Posts

Showing posts from May 17, 2018

৩১ জন মহিলা সহ ১১১ জন সিপিআই(এম) নেতা-কর্মী গ্রেফতার

Image
কাকদ্বীপের 'কমরেড যুগলের' দেহ আনতে গিয়ে গ্রেফতার হলেন শতাধিক সিপিআই(এম) নেতা-কর্মী। ৭ পলিটব্যুরো, ২ কেন্দ্রীয় কমিটির নেতা এবং ৩১ জন মহিলা সহ মোট ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিপিআই(এম)-এর।   'কমরেড-দের দেহ নিয়েই ফিরব', জান কবুল লড়াইয়ের এই শপথ নিয়েই বুধবার রাত থেকে নাছোড়বান্দা আন্দোলনে সিপিআই(এম)। দলের নীতি নির্ধারক কমিটি থেকে একেবারে ব্রাঞ্চ পর্যন্ত, কাকদ্বীপের 'কমরেড যুগল' দেবু দাস ও উমা দাসের অগ্নিদগ্ধ দেহ নিজেদের হেফাজতে নিতে প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে লাল ঝাণ্ডাওয়ালারা। একই সঙ্গে দেবু ও উমা দাসের দেহের ময়নাতদন্ত এবং এই ঘটনায এফআইআর-এর দাবিও তোলে বামেরা। সিপিআই(এম)-এর দাবি, প্রাক ভোট পর্যায়ে শাসক দলের হিংসার বলি হন 'কাকদ্বীপের কমরেড যুগল' । 'তৃণমূলের গুণ্ডাবাহিনী জ্যান্ত পুড়িয়ে মারে দেবু ও উমাকে', এমনই অভিযোগ সিপিআই(এম) নেতাদের। এই ঘটনার পর কেটে গিয়েছে ৪ দিন, এখনও পুলিশ মর্গেই পড়ে তাঁদের দেহ।   সিপিআই(এম) চেয়েছিল, পার্টির সদর দফতর মুজাফ্ফর আহমেদ ভবনে দুই 'কমরেড'-এর দেহ নিয়ে এসে শেষ শ্রদ্ধা জানানো হবে। তবে পুলিস দেহ আটক

জেলে থেকেও ভাঙড়ে জয়ী আরাবুল

Image
ভাঙড়-২ পঞ্চায়েত সমিতিতে জয়ী হলেন আরাবুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিরক্ষা কমিটির সরিফুল ইসলামকে ২০০০-এর বেশি ভোটে হারিয়ে ভাঙড়ে জয় ছিনিয়ে নিলেন আরাবুল। ভাঙড়ে নির্বাচনের আগে হিংসায় অভিযুক্ত আরাবুল জয় পেলেন জেলে থেকেও। প্রসঙ্গত, এবার ভাঙড়ে পঞ্চায়েত ভোট ছিল আরাবুলহীন। ১১ মে জমিরক্ষা আন্দোলন কমিটির মিছিলে হামলার অভিযোগ ওঠে আরাবুল অনুগামীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নির্দল প্রার্থী হাফিজুল মোল্লার। এই ঘটনায় মূল অভিযোগের তির ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিস। যদিও, আরাবুল ইসলাম দাবি করেন, তিনি নির্দোষ। গুলি চলার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। কিন্তু, বারুইপুর আদালত ২২ মে পর্যন্ত ১০ দিনের পুলিস হেফাজত দেয় আরাবুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও খুনের আইনে মামলা রুজু হয়। ফলে এবার ভাঙড়ে ভোট হয় আরাবুল ইসলামকে ছাড়াই। উল্লেখ্য, সোমবার ভোটের দিন কিছুটা 'দিশেহারা' অবস্থায় দেখতে পাওয়া যায় আরাবুল অনুগামীদের। তবে, ভোটগ্রহণকে ঘিরে সেদিনও ভাঙড়ে অশান্তি

এবার আসছে জিও স্ক্রিনজ

Image
মুম্বই: ফের রিল্যায়েন্স জিও-র নতুন চমক৷ বৃহস্পতিবার ভারতীয় বাজারের জন্য স্ক্রিনজের সঙ্গে গাঁটছড়া বাঁধল রিল্যায়েন্স ইনফোকম ৷ এমনিতেই বিনোদন ক্ষেত্রে জিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ৷ হাতের মুঠোয় জিও এনে দিয়েছে বিনোদনকে ৷ যেখানে এতদিন টিভি-র মধ্যেই সীমিত ছিল এই বিনোদন৷ তা এবার জিও ফোনের মধ্যে দিয়ে সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে ৷ ইতিমধ্যেই Jio Cricket Play Along প্ল্যাটফর্মে ৬৫ মিলিয়ান ইউনিক ব্যবহারকারী রয়েছে যারা প্রতিনিয়ত গেম খেলছেন ৷ পাশাপাশি Jio Kaun Banega Crorepati Play Along gameটিও অত্যন্ত জনপ্রিয় ব্যবহারকারীদের মধ্যে ৷ এই এক্সক্লুসিভ পার্টনারশিপের জেরে Jio Screenz শীঘ্রই বিনোদন ভিত্তিক গ্যামিফিকেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে ৷ কী কী ফিচার রেয়েছে দেখে নিন এক নজরে- ১. Jio Screenz প্ল্যাটফর্মে ব্রডকাস্টার ও দর্শকদের মধ্যে টিভি শো চলাকালীন ক্যুইজ, পোল ও ভোটের মাধ্যমে কথোপকথন করার সুযোগ পাওয়া যাবে ৷ ২. সিএমএস -এর মাধ্যমে ব্রডকাস্টাররা সহজেই দর্শকদের সঙ্গে আলাপ আলোচনার করার মাধ্যমটি ডিজাইন করতে পারবেন ৷ ৩. যে কোনও ডিজিটাল অ্যাপ যার মধ্যে SDK রয়েছে এব

ডি-কোম্পানির সঙ্গে আইএসআই যোগ নিশ্চিত

Image
লস্কর-ই-তৈবার জঙ্গি ফয়জল হাসান মির্জাকে জেরা করে ডি কোম্পানির সঙ্গে আইএসআইয়ের সম্পর্কের বিষয়ে আরও তথ্য পেলেন গোয়েন্দারা। আইএসআইয়ের মদতেই ফয়জল যে লস্করের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে, সেই বিষয়ে গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত। এই বিষয়ে মুম্বই পুলিশের পাশাপাশি খোঁজখবর নিচ্ছেন লালবাজারের গোয়েন্দারাও। সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফয়ের তথ্যের সূত্র ধরেই মুম্বইয়ের যোগেশ্বরী থেকে গ্রেপ্তার হয় লস্কর জঙ্গি ফয়জল হাসান মির্জা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ফয়জলের সূত্র ধরে মধ্যপ্রাচ্য থেকে ধরা পড়েছে ফারুক ডেভাডিওয়ালা। যদিও এই খবরটি গোয়েন্দারা যাচাই করছেন। ফয়জল মির্জার দূর সম্পর্কের আত্মীয় হচ্ছে এই ফারুক। ফারুকের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের। এমনকী, তার সঙ্গে আইএসআই ও লস্কর-ই-তৈবার জঙ্গিদের সম্পর্কও ছিল বলে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। সেই সূত্র ধরেই আমির রেজা খানের সঙ্গে ফারুকের যোগাযোগ হয়। পরে ফারুকই ফয়জলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার প্রধান অভিযুক্ত আমির রেজা খানের। তাই ফারুকের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন কলকাতার গোয়েন্দারাও। গোয়েন্দার

সামনের কাপলিংয়ে জড়িয়ে তরুণীর দেহ, নিশ্চিন্তে ছুটে চলেছে মালগাড়ি

Image
ভোর সাড়ে পাঁচটা। উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার কোখরাজ নাগ এলাকার বিদনপুর রেল স্টেশনে তখন গুটিকয়েক যাত্রী। হঠাৎই তাঁরা লক্ষ্য করেন, এলাহাবাদগামী একটি মালগাড়ি ইঞ্জিনের কাপলিংয়ে জড়িয়ে রয়েছে এক তরুণীর দেহ। মালগাড়ি ছুটছে। তরুণীর দেহ লাইনের উপরে আছাড় খাচ্ছে। রক্তে ভেজা শরীর। বারবার আঘাতে তরুণীর দেহ বিভৎসভাবে ঘুরছে। এই ভয়াবহ দৃশ্য দেখে যাত্রীরা চিৎকার চেঁচামেচি করে মালগাড়িটিকে দাঁড় করান। তারপর রেলকর্মীরা ইঞ্জিনের সামনের কাপলিংয়ে জড়িয়ে থাকা দেহটি নামিয়ে আনেন। দেখেন বহু আগেই তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর দেহ কোনওভাবে জড়িয়ে গিয়েছে কাপলিংয়ের সঙ্গে। উত্তর-মধ্য রেলের এলাহাবাদ ডিভিশনের ভরওয়ারি স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সোম চন্দ্র জানান, ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আপলাইন দিয়ে এলাহাবাদের দিকে যাচ্ছিল মালগাড়িটি। ডাউন লাইনের প্যাসেঞ্জার ট্রেনের চালক জানান, মালগাড়ির ইঞ্জিনের সামনের কাপলিংয়ে এক তরুণীর দেহ ফেঁসে যায়। এরপরেই পরবর্তী বিদনপুর স্টেশনে খবর দেওয়া হয়। ততক্ষণে মালগাড়িটি দাঁড় করিয়ে দেয় স্টেশনের যাত্রীরা। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। অনুমান, তরুণীর লাইনের উপর চলে এস

পঞ্চায়েত জুড়ে সবুজ ঝড়, গ্রাম পঞ্চায়েতের ২৪৬৭ আসনে জয়ী শাসক দল তৃণমূল

Image
কলকাতা: পঞ্চায়েত জুড়ে শুধুই সবুজ ঝড় ৷ প্রত্যাশিত ফল গ্রাম পঞ্চায়েতে ৷ বেলা গড়ানোর আগেই স্পষ্ট গ্রাম পঞ্চায়েতের ট্রেন্ড ৷ প্রত্যাশা মতোই গ্রাম পঞ্চায়েতের দখল নিল শাসক দল ৷ বেলা ১২ টা অবধি আসা গণনার ফল অনুযায়ী প্রায় ২৪০০-এরও বেশি আসনে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে জোড়া ফুল ৷ উল্লেখ্য, এই গণনায় পাওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি ৷ তাদের দখলে ৩৮৬ গ্রাম পঞ্চায়েত আসন ৷ ৯৪টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম ৷ অর্থাৎ জয় থেকে বহু দূরে হলেও বাম-কংগ্রেসকে হটিয়ে তৃণমূল স্তরেও শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এল গেরুয়া শিবির ৷ বিজেপি, বামের তুলনায় পিছিয়ে কংগ্রেস ৷ এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ৩৩টি আসনে তারা জয়ের স্বাদ পেয়েছে এবং ৫৫টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে হাত শিবির ৷ উল্লেখযোগ্য ফল নির্দলদের ৷ নির্দল প্রার্থীদের দখলে এসেছে ১৫৮টি আসন ৷ ১৬৩টি আসনে এগিয়ে রয়েছে নির্দল ৷ এই মুহূর্তের ট্রেন্ড অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ১৪ আসনে জয়ী শাসক দল এবং ২৪ আসনে এগিয়ে রয়েছে তারা ৷

গণনাতেও অশান্তি, জেলায় জেলায় তৃণমূলের বিজয়োৎসব

Image
ছবিটা খুব একটা বদলাল না। পঞ্চায়েত ভোটের গণনার দিনেও অশান্তির খবর রাজ্য জুড়ে। অনেক জায়গাতেই বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও তাঁদের মেরে বার করে দেওয়া হয়েছে। এই আবহেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। রাজ্যে এই নবম পঞ্চায়েত নির্বাচনই প্রথম ভোট, যখন বিরোধীদের হাতে একটিও জেলা পরিষদ নেই। গত বারের ভোটে বিরোধীদের জেতা তিনটি জেলা পরিষদও চলে গিয়েছে শাসকের হাতে। এ বার ভোটের আগে তিন দফায় এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষা তৃণমূলকেই এগিয়ে রেখেছে। তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপির উঠে আসার ইঙ্গিত রয়েছে। সমীক্ষার সঙ্গে বাস্তব কত দূর মিলছে, তা স্পষ্ট হয়ে যাবে আজই। গণনার খুঁটিনাটি... • ভাঙড়ে এগিয়ে আরাবুল, কমিটির দখলে পাঁচটি আসন। • কোলাঘাটে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি পঞ্চায়েতের আসনে দাঁড়িয়ে পরাজিত হলেন বিক্ষুদ্ধ নির্দল প্রার্থীর কাছে। • চন্দ্রকোনা-১ ব্লকের মাঙরুল গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এখানে বিক্ষুদ্ধ তৃণমূল (নির্দল) প্রার্থীরা এগিয়ে। • আরামবাগের যে ৪টি বুথে পুনর্নির্বাচন হল তার সব ক'টিতেই জয়ী নির্দল।

পর্ন ভিডিও দেখতে গিয়ে নিজের পুরুষাঙ্গই কেটে ফেললেন যুবক!

Image
অতিরিক্ত পর্নে আসক্তি বিপদ ডেকে আনতে পারে। একথা বিশেষজ্ঞরা বলেই থাকেন। তবে বাস্তবে টের পেলেন থাইল্যান্ডের ৩০ বছরের যুবক। পর্ন ভিডিও দেখতে গিয়ে উত্তেজনার বশে এমন কাণ্ড ঘটালেন, রাতবিরেতে পুলিশ-বদ্যি ডাকতে হল। শেষমেশ ঠাঁই হল হাসপাতালের বিছানায়। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খেট নং চক জেলায়। তিরিশ বছরের ওই যুবকের নাম জানাতে চায়নি স্থানীয় পুলিশ। তবে পুলিশ সূত্রেই জানা গিয়েছে, জেলার এক আবাসনে চারতলার ফ্ল্যাটে থাকেন ওই যুবক। মঙ্গলবার রাতে নিজের ফ্ল্যাটে বসেই পর্নোগ্রাফি দেখছিলেন তিনি। কোনও এক বন্ধুর থেকে সংগ্রহ করেছিলেন ওই বিকৃত যৌনতার ভিডিওটি। তা দেখতে দেখতেই উত্তেজিত হয়ে পড়েন যুবক। ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে রান্নাঘর থেকে ছুরি এনে পুরুষাঙ্গে ঘষতে থাকেন। তা করতে গিয়েই কেটে যায় পুরুষাঙ্গ। পুরো বিছানা রক্তে ভেসে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আপৎকালীন নম্বরে ফোন করেন যুবক। বিপদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় কাছের হাসপাতালে। এসে পৌঁছায় অ্যাম্বুল্যান্স। স্বাস্থ্যকর্মীরা জানান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। প্রথমে কোনওভাবেই সহযোগিতা করছিলেন না তিনি। কীভাবে এ

দেশকে চমকে দিয়ে ১৮ মাসে অবিশ্বাস্য কীর্তি ৭০-এর বৃদ্ধের

Image
বেশ কয়েক বছর ধরেই মধ্য প্রদেশের বুন্দেলখণ্ডের এই অঞ্চলে জলের কষ্টে ভুগছেন গ্রামবাসীরা। কিন্তু সরকারের তরফ থেকে কোনও কাজই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ২২ বছরের কঠোর পরিশ্রমের পরে বিহারের গয়ার দুটি ব্লকের মধ্যে দূরত্ব কমাতে সক্ষম হয়েছিলেন গেহলোর গ্রামের দশরথ মাঝি। ছেনি-হাতুড়ি দিয়ে নিজের হাতে পাহাড় কেটে, অত্রি ও ওয়াজিরগঞ্জের মধ্যেকার ৮০ কিলোমিটার পথের দূরত্ব কমিয়ে ফেলেছিলেন মাত্র ৩ কিলোমিটারে। গেহলোর পর্বত কেটে এ ভাবে চলার পথ তৈরি করায়, দশরথ মাঝির নাম হয় 'মাউন্টেন ম্যান'। বাংলার পাহাড়ে দশরথ মাঝির গল্প! অপেক্ষার শেষ, এবার গ্রামে আসবে জল এমনই এক ব্যক্তির এবার খোঁজ পাওয়া গেল মধ্যপ্রদেশের ছত্তরপুরের হাড়ুয়া গ্রামে। নাম, সীতারাম লোধি। বয়স ৭০ বছর।  বেশ কয়েক বছর ধরেই মধ্য প্রদেশের বুন্দেলখণ্ডের এই অঞ্চলে জলের কষ্টে ভুগছেন গ্রামবাসীরা। কিন্তু সরকারের তরফ থেকে কোনও কাজই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ঠিক সেই সময়েই কোদাল হাতে কুয়ো খুঁড়তে শুরু করেন ৭০ বছরের সীতারাম লোধি।  সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ মাস ধরে প্রতিদিন এই বৃদ্ধ কুয়ো খোঁড়ার কাজ চালিয়ে যান। সীতারাম লোধি

গ্ল্যামার দুনিয়ায় ভবিষ্যৎ দেখছেন?

Image
ফ্যাশান দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়তে চান? গ্ল্যামার দুনিয়ায় নিজেকে হারাতে পারেন কিন্তু, কয়েক মুহূর্তে৷ তাই, সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে বার বার ভাবুন৷ রঙিন আলোর জগতের পিছনে থাকে একাধিক স্লিপলেস নাইট, লাস্ট মিনিট চ্যালেঞ্জ৷ ফ্যাশান ডিজাইনার হয়ে ওঠার আগে জেনে রাখুন বিষয়গুলিকে৷ ১) ফ্যাশন ডিজাইনিং বিষয়টি মোটেও সহজ নয়৷ এর সঙ্গে জড়িত একাগ্রতা, কঠোর পরিশ্রম সহ একাধিক বিষয়৷ বহুমাইল পথ হাঁটার জন্য প্রয়োজন হয় সেল্ফ মোটিভেশন, ডিটারমিনশন, প্যাশন ইত্যাদি৷ ২) নতুনত্ব হল মূল বিষয়৷ এটিকে বহুদূর এগিয়ে যাওয়ার চাবিও বলা চলে৷ বাস্তবকে কাজে লাগিয়ে নতুন ধারণার জন্ম দিন৷ সেগুলোই হবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা৷ ৩) অন্যের থেকে অনুপ্রেরণা নেওয়া অবশ্যই ভাল৷ তবে, কাউকে নকল করা কখনই উচিত নয়৷ এক্ষেত্রে, সাহায্য নিতে পারেন পুরনো মানুষদের৷ যেমন ধরুন, আপনার গ্রান্ডমার থেকে৷ অনেক সময়েই দেখা গিয়েছে, পুরনো আইডিয়াকে নতুন মোড়কে হাজির করা হয়েছে৷ ৪) ফ্যাশানের দুনিয়া সীমাবদ্ধ নয়৷ এখানে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের অপশান৷ স্টাইলিস ছাড়াও বেছে নিতে পারেন PR অথবা মার্কেট

শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা রাজ্যে

Image
কলকাতা: যে সব শিক্ষক-শিক্ষিকা এখনও পর্যন্ত প্রশিক্ষণহীন, তাঁরা যাতে দ্রুত প্রশিক্ষিত হয়ে উঠতে পারেন, বুধবার স্কুল শিক্ষা দফতরের বৈঠকে তার ব্যবস্থার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যজুড়ে প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র ৪২ জন৷ স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যে সব শিক্ষক-শিক্ষিকার বিএড বা ডিএলএড ডিগ্রি নেই, তাঁদের জন্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ বিষয়ে স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ''আমরা যে পরিসংখ্যান পেয়েছি, সেই তথ্য অনুযায়ী রাজ্যজুড়ে কয়েক জন শিক্ষক-শিক্ষিকা ছাড়া বাকি সকলেই প্রশিক্ষিত৷'' সূত্রের খবর, সমস্যা দেখা দিয়েছে অঙ্কন, শারীর শিক্ষা, সঙ্গীত, নিউট্রিশিয়ান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে৷ কারণ, ন্যাশনাল কাউন্সিল অফ টিচারস এডুকেশন (এনসিটিই)-এর নিয়মাবলী তাঁদের জন্য স্পষ্ট নয়৷ জানা গিয়েছে, আগে এনসিটিইর যে নিয়মাবলী ছিল তাতে এই সব শিক্ষক-শিক্ষিকার প্রফেশনাল ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল না৷ এনসিটিইর নতুন যে নিয়মাবলী তাতেও এই সব শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষিত হওয়ার কথা আলাদা করে উল্লেখ নেই৷

মোবাইল ফোন থাকলেই ক্রেডিট কার্ড দেবে এই ব্যাঙ্ক

Image
দেশে ৩.৫ কোটি ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন। কিন্তু স্বল্প মূল্যের লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারের চল নেই। সেক্ষেত্রে ePayLater-এর পরিষেবা ব্যবহার করতে পারেন গ্রাহকরা। এক্ষেত্রে ঋণ গ্রহণের ১৪ দিনের মধ্যে তা শোধ করতে হবে। সেজন্য আইডিএফসি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। অনেক ঘসটেও ক্রেডিট কার্ড হাতে পাননি? বার বার ফিরিয়ে দিয়েছে ব্যাঙ্ক? তাহলে আপনার জন্য সুখবর আছে। এবার মোবাইল ফোন থাকলেই ক্রেডিট কার্ড দেবে আইডিএফসি ব্যাঙ্ক। ePayLater নামে এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পরিষেবা আনতে চলেছে ব্যাঙ্কটি। আপনার মোবাইল নম্বর UPI-এ নথিভুক্ত থাকলেই মিলবে ঋণ। তবে সেক্ষেত্রে ইউপিআই-তে দাম মেটানো যায় এমন দোকান থেকেই মিলবে ঋণে জিনিসপত্র কিনতে পারবেন গ্রাহকরা।  ePayLater-এর প্রতিষ্ঠাতা অর্ক ভট্টাচার্য বলেন, দেশে ৩.৫ কোটি ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন। কিন্তু স্বল্প মূল্যের লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারের চল নেই। সেক্ষেত্রে ePayLater-এর পরিষেবা ব্যবহার করতে পারেন গ্রাহকরা। এক্ষেত্রে ঋণ গ্রহণের ১৪ দিনের মধ্যে তা শোধ করতে হবে। সেজন্য আইডিএফসি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছ

এখনি আপনার অ্যানড্রয়েড ফোন থেকে ডিলিট করুন এই ৪ ধরনের অ্যাপ

Image
আমাদের ফোনে এমন অনেক এমন অ্যাপ থাকে যে অ্যাপগুলি আমরা কখনোই ব্যাবহার করি না। অথবা এমন কিছু অ্যাপ থাকে যেগুলি আপাত ভাবে দেখে মনে হয় আমাদের ফোনের আপর্ফমেন্স ভালো করতে কাজে লাগছে, কিন্তু আদতে এই অ্যাপগুলি নষ্ট করে দিচ্ছে ফোনের ব্যাটারি পার্ফনমেন্স। আসুন দেখে নি এমনি ৪ ধরনের অ্যাপ যা এখনি আনইনস্টল করা প্রয়োজন আপনার ফোন থেকে। ১। RAM সেভিং অ্যাপ আপনার ফোনে এমন কোন অ্যাপ আছে যা দাবি করে যে তা ফোনের র‍্যাম সেভ করছে। আদতে সব সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে আরও বেশি র‍্যাম ও ব্যাটারি নষ্ট করছে এই অ্যাপগুলি। তাই মুখে এক কথা বললেও আদতে পিছনে বসে অন্য কাজ করছে এই অ্যাপগুলি। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম নিজে ত্থেকেই ম্যানেজ করতে পারে এর র‍্যাম। তাই এই কাজের জন্য প্রয়োজন হয় না আলাদা কোন অ্যপ। ২। ক্লিন মাস্টার (যে কোন মেমরি ক্লিনিং অ্যাপ) অ্যানড্রয়েড ফোনে কোন অ্যাপ আনইন্সটল করার পর অনেক সময় ঐ অ্যাপের ক্যাশড ফাইলগুলি আপনার ফোনে থেকে যায়। সেই ফাইলগুলি ডিলিটের জন্য প্রয়োজন হয় না আলাদা অ্যাপের। এর জন্য খুব সহজেই সেটিংস এ গিয়ে স্টোরেজ সিলেক্ট করে স্ক্রোল ডাউন করে ক্যাশড ডাটাতে ট্যাপ করুন। এতেই ডিলিট হয়ে যাবে

কর্ণাটকে সরকার গড়তে ডাক বিজেপিকে, আগামীকাল ৯টায় শপথগ্রহণ ইয়েদুরাপ্পার

Image
বেঙ্গালুরু: কর্ণাটকে নাটকীয় পরিবর্তন ৷ রাজভবনসূত্রে খবর, আগামীকাল সরকার গড়তে ডাকা হয়েছে ইয়েদুরাপ্পাকে ৷ বৃহস্পতিবার সকাল ৯টায় শপথগ্রহণ করবেন তিনি ৷ ৭ দিনে দিতে হবে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ৷ রাজভবন সূত্রে খবর, আইনজ্ঞদের সঙ্গে কথার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল বাজুভাই ভালা। কর্ণাটকে দল বৃহত্তম শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেলেও, সরকার গঠনে তাদের গ্রাস থেকে জেডিএসকে ছিনিয়ে নিয়ে যায় কংগ্রেস। রাজ্যে সরকার গঠনে ইতিমধ্যে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস-জেডিএস জোট। বৃহত্তম দল হওয়ার পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যস্তরে নেতারা কর্নাটকের সরকার গঠনে আগ্রহ দেখালেও, কেন্দ্রীয় নেতাদের মুখে এই ব্যাপারে কুলুপ। বিজেপি সভাপতির ঘোষনা, এবার টার্গেট দু'হাজার উনিশ। দাবি করলেন মোদির নেতৃত্বে দিল্লি দখল তো বটেই, এমনকী দু'হাজার বাইশের মধ্যে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে জিতে নতুন ভারত তৈরি করবে বিজেপি। তবে কি কর্ণাটকে সরকার গড়তে নতুন কোনও কৌশল নিচ্ছেন মোদি-শাহরা?

পকৌড়া আর স্টার্ট-আপ

Image
ইনোভেশন শব্দটার বাংলা কী হবে? উদ্ভাবনা আর মৌলিকতা মিশিয়ে একটা অর্থ পাওয়া যায়, কিন্তু একটা শব্দ? পাওয়া মুশকিল। 'স্টার্ট-আপ'-এর সংজ্ঞা দিতে গেলে 'ইনোভেশন'-এর একটা আলাদা গুরুত্ব আছে। 'স্টার্ট-আপ' বলতে ঠিক কী বোঝায়, তার কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। কিন্তু তিনটি বিষয়ে মোটামুটি মতৈক্য আছে: এক, 'স্টার্ট-আপ' ব্যবসায়িক সংস্থার বয়স দশ বছরের আশেপাশে হতে হবে, তার চেয়ে খুব বেশি হলে চলবে না; দুই, 'নেট ওয়ার্থ' অর্থাৎ সংস্থার বাজার-নির্ধারিত মূল্যায়ন খুব দ্রুত, প্রায় চক্রবৃদ্ধি হারে বাড়তে হবে; তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংস্থাটির উৎপাদিত দ্রব্য বা ব্যবসায়িক মডেলের মধ্যে থাকতে হবে প্রযুক্তিগত বা ব্যবসায়িক 'ইনোভেশন'— যে 'ইনোভেশন' ওই পণ্য বা পরিষেবার বাজারকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ইংরেজিতে যাকে বলে 'ডিসরাপ্টিভ ইনোভেশন'। ২০১৫-র স্বাধীনতা দিবসে 'স্টার্ট-আপ ইন্ডিয়া' প্রকল্পের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ''ভারতে এমন কোনও জেলা, ব্লক থাকবে না যেখানে 'স্টার্ট-আপ' শুরু হবে না।'' তিনি সম্ভবত যে কোনও নতুন ব্যব

আর্সেনিক বর্জ্য নষ্টে ভরসা নয়া প্রযুক্তিই

Image
শুধু জল শোধনেই বিপদ কাটবে না আর্সেনিকের। পরিশোধন কেন্দ্রের বর্জ্যকেও নষ্ট করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। বুধবার কলকাতায় আর্সেনিক সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রাক্তন সচিব তিরুমালাচারি রামস্বামী। তিনি জানান, ওই সব বর্জ্য থেকেও ফের ছড়িয়ে পড়তে পারে বিষাক্ত রাসায়নিক।  গ্রামাঞ্চলে আর্সেনিক শোধন যন্ত্রের বর্জ্য যথাযথ ভাবে নষ্ট করা হচ্ছে না বলে অভিযোগ। বিজ্ঞানীদের একাংশের মতে, জলে আর্সেনিকের উপস্থিতি জানার এবং আর্সেনিক-দূষিত জল শোধনের জন্য এখন যে-প্রযুক্তি রয়েছে, তা খুবই ব্যয়সাপেক্ষ। কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর দাবি, তাদের প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের শিক্ষক রাজা ষণ্মুগম একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন, যার সাহায্যে একাধারে জলে আর্সেনিকের বিপজ্জনক উপস্থিতি টের পাওয়া যাবে এবং আর্সেনিক দূর করা যাবে। পলিমার প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি 'সেন্সর' তৈরি করা হয়েছে। সেটি জলে ডোবালেই আর্সেনিক রয়েছে কি না, তা জানিয়ে দেবে। রয়েছে একটি ফিল্টারও। সেটি আর্সেনিক পরিশোধন করতে পারবে। আইআইএসইআরের সঙ

হাতে বন্দুক, গায়ে ‘বুলেটপ্রুফ জ্যাকেট’, ভোট লুঠ করতে বেরিয়েছিল এই ষাট ছুঁইছুই প্রৌঢ়

Image
ভোটের বাজার। 'অ্যাকশন' হতে পারে যখন-তখন! হাতে গুলি-বন্দুক আছে। কিন্তু উল্টো দিক থেকে গুলি এলে প্রাণটাও তো বাঁচাতে হবে! মাথা খাটিয়ে বিস্কুটের টিন কেটে 'বুলেটপ্রুফ জ্যাকেট' বানিয়েছিল আক্রম আলি মোল্লা। কিন্তু 'অ্যাকশন'-এও যেতে হল না। ওই জ্যাকেটও কাজে লাগল না। বুধবার ভোরে বাসন্তীর পূর্ব লেবুখালির বাসিন্দা আক্রমের ঠাঁই হল শ্রীঘরে। এলাকার ষাট ছুঁইছুই ওই দাগি দুষ্কৃতী তদন্তকারীদের জানিয়েছে, ওই টিনের জ্যাকেটে গুলি আটকাবে না সে জানে। তবে, চোট কম লাগবে। মরতে হবে না। পুলিশ কর্তারা তো বটেই, অনেক নেতাও মানছেন, ভোট-রঙ্গের শেষবেলা জমে গিয়েছে ওই 'বুলেটপ্রুফ জ্যাকেট'-এ! আলোচনা সর্বত্র। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ব্লকের কিছু বুথেও পুনর্নির্বাচন হয়। গোলমাল ঠেকাতে ভোর থেকেই আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। তার মধ্যেই পুলিশের কাছে খবর আসে বহু লোক নির্দেশখালি ও পানখালি এলাকায় অস্ত্র ও বোমা নিয়ে ঘোরাফেরা করছে। তদন্তকারীরা জানান, পানিখালির মাদ্রাসা মোড়ের কাছে পুলিশের গাড়ি যেতেই এক মহিলা এসে জানান, 'স্যর, গায়ে টিন বেঁধে অস্ত্র নিয়ে ওরা ঘুরছে। পুলিশ মহি

পঞ্চায়েতের ভোটগণনার সকালেও বিক্ষিপ্ত গোলমাল

Image
ত্রিস্তর পঞ্চায়েতের ভোটদান পর্ব মিটেছে সোমবার। কিন্তু, হিংসা শেষ হয়নি। বুধবার পুনর্নির্বাচনেও গণ্ডগোলের একাধিক খবর মিলেছে। আর এই অশান্তির আবহের মধ্যেই আজ সকাল ৮টা থেকে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের গণনা। স্পষ্ট হয়ে যাবে, ত্রিস্তর পঞ্চায়েতের কোন আসন কার দখলে যাচ্ছে। পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটের পরে বোর্ড গঠন হয়েছিল অগস্টে। তাই এ বার বোর্ডের মেয়াদ থাকছে অগস্ট পর্যন্ত। এ বার ভোটের আগেই ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল শাসক দল। আদালতে আবেদন হওয়ায় ওই আসনগুলির ফল ঘোষণা স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে ওই মামলার আবার শুনানি রয়েছে ৩ জুলাই। ওই ৩৪% বাদ দিয়ে বাকি আসনের ফল ঘোষণায় বাধা নেই। সেই ৬৬ শতাংশ আসনেই আজকে ফল ঘোষণা। ২০টি জেলা পরিষদের মোট আসন ৮২৫। ৮২৫ আসনের মধ্যে ভোট হয়েছে ৬২১টিতে। ২০ জেলায় মোট পঞ্চায়েত সমিতি বোর্ড ৩২৯টি। ৩২৯ পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯,২১৭। এর মধ্যে ভোট হয়েছে ৬,১১৯টি আসনে। ২০ জেলার মোট গ্রাম পঞ্চায়েত বোর্ড ৩,২১৫টি। ৩,২১৫টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৪৮,৬৫০। এর মধ্যে ভোট হয়েছে ৩১,৭৮৯টি আসনে। রাজ্যে এই নবম পঞ্চায়েত নির্বাচনই প্রথম ভোট, যখন বিরোধ

হ্যালোউইন বুঝি! কটূক্তি বোরখা পরা মুসলিম তরুণীকে

Image
শুধু চোখ দু'টো দেখা যাচ্ছিল। পরনে বোরখা। নাকাবে মুখ ঢাকা। ক্যালিফোর্নিয়ার রিভারসাইডে এক কফিশপের পেস্ট্রি কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ক্যাথলিন আমিনা ডিডি। প্রত্যাশা করেননি আচমকা ধেয়ে আসা প্রশ্ন। — ''হ্যালোউইন না অন্য কিছু?'' চমকে ওঠেন তরুণী। তাঁর দিকে ঝুঁকে পড়ে আগন্তুক কী বলতে চাইছেন? তত ক্ষণে কফি শপের দুই কর্মীরও নজর লোকটার দিকে। শান্ত গলাতেই প্রশ্ন করেন ডিডি, ''এ কথা কেন বলছেন?'' মুঠোফোনে অবশ্য ভিডিয়ো রেকর্ডিং শুরু করেছিলেন। ডিডির প্রশ্নের জবাবে লোকটি বললেন, ''কেন বলব না?'' ডিডি আবার জিজ্ঞাসা করেন, ''কেন বলবেন?''  —''আমার ইচ্ছে তাই।'' —''কেন? আমার ভুলটা কোথায়? আপনি বুঝতে পারছেন না, আমি মুসলিম?'' লোকটি এ বার ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, ''হ্যাঁ, জানি।'' গোটাটাই রেকর্ড হচ্ছে ফোনে। সেই সঙ্গে কফিশপে উপস্থিত সকলের নজরবন্দিও হচ্ছে সবটা।  ওই কফিশপের পরিচিত খরিদ্দার বেরি ল্যানডাউ জানান, মেয়েটিকে তিনি আগেও দেখেছেন। বেশির ভাগ সময়েই বই হাতে। জানালেন, তরুণী ডাক্তারি পড

বিয়ে করে টাকা হাতানোই এঁদের পেশা, ঠকে কোর্টের দ্বারস্থ মহিলা আইনজীবী

Image
শুধু প্রেম নয়, বিয়েরও ফাঁদ পাতা ভুবনে! বিয়ে করে প্রতারিত হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এ বার সেই প্রতারণার পাল্লায় পড়েছেন খোদ এক আইনজীবী! আদালতে দাঁড়িয়ে যে মামলার সওয়ালও করলেন ওই মহিলা নিজেই। সৌরভ দাশগুপ্ত ও সঞ্জীব সরকার। পুলিশের অভিযোগ, একের পর এক মহিলাকে বিয়ে করে তাঁদের টাকাপয়সা নিয়ে চম্পট দেওয়াই ছিল এই দুই বন্ধুর 'পেশা'। ওই দু'জন ঠিক কতগুলো করে বিয়ে করেছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। মূল অভিযুক্ত সৌরভের বিরুদ্ধে বুধবার শিয়ালদহ আদালতে যিনি সওয়াল করলেন, সেই মহিলা আইনজীবী নিজেও ওই যুবকের প্রতারণার শিকার বলে দাবি করেছেন। সৌরভ নিজেকে একটি টিভি চ্যানেল ও সংবাদপত্রের মালিক হিসেবে পরিচয় দিয়ে ওই মহিলার আস্থা অর্জন করেছিল। তার পরে বিয়েও করেছিল তাঁকে। অভিযোগ, বিয়ের পরেই সৌরভ নগদ ও গয়না মিলিয়ে প্রায় ২০ লক্ষের জিনিস নিয়ে গায়েব হয়ে যায়। পুলিশ জানিয়েছে, সঞ্জীব নিজের পরিচয় দিত কলকাতার এক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার ম্যানেজার হিসেবে। প্রতারিত আইনজীবী এ দিন বলেন, ''ফেসবুকে বছর দুই আগে সঞ্জীবের সঙ্গে আমার আলাপ। ওর মাধ্যমেই পরিচয় সৌরভের সঙ্গে।'' তিনি জানান, সৌরভ ও সঞ্জীব তাঁকে