গণনাতেও অশান্তি, জেলায় জেলায় তৃণমূলের বিজয়োৎসব


ছবিটা খুব একটা বদলাল না। পঞ্চায়েত ভোটের গণনার দিনেও অশান্তির খবর রাজ্য জুড়ে। অনেক জায়গাতেই বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও তাঁদের মেরে বার করে দেওয়া হয়েছে। এই আবহেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা।

রাজ্যে এই নবম পঞ্চায়েত নির্বাচনই প্রথম ভোট, যখন বিরোধীদের হাতে একটিও জেলা পরিষদ নেই। গত বারের ভোটে বিরোধীদের জেতা তিনটি জেলা পরিষদও চলে গিয়েছে শাসকের হাতে।

এ বার ভোটের আগে তিন দফায় এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষা তৃণমূলকেই এগিয়ে রেখেছে। তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপির উঠে আসার ইঙ্গিত রয়েছে। সমীক্ষার সঙ্গে বাস্তব কত দূর মিলছে, তা স্পষ্ট হয়ে যাবে আজই।

গণনার খুঁটিনাটি...

• ভাঙড়ে এগিয়ে আরাবুল, কমিটির দখলে পাঁচটি আসন।
• কোলাঘাটে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি পঞ্চায়েতের আসনে দাঁড়িয়ে পরাজিত হলেন বিক্ষুদ্ধ নির্দল প্রার্থীর কাছে।
• চন্দ্রকোনা-১ ব্লকের মাঙরুল গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এখানে বিক্ষুদ্ধ তৃণমূল (নির্দল) প্রার্থীরা এগিয়ে।
• আরামবাগের যে ৪টি বুথে পুনর্নির্বাচন হল তার সব ক'টিতেই জয়ী নির্দল।
• কোচবিহার জেলা পরিষদের ২টি আসনে গণনা চলছে, এগিয়ে তৃণমূল।
• নলহাটি ১ পঞ্চায়েত সমিতির বাণীওড় গ্রাম পঞ্চায়েতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরাজিত করলেন তৃণমূল প্রার্থীকে।
• আটিয়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে ২ টি আসনে জিতল গোজ প্রার্থীরা। দিনহাহাটা-১ নম্বরে ১২ গ্রাম পঞ্চায়েতের ৫০ টি আসনে গোজ এগিয়ে।
• ভোট গণনা শুরু হওয়ার আগেই সংঘর্ষ চোপড়ায়, কংগ্রেসের দাবি তাদের গাড়ি ভাঙচুর করে গুলি চালানোর পাশাপাশি মারধর করা হয়েছে।
• ঘাটাল ব্লকের মোহনপুর অঞ্চলে  চারটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হলেন। এখানেই ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের বাড়ি। তবে পঞ্চায়েতটি তৃণমূলের দখলে থাকছে।
• উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ ২, অভিযুক্ত তৃণমূল। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পুলিশের গাড়ি ভাঙচুর।
• ঘাটাল ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েত। মোট আসন ১৬৬। ৭৫টি আসনে ভোট হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের পর ৮টিতে নির্দল প্রার্থীরা এগিয়ে। বাকিগুলিতে এগিয়ে তৃণমূল।
• ঝাড়গ্রাম জেলায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৮০৬টি। তৃণমূল-৭টি, সিপিএম-১টি, বিজেপি-৪টি।
• নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ৩টি গ্রাম পঞ্চায়েত আসনই পেল তৃণমূল।
• গড়বেতা ১ নম্বর ব্লকের গ্রাম পঞায়েতে ১৬২টি আসনের মধ্যে ১৩৮টিতে নির্বাচন হয়। যে ২৪টি আসনে নির্বাচন হয় সেখানে প্রথম রাউন্ড গণনার শেষে ২৩টিতে এগিয়ে তৃণমূল।
• নলহাটি ২ পঞ্চায়েত সমিতির ৩টি গ্রাম পঞ্চায়েত আসনই পেল তৃণমূল
• নবদ্বীপের স্বরূপগঞ্জে এখনও গণনা শুরু হয়নি। তা সত্ত্বেও গণনাকেন্দ্রের বাইরে উৎসবের মেজাজ।
• ফুলিয়ায় গণনা কেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। নদিয়ার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হল।
• ভাঙড়ের গণনাকেন্দ্রে কোনও নির্দল এজেন্ট নেই বলে দাবি। নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করলেন নির্দল এজেন্টরা।
• রাজারহাটে দু'জন বিরোধী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
• মেমারি ভোটগণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি এজেন্ট ও প্রার্থীদের বার করে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত শাসক দল।
• ভগবানগোলায় বাম এজেন্টদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
• হাঁসখালিতে বিরোধী কাউন্টিং এজেন্টদের রাস্তা থেকেই ভয় দেখিয়ে ফিরিয়ে দেওয়া হল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে কৃষ্ণনগরের ডি এম অফিসে অবস্থান শুরু বিরোধী কাউন্টিং এজেন্টদের।

ত্রিস্তর পঞ্চায়েতের ভোটদান পর্ব মিটেছে সোমবার। কিন্তু, হিংসা শেষ হয়নি। বুধবার পুনর্নির্বাচনেও গণ্ডগোলের একাধিক খবর মিলেছে। আর এই অশান্তির আবহের মধ্যেই আজ সকাল ৮টা থেকে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের গণনা। স্পষ্ট হয়ে যাবে, ত্রিস্তর পঞ্চায়েতের কোন আসন কার দখলে যাচ্ছে।

পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটের পরে বোর্ড গঠন হয়েছিল অগস্টে। তাই এ বার বোর্ডের মেয়াদ থাকছে অগস্ট পর্যন্ত। এ বার ভোটের আগেই ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল শাসক দল। আদালতে আবেদন হওয়ায় ওই আসনগুলির ফল ঘোষণা স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে ওই মামলার আবার শুনানি রয়েছে ৩ জুলাই। ওই ৩৪% বাদ দিয়ে বাকি আসনের ফল ঘোষণায় বাধা নেই। সেই ৬৬ শতাংশ আসনেই আজকে ফল ঘোষণা।
২০টি জেলা পরিষদের মোট আসন ৮২৫। ৮২৫ আসনের মধ্যে ভোট