২৬-০, এশিয়াডে বিশ্বরেকর্ড ভারতের


জাকার্তা : ৮৬ বছরের রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের গ্রুপ B-র ম্যাচে হংকং চায়নাকে ২৬-০ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। দেশের হয়ে সবথেকে বড় জয় পেল রুপিন্দর সিংরা।

১৯৩২ অলিম্পিকে অ্যামেরিকাকে ২৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসে সেই রেকর্ড ভেঙে গেল। ১৯৯৪ সালে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নিউজ়িল্যান্ডের। সামাওকে ৩৬-১ ব্যবধানে হারায় কিউয়িরা।

 বিশ্বের ৪৫ নম্বর দলের বিরুদ্ধে সহজেই খেলা শুরু করে ভারত। মাত্র তিন মিনিটে প্রথম গোল করে ভারত। এরপর ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এই প্রথম দুটি গোল আসে রুপিন্দর পালের শটে। ম্যাচে হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিং ও আকাশদীপ সিং। গোল পেয়েছেন মনপ্রীত সিং,ল ললিত উপাধ্যায়, বরুণ কুমার, এস ভি সুনীল, বিবেক সাগর, সিমরানজিৎ সিং ও সুরিন্দর কুমার।