বিয়ের মরসুমে এক ধাপে অনেকটা কমল সোনার দাম


কলকাতা: গত সপ্তাহের থেকে অনেকটাই কমল সোনার দাম। সোমবার থেকেই সোনার দাম কমতে শুরু করেছে কলকাতায়। ২২ ক্যারেট থেকে ২৪ ক্যারেট প্রত্যেক ধাপেই বেশ খানিকটা কমেছে বলে জানা গিয়েছে। বাজারে জ্বালানির দাম কমেছে প্রায় এক মাস হয়ে গিয়েছে এবার কমতে শুরু করেছে সোনার দাম। যা সাধারণ মানুষের পক্ষে খুশির খবর বলা যেতেই পারে।

এক নজরে দেখা নেওয়া যাক ১৮ডিসেম্বর সোনার দর কতটা কমেছে
২২ ক্যারেট সোনা 
১ গ্রাম – ৩১০৬ টাকা 
৮ গ্রাম – ২৪,৮৪৮ টাকা 
১০ গ্রাম – ৩১,০৬০ টাকা 
১০০ গ্রাম – ৩,১০,০৬০ টাকা
১৭ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৩১২৩ টাকা, ২৪,৯৮৪ টাকা, ৩১,২৩০ টাকা, ৩,১২,৩০০ টাকা। উপরোক্ত গ্রাম অনুযায়ী দাম কমেছে, ১৭ টাকা,১৩৬ টাকা,১৭০টাকা টাকা ১৭০০ টাকা৷

১৮ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দর
১ গ্রাম – ৩২৫৫ টাকা
৮ গ্রাম – ২৬,০৪০ টাকা
১০ গ্রাম – ৩২,৫৫০ টাকা
১০০ গ্রাম – ৩,২৫,৫০০ টাকা

১৭ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৩২৭০ টাকা, ২৬,১৬০ টাকা, ৩২,৭০০ টাকা, ৩,২৭,০০০ টাকা। উপরোক্ত গ্রাম অনুযায়ী দাম কমেছে ১৫ টাকা,২০ টাকা,১৫০টাকা টাকা ১৫০০ টাকা।

১৫ ডিসেম্বর শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দর ছিল ৩১,২৩০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৩২,৭০০ টাকা।