তাজ মহল আসলে শিব মন্দির, ২০,০০০ মুসলিম দিয়ে তা ভেঙে ফেলব, বললেন আজম খান


লখনউ: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে জানিয়েছেন, তাজ মহল আসলে একটি শিব মন্দির। তা ধ্বংস করতে তাঁর কোনও আপত্তি নেই। সমাজবাদী পার্টি নেতা আজম খান এই বিতর্কিত মন্তব্য করলেন।

আজম বলেছেন, তাজ মহল আসলে শিব মন্দির, যোগী সহ বহু মানুষ এ কথা বলেছেন তাঁকে। তিনি যোগী আদিত্যনাথের কাঁধে কাঁধ মিলিয়ে চলা মুসলিম, আরও ১০-২০,০০০ মুসলিম জোগাড় করে তাজ মহল গুঁড়িয়ে দেবেন।

গত বছর অক্টোবরে সপার এই বিতর্কিত নেতা বলেন, লাল কেল্লা, সংসদ ভবন ও রাষ্ট্রপতি ভবনের মত তাজ মহলও দাসত্বের নিদর্শন ছাড়া কিছু নয়। সে মাসেই তাজের ভেতরে ঢুকে বেশ কয়েকজন যুবক শিব চালিসা গায়। বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার এই ঘটনার সমর্থনে বলেন, তাজ মহল আগে যে শিব মন্দির ছিল, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ আছে।