Posts

Showing posts from January 27, 2019

গির্জার মধ্যে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ

Image
ম্যানিলা:  রক্তাক্ত রবিবার৷ এশিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নাশকতার সাক্ষী থাকল দ্বীপরাষ্ট্র ফিলিপিন্স৷ দেশটির দক্ষিণাঞ্চলের জোলো দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে পরপর বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ তার জেরে প্রার্থনায় উপস্থিত অনেকের মৃত্যু হল৷ প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর সংবাদ আসছে৷ জখম আরও ৫০ জন৷ তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ সংবাদ সংস্থা এএফপি এবং ফিলিপিন্সের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে নাশকতার পর রক্তাক্ত গির্জার ছবি৷ সংবাদে বলা হয়েছে, রবিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাঁদের বিশেষ প্রার্থনার জন্য গির্জায় জড় হয়েছিলেন৷ তখনই জোড়া বিস্ফোরণ ঘটানো হয়৷ প্রথম বোমাটি বিস্ফোরণ হওয়ার পরেই গির্জা সংলগ্ন পার্কিং লটে আরও একটি বোমা ফাটানো হয়৷ এতে কয়েকজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ কোনও গোষ্ঠীর পক্ষে হামলার দায় নেওয়া হয়নি৷ তবে সন্দেহ সেই জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের দিকেই৷ কারণ তারাই এই দ্বীপ রাষ্ট্রে নিজেদের ঘাঁটি তৈরি করেছে৷ সংগঠনটি ইসলামিক স্টেটের হয়েই নাশকতা ঘটায়৷ তাই এদিনের বিস্ফোরণে আইএস পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে৷ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে রয়েছে এই জঙ্

সপ্তাহের শুরুতে বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় সুখবর শুনবেন সরকারি কর্মীরা

Image
নয়াদিল্লি:  সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে মোদী সরকার। ভোটের আগে এই বাজেট জনমোহিনী হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ট্যাক্স, সুদের হারে একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, দেশের কৃষক সমাজের মন পেতে একগুচ্ছ ঘোষণাও হতে পারে বলে তৈরি হয়েছে জল্পনা। সেই জল্পনাকে উস্কে দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। তিনি জানিয়েছেন এই বাজেট হবে দেশের কৃষকদের পক্ষে।   এরই মধ্যে আগামীকাল সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বাজেটের আগে এটাই শেষ মন্ত্রিসভার বইঠক। ফলে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বাজেটের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যেও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সূত্রে খবর। বেতন বৃদ্ধি নিয়ে গত কয়েকমাস ধরেই অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগেই এই বিষয়ে বড়সড় ঘোষণা করতে পারে মোদ

হোয়াটসঅ্যাপে ডুপলিকেট ইলেকট্রিক বিল পাবেন কীভাবে?

Image
বুধবার দিল্লির ইলেকট্রিক ডিস্ট্রিবিউশান কোম্পানি জানিয়েছে এবার থেকে গ্রাহক হোয়াটসঅ্যাপে ডুপলিকেট ইলেকট্রিক বিল পাবেন। সারা ভারতে এই প্রথম কোন বিদ্যুৎ পর্যদ গ্রাহককে হোয়াটসঅ্যাপে ইলেকট্রিক বিল পাঠানো শুরু করল। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই গ্রাহক চাইলে BSES ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে ডুপলিকেট বিল ডাউনলোড করতে পারতেন। তবে এবার থেকে হোয়াটসঅ্যাপেও ডুপকেট বিল পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে ডুপলিকেট ইলেকট্রিক বিল পেতে গ্রাহককে নিজের ফোনে BSES এর হোয়াটসঅ্যাপ নম্বর (০৯৯৯৯৯১৯১২৩) সেভ করতে হবে। তারপর সেই নম্বরে #Bill৯-ডিজিটের কাস্টোমার অ্যাকাউন্ট নম্বর লিখে পাঠাতে হবে। যেমন ধরুন আপনার কাস্টোমার অ্যাকাউন্ট নম্বর যদি হয় ১২৩৪৫৬৭৮৯ তবে আপনাকে লিখতে হবে #Bill123456789। এর পরে আপনার হোয়াটসঅ্যাপে ইলেকট্রিক বিল পাঠিয়ে দেবে দিল্লির ইলেকট্রিক ডিস্ট্রিবিউশান কোম্পানি। বিবৃতিতে জানানো হয়েছে শুরুতে দক্ষিণ ও পশ্চিম দিল্লির গ্রাহকদের জন্য এই সুবিধা শুরু হলেও পরে মধ্য ও পূর্ব দিল্লিতেও এই পরিষেবা শুরু হবে। দিল্লিতে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুৎ চুরির খবর জানানো যায়। এছাড়াও সঠিক সময়ে ইলেকট্রিক অন

ওড়িশার নম্বর প্লেট, বার বার গাড়ি বদল, সিবিআইকে ধোঁকা দিতে ছক শ্রীকান্ত মোহতার

Image
শ্রীকান্ত মোহতা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারের দিন কুড়ি আগে থেকেই মোহতাকে পাকড়াও করার প্ল্যান সাজানো হয়েছিল। সকালের মর্নিং ওয়াক থেকে রাতে বাড়ি ফেরা সবটাই থাকত গোয়েন্দাদের রাডারে। SVF কর্ণধারের গতিবিধিও নজরে রাখতে শুরু করে সিবিআই। সিবিআইয়ের দাবি, ঘটনা টের পেতেই পাল্টা ফন্দি আঁটেন ভেঙ্কটেশ কর্ণধার। কোনও জায়গায় বেরোলে রাস্তাতেই একাধিক গাড়ি বদল করতেন শ্রীকান্ত মোহতা। শুধু তাই নয়, গাড়িতে ওড়িশার নম্বর প্লেট লাগিয়েও গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন প্রযোজক। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তা যাতে বোঝা না যায়, তারজন্যেই এই ধরণের কৌশল নেওয়া হয়েছিল বলে অনুমান সিবিআইয়ের। রোজভ্যালিকাণ্ডে ধৃত এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতাকে  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ভুরনেশ্বরের আদালত।  বৃহস্পতিবার কসবায় এসভিএফ-এর অফিস থেকেই শ্রীকান্ত মোহতাকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যায় সিবিআই। পরে তাঁকে গ্রেফতার করা হয়। রাতভর জেরার পর শুক্রবার দুপুরে এসভিএফ কর্ণধারকে নিয়ে ভুবনেশ্বর উড়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, ভুবনেশ্বর আদালতে শুনানির সময় ধৃত

১ কিলোমিটার পুরু বরফের নীচে প্রাণের হদিশ আন্টার্কটিকায়

Image
আন্টার্কটিকায় মারসার সহ অন্যান্য সাব গ্লেসিয়াল লেক। ছবি নেচার পত্রিকার সৌজন্যে। আন্টার্কটিকায় বরফের পুরু চাঙড়ের তলাতেও তা হলে প্রাণের জন্ম হতে পারে? সেই প্রাণের বিকাশও হতে পারে? একেবারে হালের একটি অনুসন্ধান জানাল, তা সম্ভব। প্রাণ টিঁকে থাকতে পারে আন্টার্কটিকায় বরফের ১ কিলোমিটার পুরু চাঙড়ের তলায় আলো, বাতাসহীন পরিবেশেও। দক্ষিণ মেরু থেকে ৬০০ কিলোমিটার দূরে পশ্চিম আন্টার্কটিকায় রয়েছে বেশ কিছু সাব গ্লেসিয়াল লেক বা হ্রদ। মারসার সে রকমই একটি হ্রদ। যেখানে মিলেছে সেই প্রাণের বিরল হদিশ। অভিযাত্রী দলের নাম 'সাব গ্লেসিয়াল আন্টার্কটিক লেকস সায়েন্টিফিক অ্যাকসেস' বা 'সালসা'। তাঁরা মারসার হ্রদের বরফের পুরু আস্তরণ ভেদ করে পৌঁছে গিয়েছিলেন অনেক অনেক নীচে। বিশেষ একটি যন্ত্র ও ক্যামেরার মাধ্যমে। সেখানে তাঁরা দেখেছেন বরফের মধ্যেই রয়েছে পোস্তর মতো ছোট ছোট প্রাণীর অসংখ্য মৃতদেহ। সাব গ্লেসিয়াল লেক কী? মেরু অঞ্চলে বরফের পুরু আস্তরণের নীচে থাকে এই ধরনের লেক বা হ্রদ। বরফের নীচে থাকা এই হ্রদে শীতল জল তরল অবস্থায় থাকে। বড় হিমবাহ বা গ্লেসিয়ারের নীচে এই ধরনের হ্রদ থাকে বলে একে সাব গ্লেসিয়াল বলে। আন

১৭৭ কোটি টাকার জিএসটি প্রতারণা, গুজরাতে ধৃত ব্যবসায়ী

Image
জিএসটির নকল বিল বানিয়ে ১৭৭.৬৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার গুজরাতের গাঁধীনগর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম এহসাস আলি সৈয়দ। বয়স ২৯ বছর। তিনি বডোদরার বাসিন্দা। তাঁর ৬৬টা নকল সংস্থা রয়েছে। প্রত্যেকটা সংস্থার মালিক নিজেই। কিন্তু বিভিন্ন নামে সেই সংস্থাগুলো চালান সৈয়দ। সৈয়দ এত নিখুঁত ভাবে এই সংস্থাগুলো গড়ে তুলেছিলেন যে এতদিন জিএসটি ফাঁকি দিয়েও কী ভাবে ঘুর পথে জিএসটি-র টাকা ফেরত পাচ্ছিলেন তা আয়কর দফতরের কেউই ধরতে পারেননি। নিজের প্রত্যেকটা নকল সংস্থার জন্য আলাদা জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি পরিচয়পত্র, সিম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি, অনলাইন পাসওয়ার্ডও তৈরি করে ফেলেছিলেন সৈয়দ। সম্প্রতি তাঁর সমস্ত সংস্থা মিলিয়ে মোট ১ হাজার ২১০ কোটি টাকার জিএসটি দেওয়ার একটি নকল রশিদ বানিয়ে নেন সৈয়দ। ১ হাজার ২১০ কোটি টাকা জিএসটি দেওয়ার জন্য ১৭৭.৬৪ কোটি টাকা দাবি করেন সৈয়দ। সেই বিল দেখেই সন্দেহ হয় আয়কর দফতরের অফিসারদের। পুলিশ জানিয়েছে, তাঁকে আটক করে জেরা করার পর সত্যিটা সামনে আসে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

লটারির নামে প্রতারণা, রাজ্য থেকে হাওয়ালাতে টাকা যাচ্ছে পাকিস্তানে, ধৃত দুই শিল্পকর্তা

Image
লটারির নামে প্রতারণা করে সেই টাকা হাওয়ালা পথে পাকিস্তান পাঠানোর একটি আন্তর্জাতিক চক্রের হদিশ পেল রাজ্য পুলিশের সিআইডি। চক্রে জড়িয়ে গেল বাংলাদেশ ভিত্তিক একটি আন্তর্জাতিক ফলজাত খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার। সিআইডি গ্রেফতার করেছে ওই কোম্পানির এক ডিরেক্টর এবং এক পদস্থ কর্মীকে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই তাঁরা অভিযোগ পাচ্ছিলেন একটি নতুন প্রতারণার। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকেই একটি +৯২ নম্বর থেকে ফোন পাচ্ছিলেন। ভারতের যে কোনও নম্বর যেমন শুরু হয় ৯১ দিয়ে তেমনি আন্তর্জাতিক টেলিকম রীতি অনুযায়ী পাকিস্তানের কোড ৯২। সেই কারণে পাকিস্তান থেকে আসা যে কোনও ফোন নম্বর শুরু হয় +৯২ দিয়ে। সিআইডি কর্তারা বলেন, অনেকেই এরকম নম্বর থেকে ফোন পাচ্ছিলেন। ফোনে তাঁদের বলা হত তাঁরা বড় অঙ্কের লটারি জিতেছেন। অনেকেই সেই লটারির লোভে ফাঁদে পা দিত। তারপরই বলা হত লটারির চেক তৈরি রয়েছে। কিন্তু সেই টাকা পেতে গেলে একটি প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ফি দিতে হবে। মোটা টাকার লোভে অনেকেই সেই টাকা দিয়ে দিতেন। বিভিন্ন ভারতীয় ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকত। সেখানে টাকা জমা হত। তার পর সেই লটারির টাকা কোনও দিনই আসত না। এক

মেয়ে অপরাধ, দুই মাসের কন্যা সন্তানকে মাটি চাপা দিল পরিবার

Image
হাওড়া: পর পর দুটি কন্যা সন্তান৷ তৃতীয় বার স্ত্রী সন্তানসম্ভবা হলে হাওড়া লিলুয়ার গুপ্তা পরিবার আশা করেছিল এবার বোধ হয় ছেলে হবে৷ কিন্তু তৃতীয় বাচ্চাটি মেয়ে হয়৷ এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার৷ সদ্য কন্যা শিশুটি যেন তাদের বোঝা হয়ে দাড়াল৷ পরিবার ভেবে উঠতে পারছিল না শিশুটিকে নিয়ে তারা কী করবে৷ তাই শিশুটি দুই মাস বয়স হতেই পৃথিবী থেকে সরিয়ে দিল তাকে৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন হাওড়া লিলুয়ার ঘুঘুপাড়া বালকসংঘ মাঠ এলাকার বাসিন্দারা৷ ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জয় গুপ্তা৷ পেশায় ঠিকাদার৷ তার স্ত্রী সঙ্গীতা গুপ্তা৷ তাদের দুটি কন্যা সন্তান আছে৷ তৃতীয়বারও তাদের মেয়ে হয়৷ তাই গুপ্তা পরিবার এতে খুশি হয়নি৷ দুই মাস সব ঠিক থাকলেও শনিবার রাত থেকে চিত্রটা বদলে গেল৷ সঞ্জয় ও সঙ্গীতা শিশুটিকে মেরে শনিবার রাতের অন্ধকারে মাটি চাপা দিয়ে আসে৷ তাদের এই কুকাজে পুরো সায় ছিল শিশুটির ঠাকুমা ও ঠাকুরদারও৷ রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন৷ তারাই খবর দেয় লিলুয়া থানায়৷ ঘটনাস্থ

নিজের বক্স খাটে অন্য মহিলার দেহ! হাড় হিম করা ঘটনা গুরুগ্রামে

Image
যে বক্স খাটে রাতে ঘুমোন, সেই খাট থেকেই উদ্ধার নিজের গাড়ির চালকের স্ত্রীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের জল বিহারে, সেক্টর ৮৬-এ।  ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। নিজের চালকের হাতে ঘরের চাবি দিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন চা ব্যবসায়ী দীনেশ কুমার। ৫ দিন পর ফিরে আসেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়ে বেরিয়ে যান। রাতে ফেরার পর কটু গন্ধ তার নাকে আসে। প্রতিক্ষণে একটু একটু করে কটু গন্ধ বাড়ছিল। অবশেষে বক্স খাট খুলতে বাধ্য হন। বেরিয়ে আসে এক মহিলার দেহ।  ওই ব্যক্তি জানিয়েছেন, প্রথমে মনে হয়েছিল ঘর বন্ধ থাকায় গন্ধ বের হচ্ছে। কিন্তু জানলা খুলে দেওয়ার পরও গন্ধ কমেনি। ফলে দেরি না করে খাট খুলে দেখেন। দেহ দেখার পরেই পুলিশে খবর দেন দীনেশ কুমার। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা যায় দেহটি দীনেশ কুমারের গাড়ির চালক রাজেশ কুমারের স্ত্রী ববিতার। দিন কয়েক ধরে ববিতার খোঁজ না পেয়ে, বাপের বাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ববিতার বাবা পুলিশকে জানিয়েছেন, সন্দেহের বশেই এই খুনের ঘটনা। স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন, সন্দেহ করার স্বামী-স্ত্রীর মধ্যে প

ছাগল নিয়ে বিবাদ, যুবকের পুরুষাঙ্গে কোপ প্রতিবেশীর

Image
ছাগল নিয়ে বচসার জের কতদূর যেতে পারে! ক্যানিংয়ের জীবনতলায় এক যুবকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা হল। কাঁচি নিয়ে হামলা চালান হয় ওই যুবকের ওপরে।  জীবনতলায় নিজামুদ্দিন নামে এক যুবকের সঙ্গে পাশের বাড়ির এক যুবকের ছাগল বাঁধা নিয়ে ঝগড়া হয় কয়েকদিন আগে। এনিয়ে রাগ ছিল নিজামুদ্দিনের। শনিবার নিজের বাড়িতে বসে দর্জির কাজ করছিলেন প্রতিবেশী ওই যুবক। এমন সময় নিজামুদ্দিন তাঁর বাড়িতে গিয়ে প্রবল গালিগালাজ করেন তাঁকে। বাড়িতে থাকা ওই যুবকের স্ত্রীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। স্ত্রীর ওপরে হামলার প্রতিবাদ করলে, কাঁচি নিয়ে কাদের নামে ওই প্রতিবেশীর ওপরে হামলা চালায় নিজামুদ্দিন। কোপ দেওয়া হয় তার পুরুষাঙ্গে। গুরুতর আহত অবস্থায় ওই যুবকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন কাদের ওপরে হামলা চালায়। তাকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে এসে মারতে থাকে। এর মধ্যেই তার পুরুষাঙ্গে হামলা চালানো হয়।

চন্দা কোচর মামলায় এফআইআর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বদলি সিবিআই অফিসার, কাঠগড়ায় বিজেপি

Image
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন কর্তার বিরুদ্ধে বুধবার রাতে এফআইআর হয়। এক দিন পরেই ওই মামলার সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, ব্যাঙ্ক ও সিকিউরিটিজ দুর্নীতি দমনকারী সেলের অফিসার সুধাংশু ধর মিশ্রকে রাঁচির ইকনমিক অফেন্সেস শাখায় বদলি করা হয়েছে। কোচর দুর্নীতি কাণ্ডের তদন্তে যুক্ত ছিলেন সুধাংশু। উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর, তাঁর স্বামী দীপক কোচর এবং ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুতের বিরুদ্ধে  কয়েক বছর ধরে প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছিল সিবিআই। গত বুধবার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সিবিআইয়ের এই পদক্ষেপের সমালোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি তাঁর ব্লগে কটাক্ষ করে বলেন, তদন্তে বাড়াবাড়ি করছে সিবিআই। জেটলির মন্তব্যের সমর্থন করে রিটুইট করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীয়ূস গোয়েল এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপি অন্দরের একাংশ মনে করছেন, জেটলির মন্তব্যে সারবত্তা রয়েছে। উপযুক্ত প্রমাণ ছাড়াই তাঁদের বিরুদ্ধে কীভাবে আইনি পদক্ষেপ করতে পারে সিবিআই। চন্দা কোচরের বিরুদ্ধে  ২০১২ সালে ভিডিওকন সংস্থাকে ৩,২৫০ কোটি টাকার ঋণ বে

‘ভারতরত্ন’ দেওয়া হোক সাধুদেরও, দাবি রামদেবের

Image
ভারতরত্ন দেওয়া নিয়ে সরকারের নীতি বদলের দাবি করলেন যোগগুরু রামদেব। তাঁর দাবি, এবার ভারতরত্ন দেওয়া হোক সাধুদেরও। শুক্রবারই ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। শনিবার রামদেব বলেন, গত ৭০ বছরে সাধুদের মধ্যে থেকে কেউই ভারতরত্ন পাননি। তা সে স্বামী বিবেকানন্দই হোক কিংবা মহর্ষি দয়ানন্দ সরস্বতী অথবা শিবকুমার স্বামী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকের লিঙ্গায়েত গুরু স্বামী শিবকুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। কয়েকদিন আগে তাঁর মৃত্যুও হয়েছে। এরকম এক অবস্থায় ওই দাবি তুললেন রামদেব। গত ২১ জানুয়ারি ১১১ বছর বয়সে মৃত্যু হয়েছে শিবকুমার স্বামীর। কর্ণাটকে ভক্তদের কাছে তাঁর পরিচিত ছিল 'চলমান ঈশ্বর' হিসেবে। তাঁর পরিচালিত সোসাইটি রাজ্যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠান চালায়। প্রসঙ্গত, এবছর ভারতরত্ন খেতাব দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, গায়ক ভূপেন হাজারিকা ও জনসংঘ নেতা নানাজি দেশমুখকে। কংগ্রেস অবশ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কিছু না বললেও স্বামী বিবেকানন্দকে কেন ভারতরত্ন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে।

আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি, জেসন হোল্ডার স্পর্শ করলেন ব্র্যাডম্যানকে

Image
ব্র্যাডম্যানের পরে হোল্ডারই হলেন দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি সাত বা তার নীচে নেমে দ্বিতীয় ইনিংসে করলেন দ্বিশতরান। ছবি টুইটারের সৌজন্যে। বার্বাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে অনন্য কীর্তি গড়লেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আট নম্বরে নেমে করলেন ডাবল সেঞ্চুরি। যা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৩৮১ রানে জয়ের পথ গড়ে দিল। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে অপরাজিত থাকলেন ২০২ রানে। ২২৯ বলের ইনিংসে মারলেন ২৩ চার ও আটটি ছয়। তাঁর দাপটেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৪১৫ রান তোলে। এবং ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। চতুর্থ ইনিংসে জেতার জন্য ৬২৮ রান করতে হত ইংল্যান্ডকে। রোস্টন চেজের ৬০ রানে আট উইকেটের দাপটে জো রুটের দল শেষ হয় ২৪৬ রানে। বিশাল ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন হোল্ডার। কারণ, দ্বিতীয় ইনিংসে একসময় ১২০ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে শন ডাউরিচের সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ২৯৫ রান যোগ করেন হোল্ডার। ডাউরিচ অপরাজিত থাকেন ১১৬ রানে। আর এই ইনিংসেই স্যার ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন হোল্ডার। টেস্টে কোনও দলে

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে কাটা গেল পুরুষাঙ্গ

Image
জয়নগর: পারিবারিক বিবাদের জের কাটা রক্তাক্ত যৌনাঙ্গ নিয়ে আহত ব্যক্তি হাসপাতালের দোরে দু'দিন ঠায় বসে থাকতে হয়৷ অবশেষে তৃতীয় দিন ভরতি সম্ভব হলেও, বিলম্বের কারণে ছিন্ন যৌনাঙ্গ জোড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হাসপাতালের শল্য চিকিৎসকরা। কিছু সমস্যার জন্য উলুবেড়িয়া থেকে জয়নগরে এসে থাকছিলেন সফিক মিদ্দাছ তিনি থাকছিলেন তাঁর ভাইরাভাই শাহজাহান মোল্লার বাড়িতে। অভিযোগ, সেই সুযোগে সফিকের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে শাহজাহান। সফিকের দাবি, অর্থনৈতিক সমস্যার জন্য প্রথমে মুখ বুজে ছিলেন।   তবে, সোমবার রাতে শাহজাহানকে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থাতে দেখে মাথা ঠিক রাখতে পারেনি। ধান কাটার গাঁইতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং যৌনাঙ্গ কেটে দেন। শাহজাহানের চিৎকারে পাড়ার লোকজন জড়ো হয়। সফিককে মারধর শুরু করে। গুরুতর আহত সফিক পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য সফিক মিদ্দার অভিযোগ মানতে নারাজ শাহজাহান মোল্লা, তিনি পাল্টা অভিযোগ করেন, " আমি নির্দোষ। আমার স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে ওই কাজ করেছে সফিক।" এদিকে সোমবার রাতের ঘটনার পর আহত শাহজাহানকে নিয়ে হাসপাতালে

কনসাল জেনারেলের নামে ভুয়ো অ্যাকাউন্ট, অভিযোগ

Image
লালবাজারের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করল কলকাতার ফরাসি কনসুলেট। তাদের অভিযোগ, কলকাতায় নিযুক্ত ফরাসি কনসাল জেনারেলের নামে একটি অনলাইন বিপণি সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লেনদেন চালানো হচ্ছে। সাইবার থানার তরফে এই ঘটনায় একটি সংস্থা এবং তিন জন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও সাইবার আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, ফরাসি কনসুলেটের এক আধিকারিক ওই অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, গত নভেম্বরের ৬ তারিখ বিষয়টি তাঁদের চোখে পড়ে। একটি অনলাইন পণ্য কেনাবেচা সংস্থার সাইটে  কনসাল জেনারেলের নামে ভুয়ো অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এ জন্য তাঁর ছবি এবং বেশ কিছু নথিও ব্যবহার করা হয়েছে। থানায় অভিযোগ দায়েরের পরেই পুলিশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখার এক আধিকারিক জানান, মূলত আইপি (ইন্টারনেট প্রোটোকল) অ্যাড্রেস ধরে এই ঘটনায় তিন জনকে চিহ্নিত করা হয়েছে। কনসুলেটের তরফেও তাঁদেরই নাম জানানো হয়েছিল। তার পরে ওই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হলেও তাঁদের গ্রেফতার করা যায়নি। তবে যে কম্পিউটার ব্যবহার করে ক

ব্রাজিলে বাঁধ ভেঙে মৃত কমপক্ষে ৪০! কাদা মাটির নিচে চাপা পড়েছেন বহু মানুষ

Image
ব্রাজিলে বাঁধ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনুমান, কাদা-মাটির তলায় চাপা পড়ে অনেকেই। ৩০০-র বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে হেলিকপ্টার। কাদা মাটির মধ্যে থেকে মৃতদেহ উদ্ধারে চলছে তল্লাশি। বাঁধ ভেঙে নিখোঁজ বহু ব্রাজিলের খনি কোম্পানি ভ্যালের কর্মীরা শুক্রবার দুপুরের খাবার খাচ্ছিলেন। সেই সময় বাঁধ ভেঙে পড়ার ঘটনা ঘটে। সমুদ্রের জলের মতো ঢেউ আর কাদা মাটিতে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। ব্রাজিলের ওই খনি কোম্পানির বহু বিল্ডিং কাদা মাটিতে ঢাকা পড়ে যায়। পরিস্থিতির কথা অনুমান করতে পেরে, প্রেসিডেন্ট জায়ার বলসোনারো এবং অন্য আধিকারিকরা ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেন। কাদা মাটির স্রোত পৌঁছে যায় বাসিন্দা এলাকা ভিলা ফার্টেকো এলাকার মধ্যে। খনি কোম্পানি ভ্যালের প্রশাসনিক ভবনও কাদায় ঢেকে যায়। শনিবার দেখা যায়, এলাকার বহু রাস্তার চিহ্ন পর্যন্ত নেই। তবে বাঁধ ভেঙে পড়ার পর ব্রুমাডিনহো থেকে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছিল। অনেকে ঠিক সময়ে খবর পাওয়া পালিয়ে বাঁচেন। বাঁধ থেকে প্রায় আট কিলোমিটার দূরে থাকা বাসিন্দারা বর্ণনা দিয়েছেন, সেই সময়ের

গড়িয়ায় বধূর মৃত্যুতে স্বামীর পুলিশি হেফাজত

Image
রোমিতা ভট্টাচার্য। 'মাকে ও রকম করতে বারণ করা উচিত ছিল'— গড়িয়ার শ্রীরামপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ধৃত স্বামীর এখন এটাই উপলব্ধি। পুলিশ সূত্রের দাবি, শুক্রবার রাতে ধৃত স্বামী শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায় বারবার পুলিশকে বলেছেন, ''এ রকম কিছু যে ঘটে যেতে পারে, সেটা বুঝতে পারিনি। মাকে অনেক আগেই ওর সঙ্গে ও রকম করতে বারণ করা উচিত ছিল। এত যে সমস্যা হচ্ছে, সে কথা ও আমাকে বলেনি।'' এই উপলব্ধি অন্তত এ দিন কাজে লাগেনি শুভ্রজ্যোতির। বধূ নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় ধৃত শুভ্রজ্যোতিকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই মৃত্যুর পিছনে তাঁর বাড়ির সদস্যদের কী ভূমিকা আছে, তা জানার চেষ্টা করছে। শুক্রবার সকালে গড়িয়ার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় রোমিতা ভট্টাচার্যের মৃতদেহ। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। তবে এখনও ময়না-তদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তদন্তকারীরা। এর মধ্যেই মৃতার পরিজনেরা রোমিতাকে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন পাটুলি থানায়। তার ভিত্তিতেই গ্রেফতার হন রোমিত

এই তিনটি ফিচার যোগ হল জিমেল এ

Image
২০১৮ সালে জিমেল এ একের পর এক নতুন ফিচার যোগ হয়েছিল। এবার মনে হচ্ছে ২০১৯ সালও ব্যাতিক্রম হবে না। নতুন বছরের শুরুতেই নিজেদের ইমেল সার্ভিসে তিনটি নতুন ফিচার নিয়ে এল গুগল। কোম্পানি জানিয়েছে শিঘ্রই তিনটি নতুন ফিচার পৌঁছে যাবে গ্রাহকের কাছে। এর মধ্যে দুটি শর্টকাট আর একটি মেসেজ ডাউনলোড করার অপশান। নতুন ফিচারে ইমেল কম্পোজ করার সময় অনডু/ রিডু করা যাবে। "ইমেল কম্পোজ করার সময় আনডু করা যাবে। আনডু করলে প্রয়োজন রিডু। তাই আনডুর সাথে রিডু অপশানও যোগ করেছি আমরা।" এক বিবৃতিতে জানিয়েছে গুগল। এর সাথেই লেখার উপরে স্ট্রাইকথ্রু করার অপশান যোগ হচ্ছে। ইমেল কম্পোজ করার সময় ফর্ম্যাটিং এ যে কোন লেখাকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করা গেলেও জিমেল এ এতদিন কোন লেখা স্ট্রাইকথ্রু করার অপশান ছিল না। নতুন ফিচারে ইমেলের মধ্যে যে কোন লেখা স্ট্রাইকথ্রু করা যাবে। এছাড়াও জিমেল থেকে যে কোন মেসেজ ডাউনলোড করা যাবে। .EML ফর্ম্যাটে সেভ হবে ফাইল। অ্যাটাচমেন্ট হিসাবে মেসেজগুলি ডাউনলোড করা যাবে। সম্প্রতি জি সুইট ব্লগ পোস্টে নতুন এই ফিচারগুলির কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে লঞ্চের পরে গ্রাহকের ইমেলে নিজে থেকেই এই ফিচার

সাসপেন্ড শিক্ষক, বকেয়া মেটাতে নির্দেশ

Image
শিক্ষককে সাসপেন্ড করার পরে নির্ধারিত সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি। তাই মালদহের ভাটোল জুনিয়র স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারকনাথ সিংহের বকেয়া সব বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই শিক্ষকের আইনজীবী এক্রামুল বারি শনিবার জানান, ১৯৭৪ সাল থেকে তাঁর মক্কেল ওই স্কুলের শিক্ষক। ২০০৫ সালের ২৯ জানুয়ারি তাঁকে অবৈধ ভাবে সাসপেন্ড করা হয়। নিয়ম অনুযায়ী সাসপেন্ড করার ৯০ দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তার বৈধতার অনুমোদন নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে স্কুল সেই শংসাপত্র পায়নি। এ দিকে, তারকবাবু স্কুলে ঢুকতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। ২০০৮ সালের ৩০ জুন তিনি অবসর নেন। কিন্তু মধ্যবর্তী সময়ের বেতন তো বটেই, অবসরকালীন সুবিধাও পাননি তিনি। এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হন তারকবাবু। স্কুল পরিচালন কমিটি আদালতে জানায়, তাঁর বিরুদ্ধে সাসপেনশন বলবৎ রয়েছে। বিভাগীয় তদন্ত চলছে। তাই তাঁকে বকেয়া দেওয়া যাবে না। হাইকোর্ট সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়। জেলা স্কুল পরিদর্শক আদালতে জানান, ওই শিক্ষক স্কুলে যাননি বলে তাঁর বকেয়

ছ’মাসে ১০টা খুন! কুম্ভ মেলায় গিয়ে পুলিশের জালে খুনি

Image
গত ছ'মাসে ইলাহাবাদ ও তার আশপাশের অঞ্চলের ১০ জনকে খুন করেছে বছর আটত্রিশের এক যুবক। কুম্ভ মেলায় আরও দু'জন সাধুকে খুনের তালে ছিল সে। তবে তার আগে কুম্ভ মেলা থেকেই শুক্রবার পুলিশের জালে ধরা পড়ল সে। ইলাহাবাদের পুলিশ সুপার নিতিন তিওয়ারি জানান, ধৃতের নাম কালুয়া ওরফে সাই বাবা ওরফে সুভাষ। সে ইলাহাবাদের লালাপুর থানার বাসেহারা গ্রামের বাসিন্দা। একমাত্র ঘুমিয়ে থাকা মানুষের উপরই ধারাল অস্ত্র দিয়ে আঘাত করত কালুয়া। এ ভাবেই ইলাহাবাদের কিডগঞ্জ, প্যারেড গ্রাউন্ড এবং কুম্ভ মেলা এলাকার বিভিন্ন অঞ্চলে হত্যালীলা চালায় সে। সিসিটিভি ফুটেজের সাহায্যেই কালুয়ার নাগাল পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বছর ৪ জুলাই কিডগঞ্জের দুর্গা পার্ক অঞ্চলে ধারাল অস্ত্রের আঘাতে ঘুমিয়ে থাকা দুই শ্রমিককে প্রথম হত্যা করে কালুয়া। একই ভাবে ২৭ নভেম্বর কালুয়ার হাতে প্যারেড গ্রাউন্ডে ঘুমের মধ্যে প্রাণ যায় আরও এক জনের। ২৪ ডিসেম্বর কোঠা পরচা অঞ্চলে খুন হন আরও এক শ্রমিক। এর পর ২০১৯-এর ১০ জানুয়ারি কিডগঞ্জের এক  হোটেলের নীচে ঘুমিয়ে থাকা এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে কালুয়া। ১৮ জানুয়ারি কালুয়ার  হাতে দারাগঞ্জের শাস্ত্রী ব্রিজের কাছে খু

প্রজাতন্ত্রে নারীশক্তির জয়জয়কার

Image
প্রথম: সেনা কুচকাওয়াজে প্রথম মহিলা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন খুশবু কঁয়র। শনিবার দিল্লিতে। বাবা বাসের খালাসির কাজ করতেন। মা বা বাবা কেউই খুব বেশি দূর পড়েননি। তবে কোনও বাধাই দমিয়ে রাখতে পারেনি খুশবু কুঁয়রকে। ৩০ বছরের খুশবু প্রথম মহিলা হিসেবে আজ দিল্লির রাজপথে 'অসম রাইফেলস'-এর হয়ে সেনা কুচকাওয়াজে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়লেন। রাজস্থানের জয়পুরে জন্ম। হাজার প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন খুশবু। 'অসম রাইফেলস'-এর মহিলা বাহিনীর হয়ে একাধিক জঙ্গি দমন অভিযানেও অংশ নিয়েছেন। দেশের প্রাচীনতম এই আধাসামরিক বাহিনীর কমান্ডার হিসেবে আজকের সাফল্যে গর্বিত খুশবু। সংসার সামলে সন্তানের মা-ও। বললেন, ''বাসের খালাসির মেয়ে হয়ে আমি যদি পারি, তা হলে সব মেয়েই পারবে তাদের স্বপ্নকে ছুঁতে।'' আজ রাজধানীতে ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান জুড়েই ছিল  নারীশক্তির জয়জয়কার। সেনা কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন অসম রাইফেলস-এর মহিলারা। সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজেও মহিলারাই ছিলেন সামনের সারিতে। প্রথম মহিলা হিসেবে বাইক নিয়ে নানা কসরত দেখিয়েছেন ক্যাপ্টেন শিখা সুরভি।  এ ব

২৮০ ফুট গভীরে উদ্ধার দ্বিতীয় দেহ, মেঘালয়ের খনিগর্ভে নিখোঁজ আরও ১৩

Image
প্রথম মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল দ্বিতীয় মৃতদেহের। শনিবার মেঘালয়ের খনিগর্ভে ২৮০ ফুট গভীরে আটক দ্বিতীয় শ্রমিকের দেহ খুঁজে বের করেছেন নৌসেনার ডুবুরিরা। উদ্ধারের পর তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া হিল জেলার খনি দুর্ঘটনার ৪২ দিন পর গতকাল প্রথম দেহটি তুলে আনতে সক্ষম হয়েছিল নৌসেনা। 'ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, শনিবার ভোররাত ৩টে সময় র‌্যাট হোলের ২৮০ ফুট গভীরে আরও এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে।' সংবাদমাধ্যমকে জানিয়েছেন পূর্ব জয়ন্তীয়া হিল জেলার উপ কমিশনার এফ এম ডপথ্। খনিগর্ভের যেখান থেকে দ্বিতীয় মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে কোদাল এবং ছোট মালবাহী গাড়ির খোঁজ মিলেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা IANS। ১৩ ডিসেম্বর মেঘালয়ের পূর্ব জয়ন্তী এলাকায় জঙ্গলের ভিতর ৩৮০ ফুট এক বেআইনি কয়লা খাদানে নেমেছিলেন ওই শ্রমিকরা। জঙ্গলের পাশ দিয়েই লিটিয়েন নদী বয়ে গেছে। খাদানের ভিতরে নদীর জল ঢুকে পড়ায় আটকে পড়েন ওই শ্রমিকরা । পরবর্তীতে নতুন করে বৃষ্টি হওয়ায় খনিতে নতুন করে জল ঢুকে পড়ে। প্রসঙ্গত, প্রথমে গড়িমসি করলেও সুপ্রিম কোর্টের ধমক খেয়ে উদ্ধারকাজে গতি বাড়ায় মেঘা

১৮,০০০ ফুট উচ্চতায়, -৩০ ডিগ্রিতে বরফে মোড়া লাদাখে উড়ল তেরঙা

Image
উচ্চতা ১৮,০০০ ফুট, তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রজাতন্ত্র দিবসে সেখানেও উড়ল জাতীয় পতাকা। সৌজন্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ। যতদূর চোখ যায়, শুধুই সাদা বরফের চাদর। দিগন্তবিস্ত‌ৃত সেই সাদার মাঝে গেরুয়া আর সবুজের ছোঁয়া এক অন্য সুর নিয়ে এল। আইটিবিপি-র ১৩ জওয়ান প্রজাতন্ত্র দিবসে লাদাখে উত্তোলন করলেন জাতীয় পতাকা। দুধ-সাদা প্রকৃতির সঙ্গে মিলিয়ে তাঁদের গায়েও সাদা সামরিক পোশাক, বরফের ঢালে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই। তাঁরা যেখানে দাঁড়িয়ে, তার উচ্চতা ১৮,০০০ ফুট। এমনকি এখান থেকে এভারেস্টও আর মাত্র ৩ কিলোমিটার উঁচু। আর তাপমাত্রা? -৩০ ডিগ্রি সেলসিয়াস। সাহস ও দেশভক্তির এক অনন্য ছবি এভাবেই ধরা পড়ল শনিবার। আইটিবিপি  হল ভারতের বিশেষজ্ঞ পর্বত বাহিনী। এর প্রায় সব অফিসার ও জওয়ানরাই প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী এবং স্কিয়ার। লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাচেপ লা পর্যন্ত সীমান্ত এলাকা এদের নজরদারিতে রয়েছে।

পরপর পাঁচটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, চাঞ্চল্য বনগাঁয়

Image
বনগাঁ: পাঁচটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত শক্তিগড় এলাকায়৷ খোয়া গিয়েছে সর্বমোট কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা৷ ডাকাতিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভিগুলি৷ পুলিশ জানিয়েছে পাঁচটি বাড়িতে একই কায়দায় ডাকাতি করা হয়েছে৷ প্রথমে বাড়িগুলির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা৷ তারপর দরজার তালা ভেঙেছে৷ আলমারির লক ভেঙেছে৷ এরপর আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি হওয়া পাঁচটি বাড়ির মধ্যে তিনটি বাড়ির বাসিন্দা ওই দিন আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন৷ আরও দুটি বাড়ির বাসিন্দারাও তখন বাড়িতে ছিলেন না৷ ফলে ফাঁকা বাড়িতে কাজ হাতিয়ে নিতে সুবিধা হয়েছে ডাকাতদের দলটির৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, বাড়ি ফিরে তাঁরা দেখেন গ্রিল ভাঙা৷ ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে৷ আলমারি খোলা এবং তাতে কোনও সোনাদানা ও টাকা-পয়সা নেই৷ তাঁদের বুঝতে অসুবিধা হয় না যে বাড়িতে ডাকাত পড়েছে৷ তাঁদের সর্বস্ব লুট হয়ে গিয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ শনিবার সকাল থেকে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ ত

গলায় মালা- ‘আমি ধর্ষণ করেছি’, মর্মান্তিক পরিণতির নির্মম এ কাহিনি চমকে দেবে

Image
গলায় মালার মতো ঝুলছে চিরকুট। তাতে লেখা- আমি ধর্ষণ করেছি মাদ্রাসা ছাত্রীকে। সেই কারণেই আমার এই পরিণতি। গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই লাশ ধর্ষণ মামলায় অভিযুক্ত সজল জমাদারের। গুলিবিদ্ধ বছর ২৮-এর যুবকের গলায় ঝোলানো ওই চিরকুট। চাঞ্চল্যকর এই ঘটনা বাংলাদশের ঝালকাঠির কাঁঠালিয়ায়। শনিবার মাঠের মাঝখান থেকে উদ্ধার হয় দেহ। স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন রক্তাক্ত দেহ পড়ে থাকতে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে সজল জমাদারের। প্রাথমিক তদন্তে অনুমান, মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। অভিযোগ, সজল এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ, ১২ জানুয়ারির ভাণ্ডারিয়া মাদ্রাসার এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে সজল ও তার এক বন্ধু পানের বোরজের ভিতকে গণধর্ষণ করে। এই ঘটনায় রাকিব হোসেন ও সজল জমাদারের নামে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। তার পর থেকেই নিখোঁজ ছিল সজল। এর আগেও এক গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের একইরকম পরিণতি হয়েছিল। রিপন নামে ওই যুবকের গলায় ঝোলানো ছিল একটি চিরকুট। তাতে লেখা- আমি ধর্ষণ মামলার মূল হোতা। রিপনের বিরুদ্ধে অভিযোগ ছিল, বছর ১৬-র এক কিশোরীকে তুলে নিয়ে

আইএমএফ-র রিপোর্ট তুলে মোদী সরকারের প্রশংসা ‘ভারতরত্ন’ প্রণবের

Image
ডঃ বিধানচন্দ্র রায়ের পর দ্বিতীয় 'ভারতরত্ন' বাঙালি রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়। এ সম্মান শুধুই তাঁর ব্যক্তি জীবনে নয় বাঙালিরও বড় প্রাপ্তি। দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করতে তাই এতটুকুও দ্বিধাবোধ করেননি প্রাক্তন রাষ্ট্রপতি। প্রজাতন্ত্র দিবসে এক সাংবাদিক বৈঠকে প্রণব মুখোপাধ্যায় বলেন, জীবনে অনেক কিছু পেয়েছি। দেশের এই সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত। জনগণকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে, শুক্রবার ভারতরত্ন সম্মানের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরই বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রণব দা-কে ভারতরত্নে সম্মানিত করায় তাঁকে শুভেচ্ছা। দেশ তৈরির কাজে এবং জনগণের সেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে যোগ্য সম্মান দেওয়া হল। প্রণব দা বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও তাঁর উচ্চ-প্রশংসা করেন। এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না। তাঁর এই সম্মান প্রাপ্তির পিছনে আরএসএস-র হাত রয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি বিরোধী দল। জেডি(এস) নেতা দানিশ আলি অভিযোগ করেন, আরএসএস-র সদর দফতরে গিয়ে কেশব বলিরাম হেডগেওয়ারকে 'ভূমিপুত্র' বলায় ভারতরত্ন পেলেন তিনি। আপের এক নেতা

ব্রাজ়িলে বাঁধ ভেঙে মৃত ৯, নিখোঁজ অন্তত ৩৪৫

Image
দুর্ঘটনার পর। দক্ষিণ পূর্ব ব্রাজ়িলের বেলো হরিজ়ন্টে শহরের এক লোহা খনি সংলগ্ন এলাকায় বাঁধ ভেঙে শুক্রবার মৃত্যু হল কমপক্ষে ন'জনের। নিখোঁজ অন্তত ৩৪৫ জন। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারী দল শুক্রবার সারা রাত খোঁজ চালালেও লাভ হয়নি। জীবিত অবস্থায় ওই ৩৪৫ জনকে উদ্ধার করার সম্ভাবনা কম বলে মত স্থানীয় গভর্নর রোমিউ জ়েমা-র। শুক্রবার বেলা একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সাতটি দেহ উদ্ধার করা হয়। শনিবার উদ্ধার হয় আরও দু'টি দেহ। নিখোঁজদের মধ্যে অন্তত দেড়শো জন ওই খনির প্রশাসনিক দফতরের কর্মী বলে জানায় দমকল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাঁধটি যখন ভেঙে পড়ে, তখন খনির প্রশাসনিক ভবনটিতে অন্তত ৪২৭ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে এখনও অবধি ২৭৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। প্রশাসন জানায়, শনিবার প্রায় ২০০ জন উদ্ধার অভিযানে নেমেছিলেন।  বাঁধটি ভেঙে পড়ায় মাটি এবং জলের স্রোত পাশের ব্রুমাডিনহো শহরের দিকে ধেয়ে আসে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। শহরের বিশেষ ক্ষতি না হলেও গাছপালা এবং খেত নষ্ট করে ফেলেছে মাটি-জলের স্রোত। পাশাপাশি জলের তোড়ে একটি ব্রিজও ভেঙে পড়েছে বলে খবর। ধ্বংস হয়ে গিয়েছে বেশ ক