হাসিনাকে সাম্মনিক ডিলিট কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মনিক ডিলিট ডিগ্রি দিল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। শনিবার 'বিদ্রোহী কবি'র জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই হাসিনার হাতে সাম্মানিক ডিলিট তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপাচার্য সাধান চক্রবর্তী। 

সাম্মানিক ডিলিট ডিগ্রি পেয়ে আপ্লুত বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। তাঁকে এই বিরল সম্মান দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ডিলিট গ্রহণের পরে ভাষণে দুই বাংলার সমাজ জীবনে নজরুলের অবদানের কথা স্মরণ করেন হাসিনা। এই প্রসঙ্গেই কবির জন্মস্থান চুরুলিয়ায় তাঁর নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন হাসিনা। 

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ এই সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী শর্মিলা ঠাকুরের হাতেও সাম্মানিক ডিলিট তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া সম্ভব হয়নি।