দুর্নীতি আটকাতে নোটবাতিলের মতো তেতো ওষুধ দিতে হয়েছে: মোদী


ভোপাল: কিছুদিন আগে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে এসে নোটবাতিলের সিদ্ধান্তকে স্বাধীন ভারতের সবথেকে বড় দুর্নীতি বলে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সোনিয়া পুত্রকে সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধান প্রতিপক্ষ শিবিরকে মোদীর জবাব, নোটবাতিল হল তেতো ওষুধ৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই তেতো ওষুধ গেলাতে হয়েছে৷

মঙ্গলবার মধ্যপ্রদেশের ঝাবুয়াতে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বোঝান কেন তাঁকে নোটবাতিলের মতো সিদ্ধান্ত নিতে হয়েছিল৷ তিনি জানান, কালো টাকা ফেরাতে ও দুর্নীতি আটকাতে ৫০০ ও ১০০০ টাকা বাতিল করা দরকার ছিল৷ মোদী বলেন, '' কালো টাকাকে ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসতে নোটবাতিল করা দরকার ছিল৷ সেই সঙ্গে দেশের গভীরে শাখা প্রশাখা বিস্তার করা দুর্নীতির জন্য কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল৷ তাই নোটবাতিলের মতো তেতো ওষুধ বেছে নিতে হয়েছে৷''
 
এই সভা থেকে আরও একবার কংগ্রেসকে বিদ্ধ করেন নরেন্দ্র মোদী৷ বিজেপি সরকারের কাজের উচ্চপ্রশংসা করে তিনি জানান, সরকার সাড়ে চার বছরে যা কাজ করেছে কংগ্রেসের ১০ বছর লাগবে সেই কাজ করতে৷ এপ্রসঙ্গে মধ্যপ্রদেশের তুলনা টেনে আনেন মোদী৷ বলেন, ''একবার সেই সময়ের কথা মনে করুন যখন রাজ্যে কংগ্রেসের শাসন ছিল৷ কি অবস্থা ছিল রাজ্যবাসীর?যে সরকার রাজ্য ও রাজ্যের মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করে এমন সরকারের কোনও প্রয়োজন নেই এখানে৷"

এখানেই থামেননি মোদী৷ কংগ্রেস জমানার সঙ্গে বিজেপি জমানার তুলনা টানেন৷ জানান, ৫৫ বছরে কংগ্রেস রাজ্যে ১৫০০ স্কুল করেছে৷ কিন্তু শিবরাজ সিং চৌহান ১৫ বছরে ৪ হাজার স্কুল করেছেন৷ বিজেপির সরকার পরিচালনার মূল মন্ত্র হল ছেলে মেয়ে সবাইকে স্বাক্ষর করা, যুবকদের রোজগারের পথ প্রশস্ত করা, কৃষকদের চাষ ও সেচের সুবিধা করে দেওয়া, বয়স্কদের ওষুধ দেওয়া৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করাই সরকারের লক্ষ্য৷