে যেতেন প্রিয়ব্রত৷ তাই ইদানীং খাবার দিয়ে যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন দীপঙ্কর৷ এদিকে, রবিবার পুণে থেকে বাড়ি ফেরেন প্রিয়ব্রতর বড় ছেলে শুভঙ্কর৷ বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করেও

প্রতারিতদের আবেদন খারিজ, সারদা তদন্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

Image
সারদা চিটফান্ড মামলায় তার পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়ে দিল, সারদা দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে করা হবে না। উল্লেখ্য, ২০১৫ সালে সারদা মামলা সুপ্রিম কোর্টে ওঠে। সেই মামলায় সিবিআইকেই সারদা তদন্তের ভার দেয় শীর্ষ আদালত। পাশাপাশি সারদা দুর্নীতিতে প্রতারিতদের একাধিক আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয় আদালতের নজরদারিতেই দুর্নীতির তদন্ত হবে। দুর্নীতির তদন্তের ক্ষেত্রে কোনও অনিয়ম বা গাফিলতি হচ্ছে বলে কেউ যদি মনে করে থাকলে তিনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে যেতে পারেন। ওই রায়ের পর বিষয়টি চাপা পড়ে যায়। সম্প্রতি এনিয়ে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। ফের আবেদন করা হয়, আদালতের তদারকিতেই সরদা মামলার তদন্ত হোক। সেই আবেদন ফের একবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সিবিআইযের হেফাজতে থাকা সারদা মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। প্রসঙ্গত, সারদা দুর্নীতির তদন্তে কখনও তথ্য লোপাটের অভিযোগ উঠেছে, কখনও আবার তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে দাবি করা হয়েছে। এই দুর্নীতির তদন্তে রাজ্য সরকার গঠন করেছিল সিট। সেই সিটের প্রধান ছিলেন কলকাতা পুলিসের কমিশনা

স্ত্রীর পুরুষ বন্ধুদের নিয়ে অশান্তি? স্বামীর ঝুলন্ত দেহ ঘিরে রহস্য

Image
মৃত রাজু দুয়ারি। এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল মানিকতলার বাগমা়রি এলাকায়। সোমবার সকালে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে রাজু দুয়ারি নামে বছর চৌত্রিশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজুর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাজুর স্ত্রী তানিয়া দুয়ারির দিকে অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। বছর পাঁচেক আগে তানিয়া নামে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় রাজুর। তার পর থেকে বাগমারি এলাকায় ভাড়া থাকতেন ওই দম্পতি। রাজুর পরিবারের দাবি, ওই ভাড়াবাড়ি ঠিক করে দিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজনই। প্রতিবেশীরা দাবি করেছেন, বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। রবিবারও কোনও কারণে অশান্তি হয়। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান তাঁরা। এ দিন সকালে তানিয়া তাঁর বাপের বাড়ির লোকজনকে খবর দেন, রাজু আত্মহত্যা করেছেন। তাঁরা এসে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশেও। তারা এসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত রাজুর দেহ উদ্ধার করে। একটি বেসরকারি অফিসে কাজ করতেন রাজু। রাজুর পরিবার এবং তাঁর প্রতিবেশীদের একাংশের অভিযোগ, তানিয়ার একাধিক বন্ধু ছিল। সেই সব পুরষদের সঙ্গে প্রায়ই তিনি ফোনে কথা বল

স্কুলের ছাদে নয় বছরের ছাত্রীকে ধর্ষণ ৩ নাবালকের, গ্রেফতার

Image
বাঁকুড়া: বছর ন'য়ের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানা এলাকার নতুনগ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্ত গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত তিন নাবালক ওই ছাত্রীকে স্কুলের ছাদে আমের পল্লব আনতে বলে৷ অভিযোগ সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই তিন নাবালক৷ এই কথা বাড়িতে কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেয় ওই তিন নাবালক৷ বাড়ি গিয়ে ঘটনার কথা বলে দেয় ওই ছাত্রী৷ এরপর ঘটনার দিন রাতেই তার বাবা জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার তিন নাবালককে বাঁকুড়া জুভেনাইল আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷

তিন সন্তানই কালো, স্বামীর কটুক্তিতে আত্মঘাতী স্ত্রী

Image
মালদহ: সন্তান কালো হওয়ায় স্ত্রীকে কটুক্তি করত স্বামী। মানসিক অবসাদে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। মালদহের হবিবপুর থানার তিলাসন গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম মল্লিকা ভুঁইমালি (২৭)। তাঁর বাপের বাড়ির লোকেদের অভিযোগ কালিয়াচক থানার বাহাদুরপুরের বাসিন্দা মল্লিকার সাথে ১২ বছর আগে হবিবপুর থানার তিলাসনের বাসিন্দা টগর ভুঁইমালির বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর নাকি এই তিনটি কন্যা সন্তানের গায়ের রং কালো হওয়ার জন্য দায়ী৷ এই নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে দিনের পর দিন ধরে কটুক্তি করত। গত বুধবার ওই গৃহবধূ অপমানে ঘরের মধ্যে থাকা কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীরাই তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত স্বামী।

চারদিন নিখোঁজ থাকার পর কাঁথির তৃণমূল নেতার দেহ উদ্ধার হুগলিতে

Image
ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, কোলাঘাট যাচ্ছেন। রাতে আবার স্ত্রীকে ফোনে জানান, এক পরিচিতের সঙ্গে দেখা করতে মালদহে যাচ্ছেন। তারপর থেকেই চারদিন  ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে হুগলির দাদপুর থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এক তৃণমূল নেতার দেহ উদ্ধার করল পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁকে অপহরণ করে খুন করেছে বিজেপি। মৃত ওই তৃণমূল নেতার নাম রীতেশ রায়। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুরমুঠ অঞ্চল সভাপতি ছিলেন তিনি। কাঁথিতে রীতেশের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২৯ জানুয়ারি জনসভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি, সেদিন সভা যাওয়ার ও ফেরার পথে এলাকায় শাসকদলের দুটি পার্টি অফিসে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেতা রীতেশ রায় ও তাঁর অনুগামীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রীতেশ। পরিবারের লোকেদের দাবি, সেদিন এক বন্ধু ফোন পেয়েই বাড়িতে বেরিয়েছিলেন তিনি। আর ফেরেননি। মোবাইলও সুইচড অফ ছিল। রীতেশ রায়ের নামে কাঁথির মারি

ঘোলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন

Image
ঘোলায় প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।  কয়েকজন কর্মীর ভিতরে আটকে পড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের বার করে আনার চেষ্টা চলছে। সোমবার সকালে ঘোলা থানার বোর্ডঘর এলাকায় একটি কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রাথমিকভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুন আয়ত্তে আনা সম্ভব হয় না। পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফুল বেচে ৬ লাখ টাকা মেটাচ্ছেন সারদা- রোজ ভ্যালির এজেন্ট

Image
ফুল বিক্রি প্রফুল্লের। ট্রেনে গান গেয়ে ভিক্ষে করতে নেমেছিলেন। দু'বার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। এখন বাগনান বাজারে ফুল বেচে আমানতকারীদের টাকা মেটাচ্ছেন রোজ ভ্যালি ও সারদার প্রাক্তন এজেন্ট প্রফুল্ল সামন্ত। রোজ বিকেলে বাজারে ফুলবোঝাই মোটরবাইক নিয়ে হাজির হন। বাইকে লাগানো মাইকে চলতে থাকে ঘোষণা, ''আমার মাধ্যমে রোজ ভ্যালি, সারদা লগ্নি করে অনেকে টাকা খুইয়েছেন। সেই টাকা ফুল বেচে শোধ করতে চাই। ফুল কিনে আমাকে সাহায্য করুন।'' অর্থ লগ্নি সংস্থার তদন্ত নিয়ে আগ্রহ নেই বাগনানের রবিভাগ গ্রামের বছর চল্লিশের প্রফুল্লর। তিনি বলেন, ''মানুষের এত টাকা কোথায় গেল? দোষীরা আদৌ শাস্তি পাবে কিনা কেউ জানে না!'' তাঁর দাবি, ''চার বছর ধরে এ ভাবে ফুল বেচে তিন লক্ষ টাকা শোধ করেছি। বাকি টাকাও শোধ করব।'' পাঁচানি বাজারে পেতল-কাঁসার বাসন ও বইয়ের ছোট দোকান ছিল প্রফুল্লর। ছিল হোটেলও। ২০১১ সালে রোজভ্যালি ও সারদায় যোগ দেন। জনাপঞ্চাশ গরিব মানুষের কাছ থেকে প্রায় ছ'লক্ষ টাকার আমানত সংগ্রহ করেন। নিজের হোটেল বিক্রি করে পাওয়া চার লক্ষ টাকাও লগ্নি করেছিলেন। ২০১৩-এর শেষ দিকে

তৃতীয় দিন রাজীব-সিবিআই মুখোমুখি, রোজ ভ্যালি নিয়ে হতে পারে প্রশ্ন

Image
সিবিআই দফতরে ঢুকছেন রাজীব কুমার। তৃতীয় দিনের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে শিলংয়ে ওকল্যান্ডের সিবিআই দফতরে। সোমবার সকাল ১০টা নাগাদ তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ওকল্যান্ডের সিবিআই দফতরে এসে পৌঁছন। তার এক ঘণ্টা পরে সিবিআই দফতরে পৌঁছন রাজীব কুমার। রবিবারই রোজ ভ্যালি তদন্তের তদন্তকারী মহিলা সিবিআই অফিসার শোজোম শেরপাকে ডেকে পাঠানো হয়েছিল শিলংয়ে। এ দিন সকালে প্রচুর নথিপত্র নিয়ে তিনিও সিবিআই দফতরে পৌঁছন। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আজ মূলত রোজভ্যালি নিয়ে রাজীব কুমারের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলতে পারে সিবিআই অফিসারদের। সিবিআইয়ের অভিযোগ, দুর্গাপুরে রোজ ভ্যালি নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তী কালে রোজ ভ্যালি সংক্রান্ত নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময়ে সেই মামলার কথা উল্লেখ করেনি সিট। যার ফলে, তাদের রোজ ভ্যালি নিয়ে মূল মামলা ভুবনেশ্বরে করতে হয়েছে। রবিবার সকাল থেকে টানা ১০ ঘণ্টা সিবিআই দফতরে ছিলেন রাজীব-কুণাল। তবে সকাল থেকে তাঁদের দু'জনকে মুখোমুখি বসানো হয়নি। সন্ধ্যা ৭.৩০টা নাগাদ কুণালের সঙ্গে রাজীব কুমারকে মুখোমুখি বসানো হয়। রাত

মোদী জমানায় সরকারি পর্যায়ে বেড়েছে চাকরির সুযোগ! দাবি অন্তবর্তী বাজেটে

Image
দেশে বেকারি। সরকার পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি করতে পারেনি বলে অভিযোগ বিরোধীদের। এরই মধ্য ২০১৯-২০ সালের অন্তবর্তী কেন্দ্রীয় বাজেটে দাবি করা হয়েছে ২০১৭-১৯ সালের মধ্যে ৩৭৯,০০০ চাকরির সুযোগ তৈরি হয়েছে শুধু মাত্র কেন্দ্রীয় সরকারি পর্যায়েই। সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শাখায় ২০১৭-২০১৮-তে ২৫১,২৭৯ চাকরি হয়েছে। যা ২০১৯-এর মার্চে ৩৭৯,৫৪৪ বেড়ে ৩৬,১৫, ৭৭০-তে পৌঁছে যেতে পারে।  ১ ফেব্রুয়ারি পীযূষ গোয়েল অন্তবর্তী বাজেট পেশ করেছেন, তাতেই এই তথ্য তুলে ধরাল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদে প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন সিস্টেম, ইনকাম ট্যাক্স ফাইলিং, গাড়ি বিক্রির তথ্য তুলে ধরে দাবি করেন দেশে লক্ষ লক্ষ চাকরির সুযোগ তৈরি হয়েছে প্রচলিত এবং অসংগঠিত ক্ষেত্রে। যার মধ্যে রয়েছে পরিবহন, হোটেল এবং পরিকাঠামো ক্ষেত্র। কেন্দ্রের বেশিরভাগ নিয়োগই হয়েছে রেলমন্ত্রক, কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর বিভাগে। বাজেটের নথিতে যে যে ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হয়েছে, তা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এতেই

গুলি করার পর বন্দুক এলাকাতেই ছেড়ে পালায় 'খুনি', কিন্তু কেন? বিধায়ক খুনে অদ্ভূত তথ্য সামনে

Image
তৃণমূল বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনে 'ক্লু' খুঁজছে পুলিস।  তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে  ২০০ মিটারের মধ্যে উদ্ধার হয়েছে বন্দুক। এখানেই উঠছে প্রশ্ন।  অপরাধী কেন ঘটনাস্থলের কাছেই বন্দুক ফেল চম্পট দিল! সেক্ষেত্রে তো খুব সহজেই বন্দুকে আঙুলের ছাপ দেখে অভিযুক্তকে চিহ্নিত করতে পারে পুলিস। পুলিশের অনুমান, সম্পূর্ণ পরিকল্পনা ছিল না।  অপরাধী পাকাপোক্ত না হতে পার,  হতে পারে কাঁচা হাতের কাজ।  কিন্তু  অপরাধী পালাল কোথায়? ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটারের মধ্যেই সীমান্ত।  গা ঢাকা দিতে সীমান্ত পেরিয়ে যাওয়ার  সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না পুলিস। যে মাঠে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল, তার লাগোয়া রাস্তাটিই সীমান্ত যাওয়ার একপ্রকার 'বাইপাস'।  সেক্ষেত্রে ওই রাস্তা দিয়েই অভিযুক্ত পালিয়েছে বলে মনে করছে পুলিস। তদন্তে পুলিস জানতে পেরেছে, মাস তিন-চার আগেই অস্ত্র পাচার করার সময়ে সীমান্ত একটি ঘটনাস্থল লাগোয়া রাস্তাটি একপ্রকার বাইপাস। সামান্ত হয়ে জেলায় প্রবেশ করার একটা ভাল পথ। পুলিশ সূত্রের খবর, মান তিন-চার আগেই অস্ত্র পাচার করতে সীমান্ত এলাকা থেকে একটি গাড়ি আটক করা হয়েছিল। এদিনের

রাজস্থানে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে ১০৭

Image
রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার আরও ৮৭ জনের দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে আক্রান্তের সংখ্যা ২,৯০০ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত রিপোর্টে এ কথা জানানো হয়েছে। এদিকে, নাগাউর এবং বিকানের থেকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। এদিন কোটা জেলায় সর্বাধিক ১৭ জন সোয়াইন ফ্লু আক্রান্তের সন্ধান মিলেছে। এ ছাড়া উদয়পুর, বারমের, প্রতাপগড়, হনুমানগড়, আজমেঢ় প্রভৃতি এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়৷ তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে৷

সিকিমে প্রবল তুষারঝড়ে নিহত জওয়ান, মিলল ৬ ফুট বরফের তলায়

Image
প্রবল তুষারঝড়ে প্রাণ গেল এক জওয়ানের। উত্তর সিকিমে নিখোঁজ জওয়ানকে প্রায় ৬ ফুট বরফের মধ্যে থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। শনিবার নতুন করে প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়া বয় উত্তর সিকিমে। সন্ধেয় দেখা যায়, জওয়ান মাজ নিশিথ ডোগরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অফিসারকে খুঁজতে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর রাত ১০টার সময় দেখা যায়, প্রায় ৫-৬ ফুট বরফের নীচে বন্দি হয়ে রয়েছেন ওই জওয়ান। তাঁকে উদ্ধার করে চিকিত্‍‌সা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। মাঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই জওয়ান। তাঁর মরদেহ প্রথমে বেংদুবিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হবে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর তরফে।

৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত প্রশান্ত মিস্ত্রি

Image
গ্র্যামি পুরস্কারের দিগন্তে লেখা হল আর এক ভারতীয়র নাম। লন্ডনের বাসিন্দা সংগীতশিল্পী তথা প্রযোজক প্রশান্ত মিস্ত্রিকে ৬১তম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ফাল্গুনি শাহের পরে প্রশান্ত মিস্ত্রি, গ্র্যামি মঞ্চে ফের দেখা যাবে এক ভারতীয় সংগীতশিল্পীকে। জুম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মনোনয়ন নিয়ে নিজের বিস্ময় ও উচ্ছ্বাস গোপন করেননি প্রশান্ত। অকপটে জানিয়েছেন, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও পরে সত্য উপলব্ধি করে চোখের জলে কী ভাবে ভেসে গিয়েছিলেন তিনি। প্রশান্তের মনোনয়ন নিয়ে অত্যন্ত গর্বিত তাঁর বাবা-মা। সংগীত জগতের অন্যতম সেরা আন্তর্জাতিক পুরস্কার হিসেবে পরিচিত গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে পারফর্ম করার স্বপ্ন শিল্পীমাত্রেরই স্বপ্ন, স্বীকার করেছেন প্রশান্ত। এই সাফল্যের পিছনে নিজের ভারতীয় শিকড়ের অস্তিত্বের গুরুত্ব উপলব্ধি করেছেন বলে জানিয়েছেন প্রশান্ত। তাঁর মতে, প্রাচীন কাল থেকে সংগীতের মাধ্যমে মনের ভাব ফুটিয়ে তোলার বিদ্যা শুধু ভারতীয়রাই অর্জন করতে পেরেছিলেন। ৬১তম গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠান মঞ্চস্থ হতে চলেছে লস এঞ্জেলেস শহরে, ১১ ফেব্রুয়ারি।

UP-উত্তরাখণ্ডে বিষমদে মৃত বেড়ে ৯৭, চক্রান্তের গন্ধ পাচ্ছেন যোগী

Image
উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিষমদকাণ্ডে রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭। এ ছাড়া আরও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষমদে মৃতের সংখ্যা যখন ক্রমশ বাড়ছে তখন বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা ঘটনার নেপথ্য়ে চক্রান্তের গন্ধ পেয়েছেন তিনি। এই ঘটনার মূলে পৌঁছতে গোরক্ষপুর, মহারাজগঞ্জ, মথুরা, হামিরপুর, গাজিয়াবাদ, মিরট-সহ রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। বিষমদে মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে একাধিক পুলিশ ও আফগারি দফতরের আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটওয়া জেলার একটি গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

গগনযান মিশনের জন্যে ১০ মহাকাশচারীর প্রশিক্ষণের দায়িত্ব এবার বায়ু সেনার

Image
ইসরো-র প্রথম হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রাম গগনযানে করে মহাকাশ যাওয়ার জন্যে ১০ জনের দল বাছাই করার দায়িত্ব ISRO দিন ভারতীয় বায়ু সেনাকে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে Isro-র চেয়ারম্যান কে শিবান জানিয়েছেন, 'ক্রু সিলেকশনের জন্যে প্রয়োজনীয় সব মানদণ্ড এবং গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট করে ফেলেছি। ভারতীয় বায়ু সেনাকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। ক্রু সিলেকশন এবং তাঁদের প্রশিক্ষণের সব দায়িত্ব বায়ু সেনাকেই দেওয়া হয়েছে। প্রশিক্ষণের প্রথম দুই ধাপ বেঙ্গালুরুতে স্থিত বায়ু সেনার Institute of Aerospace Medicine-এ হবে। শেষ ধাপের জন্যে নির্দিষ্ট ১০ জনকে বিদেশে পাঠানো হবে।' যে তিনটি দেশের কথা ভাবা হয়েছে, তার মধ্যে রয়েছে রাশিয়া ও ফ্রান্স। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০১৯ সালের ৩০ জানুয়ারি বেঙ্গালুরুতে হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের উদ্বোধন করে ISRO। মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কাকে নির্মুল করতে দুটি আনম্যানড টেস্ট ফ্লাইট পাঠানো হবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম টেস্ট ফ্লাইট মহাকাশে পাঠানো হবে। ২০২১ সালের জুলাই মাসে দ্বিতীয়টি পাঠানো হবে। সবশেষে হিউম্যান স্পেস ফ্লাইটে

শরীর–মন সুস্থ রাখতে ২৩ বছর ধরে নাক দিয়ে জলপান

Image
তমলুক: এ–‌ও এক অবাক জলপান। মুখ নয়, নাক দিয়ে জলপান করেন প্রৌঢ়। স্বাভাবিকভাবে এ দৃশ্য বিরল। আর বিরল এ ঘটনার খোঁজ মিলেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কুমোরআড়া গ্রামে। নাক দিয়ে জলপান করেন এ গ্রামের বাসিন্দা বছর বাহাত্তরের সুভাষচন্দ্র কুলভি। তা আবার এক, দু–দিন বা কয়েক মাসের অভ্যাস নয়, ২৩ বছরের অভ্যাস। সাইনাসের সমস্যা থাকলে অনেকেরই নাক বন্ধ থাকে। বেশি সমস্যা অনুভব করলে সামান্য গরম জলে নুন মিশিয়ে নাক দিয়ে টানার অভ্যাস করার পরামর্শ দেন চিকিৎসকরা। এই পদ্ধতিতে নাকের একপাশ দিয়ে জল টেনে অন্য পাশ দিয়ে বের করতে হয়। এতে নাকের মধ্যে জমে থাকা মিউকাস সহজেই বের হয়ে যায়। কিন্তু সুভাষবাবুর নাক দিয়ে জল টানার অভ্যাস ২৩ বছরের। নাক দিয়ে জলপান করলে শরীর–মন সুস্থ থাকে বলে জানান তিনি। এই অভ্যাস হওয়ার পর থেকে অর্থাৎ গত ২৩ বছরে একবারও জ্বর, সর্দি, কাশি হয়নি বলে তঁার দাবি। সুভাষবাবুর স্ত্রী–ছেলে এবং প্রতিবেশীরাও মানছেন সে কথা। যদিও এমন অবাক জলপানের কথা শুনে হতবাক চিকিৎসকরা।  তমলুকের জেলা স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, '‌নাক দিয়ে জলপান করলে কী উপকার হয় আমাদের জানা নেই। বরং নাক দিয়ে জলপান করলে শ্ব

স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান

Image
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার ব্যানার্জি। এই পদের দায়িত্ব নেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৌমিত্র পালের। সে বিষয়ে ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন না স্বাস্থ্য কমিশন সূত্রে এ খবর জানা গেছে। অসীমকুমার ব্যানার্জি ‌রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের‌ও চেয়ারম্যান। সল্টলেকে তন্তুজ ভবনের ৭ তলায় রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের‌ অফিস।  পাশাপাশি স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের দপ্তরের স্থান বদলও হতে চলেছে। বিবাদি বাগে ৩২, স্ট্যান্ডার্ড ইনশিওরেন্স ভবনে বর্তমানে অফিস চালু রয়েছে। সূত্রের খবর, সেখান থেকে অফিস দ্রুত স্থানান্তরিত হওয়ার কথা সল্টলেকে শুভান্ন ভবনের ৯ ‌তলায়। সেখানে স্বাস্থ্য কমিশনের অফিস তৈরির কাজ সম্পূর্ণ হলে বিবাদি বাগের অফিস থেকে অন্যান্য অফিসারেরা চলে আসবেন সল্টলেকে। কমিশনে শুনানি গ্রহণ পর্ব আপাতত স্থগিত রয়েছে। কারণ, চেয়ারম্যানের আসনে এই মূহূর্তে কেউ নেই। তবে অভিযোগ গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্য কমিশনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, '‌রোগী ও তাঁদের পরিজনদের অ

ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের আবেদনের শুনানি শেষে হাইকোর্টে

Image
কলকাতা: ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের সাম্প্রতিক আবেদনের শুনানি শেষ কলকাতা হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ পরে এর রায় ঘোষণা করবে। মামলাকারী সরকারি কর্মীরা ডিএ মামলা ট্রাইব্যুনালে নতুন করে বিচার করার আবেদনই করেননি। ট্রাইব্যুনালে মামলাটি ফেরত পাঠানো যুক্তিসম্মত কি না, সেই প্রশ্নে রাজ্য সরকার হাইকোর্টে কোনও বক্তব্য পেশ করার সুযোগই পায়নি। তৃতীয়ত, আইনি যুক্তি অনুযায়ী এমন নির্দেশ (ট্রাইব্যুনালকে বিষয়টির পুনর্বিচারের) হাইকোর্ট দিতে পারে না। পুনর্বিচার করার আবেদনে রাজ্য সরকার মূলত এমনই সওয়াল খাড়া করেছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও মামলার শুরুতেই ট্রাইব্যুনাল রায়ে জানিয়ে ছিল, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। যদিও হাইকোর্টে শুনানি শেষ আদাল্পত জানিয়ে দেয় যে। ডিএ প্রাপ্তি কর্মীদের অধিকার। সেইসঙ্গে যে দু'টি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাইব্যুনাল বিবেচনা করেনি, সেগুলি বিচারের নির্দেশ দেয়। সেই দু'টি বিষয় হল— ১) কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমহারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের দাবি ন্যায়সঙ্গত কি না। ২) নয়াদিল্লিতে অবস্থিত

রাতের অন্ধকারে আইএসের উপর চরম আঘাত আনল এয়ারফোর্স

Image
ওয়াশিংটনঃ   আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আইএস। গত কয়েকদিন আগে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো গভীর রাতে পূর্ব সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলিতে জোরদার হামলা চালাল মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রাটিক বাহিনী। গত কয়েক বছরে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতায় উত্তর এবং পূর্ব সিরিয়ার অধিকাংশ এলাকা থেকেই একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে আইএস। তবে ইরাকের সীমান্তের কাছে পূর্ব সিরিয়ার কয়েকটি গ্রামে এখনও পর্যন্ত আইএস জঙ্গিদের আধিপত্য থেকে গিয়েছে। আর সেই গ্রামগুলি থেকেই একেবারে আইএস ধ্বংস করে দেওয়ার টার্গেট নেয় মার্কিন এই জোট সেনা। আর তা করতেই রাতের অন্ধকারে ব্যাপক হামলা চালল সেনাবাহিনী। মার্কিন এয়ারফোর্সের সাহায্যে ওই সমস্ত টার্গেটে হামলা চালায় সেনা। মনে করা হচ্ছে, অতর্কিত এই হামলায় বেশ কয়েকটি আইএস ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র মুস্তাফা বালি ট্যুইট করে জানিয়েছেন, ইরাকের কাছে কয়েকটি গ্রাম এখন আইএসের দখলে। আগে সিরিয়া এবং ইরাকের বৃহত্তম অংশ আইএসের দখলে ছিল। এখন অনেকটাই কোণঠাসা। বর্তমানে তাদে

কথা রাখলেন মোদী! বাংলায় গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে দেদার টাকা

Image
সরস্বতী পুজোতে বিদ্যা লাভের পরিবর্তে লক্ষ্মীলাভ! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। সকলে যখন সরস্বতীর আরাধনায় ব্যস্ত একদল মানুষ তখন গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে টগাকা৷ হঠাৎ করে হাজার হাজার টাকা ঢুকতে দেখে সেই টাকা তুলতে লম্বা লাইন পোড়ে যায় এটিএমগুলিতে। এগরা ১ ব্লকের আমদপুর এবং বরদা গ্রামের বাংক গ্রাহকদের অ্যাকাউন্টে গত কয়েকদিন ধরে রোজই ঢুকছে দেদার টাকা। এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি গ্রাহকের বাংক অ্যাকাউন্টে ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে। ভূমিহীন, স্কুল পড়ুয়া প্রত্যেকেরই অ্যাকাউন্টে রোজই ঢুকছে কম-বেশি টাকা। কিন্তু এই টাকার উৎস্য নিয়ে রয়েছে তৈরি রহস্যজট। কিছুদিন আগে পূর্ব বর্ধমানের রায়নাতে শুধুমাত্র একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে আচমকা হাজার হাজার টাকা ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক আলোড়ন দেখা দিয়েছিল। এগরাতে অবশ্য কোনও একটি নির্দিষ্ট ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে সীমাবদ্ধ নেই এই টাকা ঢোকা। এমন কৌতুহলী ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বেশ হইচই। টাকার উৎস্য নিয়ে সংবাদমাধ্যম কিংবা গ্রাহকদের কাছে মুখ খুলতেই চাননি ব্

অ্যাসিড হামলায় বউদির মুখ পোড়াল দেওর, গায়ে হাত দেওয়া নিয়ে বিবাদে করুণ পরিণতি

Image
বউদির মুখে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল হাওড়ার টিকিয়াপাড়ায়। অ্যাসিড আক্রান্ত মহিলার নাম জমিলা বেগম। বছর ৪০-এর ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ রাজু আনসারিকে গ্রেফতার করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বউদির সঙ্গে দেওরের অশান্তি লেগেই ছিল। নানাকারণে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে বউদিকে হেনস্থা করত। মারধরও করত বলে অভিযোগ। বউদির গায়ে হাত তোলা নিয়ে এদিন সকালেই উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই এদিন দুপুরে ঘটে গেল অ্যাসিড হামলার মতো চাঞ্চল্যকর ঘটনা। এদিন দুপুর আড়াইটে নাগাদ বেলিলিয়াস রোড ধরে টোটো করে যাচ্ছিলেন জমিলা। অভিযোগ, সেই সময় রাজু তাঁর উপর অ্যাসিড হামলা চালায়। জামিলার মুখের একাংশ পুড়ে যায়। শরীরের বিভিন্ন অংশও ঝলসে যায়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাজু পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাকে গণপিটুনি দেওয়া হয়। গণপ্রহৃত রাজুকেও হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়া থানার পুলিশ এরপর এই ঘটনার তদন্তে নামে। এবং গ্রেফতার করে রাজুকে। প

মরে কঙ্কাল হয়ে গিয়েছে মানসিক রোগী বাবা, খাবার দিতে এসে দেখল ছেলে

Image
একজন মানসিক রোগী সমাজে কতটা ব্রাত্য হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদিয়ার পলাশীপাড়া। বাবা কবে মারা গিয়েছেন জানতেই পারলেন না ছেলে। খাবার দিতে এসে উদ্ধার বৃদ্ধের কঙ্কাল। পলাশীপাড়ার সাহেবনগরে একটি ঝোপঝাড়ে ঘেরা বাড়িতে একাই থাকতেন বছর সাতচল্লিশের প্রিয়ব্রত মণ্ডল। গ্রামের মানুষের দাবি গত পনের বছর তিনি মানসিক রোগে ভুগছিলেন। রবিবার বিকালে সেই বাড়ি থেকে উদ্ধার হয় খুলি ও হাড়গোড়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই দেহাংশ প্রিয়ব্রতরই। প্রিয়ব্রতর বড়ছেলে শুভঙ্কর মণ্ডল সংবাদমাধ্যমে জানালেন, রবিবার ঘরে এসে বাবাকে ডাকাডাকি করছিলাম। কোনও সাড়া পাচ্ছিলাম না। বাড়ির চারদিকে খোঁজ করেও বাবাকে পেলাম না। শেষপর্যন্ত ঘরের জানালা ভেঙে ঢুকে দেখি ঘরে কঙ্কাল পড়ে রয়েছে। প্রশ্ন উঠছে প্রিয়ব্রত মারা গিয়েছেন কবে? বেশ কয়েকদিন আগে মৃত্যু না হলে কোনও দেহ কঙ্কাল হতে পারে না। প্রিয়ব্রতকে রোজ খাবার দিতে আসতেন তাঁর ছোট ছেলে। ঘরের একটি জানালা দিয়ে খাবার ভেতরে রেখে যেতেন ছেলে। তিনিও জানতে পারলেন না! অনুমান করা হচ্ছে বেশ কয়েকদিন খাবার হয়তো দেওয়াই হয়নি প্রিয়ব্রতকে। প্রতিবেশী যুবক শুভ্রজ্যোতি বিশ্বাস জানান