Posts

Showing posts from January 11, 2019

সাংবাদিক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

Image
সাংবাদিক হত্যা মামলায় ডেরা সচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিম-সহ চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি। ২০০২ সালে খুন হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। পরের বছর হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। ২০০৬ সালে রাম রহিমের গাড়ির চালকের বয়ানের পর  খুনে রাম রহিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২০০২ সালের ২৪ অক্টোবর 'পুরা সচ' পত্রিকার সাংবাদিক রামচন্দ্রকে প্রকাশ্যে গুলি করে করে কুলদীপ ও নির্মল। ২১ নভেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় রামচন্দ্রের। মামলা দায়েরর সময় রাম রহিমের নাম ছিল না এফআইআরে। ২০০৩ সালে তদন্ত শুরু করে সিবিআই। ২০০৬ সালে স্বঘোষিত ধর্মগুরু খট্টা সিংয়ের বয়ানের ভিত্তিতে রাম রহিমের নাম সামিল করা হয় অভিযুক্তের তালিকায়। ২০০৭ সালে চার্জশিট পেশ করে সিবিআই।  রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে চিঠি লিখেছিলেন সাধ্বীরা। সেই চিঠি নিজের পত্রিকায় ছাপান রামচন্দ্র। শুধু ছাপাই নয়, সেই চিঠি যাতে প্রধানমন্ত্রীর দফতর, সিবিআই ও আদালত পর্যন্ত পৌঁছয়, তাও নিশ্চিত করেছিলেন ওই সাংবাদিক। সাধ্বীদ

কেন্দ্রের ক্ষতিপূরণের প্যাকেজে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট বন্ধ করল জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা

Image
ওষুধ সংস্থা 'জনসন অ্যান্ড জনসন'-এর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি শুক্রবার বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। কারণ হিসেবে জানানো হল, ওই সংস্থার হিপ ইমপ্ল্যান্টের দরুন যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ দিচ্ছেন, তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট। তাই ওই মামলা চালানোর আর প্রয়োজন নেই। শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সেই ক্ষতিপূরণের পরিমাণ হবে ৩ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১ কোটি ২২ লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণের পরিমাণ কতটা হতে পারে, তা ঠিক করার জন্য একটি প্যানেল গড়ে দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ জানিয়েছে, সেই প্যানেলের সব সুপারিশই মনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যাতে ক্ষতিগ্রস্তদের সকলেই ওই ক্ষতিপূরণ পান, তা সুনিশ্চিত করতে যথাযথ প্রচারও করতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। সে ক্ষেত্রেও কেন্দ্রের কাজে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের ওই ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছে জনসন অ্যান্ড জনসনের তরফে। জনসন অ্যান্ড জনসনের তরফে আইনজীবী মুক

সরকারি হাসপাতালে প্রসবের সময় হ্যাঁচকা টান, গর্ভেই রয়ে গেল ছিন্ন শিশুর মাথা

Image
প্রসবের সময় নবজাতকের পা ধরে এমন হ্যাঁচকা টান দিলেন চিকিৎসকের সহকারী যে, ছিন্ন হয়ে গেল শিশুর দেহ। দেহের একটি অংশ বাইরে বেরিয়ে এলেও মাথা থেকে গেল মায়ের গর্ভেই। ঘটনাটি ঘটেছে রাজস্থানের  জয়সলমিরের একটি সরকারি হাসপাতালে। শুধু তাই নয়, ঘটনাটি ওই হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সপ্তাহখানেক আগে। যদিও সেটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। অভিযোগ, জয়সলমিরের রামগড়ের ওই সরকারি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। শিশুর দেহের বাইরে বেরিয়ে আসা ছিন্ন অংশটি মর্গে ফেলে দিয়েছিলেনয় ওই স্বাস্থ্যকর্মী। অথচ শিশুর মাথা যে ওই মহিলার গর্ভে আছে, এ কথা কাউকে জানাননি তিনি। উল্টে প্রসূতি ওই মহিলার পরিবারকে ফোন করে জোধপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় সে। এর পর ওই মহিলাকে জোধপুরের উমেদ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। উমেদ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে অভিযুক্ত স্বাস্থ্যকেন্দ্রের কর্মী জানান, মহিলার প্রসব সম্পূর্ণ হয়েছে, কিন্তু গর্ভের ভিতর প্লাসেন্টা রয়ে গিয়েছে। চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই পুরো বিষয়টি বুঝতে পেরে তাঁরা স্তম্ভি

বৌদির সঙ্গে ‘মাখো মাখো’ সম্পর্ক ভালো ঠেকেনি স্ত্রীর, এক লহমায় ভেঙে গেল সব স্বপ্ন

Image
বৌদির সঙ্গে সম্পর্ক ভালো ঠেকেনি সদ্য বিবাহিত স্ত্রীর। তারই জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই সুখের সংসার গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ তরুণীর। চুরমার হয়ে গেল তাঁর সংসার গড়ার স্বপ্ন। অস্বাভাবিক মৃত্যু হল তরুণী গৃহবধূর। নদিয়ার তাহেরপুরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম সুজাতা মিত্র(১৯)। ২০১৮-র ১ ফেব্রুয়ারি তাহেরপুরের বাদকুল্লা বাপুজিনগর গ্রামের বাসিন্দা অরিন্দম মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল সুজাতার। সুজাতার বাপের বাড়ি মালদহের মুচিয়ায়। দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের। বিয়েতে পণও নেয় বরপক্ষ। অনেক স্বপ্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে সুজাতার বাবা-মা শ্বশুরবাড়িতে পাঠান সুজাতাকে। কিন্তু শ্বশুরবাড়িতে এসেই সুজাতার ভালো ঠেকেনি স্বামীর সঙ্গে বৌদির আচার-আচরণ। মনে খটকা লেগেছিল প্রথম থেকেই। মনের কোণে সন্দেহ দানা বাঁধলেও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুদিন পর তার কাছে আরও স্পষ্ট হয়ে যায় দেওর-বৌদির সম্পর্ক স্বাভাবিক নয়। বড় বৌদির সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সুজাতা সরবও হয়। আর তারপরই সুজাতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ সুজাতার

লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন অবাধকরণ, ইন্টারনেট-বন্দি হচ্ছে রাজ্যের সমস্ত বুথ

Image
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে সুরক্ষায় বাড়তি নজরদারির জন্য এবার বুথে বুথে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা হবে। শুধুমাত্র পুলিশ, সিআরপিএফ মোতায়েন করে যে হিংসা দমিয়ে রাখা যাবে না, তা বুঝে গিয়েছে নির্বাচন কমিশন। তাই ইন্টারনেট সংযোগে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা ইন্টাকনেট পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। সংস্থাগুলিকে জানানো হয় অবিলম্বে পশ্চিমবঙ্গর সমস্ত বুথে ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করতে হবে। তা হলেই বিশেষ নিরাপত্তা প্রদান সম্ভব। সম্ভব অবাধ নির্বাচন। উত্তরবঙ্গের দুর্গম পাহাড়ি কিংবা সুন্দরবনের প্রত্যন্ত বুথে পৌঁছয়নি ইন্টারনেট পরিষেবা। শান্তিপূর্ণ ভোট করার জন্য ওয়েব কাস্টিং এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বুথে বুথে ইন্টারনেট সংযোগ না থাকায়, তা সম্ভব হচ্ছিল না। তাছাড়া এসএমএস বেসড পোল মনিটরিং সিস্টেমের জন্য প্রয়োজন ইন্টারনেট পরিষেবা। তারপর এবার নির্বাচনে বেশ কিছু অ্যাপ ব্যবহার করা হবে। তাই ইন্টারনেট পরিষেবা না থাকলে, তা অ্যা

IPHONE-এর থেকেও সস্তা, লঞ্চ হল বিশ্বের প্রথম বেন্ডেবল ডিসপ্লে স্মার্টফোন FLEXPIE

Image
ভাঁজ করা যায় ফেনোর ডিসপ্লে। বিশ্বে প্রথম এমন ফোন বাজারজাত করে তাক লাগিয়ে দিল চিনা সংস্থা রোয়ালে। ফ্লেক্স পাই নামে এই ফোনে রয়েছে বেন্ডেবল ডিসপ্লে। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শো-য়ে বাজারজাত করা হয়েছে এই ফোন। মিলছে ১৩১৮ মার্কিন ডলারে।  ফ্লেক্স পাই নামে এই ফোনে রয়েছে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে। ১৮০ ডিগ্রি ভাঁজ করা যায় এই ডিসপ্লেটি। ভাঁজ করা হয় ফোনটির দু'দিকেই ২টি ৪ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হয়। এর মধ্যে যে কোনও একটি দিক বন্ধও করে রাখতে পারেন আপনি। ভাঁজ করা হলে নিজে থেকে বদলে যায় ফোনটির ইন্টারফেস।  রোয়ালে দাবি করেছে, ২ লক্ষ বার পর্যন্ত নির্ভাবনায় ভাঁজ করা যেতে পারে এই ফোন। অর্থাত্ প্রতি দিন ১০০ বার করে ভাঁজ করলে ৫ বছর ব্যবহার করা যাবে এই ফোন। ফোনটির স্ক্রিনে কোনও কাচ ব্যবহার করেনি সংস্থা। ফলে পড়ে ডিসপ্লে ভাঙার কোনও সম্ভাবনা নেই। ফোনটিতে নানা উদ্ভাবনী ফিচার যোগ করেছে রোয়ালে। যেমন ফোনটি ভাঁজ করে দু'পাশে ব্যবহার করা যেতে পারে ২টি আলাদা সিম। বা তাঁবুর মতো ভাঁজ করে দু'দিকে গেম খেলতে পারেন ২ জন।  PUBG খেলতে খেলতে মানসিক ভারসাম্য হারালেন শহরের একাধিক যুবক, ৬ জন

'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ঘিরে বড়সড় বিভাজন কংগ্রেস শিবিরেই

Image
'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ। আর সেই বিক্ষোভের জেরে শো-এর মাঝপথে কলকাতা হিন্দ আইনক্সে বন্ধ হয়ে গেল ছবির প্রদর্শন। কিন্তু সেই বিক্ষোভের ঘটনাতেই ফের সুস্পষ্ট হয়ে উঠল কংগ্রেসের অন্দরে বিভাজন। আরও একবার সামনে এল অধীরপন্থী ও সোমেনপন্থীদের বিভেদ। ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদে এদিন সকাল থেকেই পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। সকাল থেকেই হিন্দ আইনক্সের সামনে শুরু হয় বিক্ষোভ। কুশপুতুল পোড়ানো হয়। পরিস্থিতি বিচার করে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী। ছবিটি প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হলের বাইরে বাড়তে থাকে উত্তেজনা। এই পরিস্থিতিতে শো শুরুর ১০ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ছবিটি প্রদর্শন। দর্শকরা জানিয়েছেন, ছবি শুরুর ১০ মিনিটের মধ্যেই শো বন্ধ করে দেওয়া হয়। ছবিটির প্রদর্শন চলাকালীন হঠাত্ই হলের ভিতর ঢুকে পড়ে সাদা পোশাকের পুলিস। তারপরই তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়। যদিও, হিন্দ কর্তৃপক্ষ তখনই স্পষ্ট জানিয়ে দেয় যে, ছবি প্রদর্শন বন্ধ নিয়ে কোনও নির্দেশ আসেনি। পরিস্থিতির বিচারে দর্শকদের নিরাপত্তার স্বার্থে-ই আপাতত ছবিটি প্রদর্শন বন্ধ করা হয়েছে

সাইবার জালিয়াতির কোপে খোয়া গেল ১৩১ কোটি!

Image
সাইবার জালিয়াতির কোপে এ বার ইতালীয় সংস্থা। মুম্বইয়ে তাদের একটি শাখা রয়েছে। সংস্থার কর্ণধার সেজে সেখান থেকে প্রায় ১৩১ কোটি টাকা হাতিয়ে নিল জালিয়াতরা। সংস্থার তরফে মামলা দায়ের করা হয়েছে। কয়েক জন চিনা জালিয়াত এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ইতালীয় ইঞ্জিনিয়ারিং সংস্থা টেকনিমন্ট প্রাইভেট লিমিটেডের (টিসিএমপিএল) শাখা রয়েছে মুম্বইয়ের মালাডে। গত ৫ জানুয়ারি তাদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাতে বলা হয়, গত বছর নভেম্বরে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই সময় ভারতে সংস্থার চেয়ারম্যান ছিলেন মারিও রুজ়ো। ১৩ নভেম্বর ইতালি থেকে সংস্থার কর্ণধার পিয়েরোবার্তো ফোলজিয়েরো-র কাছ থেকে একটি ইমেল পান তিনি। কিছু গোপন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চান বলে জানান ফোলজিয়েরো। গোপনীয়তা বজায় রাখতে রুজ়োকে একটি অন্য ইমেল আইডি-ও তৈরি করতে বলা হয়। নির্দেশ মেনে তেমনটাই করেন তিনি। সেখানে কথাবার্তা চলাকালীন তাঁকে জানানো হয়, সংস্থাটিকে আরও বড় করার চিন্তাভাবনা চলছে। একটি চিনা সংস্থার শেয়ার কেনা হবে। তার জন্য মোটা অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু চলতি অর্থবর্ষের হিসাবনিকাশ দেখে ইতালির সদর দফতর থেকে ওই টাকা বের করা সম্ভব নয়। তাই ভারতীয় শাখ

#মিটু ঝড় তোলার পর দেশ ছেড়ে আমেরিকা পাড়ি তনুশ্রীর!

Image
তনুশ্রী দত্ত। তনুশ্রী দত্তকে মনে পড়ছে তো? প্রাক্তন মিস ইন্ডিয়া তথা বলি নায়িকা কয়েক মাস আগেই ভারতে এসে সোশ্যাল মিডিয়ায় #মিটু প্রসঙ্গে ঝড় তুলেছিলেন। নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করার পর মুখ খুলেছিলেন আরও অনেকে। গত কয়েক বছর ধরে মার্কিন মুলুকে থাকেন তনুশ্রী। ভারতে এসে শিরোনামে আসার পর ফের আমেরিকায় ফিরে গেলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, 'আমেরিকা যাওয়ার পথে। প্রায় ছ'মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।' মূলত বলি অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলি ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তনুশ্রী। তবে গোটা বিষয়টি এখনও বিচারাধীন। আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ''এই ছ'মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে মর্মভেদী ছুটি। ছ'মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না।''

ভাইপোর সঙ্গে প্রেমিকার সম্পর্ক, সন্দেহের বশে খুন করে তিনবছর পর ধৃত কাকা

Image
প্রেমিকার সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইপোর। এই সন্দেহেই ৩৭ বছরের ব্যক্তি খুন করল তার ভাইপোকে। তিনবছর আগে হওয়া এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশার গঞ্জামের বাসিন্দা বিজয় কুমার মহারানা ২০১২ সালে দিল্লিতে যায়। তার প্রেমিকাও দিল্লিতেই থাকতেন। ২০১৫ সালে বিজয়ের ভাইপো জয় প্রকাশও হায়দরাবাদ থেকে দিল্লিতে চলে আসেন। রাজধানীর দ্বারকা এলাকায় দু'‌জনে একসঙ্গে ফ্ল্যাটে ভাড়া থাকত বলে জানা যাচ্ছে। নয়ডার ১৪৪ সেক্টরের একটি আইটিতে কাজ করত বিজয়। অন্যদিকে গুরগাঁওয়ের একটি সংস্থায় কর্মরত ছিলেন জয়। বিজয়ের সঙ্গে থাকাকালীনই জয়ের সঙ্গে তার প্রেমিকার পরিচয় হয় এবং ক্রমে জয় ও বিজয়ের প্রেমিকা বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। যেটা বিজয়ের একদমই পছন্দ ছিল না। সেটা নিয়ে প্রায়ই মনমরা থাকত অভিযুক্ত বিজয়। এরপরই সে সিদ্ধান্ত নেয় জয়কে খুন করার। পুলিস জানিয়েছে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জয় যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন বিজয় সিলিং ফ্যানের মোটর দিয়ে তাঁর মুখ থেতলে দেয়। ওই ফ্যানটি বাড়ি মেরামতের জন্য খুলে রাখা ছিল। এরপর বিজয় তার ভাইপোর দেহটি টানতে টানতে নিয়ে যায় বারান্দায় এবং সেখান

প্রাক্তন কেন্দ্রীয় সরকারী কর্মীর ৬০ লক্ষ টাকা হাতিয়ে ধৃত হরিয়ানার গায়িকা

Image
পুরনো টাকা বদলে দেব। এই ভাঁওতা দিয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে হাতিয়ে নিয়েছিল ৬০ লক্ষ টাকা। কিন্তু শেষ রক্ষা আর হল না। পুলিসের জালে ধরা পড়ল ২৭ বছরের হরিয়ানার এক গায়িকা। পুলিস জানিয়েছে, ২০১৬ সালে কেন্দ্র সরকারের নোটবন্দির সময় এই টাকা নেয় ওই গায়িকা। হরিয়ানার শিখা রাঘব নামে ওই গায়িকা বিভিন্ন অনুষ্ঠানে গান করে। গত দু'‌বছর ধরে এই ঘটনার তদন্ত করছিল পুলিস। কিন্তু খোঁজ পাচ্ছিল না গায়িকার। এরপর পুলিস হরিয়ানাতে শিখার খোঁজ পায় এবং তাকে গ্রেপ্তার করে দিল্লি নিয়ে আসে। যদিও অভিযুক্তের কাছ থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিখা রাঘব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান করে। সেইজন্য তার দিল্লি ও পাশ্ববর্তী এলাকাতেও যাতায়াত ছিল। ২০১৬ সালে সে ও তার বন্ধু পবন উত্তর দিল্লিতে রামলীলায় অংশগ্রহণ করে। সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন সংসদের অবসরপ্রাপ্ত আধিকারিক। তাঁর সঙ্গে পরিচয় হয় শিখার। নোটবন্দির সময় শিখা ও পবন ওই আধিকারিককে আশ্বাস দেয় যে তারা পুরনো নোট বদলে নতুন নোট এনে দেবে। সেই বিশ্বাসে কেন্দ্রীয় সরকারি কর্মী তাদের ৬০ লক্ষ টাকা দেয়। টাকা পাওয়ার পরই চম্পট দেয় শিখা–পবন। রূপনগর পুলিসের কাছ

সিবিএসই দশমে অঙ্কের পরীক্ষায় নিয়মে বড় রদবদল

Image
সিবিএসই দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা এবার দু'‌ধরণের হতে চলেছে। ২০২০ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বিভিন্ন রকমের শিক্ষার্থীর জন্যই এই পদক্ষেপ বলে খবর। সেক্ষেত্রে দুটি স্তরের পরীক্ষা হবে। তার জন্য দু'‌ধরণের সিলেবাসও হবে। একটা হচ্ছে এখন যে স্তরের অঙ্ক রয়েছে সেটা থাকবে। আর তার থেকে সহজতর স্তরের একটা অঙ্ক থাকবে। ফলে যেসব ছাত্রছাত্রী অঙ্ক নিয়েই উচ্চশিক্ষা নিতে সিদ্ধান্ত নেবে, তারা যে অঙ্কের সিলেবাস এখন রয়েছে সেটাতেই পরীক্ষা দেবে। আর যারা শুধুমাত্র অঙ্ক নিয়ে পাশ করে অন্যকিছু নিয়ে উচ্চশিক্ষা বা কেরিয়ার গড়তে চাইবে তাদের জন্য থাকছে সহজতর স্তর। সেই স্তরে পরীক্ষা দেবে তারা। সিবিএসই এমনই সার্কুলার জারি করেছে। অঙ্ক নিয়ে যে চাপ ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব ফেলে তা থেকে বেরিয়ে আসতেই এই বিকল্প পদক্ষেপ বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। সমস্ত কিছু সারা বছর একই থাকবে। তারপর ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেবে কোন স্তরের পরীক্ষা তারা দেবে। এমনকী কোনও ছাত্র বা ছাত্রী সহজস

মহাকাশে পা রাখবেন প্রথম ভারতীয় মহিলা! ইতিহাস তৈরিতে ব্যস্ত ইসরো

Image
আগামী ২০২১ সালের মধ্যেই মানুষ সমেত মহাকাশ অভিযান করতে চলেছে ভারত। গগনযান মহাকাশে যেতে চলেছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাইছে এই মহাকাশ অভিযানে কোনও এক মহিলা নভশ্চর থাকুন। ইসরো প্রধান কে সিভান এদিন বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে গগনযান অভিযানের টাইমলাইন জানিয়েছেন। ইসরোর অভিযান এই অভিযানের আগে আগামী বছরের ডিসেম্বরে মানবহীন মহাকাশ অভিযান করছে ইসরো। তারপরে ২০২১ সালের জুলাই মাসেও একই মহাকাশ অভিযান হবে। তারপরে মানুষ সমেত অভিযান হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে।     মোদীর ঘোষণা গতবছরের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান অভিযানের কথা দেশবাসীকে জানান। বলেন, ২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের সময়ে, অথবা তারও আগে মহাকাশে ভারতের তরুণ যুবক-যুবতী তেরঙা ওড়াবে।     সিভানের ঘোষণা এদিন ইসরো প্রধান সিভান বলেন, গগনযানের জন্য মহাকাশচারীদের প্রাথমিক প্রশিক্ষণ ভারতেই হবে। তবে অ্যাডভান্স ট্রেনিং রাশিয়ায় হবে।     রয়েছেন চন্দ্রযান অভিযানও আপাতভাবে গগনযানই ইসরোর সবচেয়ে মুখ্য মিশন হলেও এবছরে মধ্য এপ্রিলে ফের একবার চন্দ্রাভিযান করতে চলেছে ভারত। এটি হবে ভারতের

১০ দিনে ১ লক্ষ ৩০ হাজার অ্যাকাউন্ট ব্লক করল হোয়াটসঅ্যাপ

Image
চাইল্ড পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ। ছবি রয়টার্সের সৌজন্যে। চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বের সমস্ত দেশেই। কিন্তু মেসেজিং অ্যাপ ব্যবহার করে কিছু মানুষ এই ধরনের পর্নোগ্রাফি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যান। এই কাজের জন্য যাতে হোয়াটসঅ্যাপের মতো বৃহত্ প্ল্যাটফর্ম ব্যবহৃত না হয় সে জন্য বিশেষ উদ্যোগ নিল ফেসবুকের এই সংস্থা। চাইল্ড পর্নোগ্রাফির মতো অসামাজিক কার্যকলাপ রুখতে গত ১০ দিনে প্রায় ১ লক্ষ ৩০ হাজার অ্যাকাউন্ট ব্লক করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই অ্যাকাউন্টগুলিকে ওই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ব্লক করে দেওয়া ওই সব অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আমেরিকার 'ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন' সংস্থাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। হোয়াটসঅ্যাপ 'এন্ড টু এন্ড এনক্রিপশন' পদ্ধতিতে কাজ করে। তাই এক ব্যবহারকারী অন্য ব্যবহারকারীকে কী বার্তা পাঠালো তা কর্তৃপক্ষের পক্ষে জানা সম্ভব নয়। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারা চাইল্ড পর্নোগ্রাফির আদানপ্রদান করা অ্যাকাউন্ট চিহ্নিত কর

অফিস থেকে বেরিয়ে আর ধরতে হবে না ‘বস’-এর ফোন!

Image
আপনি কি বেসরকারি সংস্থায় চাকরি করেন? তবে নিশ্চয়ই ছুটির দিনে কিংবা অফিস থেকে বেরোলেও কাজের চাপ থেকে মুক্তি পান না৷ বসের একের পর এক ফোন কিংবা ই-মেলের মাধ্যমে জেরবার হতে হয় আপনাকে৷ আর অফিসের বাইরে থাকাকালীন বসের সঙ্গে যোগাযোগ না রাখলে তাঁর বিরাগভাজনও হতে হয়৷ এই সমস্যা থেকে বাঁচতে ইচ্ছা না থাকলেও ছুটির দিন কিংবা অফিস থেকে বেরিয়েও বসের সঙ্গে যোগাযোগ রাখেন অনেকেই৷ স্বাভাবিকভাবে পরিবারের সঙ্গে নষ্ট হয় সম্পর্ক৷ এই সমস্যা থেকেই এবার মিলতে পারে রেহাই৷ চাকুরিজীবীদের কথা মাথায় রেখে এমনই একটি বিল সংসদে আনলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে৷ শীতকালীন অধিবেশনের শেষ দিনে এই বিলটি লোকসভায় পেশ করেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। বিলের পক্ষে তাঁর যুক্তি, বেসরকারি ক্ষেত্রে অফিসের কাজের চাপে ব্যক্তিগত জীবন বলে কার্যত আর কিছু থাকে না। প্রায় ২৪ ঘণ্টাই অফিসের কাজের জন্য তৈরি থাকতে হয় কর্মীদের। কখনও বসের ফোন ধরা আবার কখনও ই-মেলের উত্তর দেওয়া তো রয়েছেই৷ আবার তার সঙ্গে অনেককেই বাড়িতেও ল্যাপটপ, কম্পিউটার নিয়ে বসে অফিসের কাজও করতে হয়৷ ধরুন আপনি ভাবলেন ফোন বা ই-মেলের জবাব দেবেন না৷ কিন্তু তাতে শৃঙ্খলাভঙ্গের কোপেও

পৃথিবীর সব থেকে দামি বিচ্ছেদ! ৪.২ লক্ষ কোটি টাকা খোরপোশ দিচ্ছেন আমাজন মালিক

Image
বিয়ের পঁচিশতম বছরেই বিচ্ছেদের ঘোষণা করলেন দম্পতি। গোটা দুনিয়াকে অবাক করে গতকালই টুইট করে ২৫ বছরের সঙ্গী ম্যাকেঞ্জির সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন পৃথিবীর ধনীতম ব্যক্তি এবং আমাজনের মালিক জেফ বেজোস। আর ঘটনাক্রমে তা-ই হয়ে দাঁড়াচ্ছে পৃথিবীর সব থেকে দামি বিবাহ বিচ্ছেদ। কারণ, এখনও পর্যন্ত যা হিসেব, তাতে নিজের প্রাক্তন স্ত্রীকে আনুমানিক ৪.২ লক্ষ কোটি টাকারও বেশি দিতে হবে জেফকে। খোরপোশ হিসেবে এই পরিমাণ টাকা দেওয়ার নজির এখনও পাওয়া যায়নি পৃথিবীর ইতিহাসে। যদিও মার্কিন আদালতের মাধ্যমে এই সম্পত্তি ভাগ করা হবে, নাকি নিজেরাই বোঝাপড়া করে নেবেন, তা জানা যায়নি এখনও। ২০১৭ সালেই পৃথিবীর ধনীতম ব্যক্তি হয়েছিলেন জেফ। এখন তাঁর সম্পত্তির পরিমান ১৩৭ বিলিয়ন ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় যা ৯.৬ লক্ষ কোটি টাকারও বেশি। বিবাহ বিচ্ছেদের ফলে এই বিপুল ধনরাশির প্রায় অর্ধেক পরিমাণ টাকা তাঁকে দিতে হবে ম্যাকেঞ্জে বেজোসকে। সেই কারণে এই ডিভোর্স এখনও পর্যন্ত পৃথিবীর সব থেকে দামি বিবাহ বিচ্ছেদ। ২৫ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। আর ঠিক পঁচিশ বছর আগে ১৯৯৪ সালেই অনলাইন-রিটেল সংস্থা আমাজন তৈরি করেছিলেন জে

গাল ফুঁড়ে ঢুকে যায় কাস্তে, বিরল অস্ত্রোপচার ছাত্রীর

Image
ঘাস কাটচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি। আচমকাই পিছলে পড়ে যায় সে। হাতের কাস্তে ঢুকে যায় গালে। মেয়ের ভয়ঙ্কর অবস্থা দেকে হতভম্ব হয়ে যান বাবা-মা। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অপারেশন করা হয় তার। বর্তমানে সুস্থ রয়েছে ছাত্রীটি। বীরভূম লাগোয়া ঝাড়খন্ডের ধমকাপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর গ্রামে বাড়ি ষষ্ঠ শ্রেণির ছাত্রী সমু মালের। কয়েক জন বন্ধুর সঙ্গে বাড়ির গবাদি পশুর জন্য কাস্তে দিয়ে ঘাস কাটছিল সে। আচমকাই পা হড়কে পড়ে যায়। হাতের কাস্তে গাল ফুঁড়ে ঢুকে যায়। রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করা হয় তাকে। চিকিত্সক তরুণকান্তি করের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়। অপারেশন করে কাস্তেটি গাল থেকে বার করা হয়। আলিপুরদুয়ারের জেলাশাসক পদ থেকে সরছেন 'সিঙ্ঘম' নিখিল! অপারেশনের পর চিকিত্সক জানান, "মেয়েটি সুস্থ রয়েছে। তবে মুখমণ্ডলের ভিতরের কিছু বিষয় পরীক্ষা করার জন্য বাইরে যেতে হতে পারে। যে পরীক্ষাগুলি এখনও আমাদের এখানে চালু হয়নি। খুব শীঘ্রই হয়ে যাবে।"

জয়নগর শুটআউট: দিল্লিতে গ্রেফতার তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত বাবুয়া

Image
মূল অভিযুক্ত আবদুল মোল্লা ওরফে বাবুয়া জয়নগর শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত আবদুল মোল্লা ওরফে বাবুয়াকে দিল্লি থেকে গ্রেফতার করল সিআইডি। ধৃত বাবুয়াকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার জন্য আজই আবেদন জানাবে সিআইডি। সম্ভবত আজ বা আগামিকাল ধৃত বাবুয়াকে কলকাতায় নিয়ে আসা হবে। একইসঙ্গে এই শুটআউটের ঘটনায় দিল্লি থেকে আবদুল মিস্ত্রি, মনিরুদ্দিন গাজি নামে আরও ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এরফলে শুটআউটের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯। ১২ ডিসেম্বর রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে সরফুদ্দিনের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই গাড়িতে ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাসও। প্রথমে মনে করা হয়েছিল দুষ্কৃতীদের টার্গেট ছিল বিধায়ক বিশ্বনাথ। কিন্তু পরে দেখা যায়, দুষ্কৃতীদের টার্গেট বিধায়ক ছিলেন না। সেদিন একটা কাজে গাড়ি থেকে কিছু আগেই নেমে গিয়েছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস। আর তারপরই হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে ছোঁড়া হয় বোমাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় সরফুদ্দিন সহ আরও ২ জনের। তদন্তে নেমে পুলিস জানতে পারে, জয়নগর শুটআউটের ব্লু প্রিন্ট তৈরি হয়ে

বর্মা ২ কোটি, আস্থানা ৬ কোটি! বিপুল অঙ্কের ঘুষের অভিযোগ দু’জনের বিরুদ্ধেই

Image
অলোক বর্মা ও রাকেশ আস্থানা, দুই সিবিআই কর্তার বিরুদ্ধেই ঘুষের অভিযোগ। সিবিআই-এর নম্বর ওয়ান বনাম নম্বর টু! অলোক বর্মার সঙ্গে রাকেশ আস্থানার সংঘাত। একে অন্যের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এবং তার জেরেই সিবিআই-এর অন্দরের সংঘাত চলে এসেছিল বাইরে। আর তার জেরেই পরের পর পদক্ষেপ। বস্তুত অলোক বর্মার বিরুদ্ধে দুর্নীতি, তদন্তে প্রভাব খাটানো, গোয়েন্দা তথ্য পেয়েও নিষ্ক্রিয় থাকার মতো এক গুচ্ছ অভিযোগ তোলেন আস্থানা। গত ২৪ অগস্ট ক্যাবিনেট সচিবকে সেই সংক্রান্ত চিঠি পাঠান তিনি। সেই সব অভিযোগের নথি সিভিসিতে পাঠিয়ে দেয় কেন্দ্র। তবে সব অভিযোগ উড়িয়ে দেন অলোক বর্মা। তাঁর দাবি, ওই সব অভিযোগ মিথ্যে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে অলোক বর্মাকে সিভিসিতে ডেকে পাঠানো হয়, তখন বর্মা আবার আস্থানার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়ে আসেন। আবার রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে। এক নয় একাধিক অভিযোগ সামনে চলে এসেছে অলোক বর্মার সঙ্গে সংঘাতের বিষয়টি সামনে আসার পর।  কাঠগড়ায় অলোক বর্মা 'দু'কোটির ঘুষ' কানপুরের মাংস ব্যবসায়ী মইন কুরেশির বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় সতীশবাবু সানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে তদন্

৯০ মিনিট ধরে পর্ন চলল ব্যস্ততম রাস্তার বিজ্ঞাপন স্ক্রিনে!‌

Image
‌সম্প্রতি চীনের রাস্তায় লাগানো বিজ্ঞাপনের বড় পর্দায় প্রায় ৯০ মিনিট ধরে চলল পর্ন। ঘটনাটি ঘটেছে জিয়াংশু শহরের লিয়াংয়ে। পথচলতি মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। জানা গিয়েছে এই বিজ্ঞাপনের স্ত্রিন যে সব কর্মীরা পরিচালনা করেন তাঁদের মধ্যেই এক কর্মীর বোকামিতে এই ঘটনা ঘটেছে। ওই কর্মী ভেবেছিলেন যে রাতের বেলা স্ক্রিনটি বন্ধ হয়ে যায়। সেই কারণে তিনি অনায়াসে কম্পিউটারে পর্ন চালিয়ে দেখতে শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্রিনটি তখনও বন্ধ হয়নি এবং কম্পিউটারের সঙ্গেও সেটার যোগ ছিল। পর্ন চালানোর সঙ্গে সঙ্গে তা রাস্তার বিজ্ঞাপনের স্ক্রিনেও চলতে শুরু করে দেয়। পর্ন তখন গোটা শহরবাসী দেখছে। কর্মক্ষেত্রে যদিও এ ধরনের ছবি দেখার অনুমতি নেই, তবুও ওই কর্মী লুকিয়ে লুকিয়ে তা দেখতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক পথচারীই ওই দৃশ্য দেখে থেমে যান এবং মোবাইলে ছবি–ভিডিও তুলে তা চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। ঘটনা সম্পর্কে বিন্দুবিসর্গ জানতে পারেননি ওই কর্মী। দেড়ঘণ্টা পর তাঁরই এক সহকর্মী তাঁকে ফোন করে গোটা বিষয়টি জানান। এরপরই বন্ধ হয় পর্ন। ঘটনাটি নিয়ে তদন্ত করছে প্রশাসন। গত বছর একই ঘটনা ঘটেছিল রাজধানী দিল্লিতে।

এক টানে দু’হাজার, ধূমপান করলেই জরিমানা

Image
মুর্শিদাবাদ জেলা পরিষদকে 'নো স্মোকিং জোন' হিসাবে গড়ে তুলতে নির্দেশিকা জারি করল অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)। তাঁর জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, 'নির্দেশ অমান্য করে জেলা পরিষদের কার্যালয়ে কেউ ধূমপান করলে জরিমানা অপরিহার্য'। জরিমানার সর্বোচ্চ পরিমাণ কম নয়, দু'হাজার টাকা। যা থেকে পরিষ্কার যে, ধোঁয়ার ঘেরাটোপ থেকে কার্যালয় মুক্ত করতে এক রকম বদ্ধ পরিকর প্রশাসন। নির্দেশিকা জারির পর থেকেই জেলা পরিষদ জুড়ে কারও কপালে ভাঁজ কারও বা চওড়া হাসি। জেলা পরিষদের বিভিন্ন দেওয়ালে এবং নোটিস বোর্ডে নির্দেশিকা পড়ে কেউ বলছেন, ''বড় ঝামেলায় পড়া গেল তো!'' কেউ বা বলছেন, ''যাক বাবা, এ বার নিশ্চিন্তি।'' আরও পড়ুন: ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা গর্ভপাতের অনুমতি চেয়ে দ্বারস্থ হাইকোর্টে দিন কয়েক আগে, জেলা পরিষদ কার্যালয়ের আগুন লেগেছিল গদি আঁটা এক চেয়ারে। কী করে? সূত্র খুঁজতে গিয়েই নজরে আসে, অসাবধানে ফেলে দেওয়া সিগারেটের টুকরোই তার জন্য দায়ী। তার পরেই এ হেন নির্দেশিকা। জেলা পরিষদের সতর্ক কর্তারা ঠিক করেন, ফের একটা অগ্নিকাণ্ড  ঘটার আগে বিহিত একটা কর

রফতানি হ্রাস সৌদির, তেলের দাম বৃদ্ধির আশঙ্কা

Image
সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আল ফালিহ। গত দু'মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে প্রায় ৪০%। যার জেরে বিভিন্ন পেট্রোপণ্যের দামও কমেছে ক্রমাগত। তাই 'ভারসাম্য' আনতে এ বার জানুয়ারি থেকেই অশোধিত তেলের রফতানি কমানোর সিদ্ধান্ত নিল সৌদি আরব। এর ফলে তেলের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওপেকের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আল ফালিহ জানিয়েছেন, নভেম্বরে তাঁদের দৈনিক রফতানি ছিল গড়ে ৮০ লক্ষ ব্যারেল। চলতি মাসেই তা ১০% কমিয়ে ৭২ ব্যারেলে নামিয়ে আনা হবে। শুধু তা-ই নয়, ফেব্রুয়ারিতে তেলের সরবরাহ আরও ১ লক্ষ ব্যারেল ছাঁটার পরিকল্পনা রয়েছে তাঁদের। ওয়াকিবহাল মহলের মতে, ইরান থেকে তেল আমদানির ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় সৌদিও রফতানি কমালে অশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা আরও বাড়বে।

হাসপাতালে ‘বদল’ সদ্যোজাত, কাঠগড়ায় বর্ধমান মেডিক্যাল

Image
শিশুবদলের অভিযোগে আবারও শিরোনামে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রসূতির পরিজনদের অভিযোগ, জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পুত্রসন্তান হয়েছে, পুত্রসন্তান দেখানোও হয়। কিন্তু পরে মায়ের কাছে দেওয়া হয় কন্যাসন্তান৷ প্রসূতির পরিবারের তরফে হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপ্যাল (এমএসভিপি)-র কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। গত মঙ্গলবার পূর্বস্থলীর মেড়তলার বিশ্বজিৎ সূত্রধর তাঁর স্ত্রী ঝুম্পাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করান। ওইদিনই রাতে অস্ত্রোপচার হয়। সন্তানের জন্ম দেন ঝুম্পা। বিশ্বজিৎ বৃহস্পতিবার এমএসভিপি-র কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, সন্তান জন্মের পর নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের জানান পুত্রসন্তান হয়েছে। কিছু পরে ঝুম্পার মা নমিতা পালের কোলে পুত্রসন্তানও দিয়ে যান নার্সরা। আধঘণ্টা পরে ফের নার্সরা এসে ওই পুত্রসন্তানকে নিয়ে চলে যান। পরিবর্তে একটি কন্যাসন্তান নমিতাদেবীর কোলে দিয়ে যান। তাঁদের অভিযোগ, নার্সরা শিশুবদল করে দিয়েছেন। পুত্রসন্তান হলেও জোর করে তাঁদের কন্যাসন্তান দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের ভুল বুঝিয়ে কন্যাসন্তান দিতে চাইছে

প্রতিবাদ না করলে ‘শত্রু’ বাঙালিরা, হুমকি পরেশের

Image
পরেশ বরুয়া অসমে বসবাসকারী বাঙালিরা নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল না হন, তবে শতাধিক বছরের অসমবাসী হলেও তাঁদের শত্রু বলেই গণ্য করবে আলফা। আলফা (স্বাধীন)-এর প্রধান পরেশ বরুয়া আজ এই হুমকি দিয়ে বলেন, ''অসমে বসবাসের অধিকার হারাবেন বাঙালিরা।'' এক বিবৃতিতে পরেশ বলেন, ''জোর করে অসমবাসীর আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এই লড়াইয়ে আলফার সশস্ত্র বাহিনীই নেতৃত্ব দেবে।'' শুধু বাঙালি নয়, ভূমিপুত্রদের কোণঠাসা করার জন্য আনা নাগরিকত্ব বিলে প্রতিবাদ না জানালে হিন্দিভাষীরাও অসমে থাকার অধিকার হারাবে বলে পরেশ হুমকি দেন। আলোচনাপন্থী আলফার নেতা জিতেন দত্তও বলেন, ''ভারত অসমের দাবি না মানলে, অসমেরও স্বাধীনতার দাবি তোলার অধিকার আছে।'' তিনি জানান, তাঁর অনুগত ছেলেরা শ্রীরামপুর সীমানা দিয়ে অসমের কোনও পণ্য বাইরে যেতে দেবে না। এর মধ্যেই 'স্বাধীন অসম'-এর দাবি তোলায় অসমিয়া ভাষার বিশিষ্ট সাহিত্যিক হীরেন গোঁহাই, কৃষক সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ ও এক সাংবাদিকের বিরুদ্ধে আজ রাষ্ট্রদ্রোহের অভিযোগ মামলা দায়ের করেছে পুলিশ। তবে আজও রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজের ছাত

ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়কে সম্মান ফিফা’র

Image
আবার মোহনবাগান সমর্থকদের কলার তোলার সুযোগ করে দিল ফিফা৷ বৃহস্পতিবার রাতে আবু ধাবির মাঠে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারত খেলতে নামার কয়েক ঘন্টা আগেই ফিফার টুইটে উঠে এল ১৯১১ সালে ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের কথা৷ একই সঙ্গে টুইটে তুলে ধরা হয়েছে সেদিনের শিল্ড জয়ী মোহনবাগান দলের খেলোয়াড়দের ছবি৷ এদিন ফিফার অফিসিয়াল টুইটারে যেমন ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচের কথা ঘোষণা করা হয়৷ পাশাপাশি সেখানে উল্লেখ রয়েছে এশিয়ান কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারানোর কথা৷ তারই রেশ টেনে যেন এই ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে ভারত। আর সেকথা বলতে গিয়ে একেবারে সেই শিল্ড জয়ী মোহনবাগানের গোটা টিমের ছবি দিয়ে মনে করান হয়েছে ১০৮ বছর আগে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের এঁরাই তারকা। ওটাই অবশ্য মোহনবাগানের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনা৷ এই ঘটনাই দেশের বাইরে সারা বিশ্বের সঙ্গে বাগানের পরিচয় ঘটিয়েছিল৷ ব্রিটিশ রাজত্ব যখন গ্রাস করে ফেলেছে গোটা ভারতকে, তখন মৃতপ্রায় ভারতীয়দের নতুন করে উদ্বুদ্ধ করেছিল এই ক্লাব৷ দীর্ঘদিনের খরা কাটিয়ে প্রথম বৃষ্টির ফ

পাক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে আহত সেনা-জওয়ান

Image
শ্রীনগর: গত বছরের মতোই নতুন বছরের শুরু থেকেই প্রতিনিয়ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান৷ শুক্রবার জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গুলি ছুঁড়ল পাকিস্তান৷ পাক গুলিতে এক মেজর এবং বিএসএফ জওয়ান আহত হয়েছে বলে সূত্রের খবর৷ এক সেনা আধিকারিক জানান, বৃহস্পতিবার পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনের কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী৷ সেনার এক মেজর এবং বিএসএফের এক জওয়ান আহত হন পাক গুলিতে৷ বৃহস্পতিবার মধ্যরাতে বালাকোট সেক্টরে এই ঘটনা ঘটে৷ সেনা আধিকারিকরা আরও জানান, আহত দুজনকেই ১৬৬ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷

শুক্রবারের বাজার দর কেমন যাচ্ছে জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২০টাকা প্রতিকিলো .নতুন আলু – ১৫টাকা প্রতি কিলো জ্যোতি আলু – ১৪টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ২০ টাকা প্রতিকিলো .আদা – ৫০ টাকা প্রতিকিলো .রসুন – ৬০টাকা প্রতিকিলো . ফুলকপি – ১৫ – ২০টাকা প্রতি পিস .বাঁধাকপি – ১০-১২ টাকা প্রতি কিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ২০ টাকা প্রতিকিলো .টমেটো – ৩০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৫০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২৫ টাকা প্রতিকিলো .পালং শাক – -২০টাকা প্রতি কিলো .লাল শাক – ১৫ টাকা প্রতি কিলো .গাজর – ২৫-৩০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৬০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ৪০ টাকা টাকা প্রতিকিলো .পিঁয়াজকলি – ৪০ টাকা প্রতি কেজি মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০ টাকা  .বাগদা –

আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিলকে সরিয়ে দেওয়া হল কম গুরুত্বপূর্ণ পদে

Image
প্রশাসনকে স্বচ্ছভাবে কাজ করতে বারবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দায়িত্ব নিয়ে বারবারই প্রশাসনিক স্বচ্ছতাকে প্রাধান্য দিয়েছেন। এই অবস্থায় আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের দাদাগিরির ঘটনা যে সরকার কোনওভাবে মেনে নেবে না তা বোঝাই গিয়েছিল। আর সেইমতোই এদিন সরিয়ে দেওয়া হল নিখিলকে। শুধু তাই নয়, তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে আদিবাসী উন্নয়ন দফতরের ম্যানেজিং ডিরেক্টর পদে সরানো হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদনও পেয়ে গিয়েছে রাজ্য। দিন কয়েক আগে স্ত্রী নন্দিনী কৃষ্ণণকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলে আলিপুরদুয়ারের জেলাশাসকের দায়িত্ব সামলানো নিখিল ফালাকাটা থানার মধ্যে ঢুকেই এক যুবককে ব্যাপক মারধর করেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যেতেই চাপে পড়ে যায় রাজ্য। কাজ থেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় নির্মলকে। তারপর এদিন তাঁকে ছেঁটে ফেলা হল। জানা গিয়েছে, এবার আইন মেনে নিখিল নির্মলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানায় ঢুকে বন্দি পেটানোর অভিযোগে কড়া মামলার ফাঁদে পড়তে চলেছেন তিনি। গোট ঘটনা থানার কর্তব্যরত পুলিশ অফিসারদের সামনে ঘটেছে। তাঁদের

পদে ফেরার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মা

Image
সিবিআই প্রধানের পদে ফিরেও টিকে থাকতে পারলেন না অলোক ভার্মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই প্রধানের পদে ফিরলেও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে সরিয়ে দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি। উল্লেখ্য, পদ ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে ৫ অফিসারকে বদলি করার নির্দেশ দেন ভার্মা। পাশাপাশি, ১০ অফিসারের বদলির নির্দেশ রদ করেন তিনি। যেসব অফিসারকের বদলি করার নির্দেশ ভার্মা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, জেডি অজয় ভাটনগর, ডিআইজি এমকে সিনহা, ডিআইডি তরুণ গৌবা, জেডি মুরুগেশন, এডি একে শর্মা। এনিয়ে সরকারের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে গুঞ্জন। গত অক্টোবরে অলোক ভার্মাকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠায় কেন্দ্র। সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট। রায়ে অলোক ভার্মাকে সিবিআই প্রধানের পদে ফেরানো হয়। তবে বলা হয়, ভার্মা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তাঁকে নিয়ে সিদ্ধান্ত না নেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠক বসে নরেন্দ্র মোদীর বাসভবনে। সেখানেই অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, একমাত্র ভার্মাকে অপসারণের বিরোধিত

যৌনপল্লির অন্ধকার থেকে ক্যানিংয়ের নাবালিকাকে ফেরাল ফোন!

Image
'পূজা (নাম বদল)–কে ফেরত পেতে হলে এই নম্বরে ফোন করুন'— বাড়ির ঠিকানায় আসা বাংলায় লেখা এই চিঠিটুকুই সম্বল ছিল পরিবারের লোকজনের কাছে। সেই সূত্র ধরেই উদ্ধারের পরে মেয়ে যখন বাড়ি ফিরে এল, তার মধ্যে কেটে গিয়েছে ১৪ মাস। হাতবদল হতে হয়েছে দু'টি যৌনপল্লিতে। ফিরে ওই স্কুলছাত্রী দেখল, বদলে গিয়েছে বাড়ির ছবিও। ভ্যানচালক বাবা হৃদ্‌রোগী। দু'টি অস্ত্রোপচারের পরে শয্যাশায়ী। বন্ধ হয়ে গিয়েছে ভাইবোনের পড়াশোনা। ক্যানিং থানা এলাকার বাসিন্দা পূজার এই বৃত্তান্ত নতুন কিছু নয়। এটা দক্ষিণ ২৪ পরগনার মেয়ে পাচারের বারোমাস্যার অঙ্গ। ডায়মন্ড হারবার, ক্যানিং, মথুরাপুর থেকে নাবালিকা নিখোঁজের অভিযোগ প্রায়ই জমা পড়ে থানায়। পরে দেখা যায়, মেয়ে পাচার হয়ে গিয়েছে ভিন্‌ রাজ্যের যৌনপল্লিতে। ক্যানিংয়ের পূজার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তাকে পুণে-মুম্বইয়ের দু'-দু'টি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। অন্ধকার থেকে ফিরে নাবালিকা পূজা জানিয়েছে, ২০১৭ সালের নভেম্বরে সে বাড়ি থেকে বেরিয়েছিল ব্যাঙ্কে কন্যাশ্রীর টাকার খোঁজ নিতে। রাকেশ মোল্লা নামে এক যুবক তাকে আটকায়। মেয়েটির অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে বেশ কিছু দ