ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি


মেদিনীপুর: বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷ সেই পরিকল্পনা মতনই আজ বাংলায় এসে পৌঁছান মোদী ৷ তবে, লক্ষ্য একটাই ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা দখল ৷ সেই উদ্দেশেই বাংলার মানুষের মনে তৃণমূলের প্রভাবে ফাটল ধরাতে সচেষ্ট হলেন মোদি ৷ তাই 'সিন্ডিকেট রাজ'-কে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন মোদি ৷

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল 'সিন্ডিকেট রাজ' প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন, মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷ বিরোধীদের খুনেও সিন্ডিকেটের সাহায্য ৷ বাংলার পরম্পরাকে অপমান করছে সিন্ডিকেট ৷ সিন্ডিকেটকে মদত দিয়ে চলেছে তৃণমূল ৷ কলেজে ভরতিতেও সিন্ডিকেটরাজ চলে ৷ সেটাও ঠিক করে দেয় সিন্ডিকেট ৷ ইট, বালি, পাথর কোথা থেকে আসবে ? সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ ৷ রাজ্য সরকারের মদতে রাজ্যজুড়ে সিন্ডিকেটরাজ চলছে ৷ ভোট-ব্যাঙ্ক টিকিয়ে রাখতে সিন্ডিকেট ৷ পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে ৷

সম্প্রতি কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে শহরের বেশ কিছু কলেজ ৷ কলেজে ভর্তির নামে রীতিমত তোলাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে ৷ কলেজে ভর্তির জন্য কেউ টাকা চাইছেন ৷ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনও বিভাগে ভর্তি করিয়ে দেওয়ারও ৷ এমনকী, সেই সমস্ত ক্ষেত্রে বারবার নাম জড়াচ্ছে ছাত্র সংগঠনেরই ৷ আর সেই সমস্ত বিষয় যে প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি এদিনের সভায় তা স্পষ্ট ৷

মেদিনীপুরের এই সভার আজ উপলক্ষ ছিল কৃষক ৷ কিন্তু সেই উপলক্ষ নামমাত্র ৷ কৃষক সভার আদ্যোপান্তে শুধু তৃণমূলকেই আক্রমণ করে গিয়েছেন মোদি ৷ একের পর এক বিষয় তুলে তৃণমূলকে আক্রমণ করাই ছিল এই সভার একমাত্র লক্ষ্য ৷