Posts

Showing posts from June 29, 2018

আগামিকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে মেট্রোরেলের ৯ হাজার কর্মী, বাড়তি ভোগান্তির আশঙ্কা আশঙ্কা নিত্য যাত্রীদের

Image
নয়াদিল্লি: লেবার কমিশনারের সঙ্গে কথাবার্তাও ব্যর্থ হয়েছে অর্থাৎ  আগামিকাল থেকে দিল্লি মেট্রোরেলের ৯ হাজার কর্মী সামিল হচ্ছেন ধর্মঘটে ৷ জানা গিয়েছে কর্মচারি পক্ষ সরকার পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও শেষ পর্যন্ত অনড় আন্দোলনকারীরা ৷ নিজেদের দাবি পূরণ না হওয়ায় ১২ হাজার কর্মীর মধ্যে ৯ হাজার কর্মীরা আগামিকাল থেকে কর্ম বিরতিতে যাচ্ছেন ৷ ডিএমআরসি স্টাফ পরিষদ বৈঠকের সদস্যরা আন্দোলনে অংশ নিয়েছেন ৷ তবে বিক্ষোভে সবাই অংশ নেননি ৷ কিছু ঠিকা কর্মী, স্টেশন সঞ্চালক, স্টেশন নিয়ন্ত্রক, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান, সহ আরও অনেক কর্মীরাই আগামিকাল থেকে ধর্মঘটে সামিল হচ্ছেন ৷ তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম বেতন সংশোধন, ডিএমআরসি স্টাফ পরিষদের কর্মাচারী ইউনিয়নে বদল, কর্মী ছাঁটাইয়ে উপযুক্ত কারণ দর্শানো ছাড়াও আরও কয়েক দফা দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা ৷ কর্মী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের সব দাবি উপর মহলে জানানো হয়েছে ৷ সবার আগে কর্মচারী ইউনিয়নের বদল আনতে হবে ৷ তবেই ফিরবে হাল ৷ দিল্লি মেট্রোনিগম কিছু ঠিকা কর্মচারীরা গত ১৯ জুন থেকে প্রায় ৮ দফা দাবিতে সরব হয়ে মাঝে মধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন

মুসলিম শিশুকে দত্তক নেওয়ার ‘শাস্তি’, ১৬ বার ছুরি বাবাকে

Image
কারও হাত উড়ে গিয়েছে, কারও পা। কেউ বা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। রক্ত, হাহাকার আর আর্তনাদের মধ্যেই অঝোরে কেঁদে চলেছে ছোট্ট এক শিশুকন্যা। এক দম্পতি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পরম আদরে কোলে তুলে নিয়েছিলেন সেই শিশুকে। ২০০৭-এর হায়দরাবাদ বিস্ফোরণের পর গোকুল চাটের সামনের ছবি। তারপর মুসি দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পালিতা মা-বাবার পরম আদরের শিশুই এখন অষ্টম শ্রেণির পড়ুয়া। কিন্তু সেই মেয়েকে প্রথম দত্তক নেওয়া থেকে শুরু আজ পর্যন্ত আতঙ্ক পিছু ছাড়েনি হায়দরাবাদের ওই দম্পতির। ঘটনাচক্রে সেই শিশু ছিল মুসলিম। আর পালিতা বাবা-মা হিন্দু দম্পতি। শুধুমাত্র এই 'অপরাধ'-এই গোড়া থেকে হুমকি দিয়ে আসছিল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের কট্টরপন্থীরা। কিন্তু এবার আর হুমকি নয়, প্রাণে মারতে দুষ্কৃতীরা নৃশংস হামলা চালাল ওই শিশুর বাবার উপর। পরপর ১৬ বার ছুরি মেরে হত্যার চেষ্টা করা হয় তাঁকে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন পাপালাল রবিকান্ত নামে ওই ব্যক্তি। আপাতত তিনি হায়দরাবাদের ওসামানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গিয়েছে। কিন্তু এই হামলার পরও পাপালাল নিজের অবস্থানে অনড়, কোনও কিছুর বিনিময়েই মেয়েকে ছ

খোঁজ মিলল টিটাগড় থেকে নিখোঁজ মা-মেয়ের, গ্রেপ্তার গৃহবধূর প্রেমিক

Image
টিটাগড় নিখোঁজ রহস্যের কিনারা। মোবাইল ফোনের সূত্র ধরে খোঁজ মিলল গিরিডির বাসিন্দা সুমন স্বর্ণকার ও তাঁর মেয়ের। দমদমের একটি হোটেল থেকে দু'জনকেই উদ্ধার করেছে টিটাগড় থানার পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। পুলিশের দাবি, বিহারের দ্বারভাঙার ওই যুবকের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল সুমনের। ঘটনার দিন তাঁর মোবাইল থেকেই অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বাপের বাড়ি সুমন স্বর্ণকারের। শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। গত রবিবার শ্বশুরবাড়ি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই গৃহবধূ। খোঁজ মিলছিল না তাঁর কিশোরী মে্য়েরও। টিটাগড়ের বৌবাজার এলাকার থাকেন সুমন স্বর্ণকারের বাবা, মা ও ভাই। তাঁরা জানিয়েছিলেন, ১৬ মে মেয়েকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন সুমন। গত রবিবার কলকাতা স্টেশন থেকে কলকাতা-পাটনা লোকালে গিরিডি ফিরে যাওয়ার কথা ওই গৃহবধূর। সেদিন সন্ধ্যায় বিটি রোড থেকে দিদি ও ভাগ্নীকে উবের ক্যাবে তুলে দিয়েছিলেন সুমনের ভাই। কিন্তু, নির্দিষ্ট দিনে মা ও মেয়ে গিরিডি পৌঁছায়নি বলে অভিযোগ করেছিলেন বাপের বাড়ির লোকেরা। মঙ্গলবার টিটাগড় থানায় অপহরণের অভিযোগে এফআইআরও করা হয়। তদ

মামির সঙ্গে স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্ক, মানিকতলায় বধূর অস্বাভাবিক মৃ্ত্যু

Image
মামির সঙ্গে এক বিছানায় স্বামীকে দেখেছিলেন বছর একুশের ফুলকুমারী। আর সেটাই হল কাল। প্রতিবাদ করেছিলেন তিনি। স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নিতে চেয়েছিলেন। চেয়েছিলেন নিজের প্রাপ্য সম্মানটুকু। পরিণামে যা মিলেছিল, তা হল অশান্তি, লাঞ্চনা, মার, অত্যাচার। আর তার সঙ্গে ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল বিয়ের সময় শ্বশুরবাড়ির দাবি মতো পণ দিতে না পারার পুরনো সমস্যাটি। বিয়ের তিন বছর পর বধূ নির্যাতনের আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতার মানিকতলাবাসী। অভিযোগ, বিষ খাইয়ে খুন করা হয়েছে তাঁকে। বছর তিনেক আগে ফুলকুমারী হালদারের সঙ্গে সম্বন্ধ বিয়ে হয় মানিকতলার বাসিন্দা দীপক মারিকের। দীপক গেঞ্জি কারখানার শ্রমিক। ফুলকুমারীর পরিবারের দাবি, বিয়ের সময় দীপকের পরিবার এক লক্ষ টাকা পণ দাবি করেছিলে। কিন্তু বিয়ের যাবতীয় খরচ মেটানোর পর আর পণ দেওয়া সম্ভব হয়নি ফুলকুমারীর পরিবারের পক্ষে। এই নিয়ে ফুলকুমারীর ওপর মাঝেমধ্যে মানসিক চাপ দেওয়া হলেও বিয়ের প্রথম কয়েকটা মাস দীপক-ফুলকুমারীর বনিবনা ভালোই ছিল। কিন্তু একদিন নিজের স্বামীকে তাঁর মামীর সঙ্গে এক বিছানায় দেখে ফেলেছিলেন ফুলকুমারী। এরপরই সম্পর্ক-বিশ্বাসে ভাঙ

মধ্য প্রদেশে মঙ্গলসূত্র গিলে ফেলল চোর, পেটে অস্ত্রোপচার করিয়ে বার করে ছাড়ল পুলিশ

Image
জব্বলপুর: মধ্য প্রদেশের জব্বলপুরে এক চোরের পেটে অস্ত্রোপচার করিয়ে ছিনতাই করা সোনার মঙ্গলসূত্র উদ্ধার করল পুলিশ। তদন্তকারীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল সন্ধেয় মোটর সাইকেলে করে ২ যুবক স্থানীয় ডিফেন্স কলোনি থেকে এক ৭০ বছরের বৃদ্ধার মঙ্গলসূত্র ছিনতাই করে। তিনি তখন তাঁর বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন। স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে তারা ধরে ফেলে অভিযুক্তদের। আইনের হাত এড়াতে সুরজ কুমার নামে এক অভিযুক্ত মঙ্গলসূত্রটি গিলে ফেলে। সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে এক্স রে করে দেখা যায়, মঙ্গলসূত্র রয়েছে তার পেটে। এরপর এন্ডোস্কোপিক সার্জারি করিয়ে সেটি বার করে ছাড়ে পুলিশ। ৫ মিনিটের মধ্যে মিটে যায় গোটা প্রক্রিয়া। অভিযুক্ত স্বীকার করেছে, এর আগেও এ ধরনের ছিনতাই করেছে সে। ২০১৬-য় এমনই এক ঘটনায় গিলে ফেলা চেন উদ্ধার করতে অভিযুক্তকে ৯৬টি কলা খাইয়েছিল পুলিশ। যতবার সে মলত্যাগ করেছে, প্রতিবার তা ঘেঁটে দেখে তারা। কিন্তু চেনটি পেটে আটকে যাওয়ায় তা বার হয়নি। শেষমেষ চিকিৎসকরা বার করে আনেন সেটি।

বিমান দুর্ঘটনা এড়ানো যেত, সম্পূর্ণ দায় বিমান সংস্থারই, দাবি মৃত পাইলটের স্বামীর

Image
মুম্বই:  বৃহস্পতিবার মুম্বইয়ে নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়ে একটি চ্যাটার্ড বিমান। ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়েছে বিমানটি তাই মৃতের সংখ্যা কম। কোনওভাবে বিমানটি যদি কাছের একটি স্কুলের ওপর ভেঙে পড়ত, তাহলে দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা আরও বাড়ত, মত দুর্ঘটনায় মৃত বিমানের পাইলটের স্বামী পি.কুথারিয়ার। তিনিও পেশায় পাইলট। তাঁর দাবি, তাঁর স্ত্রী ক্যাপ্টেন মারিয়া জুবেরি এবং ক্যাপ্টেন প্রদীপ.এস.রাজপুতের তৎপরতায় কাছের স্কুলের ওপর কোনওমতে ভেঙে পড়েনি বিমানটি। এমনকি বিমানটি যখন জনবহুল ঘাটকোপার এলাকার ওপর দিয়ে যাচ্ছিল, সেখানেও ভেঙে পড়া থেকে কোনও মতে বাঁচিয়েছেন ১২ আসন বিশিষ্ট বিচক্রাফ্ট কিং এয়ার সি-৯০-র পাইলটরা। সেখানে একাধিক বহুতলও রয়েছে। বিমানের ইঞ্জিনে গোলযোগ রয়েছে বুঝতে পেরেই জরুরি অবতরণের চেষ্টা করেন দুর্ঘটনাগ্রস্থ বিমানের পাইলট। কিন্তু অবতরণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানটি ভেঙে পড়ে। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্গটনাগ্রস্থ বিমানের পাইলটের স্বামী বলেন, পুরো দুর্ঘটনার জন্যে সংশ্লিষ্ট বিমান সংস্থাই দায়ি। কারণ, বিমানটি ওড়ানোর আগে মৃত পাইলট তাঁর স্বামীকে বলেছিলেন,

মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Image
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিভিন্ন সময়েই চর্চার বিষয় হয়েছে। যে হারে বিদেশের মাটিতে দেখা যায় নরেন্দ্র মোদিকে, দেশের মাটিতে নাকি তেমন দেখা যায় না। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় বিস্তর রসিকতাও হয়। আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, এত দেশ ঘুরছেন ঠিকই কিন্তু সম্পর্ক মসৃণ হচ্ছে কই! সে সব তো পরের কথা।  কিন্তু এত দেশে ঘোরার খরচও তো কম নয়। সে অঙ্কই এবার প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, এই পর্যন্ত মোদির বিদেশ সফরের জন্য সরকারের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে এই বিষয়ে বিশদে জানতে চেয়েছিলেন বেঙ্গালুরুর এক সমাজকর্মী। তাঁর আবেদনের ভিত্তিতেই এই তথ্য দিয়েছে পিএমও। গত চার বছরে প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৪১টি সফরে খরচ হয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। এর মধ্যে ফ্রান্স-জার্মানি-কানাডা, এই তিন দেশে নয় দিনের সফরেই খরচ হয়েছে সবথেকে বেশি।  খরচ হয়েছিল ৩১ কোটিরও বেশি। আর সবথেকে কম খরচ হয়েছে ভুটান সফরে, দুই কোটি টাকার একটু বেশি।   পুরো বিষয়ে স্বচ্ছতার খাতিরে পিএমও ওয়েবসাইটেও এই বিষয়ে জানানো হয়েছে। তবে সেখানে ৩০টি সফরের কথা

জমি নিয়ে বিবাদ, প্রকাশ্যে গৃহবধূকে গুলি করে খুন গঙ্গারামপুরে

Image
বালুরঘাট: জমি বিবাদকে কেন্দ্র করে পিসেমশায়ের গুলিতে খুন গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুর থানার কালদিঘী গাইনপাড়া এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে যান গঙ্গারামপুর গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াং যেন ভুটিয়া, মহকুমা পুলিশ আধিকারিক বিপুল বন্দোপাধ্যায়-সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতা পিউ সরকারের (৩৭) স্বামী তাপস সরকার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পিসেমশায় গোবিন্দ দাসের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার পর পলাতক অভিযুক্ত ব্যক্তি। জানা গিয়েছে, গঙ্গারামপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কালদিঘী গাইনপাড়া এলাকায় বাড়ি তাপস দাসের। পেশায় তিনি ভ্যানচালক। স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার। এদিন দুপুরে জমি নিয়ে বচসা শুরু হয় পিউ সরকারের (অপর্ণা) সঙ্গে তাঁর পিসেমশাই গোবিন্দ দাসের। অভিযোগ, ওই সময় জোর করে জমি জায়গা মাপতে শুরু করে গোবিন্দবাবু। যার প্রতিবাদ করেন গৃহবধূ পিউ সরকার। এতেই তাঁদের মধ্যে শুরু হয় বচসা। সেই সময় খুব কাছ থেকে গুলি চালায় গোবিন্দ দাস। গোবিন্দ দাসের ছোড়া গুলি লাগে পিউ সরকারের

ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Image
ব্যান্ডেল: ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷ এদিন সকালে ডাউন ব্যান্ডেল লোকাল চুঁচুড়া পৌঁছতেই বিপত্তির শুরু ৷ হঠাৎই সকলের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৷ নীচ থেকে সকলে চিৎকার করলেও তাতে কর্ণপাত করেননি তিনি ৷ বেশকিছুক্ষণ ট্রেনের মাথায় এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেন তরুণী ৷ এই সময় হঠাৎই ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ সঙ্গে সঙ্গেই খবর যায় দমকলের কাছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও রেলপুলিশ ৷ যদিও এখনও উদ্ধার করা যায়নি তরুণীর মৃতদেহ ৷ ঘটনার জেরে ডাউন ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ সকালের ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন অফিসযাত্রীরা ৷ চাঞ্চল্য চুঁচুড়া স্টেশনে ৷

বিশ্বকাপে নকআউটে কে কার মুখোমুখি

Image
মস্কো : প্রথম রাউন্ড শেষ। বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে জার্মানি। খাদের কিনারা থেকে ফিরে এসেছে আর্জেন্টিনা। ফর্মে আছে নেইমারের ব্রাজ়িল। তবে, গ্রুপ লিগে সবথেকে ভালো পারফর্ম করেছে বেলজিয়াম। উরুগুয়েও জাত চিনিয়েছে। এশিয়ার একমাত্র দল হিসেবে নকআউট পর্বে গেছে জাপান। আগামীকাল থেকে শুরু বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল। লড়াই হতে চলেছে আরও জোরদার। দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে খেলতে নামছে।  ৩০ জুন (সন্ধ্যা সাড়ে ৭টা) ফ্রান্স বনাম আর্জেন্টিনা  ৩০ জুন (রাত সাড়ে ১১টা) উরুগুয়ে বনাম পর্তুগাল  ১ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা) স্পেন বনাম রাশিয়া  ১ জুলাই (রাত সাড়ে ১১টা) ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক ২ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা) ব্রাজ়িল বনাম মেক্সিকো  ২ জুলাই (রাত সাড়ে ১১টা) বেলজিয়াম বনাম জাপান  ৩ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা) সুইডেন বনাম সুইৎজ়ারল্যান্ড  ৩ জুলাই (রাত সাড়ে ১১টা) কলম্বিয়া বনাম ইংল্যান্ড

চুড়িদারের প্যাকেটে বিদেশে মাদক পাচার, বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার ড্রাগস

Image
কলকাতা: এবার চুড়িদারের প্যাকেটে মাদক পাচার। বিদেশে পাচারের সময় কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার মাদক। এদিন যে মাদক ধরা পড়েছে, তা অনেকটাই নতুন। নাম মেথাকুয়ালোন। মাদকের সাইকো ড্রাগ হিসেবে পরিচিত মেথাকুয়োলোন। চেন্নাই থেকে ট্রেনে মাদক নিয়ে হাওড়া আসে ধৃতরা। মালয়েশিয়ায় মাদক পাচারের ছক ছিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশে এই মাদক দারুন জনপ্রিয়। বৃহস্পতিবারের ঘটনায় ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবারই কলকাতায় নিষিদ্ধ মাদকচক্রের হদিশ মিলল। চক্রে জড়িত ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্ররা। তিন ছাত্রকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অনলাইনে চলত মাদক কেনা-বেচা। উদ্ধার কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ বিদেশি মাদক। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

তাজ মহল আসলে শিব মন্দির, ২০,০০০ মুসলিম দিয়ে তা ভেঙে ফেলব, বললেন আজম খান

Image
লখনউ: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে জানিয়েছেন, তাজ মহল আসলে একটি শিব মন্দির। তা ধ্বংস করতে তাঁর কোনও আপত্তি নেই। সমাজবাদী পার্টি নেতা আজম খান এই বিতর্কিত মন্তব্য করলেন। আজম বলেছেন, তাজ মহল আসলে শিব মন্দির, যোগী সহ বহু মানুষ এ কথা বলেছেন তাঁকে। তিনি যোগী আদিত্যনাথের কাঁধে কাঁধ মিলিয়ে চলা মুসলিম, আরও ১০-২০,০০০ মুসলিম জোগাড় করে তাজ মহল গুঁড়িয়ে দেবেন। গত বছর অক্টোবরে সপার এই বিতর্কিত নেতা বলেন, লাল কেল্লা, সংসদ ভবন ও রাষ্ট্রপতি ভবনের মত তাজ মহলও দাসত্বের নিদর্শন ছাড়া কিছু নয়। সে মাসেই তাজের ভেতরে ঢুকে বেশ কয়েকজন যুবক শিব চালিসা গায়। বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার এই ঘটনার সমর্থনে বলেন, তাজ মহল আগে যে শিব মন্দির ছিল, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে।

সঙ্গমে কারা সময় নেয় বেশি, কারা কম— জানাচ্ছে সমীক্ষা। কত নম্বরে ভারত?

Image
গুরুজনে বলেন, যে ধরে খেলতে জানে, সে-ই আসল খেলোয়াড়। ধরে রাখাতেই নাকি পৌরুষের পরিচয়। 'উড়ে গিয়ে ফুরিয়ে গেল'— এ অন্তত শরীরের স্ফুলিঙ্গ জ্বালাতে মোটেই আনন্দের ব্যাপার নয়। আপনি বীরেন্দ্র সহবাগ না রাহুল দ্রাবিড়? গুণ্ডাপ্পা বিশ্বনাথ না এম এল জয়সীমা? শরীরী খেলার বাইশ গজে আপনি কতটা টেম্পারামেন্ট রেখে ধীরে ধীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, এন্ড অব দ্য ডে, মানে এই ক্ষেত্রে রাতের শেষে, তা-ই বলে দেবে স্কোর খাতায় আপনার নামের পাশে কত রান লেখা হল! একটি 'ডুরেক্স'-এর 'ফেস অফ গ্লোবাল সেক্স' সমীক্ষা বলছে, এই ক্ষেত্রে সবচেয়ে উপরে আছে নাইজেরিয়া আর গ্রিস। সেদেশের যুগলেরা সবচেয়ে বেশি সময় ধরে মিলনে মেতে থাকতে পারেন। ঘড়ি ধরে মাপলে গড়ে ২১ মিনিটেরও বেশি। সবচেয়ে কম সময়েই খেলা ফুরোয় ভারতীয় আর ফরাসিদের ক্ষেত্রে। গড়ে ১৩ থেকে ১৫ মিনিট। মানুষের যৌন আচরণের হাল-হকিকত বুঝতে বছর কয়েক আগে 'ডুরেক্স'-এর উদ্যোগে দু'টি সমীক্ষা চালানো হয়। পৃথিবীর অনেকগুলি দেশ থেকেই তথ্য নেওয়া হয়। সম্প্রতি আরেকটি সমীক্ষাও চালায় একটি আন্তর্জাতিক ডেটিং সাইট। দেখা যাচ্ছে, ফলের বিশেষ হেরফের হয়নি। কাজেই ভারতীয়

বাজেয়াপ্ত হবে রোজভ্যালির সমস্ত সম্পত্তি! সিবিআই-এর পর ইডি সক্রিয় হয়ে উঠল তদন্তে

Image
সারদা-নারদের পর রোজভ্যালি-কাণ্ডের তদন্তেও এবার গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় হয়ে উঠছে সিবিআই ও ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আরও গতি আনছে রোজভ্যালি-কাণ্ডের তদন্তে। ইডি তরফে জানা গিয়েছে, রোজভ্যালির সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্টের পথেই এগোচ্ছেন গোয়েন্দারা। এজন্য ইতিমধ্যেই ইডির তরফে বিশেষ এক প্ল্যান নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এই মর্মে ইডি-র গোয়েন্দারা পৃথক ৩০টি দলে ভাগ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাবে। এইভাবে অভিযান চালিয়েই রোজভ্যালির সম্পত্তি অ্যাটাচমেন্টের প্রক্রিয়া শুরু করবে ইডি। দক্ষিণ কলকাতা ও কলকাতা শহরতলির সোনারপুর, বাগুইআটি, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি-সহ রাজ্যের বিভিন্ন্ জায়গায়া রোজভ্যালির সম্পত্তি ছড়িয়-ছিটিয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছেহোটে, রিসর্ট, জমি, বাড়ি. এমনকী সোনার গয়নার দোকানও। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর হচ্ছে ইডি। উল্লেখ্য, সম্প্রতি সারদা ও নারদ মামলায় সিবিআইও সক্রিয় হয়ে উঠেছে। সিবিআই-এর তরফে বিশেষ আধিকারিক পাঠিয়ে কেন তদন্তে বিলম্ব, তা জান

৪০ বছর পর বিশ্বকাপে জয় পেল আফ্রিকার এই দেশ

Image
রাশিয়া বিশ্বকাপে এটি নবম আত্মঘাতী গোল। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম আত্মঘাতী গোল। রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নেমেছিল পানামা এবং তিউনিসিয়া। অভিষেকে বিশ্বকাপ থেকে জয় নিয়ে ফেরা হল না পানামার। অন্যদিকে ৪০ বছর বিশ্বকাপের মঞ্চে জয় পেল তিউনিসিয়া। বৃহস্পতিবার মর্দোভিয়া অ্যারেনায় যদিও শুরুতে এগিয়ে যায় পানামাই। ৩৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মিডফিল্ডার হোসে লুইস রডরিগেজের নেওয়া জোরালো শট তিউনিসিয়ার ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াহর পায়ে লেগে জালে জড়ায়। রাশিয়া বিশ্বকাপে এটি নবম আত্মঘাতী গোল। বিশ্বকাপের ইতিহাসে ৫০তম আত্মঘাতী গোল। বিরতির পর ৫১ মিনিটে ফখরেদ্দিন বেন ইউসুফের গোলে সমতায় ফেরে তিউনিসিয়া।বিশ্বকাপের ইতিহাসে এটি ২৫০০তম গোল। আর ৬৬ মিনিটে মিডফিল্ডার আনিস বাদরির পাস পেয়ে জয়সূচক গোলটি করেন খাজরি। শেষ পর্যন্ত পানামাকে ২-১ গোলে হারাল তিউনিসিয়া। ১৯৭৮ সালে শেষবার বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়েছিল আফ্রিকার এই দেশটি।

উলটপুরাণ! নমো জমানাতেই সুইস ব্যাঙ্কে ভারতীয় টাকা ৫০% বেড়ে ₹৭০০০ কোটি

Image
ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন। সেই কালো টাকা দেশে ফেরা তো দূর অস্ত, উলটে সুইস ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ভারতীয়দের টাকার অঙ্ক বিগত বছরে ৫০% বেড়েছে!  রিপোর্ট অনুযায়ী, ২০১৭-য় ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকারও বেশি। তার আগের তিন বছরে যদিও সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা জমা করার পরিমাণ কমেছে। সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (SNB)-এর কেন্দ্রীয় ব্যাঙ্কিং কর্তৃপক্ষের এই তথ্য বলছে, বিগত বছরে সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকের জমা করা মোট অর্থের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। অঙ্কের হিসেবে তা ১.৪৬ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ। ভারতীয় মুদ্রায় ১০০ লক্ষ কোটি টাকারও বেশি। এই রিপোর্টই বলছে, ২০১৬-য় সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা জমা পড়ার পরিমাণ একধাক্কায় ৪৫% কমেছিল। এখনও পর্যন্ত ২০০৬ সালেই সবচেয়ে বেশি ভারতীয় মুদ্রা সুইস ব্যাঙ্কে সঞ্চিত হয়েছে । ৬.৫ বিলিয়ন সুইস ফ্রাঁ, অর্থাত্‍‌ প্রায় ২৩ হাজার কোটি টাকা।

‘শিক্ষক শুধু বই দেখে পড়ে যান’

Image
এক-দু'জায়গায় নয়, সংক্রমণ ছড়িয়ে গিয়েছে সারা শরীরেই! সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পঠনপাঠনের ত্রুটি-বিচ্যুতি খুঁজতে উদ্যোগী হয়েছিল রাজ্য। সেই সমীক্ষায় রাজ্যের অধিকাংশ পড়ুয়ার দৈন্যই ফুটে উঠেছে বলে জানান বিকাশ ভবনের এক কর্তা। পাঠ্যক্রম ও প্রতিটি বিষয়ের প্রতি সম্যক ধারণা তো নেই-ই এমনকি, নিজেদের দক্ষতা বৃদ্ধির কোনও চেষ্টাও লক্ষ্য করা যায়নি পড়ুয়াদের মধ্যে। শিক্ষকদের একাংশের পড়ানোর কাজে গাফিলতি ও উদাসীনতাকেই এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, গত বছর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এ রাজ্যের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে সমীক্ষা করে। সেখানে পড়ুয়াদের দৈন্য দশা ফুটে ওঠে। কারণ খুঁজতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)-কে সমীক্ষার দায়িত্ব দেন। সম্প্রতি সমীক্ষা শেষ হয়েছে। চলতি সপ্তাহে মন্ত্রীকে রিপোর্ট দেওয়ার কথা। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, সমীক্ষায় দেখা গিয়েছে বেশির ভাগ পড়ুয়াই ইংরেজিতে লিখতে এবং কথা বলতে পারে না। সাধারণ জ্ঞানও বিশেষ নেই বহ

‘আত্মহত্যা’ বলেও দুলালের মৃত্যুতে কেন খুনের মামলা রুজু করল সিআইডি?

Image
ময়না-তদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশ যাকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেছিল, এখন সেই ঘটনাতেই খুন-অপহরণের মামলা শুরু করার নির্দেশ দিল সিআইডি। ডাভা গ্রামের হাইটেনশন টাওয়ার থেকে গত ২ জুন ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী দুলাল কুমারের। দেহ মেলার কয়েক ঘন্টার মধ্যেই পুরুলিয়ার তৎকালীন পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়ে দিয়েছিলেন, প্রাথমিক তদন্ত মোতাবেক সেটি আদতে আত্মহত্যার ঘটনা। তার ২৪ ঘন্টার মধ্যেই বদলি হন জয়। পুরুলিয়ার দায়িত্ব নিয়ে নতুন পুলিশ সুপার আকাশ মাঘারিয়াও ময়না-তদন্তের রিপোর্ট দেখিয়ে বলেছিলেন, দুলাল কুমারের মৃত্যুর কারণ আত্মহত্যাই। সেই 'আত্মহত্যার' তদন্তে নেমে বলরামপুর থানার পুলিশই গত ২১ জুন খুন ও অপহরণের মামলা দায়ের করেছে। যদিও এই মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দুলালের আত্মহত্যার 'কাহিনী' কী ভাবে খুনের ঘটনায় পরিণত হল? পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ  মাঘারিয়া বৃহস্পতিবার বলেন, প্রাথমিক তদন্তের ভার নিয়েছিল সিআইডি। সিআইডি আমাদের খুনের মামলা করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই কারণেই নতুন করে মামলা শুরু করা হয়েছে।'' সিআইডি কেন সরকার ঘোষিত 'আত্মহত্যা'র ঘটনার জন্য এখন খু

ভুয়ো নথি, ভুয়ো কোম্পানি খুলে ছ’মাসে ৪৩ কোটির কর ফাঁকি!

Image
মোদী সরকার জিএসটি চালু করেছিল কর ফাঁকি রুখতে। আর সেই জিএসটি নিয়মকেই হাতিয়ার করে চলছে কোটি কোটি টাকার কর ফাঁকি। অভিযোগ উঠেছে, শুধু ফাঁকি নয়, ভুয়ো নথি তৈরি করে কয়েকটি কোম্পানি কমিশন হিসেবে কামাচ্ছে কোটি টাকা। এরকমই একটি চক্রের হদিশ পেলেন কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দারা। তাঁদের দাবি, এরকম একটি নয়, কয়েকশো কোম্পানি এভাবেই প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। পূ্র্ব ভারতে এই প্রথম জিএসটি নিয়ে জালিয়াতি চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা। একজন পেশায় কলমিস্ত্রি স্বপন শাসমল, অন্যজন মলয় নাথ মার্বেল পাথর কাটেন। তাঁদের দু'জনকে দিয়েই ২০১৭ সালের জুলাই মাসে রাতারাতি গজিয়ে ওঠে লোহা কেনাবেচার একটি কোম্পানি। রেজিস্ট্রেশন অব কোম্পানিজ-এ হুগলির ঠিকানা দিয়ে এই কোম্পানি নথিভুক্তও করা হয়। আর সেই কোম্পানিকে সামনে রেখেই চলছিল ভুয়ো জিএসটির ব্যবসা। আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ড জালিয়াতি, ইডির হানা ইপিএফও অফিসে কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দারা জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই রাজ্যের বিভিন্ন নানা মাপের লোহা কেনাবেচার কোম্পানি এই নাথ-শাসমল নামে কোম্পানির নথি পেশ করছিল। মূলত ইনপুট ট্যাক্সের নথি। এক শুল্ককর্তা ব্যাখ্যা করেন, জিএ

যুবকের পেট থেকে বার করা হল ২ কেজি সিমেন্ট

Image
বাবার সঙ্গে ঝগড়া করে গোলা সিমেন্ট খেয়ে ফেলেছিল এক যুবক। ঘটনার পাঁচ দিন পর, বৃহস্পতিবার দুপুরে দেড় ঘন্টা অস্ত্রোপচার করে যুবকের পাকস্থলী থেকে প্রায় দু'কিলোগ্রাম ওজনের জমা সিমেন্ট বের করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর চিকিৎসক মধুসূদন চট্টোপাধ্যায় বলেন, "রোগীর অবস্থা বেশ খারাপ ছিল। এ ধরণের রোগী আগে পাওয়া যায়নি বলে বাস্তবিক ভাবে অস্ত্রোপচার কঠিন ছিল। পাকস্থলীর ভিতর জমাট সিমেন্ট কী অবস্থায় রয়েছে বারবার দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ১৯ বছরের যুবক বিকাশ পালের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার পশ্চিম মহেশডাঙা গ্রামের বাবুদহে। শনিবার সকালে বাবার সঙ্গে ঝগড়ার পরে বাড়ির উঠোনে বালতিতে রাখা গোলা সিমেন্ট পরপর কয়েক গ্লাস খেয়ে নেন ওই যুবক। কিছুক্ষণ পর থেকেই পেট ব্যথা ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। পরিবারের দাবি, বিকাশকে প্রথমে বীরভূমের মুরারই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা ভাল নয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। রব

"ছোট একটি করাত দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করে ফেলেছি"

Image
সকাল প্রায় সাড়ে ৭টা। সোনারপুর থানায় কর্তব্যরত এক অফিসারের সামনে হাজির এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ওই অফিসারের কাছে তার স্বীকারোক্তি, ''স্যর, আমি স্ত্রীকে খুন করে ফেলেছি।'' ছোট একটি করাত দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করেছে বলে দাবি পেশায় ভ্যানচালক ওই ব্যক্তির। নাম সন্ন্যাসী দাস। বৃহস্পতিবার সকালে আগন্তুকের এই স্বীকারোক্তি শুনে প্রথমে খানিকটা হকচকিয়েই গিয়েছিলেন ওই পুলিশ অফিসার। দোহারা চেহারার ওই ব্যক্তিকে বসতে বলে তার বক্তব্য শুনতে চান তিনি। সব শোনার পরে সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে সুভাষগ্রামের ধানমাঠ এলাকায় তার বাড়িতে যান। পৌঁছে দেখেন, দরজার সামনেই পড়ে রয়েছে মঞ্জু হালদার (৩৫) নামে ওই মহিলার রক্তাক্ত দেহ। পাশে ছোট করাতটি! দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায় পুলিশ। এর পরেই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় সন্ন্যাসী স্বীকার করেছে যে, ছোট করাত দিয়ে মঞ্জুর গলার নলি কেটে খুন করেছে সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে মঞ্জুকে খুন করার চে

বহু প্রাণ বাঁচিয়ে মারা গেলেন ওঁরা

Image
মাত্র ৩ কিলোমিটার দূরেই ছিল মুম্বই বিমানবন্দর। ছোট চার্টার্ড বিমানটি নিয়ে সেখানে আর নামা হল না ক্যাপ্টেন প্রদীপ রাজপুত এবং ফার্স্ট অফিসার মারিয়া জুবেরির। আজ সকাল ১১টা নাগাদ ঘাটকোপার এলাকার সর্বোদয় নগরে নির্মীয়মাণ একটি আবাসনের উপরে ভেঙে  পড়ল বিমানটি। বৃহস্পতিবার সকালে জুহু থেকে পরীক্ষামূলক উড়ানে মাটি ছেড়েছিল ১২ আসনের কিং এয়ার সি-৯০ বিমানটি। দুই পাইলট ছাড়াও বিমানে ছিলেন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার সুরভি এবং এয়ার টেকনিশিয়ান মণীশ পাণ্ডে। সকলেই মারা গিয়েছেন। জ্বলন্ত বিমানের ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীরও। দেহটি শনাক্ত করা যায়নি। জখম দু'জন। দুর্ঘটনাস্থল লাগোয়া এলাকার এক বাসিন্দা বলেন, ''হঠাৎ বিস্ফোরণের আওয়াজ। প্রথমে ভেবেছিলাম, নির্মীয়মাণ আবাসনটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। পরে দেখি এই কাণ্ড। বিমানের আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের গাছেও।'' ঘটনাস্থলের অদূরেই রয়েছে বেশ কয়েকটি বহুতল। প্রাক্তন বিমানমন্ত্রী প্রফুল্ল পটেলের মতে, পাইলটের তৎপরতায় বহুতলগুলির উপরে ভেঙে পড়েনি বিমানটি। তা না-হলে আরও বেশি প্রাণহানি হতে পারত। টুইটারে তিনি লে

তাড়া খেয়ে এক টুকরো ছাদ খুঁজছেন ভিন্‌ ধর্মের যুগল

Image
ভালবেসে বিয়ে করেছেন ভিন্‌ ধর্মের দু'টি ছেলেমেয়ে। কিন্তু অভিযোগ, রিজ়ওয়ানুর রহমান ও প্রিয়ঙ্কা তোদীর বিয়ের পরিণতির কথা মনে করিয়ে তাঁদের 'গুজরাত বা কাশী-বাসী হওয়া'র পরামর্শ দিয়েছে পুলিশই! ঘটনাটি হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। প্রাপ্তবয়স্কদের বিয়েতে খাপ পঞ্চায়েতের দাদাগিরি গত মার্চেই নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও গা-ঢাকা দিয়ে থাকতে হচ্ছে সদ্য-বিবাহিত সাবরিনা খাতুন এবং কৌশিক দাসকে। বৃহস্পতিবার কয়েক জন শুভানুধ্যায়ীর মাধ্যমে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করেন তাঁরা। জানান, সাবরিনার বাবা-দাদা বিয়ে মেনে না-নিয়ে হুমকি দিচ্ছিলেন। তাই তাঁরা পুলিশে যান। কিন্তু পুলিশ কী করেছে? মন্ত্রীকে দেওয়া চিঠিতে সাবরিনার অভিযোগ, আঁটপুরের পঞ্চায়েত প্রধান প্রণব দাসের উপস্থিতিতেই ওসি অমলেন্দু বিশ্বাস দু'জনকে পরিচয় লুকিয়ে গুজরাত, গয়া বা কাশী চলে যেতে বলেন। যে অভিযোগ উড়িয়ে ওসি বলেছেন, ''কোর্ট না-বললে বাড়ি বয়ে তো পাহারা দিতে পারি না। সেটাই বলেছি।'' কিন্তু সাবরিনার দাবি, ''পুলিশ শুধু নিজেদের সামনে টাকার টোপ আর নেতাদের চ

মার্কিন সংবাদপত্রের দফতরে বন্দুকবাজের হামলা, হত অন্তত ৫

Image
ফের মার্কিনমুলুকে বন্দুকবাজের হামলা। এবার আক্রান্ত সংবাদমাধ্যম। মেরিল্যান্ডের 'দ্য ক্যাপিটাল গেজেট' নামে একটি সংবাদপত্রের ভবনে হামলা চালাল এক বন্দুকবাজ। গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আহত হয়েছেন বেশ কয়েক জন। যদিও ঠিক কী কারণে এই হামলা— সে বিষয়ে মার্কিন পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও মার্কিন পুলিশের দাবি, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। কেন এই হামলা, তা-ও জানা যায়নি। বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডের ক্যাপিটাল গেজেট সংবাদপত্র ভবনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী কাচের দরজার বাইরে থেকে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন। এক জন মারা যান হাসপাতালে। হামলার সময়ে দফতরে থাকা শিক্ষানবিশ এক সাংবাদিক টুইট করে ঘটনার বিবরণ দেন। এক জন আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। হামলার খবর পাওয়ার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। কী কারণে এই হামলা বা এর পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ১৮৮৪ সালে চালু হওয়

‘কম ছবি বানাই, কিন্তু বানালে ভাল বানাই’

Image
প্র: আপনার কেরিয়ারের প্রথম বায়োপিক 'সঞ্জু'। ছবিটা বানানোর বিশেষ কোনও কারণ? উ: সঞ্জু যখন প্যারোলে ছাড়া পেয়েছিল জেল থেকে, আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে দিন ও অনেক কিছু শেয়ার করেছিল। আট ঘণ্টা কাটিয়েছিলাম ওর বাড়িতে। পর দিন আবার ফোন করে ডেকেছিল আমাকে, সে দিনও অনেক ক্ষণ ছিলাম। ফিরে এসে মাথায় শুধু একটাই চিন্তা! সঞ্জুর সম্পর্কে আমরা যা জানি, তার সব মিডিয়াই আমাদের জানিয়েছে। কিন্তু গত দু'দিনে আমি যা জানলাম, সেগুলো তো কেউ জানে না! সঞ্জু মনপ্রাণ খুলে সব স্বীকার করেছিল আমার কাছে। এক জন পরিচালক হিসেবে যা আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, সেটা হল বাবা-ছেলের সম্পর্ক। বাড়িতে কী রকম পরিবেশ ছিল, বাবা এবং বোনেদের সঙ্গে কী কথাবার্তা হতো— সব কিছু সঞ্জু আমাকে বলেছিল। সেই সময়ে আমি আর চিত্রনাট্যকার অভিজাত জোশী 'মুন্নাভাই' লিখছিলাম। কিন্তু তখন 'সঞ্জু'র গল্পটা বলার লোভ জেগেছিল আমার মনে। অভিজাতকে ডেকে তাই এই ছবিটার কাজ শুরু করলাম। প্র: সঞ্জয়কে রাজি করানো কঠিন ছিল? উ: না। আমি প্রথম দিনই সঞ্জুকে বলে দিয়েছিলাম, তোমার গল্পকে গ্লোরিফাই করার জন্য আমি এই ছবি বানাব না। য