Posts

Showing posts from December 18, 2018

টাকার দরে রেকর্ড বৃদ্ধি, ৭১ টাকার নীচে নামল ডলার

Image
ডলারের নিরিখে এক দিনে ১১২ পয়সা পোক্ত হল টাকা। যা গত পাঁচ বছরের নিরিখে সর্বোচ্চ। মঙ্গলবার টাকার দর পৌঁছয় ৭০.৪৪ টাকায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাতেই টাকার দরে এই বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাকার দর বাড়ায় কেন্দ্রের পক্ষে চলতি খাতে ঘাটতি সামাল দেওয়া সহজ হবে বলে মনে করছেন তাঁরা।  মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় ২.২৬ ডলার কমেছে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম। যা গত ১৪ মাসে সর্বনিম্ন। এদিন সকালে ৭১.৩৪ পয়সা প্রতি ডলার ছিল টাকার দাম। যা বাজার বন্ধের সময় দাঁড়ায় ৭.৪৪ টাকা। সোমবারও ৩৪ পয়সা বেড়েছিল টাকার দর।  ২০১৩ সালে একদিনে সর্বোচ্চ বেড়েছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ১৬১ পয়সা মজবুত হয়েছিল টাকা।

কোহলির দলটা সৌরভের ভারতের মতো নয়

Image
মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতের পারফরমেন্স দেখে মন ভরে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো ভারতও সহজেই সেমিফাইনালে উঠে গেছে। এবার শেষ চারে কাদের সামনে পড়তে হবে, তার জন্য অন্য গ্রুপের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। শেষ পর্যন্ত যাই হোক না কেন, ভারতীয় দল কিন্তু প্রমাণ করছে, এবার মহিলাদের আইপিএল চালু করার সময় হয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ইতিমধ্যেই রাস্তা দেখিয়ে দিয়েছে। এবার বিশ্বের সবথেকে বড়, ধনী এবং সফল ক্রিকেট লিগেও মহিলা সংস্করণ শুরু হওয়াটা সময়ের অপেক্ষা। অন্যদিকে ভারতের ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছিল, এই বছরটা ক্রিকেট ইতিহাসে সবথেকে তাৎপর্যপূর্ণ। সেই তাৎপর্যপূর্ণ মরশুমের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ভারত। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হারার পর বছরটা সত্যিই হতাশাজনক। কিন্তু অস্ট্রেলিয়ায় যদি ভারত সিরিজ জিতে ফিরতে পারে, তা হলে আগে কী হয়েছে, সবাই ভুলে যাবে। আমরা যখন বিদেশ সফরে যেতাম, সিনিয়ররা বারবার বলত, সফরের শেষ দিকে, বা শেষ টেস্টে আমরা কী করব, সেটাই সবাই মনে রাখবে। প্রথম পর্যায়ের কথা কেউ মাথায় রাখবে না। ধরা যাক, পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটে টেস্টে কোনও ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচে সেঞ্চ

গবেষণার স্বপ্ন গরাদেই আটকে গেল! জেলেই অনশনে মাওবাদী নেতা অর্ণব

Image
অর্ণব দাম। মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সুচিত্রা মাহাতো, রঞ্জিত পালদের মতো অনেক মাওবাদী নেতাই রাজ্য সরকারের প্রস্তাবে সাড়া দিয়েআত্মসমর্পণ করেছেন। অনেকে আবার জেলে থেকেও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। তাঁদেরই একজন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় অর্ণবই ছিলেন মূল অভিযুক্ত। পরে বন্দুক, গুলির লড়াই ছেড়ে গবেষণা করতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবার ছিল ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)। এক সপ্তাহ আগেই অর্ণব কারা কর্তৃপক্ষকে সব নথিপত্র দিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই পারলেন না তিনি। এ জন্য তিনি প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। পাশাপাশি অনশনও শুরু করেছেন ওই মাওবাদী নেতা।যতদিন না পর্যন্ত তাঁর পড়াশোনা বা নেট পরীক্ষা দেওয়ার পাকা ব্যবস্থা না করা হচ্ছে, ততদিন অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্ণব। ইতিমধ্যেই তিনি এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন। সংশোধনাগার সূত্রে এমনটাই জানা গিয়েছে। গরাদের ভিতরে থেকেই অর্ণব প্রথম শ্রেণিতে ইতিহাসে স্

কংগ্রেসের দেখানো পথেই ‘কল্পতরু’ বিজেপি! ৬৫০ কোটির বিদ্যুৎ বিল মকুব গুজরাতে

Image
কে কত বেশি জনদরদি? পাঁচ রাজ্যেসদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের পর এখন সেই লড়াইয়ে মেতেছে রাজনৈতিক দলগুলি। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের দেখানো পথেই হেঁটে ভোটারদের মন জয় করতে এবার গুজরাতে আসরে নামল বিজেপি। গ্রামীণ এলাকায় ৬৫০ কোটি টাকার বিদ্যুত বিল মকুব করার সিদ্ধান্ত নিল বিজেপিশাসিত গুজরাত সরকার। মঙ্গলবারই এই ঘোষণা করেন গুজরাতের বিদ্যুৎমন্ত্রী সৌরভ পটেল। মধ্যপ্রদেশে আনুমানিক ৫০ হাজার কোটি  টাকার কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করে নিশ্চিত ভাবেই প্রথম এই পথে হাঁটে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ কমল নাথ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ফুঁসতে থাকা দেশের কৃষক সমাজকে পাশে পেতেই এই সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর পর একই সিদ্ধান্ত নেন ছত্তীসগঢ়ের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। ছত্তীসগঢ়ের ক্ষেত্রে এই ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা। মঙ্গলবার খোদ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়ে দেন, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজস্থানেও খুব তাড়াতাড়ি কৃষিঋণ মকুবের ঘোষণা করা হবে। এক দিকে কোণঠাসা কৃষক সমাজের বাড়তে থাকা ক্ষোভ, অ

স্বামীকে বেহুঁশ করে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হতেন স্ত্রী! পরকীয়া ফাঁস হতেই ঘটল নৃশংস-কাণ্ড

Image
স্বামীর বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল স্ত্রীর। স্ত্রীর এই পরকীয়া জানতে পেরে গিয়েছিলেন স্বামী। তারপর একাধিকবার স্ত্রী ও বন্ধুকে সাবধান করেছিলেন কমল। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। সমানে চলছিল পরকীয়া। আর পরকীয়ার পথে কাঁটা সরাতেই প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের চক্রান্ত করেছিল স্ত্রী। সোনারপুরের চৌহাটিতে ব্যবসায়ী কমল বৈদ্য খুনের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এই ঘটনায় অনুপম বৈদ্য নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করেই পুলিশ জানতে পেরেছে, এই খুনের পিছনে রয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। মূল অভিযুক্ত মিঠুন রায় পলাতক। অভিযোগ, কমল বৈদ্যের ঘনিষ্ঠ বন্ধু মিঠুন। সেই সুবাদে তার নিয়মিত যাতায়াত ছিল কমলের বাড়িতে। এরপরই মিঠুন রায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে কমলের স্ত্রী। কমলের পরিবারের সদস্যরা বহুবার তাদের ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলে। কমলও জানতে পারে স্ত্রীর এই স্বভাব। পরিবারের সম্মানহানির ভয়ে তখনকার মতো মিটিয়ে নেওয়া হয়। ধৃত অনুপম জানায়, মিঠুনই তাকে এই হত্যাকাণ্ডে নাম জড়ায়। মিঠুনের সে কাজ করত। ঘটনার দিন মিঠুন তাকে ডেকে পাঠায়। তারপরই সে গিয়ে

‌অনলাইনে এক টাকা দিয়ে সোনা বুক করুন, এড়ান ঝামেলা

Image
বড়দিনের আগে জবর খবর। মাত্র এক টাকাতেই এবার অনলাইনে কেলা যাবে সোনা। ক্রেতা ধরে রাখতে এমনই নয়া বাজার চালু করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেফ গোল্ড নামে ডিজিটাল প্লাটফর্মে এই আকর্ষনীয় অফারেই বিক্রি হচ্ছে সোনা। জনপ্রিয় ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ফোন পে অ্যাপেও  মিলছে এই সুবিধা। সেফগোল্ড ডিজিট্যাল প্লাটফর্মের এমডি গৌরব মাথুর জানিয়েছেন, ফ্লিপকার্ট এবং ফোন পে অ্যাপেও সাহায্যে ক্রেতারা দাম মেটাতে পারবেন। ক্রেতাদের কোনওরকম ঝুঁকি নিতে হবে না। সবটাই তাঁদের হাতে প্রমাণ হিসেবে থাকবে। যদিও একাধিক ইকমার্স সংস্থা সোনার গয়না অনলাইনে বিক্রি করছে। এক গ্রাম সোনার দাম এখন ৩২০০টাকা। অনলাইনে একগ্রাম সোনা একটাকাতে আগাম বুক করতে পারবেন। তবে পুরো দাম দেওয়ার পরেই সেই পরিমাণ সোনা হাতে পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইন সাইটে। সোনার দোকানে গিয়ে একগ্রাম সোনা চাইলে বিক্রেতা বিরক্ত হন। সেফগোল্ডে কিন্তু সেসব কিছু ঝামেলা পোহাতে হবে না ক্রেতাকে।  অনলাইনে ফোন ডেবিট কার্ড মারফৎ এক টাকা এক গ্রাম সোনা কিনতে পারেন। তবে সেটি হাতে পাওয়ার আগে অনলাইনে সেই পরিমাণ সোনার বাজারমূল্য দিতে

বাড়িতে ডিটিএইচ আছে? বন্ধ হয়ে যেতে পারে টিভি দেখা

Image
টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর নতুন নিয়মে আগামী ২৯ ডিসেম্নর থেকে ডিটিএইচ অপারেটারদের লম্বা ভ্যালিডিটি প্ল্যানে বিপুল পরিবর্তন আসতে চলেছে। লম্বা ভ্যালিডিটির সব প্ল্যান সব ঐ দিন থেকে বন্ধ হয়ে যাবে। পরিবর্তে গ্রাহককে ট্রাই এর নতুন নিয়ম অনুযায়ী একটি নতুন প্ল্যান পছন্দ করতে হবে। যে সব গ্রাহক মাসিক বা তার থেকে লম্বা প্ল্যানে রয়েছে সবাইকে নতুন নিয়মের প্ল্যানে চলে আসতে হবে। তিন বছর পর্যন্ত ভ্যালিডিটির প্ল্যানকে লম্বা ভ্যালিডিটির প্ল্যান হিসাবে গ্রাহ্য করা যাবে। আগে কম দামে প্ল্যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ডিটিএইচ কোম্পানি গ্রাহকদের আগাম লম্বা ভ্যালিডিটির প্ল্যানের টাকা দিতে বাধ্য করেছিল। আগে একটি নির্দিষ্ট টাকা দিয়ে টিভি দেখা যেত বলে এই কাজ করা গিয়েছিল। ২৯ ডিসেম্বর থেকে নতুন নিয়মে প্রত্যেক চ্যানেল মালিককে আলাদা করে টাকা দিতে হবে। নতুন এই প্ল্যান সামনে আসায় এয়ারটেল ডিটিএইচ গ্রাহকদের টাকা ফেরৎ দিতে শুরু করেছে। এয়ারটেল জানিয়েছে গ্রাহক চাইলে প্ল্যানের মাঝেই কানেকশান বন্ধ করে দিতে পারেন। যে মাসগুলি কানেকশান ব্যবহার হল না সেই টাকা গ্রাহককে ফিরিয়ে দেবে ডিটিএইচ কোম্পানি। যেমন ধর

১৫ দিনের শিশুকে বাড়ির পুকুরে ফেলে দিল পরিজনরাই!

Image
কাঁথি: বিছানা থেকে নিখোঁজ ১৫ দিনের শিশু। মঙ্গলবার সকালে বাড়ির পুকুর থেকে তার পচগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথির সফিয়াবাদ গ্রামে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। এদিকে এই ঘটনায় আগেই শিশুটির বাবা, মা-সহ পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাঁথির দেশপ্রাণ ব্লকের সফিয়াবাদ গ্রামের বাসিন্দা শুভজিৎ পয়ড়্যা পেশায় সিভিক ভলান্টিয়ার। গ্রামবাসীরা জানিয়েছেন, শুভজিতের একটি কন্যাসন্তান আছে। দিন পনেরো আগে ফের কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। প্রতিবেশীদের দাবি, দ্বিতীয়বারও কন্যাসন্তান হওয়ার পারিবারিক অশান্তি চরমে ওঠে। সবসময় মনমরা হয়ে থাকত ওই যুবকের স্ত্রী সীমা ও তাঁর মা জ্যোৎস্না সামন্ত। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১৫ দিনের শিশুটি। সফিয়াবাদ গ্রামের বাসিন্দাদের দাবি, শুভজিৎ ও তাঁর স্ত্রী সামী জানায়, রাতে ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল তারা। শিশুটিও বাবা-মায়ের সঙ্গেই ছিল। মাঝ রাতে পাশ ফিরে সীমা দেখে, শিশুটি বিছানায় নেই। সারা বাড়িতে তন্নতন্ন করে খোঁজে শিশুর খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হতেই গ্

৫ দিন ব্যাংক বন্ধ, এই দু’দিনে সেরে ফেলুন সব কাজ

Image
নয়াদিল্লি: ব্যাংকের কোনও কাজ বাকি রেখেছেন পরে করবেন বলে? তাহলে কিন্তু এর মধ্যে সেরে ফেলতে পারেন৷ কারণ আগামী বেশ কয়েকদিন জনসাধারণের কোনও কাজই ব্যাংকে হবে না৷ চালান, ব্যাংক ড্রাফট, চেক পেমেন্টের মতো কাজগুলি কিন্তু আটকে থাকবে৷ কেন জানেন? সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৬ ডিসেম্বর অর্থাৎ মোট ৫ দিন ব্যাংকে এইসব কাজ হবে না৷ কারণ, কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় ২১ ডিসেম্বর ধর্মঘটের ঘোষণা করেছে ব্যাংকগুলি৷ ২২ ডিসেম্বর, মাসের চতুর্থ শনিবার এবং ২৩ তারিখ রবিবার৷ এই দুদিন এমনিতেই বন্ধ থাকে ব্যাংক৷ ২৪ তারিখ ব্যাংকগুলি খুললেও ২৫ তারিখ ক্রিমাস ডে এবং ২৬ ডিসেম্বর ইউনাইটেড ফোরামের ধর্মঘট রয়েছে৷ তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ২০তারিখের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করুন৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন(আইবিএ) ব্যাংক কর্মচারীদের বেতনে ৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়, যার বিরোধিতায় নামে ব্যাংক কর্মীরা৷ আগামী ২৬ ডিসেম্বর ধর্মঘটে করবে ব্যাংক কর্মীরা৷ সেভেন স্কেলে তাদের বেতন করার দাবি জানায় কর্মীরা৷

টিচার্স রুমে শিক্ষিকার ব্যাগ চুরি! কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৬০০ ছাত্রছাত্রীর নম্বর উধাও

Image
কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিচার্স রুম থেকে এক শিক্ষিকার ব্যাগ চুরি গিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে চুরি হয়ে গেল ছাত্রছাত্রীদের নম্বর! এমন আজব ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে। বিষয়টা ঠিক কী? সোমবার অন্যদিনের মতো নিজের ব্যাগ বিশ্ববিদ্যালয়ের টিচার্স রুমে রেখেছিলেন মনোবিদ্যা বিভাগের শিক্ষক অনিন্দিতা চৌধুরি।সোমবার বিকেলে আমহার্স্ট স্ট্রিট থানায় করা অভিযোগে তিনি জানিয়েছেন, ওই দিন সকাল ১১টা নাগাদ ক্লাস থেকে টিচার্স রুমে নিজের বসার জায়গায় ফিরে দেখেন তাঁর ব্যাগ নেই। গোটা ঘরের আনাচকানাচ খুঁজেও সেই ব্যাগের হদিশ পাননি তিনি। ওই কলেজ শিক্ষিকা তদন্তকারীদের জানিয়েছেন যে,তখনটিচার্স রুমে কেউ ছিলেন না। সেই সুযোগে কেউ ব্যাগটি তুলে নিয়ে পালিয়েছে বলেই তাঁর ধারণা। ওই ব্যাগে সাইকোলজির স্নাতক স্তরের প্রথম বর্ষের প্রায় ৬০০ ছাত্রছাত্রীর পরীক্ষার নম্বর ছিল। তাঁদের প্র্যাকটিক্যালের নথিপত্রও ছিল ব্যাগে। সেই সঙ্গে ছিল তাঁর নিজের বিভিন্ন নথি এবং একটি পেন ড্রাইভ, যাতে আরও অনেক নথি ছিল। ওই বিভাগে কোনও সিসি ক্যামেরা নেই। তবে তদন্তকারীরা মূল ভবনের নীচে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। প্র

ইডি-র চার্জশিট প্রমথনাথ মান্নাকে, এখনও হদিশ নেই ২৬০০ কোটির!

Image
হদিশ নেই বাজার থেকে তোলা ২৬০০ কোটি টাকার বেশির ভাগেরই। সেই অবস্থাতেই এমপিএস মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নগর দায়রা আদালতে ইডি-র বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। বিচারক জেল বন্দি এমপিএস কর্তা প্রমথনাথ মান্নাকে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। ইডি তাদের চার্জশিটে এমপিএস কর্তার সঙ্গে তাঁর স্ত্রী বকুলরানি এবং দুই মেয়ে দেবশ্রী, কৃষ্ণাকেও অভিযুক্ত করেছে। অভিযুক্ত করা হয়েছে ভোলানাথ দাস নামে এক ব্যবসায়ীকেও। ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ''সকলকেই ১৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'' ইডির দেওয়া চার্জশিট অনুযায়ী ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস)-এর নামে প্রায় ২৬০০ কোটি টাকা এমপিএস বাজার থেকে তোলে। কিন্তু লগ্নিকারিরা টাকা ফেরত পাননি। এর পরই চারটি আলাদা আলাদা অভিযোগ জমা পড়ে এমপিএসের বিরুদ্ধে। বাঁকুড়া জেলা পুলিশ গ্রেফতার করে এমপিএস কর্তা প্রমথনাথ মান্নাকে। পরবর্তীতে সিবিআই তদন্ত শুরু করে এবং ইডিও তদন্তে নামে বাজার থেকে তোলা টাকার হদিশ পেতে। ইডির দেওয়া চার্জশিট অনুসারে, প্র

ভারত আমাদের ঘনিষ্ঠতম বন্ধু: চিনকে স্পষ্ট বার্তা মলদ্বীপের প্রেসিডেন্টের

Image
মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ইব্রাহিম সোলি বেছে নিয়েছেন ভারতকেই। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মলদ্বীপে চিনের অনর্গল নজরদারি আপাতত বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শেষ পর্বের এই কূটনৈতিক স্বস্তিকে স্বাগত জানাতে গিয়ে আজ রীতিমতো উচ্ছ্বসিত সাউথ ব্লক। মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরের জন্য ইব্রাহিম সোলি বেছে নিয়েছেন ভারতকেই। আজ তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মলদ্বীপকে ১৪০ কোটি ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী। এ ছাড়াও সে দেশকে নানা ভাবে ঢালাও সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে ভারত। দ্বিপাক্ষিক বৈঠকের পরে চিনের নাম না করে মোদী বলেন, ''আমরা আমাদের দেশে এমন কোনও কার্যকলাপ হতে দেব না, যা পরস্পরের জন্য ক্ষতিকর।'' মোদীর বক্তব্য, ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে দু'পক্ষের।  বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা ভুটানের রাজার মতোই উষ্ণতা এবং সম্মান জানাতে সোলিকে রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। তিনি আজ বলেন, ''ভারত শুধু আমাদের ঘনিষ্ঠতম বন্ধু নয়, সবচেয়ে বড় বাণিজ্যিক

২.৫ লক্ষ টাকা মাইনে পেতেন, হার ছিনতাই করে ধরা পড়লেন বাঙালি যুবক!

Image
বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিতে চুরির পথই বেছে নিয়েছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এলাহি ব্যাপার। বিলাসবহুল জীবনযাত্রা। মাস গেলে আড়াই লক্ষ টাকা মাইনে। সেই বাঙালি ইঞ্জিনিয়ারকেই কিনা পুলিশ গ্রেফতার করল চোরাই গাড়িতে চেপে এক মহিলার গলার হার ছিনতাই করার অপরাধে! সম্প্রতি মুম্বইয়ের ভাসির ঘটনা। মুম্বইয়ের ভাসির বাসিন্দা সুমিত সেনগুপ্ত। ৩৫ বছরের সুমিত ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পুণের একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থায় ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। কিন্তু পারিবারিক কারণে ৫ বছর আগে কাজ ছেড়ে দেন সুমিত। তারপর থেকেই তিনি বেকার। ভাসির তদন্তকারী অফিসার বিকাশ গায়কোয়াড় জানিয়েছেন, চাকরি ছেড়ে দিলেও বিলাসবহুল জীবনযাপন ছাড়তে পারেননি। সে কারণেই এ সব অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েন। মাদকের নেশাও গ্রাস করেছিল তাঁকে। ২০১৫ সালে সুমিতের স্ত্রীও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন। ৯ ডিসেম্বর এক গাড়িচালককে বন্দুকদেখিয়ে গাড়ি নিয়ে চম্পট দিয়েছিলেন সুমিত। তার তিন দিন পর ১২ ডিসেম্বর নীতিন আগরওয়াল নামে এক বন্ধুর সহযোগিতায় ওই চোরাই গাড়ি নিয়েই এক মহিলার গলার হার ছিনতাই করেন

৯৯ শতাংশ পণ্যকেই আনা হবে ১৮ শতাংশ জিএসটি-র আওতায়, ইঙ্গিত মোদীর

Image
মুম্বইতে প্রধানমন্ত্রী। ফের বদলানো হবে জিএসটি অর্থাৎ পণ্য এবং পরিষেবা করের পরিকাঠামো। সরকার চাইছে, দেশের ৯৯ শতাংশ পণ্যকেই ১৮ শতাংশ জিএসটি-র নিচে নিয়ে আসতে। মুম্বইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি পরিকাঠামোতে বদল আনতে এই মুহূর্তে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ''জিএসটি চালুর আগে সারা দেশে নথিভুক্ত সংস্থার সংখ্যা ছিল ৬৫ লক্ষ। জিএসটি চালুর পর সেই সংখ্যা আরও ৫৫ লক্ষ বেড়েছে। ৯৯ শতাংশ পণ্যকে আমরা ১৮ শতাংশ জিএসটি-র আওতার নিচে নিয়ে আসার জন্য কাজ শুরু করেছি।'' আম আদমির কথা মাথায় রেখেই যে পণ্য ও পরিষেবা করের পরিকাঠামোয় বদল আনা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন মোদী। শুধুমাত্র গুটিকতক বিলাসবহুল সামগ্রীর জন্যই থাকবে ২৮ শতাংশ জিএসটি। সাধারণ মানুষ যে সব সামগ্রী ব্যবহার করেন, সেই সমস্ত কিছুকেই ১৮ শতাংশের নিচে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''ব্যবসায়িক সংস্থাগুলির কাছে আমরা জিএসটি আরও সহজ করে পৌঁছে দিতে চাই।'' রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পুরোপুরি প্রস্তুত না হয়ে সারা দেশে

মাকে খুন করে জ্বালিয়ে দিল ছেলে! আধপোড়া দেহ উদ্ধারের ১৫ দিন পর প্রকাশ নৃশংসতা

Image
বিষয় না বিষ! যে ছেলেকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সেই মাকেই নৃশংসভাবে খুন করে জ্বালিয়ে দিল ছেলে। সম্পত্তি নিয়ে জামেলার জেরে নিজের বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু খুনই নয়, প্রমাণ লোপাট করতে বস্তায় বেঁধে তিন কিলোমিটার দূরে টেনে নিয়ে গেল সে। তারপর কেরোসিন তেল ঢেলে দেহ জ্বালিয়ে দিল গুণধর ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে, নদিয়ার করমচাপুরে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মেজাজ হারিয়ে মকে গলা টিপে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুবালা বিশ্বাস। এই ঘটনায় অভিযুক্ত তরুবালাদেবীর ছোট ছেলে সত্যেন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। বসতবাড়ির পাঁচ কাঠা জমি নিয়ে বিবাদ মা ও ছেলের। তার জেরেই শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর মাকে গলা টিপে খুন করে বস্তাবন্দি করে ফেলে সত্যেন। রাতেই আমবাগানের অন্ধকার পথ ধরে তিনি দেহ টেনে নিয়ে যান অন্তত তিন কিলোমিটার দূরের এক নির্জন জায়গায়। সেখানে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমবাগানের ভিতর থেকে গত ১ ডিসেম্বর আধপোড়া দেহ উদ্ধার করা হয়

বিজেপি আমলে ব্যাঙ্ক জালিয়াতিতে লক্ষ কোটি টাকা গায়েব, রিপোর্ট আরবিআইয়ের

Image
কেন্দ্র সরকার ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে হাজারো কড়া নিয়মের ফাঁস তৈরি করলেও অপরাধের সংখ্যা বা গুরুতর অপরাধ বিশেষ কমেনি। হাজার হাজার কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যাওয়া নীরব মোদী শুধু নন, এই তালিকায় রয়েছে অনেকের নাম যারা কুকীর্তি করে পালিয়েছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। নয়া রিপোর্ট আরবিআই-এর সাম্প্রতিকতম রেকর্ড বলছে, ২০১৫ সাল থেকে ধরলে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে শেষ কয়েক বছরে। ২০১৫-১৮ সালের মধ্যে বছরে যথাক্রমে ৪৬৯৩টি, ৫৯১৭টি ও ৩৪১৬টি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে। বছর বছর অবনতি আরবিআই-এর মতে ব্যাঙ্ক জালিয়াতির সংখ্যা যেখানে ১ লক্ষ বা তার বেশি টাকা নেওয়া হয়েছে, তার পরিমাণ বছর বছর ২০ শতাংশ হারে বেড়েছে। শেষ তিন বছরের প্রথম বছরে ২৩ হাজার ৯৩৪ কোটি টাকা, পরের বছরে ৪১ হাজার ১৬৮ কোটি টাকা ও এবছরের প্রথম ছয় মাসে ৩০ হাজার ৪২০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে গায়েব হয়েছে বলে আরবিআই জানিয়েছে। সরকার নিয়ম করেও বিফলে ব্যাঙ্ক জালিয়াতি রুখতে সরকার নিয়ম তৈরি করেছে। সময়ে তা আটকাতে রিপোর্ট করা, যাচাই করা, তদন্ত করার মতো নিয়ম লাগু হয়েছে। ব্যাঙ্কক

কংগ্রেস থেকে ইস্তফা দিলেন সজ্জন কুমার

Image
নয়াদিল্লি: কংগ্রেস থেকে পদত্যাগ করলেন সজ্জন কুমার৷ সোমবারই দিল্লি হাইকোর্টের রায়ে ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত হন তিনি৷ মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে ইস্তফার কথা জানান সজ্জন কুমার৷   শিখ বিরোধী সংঘর্ষে সোমবার দোষী সাব্যস্ত হন সজ্জন কুমার৷ দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতা সজ্জন কুমারকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়৷ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই তাঁকে আত্মসমর্পণ করতে হবে। এর আগে ট্রায়াল কোর্ট কংগ্রেস নেতাকে বেকসুর খালাস করেছিল৷ সেই রায় খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷ পাশাপাশি সজ্জন কুমারকে নির্দেশ দেন ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার৷ এই সময়ের মধ্যে শহরের বাইরেও তিনি যেতে পারবেন না বলে জানান বিচারপতিরা৷ ১৯৮৪ সালে দিল্লিতে শিখ বিরোধী সংঘর্ষে তিন হাজার শিখকে নির্বিচারে হত্যা করা হয়৷ রাজনগর এলাকার একটি পরিবারের পাঁচ সদস্যকে খুনে অভিযুক্ত ছিলেন সজ্জন কুমার৷ ৭৩ বছরের সজ্জন দিল্লির কংগ্রেস নেতা৷ তাঁর বিরুদ্ধে মামলা করেন জগদীশ কৌর৷ আদালাত তাঁর সাহসের ভূয়সী প্রশংসা করেছে৷ তবে ক্ষোভের সঙ্গে জানিয়েছে, অপরাধীরা

বিয়ের মরসুমে এক ধাপে অনেকটা কমল সোনার দাম

Image
কলকাতা: গত সপ্তাহের থেকে অনেকটাই কমল সোনার দাম। সোমবার থেকেই সোনার দাম কমতে শুরু করেছে কলকাতায়। ২২ ক্যারেট থেকে ২৪ ক্যারেট প্রত্যেক ধাপেই বেশ খানিকটা কমেছে বলে জানা গিয়েছে। বাজারে জ্বালানির দাম কমেছে প্রায় এক মাস হয়ে গিয়েছে এবার কমতে শুরু করেছে সোনার দাম। যা সাধারণ মানুষের পক্ষে খুশির খবর বলা যেতেই পারে। এক নজরে দেখা নেওয়া যাক ১৮ডিসেম্বর সোনার দর কতটা কমেছে ২২ ক্যারেট সোনা  ১ গ্রাম – ৩১০৬ টাকা  ৮ গ্রাম – ২৪,৮৪৮ টাকা  ১০ গ্রাম – ৩১,০৬০ টাকা  ১০০ গ্রাম – ৩,১০,০৬০ টাকা ১৭ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৩১২৩ টাকা, ২৪,৯৮৪ টাকা, ৩১,২৩০ টাকা, ৩,১২,৩০০ টাকা। উপরোক্ত গ্রাম অনুযায়ী দাম কমেছে, ১৭ টাকা,১৩৬ টাকা,১৭০টাকা টাকা ১৭০০ টাকা৷ ১৮ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দর ১ গ্রাম – ৩২৫৫ টাকা ৮ গ্রাম – ২৬,০৪০ টাকা ১০ গ্রাম – ৩২,৫৫০ টাকা ১০০ গ্রাম – ৩,২৫,৫০০ টাকা ১৭ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৩২৭০ টাকা, ২৬,১৬০ টাকা, ৩২,৭০০ টাকা, ৩,২৭,০০০ টাকা। উপরোক্ত গ্রাম অনুযায়ী দাম কমেছে ১৫ টাকা,২০ টাকা,১৫০টাকা টাকা ১৫০০ টাকা। ১৫ ডিসেম্বর শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ২২ ক্যারেট ১০ গ্রাম সো

৪১,০০০কোটির বড়সড় প্রোজেক্ট নিয়ে আসছেন মোদী

Image
মুম্বই: মঙ্গলবার মহারাষ্ট্রে প্রায় ৪১,০০০ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার সকালেই তিনি মুম্বইয়ে পৌঁছেছেন তিনি৷ তাঁর সারাদিনের কার্যক্রমে বইপ্রকাশ থেকে মেট্রোরেলের শিলান্যাসও রয়েছে৷ জানা গিয়েছে, এদিনই তিনি পুণেও যাবেন৷ সেখানে হিঞ্জেওয়াড়ি এবং শিবাজিনগরের মধ্যে তৃতীয় মেট্রোলাইনের শিলান্যাস করবেন৷ ছয় কোচের মেট্রো রেল তৈরি হবে৷ ২০২১ থেকে প্রায় দৈনিক ২.২৯ লক্ষ মানুষ এই মেট্রোতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে৷ জানা গিয়েছে, দহসর-মীরা ভয়ন্দর মেট্রো লাইন ১০.৩ কিলোমিটার দীর্ঘ হবে৷ এটে আটটি স্টেশন থাকবে এবং এর জন্য প্রায় ৬,৬০৭ কোটি টাকা খরচ হবে৷ ২০২২-এর মধ্যে এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ এদকে মঙ্গলবার রাতে তিনি পুণে থেকে দিলিল ফিরে আসবেন৷ মোদীর পর বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মুম্বই যাবেন৷

আমরির ছায়া মুম্বইয়ে! অন্ধেরিতে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৮

Image
ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। ব্যালকনি, জানালায় দাঁড়িয়ে সাহায্যের আর্তনাদ করছেন রোগীরা। কারও আবার ওঠারও ক্ষমতা নেই। মই লাগিয়ে জানালা ভেঙে দড়ি বেঁধে নামিয়ে আনছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সাত বছর আগে কলকাতার আমরি হাসপাতালের ভয়াল অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরল মুম্বইয়ে। অন্ধেরির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল আট জনের। আহতের সংখ্যা ১৪৬। মৃতদের মধ্যে পাঁচ মাসের একটি শিশুকন্যাও রয়েছে। আহতদের মধ্যে যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যেও ৫ জন শিশু। অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেড় শতাধিক রোগীকে। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয় দমকলের কাছে। দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ অন্ধেরির সরকারি ইএসআইসি হাসপাতালে আগুন লাগার খবর পান কর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গেই ছ'টি ইঞ্জিন পাঠানো হয়। পরে আরও চারটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। খবর পেয়ে হাসপাতালে যান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও। এক দিকে চলতে থাকে আগুন নেভানোর কাজ, অন্য দিকে চলে উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন ১৫০ জনেরও বেশি রোগীকে হাসপাতাল

পারথ টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অজিরা

Image
পারথ: শেষ রক্ষা হল না৷ দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া৷ ফলে চার টেস্টের সিরিজে সমতা ফেরাল অজিরা। ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭৫ রান৷ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ভারতের ৫ উইকেট৷ সোমবারই পাঁচ উইকেট হারায় কোহলির ভারত৷ ক্রিজে ছিলেন হনুমা বিহারি ও ঋষভ পন্থ৷ ২৮ রানে হনুমা বিহারিকে আউট করে ভারতকে ধাক্কা দেন মিচেল স্ট্রার্ক৷ ঋষভ পন্থকে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরান নাথান লিঁও। উমেশ যাদবকে(২) ফেরান স্টার্ক । ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহকে শূন্য রানে ফেরালেন প্যাট কামিন্স। ১৪০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস।দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যান ওফ দ্য ম্যাচ হন নাথান লিঁও৷

তিন তালাক দিলে তিন বছরের জেল! নয়া বিল পেশ লোকসভায়

Image
তিন তালাক নিয়ে লোকসভায় পেশ হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।  এর আগে সেপ্টেম্বর মাসেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। লোকসভায় আগেই পাশ হয়েছিল তিন তালাক বিল। কিন্তু আটকে যায় রাজ্যসভায়। বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে। তাদের যুক্তি ছিল, কারাদণ্ড হলে খোরপোশ কীভাবে দেওয়া হবে। একই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল। এই বিষয়গুলিকে সামনে রেখেই শেষপর্যন্ত গত সেপ্টেম্বরেই অর্ডিন্যান্স আনে কেন্দ্র। আগে লোকসভায় পাশ হওয়া বিলে সংশোধনীগুলিকে নিয়ে তৈরি করা হয় অর্ডিন্যান্স। এবার সেই অর্ডিন্যান্সের ভিত্তিতেই আনা হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে। কেন্দ্রের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরও দেদার চলছিল তালাক। এমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছিল।  ক

বনানী-তে প্রসূতিদের দেওয়া হত ভুয়ো প্রেসক্রিপশন, আধার কার্ড!

Image
বন্ধ: সিল করা হচ্ছে বনানী নার্সিংহোম। প্রসূতিদের আলট্রাসনোগ্রাফি করাতে হলে চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন। দরকার আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র। সেই সব কাগজপত্র বনানী নার্সিংহোম থেকেই জোগাড় করে দিত কর্তৃপক্ষ। তবে নথিপত্র হত ভুয়ো। শিশু বিক্রি কাণ্ডের তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে হাবড়া থানার পুলিশ। যে সব অবিবাহিত তরুণী বা বিধবা মহিলা গর্ভপাতের জন্য আসতেন, তাঁদেরই পরিচিত প্যাথলজিক্যাল সেন্টারে আলট্রাসনোগ্রাফি করতে পাঠানো হত নার্সিংহোম থেকে। তদন্তকারীরা জানিয়েছেন,  বনানী নার্সিংহোমে গর্ভপাত করাতে আসা মহিলাদের আলট্রাসনোগ্রাফি করিয়ে ভ্রূণের অবস্থান জেনে নেওয়া হত। জানা হত ভ্রূণের লিঙ্গও। যা পুরোপুরি বেআইনি। যে সব মহিলার পুত্রসন্তান জন্মের সম্ভাবনা, তাদের বেশি গুরুত্ব দিয়ে দেখাশোনা করা হত। কারণ, বেশি দামে ওই শিশুকে বিক্রির সম্ভাবনা দেখতে পেত নার্সিংহোম। তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত হাতুড়ে মনোজ মাধ্যমিক পাশ। আরও কিছু হাতুড়েকে নিয়ে কারবার চালাত সে। দক্ষিণবঙ্গের নানা প্রান্তে ছড়ানো ছিল এজেন্ট। যারা কমিশনের ভিত্তিতে প্রসূতিদের বনানী নার্সিংহোমে গর্ভপাত করাত

স্মার্টফোন ব্যবহার না করলে এই কোম্পানি আপনাকে দেবে ৭২ লক্ষ টাকা

Image
প্রত্যেক দুই জন ব্যক্তির একজন স্মার্টফোন ছাড়া বাঁচতে পারবেন না। স্মার্টফোন আসক্তি এখন বিশ্বব্যাপী এক বিরাট সমস্যা। সম্প্রতি সব লেটেস্ট অপারেটিং সিস্টেম ও সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যেই থাকছে স্মার্টফোন আসক্তি কমানোর টুল। এবার স্মার্টফোন ব্যবহার না করার জন্য ১,০০,০০০ মার্কিন ডলার পুরস্কার দিচ্ছে ভিটামিনওয়াটার। এটি জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকাকোলার সাব ব্র্যান্ড। মার্কিন কোম্পানিটি সম্প্রতি এক প্রতিযোগিতার ঘোষণা করেছেন। এই প্রতিযোগিতা জিততে এক বছর স্মার্টফোন ব্যবহার বন্ধ করতে হবে। 'স্ক্রোল ফ্রি ফর এ ইয়ার' নামে এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। ৮ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতায় নাম লেখানো যাবে। টুইটার অথবা ইনস্টাগ্রামে সৃজনশীল পোস্ট করে কোম্পানিকে এই প্রতিযোগিতায় আওংশগ্রহনের আগ্রহ দেখাতে হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরে এক বছর স্মার্টফোন ব্যবহার না করে থাকতে হবে। তবে সভ্যতা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে না প্রতিযোগীদের। সব প্রতিযোগীকে একটি ১৯৯৬ সালের ফোন দেওয়া হবে। সেই ফোনে ভয়েক কল ছাড়া অন্য কোন ফিচার থাকবে না। তবে ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপট

প্রতারকদের হাতে কীভাবে এক লক্ষ টাকা খোয়ালেন দিল্লির এই মহিলা?

Image
সম্প্রতি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হারিয়েছেন দিল্লির এক মহিলা। প্রতারকরা একটি ই-ওয়ালেটের কাস্টোমার কেয়ার প্রতিনিধি সেজে এই মহিলার কাছে এসেছিলেন। এরপরে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা হারিয়েছেন ঐ মহিলা। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন দিল্লির এই মহিলা। পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনে বাড়ি তাঁর। গত বৃহস্পতিবার তা ই-ওয়ালেটে সমস্যা দেখা যায়। এর পরেই ইন্টারনেটে ই-ওয়ালেট কাস্টমার কেয়ার নম্বর খোঁজা শুরু করেন তিনি। "আমার ই-ওয়ালেট থেকে কিছু টাকা ভুল করে কেটে নেওয়া হয়েছিল। এর পরেই আমি কাস্টমার কেয়ারের নম্বর খোঁজার চেষ্টা শুরু করি। এরপরে আমি ওয়েবসাইট থেকে পাওয়া নম্বনরে কল করলে ফোনের ওপারের মানুষটি নিজেকে কাস্টমার কেয়ার রিপ্রেসেন্টিটিভ বলে পরিচয় দেন।" বলেন তিনি। এর পরে ভুল করে টাকা কাটা ফেরৎ পাওয়ার জন্য নিজের কার্ডের তথ্য বিস্তারে ঐ ব্যক্তিকে জানিয়ে দিয়েছিলেন। কী হচ্ছে এই ঘটনা বোঝার আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে সব টাকা বেরিয়ে যায়। যে নম্বরে তিনি ফোন করেছিলেন সেই নম্বরটি এখনও চালু রয়েছে। শ্রীরামপুরি থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ঐ মহিলা। পুলিশ তদনফত শুরু ক

সিআরপিএফ জওয়ানদের কাজের সময় নির্দিষ্ট করা হোক, রিপোর্ট পেশ সংসদীয় কমিটির

Image
প্রতিদিন ১২–১৪ ঘণ্টার ডিউটি, উপরন্তু রবিবারের ছুটিও জোটে না কপালে। দেশের রক্ষায় নিজেদের আমোদ-প্রমোদ বিসর্জন দিয়েছেন তাঁরা। সিআরপিএফের কাজের বহর দেখে কপালে চোখ উঠল যুগ্ম সংসদীয় কমিটির। এরকম পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। তাঁরা জানিয়েছেন, এই পরিস্থিতি মোটেও স্বাস্থ্যকর নয় এবং তা অসহ্য। কংগ্রেস নেতা পি চিদম্বরমের নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটি জানিয়েছে, আধা সেনাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাসস্থান দেওয়া হয়েছে তা অস্বাস্থ্যকর, অসুরক্ষিত এবং সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ হয় না। যার জেরে সেনাদের মর্যাদা, মনোবল ও প্রেরণার ওপর তার প্রভাব পড়ছে। রাজ্য সভায় পেশ হওয়া এক রিপোর্টে কমিটি জানিয়েছে, '‌সিআরপিএফ জওয়ানদের ১২ থেকে ১৪ ঘণ্টা কাজের সময় দেখে কমিটি আতঙ্কিত। এমনকি ৮০ শতাংশ সিআরপিএফ ছুটি পান না, রবিবারও কাজ করতে হয় তাঁদের।'‌ কমিটি জানিয়েছে যে, সশস্ত্র সেনাদের ২৪ ঘণ্টাই সতর্ক থাকতে হয় এটা ঠিক কথাই, কিন্তু একজন যদি প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে কাজ করে চলেন তবে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়বেন। যার প্রভাব তাঁর কাজেও দেখা দেবে। দেশের শ্রম আইন অনুযায়ী প্রতি সপ্তাহে ৪৮ ঘণ্ট

মাকে খুন করে বস্তাবন্দি দেহ তিন কিলোমিটার পথ টেনে নিয়ে গেল ছেলে

Image
সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মাকে খুন করে দেহ বস্তায় বেঁধে তিন কিলোমিটার টেনে নিয়ে যায় ছেলে। প্রমাণ লোপাটের জন্য কেরোসিন তেল ঢেলে দেহ পুড়িয়ে ফেলারও চেষ্টা করে সে। এমন ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সত্যেন বিশ্বাসকে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার করমচাপুর এলাকার। পুলিশ সূত্রে খবর, বসতবাড়ির পাঁচ কাঠা জমি নিয়ে মা তরুবালা বিশ্বাস ও ছোট ছেলের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে এরপর মাকে গলা টিপে হত্যা করে সে। সন্তানের হাতেই মৃত্যু হয় জন্মদাত্রীর। এরপর মৃতদেহ বস্তাবন্দি করে প্রায় তিন কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় সত্যেন। এরপর রাতে আমবাগানের অন্ধকারে বস্তাবন্দি মৃতদেহে আগুন লাগিয়ে দেয় সে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সত্যেন। গত ১ ডিসেম্বর সকালে আমবাগান থেকে বছর পঁচাত্তরের বৃদ্ধা তরুবালা বিশ্বাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই এরপর শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সত্যেনকে। আদালতে পেশ করার পর তাকে নিজেদের হেফাজতে

ভানুভবন হামলা কাণ্ডে গুরুং-সহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট

Image
শিলিগুড়ি: ভানুভবনে হামলার ঘটনায় প্রাক্তন মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরি সহ ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিআইডি। সোমবার দার্জিলিং সদর আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। ২০১৭ সালের ৮ জুন দার্জিলিংয়ের ভানুভবনে হামলা চালায় মোর্চা সমর্থকরা। চার্জশিটে গুরুংয়ের স্ত্রী আশা গুরুং এবং ছেলে অভিষেকের নামও রয়েছে। তা ছাড়া রোশন গিরি-সহ বিমলপন্থী এক সময়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে চার্জশিটে। অভিযোগ দায়ের হওয়ার দেড় বছরের মাথায় চার্জশিট জমা দেওয়া হলে বলে সিআইডির এক কর্তা জানিয়েছেন। ভানুভবনে হামলার ঘটনার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক ছিল। এরপর থেকে পাহাড়ে দু'মাসের বেশি সময় ধরে ধারাবাহিক হিংসা চলে। তাতে প্রাণ হারান পুলিশ কর্মী-সহ নিরীহ বেশ কয়েকজন পাহাড়বাসী। ৯ জুন দার্জিলিং সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে বিমল গুরুং, প্রকাশ গুরুং, রোশন গিরি, অশোক ছেত্রী, ডি কে প্রধান, তিলক রোকা ও আশা গুরুং-দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হামলায় বহু নথি নষ্ট হয়ে যায়। ফাইলপত্র নষ্ট হয়ে যায়। এরপরই পুলিশ গুরুং-সহ অন্যদের

শিল্পসংস্থায় ৭০ শতাংশ কর্মী মধ্যপ্রদেশের হলে মিলবে ইনসেনটিভ, চমক কমলনাথের

Image
ভোপাল : কোনও শিল্পসংস্থায় যদি ৭০ শতাংশ কর্মী মধ্যপ্রদেশের হয়, তবে সেই সংস্থাকে বিনিয়োগের ক্ষেত্রে ইনসেনটিভ দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আরও একটি বড় চমক দিলেন কমলনাথ। শপথগ্রহণের পর সাংবাদিক বৈঠকে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বলেন, "স্থানীয়দের কর্মসংস্থানের জন্য শিল্পপতিদের কাছে আমরা শর্ত লাগু করেছি। শুধুমাত্র যেসব শিল্পসংস্থা স্থানীয়দের কর্মসংস্থানের উপর জোর দেবে তারাই ইনসেনটিভ পাবে। তাদের মোট কর্মীদের মধ্যে ৭০ শতাংশকে মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে। তবেই শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ইনসেনটিভ পাওয়া যাবে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এখানে আসে। তার জেরে স্থানীয় মানুষ চাকরি পান না।" পাশাপাশি, গতকাল রাজ্যে চারটি গারমেন্ট পার্ক সূচনার কথাও ঘোষণা করেন কমলনাথ। গতকালই শপথ নেওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "বিধানসভা ভোটের ইস্তাহারে আমরা বলেছিলাম, কংগ্রেস ক্ষমতায় এলে ২ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করা হবে। কংগ্রেসের প্রতিশ্রুতি রাখার জন্য মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণের পর সর্বপ্রথম

মকুব কৃষিঋণ, বাড়ছে ধানের সহায়ক মূল্য; ক্ষমতায় এসে জোড়া উপহার ভূপেশেরও

Image
রায়পুর : ১০ দিনের মধ্যেই ছত্তিশগড়ে কৃষিঋণ মকুব করা হবে। পাশপাশি, কুইন্টাল প্রতি ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হবে। শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করলেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, "কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ঘোষণা করেছেন ১০ দিনের মধ্যেই ছত্তিশগড়ে কৃষিঋণ মকুব করা হবে। প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১,৭০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হবে। এই সিদ্ধান্ত দুটি নেওয়া হয়েছে।" গতকালই শপথ নেওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথ। তারপর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি টুইট করেন, "মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কৃষিঋণ মকুব করলেন। একটা সম্পন্ন, ২টি বাকি।" তারপরই কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেন ভূপেশ বাঘেল। চলতি বছর বিধানসভা নির্বাচনে প্রচারের সময় মধ্যপ্রদেশের মান্দাসৌরে রাহুল গান্ধি প্রতিশ্রুতি দেন, "কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করা হবে।" গত কয়েকবছর ধরে কৃষক আন্দোলনের উৎসস্থলে পরিণত হয়েছে মান্দাসৌর। ফলে এই ঘোষণার তাৎপর্য আরও

কলকাতায় মাসে গড়ে ৭০০ কোটির বিদেশি মুদ্রা বিনিময় !

Image
কলকাতা : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তদন্তে এবার নতুন তথ্য। শুধুমাত্র কলকাতাতেই মাসে গড়ে ৭০০ কোটি টাকার বিদেশি মুদ্রা বিনিময় হয়। সূত্রের খবর, হাওয়ালার তদন্তে নেমে এই তথ্যই পেয়েছে ED। তদন্তকারীরা এ বিষয়ে পাওয়া তথ্য তুলে দিতে চলেছেন NIA-র হাতে। কারণ, অস্বাভাবিক পরিমাণ এই বিদেশি মুদ্রা বিনিময়ে জঙ্গি যোগও থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার হাওয়ালার তদন্তে নেমে কলকাতার একাধিক বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র এবং ভ্রমণ সংস্থায় হানা দেয় ED। বাজেয়াপ্ত করা হয় প্রচুর কাগজ। সেইসব কাগজ খতিয়ে দেখেই চোখ কপালে উঠেছে ED-র তদন্তকারীদের। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন মে মাসে শুধু কলকাতায় প্রায় ১৫০০ কোটি টাকার বিদেশি মুদ্রা বিনিময় হয়েছে। সব মিলিয়ে মাসে গড়ে ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকা বিদেশি মুদ্রা বিনিময় হয়। বিদেশীদের কলকাতায় আসার তথ্য ED জোগাড় করতে চাইছে বলে খবর। বৃহস্পতিবার রাতভর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান ED-র তদন্তকারীরা। সূত্র অনুযায়ী, তল্লাশিতে উদ্ধার হয় ১ কোটি ৪৫ লাখ টাকা। বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিতে উদ্ধার হয়েছে ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। তদন্তকার

শহরে ‘হাই টেক’ টুকলি করতে গিয়ে ধরা পড়ল ৫০ জন পরীক্ষার্থী

Image
কলকাতা: পরীক্ষাকেন্দ্রে টুকলি -এ কথার সঙ্গে কম বেশী সবাই পরিচিত৷ এবার শুরু হয়েছে 'হাই টেক'টুকলি যুগ৷ আর পরীক্ষাকেন্দ্রে সেই 'হাই টেক' টুকলি করতে গিয়েই ধরা পড়ল ৫০ জন পরীক্ষার্থী৷ ধৃতদের মধ্যে ১৯ জনকে আদালত দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে৷ রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলা আদালতের গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষা ছিল৷ বেহালা, পর্ণশ্রী, নেতাজিনগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাটসহ বিভিন্ন এলাকায় ছিল পরীক্ষা কেন্দ্র৷ প্রশ্নপত্র হাতে পেয়েই বেশ কিছু পরীক্ষার্থী ঘাড় গুঁজে লিখে যাচ্ছে৷ বোঝার উপায় নেই যে তারা টুকলি করছে৷ রীতিমত অভ্যাস করে অত্যাধুনিক মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে তারা৷   একটি পরীক্ষাকেন্দ্রে ঢোকে পরিদর্শকরা দেখেন কয়েকজন পরীক্ষার্থী ঘাড় গুঁজে মন দিয়ে লিখে যাচ্ছে৷ সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে যা উদ্ধার হল তা দেখে পরিদর্শকদের চক্ষু চড়ক গাছ৷ পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গিয়েছে ছোট ছোট মোবাইল ও ব্লু টুথ৷ এরপর পরিদর্শকরা বাকি পরীক্ষা কেন্দ্রে গিয়ে একই ভাবে অভিযান চালিয়ে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করে৷ উদ্ধার হয় প্রচুর ব্লু টুথ এবং ছোট ছ

পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা

Image
কলকাতা: লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ ২১শে এপ্রিল পরীক্ষা হওয়ার কথা ছিল৷ তবে কবে ফের ওই পরীক্ষা নেওয়া হবে, তা এখনও জানা যায়নি৷ জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হবে৷ ২০১৯-এর জয়েন্ট পরীক্ষার কথা ছিল মে মাসে৷ পরীক্ষার পক্রিয়া চালু হল ডিসেম্বরের ২৬ তারিখ থেকে৷ পরীক্ষার্থীরা ২২শে জানুয়ারি থেকে ফর্ম পূরণ করতে পারত৷ বিস্তারিত বিবরণের জন্য পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট wbjeeb.in-এ নজর রাখতে পারেন৷   জয়েন্ট পরীক্ষা হবে দু'ভাগে তিনটি বিষয়ের উপর হয়৷ প্রথম ভাগে অঙ্ক ও পদার্থ বিদ্যার পরীক্ষা হবে৷ দ্বিতীয় ভাগে হবে রসায়ণের পরীক্ষা৷

মদ মেশানো ফলের রস খাইয়ে বেহুঁশ ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ! প্রতারণা সিনিয়র ছাত্রের

Image
মদ মেশানো ফলের রস খাইয়ে জোর করে সহবাসের অভিযোগ উঠল ছাত্রের বিরুদ্ধে। প্রথম বর্ষের ডাক্তারি ছাত্রীকে ফুঁসলিয়ে ধর্ষণের পর তাঁর বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সিনিয়র ছাত্র। তারপর বিয়ে করতে অস্বীকার করায় তা গড়াল আইনি পথে। ছাত্রীর অভিযোগের পরই তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতার বুকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর অভিযোগ, কলেজের ফেস্টে অন্য এক মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রীর পরিচয় হয়। তার বাড়ি রাজস্থানে। কলকাতায় হস্টেলে থেকে পড়াশোনা করল। পরে সে ছাত্রীটিকে অন্য একটি কলেজের ফেস্টে আমন্ত্রণ জানায়। সেখান থেকেই তাঁদের পরিচয় গাঢ় হতে শুরু করে। মোবাইল নম্বর আদান-প্রদান। নিত্যদিন ফোন। পরিচয় রূপ নেয় ভালো লাগায়, তা থেকে প্রেমও। এরই মধ্যে ওই ছাত্রীর কাছে থেকে ৩৪ হাজার টাকাও নেয় ওই ছাত্র। পুজোর সময় পার্ক স্ট্রিটের এক হোটেল তাঁকে নিয়ে গিয়ে ফলের রস অফার করে। খাওয়ার পর তরুণী বুঝতে পারেন, ফলের রসের সঙ্গে মদ মেশানো রয়েছে। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই ছাত্র বিয়ের প্রতিশ্রুতি গিয়েছিল। কিছুদিন পরই ছাত্রীটি বুঝতে পারেন তিনি অন্তঃস্বত্ত্বা। তাই ব

পাক-জেলের অন্ধকারে প্রেমের রঙিন স্বপ্নের সমাপ্তি, ছ-বছর পর হামিদ ফিরছেন দেশে

Image
২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮-র ১৫ ডিসেম্বর। কেটে গিয়েছে ছ-ছ'টি বছর। প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে স্থান হয়েছিল পাক-জেলে। আর ফেরা হয়নি। প্রেমের টানে নকল পরিচয় পত্র বানিয়ে সীমান্ত পার হওয়ার খেসারত দিতে হয়েছে তাঁকে। এতদিন পর শেষ হল মাশুল গোনার পালা। এবার ঘরে ফিরবেন তিনি। মঙ্গলবারই সেই মাহেন্দ্রক্ষণ। মুম্বইয়ের বাসিন্দা হামিদ আনসারির সঙ্গে অনলাইনে পরিচয় হয়েছিল এক পাক-তরুণীর। এরপর প্রেমের টানে প্রেমিক হামিদ আনসারি আফগানিস্তান সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন পাকিস্তানে। সেজন্য বানিয়েছিলেন একটি নকল পরিচয়পত্র। এরপর নকল পরিচয়পত্র দেখে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। তারপর থেকেই পেশোয়ারের জেলের অন্ধকারে দিন কাটছে তাঁর। বিচারপক্রিয়ার পর তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল পাক আদালত। সেই কারাবাসের মেয়াদ শেষ হয়েছে দুদিন আগেই অর্থাৎ ১৫ ডিসেম্বর। সমস্ত কাগজপত্র প্রস্তুত হওয়ার পর ১৮ ডিসেম্বর তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। গত ১৬ ডিসেম্বর তাঁকে ওয়াঘা সীমান্ত প্রত্যর্পণ করার তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু হামিদের আইনজীবীর অভিযোগ, পাকিস্তান সরকার হামিদকে ভারতে ফেরানোর জন্য কোনও নথিপত্রই তৈরি করেনি।