Posts

Showing posts from July 16, 2018

ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি

Image
মেদিনীপুর: বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷ সেই পরিকল্পনা মতনই আজ বাংলায় এসে পৌঁছান মোদী ৷ তবে, লক্ষ্য একটাই ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা দখল ৷ সেই উদ্দেশেই বাংলার মানুষের মনে তৃণমূলের প্রভাবে ফাটল ধরাতে সচেষ্ট হলেন মোদি ৷ তাই 'সিন্ডিকেট রাজ'-কে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন মোদি ৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল 'সিন্ডিকেট রাজ' প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন, মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷ বিরোধীদের খুনেও সিন্ডিকেটের সাহায্য ৷ বাংলার পরম্পরাকে অপমান করছে সিন্ডিকেট ৷ সিন্ডিকেটকে মদত দিয়ে চলেছে তৃণমূল ৷ কলেজে ভরতিতেও

‘৫০ লাখের ক্রোয়েশিয়া ফাইনাল খেলছে, আমরা খেলছি হিন্দু-মুসলমান’

Image
হরভজন সিংহ। ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন মুখ আছেন যাঁরা সব বিষয়েই তাঁদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় জানিয়ে থাকেন। তা নিয়ে তোলপাড়ও কম হয় না। এ বার ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমনভাবে কাউকেই বিশেষ কিছু বলতে দেখা যায়নি। তবে বিশ্বকাপ ফুটবল শেষে ভারতের প্রাক্তন স্পিনার বড় একটা প্রশ্ন তুলে দিলেন। ঘুরিয়ে ভারতীয় ফুটবলের পরিকাঠামোকে একহাত নিলেন। সঙ্গে নেতাদেরও। ১৯৯৮ এর পর আবার ফিফা বিশ্বকাপ জিতে নিল ফ্রান্স। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। যে দেশের জনসংখ্যা ৫০ লাখের আসপাশে। যেটা ভারতের একটা রাজ্যের থেকে কম। এর থেকে বেশি জনসংখ্যা দেহরাদুন-সাহারানপুরের। সেই দেশ সবাইকে মাত দিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বকাপ ফাইনালে। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারলেও তাঁদের ফুটবলে মুগ্ধ গোটা বিশ্ব। হরভজনের প্রশ্ন, ''৫০ লাখের জনসংখ্যার একটা দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনাল খেলবে। আর আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলমান খেলছে। ভাবনা বদলাও তা হলে দেশ বদলাবে।'' বিশ্বকাপ ফাইনালে দুপুরে এটি টুইট করেন হরভজন। এবং ভারতীয় ফুটবলের জন্য একটা প্রশ্ন তুলে দেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ খেলেছে। ভারত সেই বিশ্বকাপ আয়োজন কর

কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী

Image
কান্দি: প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড হামলার শিকার এক যুবতী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, মুর্শিদাবাদের কান্দি থানার জেমো বিশ্বাস পাড়া এলাকায়। আহত যুবতীর নাম রবিইন নেসা খাতুন। ২০ বছরের রবিইন এখন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জল তোলা নিয়ে রবিইনের বচসা বাঁধে প্রতিবেশী কাশিম সেখ, রেনুকা বিবি ও আশিদা বিবির সঙ্গে। ঝগড়ার জেরেই রবিইনের উপর অ্যাসিড হামলা করে কাশেম সেখ, আশিদা বিবি ও রেনুকা বিবি। তিনজনের বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দমদমে ফাঁস বড়সড় মধুচক্র

Image
কলকাতা: এলাকায় অনেকদিন ধরেই চলছিল মধুচক্র৷ বার বার অভিযোগ জানানোর পরও লাভ হয়নি৷ অবশেষে কাউন্সিলরের উদ্যোগে ৭ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরের এরটি বাড়িতে হানা দেয় দমদম থানার পুলিশ৷ ধৃত ৭ জনের মধ্যে ২ জন মহিলা ও ৫ জন পুলিশ৷ সুভাষনগরের ওই বাড়িতেই অনেকদিন ধরে চলত মধুচক্র৷ ৪-৫টি বাইক সবসময় বাড়ির বাইরে থাকত৷ দফায় দফায় সেই বাড়িতে মহিলারা ঢুকতেন৷ তাঁদের বাইকে নিয়ে আসা হত৷ এলাকাবাসীদের অভিযোগ সত্ত্বেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ৷ এরপর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদারকে গোটা বিষয় জানানো হয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন তিনি৷ কাউন্সিলরের এই উদ্যোগে খুশি এলাকাবাসী৷ পুলিশকেও আরও তৎপর হওয়ার কথা বলেন কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার৷৪ দিন আগেই ১২ জুলাই কোন্নগরে বিরাট মধুচক্র সিআইডির জালে আসে৷ পুরসভার গেষ্ট হাউসে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর৷ ঘণ্টার হিসাবে দেওয়া হত ঘর ভাড়া৷ মনোরঞ্জনের জন্য দালাল মারফত মহিলাদের আনা হত এখানে৷ দেহ ব্যবসা চালাতে সামাজিক মাধ্যমকেও ব্যবহার করত দালালরা৷ মহিলাদের ছবি দিয়ে জোগাড় করা হত ক্লায়েন্ট৷ নিখুঁত ভাবে চ

সন্তান ধারণে সমস্যা? নেপথ্যে এই পাঁচটি কারণ নয় তো?

Image
সাত পাকে বাঁধা পড়লে সব দম্পতিই বাবা-মা হতে চান। বাড়িতে নতুন সদস্যের আগমন অনুভব করতে ভালবাসেন দম্পতি। কিন্তু অনেক সময়ই সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। গবেষণা বলছে, গত কয়েক বছরে ভারতে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন দম্পতি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। একরকম নয়, নানাধরনের বিষয়ই বাধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। আর সন্তান ধারণে যে মহিলারাই সমস্যায় পড়েন, তেমনটা নয়। ৩১ বছর বয়সের উর্ধ্বে প্রায় ৪০ শতাংশ ভারতীয় পুরুষও বন্ধ্যাত্বের শিকার। কিন্তু কেন দিনের পর দিন এই সংখ্যাটা বেড়ে চলেছে? বিশেষ পাঁচটি কারণ তুলে ধরছেন বিশেষজ্ঞরা। গবেষকদের মতে, বর্তমান লাইফস্টাইলই এর জন্য দায়ী। খাওয়া-দাওয়ার অনিয়ম, সুস্থ পরিবেশে থাকার অভাব, অবাধ যৌনজীবনই বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই চিকিৎসকদের সর্বপ্রথম পরামর্শ, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত জরুরি। নাহলে সংসারে নতুন সদস্য আনার প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলাই শ্রেয়। ভাল বাবা-মা হতে হলে আপনাকেও তো পরিশ্রম করতে হবে। তাই এই বিষয়গুলি মাথায় রাখুন। বয়স: সন্তান ধারণে বয়স একটা বড় ফ্যাক্টর। ২০ বছর বয়সে আপনি কীরকম জীবনযাপন করছেন, তা এক্ষ

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে গণধর্ষণ

Image
তমলুক: প্রেমিকার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁশকুড়ায়৷ শনিবার গভীর রাতে পাঁশকুড়া থানার উত্তর মেচগ্রাম এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্তদের নাম অয়ন সিংহ (২০) ও বিভাস মাইতি (২২)৷ তারা খেজুরি ও পাঁশকুড়ার কাঁটাবনি এলাকার বাসিন্দা৷ ইতিমধ্যেই ওই দুই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অয়ন খেজুরির বাসিন্দা হলেও পাঁশকুড়ার কাঁটাবনিতে মামাবাড়িতে থেকেই পড়াশোনা করত। সে হলদিয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় নির্যাতিতা নাবালিকার সঙ্গে খুবই সন্তর্পণে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অয়ন। সেই সম্পর্কের সূত্রেই ওই নাবালিকা স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। শুধু তাই নয়, গোপনে ওই ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে। এমন অবস্থায় শনিবার রাতে ফোন করে ওই ছাত্রীকে বাড়ি থেকে বেড়িয়ে আসার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত৷ কিন্তু তা অস্বীকার করলে মোবাইলে তোলা গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়

‘ওকে ছেড়ো না!’ মৃত্যুর আগে ভাইকে টেক্সট দিল্লির বিমানসেবিকার

Image
মৃত্যুর ঠিক আগে অনেককেই টেক্সট মেসেজ করেন অ্যানিসিয়া। ছবি: অ্যানিসিয়া বাত্রার ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে। স্ত্রী-র টেক্সট মেসেজটা পেয়েই ছাদে ছুটে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও তাঁকে খুঁজে পাননি। এর কিছু ক্ষণ পরেই স্ত্রী অ্যানিসিয়ার নিথর দেহ মিলল। অভিযোগ, ছাদ থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। তবে একে আত্মহত্যা বলতে নারাজ মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, পণের দাবি না মেটানোয় অ্যানিসিয়াকে খুন করতে পারেন তাঁর স্বামী ময়ঙ্ক সিঙ্ঘভি। ঘটনার তিন দিন পর ফের মৃতার দেহের ময়নাতদন্ত করেছে পুলিশ। দিল্লির ডিসিপি (সাউথ) রোমিল বানিয়া জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই ঘটনা ঘটে। মৃতের নাম অ্যানিসিয়া বাত্রা (৩২)। জার্মান বিমান সংস্থা লুফৎহান্‌সা এয়ারলাইন্স-এর বিমানসেবিকা অ্যানিসিয়া দক্ষিণ দিল্লির হজ খাস এলাকায় বছর সাতেক ধরেই ময়ঙ্কের সঙ্গে একটি বাড়িতে বসবাস করতেন। বছর দুয়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ওই ঘটনার সময় ময়ঙ্ক বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন। মৃত্যুর ঠিক আগে ময়ঙ্ককে একটি টেক্সট মেসেজ করেন অ্যানিসিয়া। তাতে তিনি লিখেছিলেন, এ বার যে কোনও রকমের চূড়ান্ত সিদ্ধান্

শুধু মাথাই নয়! সঙ্গমে শরীরের কোন কোন জায়গার ব্যাথা কমে?

Image
মাথাব্যাথার অব্যর্থ ওষুধ নাকি যৌনসঙ্গম! সম্প্রতি চমকে দেওয়ার মতো এমনই মন্তব্য করেছেন- আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান,  অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। তাঁর মতে, সঙ্গমের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয় । শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যাথার হাত থেকে রেহাই মেলে। তাঁর দাবি  শুধু মাথাই নয়, শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সারে। তাঁর পরামর্শ , শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যথা ঘাঁটি গাড়লে পেইন কিলার না খেয়ে বরং নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন। লরেনের কথায়,  যৌনতার উত্তেজনায়, সাময়িক ক্ষণের জন্য হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয় । এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়। তবে পরিশেষে তাঁর উপলব্ধি, প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে কিন্তু এই মতবাদ কার্যকরী নয় । তখন প্রয়োজন চিরাচরিত পেইন কিলার খেতে হতে পারে তবে অবশ্যই তা চিকিৎসকেরা পরামর্শ মেনে।

স্ত্রীর সঙ্গে পরকীয়া আইপিএস অফিসারের, অভিসারের ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক

Image
এবার পরকীয়ায় জড়ালো আইপিএস অফিসারের নাম। নিজের স্ত্রীর সঙ্গে আইপিএস অফিসারের অবৈধ সম্পর্ক রয়েছে। যুগলের আপত্তিকর ভিডিও ক্লিপিংস প্রকাশ করলেন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁর স্ত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছেন ওই পুলিশকর্তা। শুধু তাই নয়, তাঁদের আপত্তিকর ভিডিও দেখে ফেলেছেন জানতে পেরে, তাঁকে এনকাউন্টারের খুনের হুমকিও দিয়েছেন অভিযুক্ত আইপিএস অফিসার। এরপরেই ওই পদস্থ পুলিশকর্তার বিরুদ্ধে থানায় যান তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, পুলিশও অভিযোগ নিতে গড়িমসি করে। পরে একপ্রকার বাধ্য হয়েই রবিবার রাতে একটি জেনারেল ডায়েরি নেয় পুলিশ। সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে দরবার করবেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। রবিবার দায়ের করা অভিযোগের সঙ্গে একটি ভিডিও ক্লিপিংসও দেখান অভিযোগকারী ব্যক্তি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পোশাকেই তাঁর স্ত্রীকে চুম্বন করছেন ওই আইপিএস অফিসার। দিন দুয়েক আগে স্ত্রীর ফোনেই ভিডিওটি দেখতে পান তিনি। এরপরেই থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে আপত্তিকর সম্পর্ক সামনে আসায় বেকায়দায় পড়েছেন ওই পুলিশকর্তা। অভিযোগ, এই তথ্যপ্রযুক্তি কর্মীকে এনকাউন্

কুকুরকে ধর্ষণ! পাশবিক ঘটনায় চাঞ্চল্য কলকাতায়

Image
এই কুকুরটিই মানুষের পাশবিক লালসার শিকার হয়েছিল। কৃতিপর্ণার দায়ের করা এফআইআর এর কপি।   ঠিক কত দূর বিকৃতমনা হয়ে উঠতে পারে মানুষ? এর উত্তর আমাদের কাছে নেই। শুধু একের পর এক নতুন ঘটনা আমাদের স্তম্ভিত করে। এমনই এক বিরল নৃশংস ঘটনা ঘটল লেকটাউনের বিধানপল্লী অঞ্চলে। রাস্তার কুকুরকে ধর্ষণ করল মানুষ। গত রবিবার লেকটাউন থানার বিধানপল্লী অঞ্চল দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলেশ মাহাতো নামে এক ব্যক্তিকে লক্ষ্য করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৃতিপর্ণা। ওই ব্যক্তিকে একটি রাস্তার কুকুর পাঁজাকোলা করে বাড়িতে নিয়ে যেতে দেখেন অভিযোগকারিনী কৃতিপর্ণা চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধুরা। সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা ওই ব্যক্তির পিছু নেন। ব্যক্তিটির বাড়িতে পৌঁছে তারা দেখেন ওই ব্যক্তি কুকুরটিকে ধর্ষণের চেষ্টা করছে। মুহূর্তের জন্য দিশেহারা হয়ে গেলেও তাঁরা কুকুরটিকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করেন। কৃতিপর্ণা চট্টোপাধ্যায় তাঁর বন্ধু প্রান্তিক চট্টোপাধ্যায়, সর্বজিৎ লোধ কুকুরটিকে বেলগাছিয়া ভেটেনারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন। কমলেশ মাহাতোর নামে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃতিপর্ণা ও তা

ট্রাম্পের অভিবাসন নীতির জের, জেলে আটকে 'অপরাধী' ৫২জন ভারতীয় অভিবাসী

Image
মার্কিন যুক্তরাষ্ট্র: ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব এবার ভারতীয়দের উপরেও । বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে ওরেগনের একটি জেলখানায় প্রায় ৫০জনেরও বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে আটক করে রাখা হয়েছে । শুধু তাই নয়, এই জেলখানায় তাঁদের সম্পূর্ণ অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে । এই অধিবাসীদের বেশিরভাগই রাজনীতি ও ধর্মীয় নিপীড়নের কারণে ঘরছাড়া । তাই আশ্রয়ের খোঁজেই তাঁরা মার্কিন-যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন । কিন্তু সম্প্রতি অভিবাসী আইন নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন ও এর ফলেই জেলখানায় আটক বহু অবৈধ অভিবাসী । এই অভিবাসীদের আইনি সহায়তা দিয়ে থাকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । তাঁদের তরফ থেকেই জানান হয়েছে শিশু থেকে শুরু করে সব বয়সের ভারতীয়দেরই এই জেলে আটক করে রাখা হয়েছে । নভনীত কর নামক একজন অধ্যাপক জানিয়েছেন যে কোনও অপরাধ না করা সত্ত্বেও তাঁদের সাথে অপরাধীদের মতই ব্যবহার করা হচ্ছে । নভনীত জানিয়েছেন এই ৫২ জনের বেশিরভাগই শিখ সম্প্রদায়ভুক্ত । রীতিমত হাতকড়া পড়িয়ে এদেরকে গ্রেপ্তার করেছে ফেডারাল পুলিশ । প্রায় ২৪ ঘন্টা এদের একটি সেলে আটকে রাখা হয়েছিল । হাতকড়া পড়া অবস্থাতেও এদের খাবার খ

ঘোষিত হল রজনী-অক্ষয় অভিনীত ছবির মুক্তির দিন

Image
রজনীকান্তের পরবর্তী ছবি ২.০ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ছবির মুক্তির দিন ঘোষিত হওয়ার আগেই ঠিক হয়ে যায় ছবির স্যটেলাইট সত্ত্ব। তবে, এই মাল্টি স্টারার ছবি কবে মুক্তি পাবে , তা নিয়ে কৌতূহল ছিল ভক্তকূলের মধ্যে। আর এরই জবাব উঠে এল এবার। ছবির পরিচালক শঙ্ক টুইটারে জানিয়েছেন আগামী ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ' ২.0'। বেশ কিছু ভিএফ এক্সের জন্য ছবিটি আটকে ছিল। ছবির মুক্তি ঘিরে প্রথমে শোনা গিয়েছিল এবছরের এপ্রিল মাসের একটি তারিখ। তবে সেদিন ছবি মুক্তি পায়নি। শেষমেশ এবছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই বিগ বাজেট ফিল্ম। ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছেন 'খিলাড়ি' অক্ষয় কুমার। এক সভায় রজনীকান্ত নিজের ভক্তদের জানান, '২.০' ভারতীয় সিনেমার একটি বিশেষ অধ্যায় হতে চলেছে। উল্লেখ্য, ছবিতে বিশেষ ধরণের ভিডিও এফেক্ট ব্যবহার করা হচ্ছে। যে সংস্থা এই এফেক্ট-গুলি তৈরি করছে, তারা 'বাহুবলী' ছবিরও ভিডিও এফেক্ট তৈরি করেছে। তবে রজনীর আশা ছবির গল্প ঘিরে। আপাতত ছবির মুক্তিতেই বোঝা যাবে ছবি মানুষের মন কতটা জয় করতে পারবে।

মেদিনীপুরের জনসভায় নমো, ভিড়ের চাপে ভেঙে পড়ল মঞ্চ

Image
বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আর পশ্চিমবঙ্গে তার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মেদিনীপুর শহরে কলেজ ময়দানে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে যোগ দিতে রাজ্যে এসেছেন নমো।  হেলিকপ্টারে মেদিনীপুরে পৌঁছনোর পর সড়কপথেই সভাস্থলে পৌঁছালেন মোদী। মেদিনীপুরে হেলিপ‍্যাড থেকে সভার মাঠে যাওয়ার পথে মোদীকে কালো পতাকা দেখালেন সিপিএম কর্মীরা। 'গো ব‍্যাক মোদী' ধ্বনি দিলেন প্রায় ৮ মিনিট। এদিন তাঁর ভাষণ বাংলাতেই শুরু করেন মোদী। জানান বিশাল জনসমাবেশ দেখে তিনি অত্যন্ত খুশি। বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান তিনি। বলেন, 'আমাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।' তবে পরে শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। সভা চলাকালীনই মোদীর মূল মঞ্চের পাশে অন্যান্য নেতাদের জন‍্য তৈরি একটি মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর আহত অন্তত ১৪ জন। মৃত্যুর আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আহতদের মধ্যে অধিকাংশই মহিলা। তাঁদের প্রত্যেককে মেদিনীপুর মেডিকাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর জন্যে প্রধানমন্ত্রীর ভাষণে কোনও

মোদিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ মেদিনীপুর শহরের এক চা-বিক্রেতার

Image
মেদিনীপুর: এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু, ছোটবেলায় রেল স্টেশনে তিনিও চা বিক্রি করেছেন। নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে চান মেদিনীপুরের শহরের বাসিন্দা রাজদীপ জানা। কিন্তু, নিরাপত্তা কারণে খোদ প্রধানমন্ত্রীকে তো আর চা খাওয়ানো সম্ভব নয়। কেটলি হাতে মঞ্চের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না তিনি। তাই প্রধানমন্ত্রীর সভায় যাঁরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সার চা খাওয়াবেন রাজদীপ। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণির ফুটপাতে চায়ের দোকান রাজদীপ জানার। রোজগার সামান্যই। মিটিং-মিছিল থাকলে, যা একটু বাড়তি আয় হয়। কিন্তু, সোমবার যে মেদিনীপুর শহরে সভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজদীপ জানেন, আজ যিনি দেশের প্রধানমন্ত্রী, ছোটবেলা তিনিও রেলস্টেশনে চা বিক্রি করেছেন। তাই মোদিকে সম্মান জানাতে  গিয়ে রোজগার যদি কিছু কম হয়, তাহলেও কুছ পরোয়া নেই। রাজদীপ জানা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সোমবার যেসব বিজেপি কর্মী-সমর্থকরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সা চা খাওয়াবেন তিনি। কারণ, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীকে চা খাওয়ানো  তো দূর অস্ত, মঞ্চের ধারেকাছেও ঘেঁষা যাবে না। অগত্যা, দুধের স্বাদ ঘোলেই মেটাত

‘হিন্দু-মুসলিম’ লড়াই ছেড়ে ক্রোয়েশিয়াকে দেখে আমাদের শেখা উচিত, ট্যুইট হরভজনের

Image
নয়াদিল্লি: জনসংখ্যা ও আয়তনে ভারতের সঙ্গে তুলনাতেই আসে না ক্রোয়শিয়া ৷ অথচ সেই দেশই মাতিয়ে দিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০১৮ ৷ প্রথমবার ফাইনালে উঠে গোটা বিশ্বের বাহবা আর অভিনন্দন কুড়িয়েছে ক্রোয়েশিয়া ৷ আর বিশ্বকাপে সেই ৫০ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়ার দুরন্ত পারফর্মমেন্স দেখেই আমাদের ১৩৫ কোটি দেশের লোককে শিক্ষা নেওয়ার কথা বলেছেন ভাজ্জি ৷ বিশ্বকাপ ফাইনালের ফুটবল জ্বরের মাঝেই ভাইরাল ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের ট্যুইট ৷ ক্রোয়েশিয়ার মতো ছোট একটা দেশকে ফুটবল বিশ্বকাপে খেলতে দেখে আর পাঁচটা ফুটবল প্রেমী ভারতবাসীর মতো হুহু করে উঠেছে ভাজ্জির মনও ৷ তিনি ট্যুইট করে লেখেন, ' মাত্র ৫০ লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলছে আর আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলমান খেলছি। ভাবনা বদলাতে হবে, তবেই দেশ বদলাবে।' ফুটবল জ্বরে মাতোয়ারা ভারত এখনও বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ অথচ বিশ্বমানচিত্রের খুদে এক দেশ ক্রোয়েশিয়া পঞ্চমবারের বিশ্বকাপেই রানার্স ৷ ভারতের প্রতিভা থাকা সত্ত্বেও দেশের ফুটবলের অবস্থা নিয়ে ক্ষুব্ধ ভাজ্জি ৷ তিনি চান শীঘ্রই বদলাক দেশবাসীর মানস

সুইস ব্যাঙ্ক ছয় দাবিদারহীন ভারতীয় অ্যাকাউন্টে পড়ে ৩০০ কোটি!

Image
দাবিদারহীন ৩৫০০টি সুইস অ্যাকাউন্টের মধ্যে ভারত ছাড়াও পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তুরস্ক, অস্ট্রিয়ার মতো অনেক দেশেরই নাগরিকদের অ্যাকাউন্ট রয়েছে। ৩০০ কোটি টাকা তিন বছর ধরে পড়ে আছে ব্যাঙ্কে যার কোনও দাবিদার নেই! আর এই টাকা ছয় ভারতীর! এমনটাই জানিয়েছে সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২০১৪-এ কেন্দ্রীয় সরকারের কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির পরও সুইস ব্যাঙ্কে জমা করা ভারতীয়দের অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। সুইস ব্যাঙ্কে বিদেশিদের রাখা টাকার নিরিখে ভারতের স্থান এখন তালিকার ৭৩-এ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়েল দাবি করেন, ২০১৯-এর মধ্যেই সুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয় অ্যাকাউন্টের সব তথ্য সরকারের হাতে চলে আসবে। এর পরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৫ সাল থেকে দাবিদারহীন ৩৫০০টি অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে। ২০১৫-এ প্রথম এই সংক্রান্ত তালিকা প্রকাশ করে সুইস ব্যাঙ্ক। ২০১৭-এ উপযুক্ত দাবিদারদের হাতে তাঁদের গচ্ছিত অর্থ তুলে দিয়ে এই তালিকা থেকে এমন ৪০টি অ্যাকাউন্ট এবং দুটো সেফ ডিপোজিট বক্স (safe deposit boxes) মুছে ফেলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এ

‘সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক; ৩৭৭ ধারা থাকা উচিত,’ অভিমত মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের

Image
সমকাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল 'ল বোর্ডের সেক্রেটারি জাফরইয়াব জিলানি। পাশাপাশি ৩৭৭ ধারার পক্ষেও জোর সওয়াল করলেন। উল্লেখ্য, ৩৭৭ ধারা নিয়ে বর্তমানে একটি মামলা আদালতের বিচারাধীন। ওই ধারায় সমকামকে অপরাধ বলে গণ্য করা হয়। এই ধারা বিলোপ করার পক্ষে সরব দেশের একাধিক মহল। এনিয়ে কথা বলতে গিয়ে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে জিলানি বলেন, 'আমরা ৩৭৭ ধারার পক্ষে। সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটিকে অপরাধ বলেই গণ্য করা উচিত।' প্রসঙ্গত, ইসলামি আইন অনু‌যায়ী সমকামকে পাপ বলেই মনে করা হয়। অতীতে মুসলিম পার্সোন্যাল 'ল বোর্ড বরবারই সমকামের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিরুদ্ধে ছিল। কিন্তু ৩৭৭ ধারা নিয়ে মামলা আদালতে ‌যেতেই তারা ভিন্ন অবস্থান নিয়েছে। এখন তাদের বক্তব্য, ৩৭৭ ধারা নিয়ে বিতর্কে নিজেদের জড়াতে চায় না বোর্ড। পাশাপাশি তারা সমকামীতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধেও সওয়াল করবে না। গোটা বিষয়টাই এখন আদালতের দিকে ঠেলে দিয়েছে 'ল বোর্ড।

উত্তরপ্রদেশে মেয়ের জন্ম দেওয়ায় মহিলাকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

Image
শামলি: কন্যাসন্তানের জন্ম দেওয়ায় এক মহিলাকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার। ওই মহিলার অভিযোগ, অসুস্থ অবস্থাতেই সাত দিনের মেয়ে সহ তাঁকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন স্বামী। তিনি বলেছেন, বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে এলে তবেই ঢুকতে দেবেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঝিনঝানা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, দু'বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে চাপ দিতেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এই অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আজ মেদিনীপুরে প্রধানমন্ত্রীর কৃষককল্যাণ সভা

Image
মেদিনীপুর : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজ ময়দানে কৃষককল্যাণ সভায় বক্তব্য রাখবেন তিনি। সাড়ে ১২টা থেকে শুরু হবে তাঁর ভাষণ। কেন্দ্রীয় সরকার ৪ বছরে কৃষকদের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা রাজ্যের মানুষের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। খরিফ শস্যের মিনিমাম সাপোর্ট প্রাইস (MSP) বা ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তই তাঁর ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর, মেদিনীপুরের সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন। পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে BJP। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছে BJP। সেকারণে এরাজ্যে আশার আলো দেখছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল বিকেলে সভার মাঠ পরিদর্শন করেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। পরে তিনি বলেন, "রাজ্যে BJP সংগঠনিকভাবে এগিয়েছে বলেই বাংলাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ। আগামী লোকসভা নির্বাচনেও বাংলার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।" আজ সকাল সাড়ে ১১টা নাগা

কনসার্টে প্রিয় গায়ককে আলিঙ্গন করে গ্রেপ্তার সৌদি মহিলা

Image
আনন্দের আতিশয্যে প্রিয় গায়ককে আলিঙ্গনাবদ্ধ করেছেন অনুরাগী। এদেশে এ অবশ্য কোনও নতুন ঘটনা নয়। যদি এমন হয়, কনসার্টে প্রিয় গায়ককে দেখে আবেগ সামলাতে পারলেন না যুবতী। তাঁকে জড়িয়ে ধরতেই পুলিশ এসে যুবতীকে গ্রেপ্তার করল। একটু কেমন কেমন লাগছে না? জড়িয়ে ধরেছে বলেই জেল? অবাক হলেও এমনটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের তৈল শহর রিয়াধে। কনসার্ট চলাকালীন গায়ককে আলিঙ্গন করেছিলেন আবেগতাড়িত মহিলা দর্শক। এই অপরাধে হিজাব পরিহিতা যুবতীকে গ্রেপ্তার করল মক্কা পুলিশের মহিলা শাখা আল-তাইফ ফাউন্ডেশন।  শুক্রবার ঘটনাটি ঘটেছে রিয়াধের পশ্চিমে তাইফ শহরের এক অডিটোরিয়ামে। ইরানি গায়ক মাজিদ-আল-মোহানদিস সংযুক্ত আরব আমিরশাহীতে বেশ জনপ্রিয়। শুক্রবার তাইফ শহরে তাঁর একক কনসার্ট চলছিল। কনসার্টের মাঝাখানেই ঘটে ঘটনাটি। আচমকাই দর্শকাসন থেকে উঠে এসে গায়ককে আলিঙ্গন করেন এক মহিলা। প্রায় সঙ্গেসঙ্গেই উপস্থিত পুলিশকর্মীরা ওই মহিলাকে সরিয়ে নিয়ে যান। একপ্রকার জোর করেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এহেন বিপত্তির পরেও গান থামাননি মাজিদ-আল মোহানদিস। এই ঘটনা এড়ালে বাকি সময় নির্বিঘ্নেই চলে কনসার্ট। এদিকে মহিলা দর্শককে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। তা

অন্তর্ভুক্ত করা হচ্ছে বেডরোলের দাম, বাড়তে চলেছে গরিব রথ ট্রেনের ভাড়া

Image
নয়াদিল্লি: বাড়তে চলেছে গরিব রথ এক্সপ্রেসের টিকিটের দাম। রেল সূত্রে খবর, এবার টিকিটের দামে বেডরোল-এর (দুটি বেডশিট, একটি তোয়ালে, একটি কভার সহ বালিশ ও একটি কম্বল) দামও অন্তর্ভুক্ত করা হবে। ফলত, প্রায় এক দশক আগে ঠিক হওয়া ২৫ টাকার টিকিটের দাম বাড়তে চলেছে। রেল সূত্রে খবর, বেডরোলে ব্যবহৃত কাপড়ের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে টিকিটের দাম পুনর্বিবেচনা করতে হয়েছে। জানা গিয়েছে, শুধু গরিব রথ নয়, অন্যান্য ট্রেনের ক্ষেত্রেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে। আধিকারিকরা জানান, গত ১০ বছরে অন্যান্য ট্রেনেও গত ১০ বছরে বেডরোলের মূল্য বৃদ্ধি হয়নি। রেলের এক শীর্ষ আধিকারিক জানান, সম্প্রতি, ডেপুটি ক্যাগের দফতর থেকে প্রশ্ন তোলা হয়, কেন গরিব রথ ট্রেনে টিকিটের দাম এত বছর বৃদ্ধি করা হয়নি। এরপরই, মূল্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় রেল। ওই আধিকারিক জানান, আগামী ৬ মাসের মধ্যেই নতুন বর্ধিত ভাড়া লাগু হয়ে যাবে। প্রসঙ্গত, বর্তমানে বাতানুকূল শ্রেণিতে যাত্রীদের বেডরোল দিয়ে থাকে রেল। এর জন্য টিকিটের মধ্যেই এই বাবদ ২৫ টাকা ভাড়া অন্তর্ভুক্ত করা হয়। ব্যতিক্রম শুধু গরিব রথ ও দুরন্ত-র ক্ষেত্রে। এই দুই ট্রেনে যাত্রীরা নিখরচায় এই বেডরোল পেয়ে

JioPhone 2 সম্পর্কিত সব প্রশ্ন ও তার উত্তর

Image
কোম্পানির ৪১তম বার্ষিক সাধারন সভায় JioPhone 2 লঞ্চের কথা ঘোষনা করেছে Reliance Jio। কম দামে 4G VoLTE ফিচার ফোন লঞ্চ করে আবার বাজারে উত্তেজনা তৈরী করেছে জিও। JioPhone 2 এর অন্যতম প্রধান ফিচার এই ফোনের QWERTY কি-বোর্ড। দেশে মোবাইল ইন্টারনেট বিপ্লবের পরবর্তী অধ্যায় JioPhone 2 এর হাত ধরেই শুরু হবে। অন্যান্য ফিচার ফোনের থেকে অনেকটাই আলাদা JioPhone 2। এই ফোনে যেমন লাইভ টিভি দেখা সম্ভব তেমনি JioPhone 2 তে WhatsApp ও YouTube সাপোর্টের কথা ঘোষনা করেছে জিও। আসুন দেখে নি JioPhone 2 সম্পর্কিত সব প্রশ্ন ও তার উত্তর। হার্ডোয়্যার JioPhone 2-তে কোন প্রসেসার ব্যবহার হয়েছে? JioPhone 2-তে ব্যবহার হয়েছে 1.2GHz ডুয়াল কোর প্রসেসার। JioPhone 2-তে কত Ram রয়েছে? JioPhone 2-তে রয়েছে 512MB RAM। JioPhone 2-তে কত স্টোরেজ রয়েছে? JioPhone 2-তে 4GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। JioPhone 2-তে microSD কার্ড সাপোর্ট করবে? হ্যাঁ। JioPhone 2-তে 128GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট করবে। JioPhone 2-তে ডুয়াল ক্যামেরা থাকবে? না, JioPhone 2-তে ডুয়াল ক্যামেরা থাকবে না। JioPhone 2-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে? না, JioPhone 2-তে ফিঙ

টার্গেট অবসরপ্রাপ্ত কর্মীরাই! শহরে কার্ড জালিয়াতির বড় চক্র ফাঁস

Image
ডেবিড কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার৷ গতকাল শনিবার রাতে বর্ধমান ও ঝাড়খন্ড থেকে এদেরকে গ্রেফতার করা হয়৷ কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখার একটি টিম অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে৷ কয়েক মাস আগে প্রায় চার লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জমা পড়ে হেয়ারস্ট্রিট থানায়৷ এরপরই ওই অভিযোগের তদন্তের দায়িত্ব নেয় কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখা৷ পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন প্রতারকদের মূলত টার্গেট অবসরপ্রাপ্তরাই৷ প্রৌঢ়-প্রৌঢ়াদেরকে ফোন করে নিজেদেরকে ব্যাংক ম্যানেজার বলে পরিচয় দিয়ে ডেবিড ও ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিত৷ এরপরই তাঁদের ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত প্রতারকরা৷ কলকাতা পুলিশের ব্যাংক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবার ধৃতদের জেরা করে জানার চেষ্টা করবে এর পেছনে আর কে কে জড়িত আছে৷

গত ২ বছরে ৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে এসেছেন: নরেন্দ্র মোদী

Image
বিরোধীদের আক্রমণ করে গরিব ও কৃষকদের জন্য তাঁর সরকারের কাজের ফিরিস্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, গত ২ বছরে দারিদ্র সীমার উপরে এসেছেন ৫ কোটি ভারতীয়। বানসাগর জলসেচ প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,''৪০ বছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছিল। তার জেরে ১০০ গুণ বেড়েছে প্রকল্পের খরচ। ১৯৭৮ সালে প্রকল্পের খরচ ছিল ৩৫০ কোটি টাকা। আজ এই প্রকল্প শেষ করতে লাগল ৩৪০০ কোটি। দেশের বিশাল ক্ষতি হল। কয়েক দশক ধরে জলসেচের সুবিধা পেলেন না কৃষকরা।'' প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে আমাদের সরকার ক্ষমতায় আসর পর আটকে থাকা প্রকল্পগুলির কাজ শুরু করি। তাদের মধ্যে ছিল বানসাগর জলসেচ প্রকল্পও। প্রধানমন্ত্রী জলসেচ প্রকল্পের সঙ্গে যুক্ত করে কাজ শুরু করি আমরা।'' কেন এতবছর ধরে এই প্রকল্প ঝুলিয়ে রাখা হল? নিজেদের জমানায় শেষ করতে পারলেন না কেন? প্রশ্ন নরেন্দ্র মোদীর। তাঁর কথায়, ''কৃষকদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে এসেছে ওরা। এতবছর ধরে কৃষকরা সমস্যায় পড়েছেন। এই প্রকল্প দুদশক আগে সম্পূর্ণ হলে লাভবান হতেন তাঁরা।'' প্রধানমন্ত্রীর কথায়,'

ডুবে যাওয়ার অভিনয় করতে করতেই পুকুরে ডুবে গেল ছাত্র

Image
ফুটবল প্র্যাক্টিস করে এসে পুকুরে ডুবে যাওয়ার অভিনয় করছিল দুই বন্ধু। কিন্তু সেই মজা যে প্রাণঘাতী হয়ে উঠবে, তা কেউই আঁচ করতে পারেনি। দু'জনের এক জনও সাঁতার না জানায় ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। কোনও রকমে বেঁচে গিয়েছে তার বন্ধু, দ্বাদশ শ্রেণির ছাত্রটি। রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে দমদম পুরসভার অন্তর্গত খলিসাকোটা বিবেকানন্দ সঙ্ঘের পুকুরে। মৃতের নাম সুমন শীল। ঘটনার সময়ে পুকুর পাড়ে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা সুমনের বন্ধু সৌরভ মজুমদারকে বাঁচান। স্থানীয় সূত্রে খবর, মাধ্যমিকের পরে বিরাটি হাইস্কুলে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছিল সুমন। ফুটবল-পাগল ছেলেটাকে মাস দেড়েক আগে খলিসাকোটার ভারতী মিলন সঙ্ঘের ফুটবল কোচিং ক্যাম্পে ভর্তি করেছিলেন জেঠু গোপাল শীল। প্রতি সপ্তাহের বৃহস্পতি এবং রবিবার সেখানে প্র্যাক্টিসে যেত মানিকপুর শুকুর আলি মোড়ের বাসিন্দা সুমন। সৌরভের বাড়িও ওই অঞ্চলেই। এ দিন কোচিং ক্যাম্প থেকে সৌরভ-সহ আরও দুই বন্ধুর সঙ্গে বিবেকানন্দ সঙ্ঘের পুকুরে নেমেছিল ওই কিশোর। পুকুরপাড়ের উল্টো দিকের বাড়ির বাসিন্দা মৌসুমী হালদার বলেন, ''চার জনই ঘাটে বসেছিল। কিছু ক্ষণ পরে দ

মুখে মুখে হয় না, সত্যের মধ্যে বাঁচতে হয়

Image
সত্য বড় সরল। কিন্তু সত্য বড় সহজ নয়। সত্য সরল, কারণ সত্যে কোনও জটিলতা নেই। কিন্তু সত্য সহজ নয়, কারণ সত্যের পথে অবিচল থাকা বেশ কঠিন। মুখে সত্যের উপাসক হলেই চলে না। যা বলছি, তাতে বিশ্বাসও রাখতে হয়। সেই বিশ্বাসকেই আজীবন যাপন করতে হয়। তা না হলে সত্য আমাদের সঙ্গ ছেড়ে দেয়, আমরা ভণ্ডামির মধ্যে বাঁচতে শুরু করি। আমাদের অতিপরিচিত কলকাতাও যেন সেই ভণ্ডামিতে গা ভাসাচ্ছে। কলকাতাকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বলা হয় কলকাতার নাকি এমন একটা হৃদয় আছে, যা এই উপমহাদেশের অন্য কোনও শহরের নেই। কলকাতার উদারতা, কলকাতার আপন করে নেওয়ার ক্ষমতা, কলকাতার সহিষ্ণুতা, কলকাতার বহুত্ব প্রশংসিত হয়েছে বার বার। সেই কলকাতা এখন সহজে ঘর ভাড়া দেয় না ভিন্‌ ধর্মীকে। কলকাতা এখন ঘর দিতে চায় না একা মহিলাকে। তাই লিভ-ইন করতে চায় যে যুগল, এই একবিংশ শতকের কলকাতা সেই যুগলকেও বাড়িতে থাকতে দিতে চায় না ঝুট ঝামেলার ভয়ে। এ কোন কলকাতা! নিজেদের শহরের মুখটাকে আয়নায় কখনও এত বিশ্রী লাগেনি দেখতে। আবার বলি, শুধু মুখে বললেই হয় না, কাজেও করে দেখাতে হয়। ২০০২ সালে গোধরা কাণ্ড এবং গুজরাত দাঙ্গার প্রেক্ষিতে কলকাতার নামটা দেশের মধ্যে খুব উজ্জ্বল ভাবে

প্রেমিকা ও তাঁর নতুন প্রেমিকের মারধর, অপমানে আত্মঘাতী কলেজ পড়ুয়া

Image
প্রথমে প্রেমে প্রত্যাখ্যান। তার পর প্রেমিকা ও তাঁর নতুন প্রেমিকের হাতে মারধর। অপমানে আত্মঘাতী হলেন সাঁইথিয়া অভেদানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। মৃতের নাম সজল দাস। সিউড়ি থানায় প্রেমিকা ও তাঁর পুরুষ বন্ধুর বিরুদ্ধে সিউড়ি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার তদন্ত শুরু হয়েছে। নিজস্ব প্রতিবেদন: প্রথমে প্রেমে প্রত্যাখ্যান। তার পর প্রেমিকা ও তাঁর নতুন প্রেমিকের হাতে মারধর। অপমানে আত্মঘাতী হলেন সাঁইথিয়া অভেদানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। মৃতের নাম সজল দাস। সিউড়ি থানায় প্রেমিকা ও তাঁর পুরুষ বন্ধুর বিরুদ্ধে সিউড়ি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সিউড়ি  থানা এলাকার মাঝিগ্রামের বাসিন্দা সজল দাসের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল স্থানীয় ইকরা গ্রামের বাসিন্দা এক যুবতীর। দুই বাড়ির মধ্যে বিয়ের কথাবার্তাও চলছিল। এর মধ্যে শনিবার সজলকে ফোন করে ডেকে পাঠায় ওই যুবতী। জানায়, সজলকে বিয়ে করতে রাজি নয় সে। সৌরভ মাহারা নামে একটি ছেলের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠেছে তাঁর।  এর পরই দু'জনের মধ্যে বিতণ্ডা বাঁধে। কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। সেই সময় যুবতী ও তাঁর

তিরুপতি মন্দিরে ₹ ১৩.৫ কোটি প্রণামী দিলেন এই দুই প্রবাসী

Image
তিরুমালা পাহাড়ের তিরুপতি বালাজিকে দুই আমেরিকা প্রবাসী শিল্পপতি ভক্ত প্রণামী দিলেন ১৩.৫ কোটি টাকা। জানা গিয়েছে, ইকা রবি এবং শ্রীনিবাস গুট্টিকোন্ডা নামে ওই দু'জন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও আসলে তাঁরা অন্ধ্র প্রদেশের বাসিন্দা। তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ঈশ্বর তাঁদের প্রার্থনা পূরণ করায় তাঁরা প্রণামীস্বরূপ দিয়েছেন ওই টাকা।  সূত্রের খবর, রবি তাঁর আমেরিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বালাজির ই-হুন্ডিতে ১০ কোটি টাকা দিয়েছেন। শ্রীনিবাস ডিমান্ড ড্রাফট দিয়েছেন সাড়ে তিন কোটি টাকা। তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারম্যান পুত্তা সুধাকর যাদব, রাজ্যের শিল্পমন্ত্রী এন অমরনাথ রেড্ডি ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আজ সকালে এই প্রণামী দেওয়া হয়েছে। শ্রীনিবাস অনুরোধ করেছেন, তাঁর দেওয়া অর্থ যেন তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালিত অন্তত ছ'টি জনকল্যাণমূলক ট্রাস্টের কাজে লাগে। এই ট্রাস্টগুলির মধ্যে রয়েছে তীর্থযাত্রীদের বিনা মূল্যে খাবার, হাসপাতাল, অনাথাশ্রম ইত্যাদি। তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারম্যান পুত্তা সুধাকর যাদব, রাজ্যের শিল্পমন্ত্রী এন অমরনাথ রেড্ডি ও অন্যান্য আধিকারিকদের

মন্দ সময় পেরিয়েছে তেল, দাবি কেন্দ্রের

Image
তেলের চড়া দাম নিয়ে সব চেয়ে খারাপ সময় পেরিয়ে গিয়েছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। রবিবার তিনি বলেন, তেলের দাম মাঝে বাড়লেও, এখন তাতে স্থিতাবস্থা রয়েছে। অদূর ভবিষ্যতে দাম লাফিয়ে বাড়ার সম্ভাবনা তেমন নেই। তাঁর দাবি, আগাম লেনদেনের বাজারে আগামী ছ'মাসের দর থেকে স্পষ্ট যে, তা সামান্য কমেছে। আর যে দাম বাড়ছে না, সেটা স্বস্তির। উল্লেখ্য, ৩৬ দিনের বিরতির পরে ৫ জুলাই থেকে ফের বাড়ছে পেট্রল, ডিজেলের দাম। মাঝে মাঝে স্থিতাবস্থা থাকলেও, তা মোটের উপরে ঊর্ধ্বমুখী। সোমবার কলকাতায় ১০ পয়সা কমে লিটারে ৭৯.৫১ টাকা হলেও, পেট্রলের দাম যথেষ্ট চড়া। সর্বকালীন উচ্চতা থেকে কয়েক পয়সা দূরে ডিজেলও (সোমবার কলকাতায় তা ১৩ পয়সা কমে হয়েছে ৭১.০৩ টাকা)। কুমারের মতে, মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও চড়া তেল বা খাদ্যপণ্যের দরের তেমন প্রভাব নেই। সরবরাহ বাড়লে, বরং তা কমতে পারে। ফলে দেশের অর্থনীতি শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। এই অবস্থায় বেসরকারি লগ্নি ততটা না এলেও, চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৭-৭.৫% হবে বলেও তাঁর মত।

দিল্লিতে আদালত চত্বরে ধর্ষিতা আইনজীবী

Image
আদালত চত্বরে এক আইনজীবীকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই এক সিনিয়রের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সাকেত কোর্টে। ওই আইনজীবীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে ওই আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন কাজ করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তিনি ওই সিনিয়র আইনজীবীর চেম্বারে কাজ করছিলেন। তখনই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি জানান, সিনিয়র আইনজীবী মত্ত অবস্থায় ছিলেন। তাঁর কোনও কথাই শুনছিলেন না তিনি। রাত হয়ে যাওয়ায় কোর্ট চত্বরও প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। তিনি চিৎকার করলেও কেউ তাঁকে সাহায্যের জন্য আসেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই তিনি পুলিশকে ফোন করে সবটা জানান। ওই রাতেই পুলিশ গিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই আইনজীবীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজারিবাগে বুরারি! মৃত ৬

Image
দিল্লির বুরারির পরে গণআত্মহত্যা এ বার ঝাড়খণ্ডের হাজারিবাগে! আজ সকালে একই পরিবারের ছ'জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে দু'জন পুরুষ, দু'জন মহিলা এবং দু'টি শিশু। হাজারিবাগের সদর থানার মুনগা বাগিচার খাজাঞ্চি তালাবের কাছে সিডিএম অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মহাবীর মাহেশ্বরী (৭০), কিরণ মাহেশ্বরী (৬৫), নরেশ মাহেশ্বরী (৪০), প্রীতি মাহেশ্বরী (৩৮), আমন মাহেশ্বরী (৮) এবং অনভি মাহেশ্বরী (৬)। প্রাথমিক ভাবে একে আত্মহত্যা মনে করা হলেও হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আমনের গলা কেটে এবং অনভিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনাস্থল থেকে তিনটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে লেখা রয়েছে, দোকান বন্ধ, অসুস্থতা, পাওনাদারদের টাকা দিতে না পারা এবং ঋণের বোঝার জন্যই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তাঁরা। আমন মাহেশ্বরীকে হত্যা করার কথা হয়েছে বলেও নোটে লেখা রয়েছে। হাজারিবাগের ডিএসপি চন্দন বৎস বলেন, ''প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি সুইসাইড

মিথ্যে বলছে পুলিশ, দাবি গণপিটুনিতে আহতের

Image
উত্তরপ্রদেশের হাপুরে গণপিটুনি নিয়ে পুলিশ মিথ্যে কথা বলছে বলে দাবি করলেন ঘটনার শিকার সামাউদ্দিন। সত্যি কথা বলার ফলে তাঁর ও তাঁর পরিবারের উপরে হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আইনজীবী বৃন্দা গ্রোভার। উত্তরপ্রদেশের হাপুরে ১৮ জুন কাসিম নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে মারে জনতা। মারধর করা হয় সামাউদ্দিনকেও। সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, বছর চৌষট্টির সামাউদ্দিনকে মারধর করে গোহত্যা করার কথা স্বীকার করাচ্ছে এক দল লোক। পুলিশ অবশ্য দাবি করে, মোটরবাইক দুর্ঘটনার জেরেই এই ঘটনা। ঘটনার প্রায় এক মাস পরে আজ মুখ খুলেছেন সামাউদ্দিন। তাঁর দাবি, গোহত্যা করার 'অপরাধে'ই সে দিন কাসিম এবং তাঁর উপরে হামলা চালানো হয়েছিল। সামাউদ্দিনের কথায়, ''আমি আর আমার প্রতিবেশী হাসান হাপুরের বিজহেড়া গ্রামের কাছে খামার থেকে গরু-মোষের খাবার কিনতে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম ওই গ্রামের এক দল লোক কাসিমের উপরে হামলা করেছে। জানতে চাইলাম, ওকে মারছ কেন? ওরা বলল, দাঁড়া তোকেও দেখছি।'' সামাউদ্দিনের দাবি, এর পরে তাঁকেও মারধর

ছেলেধরা সন্দেহে কর্নাটকে গুগলের ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুন

Image
মহম্মদ আজ় ফের ছেলেধরার গুজব। ফের গণপিটুনিতে নিহত নির্দোষ। কর্নাটকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা প্রমাণ করে দিল, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বিরুদ্ধে যতই বার্তা দিক সরকার, জনমানসে তার প্রভাব পড়েনি। ২৮ বছরের মহম্মদ আজ়ম হায়দরাবাদের গুগলে কাজ করতেন। সম্প্রতি গাড়ি কিনেছিলেন। তাতে নম্বর প্লেটও বসেনি। কাতার থেকে আসা বন্ধু মহম্মদ সালাম ও দুই সম্পর্কিত ভাইকে নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে। গন্তব্য, ১৩০ কিলোমিটার দূরে কর্নাটকের বিদার। ফেরার পথেই হামলা হয় তাঁদের উপর। তখন বিকেল। গ্রামের রাস্তায় নেমে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ের কিছু ছবি তুলতে চেয়েছিলেন ওঁরা। কাছেই খেলছিল স্থানীয় কিছু ছেলেমেয়ে। ভাব জমাতে পকেট থেকে বিদেশি চকলেট বার করে সালাম। ঘটনাটি চোখে পড়ে যায় কয়েক জন স্থানীয় বাসিন্দাদের। আর তাতেই বিপত্তি। গত কয়েক দিন ধরে ওই এলাকায় বিভিন্ন হোয়্যাটসঅ্যাপ গ্রুপে ছেলেধরা সংক্রান্ত গুজব ছ়ড়াচ্ছিল। আজ়মরা বহিরাগত। চকলেট দিয়ে ছেলেদের সঙ্গে ভাব জমাচ্ছেন। তার উপরে গাড়িতে নম্বর প্লেট নেই। খবরটা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দল বেঁধে হাজির হয় গ্রামবাসীরা। আজ়মরা প্রথমে বোঝাতে চেষ্টা কর

শুধু মাদক পাচার, নাকি চরবৃত্তিও করত ধৃত চিনা নাগরিকরা?

Image
মাদক পাচারের অভিযোগে ধৃত পাঁচ চিনা নাগরিক চরবৃত্তির সঙ্গে যুক্ত কি না, সেই সংশয় কাটছে না তদন্তকারীদের। কারণ, গত ২৯ জুন গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত জেরায় ধৃতদের থেকে বিশেষ কিছু জানতে পারেনি সিআইডি বা অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ধৃতদের গতিবিধি সংক্রান্ত তথ্য থেকে চরবৃত্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিআইডির এক মুখপাত্র। তদন্তকারীরা বিশেষ চিন্তিত ওই দলের পাণ্ডা ওয়াং শিয়াতংকে নিয়ে। তিনিই একমাত্র ইং‌রেজি বলতে পারেন। নিজেকে 'ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট' বলে দাবি করেছেন ওয়াং। এক তদন্তকারী অফিসার জানান, চিনের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থায় কাজ করেন ওয়াং। ওই সংস্থা গুরুগ্রামে সদর দফতর খুলে গত ১০ বছরে প্রায় সাড়ে ছ'হাজার কোটি টাকা এ দেশে বিনিয়োগ করেছে। আমদাবাদের স্মার্টসিটি প্রকল্পেও বিনিয়োগ করেছে তারা। তদন্তকারীদের প্রশ্ন, এমন একটি বহুজাতিক সংস্থার প্রতিনিধি কেন মাদক-সহ ধরা পড়লেন? তা হলে কি সংস্থার আধিকারিকের বেশে চরবৃত্তিই করছিলেন ওয়াং? কলকাতায় নেমে গাড়িতে দার্জিলিং গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। কেন দার্জিলিং? ক'দিন আগেই শিলিগুড়ির একটি হোটে

বাঁশদ্রোণীতে যুবকের দেহ ঘিরে রহস্য

Image
রাস্তার ধারে দাঁড় করানো মোটরবাইক। পাশেই পড়ে রয়েছে দুই যুবকের রক্তাক্ত দেহ। শনিবার গভীর রাতে ১০০ ডায়ালে ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিশ্বজিৎ হালদার (২২) নামে এক যুবক হাসপাতালে মারা যান। অন্য যুবক সমীর মজুমদার চিকিৎসাধীন। রবিবার ভোরে বাঁশদ্রোণীর নতুনবাজারে এই রহস্য মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁশদ্রোণী লাগোয়া সোনারপুর থানার রেনিয়ার বাসিন্দা বিশ্বজিৎ হালদার রবিবার রাত দশটা নাগাদ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরোন। বিশ্বজিতের মা টুকটুকি হালদার বলেন, ''ছেলে সবে রাতের খাওয়া সেরে টিভি দেখতে বসেছিল। তখনই ওর মোবাইলে ফোন আসে। ফোন ধরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। তার পরেই 'আসছি' বলে বা়ড়ি থেকে বেরোয়। ফিরছে না দেখে বারবার ফোন করি। কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। গভীর রাতে পুলিশ ফোনে ঘটনাটি জানায়।'' মৃতের মায়ের অভিযোগ, ''আমার ছেলেকে খুন করা হয়েছে।'' মৃতের পরিবারের আরও অভিযোগ, গত কয়েক দিন ধরে বিশ্বজিৎকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। মৃতের মামা গৌর নস্করের অভিযোগ, ''ব

পেলের পর কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল এমবাপের

Image
সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন এমবাপে। সাল ১৯৫৮। ১৭ বছরের একটি ছেলে বিশ্বকাপ ফাইনালে গোল করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর জোড়া গোলে বিশ্ব সেরার খেতাব পেয়েছিল ব্রাজিল। আর সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে গোল করা কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফুটবল ইতিহাসে নামও তুলেছিলেন। তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে।   ৬০ বছর পর সেই নজিরের পুনরাবৃত্তি হল ২০১৮-র বিশ্বকাপ ফাইনালে। পেলের পর এ বার সেই বিরল নজির স্পর্শ করলেন ১৯ বছরের কিলিয়ান এমবাপে। রবিবার বিশ্বকাপ ফাইনালের ৬৫ মিনিটে ফরাসি তরুণের পা থেকে বল গোলে ঢুকতেই ফিরে এল '৫৮-র স্মৃতি। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম এ দিন সাক্ষী থাকল এমবাপের অনন্য কৃতিত্বের। এই বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপে। নিজে ৪ গোল করার পাশাপাশি আটটিরও বেশি গোলে অ্যাসিস্ট করেছেন পিএসজি-র এই তরুণ। ফাইনালে ২৫ গজ দূর থেকে জোরালো শটে দলের হয়ে চতুর্থ গোল করেন এমবাপে। নিজের এই কীর্তির সর্বোত্তম পুরস্কারও পেয়ে গিয়েছেন এই 'ফ্রেঞ্চ কিড'। এমবাপের গোলের পরেই টুইট করেন স্বয়ং পেলে। টুইটে তিনি লিখেছেন, ''দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গো

সংহতিতেই সিংহাসন অর্জন করে নায়ক সেই দেশঁ

Image
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিলিয়ান এমবাপেরা যখন মাঠের মধ্যে আনন্দের সমুদ্রে ভাসছেন, কোমর দুলিয়ে নাচছেন, তখন রিজার্ভ বেঞ্জ থেকে উঠে দাঁড়ালেন দিদিয়ে দেঁশ। মুষ্ঠিবদ্ধ দু'হাত আকাশের দিকে তুলে তিন তিন বার নিজেকে ঝাঁকুনি দিলেন। যেভাবে কুড়ি বছর আগে ফ্রান্সের প্রথম জয়ের বিশ্বকাপটা হাতে তুলে ধরেছিলেন, ভঙ্গিটা সে রকমই। সেই ছবিটাও ম্যাচের পর দেখানো হচ্ছিল স্টেডিয়ামের পর্দায়। মুষ্টিবদ্ধ হাত নিয়েই এরপর তিনি দৌড়লেন তাঁর স্বপ্নপূরণ করা  ছাত্রদের দিকে। কোচকে পাঁজাকোলা করে আকাশে তুলে দিলেন আঁতোয়া গ্রিজম্যান, উমতিতিরা। এমনভাবে কোচকে দোলাচ্ছিলেন ওঁরা যেন মস্কোভা নদীতে নিয়মিত চলা ক্রুজে ভাসছেন দেঁশ। হাসছেন তিনি। কালো কোটে তাঁকে মনে হচ্ছিল রাজাধিরাজ। গম্ভীর মুখে অনাবিল হাসি। গ্যালারিতে তখন সাদা-লাল-নীল পতাকা সগর্বে উড়ছে তাঁকে স্বাগত জানাতে। ফ্রান্স ফুটবলের নতুন প্রজন্মের ভগীরথ হয়ে দেশঁ গঙ্গা বয়ে এনেছেন কবিতার দেশে, তাঁকে নিয়ে তো উচ্ছ্বাস থাকবেই। গ্রিজম্যানদের তিনি পাঠিয়ে দিলেন গ্যালারির দিকে। হাততালি দিয়ে উৎসব পালনের জন্য। আকাশ থেকে ততক্ষণে হিরের টুকরোর মতো কাগজের টুকরো উড়ে পড়ছে বিজয়ীদের উপর। ত

‘গোটা বিশ্বকাপে সেরাটাই দেখাল ফান্স’

Image
আবার স্বপ্নপূরণ হতে লেগে গেল কুড়ি বছর। ফ্রান্সের একটা তরুণ দল নতুন করে নিজেদের কাহিনি লিখল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। ১৯৯৮ সালের পরে ফ্রান্সের ঘরে আবার বিশ্বকাপ। আমি জানতাম, ফাইনালের আগে ফ্রান্স ওদের পুরো ক্ষমতা দেখায়নি। সেটা বুঝেছিলাম বলেই ফ্রান্স আমার ফেভারিট ছিল। ফাইনালে নিজেদের আসল খেলাটা খেলে বিশ্বকাপ জিতে নিয়ে চলে গেল দিদিয়ে দেশঁর দল। উল্টো দিকে ছিল এমন একটা দল, প্রতিযোগিতা শুরুর আগে যাদের কেউ ফেভারিট হিসেবে দেখেনি। কিন্তু বিশ্বকাপ যত গড়িয়েছে, তত সম্মান আদায় করে নিয়েছে ক্রোয়েশিয়া। ফাইনালে ওরাই ছিল ডার্ক হর্স। ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত পারল না ঠিকই, কিন্তু ওরা নিজেদের সেরাটা দিয়েছে ফাইনালে। আমার কাছে ক্রোয়েশিয়ার এই দলটা ভবিষ্যতের বিশ্বচ্যাম্পিয়ন। ওদের যেমন ব্যক্তিগত প্রতিভা আছে, তেমন দল হিসেবেও খুব ভাল খেলে। ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের শুরুর দিকে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেল। ১৯ মিনিটের মাথায় মারিয়ো মাঞ্জুকিচ যে একটা আত্মঘাতী গোল করে ফ্রান্সকে এগিয়ে দেবে, এটা কি কেউ ভাবতে পেরেছিলেন? নিশ্চয়ই নয়। আত্মঘাতী ওই গোলটা হওয়ার আগে পর্যন্ত ম্যাচে ক্রোয়েশিয়ারই রাজত্ব ছিল। ওরা ফ্রান্সের ও