Posts

Showing posts from October 10, 2018

বনগাঁয় মাঝরাতে ভয়াবহ ডাকাতি।

Image
বনগাঁ: কিশোরের মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি। ডাকাতিরর ঘটনা ঘটল বাগদা থানার সিন্দ্রানি গ্রামে। সোনা ও নগদ মিলিয়ে প্রায় ছ'লক্ষ টাকার সামগ্রী লুট হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। বাগদার সিন্দ্রানি গ্রামে মা, স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন অনিমেষ বিশ্বাস। কর্মসূত্রে কিছুদিন রাজ্যের বাইরে রয়েছেন অনিমেষবাবু। মঙ্গলবার রাতে বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে ছিলেন জ্যোৎস্না বিশ্বাস। তাঁর মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছেন। জ্যোৎস্নাদেবীর বক্তব্য, "মাঝরাতে হঠাৎই আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। দেখি মশারির পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারির চাবি চায়। চাবি না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ছেলেছে বাঁচাতে চাবি দিয়ে দিই। আলমারি খুলে নগদ টাকা, সোনার গয়না নিয়ে পালিয়ে যায় পাঁচ-ছ'জনের দুষ্কৃতীদল।" বাড়ির তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল বলে পুলিশ জানতে পেরেছে।  এদিকে ডাকাতির পর দুষ্কৃতীরা এলাকা ছাড়তেই চিৎকার শুরু করেন অনিমেষবাবুর পরিবারের সদস্যরা। বলা বাহুল্য, প্রতিবেশীরাও  বাইরে বেরিয়ে সাহায্য করতে পারেননি। কেননা ডাকাতি করতে এ

প্রথম ভারতীয় শুটার হিসেবে যুব অলিম্পিকে সোনা মানু ভাকেরের

Image
বুয়েনস আয়ার্স: প্রথম ভারতীয় শুটার হিসেবে যুব অলিম্পিকে সোনা জেতার নজির গড়লেন মানু ভাকের। ১০ মিটার এয়ার রাইফেলে ২৩৬.৫ পয়েন্ট পেয়ে সোনা জেতেন মানু। এর আগে যুব অলিম্পিকের মঞ্চে শাহু মানে ও মেহুলি ঘোষ রুপো জিতলেও শুটিং-এ সোনা এই প্রথম। গতকাল ফাইনালে ভালো শুরু করেন ষোড়শী এই শুটার। ১৮ শট পর্যন্ত প্রথম স্থানেই ছিলেন মানু। কিন্তু ১৯ তম শটে ৯.১ পেয়ে দ্বিতীয় স্থানে নেমে যান। জর্জিয়ার নিনো খুতসিবেরিডজ়ে সেই সুযোগে প্রথম স্থান দখল করে নেন।  ২১ ও ২২ তম শটে ৯.৫ ও ১০.৩ পয়েন্ট স্কোর করে ফের শীর্ষস্থানে উঠে আসেন হরিয়ানার শুটার। শেষের দিকে চাপ সামলে সোনা ছিনিয়ে নেন মানু। ২৩৫ পয়েন্ট পেয়ে রুপো জেতেন রাশিয়ার লানা এনিনা।  বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালের এশিয়ান গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার পর এই সোনা টোকিও অলিম্পিকের আগে মানুর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। 

রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট।

Image
পুজোর আগে ফের সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। মঙ্গলবারই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পুজোর মুখে হলদিয়ায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে চ্যাটার্জি গ্রুপ। তার পরদিনই এল নয়া ঘোষণা। শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে। হরিণঘাটায়  সাড়ে ৩৫০ একর জমি  শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার । সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি, এই হাবটি তৈরি হয়ে গেলে গোটা

‘বললাম, সুস্থ ভাবে দাঁড়াতে পারছ না? ওরা বলল, এটা মেট্রো, হতেই পারে...’

Image
ফ্যাশন ডিজাইনের ক্লাস শেষে আমি রোজই এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরি। এক এক দিন এক এক সময়ে। কিন্তু, সেই মেট্রোতেই যে এমন অভিজ্ঞতা হবে স্বপ্নেও কোনও দিন ভাবিনি। মঙ্গলবার আমার সঙ্গে যা হল, তার পর মেট্রোতে উঠতেই ভীষণ ভয় লাগছে। তখন বিকেল ঠিক চারটে। কবি সুভাষগামী একটা এসি মেট্রো এসে দাঁড়ায় এসপ্ল্যানেড স্টেশনে। তেমন একটা ভিড় ছিল না। আমার পিছনে বেশ কয়েকটা ছেলে দাঁড়িয়ে ছিল। ওরাও ওই মেট্রোতেই ওঠে। ওদের সকলের বয়স ২০-২৫ বছর হবে। কিন্তু, ওঠার পর থেকেই ওরা রীতিমতো ধাক্কাধাক্কি করতে থাকে আমাকে। এমন ভাব, যেন ভিড়ের চাপ সামলাতে না পেরে গায়ে এসে পড়ছে। কিন্তু, অতটা ধাক্কাধাক্কি করা বা গায়ে এসে পড়ার মতো ভিড় মোটেই ছিল না। আমি একটা পাশে সরে দাঁড়াই। তার পরেও দেখি একটা ছেলে রীতিমতো গায়ে এসে পড়ছে। খুব অস্বস্তি হতে থাকে। তাই কথাটা না বলে পারিনি— 'কী হল, সুস্থ ভাবে দাঁড়াতে পারছ না? গায়ে পড়াটা এতই দরকার?' আর ঠিক তখনই পিছন থেকে একটা ছেলে মন্তব্য করল, ''এটা মেট্রো। এখানে অনেক কিছু হতে পারে।'' ওই কথাবার্তা শুনে সামনে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন, ''ওদের সঙ্গে কথা বলতে

যে দশ লক্ষণ দেখে বলা যায় পুত্র সন্তান হবে কি না

Image
লক্ষণশাস্ত্র অনুসারে অন্তঃসত্ত্বা অবস্থায় এমন অনেক লক্ষণ আছে, যা দেখে বলা যায় আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। এখানে সেই রকম দশটি লক্ষণ নিয়ে আলোচনা করা হল। (১) অন্তঃসত্ত্বা অবস্থায় যদি মুখে হঠাৎ করে ব্রণ বেরতে শুরু করে, তা হলে আপনি সম্ভবত পুত্র সন্তান প্রসব করতে চলেছেন। (২) অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার চুলের বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে বেশি হয়, তার মানে সম্ভবত আপনি পুত্র সন্তান প্রসব করতে চলেছেন। (৩) অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার যদি মনে হয়, আপনার দুই পায়ে ঠান্ডার অনুভূতি বেশি মনে হয়, তা হলে জানুন সম্ভবত আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন। (৪) অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের প্রস্রাবের রং ঘন ঘন পরিবর্তন হয়। এটাই স্বাভাবিক, কিন্তু প্রস্রাবের রং বেশির ভাগ সময় খুব ঘন উজ্জ্বল হলদে হলে, নিশ্চিত ভাবে জানুন, সেই মহিলা পুত্রসন্তানের মা হতে চলেছেন। (৫) অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও মহিলার যদি মনে হয়,  পেটটা যেন নীচের দিকে থেকে থেকেই টানছে, তা হলে এটাও একটা লক্ষণ সেই মহিলার পুত্র সন্তানের মা হওয়ার। (৬) অন্তঃসত্ত্বা অবস্থায় যদি আপনার হাত প্রায়ই শুষ্ক থাকে বা খসখসে মনে হয়, তা হলে আপনি পুত্র সন্তান

না বলে পৃথ্বীর ছবি ব্যবহার করায় দিতে হবে ১ কোটি, আইনি নোটিশ পেল সুইগি, ফ্রিচার্জ

Image
প্রথমে না বলে ছবি নেওয়া। তারপর সেই ছবি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার সাহস দেখানো! সুইগি, ফ্রিচার্জ–কে উচিত শিক্ষা দিল পৃথ্বি শ–র মার্কেটিং দল বেসলাইন ভেনচারস। কোনও অনুমতি না নিয়েই রাজকোটে অভিষেক টেস্টে শতরান করা পৃথ্বীর ছবি দিয়ে বিজ্ঞাপন তৈরি করায় সুইগি ও ফ্রিচার্জের কাছে ১ কোটি টাকা দাবি করল বেসলাইন ভেনচারস। দুই সংস্থাকেই পাঠানো হয়েছে আইনি নোটিস। শচীনের পরেই ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান করেছেন পৃথ্বী। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। পৃথ্বির এই অনবদ্য ইনিংসের পরই সুইগি, ফ্রিচার্জের মতো ব্যবসায়িক সংস্থা তাঁর ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পৃথ্বির মার্কেটিং দল। বেসলাইন ভেনচারস এর দাবি সুইগি, ফ্রিচার্জের মতো ব্যবসায়িক সংস্থাগুলো ১৯৯৬ সালের ট্রেডমার্ক আইন লঙ্ঘন করেছে। সেই মর্মেই তাদের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠিয়েছে পৃথ্বি শ–র মার্কেটিং দল। অবশ্য আইনি নোটিশ পাওয়ার পরেই বিজ্ঞাপন থেকে পৃথ্বীর ছবি সরিয়ে নিয়েছে সুইগি এবং ফ্রিচার্জ। ডিলিট কর

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যে দারুণ খবর! ফের চাকরির সুযোগ

Image
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর৷ ভারতীয় রেলওয়ের উত্তর শাখা শুরু করল আবেদন প্রক্রিয়া৷ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে আবেদনকারীকে৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকছে ১৫ অক্টোবর, ২০১৮৷ বিশদ জানতে চোখ রাখুন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে(nr.indianrailways.gov.in.)৷ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মীদের পুনরায় কাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই সিদ্ধান্তটি নিয়েছে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ৷ ট্র্যাকম্যান পদের জন্য মোট শূন্যপদ থাকছে ২৬০০ টি৷ সাসপেণ্ডেড রেলওয়ে কর্মীরা পদটির জন্য আবেদন করতে পারবেন না৷ অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা৷ অফলাইনে আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র পাঠাতে হবে ডিভিসনাল পার্সোনাল অফিসার, মোরাদাবাদ, উত্তরপ্রদেশ৷ আবারও, কর্মজগতে অনুপ্রবেশের জন্য আবেদনকারীকে দিতে হবে একটি মেডিক্যাল টেস্ট৷ পদটির জন্য প্রার্থীদের বয়সসীমা থাকছে ৬৫ বছর৷ তাই, দেরী না করে নিজের পছন্দের পদটির জন্য আজই আবেদন করুন৷

৪০০০ শিক্ষকের নিয়োগ বাতিল করল রাজ্য সরকার

Image
লখনউ: রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আচমকা জারি করা হল একটি নির্দেশিকা। আর যার কারণে এক ধাক্কায় বাতিল হয় গেল শিক্ষক পদে চার হাজার প্রার্থীর আবেদন। যারা উর্দু শিক্ষকের জন্য আবেদন করেছিলেন। ঘটনাটি গেরুয়া রাজ্য উত্তর প্রদেশের। চলতি সপ্তাহে এমনই একটি পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথ পরিচালিত উত্তর প্রদেশ সরকার। প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা করেছে রাজ্যের বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিগত সরকারের আমলে। যে সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব। সপা জামানার শেষের দিকে উত্তর প্রদেশ বেসিক এডুকেশন বোর্ড বাঁ উত্তর প্রদেশ বেসিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে বিপুল সংখ্যায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। মোট ১৬ হাজার ৪৬০ জন শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করেছিল অখিলেশ যাদব পরিচালিত উত্তর প্রদেশ সরকার। যার মধ্যে প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ চার হাজার ছিল উর্দু শিক্ষক। কেবলমাত্র এই উর্দু শিক্ষকদের নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। নিয়া নির্দেশিকায় এদিন বাতিলের কারণও জানিয়ে দেওয়া হয়েছে। সরকার পক্ষের দাবি, রাজ্যে ইতিমধ্যেই

পুজো মুখে সুখবর, বেতন বাড়ছে ২.৫ লক্ষ সরকারি কর্মীর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে রাজ্যের আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বাড়ানোর ঘোষণা করল ত্রিপুরার বিজেপি সরকার। কর্মরত সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও পেনশনে সেই সুবিধা পেতে চলেছেন বলে জানানো হয়েছে। ভোটের আগে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে তা পূরণ করল সরকার। বিপ্লব দেবের সাংবাদিক সম্মেলন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক সম্মেলন করে জানান, ১ অক্টোবর থেকে বর্ধিত বেতনের নিয়ম চালু হয়েছে। কেন্দ্রীয় সপ্তাম পে কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট জানান তিনি। গৃহীত সুপারিশ বিপ্লব দেব জানান, আগরতলায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সুপারিশ গৃহীত হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি পূরণ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রাক্তন রাজ্য সচিব পিপি ভার্মা রিপোর্ট জমা দেন। কোন ফর্মুলায় বাড়বে বেতন তার দিক নির্দেশ করা হয়। সেটাই বিপ্লব দেবের সরকার মেনে নিয়েছে।

পুজোর মুখে ১২ লক্ষ রেলকর্মীর মুখে হাসি ফোটাল মোদী সরকার

Image
নবরাত্রি ও দুর্গাপুজোর মুখে রেলের ১২.২৬ লক্ষ কর্মীদের মুখে হাসি ফোটাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ৭৬ দিনের মজুরি বোনাস হিসাবে পেতে চলেছেন কর্মীরা। প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসাবে রেল বোর্ড প্রস্তাব দিয়েছে। সেটায় সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সবমিলিয়ে বোনাস পাবেন ১২.২৬ লক্ষ কর্মী। ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেন - এর সাধারণ সম্পাদক এম রাঘবাইয়াহ জানিয়েছেন, ৮০ দিনের বোনাস চাওয়া হয়েছিল। শেষ অবধি ৭৬ দিনের বোনাস দিতে কেন্দ্র রাজি হয়েছে। প্রতিবারের মতো রেল এবারও কর্মীদের বোনাস দিচ্ছে। এতে খরচ পড়বে ২ হাজার কোটি টাকা। প্রতিটি কর্মীই অন্ততপক্ষে ১৮ হাজার টাকা বোনাস পাবেন। যা উৎসবের মরশুমে অবশ্যই কর্মীদের মুখে হাসি ফোটাবে বলে কর্মীদের সংগঠন মনে করছে।

নৃশংসতার নজির! যুবকের দু-হাতের ১০ আঙুল কেটে নিল মোড়লরা

Image
ডাইন অপবাদে কেটে নেওয়া হল আদিবাসী যুবকের দুহাতের ১০টি আঙুল। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুইয়ে। অভিযোগ, সালিশি সভা বসিয়ে হাতের আঙুল কাটার নিদান দেন গ্রামের মোড়লরা। ডাইন অপবাদে মধ্যযুগীয় বর্বরতা এই প্রথম নয়। এর আগেও নৃশংসতার বীভত্সতায় শিউরে উঠেছে মানুষ। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কিন্তু বাস্তব পরিস্থিতি যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। অবস্থার যে কোনও পরিবর্তন হয়নি তার প্রমাণ বীরভূমের পাড়ুইয়ের এই ঘটনা। সমাজের অলিতে-গলিতে কুসংস্কার কতখানি আক্রান্ত যুবকের নাম ফন্দি সর্দার। পাড়ুইয়ের কসবা অঞ্চলের রাধাকেষ্টপুর গ্রামের বাসিন্দা ফন্দি সর্দার। অভিযোগ, তাঁর উপর কালা জাদু ভর করেছে বলে কয়েকদিন ধরেই দাবি করতে শুরু করেছিলেন স্থানীয়রা। এরপরই গ্রামে সালিশি সভা বসানো হয়। সেই সালিশি সভার বিচারে প্রথমে স্থির হয়, বলি দেওয়া হবে ফন্দি সর্দারকে। তারপর ঠিক হয়, বলি নয়। তাঁর দুহাতের ১০টি আঙুল কেটে নেওয়া হবে। এরপরই ফন্দি সর্দারের দুহাতের ১০টি আঙুল কেটে নেয় মোড়লরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রয়েছেন ফন্দি সর্দার। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁড়ুই থানার পুলিস। এই ঘটন

মাদারিহাট থেকে উদ্ধার DRDO-র কিট, গ্রেপ্তার

Image
মাদারিহাট : পাচারের আগে মাদারিহাট থেকে DRDO-র কিট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সেনাবাহিনীর বিন্নাগুড়ি গোয়েন্দা শাখা ও SSB-র যৌথ বাহিনী। ধৃতের নাম রফিকুল ইসলাম। বাড়ি মাদারিহাটেই। তাকে মাদারিহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী। আজ ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। মাদারিহাট থেকে ভুটান সীমান্ত দিয়ে পাচার করা হবে DRDO-র একটি কিট। গোপন সূত্রে এই খবর পেয়ে মাদারিহাট এলাকার একটি বাড়িতে হানা দেয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ও SSB-র জওয়ানরা। সেখান থেকে মেলে DRDO লেখা একটি কিট। তাতে DRDO-র ব্যাচ নম্বর, সিরিয়াল নম্বর ও কিট নম্বর লেখা ছিল। উদ্ধার করা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্টও।  গোয়েন্দাদের অনুমান, কিটটি চুরি করে এনে পাচারের উদ্দেশ্যে তার কাছে রাখে রফিকুল। লক্ষ্য ছিল, সীমান্ত দিয়ে সেটি ভুটানে পাচার করে চড়া দামে সে দেশে বিক্রি করা। তবে, যেভাবে শহরের বুকে কিটটি রাখা হয়েছিল তাতে মনে করা হচ্ছে, ঘটনার পিছনে বড় কোনও সংগঠনের যোগ রয়েছে। DRDO-র ভিতরের কেউ জড়িত থাকতে পারেও বলে সন্দেহ গোয়েন্দাদের। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার(জঁয়গা) গণেশ বিশ্বাস বলেন, "জেরায় রফিকুল দাবি করে, ওটা ম

সবথেকে বেশি দূষণ ছড়াচ্ছে কোক-পেপসি-নেসলে

Image
ম্যানিলা: আপনি কি জানেন? নামি ব্যান্ডের দামী প্যাকেজিংই আপনার পরিবেশকে দূষিত করছে বেশী।২০১৬ সালে "Break Free from Plastic" বিশ্বের বিভিন্ন সমুদ্র উপকূল থেকে প্লাস্টিক জাতীয় দ্রব্য উদ্ধারের উদ্যোগ নেয়। এখনও পর্যন্ত তারা পৃথিবীর ৪২টি দেশের উপকূল প্লাস্টিকমুক্ত করেছে। কিন্তু কোন ধরণের প্লাস্টিক জাতীয় দ্রব্য সবচেয়ে বেশী উঠে এসেছে জানেন? আপনার প্রাণপ্রিয় খাদ্য-পানীয় প্রোডাক্ট কোকা-কোলা,পেপসি,নেসলে'র মোড়ক। এইসব নামী ব্যান্ডের পাশাপাশি রয়েছে ডানোন, মণ্ডেলেজ, প্রোক্টের এন্ড গ্যাম্বেল, ইউনিলিভারের মতো কোম্পানির নামও। "Break Free from Plastic" ১৮৭,০০০ টিরও বেশি প্লাস্টিকের টুকরো উদ্ধার করেছে। যার মধ্যে ৬৫% প্লাস্টিক কোকাকোলা,পেপসি এবং নেসলের। সংগঠনের বিশ্ব সমন্বয়কারী ভন হারনান্দেজ জানিয়েছেন,বিশ্বের এই দূষণের জন্য কোম্পানিগুলির অবদান তারা নিজেরাও অস্বীকার করতে পারবেন না। সূত্রের খবর, সেপ্টেম্বরের ৯ থেকে ১৫ তারিখের মধ্যে ১০হাজার ভলেন্টিয়ার ২৩৯ টি উদ্যোগ নিয়েছেন প্লাস্টিকমুক্ত করার। এছাড়া পরিবেশ রক্ষার্থে ৪২টি দেশের সমুদ্র উপকূল প্লাস্টিকমুক্ত করা হয়েছে। ভন হারনান্দেজ জানিয়ে

পাক মদতে হাসিনাকে খুনের চেষ্টায় খালেদা পুত্রের যাবজ্জীবন

Image
ঢাকা: চোদ্দ বছর পর সেই ভয়াবহ হামলার রায় বের হল৷ পরপর গ্রেনেড ছুঁড়ে, গুলি চালিয়ে বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টা হয়েছিল৷ সেই মামলায় যাবজ্জীবনের সাজা হয়েছে পাকিস্তানের মদতে হামলার নীল ছক করা তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের৷ ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয়৷ জখম হন অন্তত ৩০০ জন৷ খালেদা পুত্র তারেক আছে লন্ডনে৷ বুধবার ফেসবুকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে পুরো মামলার প্রক্রিয়াকে প্রহসন বলেছেন তিনি৷ রায় দান ঘিরে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা শহরের সর্বত্র জারি হয়েছে নিরাপত্তার বলয়৷ দেশের অন্যত্র জারি হয়েছে সতর্কতা৷ রাযে ১৯জনের মৃত্যুদণ্ড, ১৯জনের যাবজ্জীবন ও বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আলফাকে মদতকারী বাবরের ফাঁসি: রায়ে তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুৎজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে৷ তবে বাবর জেলে বন্দি৷ তার বিরুদ্ধে ভারত বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ হয়েছে৷ ২০০৪ সালেই বিএনপির আমলে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থ

যৌন মিলনের চাপ, না শোনায় সাঁড়াশি দিয়ে কিশোরের যৌনাঙ্গ পোড়ালেন মহিলা

Image
বছর কুড়ির বিবাহিত মহিলা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বছর তেরোর কিশোরকে ডেকে নিয়ে গিয়েছিলেন যৌন মিলনের প্রত্যাশায়। কিন্তু কিশোর রাজি না হওয়ায় জুটল ভয়ঙ্কর 'শাস্তি'। গরম সাঁড়াশি দিয়ে ওই কিশোরের যৌনাঙ্গ পুড়িয়ে দিল ওই মহিলা। এই অভিযোগ ঘিরে তোলপাড় গ্রেটার নয়ডার চাপরৌলা গ্রাম। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত মহিলা। কিশোরের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ। ওই মহিলার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, গত ৫ অক্টোবর শুক্রবার দুপুরে বিবাহিত ওই মহিলা প্রতিবেশী এক কিশোরকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। সেই সময় বাড়িতে মহিলার স্বামী বা অন্য কেউ ছিলেন না। অভিযোগ, ওই কিশোরকে ঘরে আটকে যৌন মিলনের জন্য জোর-জবরদস্তি করেন। কিন্তু কিশোর রাজি না হওয়ায় তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখেন। বারংবার একই চেষ্টা করতে থাকেন। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত কিশোরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ, উত্তপ্ত একটি সাঁড়াশি দিয়ে কিশোরের যৌনাঙ্গ পুড়িয়ে দেন ওই মহিলা। এই ঘটনার পরই মহিলা পালিয়ে যান। দীর্ঘক্ষণ পর কিশোরের বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতা

কর্মীদের বোনাসের সুখবর

Image
নয়া দিল্লি: পুজোর আগে সুখবর একদল কর্মীদের কারণ বোনাস ঘোষণা হল৷ এবার ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে পেতে পারেন রেলকর্মীরা। গত ছ'বছর ধরে এই হারেই বোনাস পাচ্ছেন রেলকর্মীরা। রেলের কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনার পর কর্মীদের ৭৮ দিনের প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছে রেলওয়ে বোর্ড। এবার এই প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা দিতে পারে বলেই আশা করছেন রেল মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক । কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যেই বোনাসের বিষয়টি ঘোষণা করতে পারে কেন্দ্র। প্রতি বছরই দশেরা-র আগে রেলের প্রায় ১২.২৬ লক্ষ কর্মীকে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হয়ে থাকে। তবে, এর আওতায় পড়ে না রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশ্যাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা। তবে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন ৮০ দিনের বেতন বোনাস দাবি করলেও শেষে ৭৮ দিনের বেতন বোনাস নিতে রাজি হয়।

শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্পের দাবিতে আন্দোলন

Image
সিউড়ি: শিল্পের জমিতে শিল্প করতে হবে৷ এই দাবিতে মঙ্গলবার বীরভূমের সিউড়িতে জেলাশাসকের কাছে হাজির হলেন কৃষকরা। দশ দফা দাবি পেশ করলেও এটিকে তারা স্মারকলিপি বলে মানতে নারাজ শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের সদস্যরা। তবে প্রশাসনের কাছে তারা সুবিচারের দাবি করলেন। অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত অধিকারী তাদের দাবি পত্র গ্রহণ করে চাষিদের সঙ্গে আলোচনা করেন। প্রশান্তবাবু জানান, আমি কৃষকদের দাবি জেলাশাসকের মাধ্যমে রাজ্য শিল্প নিগমের দফতরে পাঠিয়ে দেব। ২০০১ সালে ততকালীন বামফ্রন্ট সরকার বোলপুরের শিবপুর মৌজায় ২৯৭ একর জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণের শর্ত হিসাবে কৃষকদের বলা হয়েছিল, ওই জমিতে শিল্প হবে। প্রতি পরিবারে একজন চাকরি পাবে। এলাকার উন্নয়ন হবে। এরপর একযুগ পেরিয়ে গেলেও শিল্পের কোনও উদ্যোগ নেয়নি বামফ্রন্ট সরকার। সে সময় কৃষকদের পাশে নিয়ে শিল্পের দাবিতে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প না হলে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নামে তৃণমূল। শিল্পের জমিতে বেড়া ভেঙ্গে চাষ করে জমি হারা কৃষকরা। কিন্তু বর্তমান রাজ্য সরকারের সাত বছর পেরিয়ে গেলেও সেখানে শিল্পের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। উলটে সেখানে

সাড়ে ৩ লক্ষ কোটি ছাড় দিয়ে কাদের পাহারাদার হলেন মোদী! নির্বাচনী জনসভায় প্রশ্ন রাহুলের

Image
রাজস্থানের ঢোলপুরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ধনীদের জন্য সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হলেও, কৃষকদের জন্য এধরনের কোনও ব্যবস্থাই করেননি। মোদী অনিল আম্বানিদের চৌকিদার কিনা প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। রাজস্থানের ঢোলপুরে দলীয় সভা। সেখানেই প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফের জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে অবিহিত করলেন তিনি। জিএসটি এবং নোট বাতিল ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন রাহুল। ঢোলপুরের সভায় রাহুল বলেন, ২০১৪-র নির্বাচনের আগে মোদী নিজে চৌকিদার হতে চেয়েছিলেন। কিন্তু কাদের তিনি পাহারা দিতে চান, তা তিনি বলেননি। রাহুল গান্ধীর অভিযোগ, মোদীর কার্যকলাপ দেশের ১৫ থেকে ২০ শিল্পপতিকে সাহায্য করেছে। রাহুল গান্ধীর দাবি অনুযায়ী, দ্বিতীয় ইউপিএ সরকার দেশের কৃষকদের প্রায় ৭০ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শিল্পপতিদের সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন। প্রধানমন্ত্রী নীরব মোদী, মেহুর চোকসি, ললিত মোদী এবং অনিল আম্বানিদের সাহায্য

রায়বরেলিতে বেলাইন মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস, মৃত অন্তত ৭

Image
দুর্ঘটনার পর। উত্তরপ্রদেশের রায়বরেলিতে বেলাইন হল মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস। প্রাণ হারালেন অন্ততপক্ষে সাত জন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪৫ জন। বুধবার ভোর ৬টা নাগাদ রায়বরেলীর কাছে দিল্লিগামী ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, মোট ন'টি বগি লাইনচ্যুত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যে কামরাগুলি উল্টে পড়েছে, সেখানে বেশ কয়েকজন যাত্রীর আটকে পড়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। আহত ও নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, রায়বরেলীর হরচন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি-সহ রেলের পদস্থ কর্তারা। দুর্ঘটনার কারণে মাঝ পথে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রে

কৃষক–গরীবের টাকা নিয়ে অনিল আম্বানির পকেটে ভরেছেন প্রধানমন্ত্রী:‌ রাহুল গান্ধী

Image
সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তাই সেখানে দু'‌দিনের সফরে প্রচারে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর রাজস্থানের সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি। এই সরকার গরীব বিরোধী এবং কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে এনডিএ সরকার বলে অভিযোগ করেছেন রাহুল। এমনিতেই রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার নিয়ে নানা অভিযোগ রয়েছে। দলের অভ্যন্তরেই গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। তার মধ্যেই রাহুল গান্ধীর তীব্র সমালোচনা জনমানসে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিন তিনি সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধী বলেন, '‌মোদিজি গরীব ও কৃষকদের কাছ থেকে ৪৫ হাজার কোটি টাকা তুলে অনিল আম্বানির পকেটে দিয়েছেন। আমি তাঁকে সংসদে জিজ্ঞাসা করেছিলাম, কেন তিনি তাঁকে চুক্তিবদ্ধ করলেন?‌ আমি তাঁর চোখে দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন। গোটা জাতি দেখেছে তিনি ভারতীয় যুবকের চোখের দিকে তাকাতে পারছেন না।'‌ ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধেছেন কংগ্রেস সভাপতি। ইতিমধ্যেই রাফাল নিয়ে যৌথ সং

টাকার জন্যই হেনস্তার অভিযোগে সরব মহিলারা

Image
সমগ্র দেশে বিতর্কের ঝড় তুলেছে #MeToo অভিযান৷ যৌন হেনস্তার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একের পর এক মহিলা৷ যাতে বিদ্ধ হচ্ছেন সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরা৷ তালিকায় রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সিনেমা জগতের সেলেবরাও৷ হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন ধরে সরব হচ্ছিলেন যে মহিলারা, এবার গেরুয়া শিবিরের আক্রমণের মুখে পড়তে হল তাঁদেরকেই৷ অভিযোগে সরব হওয়া মহিলাদের সমালোচনা করলেন বিজেপি সাংসদ উদিত রাজ৷ বললেন, মহিলাদের অনেকেই টাকার জন্যই এমন অভিযোগ করছেন৷ আদতে এমন কিছুই ঘটেনি৷ শাসকদলের এই সাংসদ বললেন, "দুই থেকে চার লক্ষ টাকার জন্যই এই মহিলারা এমন অভিযোগ আনছেন৷ টাকার জন্যই তাঁরা একের পর এক পুরুষের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন৷" পাশাপাশি, দেশে বিতর্কের কেন্দ্রে থাকা #MeToo অভিযানেরও প্রবল সমালোচনা করেন উদিত রাজ৷ বলেন, "মহিলা মানেই কি ঠিক? এই অভিযানকে কি ভুল পথে ব্যবহার করা হচ্ছে না? পুরুষদের স্বভাবের সঙ্গে আমি পরিচিত৷ তবে এই মিথ্যা অভিযান অনেক পুরুষেরই জীবনকে ধ্বংস করে দিচ্ছে৷" এখানেই শেষ নয়, অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব অভিনেত্রী তনুশ

স্বঘোষিত গডম্যানের লালসার শিকার ১৯-এর তরুণী

Image
শ্রীনগর: আবার ধর্ষণে অভিযুক্ত এক স্বঘোষিত গডম্যান। ১৯ বছর বয়সী এক তরুণীর অভিযোগ জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় গত এক বছর ধরে ওই সাধু তাকে ধর্ষণ করেছেন। পুলিশ সূত্রে খবর, ওই সন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৬৫ বছর বয়সী ওই সন্ত মথুরার বাসিন্দা। ঘটনা জানাজানি হতেই চম্পট দেয় অভিযুক্ত । পুলিশ তার খোঁজ চালাচ্ছে। গত ৬ই অক্টোবর রেয়াসি জেলার বাসিন্দা এক তরুণী পেটে ব্যাথা নিয়ে স্থানীয় হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে গর্ভাবস্থা জনিত সমস্যার কথা জানিয়ে চিকিৎসার জন্য জম্মুর হাসপাতালে পাঠান। জম্মুর হাসপাতালে অস্ত্রোপচারের পর তরুণী একটি সন্তানের জন্ম দেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরই ওই মহিলা অভিযোগ জানান,গত এক বছরে বহুবার ওই সাধুর লালসার শিকার হন তিনি। অভিযুক্ত সাধু ওই তরুণীর গ্রামের মন্দিরে পৌরহিত্য করতেন এমনটাই জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রাম ছেড়ে পালিয়ে যান ওই সাধু। পুলিশ তাকে খোঁজার জন্য কয়েকটি দল গঠন করেছে।

এবার যৌন হেনস্থায় অভিযুক্ত গায়ক অভিজিত

Image
মুম্বই: যৌন হেনস্থার দায়ে আবার অভিযুক্ত গায়ক অভিজিত। ২০ বছর আগে কলকাতার একটি পানশালায় এক বিমানসেবিকাকে যৌন হেনস্থা করেন অভিজিৎ,এমনটাই অভিযোগ। বিমানসেবিকার অভিযোগ,ঘনিষ্ঠ হতে বলে কানে মৃদু কামড় দিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেন অভিজিত। মঙ্গলবার ওই বিমানসেবিকা এই অভিযোগ করেন। এর আগেও অভিজিত ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছিল। অভিযোগকারিনীর দাবি উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন,'আমি সেসময় জন্মাইনি'। এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিত ভট্টাচার্য জানান,'আমাকে একজন ফোনে এবিষয়ে জানিয়েছেন। আমি সেই সময় জন্মাইনি। আমি জীবনে কোনোদিন পানশালায় যাইনি। আপনি কখনও আমাকে পেজ ৩-র খবরে দেখতে পাবেন না। সিনে পার্টিতেও দেখতে পাবেন না। আমার নাম বিক্রি হয়। যদি কেউ এর দ্বারা উপকৃত হন,ভালো। কেউ আমার নাম নিয়ে রুজিরুটি করছেন। তা ভালো'। ওই মহিলার কথা উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন, কুৎসিত-মোটা মেয়েদের প্রতি তিনি লক্ষ্য দিতে চান না। যারা এখন মানুষকে দোষারোপ করতে এগিয়ে আসছেন। 'আমি জানি না আমি কার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি কেন সেই ব্যক্তিটির প্রতি নজর দেব? যারা এখন এগিয়ে আসছেন তাদের বেশ

সাতসকালে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ

Image
পোর্ট ব্লেয়ার: মাঝারি কম্পনে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। জানা গিয়েছে কম্পনের মাত্রা ৪.৩। তবে এখনও পর্যন্ত ক্ষয় ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাঝে মাঝেই কম্পনে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কম্পনের মাত্রা কম থাকায় এখনই সুনামির আশঙ্কা নেই। আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ভারতের একটি নিজস্ব সুনামি সতর্কতা কেন্দ্র রয়েছে। ভূমিকম্পের সম্ভাবনা দেখা গেলেই তারা আশে পাশের অঞ্চলগুলিকে সতর্ক করে।

ব্রহ্মোসের গোপন তথ্য ফাঁসের অভিযোগে ধৃত নিশান্ত অগ্রবালের খোঁজ কীভাবে পেলেন গোয়েন্দারা?

Image
নাগপুর ও লখনউ: মধুচক্রের ফাঁদে পা দিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সম্পর্কিত গোপন তথ্য পাচারের অভিযোগে সোমবার ধৃত ব্রহ্মোস অ্যারোস্পেসের বিজ্ঞানী নিশান্ত অগ্রবালের ওপর দীর্ঘদিন ধরেই নজর রেখেছিল দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। খবরে প্রকাশ, গতমাসে একই অভিযোগে গ্রেফতার করা হয় সেনাবাহিনীর এক জওয়ানকে। ওই জওয়ানের বিরুদ্ধেও মধুচক্রের ফাঁদে পা দিয়ে আইএসআই-কে গোপন তথ্য পাচার করার অভিযোগ ওঠে। এরপরই, পাকিস্তান থেকে অপারেট করা বিভিন্ন মহিলাদের ফেসবুক অ্যাকাউন্টের ওপর নজর রাখছিল উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। বিশেষ করে সেই সব অ্যাকাউন্টের ওপর নজর রাখা হচ্ছিল, যেখান থেকে এদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গায় কাজ করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ওই মহিলাদের। সেখান থেকেই নিশান্তের খোঁজ পান গোয়েন্দারা। তাঁর ওপর নজরদারি চালাতে শুরু করেন গোয়েন্দারা। সেখানেই দুটি এমন ফেসবুক অ্যাকাউন্টের খোঁজ মেলে, যেগুলির সঙ্গে নিশান্ত প্রতিনিয়ত চ্যাট করতেন। সেই সংক্রান্ত প্রমাণও রয়েছে বলে দাবি গোয়েন্দাদের। এখন গোয়েন্দারা সেই অ্যাকাউন্টগুলি খতিয়ে দ

তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ, নানা পাটেকর, আরও তিনজনকে নোটিস মহারাষ্ট্র মহিলা কমিশনের!

Image
মুম্বই: তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, প্রযোজক সামি সিদ্দিকি, কোরিওগ্রাফার গণেশ আচারিয়া ও ডিরেক্টর রাকেশ সারংকে নোটিস মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের। তনুশ্রী যাঁদের নাম করেছেন, তাঁদের নোটিস পাঠিয়ে দশদিনে বক্তব্য জানাতে বলা হয়েছে, জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন বিদ্যা রাহাতকর। পাশাপাশি কমিশন মুম্বই পুলিশের কাছেও লিখিত ভাবে বলেছে, তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা জানাতে হবে। মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে আপডেট চেয়েছে তারা। ২০০৮ সালে একটি ছবির সেটে নানা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে দাবি করে কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তনুশ্রী। নানা অবশ্য যৌন হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এক ভিডিও বার্তায় তনুশ্রীর তোলা যৌন হেনস্থার অভিযোগ কমিশন ধর্তব্যের মধ্যে এনেছে বলে জানিয়েছেন রাহাতকর। বলেছেন, পাটেকর ও অন্য তিনজনের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তনুশ্রী দত্তকেও কমিশনে হাজিরা দিয়ে এ ব্যাপারে আরও তথ্য শেয়ার করতে বলা হয়েছে।  গত শনিবার ওশিওয়ারা থানায় তনুশ্রী অভিযোগ পেশ করেন। কমিশন পাশাপাশি ছবির প্রোডিউসারদের, মিডিয়া সংস্থা, সিনে আর্টিস্ট অ্যাসোসিয়

নেটফ্লিক্স ‘ভাইরাসে’ আক্রান্ত রোগীর চিকিৎসা শুরু ভারতে

Image
কোম্পানির নিজস্ব তথ্য অনুযায়ী একজন ব্যবহারকারী প্রতিদিন প্রায় ৫০ মিনিট সময় ব্যায় করে থাকেন। অবসাদ বা অবসর সময় কাটাতে দীর্ঘসময় কাটাচ্ছেন নেটফ্লিক্সে? তাহলে আপনিও আসক্ত হয়ে পড়েছেন মারাত্মক ব্যাধিতে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, নেটফ্লিক্সের মারণফাঁদে পা দিয়েছেন বহু নেটিজেনরা। ওয়েব সিরিজ বহুক্ষণ আটকে রাখছে তাঁদের। এবার এমন একজন ভারতীয় নেটিজেন পাওয়া গেছে যিনি গড়পড়তা সাত ঘণ্টা সময় কাটাচ্ছিলেন নেটফ্লিক্সে, এই ধরণের প্ল্যাটফর্মের স্ট্রিমিং শোতে এতটাই আসক্ত হয়ে পড়েন তিনি। গত সপ্তাহে বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস-এ চালু হয়েছে সার্ভিস ফর হেলথ ইউজ টেকনোলজি (SHUT)। যার আওতায় নেটফ্লিক্সে আসক্ত রোগীদের চিকিৎসা করা হবে। গত সপ্তাহেই ২৬ বছর বয়সী ওই ব্যক্তির চিকিৎসা করা হয়। রোগী নিজেই অকপটে স্বীকার করেছেন, ছ'মাস ধরে দীর্ঘ সময় নেটফ্লিক্সে ব্যয় করতেন তিনি। যার ফলে রুটিন মাফিক জীবন থেকে সরে গিয়েছিলেন ওই ব্যক্তি। ক্লান্তি, চোখের অতিরিক্ত স্ট্রেন, এবং অনিয়মিত ঘুমের কারণে একাধিক অসুস্থতা দেখা দিয়েছিল। সে কারণে তাঁর পুনর্বাসন প্রয়োজন হয়ে পড়ে। SHUT ক্লিনিকে

‘ধর ধর..., শাড়ি ছিঁড়ে দে!’

Image
রাস্তা দিয়ে দ্রুত পায়ে হেঁটে শিক্ষিকারা কার্যত বাঁচতে চাইছেন। পিছনে তাঁদের দিকে তেড়ে আসছেন একদল মহিলা ও পুরুষ। শিক্ষিকাদের দিকে একনাগাড়ে ধেয়ে আসছে অশ্রাব্য গালিগালাজ। ওই দল থেকে এক যুবক চিৎকার করে বললেন, ''কাউকে ছাড়ব না। ধর ওদের। টান, টান, শাড়ি ধরে টান।'' তার পরেই এক মহিলা পিছন থেকে ঝাঁপিয়ে পড়লেন এক শিক্ষিকার উপরে। তাঁর ব্লাউজের একাংশ গেল ছিঁড়ে। পাশের এক মহিলা বলতে থাকেন, ''শাড়ি ছিঁড়ে দে ...দের।'' রাস্তার মধ্যে কেউ ওই শিক্ষিকার কাপড় ধরে টান মারেন। কেউ বা হাত ধরে টেনে মাটিতে ফেলার চেষ্টা করতে থাকেন। সেই সঙ্গে চলতে থাকে এলোপাথাড়ি চড়থাপ্পড়। পরে দু'জন ছাত্রী এসে কোনও ভাবে ওই শিক্ষিকা শ্যামলী চৌধুরীকে স্কুলের ভিতরে নিয়ে যায়। আতঙ্কে কাঁদতে থাকেন তিনি। মঙ্গলবার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলের সামনে অভূতপূর্ব এই দৃশ্য দেখে হতবাক এলাকার বাসিন্দারাও। ওই স্কুলে প্রাক্-প্রাথমিকের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ দিন অভিভাবকদের একাংশের দাদাগিরির সাক্ষী থাকল এ শহর। স্কুল থেকে কয়েক হাত দূরে শ্যামলী

ভিড় মেট্রোয় যুবতীকে ঘিরে ধরে হেনস্থা-কটূক্তি, টালিগঞ্জে ধৃত ১০ যুবক

Image
কয়েক মাস আগেই মেট্রোযাত্রা দুঃস্বপ্নের হয়ে উঠেছিল এক যুগলের। একই রকম ভাবে সেই রকমই দুঃস্বপ্নের শিকার হলেন এক যুবতী। বিকেলের ভিড় মেট্রো। কোনও মতে এসপ্লানেড থেকে মেট্রোতে উঠে একটু দাঁড়ানোর জায়গা খুঁজছিলেন বছর চব্বিশের এক যুবতী। তাঁর চারদিকে বেশ কয়েক জন যুবক। ভিড়ের মধ্যেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে থাকতেই বেশ বুঝতে পারছিলেন তাঁর চার পাশের যুবকদের নজর তাঁর দিকেই। নড়াচড়ার জায়গা নেই। তাই কার্যত অস্বস্তিকর দৃষ্টি উপেক্ষা করেই দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী।   কিন্তু এবার আর দৃষ্টি নয়। এবার ধীরে ধীরে ঘিরে থাকা যুবকরা আরও একটু এগিয়ে আসতে থাকে। গায়ের কাছে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর তাদের হাত এগিয়ে আসতে থাকে। যুবতী ক্রমাগত কোণঠাসা হয়ে কুঁকড়ে যেতে থাকেন, ওই যুবকদের ঘেরাটোপে। তাদের কথা থেকে বোঝা যাচ্ছিল এরা প্রত্যেকেই একসঙ্গে এবং পরিচিত। খালি শরীরের বিভিন্ন অংশে স্পর্শ নয়। কানে ঢুকছে তাঁকে উদ্দেশ্য করে যুবকদের করা ঘিনঘিনে মন্তব্য। ক্রমাগত তাঁর চারদিকে তৈরি হওয়া যুবকদের বৃত্তটা ছোট হতে থাকে। অথচ অভিযোগ, আশে পাশে থাকা যাত্রীরা সব দেখে শুনে বুঝেও কার্যত চোখ বন্ধ করে ছিলেন। কেউ প্রতিবাদ করেননি ওই

স্কুলে শিশুনিগ্রহ, ভাঙচুর-বিক্ষোভে রণক্ষেত্র ঢাকুরিয়া

Image
পাঁচ বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগকে ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুল চত্বর। এ দিন সকাল সাড়ে ন'টা থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান উত্তেজিত অভিভাবকেরা। স্কুলে ভাঙচুর হয়। মার খান শিক্ষিকারা। এমনকি ঢাকুরিয়া স্টেশনেও তাঁদের উপরে চড়াও হয় এক দল বিক্ষোভকারী। আক্রান্ত হয় পুলিশও। তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। আহত হন ৮ পুলিশকর্মী। পুলিশের পাল্টা লাঠির আঘাতে মাথা ফাটে এক অভিভাবকের। পরে চার অভিভাবককে গ্রেফতার করা হয়।  যে ঘটনা ঘিরে এত কিছু, সেটি ২৬ সেপ্টেম্বরের। ওই স্কুলের প্রাক্‌ প্রাথমিকের শিশু শ্রেণির এক ছাত্রীর পরিবারের অভিযোগ, সে দিন স্কুলের মধ্যেই তাকে যৌন নির্যাতন করেন দীপক কর্মকার নামে এক শিক্ষক। এ দিন সকালে স্কুলের সামনে দাঁড়িয়ে ওই ছাত্রীর মায়ের অভিযোগ, ''ওই দিন বিজেপির ডাকা বন্‌ধ থাকলেও স্কুল খোলা ছিল। স্কুল থেকে ফেরার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। জানায় তার গোপনাঙ্গে ব্যথা হচ্ছে।" ছাত্রীর বাবা বলেন, ''মেয়েকে দেখে মনে হচ্ছিল ও খুব ভয় পেয়েছে। আমরা ওকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসককে সে জানায়, স্কুলের মধ্যে ১০ নম্বর ঘরে