কর্মীদের বোনাসের সুখবর


নয়া দিল্লি: পুজোর আগে সুখবর একদল কর্মীদের কারণ বোনাস ঘোষণা হল৷ এবার ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে পেতে পারেন রেলকর্মীরা। গত ছ'বছর ধরে এই হারেই বোনাস পাচ্ছেন রেলকর্মীরা।

রেলের কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনার পর কর্মীদের ৭৮ দিনের প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছে রেলওয়ে বোর্ড। এবার এই প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা দিতে পারে বলেই আশা করছেন রেল মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যেই বোনাসের বিষয়টি ঘোষণা করতে পারে কেন্দ্র। প্রতি বছরই দশেরা-র আগে রেলের প্রায় ১২.২৬ লক্ষ কর্মীকে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হয়ে থাকে। তবে, এর আওতায় পড়ে না রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশ্যাল ফোর্সের (আরপিএসএফ) কর্মীরা।

তবে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন ৮০ দিনের বেতন বোনাস দাবি করলেও শেষে ৭৮ দিনের বেতন বোনাস নিতে রাজি হয়।