Posts

Showing posts from August 22, 2018

অভিনব আবিষ্কার, এবার ভূমিকম্প থেকে জীবন বাঁচাবে ‘ক্যাপসুল’

Image
ভূমিকম্পের রোষ থেকে বহুতলের বাসিন্দাদের বাঁচাতে নয়া আবিষ্কার দুর্গাপুর ইস্পাত কারখানার টেকনিশিয়ান অভিজিৎ চন্দের । তাঁর তৈরি ব্ল্যাক বক্স ক্যাপসুল এখন স্বীকৃতির অপেক্ষায়। দূর্গাপুর: ভূমিকম্প। নামেই আতঙ্ক। এই বুঝি ভেঙে পড়ল ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে শেষ হয়ে গেল জীবন। অপরিকল্পিত নগরায়নে আরও বাড়ছে বিপদ। বহুতলের পায়রার খোপের দিনযাপনে অশনি সঙ্কেত। ভূমিকম্পের রোষ থেকে বহুতলের বাসিন্দাদের বাঁচাতে নয়া আবিষ্কার দুর্গাপুর ইস্পাত কারখানার টেকনিশিয়ান অভিজিৎ চন্দের । তাঁর তৈরি ব্ল্যাক বক্স ক্যাপসুল এখন স্বীকৃতির অপেক্ষায়। ২৫ এপ্রিল, ২০১৫ পুরভোটের দিন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা বাংলা। এরপর ২০১৬ সালের ২৪শে আগাস্ট । তারপর আরও কয়েকবার। ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে শহর ও জেলায়। শহর যত বেড়েছে, সংখ্যায় বেড়েছে বহুতল। বহুতলের পায়রার খোপের জীবনে এখন অভ্যস্থ নগরজীবন। অনেক ক্ষেত্রে বহুতল তৈরিতে থেকে যাচ্ছে গলদ। এবার আর ভয় নয়। ভূমিকম্প থেকে রেহাই পেতে শুধু খরচ করতে হবে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা। বাড়ি ভেঙে পড়লেও, আপনি বেঁচে যাবেন। গ্যারান্টি দিচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার টেকনিশিয়ান অভ

২০৩ রানে ব্রিটিশ বধ, সিরিজে ফিরলেন কোহলিরা

Image
প্রত্যাশামতোই পঞ্চম দিনে ইংল্যান্ডকে অল আউট করে তৃতীয় টেস্ট জিতে নিল ভারত। ৩১৭ রানে শেষ হয়ে গেল ব্রিটিশ ব্যাটিং লাইনআপ। ট্রেন্টব্রিজ টেস্টে ২০৩ রানে জয় বাকি দুই টেস্টের আগে আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে। পাঁচ টেস্টের সিরিজে ভারত ১-২ পিছিয়ে রয়েছে।  মঙ্গলবার শেষ উইকেটে লড়াই করার পর আজও খেলা শুরু করেন জেমস অ্যান্ডারসন ও আদিল রশিদ। কিন্তু, ১৭ বল পরই রবিচন্দ্রন অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ তুলে দেন অ্যান্ডারসন। এরপরই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে ব্যর্থ হওয়ার পর ট্রেন্টব্রিজে তৃতীয় টেস্টে স্বমহিমায় দেখা যায় ভারতীয় ব্যাটিংকে। এবার শুধু অধিনায়ক বিরাট কোহলি নন, রান পেলেন শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেও। আলাদা করে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া।  দুরন্ত শতরানের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যানরা যেখানে খেল দেখিয়েছেন, সেখানে যোগ্য সঙ্গ দিয়েছেন বোলাররাও। চোট সারিয়ে ফিরেই পাঁচ উইকেট নিয়ে কামাল দেখালেন যশপ্রীত বুমরা। ব্যাটে অর্ধশতরানের পর বল হাতেও উইকেট তুলেছেন পান্ডিয়া।  ৩০ অগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তার আগে সপ্তাহ

গাছের রসেই নিকেশ মসা, যুগান্তকারী আবিষ্কার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের।

Image
বর্ধমানঃ মশা মারতে কামান দাগা অনেক হয়েছে। এবার ডেঙ্গু-সহ মশাবাহিত বিভিন্ন রোগের মোকাবিলায় এসে গিয়েছে অত্যাধুনিক পদ্ধতি। মশককূলের বিনাশ করবে 'গ্রিন সিন্থেসাইজড ন্যানো পার্টিকল'।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মশা গবেষণাগারের এই আবিষ্কার এখন পেটেন্ট পাওয়ার প্রতীক্ষায়। পেটেন্ট মিললেই বাণিজ্যিকভাবে বাজারে চলে আসবে অত্যাধুনিক এই আবিষ্কার। ডেঙ্গু-সহ মশাবাহিত অন্যান্য রোগ মোকাবিলায় এই প্রযুক্তি যুগান্তকারী হয়ে থাকবে বলেই আসা করছেন গবেষকরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তথা বিজ্ঞানী গৌতম চন্দ্রর তত্ত্বাবধানে গবেষক অনুপম ঘোষ ও অঞ্জলি রাওয়ানি এই আবিষ্কার করেছেন। অনুপমবাবু বর্তমানে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ও অঞ্জলিদেবী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। গৌতমবাবু দীর্ঘদিন ধরেই মশা নিয়ে গবেষণা করছেন। ডেঙ্গু-সহ মশাবাহিত রোগ প্রতিরোধে তিনি নিত্যনতুন আবিষ্কার ও পদ্ধতি অবলম্বন করে সফলতা এনে দিয়েছেন। মশা নিধনে ২০১৩ সাল থেকে ন্যানো পার্টিকল নিয়ে গবেষণা করছেন তাঁরা। শেষ পর্যন্ত এসেছে সাফল্য।   মঙ্গলবার গৌতমবাবু জানান, গাছের রসের সঙ্গে সিলভার (রুপো) ও কপার (তামা)-র যৌগ মিশিয়ে এই

দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও সন্তানের উপর অ্যাসিড হামলা !

Image
কৃষ্ণনগর: পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড হামলার শিকার এক গৃহবধু ও তাঁর সন্তান। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার জাফর নগর এলাকায়। আক্রান্ত গৃহবধুর নাম সোমা দাস। বয়স ২৬ বছর। ঘটনার পর থেকে পালিয়ে গেলেও পরে ওই মহিলার অভিযুক্ত স্বামী তপন দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। পুলিশ সূত্রের খবর, ধানতলা থানার জাফর নগরের বাসিন্দা পেশায় দিনমজুর তপন দাসের সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় শান্তিপুরের বাসিন্দা সোমা দাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই প্রায়সই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত তপন। অভিযোগ, মঙ্গলবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সোমাকে আবার মারধর শুরু করে তপন। সোমা তার প্রতিরোধ করলে স্ত্রীকে ফের মারতে থাকে। চুলের মুঠি ধরে মারার সময় স্ত্রীর দুই হাতে অ্যাসিড ঢেলে দেয় স্বামী তপন। এতে সোমার দুই হাত পুড়ে যায়। আহত হয় তাদের এক সন্তানও। পরে দুই সন্তানকে নিয়ে আহত অবস্থাতেই বাড়ি থেকে কোনওক্রমে পালাতে সক্ষম হয় সোমা দেবী।   সোমা দাসের অভিযোগ, 'আমার স্বামী রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করে। মঙ্গলবার রাতেও মারধর করছিল। আমার চুলের মুঠি ধরে আমার মুখে

বিয়ে ভাঙার পরেও প্রেম! সম্পর্কের টানাপোড়নে আত্মঘাতী কলেজ ছাত্রী।

Image
কাটোয়া: পাকা কথাই শুধু নয়, আর্শীবাদ পর্যন্ত হয়েছিল। কিন্তু, বিয়ে ভেঙে যায়। এদিকে ততদিন পাত্র-পাত্রী একে অপরকে ভালবেসে ফেলেছেন! বিয়ে নিয়ে টানাপোড়েনে শেষপর্যন্ত গলা দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। কোনও পক্ষই অবশ্য এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।   পূর্ব বর্ধমানের ভাল্য গ্রামের তরুণী প্রিয়াঙ্কা সাহা। এ বছরই উচ্চমাধ্যমিক পাশ করে কাটোয়া কলেজে ভরতি হয়েছিলেন তিনি। প্রায় মাস ছয়েক ধরে মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয়াঙ্কার বাড়ির লোকেরা। বর্ধমানেরই ভাতারের বাসিন্দা শুভেন্দু সাহার সঙ্গে বিয়ে পাকা কথাও হয়ে গিয়েছিল। মাস দেড়েক আগে পাত্রকে আর্শীবাদও করে এসেছিলেন প্রিয়াঙ্কার বাড়ির লোকেরা। কিন্তু, শেষপর্যন্ত বিয়ে ভেঙে দেন তাঁরা। মৃতার বাড়ির লোকের বক্তব্য, বিয়ের কথা চলার সময়ে চাকরি নিয়ে তাঁদের ভুল তথ্য দিয়েছিলেন শুভেন্দু। এমনকী, আর্শীবাদের উপহার পছন্দ না হওয়ায় হবু শ্বশুরবাড়ির লোকেদের রীতিমতো অপমান করেন তিনি। জানা গিয়েছে, বিয়ের ভাঙার পরেও শুভেন্

২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা রাহির

Image
জাকার্তা : এশিয়ান গেমসে ভারতের চতুর্থ সোনা। ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ভারতীয় মহিলা শুটার রাহি সার্নোবত। এই নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় পদক জিতলেন রাহি। ফাইনাল শুটঅফে রাহির বিপক্ষে ছিলেন থাইল্যান্ডের ইয়াংপাইবুন নাপহাশওয়ান। ৩৪ স্কোর করে এশিয়ান গেমসের রেকর্ড করেন রাহি। এবং সোনা জিতে নেন। এশিয়ান গেমসের প্রথম সোনা জয়ের পর রাহিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা।  শুটিংয়ে এটি ভারতের দ্বিতীয় সোনা। এর আগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন ১৬ বছরের সৌরভ চৌধুরি। আজ এই ইভেন্টেই ব্রোঞ্জ জিতলেন কোরিয়ান প্লেয়ার কিম মিনজাং। হারালেন চিনা প্রতিনিধি লিন ইউয়েমেইকে। প্রথম দশের মধ্যে এলেন আরও এক ভারতীয়। মনু ভাকের শেষ করলেন ছয় নম্বরে। কোয়ালিফাইং রাউন্ডে ১৬ নম্বরে শেষ করেছিলেন মনু। রাহি ৫৮০ পয়েন্ট নিয়ে শেষ করেছিলেন সাত নম্বরে।

২৬-০, এশিয়াডে বিশ্বরেকর্ড ভারতের

Image
জাকার্তা : ৮৬ বছরের রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের গ্রুপ B-র ম্যাচে হংকং চায়নাকে ২৬-০ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। দেশের হয়ে সবথেকে বড় জয় পেল রুপিন্দর সিংরা। ১৯৩২ অলিম্পিকে অ্যামেরিকাকে ২৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসে সেই রেকর্ড ভেঙে গেল। ১৯৯৪ সালে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নিউজ়িল্যান্ডের। সামাওকে ৩৬-১ ব্যবধানে হারায় কিউয়িরা।  বিশ্বের ৪৫ নম্বর দলের বিরুদ্ধে সহজেই খেলা শুরু করে ভারত। মাত্র তিন মিনিটে প্রথম গোল করে ভারত। এরপর ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এই প্রথম দুটি গোল আসে রুপিন্দর পালের শটে। ম্যাচে হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিং ও আকাশদীপ সিং। গোল পেয়েছেন মনপ্রীত সিং,ল ললিত উপাধ্যায়, বরুণ কুমার, এস ভি সুনীল, বিবেক সাগর, সিমরানজিৎ সিং ও সুরিন্দর কুমার।

পেটিএম ব্যবহার করেন? আপনার জন্য ব্যাপক ছাড়ের সুযোগ

Image
নয়াদিল্লি: এবার নামীদামি অডিও ব্র্যান্ডের উপর থাকছে আকর্ষণীয় ছাড়৷ শুধু তাই নয়, রয়েছে ক্যাশব্যাকও৷ Paytm Mall এর এই ছাড়ের তালিকায় থাকছে JBL, Sony, Apple, এবং Sennheiser মতো নামগুলি৷ অফারটিতে গ্রাহকরা Apple AirPods এর উপর পাবেন ১২৫০ টাকার ক্যাশব্যাকের সুযোগ৷ অনেকেই জানেন না, কিছুদিন আগেই Paytm Mall যোগ করেছে নতুন অডিও স্টোর৷ যেখানে থাকছে উন্নতমানের ব্যাটারিসম্পন্ন Apple AirPods. দাম থাকছে একেবারে সস্তা৷ ক্যাশব্যাক ছাড়াও রয়েছে ছাড়৷ সবমিলিয়ে, দাম নেমেছে ১১,২৪৭ টাকায়৷ অন্যদিকে, JBL Flip 4 ব্লুটুথ স্পিকার থাকছে মাত্র ৬৭৪০ টাকায়৷ যেটিতে গ্রাহকরা পাবেন ১১৯০ টাকার বিশেষ ছাড়৷ ৫১১৮ টাকার ছাড়ের পর JBL Flip 3 দাম পৌঁছেছে ৪৮৭২ টাকায়৷ Jabra Elite 25E ওয়ারলেস ব্লুটুথ হেডসেট ২৮৫০ টাকায়৷ যেটির উপর Paytm Mall এ দেওয়া হয়েছে ২৫ শতাংশের ফ্ল্যাট ক্যাশব্যাক৷ এক চার্জেই যেটি চলবে ১৮ ঘন্টা পর্যন্ত৷ Sony HT-RT40 হোম অডিও সিস্টেম, ছাড়ের পরিমান ৫০০৪ টাকা৷ Paytm Mall এর অডিও স্টোরে অন্যান্য ব্রান্ডের উপরেও থাকছে ছাড়৷

প্রথমে প্রেম, শারীরিক সম্পর্ক! তারপর অপহরণ করে ৩ দিন ধরে কিশোরীকে ধর্ষণ যুবকের

Image
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বেশ কয়েকবার দুজন শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল যুবক। কিন্তু, তারপর বিয়েতে অস্বীকার করে সে। ওই ছাত্রীকে বিয়ে করতে বেঁকে বসে অভিযুক্ত যুবক। অভিযোগ, এবার ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে টানা ৩ দিন ধরে ধর্ষণ করল অভিযুক্ত। তারপর বাড়ির সামনেই ফেলে দিয়ে যায় তাকে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়। মালদার হরিশচন্দ্রপুরের রণথল গ্রামের বাসিন্দা কয়েস আলি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এলাকার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কয়েস। তারপর ওই কিশোরীর সঙ্গে শারীররিকভাবেও ঘনিষ্ঠ হয়। নির্যাতিতা কিশোরীর মা জানিয়েছেন, যুগলের সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হতেই তাঁরা দুজনকে বিয়ে দেবেন বলে স্থির করেন। কয়েস তাকে বিয়ে করতে রাজি আছে বলে বাড়িতে জানায় ওই কিশোরীও। কিন্তু সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর যেই কিশোরীর বাড়ি থেকে কয়েসকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়, তখনই বেঁকে বসে কয়েস। বিয়ে করতে অস্বীকার করে সে। এরপরই চলতি বছর জুন মাসে কয়েস আলির বিরুদ্ধে বিয়ের মিথ্যে প্

প্রকাশ্যে পশুহত্যা বন্ধ করতে হবে রাজ্য সরকারকে, রায়ে জানাল কলকাতা হাইকোর্ট

Image
বখরি ইদে প্রকাশ্যে পশুহত্যা করা যাবে না। মঙ্গলবার এক রায়ে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, গরুর সঙ্গে ইদ - উল - আজহার পরবের কোনও সম্পর্ক নেই। ইসলামেও গোহত্যা আবশ্যিক নয়।  এদিন সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করেন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিনের রায় মেনে বখরি ইদ উজ্জাপনে সরকারি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতিদ্বয়। তাছাড়া প্রকাশ্যে গরু, মহিষ-সহ যে কোনও প্রাণীহত্যা যে নিষিদ্ধ তাও সরকারি নির্দেশনামায় উল্লেখ করতে হবে বলে জানিয়েছে আদালত। আদালত স্পষ্ট করে দিয়েছে, প্রকাশ্যে প্রাণীহত্যা কঠোর ভাবে নিষিদ্ধ।  আশু মোঙ্গিয়া নামে জনৈকের দায়ের করা মামলায় বিচারপতিরা বলেন, ১৯৫০ সালে 'পশ্চিমবঙ্গ পশুহত্যা নিয়ন্ত্রণ আইন' প্রণয়ন হয়েছিল। তার পর ৬৮ বছর কাটলেও কেন উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে পারেনি সরকার? এই নিয়ে অ্যাডভোকেট জেনারেলকে ভর্তসনাও করেন বিচারপতিরা। বলেন, আইন তৈরির পর পরিকাঠামো নির্মাণের জন্য কি ৬৮ বছর যথেষ্ট নয়?  আদালতে পরিকাঠামোর অপ্রতুলতার কথা স্বীকার করে অ্যাডভোকেট জেনারেল কিশোর গুপ্ত বলেন, 'রা

জামাইবাবুর সঙ্গে শারীরিক সম্পর্ক? চাকদায় কিশোরী খুনে নয়া মোড়

Image
নদীয়ার চাকদায় ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। দ্বাদশ শ্রেণির ছাত্রী বর্ষা দাসকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল কিশোরীর জামাইবাবু তারক দাসকে। গ্রেফতার করা হয়েছে জামাইবাবুর এক সহযোগীকেও। খুনের ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। চাকদার মদনপুরের আলাইপুরের বাসিন্দা ছিল বর্ষা। শুক্রবার বিকেলে মদনপুরে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বর্ষা। ৩ দিন নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী।  তারপর সোমবার দুপুরে চাকদার কামালপুর এলাকায় একটি পরিত্যক্ত জলাশয় থেকে বর্ষার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে। পুলিস জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বর্ষাকে। খুনের ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ ও অভিযোগের তির গিয়ে পড়ে পড়শি যুবক অজয় দাস ওরফে ছোটনের দিকে। বর্ষার বাড়ির লোক অভিযোগ করে, পড়শি যুবক অজয় তাঁদের মেয়েকে উত্যক্ত করত। নানাভাবে কুপ্রস্তাব দিত। বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করত। বর্ষার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অজয়কে গ্রেফতার করে পুলিস। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিস বুঝতে পারে, বর্ষাকে উত্যক্ত করলেও খুনের পিছনে অজয়ের হাত নেই

চাকদহে নিখোঁজ ছাত্রী খুন, দেহে নৃশংসতার চিহ্ন

Image
বারাকপুর: চাকদহ থানার আলাইপুর বেলতলার নিখোঁজ একাদশ শ্রেণীর স্কুল ছাত্রীকে নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছে। সোমবার ধনিচা থেকে বস্তাবন্দি একটি অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার হয়। তারপরই তদন্তে নেমে পুলিস জানিয়েছে, মৃতের নাম বর্ষা দাস (১৭)। সে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। টিউশন পড়তে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দু'দিন পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সোমবার বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পুকুরের ধার থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। পুলিসের এক আধিকারিক বলেন, পরিবার খুনের মামলা রুজু করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষারা ছ'বোন, এক ভাই। বর্ষা সব থেকে ছোট। বাকি চারজনের আগেই বিয়ে হয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে তারও বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছিল। গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সে টিউশন পড়তে যায়। রাত পর্যন্ত না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এমনকী যেখানে টিউশন পড়তে যাওয়ার কথা ছিল সেখানেও খোঁজ নিয়ে জানা যায়, সে সেদিন পড়তেই যায়নি। সোমবারই পরিবারের লোকজন নিখ

হোয়াটস অ্যাপে আসা সারপ্রাইজ মেসেজের লিঙ্কে বিপদ

Image
 আসানসোল: হোয়াটস অ্যাপে আসা সারপ্রাইজ মেসেজের লিঙ্ক থেকে ফাঁস হয়ে যেতে পারে গোপন তথ্য। গণেশ পুজো কিংবা বিজয়া দশমীর মতো দিনগুলিতে চমক দিয়ে শুভেচ্ছা জানাতে প্রিয়জনরা বিভিন্ন ধরনের লিঙ্ক হোয়াটস অ্যাপে পাঠান। তাতে কখনও লেখা থাকে লাল চিহ্নের মাঝে আঙুল দিয়ে চাপ দিলেই গণেশের আশীর্বাদ এবং লাড্ডু পাবেন। আবার কখনও বলা হয়, গোল চিহ্নে টাচ করলেই ভালো কিছু পাবেন। লিঙ্কে টাচ করলেই কখনও ভেসে ওঠে ১৫ আগস্টের আগাম শুভেচ্ছা বার্তা, আবার কখনও ভেসে ওঠে লাড্ডু সহ গণেশের ছবি। আধিকারিকরা বলছেন, প্রিয়জনদের পাঠানো লিঙ্ক সবসময় আপনার কাছে শুভেচ্ছাবার্তা হয়ে আসবে এমনটা নয়, অনেক সময় আপনার কাছে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে। বুড়ো আঙুল দিয়ে লিঙ্কে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনার গোপন তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। স্টেট ব্যাঙ্কের পুরুলিয়া, দুর্গাপুর এলাকার রিজিওনাল ম্যানেজার অজয় কুমার সিনহা বলেন, লিঙ্কে বুড়ো আঙুল দিয়ে টাচ করলে আধারের তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে। তাই এই সব লিঙ্ক এড়িয়ে যাওয়া ভালো। পাশাপাশি ফোনে কাউকেই ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়া উচিত নয়। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে ব্যাঙ্ক অ্যাকা

লোকাল ট্রেনেও বসবে সিসিটিভি ক্যামেরা

Image
নয়াদিল্লি : কলকাতা-হাওড়ার লোকাল ট্রেনগুলিতে বসছে সিসিটিভি ক্যামেরা। এমনই পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। তবে সর্বাগ্রে রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করা হবে। তারপর মুম্বই শহরতলির ট্রেনগুলিতে এই ব্যবস্থা কার্যকর করা হবে। তৃতীয় ধাপে কলকাতা এবং হাওড়ার লোকাল ট্রেনগুলিতে এহেন পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো হবে। একইসঙ্গে রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বই-দিল্লির পাশাপাশি দিল্লি-হাওড়া রুটের সমস্ত ট্রেনের গতিবেগ বৃদ্ধির ব্যাপারেও চিন্তাভাবনা করছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক। সেক্ষেত্রে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের গড় গতিবেগ করা হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। উল্লেখ্য, ২০১৮-'১৯ সালের আর্থিক বাজেটেই যাত্রী নিরাপত্তার স্বার্থে ট্রেনগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এবং সেইমতোই প্রথমে উল্লিখিত প্রিমিয়াম ট্রেনগুলির প্রতিটি কোচে অন্তত চারটি করে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে রেলমন্ত্রক। তারপর ধাপে ধাপে মুম্বই শহরতলি এবং কলকাতা ও হাওড়ার লোকাল ট্রেনগুলিতে এ

বাইকে লিফট দেওয়ার নাম করে শুনশান জায়গায় গৃহবধুকে ধর্ষণ

Image
গান্ধীনগর: ২৬ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের ভরুত জেলায়।, পুলিশ জানিয়েছেন, ঝাগডিয়া তালুকার হালোদ গ্রামের বাসিন্দা মহিলা ভরুচ জেলার ঝাগডিয়া পুলিশ থানায় আট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে৷ মহিলার অভিযোগ করেছেন, তিনি যখন পাশের গ্রামে যাচ্ছিলেন তখন ইকবাল ট্র্যাক্টরওয়ালা নামের এক ব্যাক্তি তাকে মোটরবাইকে লিফট দেওয়ার কথা বলে৷ পরিচিত বলে সে মোটারসাইকেলে উঠে বসে৷ ইকবাল তাকে একটি নিঃঝুম এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ও কাউকে না বলা হুমকি দেয় বলে অভিযোগ৷ শুধু তাই নয়, এরপরেও একাধিকবার মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগ ইকবালের বিরুদ্ধে। ভয়ে দিনের পর দিন কাউকে জানানো সম্ভব হয়নি তার। তার অভিযোগে জানায়, ততাকে চুপ করে থাকার কথা বলে না হলে প্রাণে মারারহ হুমকি দেয়৷ কিন্তু অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নির্জাতিতা মহিলা। ঝাগড়িয়া পুলিশ থানার অফিসার বি আর বারিয়া জানিয়েছেন, মহিলা এই সম্পর্কে তার স্বামীকে বললে তারা দুজনে থানায় আসে৷ প্রথমিক তদন্তে পুলিশ এই মামলায় কিছু অসংগতি লক্ষ্য করলেও মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে৷

অশান্ত কাশ্মীর! গুলি করে হত্যা বিজেপি নেতাকে

Image
গুলি করে হত্যা করা হল কাশ্মীরের বিজেপি কর্মী সাবির আহমেদ ভাটকে। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। রাখ-ই-লিটার এলাকায় সাবির আহমেদ ভাটকে জঙ্গিরা গুলি করে হত্যা করে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সাবিরকে জঙ্গিরা অপহরণ করেছিল। এরপরে তাঁর সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চলানো হয়। রাজ্যে গত সপ্তাহে পুরসভা ও পঞ্চায়েত ভোট ঘোষণার পরে সাবির আহমেদ ভাটই হলেন প্রথম রাজনৈতিক কর্মী, যাকে হত্যা করা হল। বিজেপি সভাপতি টুইটে ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে থাকা যুবকদের থামাতে পারবে না। বিজেপি কর্মীর হত্যায় তিনি ক্ষোভ প্রকাশও করেছেন। দীর্ঘদিন হিংসা চলতে পারে না বলে মন্তব্য করেছেন অমিত শাহ। টুইটে অমিত শাহ বলেছেন, বিজেপি কর্মীর জীবনদান ব্যর্থ হবে না। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গতবছরে, বিজেপি যুব শাখার নেতা গওহর আহমেদ ভাটকে সোপিয়ানে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা।

এম.এ পাস করে রাজমিস্ত্রির কাজে কেরালা পাড়ি, ঘরে ফিরছে নিথর দেহ

Image
বন্যায় কোনও ত্রাণ গিয়ে পৌঁছয়নি সিরাজির হাতে। মেলেনি কোনও চিকিত্সা, প্রয়োজনীয় ওষুধ। এম.এ পাস করে কাজের জন্য কেরলে পাড়ি দিয়েছিলেন কোচবিহারের যুবক সিরাজি আলম। বন্যায় আটকে পড়ে আর ঘরে ফেরা হল না। কোচবিহারের মেখলিগঞ্জের কাসিমের হাট এলাকার বাসিন্দা ছিলেন সিরাজি আলম। জন্ম থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই। কিন্তু কখনওই হাল ছাড়েননি সিরাজি আলম। অনেক লড়াই করে পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন। তাঁর লড়াই, তাঁর পরিশ্রম তাঁকে বিফল করেনি। দারিদ্র্যের চোখে চোখ রেখে যুঝে এম.এ পাস করেছিলেন আলম। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। পড়াশোনায় ডিগ্রি অর্জন আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রুটি-রুজি রোজগার করা, দুয়ের মধ্যে বিস্তর ফারাক। এম.এ পাস করে সিরাজির শুরু হয়েছিল নতুন সংগ্রাম। জীবিকা অর্জনের সংগ্রাম। অনেক জায়গায় ঘুরেও একটা চাকরি জোটেনি। এদিকে পরিবারে অভাব নিত্য সঙ্গী। অনটনের সংসারে বাধ্য হয়েই এম.এ পাস করেও রাজমিস্ত্রির কাজ বেছে নেন সিরাজি। রাজমিস্ত্রির কাজ করতে গ্রামের অন্য যুবকদের সঙ্গে কেরল পাড়ি দিয়েছিলন সিরাজি। সেখানেই ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করছিলেন। কিন্তু কেরলের সর্বগ্রাসী বন্যা এবার সেটুকুও কেড়ে নিল। বন্যায় আটক

সারদা দুর্নীতিতে রাজীব কুমার সহ ৪ আইপিএস কর্তাকে তলব সিবিআই-এর

Image
সারদা দুর্নীতিতে এবার সিবিআই-এর নজরে রাজ্যের ৪ আইপিএস অফিসার। আর্থিক নয়ছয়ের ঘটনায় এই ৪ আইপিএস অফিসারকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদা দুর্নীতিতে এবার সিবিআই-এর নজরে রাজ্যের ৪ আইপিএস অফিসার। আর্থিক নয়ছয়ের ঘটনায় এই ৪ আইপিএস অফিসারকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ৪ আইপিএস অফিসার কারা? সূত্রের খবর, সিবিআই-এর আতস কাচের তলায় রয়েছে পুলিস কমিশনার রাজীব কুমার নাম। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পাশাপাশি, এই তালিকায় নাম রয়েছে অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েল, আইজি রেল তমাল বসু ও প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষেরও। এই ৪ আইপিএস কর্তাকেই সারদা কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিজি-কে ই-মেল করেছে সিবিআই। জানা যাচ্ছে, ২৪ অগাস্টের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। অর্থাত্, শুক্রবারের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্বটি সারতে চায় সিবিআই। তবে এখনও পর্যন্ত, সিবিআই-এর চিঠির প্রেক্ষিতে রাজ্য পুলিস প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, মঙ্গলবারই রাজীব কুমারের সিবিআই দফতরে আসার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। আজ বিনীত গোয়েলকে সিজিও কমপ্লেক্স

ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষককে নগ্ন করে হাঁটানো হল রাস্তায়

Image
অভিযুক্ত শিক্ষককে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে মারধরের পর নগ্ন করে শহরের রাস্তায় হাঁটানো হল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরু শহরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম রামবাবু। এলুরু শহরেরই একটি স্কুলে ইংরেজির শিক্ষক তিনি। অভিযোগ, গত দু'বছর ধরে এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করেছেন তিনি। সম্প্রতি ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ছাত্রীটিকে গর্ভপাতের ওষুধ খাওয়ান রামবাবু। পরিবারের দাবি, বিষয়টি বাড়িতে প্রথমে জানাতে চায়নি ছাত্রীটি। কিন্তু তার শারীরিক কিছু লক্ষণ ধরা পড়ার পর বাড়ির লোকেদের সন্দেহ হয়। চাপাচাপি করতেই বিষয়টি সামনে আসে। এর পরই ছাত্রীর বাড়ির লোকজন দলবল নিয়ে রামবাবুর বাড়িতে চড়াও হন। তাঁকে বাড়ি থেকে টেনে বার করে প্রথমে চলে বেধড়ক মার। তার পর রামবাবুর পোশাক খুলিয়ে নগ্ন করে শহরের ব্যস্ত রাস্তায় হাঁটানো হয়। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন কেউ কেউ। হাঁটাতে হাঁটাতে রামবাবুকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই রামবাবুকে পোশাক দেওয়া হয় লজ্জা নিবারণের জন্য

শুটিং এখনও বন্ধ, নতুন সিদ্ধান্ত নিল চ্যানেল

Image
সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত 'ফাগুন বউ' ধারাবাহিকের একটি দৃশ্য। গত শনিবার থেকে টেলি পাড়ায় শুটিং বন্ধ। চরম অচলাবস্থা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবারও কোনও সমাধান সূত্র বের হয়নি। বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনও ব্যাঙ্কিং এপিসোড জমা পড়েনি। ফলে এই অচলাবস্থায় কর্তৃপক্ষ পুরনো এপিসোড দেখাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে স্টার কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে তাঁদের সিদ্ধান্ত জানিয়েছেন। চ্যানেলের দাবি, বেশিরভাগ ধারাবাহিকের স্লটেই নতুন এপিসোড জমা পড়েনি। ফলে চ্যানেল ওই স্লটে বাছাই করা এপিসোড দেখাতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এ ছাড়া আর কোনও উপায় নেই বলে জানিয়েছেন তাঁরা।  শেষ পর্যন্ত সমাধান সূত্র কি আদৌ বেরবে? তার জন্য আর কতদিন অপেক্ষা করবেন সকলে? সত্যিই কি যুযুধান দু'পক্ষ একসঙ্গে আলোচনার টেবিলে বসবেন? এখন এ সব প্রশ্নেরই উত্তর খুঁজছে টেলি ইন্ডাস্ট্রি।

মুম্বইয়ের বহুতলে আগুন, অনেকের আটকে থাকার আশঙ্কা

Image
ফের আগুন মুম্বইয়ের আবাসনে। সাতসকালে আগুন লাগলো মুম্বইয়ের একটি বহুতল আবাসনে। আবাসনটির একদম ওপরের তলায় বেশ কিছু বাসিন্দা আটকে আছেন বলে জানা গিয়েছে। তাঁদের নিরাপদে বের করে আনতে চলছে উদ্ধারকার্য। হিন্দমাতা সিনেমা হলের পাশেই ক্রিস্টাল টাওয়ার। মুম্বইয়ের পারেল এলাকায় এই আবাসনটির চারপাশ এখন আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অগ্নিকাণ্ডটিকে 'লেভেল ৩' মাত্রার বলে জানিয়েছে দমকল। দমকল সূত্রে খবর, বহুতলটির নয় আর দশ নম্বর তলায় প্রথমে আগুন লাগে। তারপর তা আশপাশে ছড়াতে শুরু করে। একটি ক্রেনের সাহায্যে ওপরের তলাগুলিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করেছে দমকল। যদিও আর কত জন ভেতরে আটকে আছেন, তা এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রশাসন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। গত বছর ডিসেম্বরে মুম্বইয়ের একটি বহুতলের ছাদের রেস্তঁরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন মারা গিয়েছিলেন।

বখরি ইদ ২০১৮: কুরবানি দেওয়া পশুর সঙ্গে সেলফি নয়, রাজ্য জুড়ে কড়া সতর্কবার্তা যোগী আদিত্যনাথের

Image
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ লখনউ: মুসলিমদের পবিত্র উৎসব বখরি ইদ ৷ সেই উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা দেশ ৷ এই উৎসবে প্রিয় পোষ্যের মায়া ত্যাগ করে উৎসর্গ করা হয় আল্লার নামে ৷ কিন্তু সেই বখরি ইদেই একাধিক নিষেধাজ্ঞা জারি হল উত্তরপ্রদেশে ৷ গোটা রাজ্য জুড়ে সর্বসমক্ষে পশু কুরবানি দেওয়া যাবে না ৷ এর পাশাপাশি ধর্মীয় বিশ্বাসে যাতে আঘাত না লাগে, সেই কারণে কুরবানি দেওয়া পশুর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না ৷ উত্তরপ্রদেশের জেলা প্রশাসকের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স চলাকালিন এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শুধু তাই-ই নয় ৷ প্রকাশ্যে কোথাও যাতে বলি দেওয়া পশুর কোনও রক্ত না দেখা যায় ৷ সেই বিষয়টি নিয়েও আগেভাগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ৷ যদি কেউ এই নির্দেশ অমান্য করেন ৷ তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ ৷ এইদিন নামাজ পরে, কুরবানি দেওয়া হয় বাড়ির আদরের পোষ্যকে ৷ মায়ার জিনিসকে আল্লাহর কাছে উৎসর্গ করা হয় ভক্তি ভরে ৷ দীর্ঘ বছর ধরে এই নিয়ম মেনেই হচ্ছে বখরি ইদ পালন ৷ তবে, নিজের আদরের পোষ্যকে কুরবানি দ

ডায়াবিটিস থেকে চোখ, ভালো গবেষণা শহরেই

Image
দাঁতের গোড়ায় কি লুকিয়ে থাকে ডায়াবিটিসের পূর্বাভাস? মাড়ি দেখে কি আগাম বোঝা সম্ভব, ডায়াবিটিস থাবা বসাতে পারে ভবিষ্যতে? বিশেষ একটি মাড়ির রোগ নিয়ে গবেষণা করতে করতে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চলছে শহরেরই একটি সরকারি হাসপাতালে।  এসএসকেএমের এন্ডোক্রিনোলজি বিভাগের একদল গবেষক বিজ্ঞাননির্ভর কিছু তথ্যের উপর ভিত্তি করেই আন্দাজ করছেন, আগামী দিনে ডায়াবিটিসের শিকড় বর্তমানে লুকিয়ে থাকতে পারে মামুলি পেরিওডন্টাইটিস (মাড়ির এক রকম প্রদাহ) নামের অসুখে। প্রকল্পের মুখ্য গবেষক, এন্ডোক্রিনোলজির শিক্ষক-চিকিৎসক সতীনাথ মুখোপাধ্যায়ের কথায়, 'রোগাক্রান্ত মাড়ি থেকে সংগৃহীত মাইক্রো-আরএনএ বিশ্লেষণ করা হচ্ছে। দেখা যাচ্ছে, পেরিওডন্টাইটিস হলে শরীরে এমন কিছু রাসায়নিকের সংশ্লেষ হয় যা ইনসুলিন ক্ষরণে বিঘ্ন ঘটায় ভবিষ্যতে।'  অবশ্য শুধু মাড়ির রোগ নিয়েই নয়, ডায়াবিটিস সম্পর্কিত গুচ্ছ গবেষণা চলছে এসএসকেএমে। এবং তাকে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসক মহল। কেননা, বর্তমানে ডায়াবিটিসের মিষ্টি ছোবলের গ্রাসে সমাজের একটা বড় অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবও বলছে, এ দেশই সারা দুনিয়ায় ডায়াবিটিসের রাজধানী। আগামী দিনের ভ্রূকূটি

চলছে বেপরোয়া কয়লাচুরি, প্লাবনের শঙ্কা খনিতে

Image
আসানসোল : আশু কোনও ব্যবস্থা নেওয়া না হলে, যে কোনও দিন বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে পারে ইসিএলের সোদপুর এরিয়ার নরসুমদা কোলিয়ারি। কয়লা চোরেদের বেপরোয়া চুরির জন্য তৈরি হয়েছে অজস্র র৵াট হোল বা ইঁদুরের গর্ত। ফলে নরসুমদা কোলিয়ারির খনি গর্ভের পিট (দেওয়াল) ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। ফলে খনিতে জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার থেকে চাষনালার মতো এই কোলিয়ারিতে জল ঢুকে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসার পর খনি আধিকারিক থেকে শ্রমিক সংগঠনগুলি শঙ্কা প্রকাশ করেছে।  জানা গিয়েছে, সম্প্রতি নরসুমদা কোলিয়ারির ম্যানেজার-সহ পাঁচ সদস্যের একটি দল কোলিয়ারির খনি পিট পরিদর্শন করেন। তার একটি রিপোর্টও তাঁরা তৈরি করেছেন। সেই রিপোর্টেই খনি গর্ভের অভ্যন্তরের চেহারা স্পষ্ট হয়েছে। ওই রিপোর্টো বলা হয়েছে, গত ৯ অগস্ট কোলিয়ারির সেফটি অফিসার-সহ পাঁচ জনকে নিয়ে পরিদর্শন করেন ম্যানেজার। পরিদর্শনে দেখা গিয়েছে, কোলিয়ারির খনি গর্ভে জল ঢোকা আটকাতে যে দেওয়াল রয়েছে, তার অনেকটাই চোরেরা কেটে নিয়েছে। এর ফলে ওই দেওয়াল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তা যে কোনও সময় ভেঙে পড়তে পারে।  এ প্রসঙ্গে সোদপুর এরিয়ার সিটু নেতা তথা জেসিসির

সিধু শান্তির দূত, বিতর্ক থামাতে বললেন ইমরান

Image
নয়াদিল্লি: বিতর্ক মিটেও মিটছে না। একদিকে মোদীর চিঠি, অন্য দিকে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে নভজ্যোত সিং সিধুর উপস্থিতি --- জোড়া বিতর্কে জেরবার ভারত-পাক সম্পর্ক। সেই বিতর্ক থামাতেই এ বার ময়দানে নামলেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিধুকে ধন্যবাদ জানিয়ে তাঁর সমালোচকদের বিঁধলেন ইমরান। সেই সঙ্গে কাশ্মীর-সহ অন্যান্য বিষয় নিয়ে ভারত-পাক আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে মোদীর চিঠি-বিতর্কেও ইতি টানার চেষ্টা করলেন। সমালোচনার মুখে পড়ে চুপ থাকেননি সিধু নিজেও। পাল্টা প্রশ্ন তুলেছেন, ইমরানের শপথগ্রহণে যাওয়ার জন্য তাঁর যদি সমালোচনা হয়, তবে আচমকা লাহোর সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন উঠবে না কেন?  গত শনিবার ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সিধু। সেখানে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসা এবং পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করার জন্য প্রশ্নের মুখে পড়েন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। অনেকেই সিধুকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেন। সে প্রসঙ্গ টেনেই এ দিন পাক প্রধানমন্ত্রী ইমরান

ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করল Tata Sky

Image
হাইলাইট ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু হয়েছে শিঘ্রই লঞ্চ হবে Jio GigaFiber। তার ঠিক আগেই ভারতে ব্রডব্যান্ড পরিষেবা শুরু করল Tata Sky। রেজিস্ট্রেশান শুরু হলেও এখনো Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হয়নি। আপাতত ভারতে 12 টি শহরে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেছে Tata Sky। কোন শহরে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে তা কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। ওয়েবসাইটে। 100 Mbps স্পিডে নতুন এই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে Tata Sky। আপাতত মুম্বাই, থানে, দিল্লি, গাজিয়াবাদ, মিরা ভয়ন্দর, গুরগ্রাম, নয়ডা, পুনে, ভোপাল, চেন্নাই, বেঙ্গালুরু ও আমেদাবাদ শহরে এই পরিষেবা শুরু হয়েছে। কোন এলাকাতে এই পরিষেবা শুরু হয়েছে কী না কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই শহরের গ্রাহকরা নিজের পিন কোড দিয়ে তা দেখে নিতে পারবেন। এক মাস, তিন মাস পাঁচ মাস নয় মাস ও বারো মাসে প্যাকেজে Tata Sky ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যাবে। এক মাসের প্যাকে 5Mbps, 10Mbps, 30Mbps, 50Mbps আর 100Mbps স্পিডের প্য

দেশ জুড়ে বকরি ঈদ 22 অগাস্ট, দেখে নিন এই দিনটির গুরুত্ব

Image
দিল্লিতে জামা মসজিদ ঘোষণা করেছে যে 22 আগস্ট বকরি ঈদ 2018 উদযাপন করা হবে। পবিত্র উৎসবের দিনে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। হাইলাইটস 22 অগাস্ট দেশ জুড়ে পালিত হবে বকরি ঈদ নবী ইব্রাহিমের ত্যাগের কথা স্মরণে রেখেই এই উৎসব মাটনের নানান রান্না এই দিনটির ঐতিহ্যবাহী অংশ নিউ দিল্লি: 22 শে আগস্ট দেশ জুড়ে উদযাপন করা হবে বকরি ঈদ। সারা বিশ্বে ইসলামের অনুগামীদের দ্বারা উদযাপিত এই উৎসবটিকে ঈদ আল আধা নামেও অভিহিত করা হয় যার আক্ষরিক অর্থ "উৎসর্গের উৎসব"। এই উৎসব স্মরণ করিয়ে দেয় যে, ঈশ্বরের প্রতি আনুগত্য ও ভক্তিমূলক আচরণের প্রমাণ দিতে গিয়ে নবী ইব্রাহিমের তাঁর নিজের পুত্রকে বলি দিতে চেয়েছিলেন। বিশ্বব্যাপী এই উত্সব উদযাপনের প্রতীক হিসেবে মুসলিমরা একটি ছাগল বলিদান দেন এই সময়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে, উৎসবটি আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ে, কিন্তু ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, বকরি ঈদ আল-হিজার-এর শেষ মাসে উদযাপন করা হয়। দিল্লিতে জামা মসজিদ সম্প্রতি ঘোষণা করেছে যে 22 আগস্ট বকরি ঈদ 2018 উদযাপন করা হবে। পবিত্র উৎসবের দিনে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রশাসনিক অফিস

আরব আমিরশাহির 700 কোটির সাহায্য সম্ভবত গ্রহণ করবে না কেন্দ্র

Image
নিউ দিল্লি: স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেরালা। এই সময় রাজ্যের জন্য আর্থিক ও কারিগরী- দু'রকম সহায়তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মঙ্গলবার ঘোষণা করেন যে, সংযুক্ত আরব আমিরশাহি এই বন্যাবিধ্বস্ত রাজ্যটিকে নতুনভাবে গড়ে তোলার জন্য 700 কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে। যদিও, কেন্দ্র সম্ভবত সেই প্রস্তাবটি গ্রহণ করবে না। "এখনও পর্যন্ত কেন্দ্র কোনওরকম আর্থিক সহায়তা কেরালার জন্য নেয়নি অন্য কোনও দেশের কাছ থেকে। তাই, সংযুক্ত আরব আমিরশাহির এই প্রস্তাবও যে তারা গ্রহণ করবে না, তা আন্দাজ করাই যায়", এনডিটিভিকে বলেন কেন্দ্রীয় সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যদিও, শেষমেশ এই সিদ্ধান্ত বিদেশমন্ত্রকই নেবে বলেও জানান তিনি। বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে যে তারা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রস্তাব পায়নি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়েছে, বিদেশে বসবাসকারী ভারতীয়রা কেরালার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য পাঠাতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। ওই অর্থ যে করমুক্ত অর্থ হিসেবেও গ্রহণ করা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। &qu

হস্তশিল্প সম্মেলনে ১১৩ কোটির বিদেশি বরাত; রাজ্যের ঘোষণা ২ লাখ কর্মসংস্থান

Image
কলকাতা : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্মেলন থেকে ১১৩ কোটি টাকার বিদেশি বরাত পেল বাংলার হস্তশিল্প। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দু'দিন ব্যাপী সম্মেলন চলছিল। সেই সম্মেলনে চিন, জাপান, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ গ্রাম-বাংলার হস্তশিল্পে বিনিয়োগ করার কথা জানিয়েছে। গ্রাম বাংলার হস্তশিল্পকে বিশ্বমানের করতে আগেই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হস্তশিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের তুলে আনতে নানারকম অনুদানের ব্যবস্থা করা হয়েছে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার সুবিধা ছাড়াও গ্রাম বাংলার হস্তশিল্পের মানোন্নয়নের জন্য আরও অনেক সুবিধা প্রদান করেছে রাজ্য সরকার। এসবের পাশাপাশি গ্রাম বাংলার হস্তশিল্পকে আরও সুবিধা দিয়ে উন্নত করে তুলতে দু'দিনের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওই সম্মেলন শুরু হয়েছিল সোমবার। গতকাল ছিল শেষ দিন। এখানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র গ্রাম বাংলার প্রান্তিক শিল্পীদের সরকারি সুবিধা প্রদানের কথা তুলে ধরেন। বলেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিস্তার ঘটাতে বর্তমান সরকার সচেষ্ট। এই সরকার সাত বছরের মেয়াদকালে মোট ১

উদ্ধার তিন অপহৃত শিশু, পুলিশের জালে দুই মহিলা

Image
হয়দরাবাদ: অভিযান চালিয়ে তিন অপহৃত শিশুকে উদ্ধার করল হয়দরাবাদ পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে দুই মহিলা অপহরণকারীকে৷ পুলিশ সূত্রে খবর, মায়ের সঙ্গে সেকেন্দ্রাবাদ স্টেশনে গিয়েছিল ছোট্ট আয়ুষ৷ মা খাবার কিনে ফিরে এসে দেখেন ছেলে নেই৷ স্টেশনের চার পাশ খুঁজেও আয়ুষকে খুঁজে পায়নি তার মা৷ সঙ্গে সঙ্গে রেল পুলিশকে পুরো বিষয়টি জানান তিনি৷ অভিযোগ পেয়েই স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখে রেল পুলিশ৷ তারা খবর দেয় হয়দরাবাদ পুলিশকে৷ সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি বেসরকারি বাসে তাদের উঠিয়ে দুজন মহিলা অন্যত্র নিয়ে যাচ্ছে৷ কোনও যাত্রীকে মাঝপথে না নামিয়ে বাসটিকে ফের স্টপেজে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে৷ বাসটি ফিরে এলে উদ্ধার করা হয় আয়ুষকে৷ সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় অপহৃত দুই মহিলাকেও৷ শুধু আয়ুষই নয়, অপহরণ করা হয়েছিল আরও দুই শিশুকে৷ তাদেরও উদ্ধার করা হয় ওই বাস থেকে৷ ধৃত দুই মহিলার সঙ্গে বড় কোনও শিশু পাচার চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

সোশ্যাল দুনিয়ায় বিজেপিকে টক্কর দিতে ডিজিটাল কনক্লেভ অভিষেকের

Image
কলকাতা: সোশ্যাল মিডিয়াটা ভালো করে করতে হবে৷ সোশ্যাল মিডিয়াটা দেখে নিতে হবে, অভিষেক, ডেরেককে৷ নিজের বক্তব্যে বেশ কয়েকবার এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় সচেতন করতে ডিজিটাল কনক্লেভের আয়োজন করা হয়েছে ১০ সেপ্টেম্বর নজরুল মঞ্চে৷ প্রধান বক্তা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক পথ পেরিয়ে এসেছেন, সেখানে তাঁর মুখের কথাই কয়েক কোটি জনতার কাছে লড়াই করে বেঁচে থাকার 'অক্সিজেন' ছিল৷ রাস্তা নেমে লড়াই আর লাল শাসকের বিরুদ্ধে বিক্ষোভ আর প্রতিবাদের ভাষা, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন বাংলার মানুষকে। তবে সেদিন ছিল আলাদা। রাজনীতির গতিপথ অন্যদিকে ঘুরেছে। স্মার্টফোন আর Application এ ব্যস্ত মানুষ ফেসবুক, টুইটারে অনেক বেশি সময় কাটায়। ভার্চুয়াল দুনিয়া অনেক কাছে টানে আম জনতাকে। একই সঙ্গে গুরুত্ব কমেছে পড়ার মোড়ের পলিটিক্যাল আড্ডার। এখন যেন ফেসবুক গ্রুপেই বিতর্কের ঝড় উঠেছে। আজকাল পৃথিবীর যেকোনো জননেতাই মানুষের সঙ্গে সর্বক্ষণ যোগযোগ রাখতে সোশ্যাল মিডি

কামারহাটিতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার সূচনা

Image
বারাকপুর: ফ্রি ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত হল উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকা৷ ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ কামারহাটি রাজ্যের অন্যতম প্রাচীন শহরগুলির একটি৷ এই শহরেই রয়েছে দক্ষিনেশ্বর, আদ্যাপিঠ৷ এছাড়া রয়েছে কামারহাটি পুরসভা, ভৈরব গাঙ্গুলী কলেজ, বেলঘরিয়া থানা, সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল । প্রত্যকেদিন বহু মানুষ আসেন এই শহরে৷ শহর ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত হওয়ায় উপকৃত হবেন তারা। তিন কোটি টাকা ব্যয়ে ওয়াইফাই জোন তৈরী করা হয়েছে কামারহাটি পুরসভা অঞ্চলে । এবার থেকে দেশ বিদেশের ভক্তদের পাশাপাশি কামারহাটির মানুষ বিনামুল্যে এই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট পরিষেবা পাবেন। মঙ্গলবার কামারহাটি পুরসভা সংলগ্ন বিটি রোডের পাশে অনুষ্টান মঞ্চ থেকে সবুজ পতাকা নেড়ে মন্ত্রী ফিরহাদ হাকিম কামারহাটি শহরে বিনামূল্যে ওয়াইফাইপরিষেবার সূচনা করেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''কামারহাটি রাজ্যের আধুনিকতম শহর হিসেবে স্বীকৃতি পেল। এই শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন অঞ্চলে মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবেন। গোটা পৃথিবীর সঙ্গে

এই রাজ্যেই ১৮ হাজার কর্মী নিয়োগ করবে Amazon

Image
নয়াদিল্লি: এবার আমাজন কমাবে বেকারত্বকে৷ ই-কমার্স সংস্থাটি নিয়োগ করতে চলেছে ১৭,৮২৩ জন ফুল-টাইম কর্মী৷ ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে মোট আমাজন কর্মী সংখ্যা ৫,৬০,০০০ এরও বেশি৷ বলা বাহুল্য, পুরো ই-কমার্স ইন্ডাস্ট্রির উপর আধিপত্য বিস্তার করেছে এই ই-কমার্স সংস্থাটি৷ বাণিজ্যিক পরিধিকে বাড়ানোর উদ্দ্যেশ্যেই সংস্থার নিয়েছে সিদ্ধান্তটি৷ তাই, আপনিও হতে পারেন অ্যামাজনিয়ন৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার হায়ারিং ওয়েবসাইটে৷ যেখানে রয়েছে হাজারো জব ওপেনিংস৷ বর্তমানে, ভারতে বেশ কিছু জায়গায় রয়েছে আমাজনের শূন্যপদ৷ যার মধ্যে বেঙ্গালুরুতে ৪৮৫ , চেন্নাইতে ৮৫ , দিল্লিতে ১৩, হায়দরাবাদে ২৬৯ এবং মুম্বইতে ৪৭ টি পদ রয়েছে৷ কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়, আমাজনে আবেদন প্রক্রিয়াটি 'অ্যান ওপেন বুক টেস্ট' এর মতন হয়ে থাকে৷ তবে, উত্তীর্ণ হওয়ার সহজ উপায়ও রয়েছে৷ আবেদনকারীকে জানতে হবে সংস্থার ১৪ টি নিয়ম৷ জানাতেই শেষ নয়, সেগুলিকে প্রমান করতে হবে আলোচনার সময়৷ জানতে হবে গ্রাহকের পছন্দকে৷ আবেদন প্রক্রিয়া এবং ইন্টারভিউ সর্ম্পকিত যাবতীয় তথ্য প্রার্থীরা আমাজন হায়ারিং ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন

পঞ্চায়েতের রায় এখন ভবিষ্যৎ, নয়া বিজ্ঞপ্তি জারি করে মমতার সরকার দিল মস্ত চাল

Image
রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এদিকে পঞ্চায়েত মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায় ক্রমেই পিছিয়ে চলেছে। যদিও শুনানি শেষ হয়েছে সোমবার। এক সপ্তাহের মধ্যে রায়দান হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। কিন্তু আর কালক্ষেপ না করে যে সমস্ত পঞ্চায়েত বোর্ড গঠন হচ্ছে না, সেখানে তত্ত্বাবধায়ক নিয়োগ করার সিদ্ধান্তই নিল রাজ্য সরকার। বোর্ড গঠন করা যাচ্ছে না যে সমস্ত পঞ্চায়েতে, সেখানে পরিচালনার দায়িত্বে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। অর্থাৎ প্রশাসক নিয়োগ করেই পঞ্চায়েত চালাবে রাজ্য। মঙ্গলবার পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায় এসে গেলে ফের পরিকল্পনা বদল ঘটাতে পারে সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, জেলা পরিষদে দায়িত্ব পালন করবেন জেলাশাসক, পঞ্চায়েত সমিতি স্তরে দায়িত্ব পালন করবেন মহকুমা শাসক আর গ্রাম পঞ্চায়েত স্তরে দায়িত্ব পালন করবেন বিডিওরা। তাঁদের হাতেই অর্থ খরচের ক্ষমতাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সোমবার সুপ্রিম কোর্টের

২৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি বিজয়নের

Image
কেরলে ত্রাণ পাঠাচ্ছেন কলকাতা বিমানবন্দরের সিআইএসএফ অফিসারেরা। উদ্ধারকাজ থেকে এ বার মন দেওয়া হচ্ছে পুনর্বাসনে। কেরলের রাজস্বমন্ত্রী ই চন্দ্রশেখরন মঙ্গলবার জানিয়েছেন, ৯৫ শতাংশ উদ্ধারকাজ শেষ। তাঁর কথায়, ''মঙ্গলবার শেষ হতে হতে আটকে থাকা সবার কাছে আমরা পৌঁছতে পারব বলে মনে হচ্ছে।'' তবে এখন চিন্তা বাড়াচ্ছে রোগের প্রকোপ। যে ভাবে বিভিন্ন জায়গায় পশুর দেহ ভেসে বেড়াচ্ছে, তাতে জলবাহিত রোগের আশঙ্কা বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রকের কাছে আজ আকাশপথে ৬০ টন জরুরি ওষুধ পৌঁছে যাওয়ার কথা। গত কাল রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকের পরে কেন্দ্রের কাছে ২৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি আগেই বলেছিলেন, বন্যায় রাজ্যে ক্ষতির পরিমাণ অন্তত ২০ হাজার কোটি টাকা। আপাতত বেশির ভাগ অংশে রেল ও সড়ক পথে যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর সাফ করাটাও একটা বিরাট কাজ। যার জন্য বড়সড় অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সময়ে সপ্তাহভর ওনাম উৎসব চলার কথা। বন্যা পরিস্থিতিতে ২৫ অগস্ট ওনামের সরকারি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। আগামিকাল ব

চাঁদের পিঠে বরফের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Image
নাসার পাঠানো ছবি। চাঁদের দক্ষিণ মেরু (বাঁ দিক) ও চাঁদের উত্তর মেরুতে (ডান দিক) 'সারফেস ওয়াটার আইস'-এর অস্তিত্বের (নীল অংশ) কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের পৃষ্ঠে বেশ কিছুটা এলাকা জুড়ে রয়েছে 'ওয়াটার আইস' বা বরফ। এই বরফ গলেই পরবর্তীতে জল তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটাই জানালেন বিজ্ঞানীরা। চন্দ্রপৃষ্ঠের উত্তর ও দক্ষিণ মেরুতেই নাকি রয়েছে এই বরফ। ভারতের পাঠানো মহাকাশযান চন্দ্রযান-১-এর তোলা ছবি থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। ২০০৮ সাল থেকে ২০০৯ সালে চন্দ্রযান-১-র তোলা ছবি থেকে এই তথ্য জানা গিয়েছে। 'প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস' পত্রিকায় এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদের কালো অংশ রয়েছে বরফ, এমনটাই জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চন্দ্রযান-১-এর 'দ্য মুন মিনারোলজি ম্যাপার' যন্ত্রে এই বরফের অস্তিত্বের কথা জানা গিয়েছে। চাঁদের মাটি থেকে মাত্র কয়েক মিলিমিটার উচ্চতায় ওই হিমায়িত জলের সন্ধান পাওয়া গিয়েছে বলে এ বার চাঁদে জলের সন্ধানে গবেষণা ও পর্যবেক্ষণের কাজেও গতি আসবে বলে দাবি করছেন মহাকাশবিজ্

‘মুক্তহস্তে দান করুন’, কেরলের জন্য আমিরশাহি সরকারের আবেদন, টুইটারে ধন্যবাদ মোদীর

Image
সাবধানে: বানভাসি কেরলে জল নামছে, তবে এখনও আটকে বহু। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা। পাশে স্থানীয়েরাও। মঙ্গলবার এর্নাকুলম জেলায়। ছবি: পিটিআই। খবরের কাগজগুলো বিদেশি। কিন্তু তার প্রথম পাতায় কেরলের বন্যার খবরই সব চেয়ে বড় করে ছাপা। সঙ্গে পাতা-জোড়া বিজ্ঞাপন। তাতে দেশের ব্যবসায়ীদের অনুরোধ করছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার— 'কেরলের জন্য মুক্তহস্তে দান করুন।' ওয়েবসাইটগুলোও বিদেশি। কিন্তু তাতে সরাসরি দেখানো হচ্ছে কেরলের বন্যার ছবি। কাতারের রাস্তায় সরকারি পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে চলছে পদযাত্রা। কেরল নিয়ে সচেতনতা বাড়াতে। আমিরশাহি সরকার জানিয়ে দিয়েছে, কেরলের জন্য ভারতকে ৭০০ কোটি টাকা দেবে তারা। যদিও সূত্রের দাবি, অন্য কোনও দেশের থেকে অর্থসাহায্য নিতে চাইছে না নরেন্দ্র মোদী সরকার। সে অবশ্য পরের কথা। কিন্তু ভিন্‌দেশের একটি রাজ্যের জন্য একাধিক দেশ থেকে এ ভাবে সাহায্যের হাত এগিয়ে আসার নজির বড় একটা নেই। কারণটা কী? উপসাগরীয় দেশগুলোর বক্তব্য, তাদের উন্নতিতে মালয়ালিদের অবদান অনস্বীকার্য। এ বার সময় এসেছে সেই ঋণ ফিরিয়ে দেওয়ার। প্রায় ৩০ লক্ষ ভারতীয় আমিরশাহিতে বসবাস এবং চাকরি করেন। তাঁদের আশি শতাং