Posts

Showing posts from November 20, 2018

প্রায় কোটি টাকা হাতিয়ে ঝাঁপ ফেলল কলকাতার ভ্রমণ সংস্থা!

Image
স্কাইলার্ক ট্যুর অ্যান্ড ট্রাভেল নামে একটি ভ্রমণ সংস্থার প্রায় কোটি টাকার প্রতারণার কথা সামনে এসেছে।  ডিসেম্বরের ২৮ তারিখ বিশাখাপত্তনমে বেড়াতে যাওয়ার কথা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মধূসুদন শিকদারের। ওয়েবসাইট ঘেঁটে হদিশ পেয়েছিলেন স্কাইলার্ক ট্যুর অ্যান্ড ট্রাভেল নামে একটি ভ্রমণ সংস্থার। ঝকঝকে ওয়েব পেজ। সেখানে যাদবপুরের অফিসের ঠিকানা দেওয়া। ওই সংস্থার অফিসেও গিয়েছিলেন মধুসূদনবাবু। চকচকে অফিস। সন্দেহ করার কোনও কারণ ছিল না। তাই অগস্ট মাসের ২৪ তারিখ পরিবারের ১০ জনের ভ্রমণ বাবদ ৭২ হাজার টাকার চেক দিয়ে আসেন সংস্থার মালিক রূপায়ণ গুপ্তের হাতে। মধুসূদনবাবু মঙ্গলবার বলেন,"কথা হয়েছিল পুজোর আগেই ট্রেনের টিকিট এবং হোটেলের বুকিংয়ের কাগজপত্র দেওয়া হবে। কিন্তু পুজোর আগে থেকেই বেপাত্তা রূপায়ণ। ফোনে পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওদের যাদবপুর ঝিল রোডের অফিসে গেলাম। সেখানে অফিসও তালা বন্ধ।" গরফা থার্ড লেনের বাসিন্দা মেরি ফার্নান্ডেজের অবস্থা আরও বেহাল। পরিবারের পাঁচজনকে নিয়ে তাঁর যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর। সেই মতো ওই সংস্থাকে ২ লাখ ৭৬ হাজার টাকা দিয়েছিলেন তিনি। ভিসার জন্য সবার পাসপোর্টও দেন তিনি। তারপর থ

মদ্যপান বা বার্ধক্যজনিত কারণেই শবরদের মৃত্যু, বিধানসভায় দাবি মমতা

Image
অনাহারে নয়, বরং শবরদের মৃত্যুর পিছনে রয়েছে আদিবাসী জীবনযাপনের ধরনধারণ। পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শবর-মৃত্যু নিয়ে বিধায়সভায় মু্খ্যমন্ত্রীর বিবৃতিতে ক্ষুব্ধ বিরোধীরা। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় চিৎকার-চেঁচামেচি ছাড়াও ওয়াকআউট করলেন বাম এবং কংগ্রেস বিধায়করা। লালগড়ের পূর্ণপানি এলাকার জঙ্গলখাস গ্রামে সাম্প্রতিক সময়ে সাত জন শবরের মৃত্যু হয়েছে। এ খবর প্রকাশ্যে আসতে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য। বিরোধীদের অভিযোগ ছিল, অনাহার এবং অপুষ্টিজনিত কারণে অসুস্থ হয়েই মারা গিয়েছেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় সে অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তাঁর মতে, কেউ অনাহারে মারা যাননি। গত বুধবার এ প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজ্য সরকার প্রান্তিক মানুষদের জন্য যথেষ্ট সক্রিয়। মঙ্গলবার বিধানসভায় সেই একই সুর শোনা গেল মমতার গলায়। এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জঙ্গলমহলের মানুষের জন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে বলতে উঠে শবরদের প্রসঙ্গ তোলেন মমতা। তিনি জানান, জঙ্গলমহলে দু'টাকা কেজি দরে চাল-ডাল দেওয়া হচ্ছে। এর পরেই শবরদের মৃত্যু প্রসঙ্গে চলে যান তিনি। এ নিয়ে বিরোধী আক্রমণকে ভোঁতা

ব্রেকিং: দুপুরে মমতার ধমক, বিকেলে মেয়র-মন্ত্রীর পদ থেকে শোভনের ইস্তফা

Image
কালীঘাটে মমতার বাড়িতে সাড়ে তিন বছর আগের ছবি।  দুপুরেই তাঁকে ডেকে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রী এবং মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে স্পিকারের ঘরে দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভনকে ডেকে তাঁর কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা।কাজ ফেলে মেয়র শাড়ি-চুড়ির দোকানে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ইঙ্গিত যেতাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে, তা বুঝতে পেরেএ দিন কিছুটা উষ্মা প্রকাশ করেছেন শোভন। তৃণমূল সূত্রে খবর, এর পরেই মমতা তাঁকে দল বা বৈশাখীর মধ্যে কোনও এক দিক বেছে নিতে বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব গৌতম সান্যালের হাতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন শোভন। পরে শোভন তাঁর ঘনিষ্ঠ মহলে বলেন, ''এ ভাবে অপমানিত হয়ে আর কাজ করা যাচ্ছিল না।'' যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা নিয়ে নবান্নের তরফেও কিছু জানানো হয়নি। এর আগেও বৈশাখীকে নিয়ে শোভনকে প্রকাশ্যে সতর্ক করেছেন মমতা। ধমকেওছেন তিনি

এক নজরে ভারতে সবথেকে বড় পাঁচটি স্মার্টফোন কোম্পানি

Image
২৮১৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৪.২৬ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৯.১ শতাংশ বেশি। সম্প্রতি ভারতে সবথেকে পাঁচটি স্মার্টফোন কোম্পানির নাম প্রকাশ করেছে বিশ্ব তথ্য সংস্থা। এই পাঁচটি কোম্পানি ভারতের মোট স্মার্টফোনের ৭৯ শতাংশ বাজার ধরে রেখেছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। ১। Xiaomi আগের মতোই এই বছর তৃতীয় ত্রৈমাসিক রিপোর্টেও ভারতে এক নম্বর স্মার্টফোন কোম্পানির তখমা ধরে রেখেছে Xiaomi। ভারতে বিক্রি মোট ফোনের ২৭.৩ শতাংশ বাজার নিজের কব্জা রেখেছে চিনের কোম্পানিটি। ২০১৮ সালের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে মোট ১.১৭ কোটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। ২। Smasung বছর খানেক আগে Xiaomi-র কাছে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা হারিয়েছিল Smasung। তখন থেকেই ভারতে স্মার্টফোন বাজারে দুই নম্বর স্থানে রয়েছে Smasung। এই মুহুর্তে ভারতে Smasung এর মার্কেট শেয়ার ২২.৬ শতাংশ। ২০১৮ সালের সালের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে মোট ৮০ লক্ষ ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ৩। Vivo Smasung এর পরেই ভারতে তিন নম্বর স্থানে রয়েছে চিনের স্মার্টফোন কোম্পানি Vivo। এই

পণ নিয়ে অশান্তি, স্ত্রীর জিভ কেটে নিল স্বামী!

Image
ভয়াবহ ঘটনা। পণ নিয়ে অশান্তির জেরে স্ত্রীর জিভ কেটে নিল স্বামী। অভিযোগ, ঘটনার জেরে স্ত্রীকে আটকে রাখা হয় ১০ দিন। ঘটনাটি ঘটেছে কানপুরের বাররা এলাকায়।  পুলিশ ঘটনায় মামলা রুজু করেছে স্বামী আকাশের বিরুদ্ধে। আকাশ একজন পুলিশ কনস্টেবলের ছেলে। গত ৬ নভেম্বর আকাশ তার স্ত্রীর জিভ কেটে নেয় বলে অভিযোগ। পণ নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি চলছিল। নির্যাতিতা জানিয়েছেন, পরে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভরতি করে পরিবার। তবে তাঁকে ঘরবন্দি করে রাখা হয়েছিল। পরে ১৫ নভেম্বর মেয়েটির বাবা তাঁকে উদ্ধার করে। নির্যাতিতার পরিবারের দাবি, পুলিশ তদন্ত অসহযোগিতা করেছে। তবে আপাতত আকাশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন কানপুরের এসএসপি। 

দুর্নীতি আটকাতে নোটবাতিলের মতো তেতো ওষুধ দিতে হয়েছে: মোদী

Image
ভোপাল: কিছুদিন আগে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে এসে নোটবাতিলের সিদ্ধান্তকে স্বাধীন ভারতের সবথেকে বড় দুর্নীতি বলে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সোনিয়া পুত্রকে সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধান প্রতিপক্ষ শিবিরকে মোদীর জবাব, নোটবাতিল হল তেতো ওষুধ৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই তেতো ওষুধ গেলাতে হয়েছে৷ মঙ্গলবার মধ্যপ্রদেশের ঝাবুয়াতে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বোঝান কেন তাঁকে নোটবাতিলের মতো সিদ্ধান্ত নিতে হয়েছিল৷ তিনি জানান, কালো টাকা ফেরাতে ও দুর্নীতি আটকাতে ৫০০ ও ১০০০ টাকা বাতিল করা দরকার ছিল৷ মোদী বলেন, '' কালো টাকাকে ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসতে নোটবাতিল করা দরকার ছিল৷ সেই সঙ্গে দেশের গভীরে শাখা প্রশাখা বিস্তার করা দুর্নীতির জন্য কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল৷ তাই নোটবাতিলের মতো তেতো ওষুধ বেছে নিতে হয়েছে৷''   এই সভা থেকে আরও একবার কংগ্রেসকে বিদ্ধ করেন নরেন্দ্র মোদী৷ বিজেপি সরকারের কাজের উচ্চপ্রশংসা করে তিনি জানান, সরকার সাড়ে চার বছরে যা কাজ করেছে কংগ্রেসের ১০ বছর লাগবে সেই কাজ করতে৷ এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের তুলনা টেনে আনেন

‘গাজা’-য় ক্ষতিগ্রস্তদের জন্যে এক হাজার কোটির আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

Image
চেন্নাইঃ ঘূর্ণিঝড় 'গাজা'-র তাণ্ডবে বিধ্বস্ত এলাকাগুলির জন্যে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। সেই তালিকায় রয়েছেন রাজ্যের কৃষক এবং নারকেল উত্‍পাদকরাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফে কেন্দ্রের কাছেও সাহায্য চাওয়া হবে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডের থেকে তামিলনাড়ুকে আর্থিক সাহায্য করার জন্য আর্জি জানানো হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে হাতে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করবেন। সরকারি সূত্রের খবর, মঙ্গলবার আকাশ পথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন পালানিস্বামী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ জেলার প্রায় ৮৮,১০২ হেক্টর জমি জুড়ে শস্য ও ফুলের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত নারকেল গাছের জন্যে ৫০০ টাকা দেওয়া হবে। তাছাড়া সেই সব গাছ কাটার জন্যে বাড়তি ৬০০ টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ৫১৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ২,৫১,৬৭৪ জন মানুষ।

ভোটের ময়দান থেকে বিদায় ঘোষণা সুষমা স্বরাজের

Image
রাজনীতি থেকে কি সন্ন্যাস নিচ্ছেন সুষমা স্বরাজ? আগামী লোকসভা ভোটে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিলেন বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিদিশার সাংসদ বলেন,''দল সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি''।অটলবিহারী বাজপেয়ীর জমানাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সামলেছেন সুষমা স্বরাজ। মোদীর জমানায় বিদেশমন্ত্রকের দায়িত্ব পান। বিদেশমন্ত্রী হিসেবে সুষমার কাজ যথেষ্ট প্রশংসনীয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয়দের উদ্ধারই হোক, বিদেশে অসহায় ভারতীয়দের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা। টুইটারের মাধ্যমে বহু ভারতীয় সরাসরি বিদেশমন্ত্রীকে নিজেদের সমস্যা জানাতে পেরেছেন। যা আগে ভাবাই যেত না!  কিন্তু কেন আর ভোটের ময়দানে থাকবেন না সুষমা? মধ্যপ্রদেশে একটি বৈঠকে সুষমা জানান, ভগ্ন স্বাস্থ্যের কারণেই এই সিদ্ধান্ত। ৬৬ বছরের সুষমা স্বরাজ মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্রের সাংসদ। ২০১৬ সালে তাঁর কিডনি বদল করা হয়েছিল। এজন্য দীর্ঘ কয়েকমাস কাজ থেকে ছুটি নিয়েছিলেন।             সুবক্তা হিসেবেও পরিচিত সুষমা স্বরাজ। সংসদে তাঁর চোস্ত বক্তৃতা নজর কেড়েছে বহুবার। দিল্লির মুখ্যমন্ত্রীও

বারাসত থেকে উদ্ধার ২০ কোটির ‘সাপের বিষ’

Image
দু'টি কাচের জার ভর্তি সাপের বিষ-সহ তিন জনকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং সিআইডির যৌথ তদন্তকারী দল। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা খবর পান, বাংলাদেশ  সীমান্ত দিয়ে সাপের বিষ পাচার হয়ে ভারতে ঢুকেছে। কয়েক জন পাচারকারী সেই বিষ উত্তর ২৪ পরগণার বারাসতে নিয়ে আসবেন। সেখানেই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে হাতবদল হবে ওই বিষের। সেই খবর অনুযায়ী যৌথ তদন্তকারী দল রাতে বারাসতের ময়না এলাকায় হানা দেয় এবং তিন যুবককে গ্রেফতার করে। তদন্তকরীদের দাবি, তাঁদের কাছ থেকে দু'টি কাচের জারে সাপের বিষ পাওয়া গিয়েছে। সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, ধৃতরা হলেন গাইঘাটার অমিয় দাস, হরিণঘাটার দীপক রায় এবং অরুপ বিশ্বাস। তদন্তকারীদের দাবি, ইউরোপ থেকে চোরা পথে এই সাপের বিষ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে বনগাঁ সীমান্ত দিয়ে সেই বিষ এ রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের দাবি, চিনে ওষুধ তৈরির জন্য এই সাপের বিষের ব্যপক চাহিদা। আন্তর্জাতিক বাজারে সেই বিষের দাম প্রায় কুড়ি কোটি টাকা। যদিও ওয়াউল্ড লাইফ ট্রাস্টের মতো স্বেচ্ছাসেবী সংস্থা যাঁরা বন্যপ্রাণ নি

সরকারি স্কুলে রাখতেই হবে মমতার ছবি

Image
জরুরি ভিত্তিতে ঝোলাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-ব্যানার।  সরকারি স্কুলে জরুরি ভিত্তিতে ঝোলাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-ব্যানার! শিক্ষা দফতরের নতুন নির্দেশে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের সবক'টি সরকারি ও সরকার অনুমোদিত স্কুলে সোমবার ইমেল করে একটি নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। জানানো হয়েছে, নির্দেশটি 'ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।' তাতে বলা হয়েছে, ২০১৮ সালের 'মেরিট-কাম-মিনস স্কলারশিপে'র প্রচারের জন্য স্কুলের সবচেয়ে 'প্রমিনেন্ট' জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ঝোলাতে হবে।ওই ইমেলেই ব্যানারের সফ্‌ট কপি পাঠানো হয়েছে। স্কুলগুলি সেটি ছাপিয়ে নেবে। ওই ব্যানারে বাঁদিকের অনেকখানি অংশ জুড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। সঙ্গে বিশ্ববাংলার লোগো। পাশে স্বামী বিবেকানন্দের ছবির উপরে 'পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা'র কথা লেখা। নীচে রয়েছে এই বছরের বৃত্তির জন্য ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করার নির্দেশ। শিক্ষা দফতর সূত্রের খবর, দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের পড়ুয়াদের সাহায্যের জন্য বিবেকানন্দের নামাঙ্কিত ওই বৃত্তি

সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরণে মৃত ৪, আহত বহু

Image
মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের পুলগাঁও-এর ওয়ারধায় সেনা বাহিনীর অস্ত্রাগারে বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, গুরুতর আহত আরও ১০। বিস্ফোরণে গোটা এলাকায় ছড়িয়ে যায় আতঙ্ক। সেনা সূত্রে খবর, কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী ফায়ারিং রেঞ্জের কাছে পুরনো সব গোলাবারুদ ফেটে এই ঘটনা ঘটে। এই সেনা ক্যাম্পেই মজুত থাকে দেশের বৃহত্তম অস্ত্র ভাণ্ডার। ২০১৬ সালের মে মাসে এমনই এক ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬ জন প্রতিরক্ষা আধিকারিক সহ দু'জন সেনা আধিকারিকের। ঘটনাস্থল মহারাষ্ট্রের এই ওয়ারধাই। এটি শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার অন্যতম বৃহত্‍ সামরিক অস্ত্র ভান্ডার। বোমা, গ্রেনেড, শেল থেকে শুরু করে রাইফেল, মিসাইল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র প্রথমে এখানে এসে জমা হয়, পরে এখানে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভাগ করে দেওয়া হয়।

ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি কিশোরের

Image
ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে যায় অষ্টম শ্রেণির ছাত্র। পরিণতি হল মর্মান্তিক। ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে গিয়ে মৃত্যু হল ওই ছাত্রের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে। রবিবার রাতে গোপালনগরের চামটা এলাকায় কাকার বাড়িতে এসেছিল অষ্টম শ্রেণির ছাত্র ইলিয়াস। ভাইবোনরা মিলে ছোটরা সবাই ব্যস্ত ছিল ভিডিও গেম খেলায়। এর মধ্যেই মাংস রান্না শেষে, রান্নাঘর থেকে ছোটদের জন্য কয়েক টুকরো মাংস এনে দেয় ইলিয়াসের মা। ভিডিও গেম খেলতে খেলতেই গরম গরম মাংস মুখে পুরে দেয় ইলিয়াস। অন্যমনস্ক থাকায় সেই মাংস ইলিয়াসের গলায় আটকে যায়। শ্বাসনালীতে আটকে যায় মাংসের টুকরো। ক্রমাগত হেঁচকি তুলতে থাকে ইলিয়াস। শুরু হয়ে যায় প্রবল শ্বাসকষ্ট। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইলিয়াসকে। কিন্তু বাঁচানো যায়নি। ইলিয়াসের বাড়ির লোকেরা জানিয়েছে, ভিডিও গেম খেলায় বুঁদ ছিল ইলিয়াস। খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। আর সেই অবস্থাতেই মাংস খেতে গিয়ে বিপত্তি বাঁধে। গলায় আটকে যায় মাংসের টুকরো।

নিউটাউন শুটআউট: ২ লাখ টাকা সুপারি, আট মাস ধরে ছক কষে খুন!

Image
নিউটাউনে শুটআউটের ঘটনায় ৭ জনকে আটক করল পুলিস। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি। রবিবার  সন্ধায় নিউটাউনের পাথরঘাটা মালোপাড়ায় বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন চঞ্চল মণ্ডল নামে এক ব্যক্তি।  গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।   নিউটাউনে শুটআউটের ঘটনায় ৭ জনকে আটক করল পুলিস। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি। রবিবার  সন্ধায় নিউটাউনের পাথরঘাটা মালোপাড়ায় বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন চঞ্চল মণ্ডল নামে এক ব্যক্তি।  গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ধৃত ৭ জনকে দফায় দফায় জেরা করে শুটআউটের ঘটনায় নতুন তথ্য উঠে এল পুলিসের হাতে। জেরায় ধৃতরা জানিয়েছে, জমি জরিপকারী চঞ্চল মণ্ডলকে খুনের জন্য ২ লাখ টাকা সুপারি দেওয়া হয়। ৮ মাস ধরে ছক কষে  খুন করা হয় ওই ব্যক্তিকে। জমি জরিপের কাজের অছিলাতেই খুনের রেইকি সারে দুষ্কৃতীরা।  খুনের পিছনে ব্যবসায়িক লেনদেন-ই যে মুখ্য কারণ, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত পুলিস। পুলিস মনে করছে, পথের কাঁটা সরাতেই সরাতেই খুন করা হয় চঞ্চল মণ্ডলকে। বেসরকারি কোম্পানিতে কাজ করতেন চঞ্চল মণ্ডল। ১৭টি প্রজেক

পুরুষদের অধিকার নিয়ে এবার পথে নামলেন মহিলারাও

Image
রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মী সঞ্জীব কুমার‌। বাড়ি মেদিনীপুরের পিংলায়। দেখাশোনা করে ২০১২ সালে বিয়ে হয়েছিল। ২০১৪ সালে স্ত্রী তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। সঞ্জীবের দাবি, তিনি নির্দোষ। তাঁর ৫ বছরের এক ছেলে রয়েছে। ছেলের সঙ্গে দেখা করতে চাইলেও পারেন না। আশঙ্কা, ফের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে। আগের মামলাই চলছে। হাওড়ার মন্দিরতলার বাসিন্দা গাড়িচালক তন্ময় বসু (‌নাম পরিবর্তিত)–র‌ সঙ্গে এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ে হয় ২০০৬–এ। বছর কয়েক পর স্ত্রী যোগ দেন বেসরকারি ব্যাঙ্কে। তন্ময়ের দাবি, চাকরিতে যোগ দেওয়ার পর স্ত্রী বদলে গেছেন। এর জন্য তিনি দায়ী করছেন শ্বশুর–শাশুড়িকে। কারণ, স্ত্রী উপার্জিত অর্থ দিয়ে দেন তাঁর মা–বাবাকে। নিজে কাজ করলেও স্বামীর কাছে নিয়মিত টাকা চাইতেন। তবে শ্বশুরবাড়ির সদস্যরা কিছু বলেন না। ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের হয়। বছর চারেকের মেয়ের সঙ্গে দেখা করার উপায় নেই। অবসরপ্রাপ্ত সেনাকর্মী সুরেশ রায় (‌পরিচয় পরিবর্তিত)‌ বিবাহবিচ্ছিন্না শতাব্দী দেবীকে বিয়ে করেন ১৯৯৮ সালে। স্ত্রী ঠিক করেন ব্যবসা করবেন। তাই স্বামীর কাছ থেকে কয়েক

কৃষকদের ঋণের পরিমাণ ৬ গুণ বাড়িয়ে দিয়েছে সমবায় দপ্তর:‌ অমিত

Image
সমবায় দপ্তর কৃষকদের ঋণের পরিমাণ ৫ থেকে ৬ গুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার নেতাজি ইনডোরে পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্ক লিমিটেডের শতবর্ষ উদযাপন এবং সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমবায়কে নতুন মাত্রা দিয়েছেন। গরিব মানুষ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সমবায় ব্যাঙ্কের মাধ্যমে প্রতি ক্ষেত্রেই ঋণের পরিমাণ ৫ থেকে ৬ গুণ বেড়েছে। তিনি বলেন, এরকম মেলার আয়োজন না–‌হলে মানুষ জানতেই পারতেন না সমবায় তাঁদের কত উপকারে লাগে। পশ্চিমবঙ্গের সমবায় আন্দোলন দেশের মধ্যে অন্যতম। সেলফ হেলপ গ্রুপের ক্ষেত্রে আমরা এক নম্বরে। সমবায়েও সেই জায়গায় পৌঁছতে হবে। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, নোটবন্দির কারণে গোটা দেশ ধাক্কা খেয়েছে। মুখ্যমন্ত্রী এর তীব্র প্রতিবাদ করেছেন। তিনি ছিলেন বলে আমরা মাথা উঁচু করে ধাক্কা সামলে উঠতে পেরেছি। মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক স্

ছত্তিশগড়ে দ্বিতীয় ও শেষ দফার বিধানসভা ভোট

Image
ছত্তিশগড়ে চলছে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। মঙ্গলবার ভোট হচ্ছে ১৯ জেলার ৭২টি আসনে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে এক লক্ষেরও বেশি নিরাপত্তাকর্মী। এখনও পর্যন্ত শান্তিতেই চলছে ভোটদান। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। শুধু দুটি বুথেই সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল তিনটে পর্যন্ত ভোট হবে। এই দফায় মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। ৭২টি আসনের মধ্যে শাসক দল বিজেপির ঝুলিতে ছিল ৪৩টি আসন। এবার কংগ্রেস কতটা আসন পায় সেদিকেই তাকিয়ে শাসক এবং বিরোধী দুই দলই। কারণ, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ২০১৯ সালের লোকসভা ভোটের সেমিফাইনাল বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না থাকলে কীভাবে বেতন আটকে রাখা যায়?

Image
মুম্বই: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না থাকার কারণে কোনও ব্যক্তির বেতন আটকে রাখা যাবে না। রমেশ পুরালে নামে মুম্বই পোর্ট ট্রাস্টের এক কর্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। রমেশ জানিয়েছেন, ২০১৫ সালের ডিসেম্বরে জাহাজমন্ত্রকের পক্ষ থেকে এক চিঠিতে তাঁকে জানানো হয়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন জমা পড়ে, সেটির সঙ্গে আধার সংযোগ করতে হবে। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করাননি তিনি। এর ফলে ২০১৬ সালের জুলাই থেকে তাঁর বেতন বন্ধ হয়ে যায়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন রমেশ। গত ২৬ সেপ্টেম্বর আধার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এ মাসের গোড়ায় সে কথা উল্লেখ করে হাইকোর্টে আরও একটি আবেদন জমা দেন তিনি। আজ বম্বে হাইকোর্টের বিচারপতি এ এস ওকা ও বিচারপতি এস কে শিণ্ডের ডিভিশন বেঞ্চ বলেছে, 'আপনারা (কেন্দ্র) কী করে এই অবস্থান নিতে পারেন যে স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ না হলে একজন কর্মীকে বেতন দেওয়া হবে না? আমরা শীর্ষ আদালতের রায় খতিয়ে দেখেছি। আমাদের মতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না করার কারণে আবেদ

আপনার এসবিআই নেট ব্যাঙ্কিং এ মাসেই বন্ধ হয়ে যাবে না তো!

Image
নিয়ম না মানলে সমস্যায় পড়বেন। স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অথচ তার সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই। ভুগতে হতে পারে এমন গ্রাহকদের। ৩০ নভেম্বরের পর ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা না-ও পেতে পারেনতাঁরা। বাদ সাধতে পারে সাধের ডেবিট কার্ডটিও। ইএমভি চিপ লাগানো না থাকলে বাতিল হয়ে যেতে পারে সেটি। নিজেদের ওয়েবসাইটেসম্প্রতি এমনই কিছু ঘোষণা করেছে এসবিআই কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না করেই ইন্টারনেট ব্যাঙ্কিং চালিয়ে যাচ্ছেন অনেকে। ৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে তাঁদের। এর মধ্যে বাড়ির কাছে ব্যাঙ্কের শাখায় গিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে। তা নইলে ১ ডিসেম্বর থেকে তাঁরা আর ওই অ্যাকাউন্ট থেকে নেট ব্যাঙ্কিং করতে পারবেন না। তবে নেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে গেলেও, অ্যাকাউন্ট চালু থাকবে। এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহক ম্যাগনেটিক ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, অবিলম্বে তাঁদের কার্ড বদলে নিতে নির্দেশ দিয়েছে এসবিআই। তার বদলে ইএমভি চিপ বসানো নতুন 'স্মার্ট' কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।যা তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ

এবার মেসেজ করুন গুগল ম্যাপস থেকে

Image
গুগল ম্যাপসে যোগ হল মেসেজিং সার্ভিস। নতুন এই ফিচারে আরও সহজে গুগল ম্যাপস অ্যাপ থেকেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। আগে গুগল বিজনেস প্রফাইল থেকে মেসেজিং ফিচার নিয়ে এসেছিল গুগল। এবার সেই ফিচার পৌঁছাল গুগল ম্যাপস অ্যাপে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে মেসেজিং ফিচারে গুগল ম্যাপস থেকেই চ্যাট করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএস এ গুগল ম্যাপস অ্যাপ থেকে বাঁ দিকে স্লাইড মেনুতে নতুন 'মেসেজ' অপশান পাওয়া যাবে। সেখানে সব পুরনো মেসেজ এক জায়গায় দেখা যাবে। গুগলের প্রোডাক্ট ম্যানেজার ভাদিত্য তেন্ডুলকার এক ব্লগ পোস্টে জানিয়েছেন সারা বিশ্বে একাধিক দেশে এই সার্ভিস শুরু হচ্ছে। তবে কোন কোন দেশে এখনই এই সার্ভিস পৌঁছাবে তা জানাননি আদিত্য। গ্রাহকরা গুগল ম্যাপস থেকে মেসেজ করলেও ব্যবসায়ীরা গুগল মাই বিজনেস অ্যাপ থেকে গ্রাহকের মেসেজের উত্তর দিতে পারবে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে গুগল মাই বিজনেস অ্যাপ ডাউনলোড করা যাবে। "নতুন মাই বিজনেস অ্যাপ ব্যবসায়ীদের গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ আরও সহজ করে তুলবে।" জানিয়েছেন তেন্ডুলকার। গত এক মাসে এটাই গুগল ম্য

মহিলাদের জন্য IIT দিল্লির উপহার "স্যানিটেশন ফর ফিমেল"

Image
দিল্লি : প্রতি দুজন মহিলার একজন মূত্রজনিত সংক্রমণের (Urinary Tract Infection) শিকার। তার অন্যতম কারণ, দেশের বিভিন্ন প্রান্তের অপরিষ্কার শৌচালয়। সেখান থেকেই সংক্রমণ ছড়ায় মহিলাদের দেহে। আর তা রুখতে মহিলাদের জন্য বিশ্ব টয়লেট দিবসে দাঁড়িয়ে মূত্রত্যাগের একটি ডিভাইস (স্ট্যান্ড অ্যান্ড পি ডিভাইস ) আনল IIT দিল্লির একদল পড়ুয়া। ডিভাইসটির দামও মাত্র ১০ টাকা। সেটির নাম "সাঁফে" বা "স্যানিটেশন ফর ফিমেল।" "সাঁফে"-র সহ-প্রতিষ্ঠাতা অর্চিত আগরওয়াল বর্তমানে IIT-তে BTech পাঠরত। তাঁর বক্তব্য, "মহিলাদের মূত্রজনিত সংক্রমণের রুখতে আমরা এই ডিভাইসটি তৈরি করেছি। এর ফলে, টয়লেটে বসার অপরিচ্ছন্ন জায়গা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন মহিলারা। আর সংক্রমণের সম্ভাবনাও কমবে।" শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা মহিলারাও সহজে ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। অর্চিত বলেন, "মহিলারা টয়লেট পেলেও দীর্ঘক্ষণ তা চেপে রাখেন। সাঁফে এই প্রবণতা কমাতেও সাহায্য করবে। এছাড়াও মহিলাদের আর্থিরাইটিস থাকলে বা শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও রেল স্টেশন, বাস টার্মিনালের শৌচালয়ে নির্দ্বিধায় ডিভাইসটি ব্যবহার করতে প

প্লেনে সওয়ারি মা, পা ছুঁয়ে প্রণাম পাইলট ছেলের

Image
চেন্নাই : মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন প্লেন উড়িয়ে নিয়ে যাবেন। আর তাতে সওয়ারি হবেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না সেই স্বপ্ন পূরণ হচ্ছে, ততদিন প্লেনেই চড়বেন না। শেষপর্যন্ত, স্বপ্ন সফল করেছেন ছেলে প্রদীপ কৃষ্ণন। মা ও ঠাকুমাকে সিঙ্গাপুর উড়িয়ে নিয়ে যাওয়ার আগে যাত্রীদের আসনের সামনে গিয়ে তাঁদের প্রণাম করেছেন প্রদীপ। সেই মুহূর্তের ভিডিয়ো ফেসবুকের সৌজন্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিয়োতে দেখা গেছে, ভিড় কাটিয়ে যাত্রীদের বসার নির্দিষ্ট আসনের দিকে এগিয়ে আসছেন। তারপরই মা ও ঠাকুমাকে প্রণাম করছেন প্রদীপ। আবেগতাড়িত হয়ে পড়েন মা ও ঠাকুমা। গর্বে বুক ফুলে উঠেছিল তাঁদের। প্লেন ছাড়ার আগে পাইলট হিসেবে নিজের ছেলের নাম শোনার সময় হয়ত তাঁদের চোখের কোনায় আনন্দাশ্রুও চিকচিক করে উঠেছিল। এই হৃদয়গ্রাহী মুহূর্তের ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করেন প্রদীপের বন্ধু নাগার্জুন দ্বারকানাথ। তিনি লেখেন, "স্বপ্ন সত্যি হল। ইন্ডিগোতে চাকরি পাওয়ার পর আমার রুমমেট প্রদীপ প্রথমবারের জন্য নিজের মা, ঠাকুমা ও বোনকে উড়িয়ে নিয়ে যাবেন। ২০০৭ সালে শিক্ষানবিশ পাইলট হিসেবে প্রথম প্লেন উড়িয়ে যাওয়ার পর আমরা বহু পথ অতিক্রম করেছি।

"চড় মারে, গোপনাঙ্গেও হাত দেয়"; প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ যুবতির

Image
বাগুইআটি : মদ্যপান করে যুবতিকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিহির সাহা। ঘটনাটি বাগুইআটির। যুবতির অভিযোগ, মিহিরের বিরুদ্ধে থানায় FIR করতে গেলেও প্রথমে তা নেওয়া হয়নি। পরে দায়ের হয় GD। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। যুবতির পাড়ায় এবার জগদ্ধাত্রী পুজো হয়েছে। রবিবার ছিল প্রতিমা নিরঞ্জন। পাড়ার অন্যদের সঙ্গে নিরঞ্জনে গেছিলেন পায়েল নন্দী (নাম পরিবর্তিত) নামে ওই যুবতি। তিনি বলেন, "ভাসান দিয়ে ফিরছিলাম। মিহির পথ আটকায়। প্রথমে আমার বাবাকে গালিগালাজ করে। ধাক্কা দেয়। তা দেখে মা আটকাতে যায়। আমাকেও ডাকে। আমি প্রতিবাদ করি। আমাকে গালিগালাজ করতে শুরু করে। চড় মারে। গোপনাঙ্গে হাত দেয়। বুকেও ধাক্কা মারে। পাড়ার সবাই সামনে ছিল। একটা মেয়ের কাছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।" তিনি আরও বলেন, "আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আশা করি কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়রা জানিয়েছেন, পায়েলের স্বামী মিলন (নাম পরিবর্তিত) ও মিহিরের ছেলে রাজা ছোটোবেলার বন্ধু ছিল। দু'জনে মিলে একসঙ্গে ব্যবসাও করত। পরে লাভ-লোকসান নিয়ে ঝামেলা হয়। চারবছর ধরে দু'জনের সম্

শিকাগোয় হাসপাতালে বন্দুকবাজের হানা, নিহত ২

Image
শিকাগো: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানা৷ এবার ঘটনাস্থল শিকাগো৷ মিচিগান এ্যাভিনিউয়ের মার্সি হাসপাতালের সামনে বন্দুকবাজের হানায় নিহতদু'জন৷ গুরুতর জখম চারজন৷ পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে৷ হতাহতে কোনও খবর নেই৷ এখনও খোঁজ মেলেনি হামলাকারীদের৷ মার্সি হাসপাতালের দখল নিয়েছে পুলিশ৷ হামলাকারীরা দলে অনেকেই ছিল বলে মনে করা হচ্ছে৷ যার মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে৷ পুলিশের গুলি জখম এক বন্দুকবাজ৷ জানা যাচ্ছে আততায়ীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম এক পুলিশ অফিসার৷ ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি অ্যাম্বুলেন্স৷ ঘটনাস্থলে ডাকা হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের৷ বন্দুকবাজের হামলায় শহরজুড়ে আতঙ্কের রেশ৷ ঘটনাস্থলে গিয়েছেন শিরাগোর মেয়র ইমানুয়েল৷ এক প্রত্যক্ষদর্শী জানান, 'বাইরে বিকট শব্দ৷ আমরা ভয় পেয়ে যাই৷ তারপরি দেখি বন্দুকবাজরা হাসপাতালের বাইরে গুলি চালাচ্ছে৷'

জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পে জটের সম্ভাবনা

Image
কলকাতা: জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পে জট৷ প্রস্তাবিত মাঝেরহাট সেতু নির্মাণের জন্য মেট্রো কর্তৃপক্ষকে ৬ মিটার ফাঁকা জায়গা রাখার কথা জানাল রাজ্যের পূর্ত দফতর৷ রাজ্যের দাবি মানা কার্যত অসম্ভব৷ পূর্ত দফতরকে চিঠি দিয়ে জানিয়ে দিল মেট্রো নির্মাণকারী সংস্থা আরডিএনএল৷ জটীলতা কম ছিল না৷ তার মধ্যেই ২০২১কে লক্ষ্যমাত্রা ধরে চলছে জোকা বিবাবদি বাগ মেট্রো প্রকল্পের কাজ৷ কিন্তু নতুন করে ফের কাজ থমকে যাওয়ার আশঙ্কা৷ রাজ্য মেট্রো বিবাদের কেন্দ্রে দুই প্রকল্পে মধ্যেকার দূরত্ব৷ গত ৪ঠা সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট সেতু৷ রাজ্য সরকারের সিদ্ধান্ত ফের নতুন করে তৈরি করা হবে ওই সেতু৷ প্রস্তাবিত সেতুর পাশেই রয়েছে জোকা বিবাবদি বাগ মেট্রো প্রকল্পের পিলার৷ চিঠি দিয়ে আরডিএনএলকে পূর্ত দফতরের আবেদন পিলার ও প্রস্তাবিত সেতুর মাঝে যেন ৬ মিটারের দূরত্ব থাকে৷ মাঝের ফাঁকা জমিতে যেন মেট্রো কাজ না করে৷ এই আবেদন মানা কার্যত অসম্ভব৷ রাজ্যকে চিঠি দিয়ে জানায় আরডিএনএল৷ তারা জানায়, ওই অংশে মেট্রোর স্টেশন হওয়ার কথা৷ ফলে পূর্ব দিকে পাঁকা অংশে তাদের কাজ করতেই হবে৷ চিঠি, পালটা চিঠি৷ সেই গেঁরোতেই থমকাবে না তো জোকা বিবাদি বাগ ম

বিঘ্নিত ফেসবুকের মেসেঞ্জার পরিষেবা

Image
মেনলোপার্ক: আপনি কি ফেসবুকে মত্ত৷ তাহলে সময় থাকতেই সাবধান হন৷ আর মাত্র কিছু মুহূূর্তের অপেক্ষা হয়তো৷ তারপরই হত সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকেও৷ দুনিয়া জুড়ে বিপর্যস্ত ফেসবুক পরিষেবা৷ সাড়া দিচ্ছে না মেসেঞ্জারও৷  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর প্রভাব পড়েছে ব্যাপকহারে৷ ডেনমার্ক, আয়ারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড বিচ্ছিন্ন ফেসবুক থেকে৷ ভারতীয় সময় রাত তিনটের পর থেকে সমস্যার সূত্রপাত৷ জানা গিয়েছে, ফেসবুক ক্র্যাশ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ৷ পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা মেনে নিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ৷ সমস্যা সমাধানে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা৷ এর আগে চলতি মাসের ১২ তারিখ সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলি ক্র্যাশ করে গিয়েছিল৷ ব্ল্যাক আউট হয়ে যায় পরিষেবা৷ দুনিয়াজুড়ে মানুষ বিপাকে পড়েন৷ তারপর এদিন ফের একই সমস্যার পুনরাবৃত্তি৷ কেন বার বার পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ কারণ অনুসন্ধানে ফেসবুক৷

যুদ্ধ আপাত স্থগিত! সন্ধি প্রস্তাবেই সায় আরবিআই ও কেন্দ্রের

Image
আপাতত যুদ্ধ শেষ। সন্ধি প্রস্তাবেই একটা সহাবস্থান খুঁজে বের করল ভারতীয় রিজার্ভা ব্য়াঙ্ক ও কেন্দ্রীয় সরকার। ফলে গত সপ্তাহ দুয়েক ধরে আরবিআই ও কেন্দ্রের মধ্যে বৈরিতা প্রকাশ্যে চলে এসেছিল এবং তার জেরে দু'পক্ষেরই একাধিক উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার লাগামে এখন টান পড়ছে। সোমবার সকাল থেকে ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক-এর বোর্ডের বৈঠক শুরু হয়েছিল। প্রায় ৯ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে বিষয়গুলি নিয়ে বারবার নানা সংশয় ও বিতর্ক এবং জটিলতা দেখা যাচ্ছে সেই বিষয়গুলিতে একটা সমঝোতা সূত্র বের করতে একাধিক বিশেষজ্ঞ কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। এমনকী ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্কের কাছে থাকা অতিরিক্ত ৩ ৬০,০০০ টাকা হস্তান্তর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতেও আপাতত শান্তি জল পড়ার ইঙ্গিত মিলেছে। কারণ এই অতিরিক্ত অর্থ কীভাবে কেন্দ্রীয় ব্যাঙ্কের জিম্মা থেকে সরকারের ঘরে নিয়ে যাওয়া হবে তা একটি কমিটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আরবিআই বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে সূত্রের খবর। সংবাদসংস্থা রয়টার্সও জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ পরিকাঠামোর পুনর্গঠনের ব্য়াপারেও এক

নেশায় বুঁদ করিয়ে ‘প্রভাবশালী’দের বাড়িতে পাঠানো হত হোমের মেয়েদের!

Image
'মা বিন্দাবাসিনী মহিলা এবং বালিকা সংরক্ষণ গৃহ' নামের দেওরিয়ার সেই হোম। উত্তরপ্রদেশের দেওরিয়া হোমের যৌন কেলেঙ্কারির ঘটনায় ফের সামনে এল  চাঞ্চল্যকর কিছু তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোমের মেয়েদের নেশা করিয়ে 'প্রভাবশালী' অতিথিদের বাড়িতে পাঠানো হত। তারা যাতে ব্যথা অনুভব না করে সে জন্যই এমনটা করা হত বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতাদের বয়ান রেকর্ড করে এমন সব তথ্যই সামনে নিয়ে এসেছে উত্তরপ্রদেশ পুলিশ। বয়ান রেকর্ড করা হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের উইমেন সেলে। পরে এই তথ্যগুলির ভিত্তিতে ইলাহাবাদ হাইকোর্টে চার্জশিট জমা করে উত্তরপ্রদেশ পুলিশ। গত অগস্টেই দেওরিয়া হোমের যৌন কেলেঙ্কারির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা দেশ জুড়ে। দিনের পর দিন অত্যাচার সইতে না পেরে ১১ বছরের এক নাবালিকা হোম থেকে পালিয়ে এসেছিল। আর তার পরেই সে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। বিস্ফোরক সিবিআই কর্তা সে সময় পুলিশ সূত্রে জানানো হয়েছিল, 'মা বিন্দাবাসিনী মহিলা এবং বালিকা সংরক্ষণ গৃহ' নামের ওই হোমই ছিল ৪২ জন আবাসিকের ঠিকানা। ২৪ জন আবাসিককে উদ্ধার করতে পেরেছিল পুলিশ। তবে খোঁজ মেলেনি আরও ১৮ জনের। মূলত ১৫-১৮ বছর বয়সী

মানুষ পাচারে ধৃতকে বাঁচানোর চেষ্টা, কাঠগড়ায় পুলিশই

Image
ভারতীয় এজেন্ট কবীর হোসেন মণ্ডল (মাঝে)। উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা কবীর হোসেন মণ্ডলের বিরুদ্ধে একের পর এক যুবককে কাজ দেওয়ার নাম করে বিদেশে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সেই অভিযুক্তকে গ্রেফতারও করে গোপালনগর থানা। আদালতের নির্দেশে‌ চার দিনের পুলিশি হাজতে রয়েছে অভিযুক্ত। কিন্তু 'প্রভাবশালী' ওই অভিযুক্তকে ছাড়িয়ে আনার জন্য পুলিশেরই একাংশ সক্রিয় হয়েছে বলে অভিযোগ তুলল পাচারের পরে ফিরে আসা যুবকের পরিবার। যথাযথ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রাজ্যের মানুষ পাচার রোধে সক্রিয় একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থার চেয়ারপার্সন জিন্নার আলি বলেন, ''পুলিশ মামলাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করছিল। বাকি অভিযুক্তেরাও অধরা। পুলিশের একাংশের সঙ্গে কবীর ও তার সঙ্গীদের যোগসাজশ রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে।'' জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ''অভিযুক্তকে ছাড়িয়ে আনার জন্য পুলিশের তরফে তৎপরতার অভিযোগ ভিত্তিহীন।'' এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, সম্প্রতি তাদের কাছে কিছু পরিবার অভিযোগ করে, গত কয়েক মাস আগে বিদেশ

‌চিড়িয়াখানায় সাবধান!‌ পশুদের বিরক্ত করলেই মোটা টাকা জরিমানা

Image
শীতের মরশুম প্রায় চলে এলো। শহরের একাধিক বিনোদন পার্কে ভিড় বাড়তে শুরু করেছে। স্কুল কলেজে পরীক্ষা শেষ হলেই ভিড় বাড়তে শুরু করবে চিড়িয়াখানায়। আগে থেকেই তাই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবার সেখানে যাওয়ার আগে একটু সতর্ক হতে হবে। কারণ সেখানকার পশুদের বিরক্ত করলে মোটা টাকা জরিমানা দিতে হবে। এমনই নিয়ম জারি করতে চলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কারণ গত বছর থেকেই নাকি বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে তাঁদের। একাধিক পর্যটক যেভাবে সেখানকার পশুদের উত্যক্ত করেছে তাকে এক কথায় অপরাধ বলা চলে। পশুদের দেখে তীব্র শব্দে বাঁশি বাজানো, পাথর ছোড়া এমনকী চিৎকার করাতেও প্রবল আপত্তি জানিয়েছে কর্তৃপক্ষ। সেকারণে এবছর আগে থেকেই এই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হয়েছেন তাঁরা। ঠিক করেছেন পশুদের উত্যক্ত করতে দেখা গেলে ৫০০ টাকা জরিমানা করা হবে এক এক জনকে। কাজেই এবার একটু সাবধান হয়েই চিড়িয়াখানায় আনন্দ করার পরামর্শ দেওয়া রইল। এছাড়াও আরও কয়েকটি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে যত্রতত্র প্লাস্টিকের প্যাকেট, জলের খালি বোতল ফেলে চিড়িয়াখানার ভেতরে ও বাইরে নোংরা করা হয়, তা রুখতে দূষণ নিয়ন্ত্রণ পর

উদ্বৃত্ত অর্থ দেওয়া নিয়ে পর্যালোচনা, আরবিআই-সরকার বৈঠকের পর সিদ্ধান্ত

Image
কত টাকা ব্যাঙ্ক আরবিআই গচ্ছিত রাখতকে পারে, ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী সংস্থাগুলির ঋণনীতি ও দুর্বল ব্যাঙ্কগুলির নিয়ম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সরকার ও দেশের শীর্ষ ব্যাঙ্কের বিবাদের মীমাংসা করতে ম্যারাথন বৈঠকের শেষে মধ্যপন্থার রাস্তায় হাঁটল দুই পক্ষই। সিদ্ধান্ত হল, আরবিআইয়ের অর্থের প্রয়োজন ও উদ্বৃত্ত অর্থ সরকারকে দেওয়া নিয়ে একটি প্যানেল গঠন করা হবে। তারাই আর্থিক মূলধনের নীতি স্থির করবে।  সরকারের প্রতিনিধি হিসেবে ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ, আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার ও স্বাধীন সদস্য এস গুরুমূর্তি। ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকে উর্জিত পটেল ও তাঁর ডেপুটির সঙ্গে তাঁদের নানা বিষয়ে আলোচনা হয়। সরকারের বক্তব্য, অব্যাঙ্কিং সংস্থাগুলিকে নগদ অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হোক। ছোট ব্যবসাগুলিকে ঋণ নেওয়ার ক্ষেত্রে জটিল নিয়ম থেকে রেহাই দেওয়া, আর্থিক দুর্বল ব্যাঙ্কগুলিকে স্বস্তি এবং আরবিআইয়ের উদ্বৃত্ত অর্থ কাজে লাগানো হোক।  ছোট ও মধ্যম শিল্পগুলির ক্ষেত্রে ঋণের নিয়ম শিথিল হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তরল অর্থের জোগান বাড়াতে খোলা বাজার থেকে সরকারি সিকিউরিটিস কেনার

ছত্তীসগঢ়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণে আজ বিজেপির সুবিধা মায়া-যোগী জোটে?

Image
ছত্তিসগড়ে দ্বিতীয় দফার নির্বাচন আজ। প্রথম দফায় বিচ্ছিন্ন মাওবাদী হামলার পর দ্বিতীয় দফায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৯০টি আসনের মধ্যে ভোটগ্রহণ  ৭২টি আসনে। মাওবাদীদের সেরকম প্রভাব নেই, রাজ্যের উত্তর এবং মধ্যাঞ্চলের এরকম ১৯টি জেলায় আজ ভোটগ্রহণ। এবারই প্রথম ছত্তিসগড়ে ত্রিমুখী লড়াই। কংগ্রেস-বিজেপি-র লড়াইয়ে তৃতীয় মুখ অজিত যোগী। কংগ্রেস ছেড়ে জনতা কংগ্রেস তৈরি করেছেন তিনি। মায়াবতীর সঙ্গে অজিত জোট করায় বিজেপিরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, রাজ্যের নেতানেত্রীরা আছেন বটে। তবে,লোকসভা নির্বাচনের ঠিক আগে এই ভোটে লড়াইটা আসলে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর। ভোটও হচ্ছে একাধিক জাতীয় ইস্যুতে, যা কিনা গোটা ভারতেই এখন রাজনীতির আলোচনার কেন্দ্রে। মূল্যবৃদ্ধি, পেট্রল এবং ডিজেলের চড়া দাম। আচ্ছে দিন-কর্মসংস্থান।নোটবন্দি-জিএসটি। সরকারের আর্থিক সঙ্কট-টাকার দামে পতন। রাফাল নিয়ে বিতর্ক। সিবিআই-আরবিআইয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। রাম মন্দির-হিন্দুত্ববাদ থেকে শুরু করে সাম্প্রদায়িকতা- গোরক্ষকদের তাণ্ডব। এসব ইস্যুতেই ভোটের ময়দানে মোদী-রাহুল।   ছত্তিসগঢ়ে আদিবাসী ভোট ৬৫ শ