Posts

Showing posts from September 5, 2018

ব্রহ্মপুত্রে যাত্রীবোঝাই নৌকা দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, নিঁখোজ ২৬

Image
গুয়াহাটি: ভয়াবহ নৌকা দুর্ঘটনা ব্রহ্মপুত্রে ৷ বুধবার গুয়াহাটির কাছে মাঝ নদীতে নৌকা উল্টে নিঁখোজ ২৬ জনেরও বেশি মানুষ ৷ এখনও পর্যন্ত ২ যাত্রীর দেহ উদ্ধার হয়েছে ৷ আরও মানুষের মৃত্যুর আশঙ্কা ৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাই ৷ ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ নৌকাটি আদতে ছিল ভুটভুটি ৷ তাতে কমপক্ষে ছিলেন ৪০ জনেরও বেশি যাত্রী ৷ এখনও পর্যন্ত নদী থেকে ১৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বাকি যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রীবহনের কারণেই মাঝ নদীতে উল্টে যায় নৌকাটি ৷

ধর্ষিতাকে দিতে হবে কমপক্ষে ৪ লাখ টাকা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Image
নয়াদিল্লি: যৌন নির্যাতন এবং ধর্ষণের শিকার যারা তাদের জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত ৷ আগামী ২ অক্টোবর থেকে সারা দেশে এই রায় জারি হতে চলেছে ৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, প্রতিটি রাজ্যকেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ কমপক্ষে ৪ লক্ষ টাকা প্রতিটি রাজ্যকেই দিতে হবে ৷ বরং ঘটনার গুরুত্ব অনুযায়ী ক্ষতিপূরণ আরও বেশিও দিতে হতে পারে ৷ আগামী ২ অক্টোবর থেকে গোটা দেশে এই ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করা হবে ৷ শীর্ষ আদালতের নির্দেশ মতো দেশের প্রত্যেক আদালতেই এবার থেকে এই নির্দেশ মেনে চলতে হবে ৷

শিশুদের স্কুলে ভর্তির জন্য কি আধার জরুরি! যা বলছে ইউআইডিএআই কর্তৃপক্ষ

Image
আধার না থাকলে ছাত্রছাত্রী কিংবা শিশুদের ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুলগুলি। এক সার্কুলারে এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই কর্তৃপক্ষ। প্রত্যের রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আধার না থাকায় স্কুলগুলি ছাত্রছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করে এটা তারা জানে। কিন্তু ছাত্রছাত্রী কিংবা শিশুই যাতে আধারের অভাবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। স্কুলগুলিকে ইউআইডিএআই কর্তৃপক্ষর তরফে উপদেশ দিয়ে বলা হয়েছে, স্থানীয় ব্যাঙ্ক, পোস্ট অফিস, স্কুল শিক্ষা দফতর, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আধার এনরোলমেন্ট কিংবা আপডেশনের জন্য ক্যাম্প খুলতে। আধার না থাকায় শিশু কিংবা ছাত্রছাত্রীদের ভর্তি না নেওয়ার ঘটনা অবৈধ। যা কোনও আইনই সমর্থন করে না। এসব ছাত্রছাত্রী কিংবা শিশুদের আধার নম্বর যতদিন না হচ্ছে অর্থাৎ বায়োমেট্রিক্স না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে প্রাপ্য সুবিধাগুলি দিতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

সূর্যের আলো থেকে জ্বালানি তৈরি! নতুন দিশার সন্ধান দিলেন বিজ্ঞানীরা

Image
সূর্যের আলোকে কাজে লাগিয়ে জলের হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে মনুষ্য সৃষ্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে সালোকসংশ্লেষের মাধ্যমে সূর্যের শক্তিকে এক নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষ করে শক্তি তৈরির প্রচেষ্টা চলছে। সাধারণ সালোকসংশ্লেষের চেয়ে এই পদ্ধতিতে অনেক বেশি সূর্যের আলো শোষণ করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, স্বাভাবিক সালোকসংশ্লেষ প্রক্রিয়া ততোধিক কার্যকরী নয়। কারণ এতে শক্তির উৎপাদন সেভাবে হয় না। মাত্র ১ অথবা ২ শতাংশ শক্তি উৎপাদিত করে তা জমাতে পারে। তবে কৃত্রিম উপায়ে তৈরি সালোকসংশ্লেষে শক্তির উৎপাদন হবে অনেক বেশি। বেশ কিছু বছর কৃত্রিম সালোকসংশ্লেষ প্রক্রিয়া সামনে এলেও তা পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনে সেভাবে কাজে লাগেনি। তার অর্থ এই নয় যে তা নতুন করে বড় ক্ষেত্রে কাজে লাগবে না। এই প্রথম সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষের প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে। এখন দেখার কীভাবে এই পথে আগামিদিনে সাফল্য আসে।

১৫ বছর ধরে ১ টাকা বেতন রেখে সমস্তটাই দান স্কুলে শিক্ষকের

Image
কালনা: দেখেছেন অভাব৷ পেটে খিদে নিয়ে স্বপ্নের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছে৷ নিজের পরিশ্রমে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি৷ ভেবেছিলেন, বদলে যাবে গোটা জীবন৷ কিন্তু, না৷ সুখের জীবনের হাতছানি কাটিয়ে স্কুলের জন্যই প্রাণপাত করছেন কালনার তেহাট্টা গ্রামের শিক্ষক গঙ্গাধর পাল৷ নিজের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে গত ১৫ বছর ধরে প্রতিমাসে বেতন মাত্র ১ টাকা রেখে বাকিটা দান করে চলেছেন 'চাষার ছেলে'৷ চরম আর্থিক অনটনের মধ্যেই সম্পূর্ণ করেছিলেন নিজের উচ্চশিক্ষা৷ বাবা কোনও-রকমে জমিতে চাষ করে সংসার চালিয়েছেন৷ অর্থকষ্টেও চালিয়ে যেতেন পড়াশোনা৷ লক্ষ্য ছিল, বড় হয়ে ভাল চাকরি করে পরিবারের আর্থিক সংকট মেটানো৷ আর সেই লক্ষ্যেই বাংলায় এমএ করে সরকারি স্কুলে শিক্ষকতার জন্য চেষ্টা শুরু করেন৷ কিছু দিনের মধ্যে চাকরিও পান৷ কালনার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষকতা শুরু৷ কিন্তু প্রথম দিন স্কুলে পড়াতে গেলেই পালটে যায় আগের সমস্ত পরিকল্পনা৷ স্কুলে গিয়ে দেখেন, ঠিক তিনি যেভাবে কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছেন, তাঁর থেকেও বেশি কষ্ট করছেন স্কুলের ছাত্রছাত্রীরা৷ নতুন স্কুলেরও অবস্থা ভাল নয়৷ সরকারি ভাবে উদ্যোগ নেওয়

দিঘা উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী সুনামি!

Image
দিঘাঃ  দিনের দুপুরে দিঘা উপকূলে আছড়ে পড়ল সুনামি! হঠাত করে ছোটাছুটি। চলছে মাইকে ঘোষণা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ল বিপর্যয় মোকাবিলা দল। প্রায় ঘন্টাখানেক ধরে চলা এই অবস্থায় রীতিমত চমকে গেলেন দিঘার সমুদ্রে স্থান করতে নামা পর্যটকরা। আসলে ব্যাপারটা কি ঘটছে আদৌতে সত্যিই কি সুনামি আসছে? তা বুঝতে সময় লেগে গেল দীর্ঘক্ষণ। কারণ সুনামি এলে কিভাবে মোকাবিলা করা হবে তা দিঘার উপকূলের মানুষদের মহড়ার মাধ্যমে দেখালেন ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা। আর পুরো ব্যাপারটাই যেভাবে তৈরি করা হয়েছিল তা কারোর বোঝার উপায় ছিল না একেবারেই। আর তাই যখন মাইকে ঘোষনা শুরু হয় তা শুনে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। কীভাবে এই মহড়া শুরু হল? আজ বুধবার সকাল ঠিক আটটা থেকে দশটার মধ্যে বেজে উঠল সাইরেন৷ উপকূলবর্তী দিঘার গঙ্গাধরপুর এবং দত্তপুরের সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হল নিরাপদ দূরত্বের ত্রাণ শিবিরে৷ গবাদি পশুদের রাখা হল আশ্রয় শিবিরে৷ আর এভাবে সুনামি ফিরল 'মক ড্রিল'-এর চেহারায়৷ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এদিন দেশের বিভিন্ন জায়গায় মহড়ার ব্যবস্থা করেছিল৷ রাজ্যে মহড়া হয় পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ পরগনার

টাইফুন ‘জেবি’-র ধ্বংসলীলা জাপানে!

Image
বিধ্বংসী সামুদ্রিক ঝড় 'জেবি'-র ধ্বংসলীলায় বিপর্যস্ত পশ্চিম জাপান। এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত বারো লক্ষ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অবরুদ্ধ হয়ে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। বিপর্যস্ত সড়ক ও রেল পরিবহণ ব্যবস্থাও। সামুদ্রিক ঝড় চলে গেলেও ঝড় পরবর্তী ভারী বৃষ্টি, ধস, বন্যা আর মারাত্মক গরম সামলাতে এখন নাজেহাল প্রশাসন। আগাম সতর্কতা হিসেবে ন'টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সব থেকে বিপজ্জনক পরিস্থিতি হয় কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সমুদ্রের মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করে বানানো হয়েছিল এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি। একটি সেতুর মাধ্যমে এই বিমানবন্দরটি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। টাইফুনের দাপটে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে এই সেতুটিতে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। অবরুদ্ধ হয়ে পড়েন প্রায় পাঁচ হাজার যাত্রী, যাদের অধিকাংশই পর্যটক। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে জাপান নৌসেনা। দ্রুতগামী বোট বা নৌকার মাধ্যমে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকার্য শুরু করে তারা। পশ্চিম জাপা

৮০ হাজার US ডলার সহ শিলিগুড়িতে পদাতিক এক্সপ্রেস থেকে ধৃত ১

Image
শিলিগুড়ি : সোনার পর এবার US ডলার। এক ব্যক্তির বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হল প্রায় ৮০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। পদাতিক এক্সপ্রেস থেকে সুমন গোপ নামে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে হানা দেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। অভিযান চালানো হয় পদাতিক এক্সপ্রেসের S-8 কামরার ৬ নম্বর বার্থে। সেখানে সুমন গোপকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮০ হাজার US ডলার। এর পরই সুমনকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তরফে জানা গেছে, সুমন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বাসিন্দা। সে মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করত। এর আগেও একাধিকবার ডলার ও সোনা নিয়ে যাতায়াত করেছে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তরফে আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, "একটি স্পেশাল বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ ডলার। মোট আটটি বান্ডিলে ভাগ করা ছিল ডলারগুলি।"  ডলার সহ ওই বেল্টটি একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল বলে জানান তিনি। তাঁর কথায়, "সুমন ওই ডলার কলকাতা থেকে নিয়ে এসেছিল। পদাতিক এক্সপ্রেসে চেপে আলিপ

RBI : এক বছরে ৮.৪৬ মেট্রিক টন সোনা কিনেছে রিজার্ভ ব্যাঙ্ক, সমীক্ষায় প্রকাশ

Image
আরবিআইয়ের এই সিদ্ধান্ত অর্থনৈতিক মহল মনে করছে সোনা কেনার ফলেই দেশের আর্থিক ভিত মজবুত হবে নয়াদিল্লি: প্রায় ১০ বছরে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্ক বিপুল পরিমাণে সোনা কিনেছে ৷ আরবিআইয়ের এই পদক্ষেপের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে আগামী দিনে সোনার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়ারও আশঙ্কা করা হচ্ছে ৷ ইকনোমিক্স টাইমসের একটি সমীক্ষায় আরবিআই ৮.৪৬ মেট্রিকটন সোনা কিনেছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক একটি রিপোর্টে জানা গিয়েছে ৫৬৬.২৩ মেট্রিক টন সোনা এখনও পর্যন্ত আরবিআই-এ মজুত রয়েছে ৷ এর আগে আরবিআই ২০০৯ সালের নভেম্বরে ২০০ মেট্রিক টন সোনা কিনেছিল ৷ ৯ বছরের থেকেও বেশি সময়ে রিজার্ভ ব্যাঙ্কের সোনার মজুত পরামাণ ৫৫৬.৭৫ মেট্রিক টন ৷ ২০১৭ সলের ডিসেম্বরের পর ফের সোনা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ৷ ৩০ জুন ২০১৮ সূচক অনুযায়ী ৫৬৬.২৩ মেট্রিকটন সোনার দাম ছিল ৷ তবে আরবিআইয়ের সোনা কেনার সিদ্ধান্তকে কুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ আরবিআইয়ের এই সিদ্ধান্ত অর্থনৈতিক মহল মনে করছে সোনা কেনার ফলেই দেশের আর্থিক ভিত মজবুত হবে ৷ বিভিন্ন ক্ষেত্রে সোনার বন্ড বা সোনার পরিবর্তে ঋণের ক্ষেত্রেও আর্থিক ব্যবস্থাকে দৃঢ় ক

ওপরে ঝুলছে ভাঙা ব্রিজের অংশ! মাঝেরহাট দিয়ে আদৌ কি চলবে ট্রেন, যা বলছে পূর্ব রেল

Image
মাঝেরহাট ব্রিজের নিচ দিয়ে চলাচলকারী ট্রেন আপাতত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাঝেরহাট খালের ওপর থাকা ব্রিজের একাংশ ভেঙে পড়ে। এরপর থেকে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করার পরই ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। আপাতত বজবজ থেকে শিয়ালদহ কিংবা শিয়ালদহ থেকে বজবজ সরাসরি কোনও ট্রেন চালানো হবে না। মাঝেরহাটে লাইনের ওপর থাকা রোড ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। তবে মাঝেরহাট থেকে বজবজ এবং নিউ আলিপুর থেকে শিয়ালদহ রুটে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে রেলের তরফে। অন্যদিকে মাঝেরহাটের ওপর দিয়ে যাওয়া চক্ররেলও বন্ধ করে দেওয়া হয়েছে। বিবাদী বাগ ও দমদমের মধ্যে এই ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। মাঝেরহাট ব্রিজের অংশে রেলের নির্মাণ কাজ চলছে। সংবাদ মাধ্যমের এই দাবিও খণ্ডন করা হয়েছে রেলের বিজ্ঞপ্তিতে। রেলের তরফে সেখানো কোনও নির্মাণ কাজ চালানো হচ্ছে না বলেই জানানো হয়েছে। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় রেলের কোনও যাত্রী কিংবা কর্মী কেউই হতাহত হননি ব

অফিসারদের প্রশিক্ষণ দিতে বিদেশে পাঠাচ্ছে রাজ্য সরকার

Image
 কলকাতা:  অর্থ দফতরের অফিসারদের প্রশিক্ষণ দিতে এবার বিদেশে পাঠাচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চলতি মাসেই অর্থ দফতরের অফিসারের যাবেন এই প্রশিক্ষণ নিতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে রাজ্যের। মোট তিরিশ জনকে পাঠানো হচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ নিতে। সোমবারই বিকেলের বিমানে দিল্লি রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফিরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিগত সরকার সিপিএম কে বার বার দুষছেন। ৩৪ বছরের রাজত্বকালে বিশাল পরিমানের ঋণের বোঝা তৃণমূল সরকারের ঘরে চাপিয়ে সরকার ছেড়েছে সিপিএম। কেন্দ্রের কাছেও ঋণ মুকুবের আবেদন নিয়ে দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনো লাভ ই হয়নি। ঋণ মুকুব করেনি কেন্দ্র বলেই অভিযোগ। শুধু তাই নয়, সরকারের ঘরে ঋণের বোঝা বাড়তে থাকায় সম্প্রতি খরচ কমাতেও নিদের্শ দেন মুখ্যমন্ত্রী। সরকারি বিভিন্ন অনুষ্ঠান থেকে সরকারি অফিস গুলিতে খরচ কমানোর নির্দেশিকা জারি করা হয়। সরকারি ঋণ শোধে বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী তাই দীর্ঘদিন ধরেই দক্ষ অফিসার নিয়ে কাজ করে চলেছেন। সেই দক্ষতাকেই আরো বাড়ানোর জ

নাগাল্যান্ড বন্যা : ১ কোটি ২৫ লাখ দিলেন সুশান্ত

Image
কেরলের পর নাগাল্যান্ডের বন্যায় ত্রাণ তহবিলে দান করলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ১ কোটি ২৫ লাখ টাকা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন সুশান্ত। এ কথা জানিয়ে টুইট করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিইউ রিও। তিনি বলেন, "পাশে থাকার জন্য সুশান্ত সিং রাজপুতকে ধন্যবাদ। ও ব্যক্তিগতভাবে ১ কোটি ২৫ লাখ টাকার চেক দিয়েছে CM রিলিফ ফান্ডে। ও এবং যাঁরা আমাদের সমর্থন করছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।" গতমাসে কেরলের বন্যাত্রাণে ১ কোটি টাকা দিয়েছিলেন সুশান্ত। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সুশান্ত লেখেন, "নাগাল্যান্ডকে নতুন করে সাজিয়ে তুলতে আমরা আপনার পাশে আছি।" সুশান্ত ব্যস্ত তাঁর আগামী ছবি কেদারনাথের শুটিংয়ে। এছাড়াও কিজ়ি অর ম্যানিতেও দেখা যাবে তাঁকে। 

বেতনবৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে পঞ্চায়েতের অস্থায়ী কর্মীরা

Image
 কলকাতা: নামমাত্র বেতনে রাজ্যের বিভিন্ন ব্লক পঞ্চায়েত সহ একাধিক অফিসে কাজ করতে হয় তাদের। তাই বেতনবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কলকাতায় যৌথ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সারা রাজ্যের MGNR EGA এর অস্থায়ী কর্মীরা। বিক্ষোভরত কর্মীদের দাবি শুধু বেতনই নয় বছরের পর বছর কাজ করার পরও মেলেনি চাকরির কোনওরকম নিশ্চয়তা। নেই EPF-এর সুযোগ সুবিধাও। তাই ৭টি দাবি নিয়ে সল্টলেক সেক্টর-৩ তে রাজ্য সরকারের যৌথপ্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কয়েকহাজার অস্থায়ী কর্মী। অস্থায়ী পঞ্চায়েত কর্মীদের দাবিগুলির মধ্যে, ৬০ বছর স্থায়ী চাকরি, EPF চালু, সার্ভিসবুক চালু, দুর্ঘটনাজনিত বীমা এবং বেতনবৃদ্ধির মত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

বছরের মোটা অংকের সুদ থেকে লক্ষ টাকা ডিপোজিটের সুবিধা

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আত্মপ্রকাশ করল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (আইপিপিবি)৷ যার প্রাথমিক লক্ষ্য থাকছে দেশের পুরো ব্যাংকিং সিস্টেমে পরিবর্তন আনা৷ আইপিপিবি গ্রাহকদের জন্য নিয়ে আসছে একগুচ্ছ সুবিধা৷ যার মধ্যে থাকছে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, মানি ট্রান্সফার, বিল এবং ইউটিলিটি পেমেন্ট সহ অন্যান্য সুবিধা৷ ব্যাংকটির উদ্ভোধন হয় ১ সেপ্টেম্বর, ২০১৮ তে৷ তালকাতোরা স্টেডিয়ামে (নয়াদিল্লি) অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'আইপিপিবি দেশের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে চলেছে৷ যেটি দেশের প্রত্যেকটি কোণায় পৌঁছে যাবে৷ ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট মাধ্যমে আমূল পরিবর্তন নিয়ে আসবে এই পেমেন্টস ব্যাংকটি৷' তিনি আরও যোগ করেন, কৃষকরা আইপিপিবির দ্ধারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন৷ ব্যাংকিং সেক্টরের নন-পারফর্মিং অ্যাসেটস (এনপিএ) এবং অদেয় ঋণ নিয়েও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী৷ যদিও, এই ধরণের বিভ্রান্তির জন্য ইউপিএ সরকারকেই দায়ী করেছেন তিনি৷ শীর্ষ ব্যাংকের অধীনস্থ একটি পাবলিক সেক্টর সংস্থা হল এই আইপিপিবি৷ কিন্তু, কীভাবে ক

ঢুকছে না জেসিবি, হাতে হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ

Image
মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশের এক দিকে চলছে মেট্রোর কাজ। অন্যদিকে খাল। ভেঙে পড়া অংশে কোনওভাবেই জেসিবি মেশিন ঢোকানো যাচ্ছে না। সেই কারণেই উদ্ধার কাজে দেরি হচ্ছে। তবু এনডিআরএফ কর্মীরা খোঁজ চালিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থল ঘুরে দেখেছেন রাইটসের প্রতিনিধিরা। মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া মাঝের অংশের ধ্বংসস্তূপের নীচে এখনও কেউ আটকে আছেন কি-না, সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সেই প্রশ্ন। সেই প্রশ্নের নিশ্চিত উত্তর হয়তো এতক্ষণে দিয়ে দিতে পারতেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ) কর্মীরা। কিন্তু ভেঙে পড়া অংশে এমন এক পরিস্থিতি, যাতে হাতে হাতে কাজ করা ছাড়া আর কোনও উপায় নেই। ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জেসিবি মেশিন। ধ্বংসস্তূপ সরাতে এনডিআরএফ-এর হাতিয়ার এখন ইলেক্ট্রিক ডিল মেশিন। সেই যন্ত্র দিয়ে ব্রিজের চাঙড়ের উপর বড় বড় গর্ত করে নীচে উঁকি দিয়ে দেখছেন তাঁরা। খোঁজার চেষ্টা করছেন, নীচে কেউ আটকে আছেন কি না। এছাড়া ভেঙে পড়া ব্রিজের চাঙড়গুলি ছোট ছোট করে ভেঙে কিছুটা সরিয়ে ফাঁকা করেও দেখা হচ্ছে। কিন্তু এনডিআরএফ কর্মীদের আক্ষেপ, জেসিবি মেশিন

অস্কারে আদিল-একভাল্লির ফিল্ম 'হোয়াট পিপল উইল সে', প্রস্তাব নরওয়ের

Image
২০১৯ সালে অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে এবার প্রস্তাব গেল আদিল হুসেনের 'হোয়াট পিপল উইল সে' ছবির। ছবিটি অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী একভাল্লি খান্না। এই ছবি সেরা বিদেশী ভাষার ফিল্ম বিভাগে পাঠানো হয়েছে নরওয়ে থেকে। ছবির অস্কার যাত্রা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত অভিনেত্রী একভাল্লি খান্না। ছবিটি যে ভালো হবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন অভিনেত্রী একভাল্লি খান্না, তবে ছবি যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে এই ছবিকে ভালোবাসা হবে, তা বুঝতে পারা যায়নি। ছবিটির জন্য যে নরওয়ে থেকে 'সেরা বিদেশী ভাষার ছবি'র বিভাগে প্রস্তাব পাঠানো হবে তা একভাল্লির কাছে আশাতীত ঘটনা। ছবি নিয়ে উচ্ছ্বসিত আদিল হুসেনও। ইরম হক পরিচালিত এই ছবিটি নরওয়ের ছবি। ছবিটির প্রিমিয়ার গতবছর টরেন্টো ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। ছবির বহু দৃশ্যের শ্যুটিং হয়েছে পাকিস্তান ও ঙারতের বিভিন্ন অংশে। আপাতত ছবি ঘিরে আশাবাদী নির্মাতারা।

স্বপ্নার পরিবারকে ১০ লাখ টাকা, ভাইকে চাকরির প্রতিশ্রুতি মমতার

Image
শিলিগুড়ি : এশিয়াডে হেপটাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মণের পরিবারকে ১০ লাখ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্নার ভাইকে চাকরির প্রতিশ্রতিও দেন। আর স্বপ্না চাইলে তাঁকেও চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্রীড়া নীতি তৈরি করার জন্যও মন্ত্রী অরুপ বিশ্বাসকে নির্দেশ দেন তিনি। এরপর দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভাণুভক্ত , তেনজিং নোরগে ও কাঞ্চনজঙ্ঘা নামে তিনটি ক্যাম্পাস তৈরি করা হবে। IT, টুরিজ়ম, হর্টিকালচার, হিমালয়ান কালচার, সাংবাদিকতা সহ বেশ কিছু বিষয়ে পড়ানো হবে সেখানে।  দার্জিলিংয়ের সংস্কৃতির বিকাশে আগামী বছর থেকে সেখানে কালচারাল ভেস্টিভ্যাল করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সেখানে এশিয়ান দেশগুলিকে আমন্ত্রণ জানানো হবে। পাহাড়ের বনবস্তির বাসিন্দাদের পাট্টা বিলি করেন মমতা। পাশাপাশি আর্থিক উপার্জনের জন্য হোম হোম টুরিজ়মের প্রস্তাবও দেন তিনি।  এদিকে পাহাড়ে যেহেতু সাইকেল চালানো যায় না সেকারণে সকল পড়ুয়াকে সাইকেল ও বর্ষাতি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কৃষক-শ্রমিক, স্তব্ধ রাজধানী

Image
নয়াদিল্লি: সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার সকালেই রাস্তায় নামল কৃষক-শ্রমিকরা৷ এমন প্রতিবাদ নতুন না হলেও, সরকারের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বরের এই বিক্ষোভ মিছিল থেকে এক বড়সড় বার্তা পৌঁছতেই রাজধানীর রাস্তায় নেমেছে কৃষকরা৷ বুধবার সকাল থেকেই রামলীলা ময়দান থেকে শুরু করে পার্লামেন্ট পৌঁছয় কৃষকদের এই ব়্যালি৷ যার জেরে রাজধানীর সড়ক পথে যানজট সৃষ্টি হয়৷ কার্যত বেশ কিছু রাস্তায় যান চলাচল স্তব্ধ বলে জানা গিয়েছে৷ এই মিছিলে থাকা কৃষকদের মতে, নির্বাচন আসতে যেতে থাকে৷ কিন্তু কৃষক, শ্রমিক, দরিদ্রদের নিয়ে সরকারের নীতিতে বদল প্রয়োজন৷ প্রসঙ্গত, এই প্রথমবার রাজধানীর রাস্তায় শ্রমিক, কৃষক, ভূমিহীন কৃষক, চাকুরেরা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নেমেছে৷ ৫ সেপ্টেম্বর রাজধানীর রাজপথে সিটু, সারা ভারত কৃষক সভা, সারা ভারত কৃষিকর্মী সংগঠনের তরফ থেকে ওই পদযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আগেই জানা গিয়েছিল৷ বাসস্থান, কর্মসংস্থান, ভূমিহীনদের জমি, শ্রমিক আইনের লঘুকরণ, জাতীয় সম্পত্তি বেসরকারিকরণে না — এইসব বিভিন্ন দাবিতে মাইলের পর মাইল Mazdoor Kisan Sangharsh Rally তে হাঁটার কথা ছিল খেটে খাও

উত্তরপ্রদেশে গুরুতর বন্যা পরিস্থিতি, একদিন মৃত ১২

Image
উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশে। ফুলে ফেঁপে উঠেছে বেশিরভাগ নদী। ব্যাহত জনজীবন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের।  এই অবস্থায় ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্য জুড়ে সরকারের তরফে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। রিলিফ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্য জুড়ে ১২ জনের মৃত্যুর পাশাপাশি ভেঙে পড়েছে ৩০০-র বেশি বাড়ি-ঘর। তিনি জানিয়েছেন প্রশাসনের তরফে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সরকারি প্রতিশ্রুতি যাই দেওয়া হোক না কেন, অভিযোগ উঠছে বাস্তব পরিস্থিতি নিয়ে। বিভিন্ন সূত্রের দাবি ত্রাণ শিবিরগুলোতে নেই পর্যাপ্ত খাবার, ওষুধ ও চিকিত্‍সা ব্যবস্থা। কানপুরে গঙ্গার জলের স্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে বলেই জানানো হয়েছে। বন্যা ত্রাণ আধিকারিক বিরাগ কুমার জানিয়েছেন, বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১ হাজার মানুষকে।

দাঁড়িয়ে থেকে সৎ মেয়েকে গণধর্ষণ করাল মা, উপড়ানো হল চোখ

Image
ছেলেকে সঙ্গে নিয়ে সৎ মেয়েকে জঙ্গলে তুলে নিয়ে গেল মা। ডাকা হল ছেলের বন্ধুদের। তার পর সেই সৎ মা নিজে দাঁড়িয়ে থেকে চোদ্দো বছরের ছেলে এবং তার বন্ধুদের দিয়ে গণধর্ষণ করাল বছর নয়েকের কিশোরী মেয়েকে। ধর্ষণের পর সেই সৎ মা-ই গলা টিপে হত্যা করল মেয়েকে। কুড়ুল দিয়ে কোপাল সৎ ভাই। এক জন তুলে নিল চোখ। অন্য জন ঢেলে দিল অ্যাসিড। এমনই হাড় হিম করা এক ঘটনা রবিবার সামনে আসার পর তোলপাড় জম্মু কাশ্মীরের বারামুলা। পুলিশের দাবি, পারিবারিক শত্রুতার জেরেই এমন নৃশংস ও ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। অভিযুক্ত সৎ মা, সৎ ভাই-সহ পাঁচ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃতেরা গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের। গত সপ্তাহে বারামুলার বনিয়ার এলাকার এক ব্যক্তি মেয়ে নিখোঁজের বিষয়ে একটি 'মিসিং ডায়েরি' করেন। রবিবার ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জঙ্গলে এক কিশোরীর বিকৃত দেহ উদ্ধার হয়। পরনের জামাকাপড় দেখে তাকে শনাক্ত করেন তার বাবা। পুলিশ তদন্তে নেমে ওই কিশোরীর সৎ মা, সৎ ভাই এবং আরও তিন জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে নারকীয় এই ঘটনার কথা। ধৃতদের জেরায় পুলিশ জানতে

জিও গ্রাহকরা এবার সহজেই জিততে পারবেন ১ কোটি টাকা

Image
জিও কানেকশন রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ এবার সহজে আপনিও জিতে নিতে পারবেন ১ কোটি টাকা ৷ তবে তার জন্য আপনাকে করতে হবে সামান্য একটি কাজ ৷ কে না চায় কোটিপতি হতে ৷ অমিতাভ বচ্চনের বিপরীতে হটসিটে বসার স্বপ্ন অনকেই দেখে থাকেন ৷ এবার স্বপ্নপূরণের পালা নিয়ে এসেছে জিও ৷ এবার থেকে প্রত্যেক দর্শক সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় KBC LIVE খেলতে পারবেন ৷ এর জন্য আপনাকে জিও চ্যাটের লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে হবে ৷ পুরস্কার জিততে গেলে জিও কেবিসি প্লে এলং নামে একটি গেম খেলতে হবে জিও গ্রাহকদের। এরপর মোবাইল নম্বর দিয়ে জিও চ্যাটে রেজিষ্টার করতে হবে ৷ এরপর CLICK TO PLAY ট্যাপ ক্লিক করেলেই খেলতে পারবেন KBC ৷ Jio KBC Play Along এর মাধ্যমে KBC Live খেলার সুযোগ পাবেন ৷ সঙ্গে মিলবে কোটি টাকার জেতার সুযোগ ৷ এর জন্য বেশ কয়েকটি প্রশ্নর উত্তর দিতে হবে ৷ কেবিসির সম্প্রচারের সময় জিও চ্যাটে খেলতে হবে এই গেমটি ৷ প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাকে দেওয়া হবে পয়েন্ট ৷ সব থেকে বেশি নম্বর পেলে কেবিসি-তে ডাক পেতে পারেন আপনি। জিও ঘর ব্যায়ঠে জিতো জ্যাকপট খেলতে পারবেন ৩০ লক্ষ মানুষ।

এই ভাবে গরীব স্কুল শিক্ষক হয়ে উঠেছেন ২.৭১ লাখ কোটি টাকার মালিক

Image
মনের ইচ্ছে থাকলে জীবনে অসম্ভব কিছুই না ৷ কোনও বাধাই আপনাকে আটকাতে পারবেন না ৷ আর সেটাই প্রমাণ করেছিলেন ই কমার্স আলিবাবা-র ফাউন্ডার জ্যাক মা ৷ জেনে নিন কীভাবে একজন গরীব শিক্ষক থেকে ২.৭১ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে উঠেছেন তিনি ৷ ওনার জীবন নিয়ে লেখা 'আলিবাবা: দ্যা হাউস দ্যাট জ্যাক মা বিল্ট' বইয়ে বলা হয়েছে ১৯৯৯ সালে নিজের অ্যাপার্টমেন্টে জ্যাক যখন আলিবাবা নামে সংস্থা খুলেছিলেন তখন সকলে তাকে সন্দেহের চোখে দেখতেন ৷ প্রতারক ভাবতেন অনেকেই ৷ পরে অবশ্য মানুষ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারক নয় ৷ বরং তার উদ্যোগে সাধারণ মানুষের জীবনে অনেক কিছু আরও সহজ হয়ে উঠতে চলেছে ৷ বিল গেটস বা স্টিভ জোবসের মত কম্পিউটার সায়েন্সের কোনও ব্যাকগ্রাউন্ড নেই ৷ ছোটবেলায় কোনওদিন তিনি কম্পিউটার ব্যবহার করেননি ৷ অঙ্কে একবার তিনি ১২০ তে ১ পেয়েছিলেন ৷১৯৮০ সালে স্কুল শিক্ষকের চাকরি করতেন ৷ ব্যবসার কারণে ১৯৯৪ সালে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ইন্টারনেট পরিষবা দেখে চমকে গিয়েছিলেন ৷ হয়রান হয়ে গিয়েছিলেন কীভাবে মানুষ বাড়িতে বসেও বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন ৷ এরপর ২১ ফ

জওহরলাল নেহরুর দাঁতের ডাক্তারের ছেলে পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট আরিফ আলভি

Image
ইসলামাবাদ: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট ড. আরিফ আলভির। তাঁর বাবা ড. হাবিব উর রহমান ইলাহি আলভি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দাঁতের ডাক্তার। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওয়েবসাইটে আরিফের যে সংক্ষিপ্ত জীবনী দেওয়া হয়েছে, সেখানেই এ কথা উল্লেখ করা হয়েছে। আরও জানানো হয়েছে, আলভি পরিবারের কাছে নেহরুর লেখা চিঠিও আছে। পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী অ্যায়েতরাজ এহসান ও পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রার্থী মৌলানা ফজল উর রেহমানকে হারিয়ে পাকিস্তানের ১৩-তম প্রেসিডেন্ট হয়েছেন ৬৯ বছর বয়সি আরিফ। তিনিও বাবার মতোই দাঁতের ডাক্তার। তাঁর পরিবারের লোকজন দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল। আরিফ যাঁর স্থলাভিষিক্ত হলেন, সেই মামনুন হুসেনের পরিবারও আগরা থেকে পাকিস্তানে চলে গিয়েছিল। পাকিস্তানের অপর এক প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের পরিবার নয়াদিল্লি থেকে পাকিস্তানে চলে গিয়েছিল। আরিফের জন্ম অবশ্য ১৯৪৭ সালে করাচিতে। তাঁর বাবার সঙ্গে জিন্না পরিবারেরও যোগ ছিল। পাঁচ দশক আগে লাহৌরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মন্টমরে

দ্রুত ১০০ টাকা ছড়াবে পেট্রোল এর দাম, সেঞ্চুরি করবে টাকার দরও!

Image
ক্রমশ লাগাম ছাড়াচ্ছে পেট্রল-ডিজেলের দাম। পাল্লা দিয়ে ডলারের তুলনায় কমছে টাকার দরও। টাকার দর পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি-রপ্তানি শুল্কের ক্ষেত্রে অতিরিক্ত পয়সা গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। যার সরাসরি প্রভাব পড়বে খোলা বাজারের দ্রব্যমূল্যে। দেশের অর্থনীতির এই হাল নিয়ে এবার সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। যে গুঞ্জন এতদিন শোনা যাচ্ছিল আম আদমির গলায় এবার তাই উঠে এল অন্ধ্রের মুখ্যমন্ত্রীর গলায়। নায়ডু বললেন, "আর সেদিন দেরি নেই যেদিন পেট্রল ১০০ টাকা লিটার দরে বিকোবে। পেট্রল ১০০ টাকার গণ্ডি পেরোনোর সঙ্গে সঙ্গে ডলারের দামও হবে ১০০ টাকা। মঙ্গলবারও লিটারপ্রতি পেট্রলের দাম বেড়েছে ১৯ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ১৬ পয়সা। আজ কলকাতায় পেট্রলের দাম ৮২ টাকা ছাড়িয়েছে, ডিজেল ছাড়িয়েছে চুয়াত্তরের গণ্ডি। একই দিনে আবারও রেকর্ড পতন হয়েছে টাকার দামে। মার্কিন ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে ৭১ টাকা ৩৩ পয়সায়। নায়ডুর দাবি, নোট বাতিলের ফলেই দেশের অর্থনীতির এই অবস্থা। তিনি বলেন, "দেশের অর্থনীতির এই অবস্থা পুরোপুরি মোদি সরকারের অপদার্থতার জন্য। দেশের ব্যাংকগুলির অব

অভিনব প্রতারণা শহরে: দুহাজার ডলারের বদলে ভিম বার।

Image
বিধাননগর: বিশ মার্কিন ডলারের ১০০টি নোট। মানে ২০০০ ডলার। আজকের ভারতীয় বাজারদরে যার কমবেশি মূল্য দাঁড়ায় ১ লক্ষ ৪০ হাজার টাকার মতো। সস্তায় সেই টাকা কিনতে গিয়ে হাতে এল গামছায় মোড়া ভিম বার (বাসন মাজার সাবান)। লক্ষ টাকা খুইয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আবদুল হালিম নামে কড়েয়ার বাসিন্দা। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।   হয়েছিল টা কী? ঘটনাটি ঘটেছে সল্টলেকে। বিধাননগর (দক্ষিণ) অভিযোগ দায়ের হয়েছে বিলাল ও মুসা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবদুলকে ঠকাতে রীতিমতো ফাঁদ পেতেছিল বিলালরা। ঘটনার সূত্রপাত ৩০ এপ্রিল চিত্তরঞ্জন হাসপাতালে। অপরিচিত এক যুবক এসে আবদুলের কাছে বাবার অস্ত্রোপচারের নাম করে ১০০ টাকা চায়। নাম বলে বিলাল। টাকাটা দেওয়ার পর বিলাল ২০ ডলারের নোট দিয়ে আবদুলকে বলে বাবা বিদেশে চাকরি করেন। তারা থাকে গ্রামে। কিছু ডলার নিয়ে এসে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। সেগুলি কোথায় ভাঙানো যাবে সে সম্পর্কে কোনও ধারণা তাদের নেই। আবদুল যদি তাদের সাহায্য করে উপকৃত হবে। ২০ ডলারের নোটটি পরের দিন বিলাল দিয়ে দেয় আবদুলকে। তার পরিবর্তে ৯৫০ টাকা দেয় আবদুল। এরপর সোমবার ফোন করে বিলাল জ

রেলের তরফে মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার তদন্তভার পেল রাইটস

Image
রেলের পক্ষ থেকে মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার তদন্তভার দেওয়া হল 'রাইটস'-কে। ইতিমধ্যে রাজ্যের তরফে এই দুর্ঘটনার তদন্তভার গিয়েছে সিআইডি-র উপর। মঙ্গলবার বিকাল ৪টে ৪৫ মিনিট নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। দুর্ঘটনাস্থলে আটকে পড়ে বহু মানুষ, গাড়ি ও বাইক। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং ৩১ জন আহত হয়েছেন। আহতদের কলকাতা-সহ পাশ্ববর্তী জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে শহরের হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খোদ মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছেছে ডাক্তারদের কাছে। মাঝেরহাট ব্রিজের নীচ দিয়েই গিয়েছে শিয়ালদহ-বজবজ শাখার রেল লাইন। ফলে, ব্রিজ ভেঙে পড়ার সময় লাইনে ট্রেন থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটারপরই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, এই ব্রিজের রক্ষণাবেক্ষণে আরও যত্নবান হওয়া উচিত ছিল। এরপরই রাজ্যপাল এই দুর্ঘটনার দায় সরাসরি রাজ্য পূর্ত দফতর এবং রেলের উপর চাপান। কিন্তু রেল কর্তৃপক্ষ এই দায়িত্ব নিতে চায়নি। তবু এরপরও 'রাইটস'-কে এই দুর্ঘটনার তদন্তভার দিল রেল। উল্লেখ্য, রেলের অধীনস্থ 'রাইটস' সংস্থাটি স্বাধীনভ

সরকার ফেলে দিতে পারে জনতা, মাওবাদীরা নয়, বিদ্বজ্জন গ্রেফতার ইস্যুতে বলল শিবসেনা

Image
মুম্বই: নরেন্দ্র মোদী সরকার ফেলে দিতে মাওবাদীরা ছক কষছে বলে দাবি করে ৫ বাম বিদ্বজ্জনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের অভিযোগ, এই বিদ্বজ্জনেরা মাওবাদীদের সঙ্গে যুক্ত। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এনডিএ-র অন্যতম দল শিবসেনা। বিজেপির সবথেকে পুরনো সঙ্গী ও অধুনা বিক্ষুব্ধ শিবসেনা বলেছে, মাওবাদীদের হাতে প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন বলে পুলিশ যে দাবি করেছে তা ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছাড়া কিছু নয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভাল, তা নিয়ে খামোখা উদ্বিগ্ন হওয়া নিষ্প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা ছিল, যার ফলে প্রাণ হারান তাঁরা। কিন্তু নরেন্দ্র মোদী এমন ঝুঁকি কখনওই নেবেন না। দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে তারা লিখেছে, রাজ্য সরকার যে বলছে, এই মাওবাদীরা কেন্দ্রীয় সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে তা একেবারেই বুদ্ধিহীনতার পরিচায়ক। মনমোহন সিংহের সরকারকে দেশের মানুষই ফেলে দিয়েছিল, মাওবাদী নকশালরা নয়। সাম্প্রতিক কালে শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সরকারে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছে তারা। শিবসেনা আরও বলেছে, যদি মাওবাদীদের সরকা

গর্বের মুহূর্ত:এসপি মেয়েকে দেখে স্যালুট ডিসিপি বাবার

Image
হায়দরাবাদ:  একজন বাবার জন্যে বিশাল গর্বের মুহূর্ত। সেখানে উপস্থিত সকলের জন্যে স্মরণীয়। তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির এক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে দেখা গেল এক ডেপুটি কমিশনার পদের পুলিশ আধিকারিক তাঁর মেয়েকে স্যালুট করছেন। কারণ, তাঁর মেয়ে পুলিশের এসপি পদে রয়েছেন, বাবার চেয়ে ওপরের র‍্যাঙ্কে। সেই দৃশ্য দেখে সকলেই অভিভূত। তবে সবচেয়ে বেশি খুশি মেয়ের বাবা। কারণ, তাঁর মেয়ে তাঁকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন। যেকোনও বাবা-মা সবসময়ই চান, সন্তানরা যেন তাঁদের ছাপিয়ে যান। মেয়েকে সেখানে দেখে গর্বিত বাবা স্যালুট করেন। ঘটনাটি হায়দরাবাদের। সিএইচ.আর উমামহেশ্বর শর্মা, মালকাজগিরির ডিসিপি। তিনটি পুলিশ কমিশনারেট নিয়ে তৈরি হয়েছে রিশিকোন্ডার মালকাজগিরি। এরমধ্যে রয়েছে রাজধানী শহরও। এদিকে ওই পুলিশ আধিকারিকের মেয়ে সিন্ধু শর্মা, জগতিয়াল জেলার এসপি পদে রয়েছেন। অনুষ্ঠানে মেয়েকে দেখে আগে প্রটোকলের কথা মনে পড়েছে ওই আধিকারিকের। সেইজন্যেই নিজের মেয়ের পদকে স্যালুট করতে তিনি একমুহূর্ত সময় নষ্ট করেননি। ওই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন উমামহেশ্বর। আগামী বছরই তাঁর অবসর। তার আগে নিজের মেয়েকে নিজের থেকে উচ্চপদে মেয়েকে দেখে গর্বে

বিদেশ সফরে মোদীর সঙ্গী অ-সরকারি লোকজনের নাম প্রকাশ করতে বিদেশমন্ত্রককে নির্দেশ কেন্দ্রীয় তথ্য কমিশনের

Image
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশ সফরে সরকারি আমলা, অফিসার বাদে যেসব বাইরের লোকজন গিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করতে বিদেশমন্ত্রককে নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন। গত অক্টোবরে করবী দাশ নামে জনৈক আবেদনকারী বিদেশ মন্ত্রকের কাছে জানতে চান, ২০১৫-১৬ ও ২০১৬-১৭য় প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরে কত অর্থ ব্যয় হয়েছে। কারা তাঁর সফরসঙ্গী হয়েছিলেন, সেই তালিকাও চান তিনি। কিন্তু তাঁকে কোনও সন্তোষজনক তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হন তিনি। শুনানির সময় করবী দাশের প্রতিনিধিত্ব করা সমাজকর্মী সুভাষ আগরওয়াল চিফ ইনফর্মেশন কমিশনার আর কে মাথুরকে জানান, মন্ত্রক তথ্যের বিনিময়ে ২২৪ টাকা চাইলে আবেদনকারী আপত্তি করেন। তবে মন্ত্রকের তরফে শুনানিতে বলা হয়, সফরের স্থান, দিন-তারিখ ও তার চার্টার্ড ফ্লাইট বাবদ খরচের তথ্য ছাড়া প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত আর কিছুই নির্দিষ্ট ফর্মে লিখে রাখা হয় না। মন্ত্রকের লোকজন কমিশনকে এও জানান, ২২৪ টাকা চাওয়ার বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানাবেন। আর কে মাথুর অবশ্য নির্দেশ দেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত নন, এমন যেসব অ-সরকারি লোকজন সরকারি খরচে প্রধানমন

ভেঙে পড়েছে মাঝেরহাট সেতু, আগামী কয়েকদিন কোন পথে যাতায়াত ?

Image
কলকাতা : মাঝেরহাট সেতু ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে যান চলাচল ব্যবস্থা। কলকাতা দক্ষিণ শহরতলির একটা বড় অংশের বাসিন্দা সমস্যায় পড়ছেন। একাধিক রুটের গাড়ি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেতু সংস্কারের আগে পর্যন্ত এই ব্যবস্থাই চালু থাকবে বলে জানা গেছে। একবালপুর এবং তারাতলার মাঝে ডামন্ডহারবার রোডে রয়েছে মাঝেরহাট সেতু। সেতুটি ভেঙে পড়ায় দক্ষিণ ২৪ পরগনার একটি বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে গাড়ির রুট পরিবর্তনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, E-4, 7A, 7C, 7E, 7D রুটের গাড়ি হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর সোজা খিদিরপুর পর্যন্ত স্বাভাবিকভাবে যাবে। সেখানে থেকে বেঁকে যাবে ফ্যান্সি মার্কেটের দিকে। এর পর হাইড রোড, বাবুবাজার, ব্রেস ব্রিজ হয়ে তারাতলা জিং। সেখান থেকে স্বাভাবিক রুট। E-4, 7A, 7C, 7E, 7D রুটে যেসব গাড়ি পর্ণশ্রী, তারাতলা ডিপো এবং ব্রেস ব্রিজ থেকে ছাড়বে সেগুলি সোজা তারাতলা ডিপো পর্যন্ত স্বাভাবিকভাবে যাবে। সেখান থেকে হাইড রোড, বাবুবাজার, ফ্যান্সি মার্কেট হয়ে খিদিরপুর। এর

‌৭২ বছরেও বিনা পয়সায় ছাত্র পড়াতে দূরের গ্রামে ছোটেন অবোধ দফাদার

Image
বসিরহাট: সেই কবে, যেদিন গ্রামের স্কুলে প্রথম শিক্ষকতার চাকরিতে যোগ দিতে যাচ্ছেন, সেদিন বাবা বলেছিলেন, '‌স্কুলে ছাত্র পড়াতে যাচ্ছ। সরকার বেতন দেবে। জীবনে কোনও দিন যেন টাকা নিয়ে প্রাইভেট পড়াবে না। তুমি যে–টুকু জানো, তা–ই ছেলেমেয়েদের শেখাবে।'‌ নিতান্ত কৃষিজীবী বাবার কথা আজও মনে রেখেছেন অবোধকুমার দফাদার। ৭২ বছরে পা দেবেন অক্টোবরে। বছর তিনেক হল বুকে পেস মেকার বসেছে। এখনও তিনি '‌পিতৃসত্য'‌ পালনে কোনও বিষয়ে এতটুকু নড়চড় হতে দেননি। প্রতিদিন অবোধবাবু ব্যাটারিচালিত স্কুটি চেপে বসিরহাটের সীমান্ত লাগোয়া ইটিন্ডা গ্রাম থেকে কোথায় রঘুনাথপুর, কঁাকড়া গ্রামে ছোটেন সাহিত্য পড়াতে। একবার পড়াতে বসে গেলে আর ওঠেন না। স্নাতক ও স্নাতকোত্তর ছেলেমেয়েদের বাংলা ও ইংরেজি সাহিত্য পড়াতে পাঠের গভীরে ডুবে যান তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণিও আছে অবোধবাবুর ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্র জীবন থেকে বাম রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগ। ধুতি–পাঞ্জাবি পড়ে সকাল হতেই একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন। ফেরেন পড়ানো শেষ করে। বিকেলে হঁাটতে বেরিয়ে চলতে চলতে এলাকার ছেলেমেয়েদের পাঠের ওপর আলোকপাত করেন। এ হেন অবোধবাবুর আরেকটা পরিচয় আছে সকল

শুধু যৌন সুরক্ষাতেই নয়, নয়া ও অভিনব পদ্ধতিতে কন্ডোমের ব্যবহার করেন কেনিয়ার মৎস্যজীবীরা ৷

Image
মোম্বাসা: কন্ডোমের নয়া ও অভিনব গুণ আবিষ্কার করেছেন মৎস্যজীবীরা ৷ শুধু গর্ভনিরোধক বা সুরক্ষিত যৌনতাতেই এর ব্যবহার সীমাবদ্ধ নয়, কন্ডোমের রয়েছে আরও অনেক গুণ  ৷ এমনটাই দাবি কেনিয়ার জেলেদের ৷ মাছ ধরতে যাওয়ার আগে কন্ডোম না নিয়ে বাড়ি থেকে বেরোনই না মোম্বাসার জেলেরা ৷ গোটা বিশ্বে যৌনসুরক্ষা ও কন্ট্রাসেপটিভ হিসেবে কন্ডোম পরিচিত হলেও কেনিয়ার এই মৎস্যজীবীদের দৌলতে এবার নয়া তকমা জুটল তার গায়ে ৷ মোম্বাসার এই জেলেরা যে কাজে কন্ডোম ব্যবহার করেন তার সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের মোবাইল ফোন বাঁচাতে বা মোবাইল ফোনের সুরক্ষায় কন্ডোমটিকে কাজে লাগান তারা ৷ মাছ ধরতে সমুদ্রে নৌকা নামানোর আগে এখানকার জেলেরা পকেট থেকে বার করেন কন্ডোমের প্যাকেট ৷ কন্ডোমটি প্যাকেট থেকে বার করে ঘষে তার গা থেকে লুব্রিকেটিং পদার্থটি তুলে দেন তারা ৷ এরপর নিজেদের মোবাইলটি কন্ডোমে ভরে ভাল করে বেঁধে দেন কন্ডোমের খোলা মুখ ৷ আসলে মাছ ধরতে গিয়ে বহুবার ঝড়ের মুখে পড়ে বা ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকা এবং জলে পড়ে যান জেলেরা ৷ অথবা জালে ওজনদার কোনও মাছ পড়লে জাল টেনে তুলতে অনেক সময় কোমর জলেও নেমে পড়তে হয় মৎস্যজীবী

লালাসার শিকার মা-ও, হাজতে গুণধর

Image
ছেলের হাতেই ধর্ষিতা মা। আর সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ৭ বছরের নাতি। ঘটনাস্থল মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার সুরানি গ্রাম। রবিবার গভীর রাতের ঘটনা। ঘটনার দিন পাশের ঘরেই বছর ৪৫ এর মহিলা তাঁর স্বামী ও নাতিকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ছেলে-স্বামী ষড়যন্ত্র করেই মাকে ধর্ষণ করে। ছেলে ঘরে ঢোকার আগেই বাবা বাইরে চলে যায়।  স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে প্রায় দুবছর ধরে তিন সন্তানকে নিয়ে একই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত ৩০ বছরের গুণধর ছেলে। মাকে ধর্ষণ করতে গেলে তিনি বাধা দেওয়ায় তাঁর গলায় ছুরি বসিয়ে ধর্ষণ করে ছেলে। এরপর কোনওরকমে নিজেকে মুক্ত করে তিন নাতি-নাতনিকে নিয়ে ঠাকুমা ছুটে যান বাড়ির পাশের ক্ষেতে। বাকি রাতটা কোনওমতে কাটান সেখানেই। পরদিন সকালে অন্যান্য আত্মীয়দের তিনি ঘটনাটি খুলে বলেন। তাঁরাই তাঁকে পুলিশে যাওয়ার পরামর্শ দেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Windows 10 এ গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট করবেন কীভাবে?

Image
রোজই নতুন গেম বাজারে আসছে। আগে থেকে অনেক ভালো গ্রাফিক্সের নতুন এই গেমগুলি খেলার জন্য নতুন গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়ে পড়ছে। অথবা পরোনো গ্রাফিক্স কার্ডের নতুন এই গেমগুলি খেলার জন্য গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট করা আবশ্যিক হয়ে পড়েছে। সম্প্রতি নতুন জেনারেশানের গ্রাফিক্স কার্ড লঞ্চ করেছে Nvidia। রিয়েল টাইম রে ট্রেসিং টেকনোলজি সহ বাজারে এসেছে নতুন কোম্পানির নতুন গ্রাফিক্স কার্ড। Nvidia বা AMD আপনি যে দলেরই সদস্য হন না কেন গ্রাফিক্স কার্ড সম্পূর্ণভাবে কাজে লাগাতে নিয়মিত ড্রাইভার আপডেট করা আবশ্যিক। অপারেটিং সিস্টেমের সাথে এই ড্রাইভার গ্রাফিক্স কার্ডের সংযোগ স্থাপন করে। আর তাই লেটেস্ট ড্রাইভার ইনস্টল থাকলে গ্রাফিক্স কার্ড দারুন ভাবে কাজ করবে। গ্রাফিক্স কার্ডের বেশিরভাগ সমস্যা এই আপডেটের মাধ্যমে সমাধান হয়ে যায়। তবে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার আপডেট কোন কঠিন কাজ নয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে Windows 10 অপারেটিং সিস্টেমে গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট করবেন? AMD গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট Radeon সফটওয়্যারের মাধ্যমে AMD-র গ্রাফিক্স কার্ডের ড্রাইভার কাজ করে। এই সফটওয়্যার থেকে গ্রাফিক্স কার্

হঠাৎ প্রবল ঝাঁকুনি, খাদে পড়ল গাড়িটা

Image
বিশ্বাসই হচ্ছে না, বেঁচে আছি। শুধু মনে হচ্ছে, গাড়িটার নীচে কিছু নেই। প্রচণ্ড একটা ঝাঁকুনি আর আমরা খাদে তলিয়ে যাচ্ছি। মঙ্গলবার বিকেলবেলা বেহালার দিক থেকে ফিরছিলাম। সিটি সিভিল কোর্টের মুখ্য বিচারকের গাড়ি চালাই আমি। মঙ্গলবার দুপুর তিনটের সময় ব্যাঙ্কের কাজে গাড়ি নিয়ে বেহালায় গিয়েছিলাম। সঙ্গে ছিলেন বিচারকের দেহরক্ষী অনুপম সাউ।  মাঝেরহাট ব্রিজে যখন উঠলাম, সামনে অনেকগুলো গাড়ি। হঠাৎই কানফাটানো বিকট আওয়াজ। বুঝলাম, আমার গাড়ির তলায় আর কিছু নেই। প্রবল ঝাঁকুনিতে আমার শরীরটা লাফিয়ে উঠল। গাড়িটা ঝাঁপ দিয়ে সামনের খাদে পড়ে গেল। তার পরেই সব অন্ধকার। যখন চোখ খুললাম, তখন আমাকে গাড়ি থেকে বার করছে অনেকগুলো অপরিচিত মুখ। মনে হল, ও কোথায়? অনুপমের নামটাও তখন মনে করতে পারছি না। সব তালগোল পাকিয়ে গিয়েছে।  কথা বলতে পারছিলাম না। ওই অবস্থাতেই আমাকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। হাসপাতালে পৌঁছনোর পর ডাক্তারেরা বারবার আমার নাম জানতে চাইছিলেন। প্রশ্ন করছিলেন, কোথায় থাকি। আমি শুধু বলতে পেরেছিলাম, জাস্টিসের গাড়ি চালাই। পরে দেখলাম আদালত থেকে দু'জন পরিচিত চলে এসেছেন। শুনলাম, ওঁরা ডাক্তারদের বলছেন, ''এই তো আম

সরকারের নজর রং করায়, সরব বিরোধীরা

Image
পাঁচ বছরে চারটি সেতুর দুর্ঘটনা। তার মধ্যে কলকাতা শহরেই তিনটে। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তির পিছনে রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই দায়ী করছেন বিরোধী নেতারা। প্রায় একই সুরে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজ্য সরকার সেতু বা রাস্তাঘাটে নীল-সাদা রং করার দিকেই বেশি নজর দিচ্ছে। দুর্ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে না। বিজেপির কেন্দ্রীয় নেতা আবার তৃণমূল সরকারের ক্ষমতায় থাকার নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। দুর্ঘটনার খবর পেয়েই মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ঘটনাস্থল এবং এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন দুই মন্ত্রী এবং সব বিরোধী দলের নেতারা। দুর্ঘটনার জেরে বিজেপি কাল, বৃহস্পতিবার তাদের ঘোষিত মহামিছিল স্থগিত রেখেছে। কংগ্রেসও আজ, বুধবার তাদের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে। ঘটনাস্থলে দাঁড়িয়েই বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ''নগরোন্নয়ন ও পূর্ত দফতর, পোর্ট ট্রাস্ট, কখনও মেট্রো— একে অপরের দিকে দোষ দেওয়া শুরু হয়েছে। এখন দোষারোপের পালা বন্ধ রেখে আগে উদ্ধার অভিযান সম্পূর্ণ হোক।'' তবে একই সঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ''সেতুগুলোর স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট তো বিশেষ ভাল

‘দলিত’ শব্দ ব্যবহারে না, নির্দেশ কেন্দ্রের

Image
সংবাদমাধ্যমে 'দলিত' শব্দটি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করল কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রক। সরকারের নির্দেশ, সাংবিধানিক পরিভাষা অনুযায়ী, তফসিলি জনজাতিই বলতে হবে। এর আগে নরেন্দ্র মোদী সরকারের সামাজিক ন্যায় মন্ত্রক রাজ্যগুলির জন্য নির্দেশ দিয়েছিল যে, সরকারি চিঠিপত্রে তফসিলি জনজাতি শব্দটিই ব্যবহার করতে হবে। তবে সরকারের এই নীতি নিয়ে আপত্তি জানিয়ে বিজেপির তফসিলি জনজাতি সাংসদ উদিত রাজ বলেন, ''দলিত শব্দটি তো প্রচলিত। উপদেশ হিসেবে ঠিক থাকলেও বাধ্যতামূলক করা উচিত নয়।'' তফসিলি জনজাতির অধিকার নিয়ে লড়াই করা সংগঠনগুলির দাবি, এর সঙ্গে লড়াই করে আদায় করা পরিচিতি ও রাজনৈতিক তাৎপর্য জড়িত। সরকারের অবশ্য যুক্তি, বম্বে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারির প্রশ্ন, ''অনেক রাজনৈতিক দলের সঙ্গেই দলিত শব্দ রয়েছে। মানুষ কী শব্দ উচ্চারণ করবে, সেটাও মোদী সরকার ঠিক করে দেবে?'' কংগ্রেসের তফসিলি জনজাতির নেতা পি এল পুণিয়া অবশ্য সরকারের পক্ষে। তাঁর যুক্তি, ''সংবিধানে কোথাও দলিত শব্দ নেই।''

'অক্ষম হয়ে কাউকে যেন বাঁচতে না হয়'

Image
অকেজো পা নিয়ে বেশি হাঁটাচলা করতে পারি না। বাড়ির কাছে একটা চায়ের দোকানে গিয়ে বিকেলে মাঝেমধ্যে একটু বসি। চা খাই। মঙ্গলবার বিকেলেও ওই দোকানে চা খেতে গিয়েছিলাম। তখনই দোকানের টিভি-তে দেখি দেখাচ্ছে, মাঝেরহাট সেতু ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আড়াই বছর আগের সেই দিনটার কথা। সে দিন পোস্তার উড়ালপুল ভেঙে পড়ায় আরও অনেকের সঙ্গে আমার জীবনেও নেমে এসেছিল ভয়ানক অন্ধকার। যে অন্ধকার নিয়েই কাটাচ্ছি জীবনের দিন-রাত। উড়ালপুল ভেঙে পড়ে মারা গিয়েছিলেন ২৬ জন। জখম একশোর বেশি। তাঁদেরই এক জন আমি। অকেজো পা নিয়ে বেঁচে আছি। এ বাঁচা যে কী কষ্টের!  মুর্শিবাদের রেজিনগর থেকে কলকাতায় এসে রাজমিস্ত্রির কাজ করতাম। গ্রামের আরও কয়েক জনের সঙ্গে থাকতাম বিডন স্ট্রিট এলাকায়। সকলেই আমরা রাজমিস্ত্রি ছিলাম। ব্রিজ ভেঙে পড়ার দিন কয়েক জন সঙ্গী রাজমিস্ত্রির কাজ করছিল ক্যানিং স্ট্রিটে। দুপুরে ওদের জন্য খাবার পৌঁছে দিয়ে ট্রামে করে ফিরছিলাম। চিৎপুরে যানজট দেখে ট্রাম থেকে নেমে হাঁটতে শুরু করি। ভেবেছিলাম, বাকি রাস্তাটুকু হেঁটেই চলে যাব। কিন্তু তলা দিয়ে যাওয়ার সময়েই ভেঙে পড়ে উড়ালপুল। চাপা পড়ে যাই। তিন ঘণ্টা চাপা পড়ে থাকার পরে

একটু অন্তত লজ্জা পেতে শিখুন!

Image
প্রশাসন-প্রশাসন খেলাটা অশোভনীয় হয়ে উঠেছে। সব কিছুরই সীমা থাকা দরকার। কাজ করলে ভুল-ক্রটি হয়। কিন্তু অনবরত ভুল-ক্রুটি হতে থাকা এবং সেই ভুল-ত্রুটির জন্য প্রায় আক্ষরিক অর্থেই বারবার জনসাধারণের মাথায় আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হওয়াটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কোনও অজুহাতই চলে না। জননিরাপত্তার প্রতি অসীম অবহেলা না থাকলে এমন ঘটনা বারবার ঘটতে পারে না। একটু লজ্জা পান এ বার। দায়বদ্ধ প্রতিটি পক্ষকেই বলছি— একটু অন্তত লজ্জিত হন। না হলে আপনাদের মধ্যে মনুষ্যত্বের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে। কারণ, যে কোনও সুস্থ-স্বাভাবিক মানুষের মধ্যেই লজ্জার বোধটা থাকে। ২০১১ সাল, উল্টোডাঙায় ব্রিজ ভেঙে পড়ল। ২০১৬ সাল, বিবেকানন্দ রোডের ব্যস্ত মোড়ে ভয়াবহ ভাবে ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল। হতাহতের সংখ্যা এবং আচমকা মাথার উপর থেকে নেমে আসা মৃত্যুর বীভৎসতা স্মৃতিতে উঁকি দিলে আজও শিউড়ে উঠতে হয়। তাতেও শিক্ষা হয়নি। এ বার মাঝেরহাটের উড়ালসেতু ভেঙে পড়ল। আর কতবার মহানগরের বুকে এই একই ঘটনা ঘটবে, জানা নেই কারও। প্রশাসনের নিয়ন্ত্রকদের চূড়ান্ত গাফিলতি বা অপদার্থতা বা দুর্নীতি বা নির্লজ্জতার কারণে আর কত প্রাণ যাবে, আর কত

স্বাস্থ্য পরীক্ষাতেই কি গাফিলতি!

Image
প্রশ্ন ছিল দু'টি। একটির জবাব এল, ''মনে পড়ছে না।'' অন্যটির উত্তর, ''অত কথা বলার সময় এখন নেই!'' মঙ্গলবার মাঝেরহাট সেতু ভাঙা নিয়ে পূর্ত দফতরের এক শীর্ষ কর্তার সঙ্গে কথোপকথনের এটাই নির্যাস। দীর্ঘদিন আগেই গোটা রাজ্যের সেতু ও উড়ালপুলগুলির 'ফিজিক্যাল অডিট'-এর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু 'স্বাস্থ্যপরীক্ষা'র সেই নির্দেশ মাঝেরহাট সেতুর ক্ষেত্রে মানা হয়েছিল কি না, প্রশ্ন উঠেছে মঙ্গলবার। যার উত্তরে সংশ্লিষ্ট কর্তা বলেছেন, ''যা যা করার কথা, তার সবই হয়েছে।'' শেষ কবে মাঝেরহাট সেতুর ফিজিক্যাল অডিট হয়েছিল? কর্তাটির জবাব, ''এই মুহূর্তে মনে পড়ছে না।'' তিনি জানান, পাশেই জোকা-বিবাদী বাগ মেট্রো রেলের নির্মাণকাজের কম্পনের জেরেই সেতুটির একটি অংশ এ দিন ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ফের প্রশ্ন ওঠে, সেতুটি ওই নির্মাণকাজের কম্পন সহ্য করতে পারবে কি না, মেট্রো প্রকল্প শুরুর আগে তার কী পরীক্ষা করা হয়েছিল? কর্তার উত্তর, ''অত কথা বলার সময় এখন নেই।'' এই অভিযোগ উড়িয়ে জোকা-বিবাদী বাগ

পাহাড় সফর কাটছাঁট, আজ ফিরবেন মুখ্যমন্ত্রী

Image
মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার খবর পেয়ে পাহাড় সফর কাটছাঁট করে আজ, বুধবারই কলকাতার বিমান ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে সোমবার রাতে দার্জিলিং পৌঁছন মুখ্যমন্ত্রী। কথা ছিল, ফিরবেন বৃহস্পতিবার। মঙ্গলবার বিকেলে সেতু ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয়ও চলে আসে মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন সেই রিচমন্ড হিলে। তত ক্ষণে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। সন্ধ্যাবেলা পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে তাঁকে নামিয়ে আনার ঝুঁকি নিতে চাননি নিরাপত্তা কর্মীরা। সন্ধের মুখে মুখ্যমন্ত্রী বলেন, ''দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমাদের মন পড়ে রয়েছে ওখানেই। চেষ্টা করেছিলাম যদি রাত সাড়ে ন'টা নাগাদও শিলিগুড়ি পৌঁছনো যায়। তা হলে বিমান ভাড়া করে রাতেই কলকাতা ফেরার চেষ্টা করতাম। কিন্তু বিমান ভাড়া পাইনি। বৃষ্টির ফলে রাস্তাও ভাল নয়। তাই বাধ্য হয়েই থেকে যেতে হচ্ছে।'' অনেক রাত পর্যন্ত রিচমন্ড হিলের বৈঠকখানায় বসে নিরন্তর ফোনে উদ্ধারকাজ তদারকি করেন মমতা। এ দিন দুপুরে মুখ্যমন্ত্রী দার্জিলিঙে জেলাশাসকের বাংলোতে জিটিএ-র সঙ্গে বৈঠক করেন। তার পরে বিকেলে রিচমন্ড হিলে ঢোকা