Posts

Showing posts from May 26, 2018

ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখুন গাঁটের ব্যথার সমস্যা

Image
হাঁটু বা গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছেন? চলাফেরার স্বাভাবিক ছন্দ, গতি কী কমে আশছে ধীরে ধীরে? এই সমস্যা মূলত অনিয়মিত ডায়েট, ক্যালসিয়ামের অভাব আর শরীরচর্চার ঘাটতির ফলে দিনে দিনে বাড়তে থাকে। বর্তমানে চূড়ান্ত ব্যস্ততার যুগে যে কোনও বয়সেই এই সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে। আসুন এ বার জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে গাঁটের ব্যথা উপশমের সহজ উপায়। মেথি: যে কোনও জ্বালা-যন্ত্রণা কমাতে মেথি অত্যন্ত কার্যকরী। গাঁটের ব্যথায় কষ্ট পেলে নিয়মিত সামান্য উষ্ণ জলে মেথি ভিজিয়ে খেতে পারেন। সারা রাত এক গ্লাস জলে মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই মেথি ভেজানো জল খেলেও উপকার পাওয়া যেতে পারে। ঠান্ডা-গরম সেঁক: জল গরম 'হট ওয়াটার ব্যাগ'-এ করে ব্যথার জায়গায় ১০ মিনিট ধরে সেঁক দিন। জায়গাটা গরম হয়ে উঠলে সেখানে বরফ দিয়ে ঘষে ঘষে মালিশ করুন। এই ভাবে মোটামুটি ৩০-৪০ মিনিট ঠান্ডা-গরম সেঁক দিন। নিয়মিত এই ভাবে ঠান্ডা-গরম সেঁক দিলে গাঁটের ব্যথার সমস্যা অনেকটাই কমে হয়ে যাবে। লবন জলের সেঁক: ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট সমৃদ্ধ সৈন্ধব লবন যে কোনও ব্যথা-বেদনা উপশমে খুবই কার্যকরী। ছোট এক কাপ সৈন্ধব লবন জলের মধ্যে গুলে নিয়ে

দিনে ক’বার যৌনমিলন ‘স্বাভাবিক’! সঙ্গম নিয়ে খোলামেলা আলোচনা

Image
কী হবে সুস্থ যৌনতার মাপকাঠি? দৈনিক ঠিক কতবার মিলিত হলে তাকে 'স্বাভাবিক যৌনতা' বলা যাবে? এই ধরনের প্রশ্ন নিয়ে দম্পতিদের মধ্যে কানাঘুষো চলতে থাকে হরদম। অনেকেই থেরাপিস্টের দ্বারস্থ হন নিজেদের যৌনলিপ্সা, সঙ্গমের আকুতি স্বাভাবিক কি না জানতে। চিকিৎসক, গবেষকরা কিন্তু এ বিষয়ে অভয়বাণী শোনাচ্ছেন।  বিখ্যাত ওয়েব শো 'সেক্স এস্টিম'-এর হোস্ট সেক্স থেরাপিস্ট সারি কুপার জানাচ্ছেন, দাম্পত্য যৌনতায় স্বাভাবিকতার কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। সঙ্গমের যে পজিশন, যে ফ্রিকোয়েন্সি এক দম্পতির কাছে অস্বাভাবিক, তা অন্যের ক্ষেত্রে স্বাভাবিক হতেই পারে। তবে এখানেই সমস্ত প্রশ্নচিহ্ন শেষ হয়ে যায় না। যৌবনের দামাল দিনগুলি পেরিয়ে এসে অনেকেই অস্বস্তিতে ভুগতে শুরু করেন। বয়সোচিত কারণে যৌনতার ফ্রিকোয়েন্সি নামতে শুরু করলে অনেক দম্পতি অবসাদে ভোগেন। দাম্পত্যে শীতলতার ভয় প্রভাব ফেলে পারফরম্যান্সে। বিশেষজ্ঞদের মতে, যে দম্পতি বছরে দশ বারের কম যৌন সংসর্গে লিপ্ত হন, তাঁদের সম্পর্ককে 'সেক্সলেস ম্যারেজ' বা অযৌন দাম্পত্য বলা চলে। ফ্রিকোয়েন্সি এর বেশি হলে ঘাবড়াবার কিছু নেই। এ ব্যাপারে আত্মীয়-বন্ধুদের সঙ্গে তুলনায়

কলকাতার নামী রেস্তরাঁয় ফ্রাইড রায়েসের মধ্যে আরশোলা!

Image
খেতে বসে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন ওই মহিলা। ভাগাড়ের মাংসের আতঙ্কে এখনও রাজ্যবাসীকে রেস্তোরাঁমুখী হতে সংশয়ে রেখেছে। এরই মধ্যে কলকাতার নামী রেস্তোরাঁর খাবারে মিলল আরশোলা!  শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাইপাস সংলগ্ন ওই চাইনিজ রেস্তোরাঁয়। তদন্তে নেমেছে পুলিশ। এরই মধ্যে রেস্তোরাঁর দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।  জানা যাচ্ছে, যাদবপুরের বিজয়গড়ের বাসিন্দা রজত পাল ও তাঁর স্ত্রী শতরূপা পাল ওই রেস্তোরাঁয় খেতে যান রাত ১২টা নাগাদ। সঙ্গে ছিলেন তাঁদের ৬ বন্ধুও। এর পরই খাবারের প্লেটে ফ্রায়েড রাইসের ভিতরে পাওয়া যায় আরশোলা! সঙ্গে সঙ্গে তাঁরা ম্যানেজারের নজরে আনেন বিষয়টি। অভিযোগ, রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনও গুরুত্বই দেয়নি বিষয়টিকে।  এর পরে স্থানীয় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন রজতবাবু। পুলিশ তদন্তে নেমে মধ্য রাতেই গ্রেফতার করে দুই রেস্তোরাঁ কর্মীকে। 

শিশুকে রক্ত দিতে রমজানের উপোস ভাঙলেন এই মুসলিম যুবক

Image
রক্তের অভাবে ক্রমশ নেতিয়ে পড়ছিল আট বছরের শিশু। বহু জায়গায় চেষ্টা করেও তার জন্য এ পজিটিভ গ্রুপের রক্ত জোগাড় করা যায়নি। শেষ পর্যন্ত ওই এক রত্তিকে বাঁচাতে এগিয়ে এলেন জাভেদ আলম নামে এক ব্যক্তি। রমজানের উপবাস ভেঙে শিশুকে রক্ত দিলেন তিনি। প্রমাণ করলেন ধর্মীর আচার পালনের চেয়েও সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা বেশি গুরুত্বপূর্ণ।  বিহারের গোপালগঞ্জের এই ঘটনা হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের নয়া নজির তৈরি করল। গোপালগঞ্জের বাসিন্দা ভূপেন্দ্র কুমারের আট বছরের ছেলে পুনিতের থ্যালাসেমিয়া রয়েছে। মাঝে মাঝেই রক্ত দিতে হয় তাকে। গত মঙ্গলবার ছেলেটির হিমোগ্লোবিনের মাত্রা হঠাত্‍ করে পড়ে যাওয়ায় ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন ভূপেন্দ্র। কিন্তু এ পজিটিভ গ্রুপের রক্ত পাওয়া যায় না কোথাও। বেশ কয়েকটা হাসপাতালে ঘুরেও রক্ত না পেয়ে একটি রক্তদান সমিতির সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেরকমই একটি সমিতির সদস্য আনওয়ার হোসেন ভূপেন্দ্রকে পাঠান জাভেদ আলমের কাছে।  জাভেদের রক্তের গ্রুপ এ পজিটিভ। সব শুনে তখনই হাসপাতালে ছোটেন জাভেদ। কিন্তু উপবাস চলায় তার রক্ত নিতে রাজি হন না হাসপাতাল কর্মীরা। ছেলেটিকে বাঁচাতে তখনই নিজের রোজা ভাঙেন জাভেদ। তাঁর থেক

হাসিনাকে সাম্মনিক ডিলিট কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের

Image
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মনিক ডিলিট ডিগ্রি দিল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। শনিবার 'বিদ্রোহী কবি'র জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই হাসিনার হাতে সাম্মানিক ডিলিট তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপাচার্য সাধান চক্রবর্তী।  সাম্মানিক ডিলিট ডিগ্রি পেয়ে আপ্লুত বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। তাঁকে এই বিরল সম্মান দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ডিলিট গ্রহণের পরে ভাষণে দুই বাংলার সমাজ জীবনে নজরুলের অবদানের কথা স্মরণ করেন হাসিনা। এই প্রসঙ্গেই কবির জন্মস্থান চুরুলিয়ায় তাঁর নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন হাসিনা।  কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ এই সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুরের হাতেও সাম্মানিক ডিলিট তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া সম্ভব হয়নি। 

গণপ্রহার থেকে মুসলিম যুবককে বাঁচিয়ে সকলের ‘হিরো’ এই শিখ পুলিশকর্মী

Image
দুটো ঘটনা যেন মিলিয়ে দিল উত্তরের দুই রাজ্যকে। একটি উত্তরাখণ্ডে, অপরটি উত্তরপ্রদেশে।দুই রাজ্যেই মুসলিম যুবককে গণপ্রহারের অভিযোগ উঠেছে। কাকতালীয় ভাবে কারণ অনেকটা একই রকম। এক যুবককে ঘিরে রয়েছে এক দল মানুষ। হঠাত্ই যুবকের উপর আছড়ে পড়ল পুরো ভিড়টা। দমাদ্দম কিল, চড়, ঘুসি উড়ে এল ভিড়ের মধ্যে থেকে। যুবকটি নিজেকে প্রাণপণে বাঁচানোর যত চেষ্টা করছে, ততই মারমুখী হয়ে উঠে ভিড়ের মধ্যে থাকা মানুষগুলো। মারমুখী জনতার রোষ থেকে ছেলেটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে দেখা যায় এক শিখ পুলিশকর্মীকে। পুলিশ তো কী হয়েছে, উন্মত্ত মানুষগুলোর মার গিয়ে পড়ে তাঁর উপরও। কিন্তু হাল ছাড়েননি ওই পুলিশ কর্মী। নিজে 'ঢালের' মতো দাঁড়িয়ে জনতার মার থেকে বাঁচিয়েছে ওই যুবককে। গগনদীপ সিংহ নামে সেই পুলিশকর্মীই এখন সকলের 'হিরো'। দেখুন সেই ভাইরাল ভিডিয়ো ঘটনাস্থল উত্তরাখণ্ডের রামনগর। গত মঙ্গলবার সেখানেই এক মন্দিরের কাছে এক মুসলিম যুবককে গণপ্রহারের অভিযোগ উঠেছে। যুবকটি হিন্দু এক বান্ধবীর সঙ্গে সেখানে গিয়েছিলেন। হঠাত্ই এক দল লোক তাঁদের ঘিরে ধরে। তার পরই শুরু হয় বেদম মার।তখনই গগনদীপ সিংহ নামে ওই পুলিশ অফিসার এসে যুবকটিকে

মঙ্গলবারেই বেতন হয়ে যাবে সমস্ত সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

Image
নয়াদিল্লিঃ আগামী ৩০ এবং ৩১ মে ৪৮ ঘন্টার ধর্মঘট ডেকেছে ব্যাংক ইউনিয়নগুলি। একে একেবারে মাসে শেষ অন্যদিকে বেশির ভাগ জায়গা অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি অফিসে বেতন হয় সেই সময়। লাগাতার ব্যাংক ধর্মঘটের ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও সরকারের তরফে এই ধর্মঘট থেকে ইউনিয়নগুলিকে সরে আসার জন্যে বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু তা শুনতে নারাজ ব্যাংক কর্মী ইউনিয়নগুলি। ফলে সমস্যা আরও বাড়বে বলে ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে লাগাতার ব্যাংক ধর্মঘটে যাতে কোনও সমস্যা না হয় সরকারি কর্মীদের। এজন্যে এই মাসে বেতন আগেভাগে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুসারে ২৯ মে মঙ্গলবার অর্থাৎ ধর্মঘটের আগের দিন হয়ে যাবে বলে জানানো হয়েছে। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের তরফে এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্বশাসিত সংস্থা সিসিওদের নির্ধারিত ব্যাংকের সঙ্গে সংযোগ রক্ষা করে বেতন সম্পর্কিত বিষয়গুলি মেটানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারী কর্মীরা যাতে ২৯ মে-র মধ্যে বেতন পেতে পারেন, সেজন্য ব্যাংকের কাছে যাবতীয় নথি

মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! কমল সুদের হার

Image
নয়াদিল্লি;   ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! সুদের হার কমল প্রভিডেন্ট ফান্ডে। শ্রমমন্ত্রকের সিলমোহরের অপেক্ষায় ছিল এই সিদ্ধান্ত। কিন্তু তা অনুমোদন পাওয়ার পরেই মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য কার্যকর হবে এই নতুন সুদের হার। প্রসঙ্গত, কর্নাটক নির্বাচনের জন্যে দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্ত আটকে ছিল। কিন্তু তা মিটতেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে মান্যতা দিল শ্রমমন্ত্রক। ২০১৭-১৮ সালের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(ইপিএফও)এর জন্য সুদের হার অনুমোদন করে ৮.৫৫ শতাংশ ৷ অছি পরিষদের সিদ্ধান্তকেই এবার অর্থমন্ত্রক অনুমোদন দিল বলে শ্রমমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন৷ গত ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার নেতৃত্বাধীন ইপিএফও-র অছি সিদ্ধান্ত নেয় ২০১৭-১৮ সালের জন্য সুদের হার ৮.৫৫ শতাংশ যা ঘত পাঁচ বছরে সর্বনিম্ন ৷ তার আগের বছর সুদের হার ধার্য করা হয়েছিল ৮.৬৫ শতাংশ এবং ২০১৫-১৬ সালে ছিল ৮.৮ শতাংশ৷ তার আগের দু'বছর ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ পিএফে সুদের হার ধার্য করা হয়েছিল ৮.৭৫ শতাংশ।

গর্ভপাতের অধিকার ফিরুক, চাইছেন আয়ারল্যান্ডের ৭০ শতাংশ নাগরিক: সমীক্ষা

Image
দিন বদলের আশা দেখতে পাচ্ছেন আয়ারল্যান্ডের গর্ভপাত বিরোধী আইনের বিরোধীরা।  শুক্রবার অনুষ্ঠিত গণভোটের বুথ ফেরত্ সমীক্ষা বলছে, ৭০ শতাংশ নাগরিকই চাইছেন গর্ভপাতকে আইনি স্বীকৃতি দিক ডাবলিন। আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিই-র তরফে প্রকাশিত বুথ ফেরত্ সমীক্ষায় দাবি করা হয়েছে, ৬৯.৪ শতাংশ নাগরিক গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৩০.৬ শতাংশ। এই গণভোটে প্রায় ৩২ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এই সমীক্ষা জনমতের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে আরটিআই। আয়ারল্যান্ডে গর্ভপাত আইনত নিষিদ্ধ। ১৯৮৩ সালে গণভোটের মাধ্যমেই গর্ভপাতকে নিষিদ্ধ ঘোষণা করে অষ্টম সাংবিধানিক সংশোধনী পাস হয় সেদেশে। কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে, আইনি জটিলতার ভয়ে গর্ভস্থ ভ্রুণ নষ্ট হওয়ার পরও গর্ভপাত করাতে রাজি হয়নি সংশ্লিষ্ট হাসপাতাল। যার জেরে অনেকক্ষেত্রেই প্রাণহানি হয়েছে মায়ের। ২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সক সবিতা হলপ্পনাবার অন্তঃসত্ত্বা থাকাকালীন শারীরিক জটিলতা শুরু হয়। গর্ভপাত করানো জরুরি হয়ে পড়ে। কিন্তু হাসপাতাল সে পথে হাঁটেনি। ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা সবিতার গর্ভপাত না

ফলে ক্ষতিকর পালিশ, কমতে পারে প্রজননও

Image
সব চকচকে জিনিস সোনা নয়। তেমনই সব চকচকে ফল ভাল নয়। বরং বহু ক্ষেত্রে তাতে এমনই রাসায়নিক থাকে যার জেরে মানুষের প্রজনন ক্ষমতা কমে যায়। এমনকি স্নায়ুও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনই তথ্য সামনে আনলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষক। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সুজয় ঘোষ এবং তাঁর ছাত্রছাত্রীদের দীর্ঘ চার বছরের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ফলের পচন রোধে এবং ফলকে আকর্ষণীয় করার জন্য ড্যামিনোজাইড অথবা অ্যালার নামক যে রাসায়নিক মেশানো হয়, তা মানব শরীরে ঢুকলে প্রজনন ক্ষমতা কমে এবং স্নায়ুর মৃত্যু ঘটতে পারে। ভাগাড়-কাণ্ডের জেরে যখন আতঙ্কিত মানুষ মাংস থেকে মুখ সরিয়ে ফলের দিকে ঝুঁকছেন, ঠিক তখনই এমন তথ্যে মাথায় হাত ওঠার মতো অবস্থা তাঁদের। চার বছর আগে সুজয়বাবু ও তাঁর সহযোগী গবেষক ছাত্রী সোহিনী সিংহরায়-সহ আরও কয়েক জন ওই রাসায়নিকের কুপ্রভাব নিয়ে গবেষণা শুরু করেন। গত অক্টোবরে গবেষণা শেষ হয়। সম্প্রতি ইউরোপের 'ইন্টারডিসিপ্লিনারি টক্সিকোলজি' জার্নালে গবেষণাপত্রটি প্রকাশের জন্য গৃহীত হয়েছে। সুজয়বাবু জানান, গবেষণায় বেছে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ফলের মাছি ড্রোস

ঋতুস্রাবের ট্যাবু ভাঙতে সামিল তরুণরাও

Image
পিরিয়ডস নিয়ে আমরা কী বলব? ওটা তো মেয়েদের বিষয়! এ ধরনের কথা বলে বা শুনে অভ্যস্ত? তা হলে আপনাদের পরিচয় করানো যাক খাস কলকাতারই একদল ছেলের সঙ্গে। কেউ স্কুলে পড়ছে, কেউ আবার কলেজ পড়ুয়া। বাঁধা গত থেকে বেরিয়ে পড়েছে ওঁরা ক'জন মিলে। পিরিয়ডসের 'ছুঁতমার্গ' কাটাতে যাঁরা পথে নেমেছেন শহরের অন্য মহিলাদের সঙ্গে। কাঁধে কাঁধ মিলিয়ে।  বড়বাজারের চন্দ্রবর্ধন সিং ঋতুস্রাব সম্পর্কে প্রথম শুনেছিল দিদির কাছে। স্কুলে পড়ার সময়। দিদির কাছ থেকে মাসিকের খুঁটিনাটি জানতে প্রথমে স্বচ্ছন্দ বোধ করেনি চন্দ্রবর্ধনও। কিন্তু দিদির কথাগুলো অগ্রাহ্যও করতে পারেননি তিনি। মুম্বই বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যার এই পড়ুয়ার কথায়, 'দিদির কথাগুলো আমার চোখ খুলে দিয়েছিল আক্ষরিক অর্থে। মহিলারা যখন আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, তখন তাঁদের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশটা আমরা কী ভাবে অবহেলা করতে পারি?' আর তাই মুম্বইয়ের 'মিউস' নামের যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত তিনি, সেই সংস্থা পিরিয়ডসকে উদ্‌যাপিত করার জন্য দেশের বিভিন্ন শহরে 'মাসিকা মহোৎসব' আয়োজন করতে শহরে ছুটে এসেছেন, এই কুসংস

ধর্ষণের ভিডিও করে তরুণীকে হুমকি ফেসবুক বন্ধুর

Image
নয়াদিল্লি: প্রথমে ফেসবুকের মাধ্যমে আলাপ। তারপরে বেশ কিছুদিন ধরে বন্ধুত্ব। ঘনিষ্ঠতা নিবিড় হওয়ার পর সুযোগ বুঝে মাদক খাইয়ে ধর্ষণ। সোশ্যাল মিডিয়ায় বন্ধু হওয়া এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন ২৩ বছরের তরুণী। গুরুগ্রামের পাঁচ নম্বর সেক্টরের বাসিন্দা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে ফরিদাবাদের বাসিন্দা অভিযুক্ত রাহুলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত রাহুলের সঙ্গে আলাপ হয় ওই তরুণীর। এরপরে ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের। দেখাও করে তারা। এরপরেই ঘটে বিপত্তি। তরুণীর অভিযোগ, অভিযুক্ত রাহুল ওই মহিলাকে তার(রাহুলের) এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাস্থলে নিয়ে গিয়ে রাহুল প্রথমে মাদক মিশ্রিত পানীয় খাইয়েছিল ওই তরুণীকে। এরপরে সংজ্ঞাহীন অবস্থায় তার উপরে যৌন নির্যাতন চালানো হয়। এখানেই শেষ হয়নি রাহুলের কীর্তি। ফরিদাবাদের বাসিন্দা ওই অভিযুক্ত সমস্ত ঘটনা মোবাইলে রেকর্ড করে রাখে। এবং পরে সেই ফুটেজ দেখিয়ে ভয় দেখাতে থাকে তরুণীকে। প্রথম দিকে কিঞ্চিত ভয় পেয়ে গেলেও পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় নির্যাতিতা তরুণী।

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল

Image
নয়াদিল্লি: # এ রাজ্যে সম্ভাব্য প্রথম বিড়লা হাই স্কুলের দেবাংশ চন্দক। ৫০০-র মধ্যে ৪৯৫ পেয়েছে সে। # তৃতীয়জনও ছাত্রী, রাজস্থানের চাহত বোধরাজ, পেয়েছে ৮৯৭। # মেঘনা পড়ে নয়ডার সেক্টর ১৩২-র স্টেপ বাই স্টেপ স্কুলে। অনুষ্কা স্থানীয় বসুন্ধরা এলাকার এসএজে স্কুলের ছাত্রী। প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। দেশের মধ্যে প্রথম হয়েছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। মেঘনা ৫০০-র মধ্যে পেয়েছে ৪৯৯। দ্বিতীয় গাজিয়াবাদেরই অনুষ্কা চন্দ্র। সে পেয়েছে ৪৯৮। ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল এবার ভাল হয়েছে। পাসের হার বেড়ে হয়েছে ৮৩.০১ শতাংশ। সফল পরীক্ষার্থীদের টুইট করে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিনের মধ্যেই জামিনে মুক্ত উইনস্টন

Image
নিউইয়র্ক: গ্রেফতারি এড়াতে আত্মসমর্পন, আবার সেদিনই মিলল জামিন৷ হলিউড প্রযোজক হার্ভে উইনস্টন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিনে মুক্ত৷ শুক্রবার নিউইয়র্ক পুলিশ স্টেশনে আত্মসর্পণ করেন উইনস্টন৷ তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ,যৌন হেনস্থার অভিযোগ রয়েছে৷ হেনস্থার অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জোলিনা জলি থেকে বহু হলিউড তারকারা৷ উইনস্টনকে অস্কার কমিটি থেকেও বহিষ্কার করা হয়৷ পরিস্থিতি প্রতিকূল দেখেই আত্মসর্পণ করেছিলেন তিনি৷ অবশ্য, আত্মসর্পণের দিনই জামিনে মুক্ত হলেন৷ উইনস্টনের আইনজীবী বেনজামিন ব্রাফম্যান জানাচ্ছেন, উইনস্টনের বিরুদ্ধে করা মামলায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে৷ যে সমস্ত মহিলারা উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, তাদের পরবর্তী বয়ান অসঙ্গতিপূর্ণ৷ ২ বয়ানে কোনও মিল নেই বলে জানাচ্ছেন বেনজামিন৷ সংগৃহীত তথ্যও উইনস্টনকে দোষী প্রমাণ করে না৷ সমস্ত কিছু বিচার করে উইনস্টনকে জামিনের নির্দেশ দেয় আদালত৷ উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণ,যৌন হেনস্থা, অপরাধমূলক কাজের একাধিক মামলা রয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই৷

মাছের পেটি সরাতেই বেরিয়ে এল ৩ হাজার কচ্ছপ

Image
কলকাতা : কচ্ছপ পাচার রুখে বনদপ্তরের বড়সড় সাফল্য। উদ্ধার প্রায় তিন হাজার কচ্ছপ। যার ওজন ৩০০ গ্রাম থেকে ৩ কেজি পর্যন্ত। গ্রেপ্তার করা হয়েছে চার পাচারকারীকে। তাদের নাম দেবাশিস দাস, দীপঙ্কর মণ্ডল, উত্তম সিংহ ও নিতাই দাস। এদের মধ্যে দেবাশিস ও দীপঙ্করকে ওড়িশা থেকে কচ্ছপ ভর্তি লরি নিয়ে ধুলাগড়ে আসার সময় গ্রেপ্তার করা হয়। উত্তম সিংহ ও নিতাই দাসকে কচ্ছপ ভর্তি বস্তা নিয়ে সোদপুরে বাস থেকে নামার পর গ্রেপ্তার করা হয়। ওড়িশা থেকে যে কচ্ছপ কলকাতায় ঢুকছে, বনদপ্তরের কাছে সে খবর ছিল। তাদের কাছে খবর ছিল ওড়িশা থেকে ৪০৭ গাড়িতে কয়েক হাজার কচ্ছপ ঢুকছে শহরে। সেই মতো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ও CID-র আধিকারিকরা ধুলাগড় চেকপোস্টে অভিযান চালায়। আগেই পাচারকারীদের গাড়ির নম্বর পেয়ে গিয়েছিল তারা। এরপর কাল রাতে গাড়িটি ধুলাগড় চেকপোস্টে ঢোকা মাত্রই সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমাণ কচ্ছপ। সেগুলিকে উদ্ধার করে সল্টলেকে বনদপ্তরের অফিসে নিয়ে আসা হয়। ওই গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় দেবাশিস দাস ও দীপঙ্কর মণ্ডলকে।  পুলিশের চোখে ধুলো দিতে গাড়িটির পিছন ত্রি

গোয়ায় সমুদ্র সৈকতে প্রেমিকের সামনে মহিলাকে ‘গণধর্ষণ’

Image
পানাজি: দক্ষিণ গোয়া সমুদ্র সৈকতে এক তরুণীকে তাঁর প্রেমিকের সামনে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।  মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার রাতে সেরনাভাটিম সৈকতে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ৩ জন ওই প্রেমিক প্রেমিকার ওপর চড়াও হয়, তাঁদের নগ্ন করে ছবি তোলে, টাকার দাবি করে। তারপর তরুণীকে ধর্ষণ করে তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সৈকতে ওই যুগলের সঙ্গে প্রথমে আলাপ করে। তারপর হামলা চালায় তাঁদের ওপর। তাদের এখনও সনাক্ত করা যায়নি। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

দুরারোগ্য চিকিত্‍সায় নয়া দিশা কলকাতার বিজ্ঞানীর

Image
ডেঙ্গিতে গত এক বছরের মৃত্যুর সংখ্যাটা কত? রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী সংখ্যাটা ১০-এর মধ্যে। কিন্তু বেসরকারি মতে সংখ্যাটা ১০০ ছুঁয়ে গিয়েছে। ক্যানসারের আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে তিল তিল করে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যাটাও কম নয়। গুণতে বসলে নিজেদেরই অবাক হতে হবে। এখন প্রচুর শিশুই ডিসট্রোফি নামে টিস্যুর এক গুরুতর রোগে আক্রান্ত। এতে শিশুদের শরীরের মাসল তৈরি হয় না। ফলে, শরীরটা একটা মাংসপিণ্ডের মতো হয়ে যায়। বলতে গেলে এমন এক পরিস্থিতিতে এক নতুন আশার আলো জাগিয়েছেন কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়ান্সেসের বিজ্ঞানী ডক্টর সুরজিৎ সিনহা। জিন থেরাপি-তে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন সুরজিৎ। যার দৌলতে যে কোনও রোগের জিনকে চিহ্নিত করে তার পার্সোনালাইজড মেডিসিন তৈরি সম্ভব। এই পার্সোনালাইজ মেডিসিন তৈরি নিয়ে বিশ্বজুড়ে বহুদিন ধরে গবেষণা চলছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়ান্সেসের অর্গানিক কেমিস্ট্রি বিভাগের প্রধান ও প্রোফেসর ডক্টর সুরজিৎ সিনহা দীর্ঘদিন ধরে জিন থেরাপি-র উপরে কাজ করছেন। এই ধরণের গবেষণা চালাতে গেলে যে ধরণের পরিকাঠামো এবং সাহায্য লাগে তা না পেলেও চেষ্টা থা

মেয়েদের অসতর্ক মুহূর্তের ছবি, বাদ পড়েনি পিসির স্নানও! ফেরার কলকাতার ‘কীর্তিমান’

Image
অভিযুক্ত কৃশানুকে পাড়ার সকলেই জানত 'ভাল ছেলে' হিসেবে। নিজস্ব ছবি। লুকিয়ে লুকিয়ে পাড়ার মহিলাদের ছবি তুলত ছেলেটি। কিশোরী, যুবতী থেকে প্রৌঢ়া— কেউই বাদ পড়েনি তার ঘৃণ্য মানসিকতা থেকে। এই ভাবে চলছিল দিনের পর দিন। অবশেষে ধরা পড়ে যেতেই জুটল গণধোলাই। চাঞ্চল্য ছড়াল এলাকায়।  পর্ণশ্রীর একে পাল রোডের বাসিন্দা কৃশানু বিশ্বাস। বছর ৩০-এর কৃশানুকে পাড়ার সকলেই জানত 'ভাল ছেলে' হিসেবে। পাড়ার মহিলারা তাই অকপটে কথা বলতেন কৃশানুর সঙ্গে। কারও মনে কোনও সন্দেহ জাগেনি।  অভিযোগ, সকলের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রত্যেকের অসতর্ক মুহূর্তের ছবি তুলত কৃশানু। পাড়ার কল থেকে জল নেওয়া, বাসন মাজা থেকে স্নানের দৃশ্য— কৃশানু তুলেছিল এমনই সব ছবি। এমন করেই প্রায় ১২০০ ছবি সে তুলে রেখেছিল নিজের পেন ড্রাইভে।  কিন্তু এর পরই আচমকা পেন ড্রাইভটি খুইয়ে বসে কৃশানু। সেটি কুড়িয়ে পায় তারই এক বন্ধু। সেই বন্ধুই আবিষ্কার করে পেন ড্রাইভে রাখা ছবিগুলি। তার নিজের দিদির ছবিও সে খুঁজে পায় সেখানে! কেবল তাই নয়, সে দেখে নিজের পিসির স্নানের দৃশ্যও ক্যামেরাবন্দি করে রেখেছে কৃশানু! ঘটনা প্রকাশ্যে আসতেই পাড়ার মহিলারা চড়াও হয় তার

১৪ বছরের ছাত্রর সঙ্গে সম্পর্ক, বাধা দিলে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার শিক্ষিকা

Image
চন্ডিগড়: বাড়িত টিউশন পড়তে আসত ১৪ বছরের এক ছাত্র। সেই ছাত্রর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ৩৪ বছরের শিক্ষিকা। চন্ডিগড়ে এই ঘটনা ঘটেছে। গত সোমবার ওই শিক্ষিকার সঙ্গে নির্যাতিত ছাত্রর বাবা-মায়ের তীব্র বচসা হয়। এরপর তাঁরা চাইল্ডলাইন ( নির্যাতনের শিকার শিশুদের জন্য ২৪ ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন)-এ ফোন করে ওই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। চন্ডিগড়ের সিনিয়র পুলিশ সুপার নিলাম্বরী বিজয় জাগদালে জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের ৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত একটি সরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা ও নির্যাতিত পড়ুয়া চন্ডিগড়ের সেক্টর ৩১-এর রাম দরবার কলোনির বাসিন্দা। দুই পরিবারই একে অপরের পরিচিত। এই সূত্রেই নির্যাতিত পড়ুয়া ও তার ছোট বোন গত বছরের সেপ্টেম্বর থেকে অভিযুক্তর কাছে টিউশন শুরু করে। চন্ডিগড়ের চাইল্ডলাইনের প্রোজেক্ট ডিরেক্টর ড. সঙ্গীতা জুন্ড বলেছেন, ওই শিক্ষিকা পড়ুয়ার বাবা-মায়ের কাছে তাঁদের মেয়েকে আলাদা করে পাঠাতে বলেন। এর কারণ হিসেবে তিনি বলেন, এতে তিনি তাঁদের ছেলের পড়াশোনায় ভালোভাবে নজর দিতে পারবেন। শিক্ষিকার কথায় রাজি হ

সারদায় দুই হাজার কোটি টাকা মেরেছেন মদন: অভিষেক

Image
কলকাতা: সারদাকাণ্ডে সাধারণ মানুষের দুই হাজার কোটি টাকা মেরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র! যার জেরে, রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে তিন বছর জেলে কাটাতে হয়েছে! এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা-নেত্রী সহ বহু কর্মী-সমর্থক৷ মিছিল শেষে বক্তব্য রাখার সময় তাঁর প্রশ্ন হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই জানিয়েছেন, সারদায় সাধারণ মানুষের দুই হাজার কোটি টাকা মেরে মদন মিত্র যদি তিন বছর জেলে থাকতে পারেন, তা হলে বিজয় মালিয়া ১০ এবং নীরব মোদীর ১৪ হাজার কোটি টাকা মেরে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিজেপির মন্ত্রী, নেতাদের কেন জেল হবে না? এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষ করছেন বলেও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূল কংগ্রেস নেত্রীর ভাইপো যখন বক্তব্য রাখছেন, তখন তাঁর পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য

ফোন কিনতে মাত্র ১০ মিনিটে ঋণ দিচ্ছে শাওমি!

Image
নতুন ফোন কিনতে চান, তাও আবার মাসিক কিস্তিতে? দশ জায়গায় দৌড়াতে হবে না। দিস্তে দিস্তে নথিপত্রও জমা দিতে হবে না। পাতার পর পাতা সই করতে করতে হাতের আঙুলে কড়া পড়বে না আর। কারণ, এখন শাওমি এখন তার ইউজারদের জন্য একটি নতুন একটি অনলাইন পরিষেবা। নাম 'মি ক্রেডিট' (Mi Credit)। এই পরিষেবার মাধ্যমে শাওমির গ্রাহকরা ১০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন (স্মার্টফোন কেনার জন্য)। চলতি বছরে এই নিয়ে মোট তিনটি ভ্যালু অ্যাডেড পরিষেবা (মি ক্রেডিট, মি মিউজিক এবং মি ভিডিও) চালু করল সংস্থা। এই পরিষেবাটি দেওয়ার জন্য শাওমি 'ক্রেডিট বি' নামে একটি সংস্থার সঙ্গে হাত হাত মিলিয়েছে। ঋণ দেওয়ার গোটা ব্যপারটাই হবে এই 'ক্রেডিট বি'র প্ল্যাটফর্মে। সংস্থার দাবি, মাত্র ১০ মিনিটেই প্রয়োজনীয় নথিপত্র (KYC) দিলেই পেয়ে যাবেন ঋণ। তবে শুধুমাত্র মিইউ (MIUI) গ্রাহকরাই এই ঋণের সুবিধা পাবেন। কী এই মিইউ (MIUI)? এটি আসলে শাওমির একটি নিজস্ব ROM (রিড ওনলি মেমরি)। শাওমির বেশ কিছু স্মার্টফোনে এবং স্যামসাং, অনার-এর মতো কয়েকটি নির্দিষ্ট সংস্থার ফোনে প্রি-ইনস্টল্ড রয়েছে এই মিইউ (MIUI)। শাওমি তাদের ফোন

পচা, বাসি মাংস? অভিযোগ জানান সরাসরি হোয়াটসঅ্যাপ করে

Image
ভাগাড়কাণ্ডের মোকাবিলায় এবার চালু হচ্ছে টোল ফ্রি নম্বর। চালু হচ্ছে নয়া হোয়াটসঅ্যাপ নম্বরও। এই দুই নম্বরে ফোন ও মেসেজ করে এবার থেকে মাংস সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। ভাগাড়কাণ্ডে তোলপাড় রাজ্য। পচা মাংসের আতঙ্কে দিশেহারা রাজ্যবাসী। এই পরিস্থিতিতে ভাগাড়কাণ্ড নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্নে বৈঠকে এক উচ্চ পর্যায়ের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মাংস নিয়ে রাজ্যবাসী কোনও অভিযোগ যাতে সরাসরি প্রশাসনে জানাতে পারে, সেজন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। একইসঙ্গে চালু করা হবে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও। টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবে মানুষ। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে অভিযোগ। এই অভিযোগগুলি খতিয়ে দেখবেন স্বাস্থ্য দফতর, পুলিস ও পুরসভার আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাজার ও রেস্তরাঁয় হানা দেবেন তাঁরা। টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বরের পাশাপাশি পচা মাংসের কারবার আটকাতে রাজ্যের সব ভাগাড়ে বৈদ্যুতিন চুল্লী বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গরিবের সুরক্ষার অধিকার নেই

Image
কেন্দ্রীয় সরকার জানাল, ২০১৬ সালের সারোগেসি (রেগুলেশন) বিলটিকে আইনে পরিণত করার জন্য মন্ত্রিসভার সম্মতি মিলেছে। বাণিজ্যিক গর্ভ ভাড়ার প্রথা রদ করে অলট্রুয়িস্টিক বা পরার্থবাদী গর্ভ ভাড়া দেওয়াকেই স্বীকৃতি দেওয়া হবে। ব্রিটেন, অস্ট্রেলিয়া বা কানাডায় যে পরার্থবাদী ব্যবস্থা চালু, তার সঙ্গে ভারতের ব্যবস্থার ফারাক আছে। সে দেশগুলোতে যে কোনও মহিলা অর্থবিনিময় না করে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে অন্য কারও জন্য গর্ভধারণ করতে পারেন। ভারতের নিয়ম, কমপক্ষে পাঁচ বছর যাবৎ বন্ধ্যাত্বে পীড়িত এমন ভারতীয় দম্পতিরাই 'নিকট আত্মীয়া'র গর্ভ ব্যবহার করতে পারবেন। চিকিৎসাশাস্ত্র বলবে, আত্মীয়তার চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ও জটিল কিছু শর্ত পূরণের প্রয়োজন থাকে। গর্ভ ভাড়া প্রসঙ্গে রোগীর স্বাধিকার বা সার্বভৌমত্বের কথা ওঠে বন্ধ্যাত্ব-পীড়িত দম্পতির কথা মাথায় রেখেই। কারণ রোগ বা তার চিকিৎসার উপায় এবং সেই সম্পর্কিত তথ্য নিয়ে সামাজিক ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার নিছক বিলাসিতা নয়। অন্তত সামাজিক আন্দোলন, ধারণাগত বিপ্লব বা বিশেষ বিশেষ রোগের প্রতি সামগ্রিক নৈতিক মননের পরিবর্তন না ঘটলে সে দাবি করাই অসম্ভব। কিন্তু এ স

ভারতীয় রেস্তরাঁয় হামলা, জখম ১৫

Image
রাত সাড়ে দশটা। বৃহস্পতিবার কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগার ভারতীয় রেস্তরাঁ 'বম্বে ভেল'-এ তখনও ভালই ভিড় ছিল। দু'-দু'টো জন্মদিনের পার্টি চলছিল। হঠাৎই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেস্তরাঁয় ঢোকে এবং আইইডি বিস্ফোরণ ঘটায়। ঘটনায় জখম ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন দু'জনেই পলাতক। ঘটনার পর অবশ্য কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। স্থানীয় পুলিশ টুইটারে একটি ছবি পোস্ট করেছে। রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, গাঢ় রঙের হুডি পরে দু'জন রেস্তরাঁয় ঢুকছে। মুখ কালো কাপড়ে ঢাকা। সামনের লোকটির হাতে কিছু একটা রয়েছে। পুলিশ অফিসার জেনিফার ইভান্স জানিয়েছেন, জঙ্গি হানা কিংবা বর্ণবিদ্বেষ থেকে হামলা চালানো হয়েছে বলে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। তবে অন্য কোনও কারণও তিনি উল্লেখ করেননি। বলেন, ''কোনও কিছুকেই আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখছি না।'' পলাতক দুই দুষ্কৃতীকে ধরতে ওই ছবিটির উপর ভিত্তি করে আপাতত এলাকাজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। ইভান্স জানান, ওই দু'জনকে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে। প্রতিটি সূত্র ব

মেয়ে হলে ‘তাড়াব’, প্রসবের পরে পালাতে চাইলেন মা

Image
সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই তার কানের কাছে শুরু হয়েছিল শাসানি, 'মেয়ে যেন না হয়!' দিন কয়েক পরে বাড়িতে মুশকিল আসান এসেও জানিয়ে গিয়েছিল, 'তবে তাই হোক।' তা হয়নি। বৃহস্পতিবার সকালে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সন্তান প্রসবের পরে দেখা গিয়েছিল নয়নতারা খাতুনের মেয়ে হয়েছে। আর, তার পর থেকেই মুখ ফিরিয়েছিল শ্বশুরবাড়ি। হাসপাতালে পা বাড়ায়নি স্বামী। আসেননি অন্য কেউ। নয়নতারা বলছেন, ''খালি মনে পড়ছিল, স্বামীর সেই কথাটা, 'মেয়ে হলে ঘরছাড়া করব!'' বাচ্চাকে মায়ের কাছে দিতে এলে নার্সদের তাই সটান জানিয়ে দিয়েছিল নয়নতারা, ''মেয়েকে চাই না!'' শুধু তাই নয়, বেলা গড়ালে সে নিজেই চুপি চুপি হাসপাতাল থেকে পালিয়ে যেতে চেয়েছিল। ব্যাপারটা নজরে পড়ে গিয়েছিল হাসপাতালের আয়াদের। তারাই নয়নতারাকে জোর করে ফিরিয়ে এনে শুইয়ে রাখে খাটে। আসেন হাসপাতাল সুপার। ডাকা হয় পুলিশ। তারাই এর পরে তলব করে ওই প্রসূতির পরিবারকে। সুপার এবং পুলিশের সামনেই এর পরে হাউ হাউ করে কাঁদতে থাকেন সদ্য প্রসূতি। বলেন, ''মেয়েকে ঘরে তুলতে পারব না, তা হলে ওরা আমাকে ঘর ছাড়া করবে গো!'' তব

সাত বছরের খুদে ‘গোয়েন্দা’র কেরামতিতে জালে দাগী চোর

Image
সাত বছরের একরত্তি ছেলে। ক্লাস টু-তে ক'দিন আগেই উঠেছে। আর তার জন্যই রাত ভোর হওয়ার আগেই বমাল ধরা পড়ল দাগী চোর। বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ কামডহরি পূর্বপাড়ার বাসিন্দা নিয়াজ হোসেন হাজির হন বাঁশদ্রোণী থানাতে। রাজারহাটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থার প্রোজেক্ট ম্যানেজার নিয়াজ সপরিবারে গত ২১ মে বীরভূমের সিউড়িতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন, তিন তলায় তার ফ্ল্যাটের কোলাপসিবল গেটের তালা ভাঙা। ঘরের ভিতর ঢুকে দেখেন গোটা ঘর লন্ডভন্ড। আলমারির তালাও ভাঙা। লকার থেকে উধাও প্রায় তিন লাখ টাকার গয়না। নিয়াজের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণী থানার পুলিশ। কিন্তু, ঘটনাস্থলে তদন্ত করেও খুব কার্যকরী সূত্র পেতে ব্যর্থ হন তদন্তকারীরা, যা দিয়ে চোরের নাগাল পাওয়া যেতে পারে। অফিসাররা যখন নিয়াজের বাড়ি থেকে থানায় ফেরার তোড়জোড় করছেন, তখনই উল্টো দিকের বাড়ি থেকে উঁকি মারছিল একটি খুদের উৎসুক মুখ। এক তদন্তকারী বলেন, "ওর মুখ দেখেই মনে হচ্ছিল কিছু বলতে চাইছে।" তার পর সেই সাত বছরের বালকের অভিভাবকের অনুমতি নিয়ে তদন্তকারীরা আলাদা করে কথা বলেন। আর সেখান থেকেই জানা যায়, ওই ২১ মে, যে দি

সুইস সংস্থাকে ‘ঠকিয়ে’ ধৃত শহরের যুবক

Image
কলকাতার প্রতারণার জাল এ বার দেশ, মহাদেশের গণ্ডি ছা়ড়িয়ে পৌঁছে গিয়েছে সুইৎজারল্যান্ডে! শুধু তা-ই নয়, প্রতারণার পরিমাণ দেখেও তাজ্জব গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর, ভুয়ো সংস্থা খুলে এই সুইস সংস্থার প্রায় ৮৯ কোটি টাকার জিনিস লোপাট করেছে এই শহরের এক দল প্রতারক। অভিযোগ পেয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়েছে লালবাজার। তারা বৃহস্পতিবার রাতে দীপক বর্মা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে অধরা অনেকেই। লোপাট হওয়া জিনিসপত্রেরও হদিস মেলেনি বলে জানিয়েছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুলিশের কাছে সুইৎজারল্যান্ডের জুরিখের ক্রেডিট সুইস লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট পিটার কেরিলি অভিযোগ জানান, বন্দর এলাকার একটি সংস্থা ব্যবসায়িক চুক্তি করে ৮৮ কোটি ৭১ লক্ষ ৭৪ হাজার টাকার মালপত্র গায়েব করে দিয়েছে। প্রথমে গার্ডেনরিচ থানাকে দিয়ে প্রাথমিক ভাবে বিষয়টি খতিয়ে দেখা হয়। অভিযুক্ত সংস্থার গুদাম রয়েছে বন্দর এলাকার হাইড রোড এবং তারাতলা রোডে। অভিযোগের সারবত্তা মেলার পরে ১৬ মে পশ্চিম বন্দর থানায় সাতটি ধারায় মামলা রুজু হয়। লালবাজারের কর্তাদের নির্দেশে কলকাতা পুলিশের বন্দর ডিভিশনের বাছাই করা অফিসারদের নি

বধূর চেষ্টায় প্রাণ বাঁচল পড়শিদের

Image
বছর বত্রিশের বধূ সকলকে ঘুম থেকে ডেকে না তুললে কী হত, তা ভেবেই শিউরে উঠছেন নিউ টাউনের সুলংগুড়ি কলোনির বাসিন্দারা। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ওই কলোনিরই একটি গুদামে আগুন লাগে। ভয়াবহ সেই আগুনে প্রাণও যেতে পারত অনেকের। যায়নি শুধু সুপর্ণা হালদার নামে এক বধূর একার চেষ্টায়। গৌরাঙ্গনগরে পিচের রাস্তা থেকে ঢাল দিয়ে নামলেই সুলংগুড়ি কলোনি। সেখানে পাঁচ কাঠা জমির উপরে সঞ্জয় মণ্ডলের গুদাম। শুটিংয়ের সেট তৈরির ব্যবসা তাঁর। তাই গুদামে কাঠ, প্লাইউড, রং-সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল। আর রাখা ছিল কয়েকটি ব্যাটারি-চালিত স্কুটার। গুদামের পিছনের জমিতে বাড়ি তৈরি করছেন সুপর্ণার স্বামী স্বপন হালদার। তার জন্য গুদামের পাশে একটি বাড়িতে আপাতত ভাড়া আছেন তাঁরা। ঢালাইয়ের কাজের জন্য বৃহস্পতিবার রাতে রড এসেছিল। তার জন্য ঘরের কাজ সেরে শুতে সুপর্ণার দেরি হয়ে যায়। রাত ১টা নাগাদ বাড়ির সামনে বাসন মাজছিলেন তিনি। আচমকা দেখেন, সারা গলি ধোঁয়ায় ভর্তি। গুদামের দিকে চোখ যেতেই বুঝতে পারেন, বড় বিপদ। স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। তার পরে গুদামের দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন দম্পতি। কিন্তু বালতির জলে যে ওই আগুন নেভানো সম্ভব ন

রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রের

Image
পূর্ব সীমান্ত দিয়ে যে ভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চালু রয়েছে, তা নিয়ে আজ ফের উদ্বেগ জানাল কেন্দ্র। আজ আন্তঃরাজ্য পর্ষদের স্থায়ী কমিটির ত্রয়োদশ বৈঠক বসেছিল দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেল, সড়ক, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। বৈঠকে ভারতে রোহিঙ্গাদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গাদের গতিবিধি নিয়ে আরও সক্রিয় হতে বলা হয় গোয়েন্দা বাহিনীকে। ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। পূর্ব ভারতের সব ক'টি রাজ্যকে এ নিয়ে আলাদা করে সতর্ক করা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ-অসমের মতো রাজ্যগুলি দিয়ে ভারতে প্রবেশের জন্য সক্রিয় রয়েছেন। এক বার ভারতে ঢুকে পড়ার পরে তাঁরা ছড়িয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশ, দিল্লি, হায়দরাবাদ, জম্মু-কাশ্মীরের মতো রাজ্যগুলিতে। মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। মন্ত্রকের বক্তব্য, রোহিঙ্গাদের ভারতে ঢোকানোর কাজে তৎপর একাধিক মৌলবাদী সংগঠন। যাদের নেপথ্যে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে বেশ কিছু বিদেশি সংগঠনও। একাধিক রোহিঙ্গা পরিবারের কাছ থেকে আধার উদ্ধার হওয়াটাও নিরাপত্তার প

চায়ে গরম! নবাবের শহরে এ বার ড্রোন-নবাবি

Image
এ যেন ভূতের রাজার বর! চাইলেন, আর উড়তে উড়তে চলে এল চা। ধোঁয়া-ওঠা, একদম গরমাগরম। দু'জনের হাততালিও লাগবে না। মোবাইলে আঙুল নেড়ে একাই অর্ডার দেওয়া যাবে অনলাইনে। আর তার পরেই দেখবেন ছোটু বা রামু নয়, ড্রোন এসে পৌঁছে দিচ্ছে চা। তা সে বেড-টি হোক, বা অফিস-ফেরত ক্লান্তি কাটানোর টনিক। নবাবের শহর লখনউয়ে এমন 'মেজাজি কারবার' এই শুরু হল বলে। গত কাল এর ছোট্ট একটা 'ডেমো' দিলেন আইআইটি কানপুরের প্রাক্তনী বিক্রম ও তাঁর বন্ধুরা। লখনউয়ের একটি খাবার সরবরাহকারী স্টার্ট-আপ সংস্থার হয়ে আকাশপথে পৌঁছে দিলেন গরম চায়ের টেট্রা প্যাক। হাতিয়ার ড্রোন, আর একটি ট্যাব। বিক্রম জানালেন, তাঁদের এই ড্রোন ২ কিলোগ্রাম ওজনের জিনিস ১০ কিলোমিটার পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে। তিন বছর ধরে ড্রোন বানাচ্ছেন বিক্রমরা। সম্প্রতি আট বন্ধু মিলে তাঁরা একটি সংস্থাও খুলে ফেলেছেন লখনউয়ে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং তেলঙ্গানা সরকারের হয়ে কাজ করে তাঁদের সংস্থাটি। কিন্তু হঠাৎ 'চায়ে পে চর্চা' কেন? বিক্রম জানালেন, সম্প্রতি তাঁদের এই প্রস্তাব দেয় শহরের ফুড স্টার্ট-আপ সংস্থা। বলা হয়, শহরের যানজট এড়িয়ে ড্রোনে করে গ্রাহকের

এত নির্যাতনেও নিস্তার নেই, বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে!

Image
বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠল তাঁরই নিজের ছেলের বিরুদ্ধে।  ঘটনা শুক্রবার সন্ধ্যার। দক্ষিণ কলকাতার বাঘাযতীন স্টেশনে বছর সত্তরের বৃদ্ধা সুনীতি হালদারকে দীর্ঘ ক্ষণ বসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বৃদ্ধা সমানে কাঁদছিলেন। আশপাশের লোকজন তাঁকে প্রথমে খাবার দেন, তার পর জিজ্ঞেস করেন তাঁর বাড়ি কোথায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার কথাবার্তা কিছুটা অসংলগ্ন। তিনি জানিয়েছেন, সোনারপুরের সুভাষপল্লিতে মেয়ের বাড়িতে থাকেন। ছেলেদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। এ দিন সন্ধ্যায় তাঁর ছেলেই তাঁকে সোনারপুর থেকে বাঘাযতীন স্টেশনে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে রেখে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন বৃদ্ধা। তার পর থেকে বৃদ্ধার ছেলের আর কোনও খোঁজ নেই। এলাকার এক যুবকের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ এনেছেন সুনীতি হালদার। বৃদ্ধার দাবি, ওই যুবক নিয়মিত তাঁর উপর অত্যাচার করতেন। তাঁর আরও অভিযোগ, তাঁর বাড়ির দলিল জাল করেছেন ওই যুবক।  যাদবপুর জিআরপি খবর পেয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে রাতেই সোনারপুরে তাঁর মেয়ের বাড়িতে নিয়ে যায়। তবে ছেলের সঙ্গে বৃদ্ধার মনোমালিন্যের কারণ স্পষ্ট নয়। কেনই বা এ দিন সন্ধ্যায় তিনি মাকে স্টে