ঘোলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন


ঘোলায় প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।  কয়েকজন কর্মীর ভিতরে আটকে পড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের বার করে আনার চেষ্টা চলছে।

সোমবার সকালে ঘোলা থানার বোর্ডঘর এলাকায় একটি কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রাথমিকভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুন আয়ত্তে আনা সম্ভব হয় না। পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।