সূর্যের আলো থেকে জ্বালানি তৈরি! নতুন দিশার সন্ধান দিলেন বিজ্ঞানীরা


সূর্যের আলোকে কাজে লাগিয়ে জলের হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে মনুষ্য সৃষ্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে সালোকসংশ্লেষের মাধ্যমে সূর্যের শক্তিকে এক নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষ করে শক্তি তৈরির প্রচেষ্টা চলছে। সাধারণ সালোকসংশ্লেষের চেয়ে এই পদ্ধতিতে অনেক বেশি সূর্যের আলো শোষণ করা সম্ভব।

বিজ্ঞানীরা বলছেন, স্বাভাবিক সালোকসংশ্লেষ প্রক্রিয়া ততোধিক কার্যকরী নয়। কারণ এতে শক্তির উৎপাদন সেভাবে হয় না। মাত্র ১ অথবা ২ শতাংশ শক্তি উৎপাদিত করে তা জমাতে পারে। তবে কৃত্রিম উপায়ে তৈরি সালোকসংশ্লেষে শক্তির উৎপাদন হবে অনেক বেশি।

বেশ কিছু বছর কৃত্রিম সালোকসংশ্লেষ প্রক্রিয়া সামনে এলেও তা পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনে সেভাবে কাজে লাগেনি। তার অর্থ এই নয় যে তা নতুন করে বড় ক্ষেত্রে কাজে লাগবে না। এই প্রথম সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম উপায়ে সালোকসংশ্লেষের প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে। এখন দেখার কীভাবে এই পথে আগামিদিনে সাফল্য আসে।