গাল ফুঁড়ে ঢুকে যায় কাস্তে, বিরল অস্ত্রোপচার ছাত্রীর


ঘাস কাটচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি। আচমকাই পিছলে পড়ে যায় সে। হাতের কাস্তে ঢুকে যায় গালে। মেয়ের ভয়ঙ্কর অবস্থা দেকে হতভম্ব হয়ে যান বাবা-মা। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অপারেশন করা হয় তার। বর্তমানে সুস্থ রয়েছে ছাত্রীটি।

বীরভূম লাগোয়া ঝাড়খন্ডের ধমকাপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর গ্রামে বাড়ি ষষ্ঠ শ্রেণির ছাত্রী সমু মালের। কয়েক জন বন্ধুর সঙ্গে বাড়ির গবাদি পশুর জন্য কাস্তে দিয়ে ঘাস কাটছিল সে। আচমকাই পা হড়কে পড়ে যায়। হাতের কাস্তে গাল ফুঁড়ে ঢুকে যায়। রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করা হয় তাকে। চিকিত্সক তরুণকান্তি করের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়। অপারেশন করে কাস্তেটি গাল থেকে বার করা হয়।

আলিপুরদুয়ারের জেলাশাসক পদ থেকে সরছেন 'সিঙ্ঘম' নিখিল!
অপারেশনের পর চিকিত্সক জানান, "মেয়েটি সুস্থ রয়েছে। তবে মুখমণ্ডলের ভিতরের কিছু বিষয় পরীক্ষা করার জন্য বাইরে যেতে হতে পারে। যে পরীক্ষাগুলি এখনও আমাদের এখানে চালু হয়নি। খুব শীঘ্রই হয়ে যাবে।"