Posts

Showing posts from October 24, 2018

সামনেই দম্পতিকে ইন্টারকোর্স করতে বাধ্য করে শ্রীঘরে গডম্যান

Image
মুম্বই: বিকৃত যৌন চাহিদার অভিযোগে ১০বছরের জেল হল এক স্বঘোষিত গড ম্যানের। থানে আদালতের তরফে তার এই শাস্তি ঘোষণা করা হয়েছে। সন্তানলাভের কামনায় আসা এক দম্পতিকে ওই সাধু নিদান দিয়েছিল যে তার সামনেই ইন্টারকোর্স করতে হবে ওই দম্পতিকে। তবেই তারা সন্তানের মুখ দেখতে পারবে। এরপর মামলা হয় ওই সাধুবাবার বিরুদ্ধে। ১০ বছরের জেল ও ৩০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে শাস্তিস্বরূপ। অভিযুক্ত ওই ভন্ড বাবার নাম যোগেশ কুপেকার। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৭৬ নম্বর ধারায় অর্থাৎ শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে তাকে। একইসঙ্গে শাস্তি হয়েছে ব্ল্যাক ম্যাজিক আক্টেও। . ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। সন্তান না হওয়ায় ওই দম্পতি এসেছিল সাধুবাবার কাছে। ওই দম্পতিকে তখন তার সামনেই মিলিত হওয়ার নিদান দেয়। পরে ওই মহিলা শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। এমনকি ওই দম্পতির কাছ থেকে ১০,০০০ টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল সাধুবাবার বিরুদ্ধে। সাধুবাবার এই ব্যবহারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা। এমনকি আত্মহত্যার চেষ্টাও করেন। তাঁকে চিকিৎসাও করানো হয় থানে হাসপাতালে। আদালতের শুনানিতে বিচারপতি বলেন, এটা কোনও সাধারণ

জানেন আপনার পাতের মুগ-মুসুর ডালে রয়েছে বিষ!

Image
নয়াদিল্লি: মধ্যবিত্ত পরিবারে ডাল-ভাত প্রায় রোজকার মেনুতে থাকে। কিন্তু সেই ডাল খাওয়ার আগে সাবধান। আপনার পাতের মুগ-মুসুরেও থাকতে পারে বিষ। এমনটাই বলছে Food Safety and Standards of India বা FSSAI . তবে ভারতে উৎপন্ন হওয়া ডাল নিয়ে কোনও সমস্যা নেই। কানাডা বা অস্ট্রেলিয়া থেকে আসা ডাল শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হতে পারে। FSSAI জানাচ্ছে, ওইসব ডালে রয়েছে গ্লাইফসেট। আগাছা মারার জন্য এই বিশেষ ধরনের কেমিক্যাল বা হারবিসাইট ব্যবহার করে থাকে। এগুলি বেশি পরিমাণে দিলে শস্যের খাদ্যগুণ নষ্ট হয়ে যায় ও সেগুলি বিষাক্ত হয়ে যায়। ঠিক কতটা পরিমান হারবিসাইট ব্যবহার করা উচিৎ তার কোনও মাপকাঠি ভারতে নেই। তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হিসেবেই এই রিপোর্ট দিচ্ছে FSSAI. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত হারবিসাইড শরীরে গেলে ক্ষতি হতে পারে। খাদ্যের গুনাগুন পরীক্ষা করে এমন ল্যাবরেটরিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে খাবারে গ্লাইফসেটের পরিমাণও মেপে দেখা হয়। সম্প্রতি ডালে বিষ থাকার কথা জানান ফুড সিকিউরিটি আক্টিভিস্ট শান্তনু মিত্র। তিনি অভিযোগ করেন যে, অস্ট্রেলিয়ার মুগ ডাল ও কানাডার মুসুর ডাল বিষাক

বিরাট নট আউট ১৫৭, ভারত ৩২১, দ্রুততম ১০ হাজারি হলেন ভারত-অধিনায়ক

Image
অ্যাশলে নার্সের বলে লং অনে একটা আলতো পুশ। অনায়াস একটি রান এবং বিশ্বরেকর্ড। সচিন তেন্ডুলকরকে টপকে ওয়ান ডে ইন্টারন্যাশনালে দ্রুততম ১০ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহালি। বিশাখাপত্তনমের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ৮১ রানের ছোঁয়া লাগতেই সে লক্ষ্যপূরণ হল তাঁর। শৃঙ্গ ছুঁয়ে ব্যাটটা মাথার উপরে তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন বিরাট। ম্যাচ শেষে বিরাট-রতে ভর করে ভারতের রানও ছুঁল ৬ উইকেটে ৩২১। বিরাট রইলেন অপরাজিত ১৫৭ রানে। বিরাট সাম্রাজ্যের এই প্রতিপত্তি বুধবারের সন্ধায় বিসাখাপত্তমেনর মাঠে আনল সোনালি গোটা ক্রিকেটদুনিয়া আজ বিরাটের রেকর্ডের অপেক্ষাতেই ছিল যেন। তাতে সায় দিলেন বিশাখাপত্তনমের মাঠে উপস্থিত দশর্কেরাও। উচ্ছ্বসিত করতালিতে বিরাটের রেকর্ডকে স্বাগত জানালেন তাঁরা। আবেগে ভাসলেন বিরাটও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবার এই ম্যাচের আগে বিরাটের সামনে ছিলেন সচিন তেন্ডুলকর। ওয়ান ডে-তে ২৫৯ ইনিংস শেষে দশ হাজারির গণ্ডি পার করেছিলেন সচিন। সেটা ছিল ২০০৫ সাল। তার এক দশকেরও পরে বিরাটের ব্যাট থেকে বেরোল সেই ম্যাজিক সংখ্যা। তবে সচিনের থেকেও অনেক কম ইনিংসে খেলেই দশ হাজারি ক্লাবের সদস্য হলেন বিরাট। এই ম্য

‌ঐতিহাসিক পদক্ষেপে বিশ্বে প্রথম লিঙ্গ–উল্লেখহীন পাসপোর্ট দিল নেদারল্যান্ডস্‌

Image
পাসপোর্ট নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিল নেদারল্যান্ডস্‌। বিশ্বে এই প্রথম কোনও নির্দিষ্ট লিঙ্গের উল্লেখ ছাড়াই পাসপোর্ট দিল নেদারল্যান্ডস্‌–এর সরকার। লিওনি জিগার্স নামে ৫৭ বছরের এক রূপান্তরকামী বিশ্বে প্রথম এধরনের পাসপোর্ট পেলেন। তাঁর পাসপোর্টে লিঙ্গের খোপে ক্রস চিহ্ন দিয়ে শুধু লেখা আছে '‌এক্স'‌। পাসপোর্টে পুরুষের জন্য নির্দিষ্ট খোপে '‌‌এম'‌ লিখতে হয় ম্যানিজে বা মেল লেখার জন্য। এবং '‌ভি'‌ লিখতে হয় ভ্রাও বা ফিমেলের জন্য। কিন্তু এই বছরের শুরুতেই নেদারল্যান্ডসের আদালত রায়ে বলেছিল, তৃতীয় লিঙ্গদেরও মানুষ হিসেবে পাসপোর্টে স্থান দিতে হবে। আদালতের রায়কে মান্যতা দিয়ে এবং তৃতীয় লিঙ্গকে সম্মান জানিয়ে তারপরই এই পদক্ষেপ করল নেদারল্যান্ডস্‌ সরকার। প্রসঙ্গত, প্রাক্তন ক্রীড়াবিদ এবং বর্তমানে নার্স লিওনির জন্মের সময় তাঁর যৌনাঙ্গ দেখে চিকিৎসকরা তাঁকে পুরুষ হিসেবেই উল্লেখ করেছিলেন। কিন্তু কৈশোরাবস্থায় ঋতুমতী হয়ে পড়েন লিওনি। তারপর ২০০১ সালে অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হন লিওনি। এরপরই গত মে মাসে আদালতে নিজেকে কোনও নির্দিষ্ট লিঙ্গের মধ্যে না রাখার আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিলেন লিওন

এবার ইজরায়েলের কাছ থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে ভারত

Image
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস–৪০০ ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত। যাঁর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে আবার ইজরায়েলের সঙ্গে নতুন চুক্তি সই করল ভারত। প্রায় ৫৮০০ কোটি টাকা দিয়ে ইজরায়েলের কাছ থেকে এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি বসানো হবে দেশের ৭টি যুদ্ধজাহাজে। ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্টিসের সঙ্গে চুক্তি সই করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল। এই এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম বারাক ৮ মিসাইল সিস্টেমের অংশ। যা কিনা ইজরায়েল এবং ভারতীয় নৌবাহিনীতে বেশ কিছুদিন আগে থেকেই ব্যবহৃত হয়। আমেরিকা, রাশিয়ার পর ইজরায়েলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। এর আগে গত বছরও ইজরায়েলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নৌ এবং সেনাবাহিনীর জন্য মিসাইল ডিফেন্স কিনেছে ভারত। এরপর ৬৩০ মার্কিন ডলারের বিনিময়ে বারাক–৮ ভূমি থেকে আকাশে আঘাতকারী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিও করেছিল ভারত। এই বারাক–৮ মিসাইল ভারত এবং ইজরায়েলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে।

দেশে BS IV গাড়ি বিক্রি নিষিদ্ধ করল সুপ্রিমকোর্ট

Image
দিল্লি : দেশজুড়ে নিষিদ্ধ হল 'ভারত স্টেজ IV বা BS IV গাড়ির বিক্রি। ২০২০ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে তারপর থেকে দেশজুড়ে বিক্রি হবে শুধু BS VI গাড়ি। কেন্দ্র ও "অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স"-র তরফে আরও ৬ মাস সময়সীমা বাড়াতে আদালতে আবেদন করা হয়েছিল। বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই তারা গাড়ি তৈরি বন্ধ করে দেবে। কিন্তু, তার আগে তৈরি গাড়িগুলি বিক্রির জন্য অতিরিক্ত সময় দিতে। যা নাকচ করে দেয় বিচারপতি মদন B লকুর, S আবদুল নাজির ও দীপক গুপ্তার বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, দূষণমুক্ত জ্বালানির জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, নির্ধারিত সময়সীমা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সামনে পেট্রোলিয়াম মন্ত্রক ও পরিবেশ মন্ত্রক ভিন্ন মত তুলে ধরে। নির্ধারিত সময়সীমার পর 'ভারত স্টেজ VI'-র থেকে নিম্নমানের গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানায় পেট্রোলিয়াম মন্ত্রক। অপরদিকে, ২০২০ সালের জুন পর্যন্ত দু-চাকা বিশিষ্ট 'ভারত স্টেজ IV' গাড়ির বিক্রির সময়সীমা বাড়ানোর আবেদন জানায়। আর চার-চাকা গা

৩ লক্ষ টাকা পণ দিয়েও মরতে হল লাবণীকে

Image
মৃত গৃহবধূ লাবণী সরকার। পণের টাকা চেয়ে না পাওয়ায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সোমবার রায়গঞ্জের মোহনবাটী লাগোয়া নেতাজিপল্লি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লাবণী সরকার (২২)। ওই রাতেই মৃতার স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় দাশগুপ্ত ও পার্থ দাশগুপ্ত। অভিযুক্তদের মঙ্গলবার রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে বিচারক স্মিতা সাহা তাদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রবিবার রায়গঞ্জ জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তার আগে এ দিন হাসপাতালের ওয়ার্ড মাস্টারের ঘরে পুলিশ মৃতার মা তনুশ্রী সরকারের গোপন জবানবন্দি নথিভুক্ত করে পুলিশ। সেই সময় পুলিশ তনুশ্রীকে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় বলে অভিযোগ। ওই অভিযোগে এ দিন বিকেলে লাবণীর বাপেরবাড়ির লোকজন ও স্থানীয় মহিলা সমিতির সদস্যরা হাসপাতাল চত্বরে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কেনও তনুশ্রীকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হল, সেই প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশ ওই খুনের মামলা থেকে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে বলেও সন্দেহ প্রকাশ করেন তাঁরা। পরে জেলা পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়ে এই মামলার

নিলামে উঠল স্টিফেন হকিং-এর গবেষণাপত্র, হুইল চেয়ার

Image
পদার্থবিজ্ঞানের গবেষণায় বিশেষ করে ব্ল্যাক হোল থিওরিতে তাঁর অবদান নিয়ে প্রশ্ন ওঠেনি কোনোদিন। জীবদ্দশায় তাঁর সমসাময়িক বিজ্ঞানীদের ছাপিয়ে তাঁর শ্রেষ্ঠত্ব  নিয়েও প্রশ্ন ওঠেনি। কিন্তু বিজ্ঞানের জগতে সেরা সম্মান জোটেনি কোনোদিন। সে নিয়ে বিজ্ঞানী মহলে কত তর্ক বিতর্ক। মানুষটার নাম স্টিফেন হকিং। কিংবদন্তি এই পদার্থবিদের ব্যবহার করা কিছু সামগ্রী এবার নিলামে উঠতে চলেছে। তার মধ্যে রেয়েছে হকিং-এর সর্বক্ষণের সঙ্গী হুইল চেয়ারটি, সঙ্গে কিছু গবেষণাপত্রও। নিলামে উঠছে হকিং-এর লেখা 'সিম্পসন' (বেস্ট সেলার এ ব্রিফ হিস্ট্রি অব টাইম-এর একটি পরিচ্ছেদ)-এর পাণ্ডুলিপিও। ব্রহ্মাণ্ডের জন্মরহস্য নিয়ে স্টিফেন-এর গবেষণাপত্র রয়েছে নিলাম হওয়া সামগ্রীর তালিকায়। 'স্পেকট্রাম অব ওয়ার্মহোলস', কিমবা 'ফান্ডামেন্টাল ব্রেকডাউন অব ফিজিক্স ইন গ্র্যাভিটেশনাল কোলাপ্স'- সাড়া জাগানো এই সব গবেষণাপত্র নিলামে চড়বে। ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে নিলাম হবে হকিং-এর নানা সামগ্রী। সব মিলিয়ে স্টিফেন হকিং-এর ২২ টি সামগ্রী রাখা হয়েছে নিলামের তালিকায়। ১৯৬৫ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পিএইচডি গবেষণাপত্রে

৩৫ হাজার কোটি খরচে দেশের রেল ব্যবস্থার ভোল বদলাবে কেন্দ্র

Image
নয়াদিল্লিঃ সারা দেশজুড়ে জালের ন্যায় ছড়িয়ে রয়েছে রেল ব্যবস্থা। সেই সমস্ত রেললাইনগুলির বৈদ্যুতীকরণ করা হবে। এমনটাই জানালেন রেলওয়ে বোর্ডের সদস্য ঘনশ্যাম সিং। তিনি বলেন, বৈদ্যুতিন শক্তি অনেক বেশি সস্তা। বৈদ্যুতীকরণের এই পরিকল্পনার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। তিনি আরও বলেন, 'রামেশ্বরম-মাদুরাই সেকশনকে বৈদুতীকরণের পরিকল্পনা করছি। যেখানে ১৬১ কিমি বৈদ্যুতীকরণের জন্য খরচ পড়বে ১৫৮ কোটি টাকা।' আরও একটি বৈদ্যুতিন কান্টিলিভার ব্রিজ তৈরির কথা ভাবা হচ্ছে৷ সেজন্যই রেলমন্ত্রক প্রথমে পুরোনো ব্রিজটির বৈদ্যুতীকরণের সিদ্ধান্ত নিয়েছে৷

কেন মহাকাশ স্টেশনে ভারতীয় পাঠাতে পারেনি ইসরো?

Image
সেটা ছিল ২০০৮ সালের ২২ অক্টোবর। সেই প্রথম চাঁদের পাড়ায় 'পা' দিয়েছিল ইসরোর মহাকাশযান। চাঁদ-মুলুকে সোমবার ঠিক দশ বছর পূর্ণ হল 'চন্দ্রযান-১'-এর। একটি রোভার আর একটি ল্যান্ডার নিয়ে এই বছরেই চাঁদ-মুলুকে পাড়ি জমানোর কথা ছিল 'চন্দ্রযান-২'-এর। হয়নি। আগামী জানুয়ারিতেই রওনা হবে 'চন্দ্রযান-২'। উতক্ষেপণের ১৭ দিন পরে চাঁদের কক্ষপথে ঢুকে 'চন্দ্রযান-১' কিন্তু প্রথম বছরেই চমকে দিয়েছিল। ২০০৯ সালে ইসরোর পাঠানো ওই মহাকাশযানই প্রথম চাঁদে জলের অস্তিত্বের প্রমাণ দিতে পেরেছিল। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার পর অবশ্য ওই বছরের অগস্টেই চাঁদের পাড়ায় 'নিরুদ্দেশ' হয়ে গিয়েছিল 'চন্দ্রযান-১'। অনেক দিন পর তাকে খুঁজে বের করেছে নাসা। চাঁদের পাড়ায় 'চন্দ্রযান-১'-এর 'পা' রাখার এতগুলি বছর পর এ বার যে প্রশ্নটা উঠছে, তা হল, চাঁদ-মুলুকে দ্বিতীয় মহাকাশযানটিকে পাঠাতে কেন দশ বছরেরও বেশি সময় লেগে গেল ইসরোর? আর বড়জোর দশ বছর আয়ু আছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। তার পরেই ২০২৮/'২৯ সাল নাগাদ তার কাজ শেষ হয়ে গেলে মহাকাশ স্টেশনকে নামিয়ে এনে ফেলে দেওয়া হবে প্র

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদি

Image
নয়াদিল্লি: এবার শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শান্তি বজায় রাখার জন্য তাঁর অনবদ্য অবদানের জন্য এবছরের শোল শান্তি পুরস্কার পেতে চলেছেন মোদি । এই পুরস্কারের ১৪তম প্রাপক হতে চলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভারতের নাগরিকদের সার্বিক বিকাশ ও ভারতীয় গণতন্ত্রের উন্নতি- প্রভৃতি অবদানের জন্য এই পুরস্কারের সম্মানিত হতে চলেছেন মোদি । এছাড়া, দুর্নীতি দমন ও সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের জন্যেও এই পুরস্কারে ভূষিত হতে চলেছেন তিনি। মোদির জমানায় ভারতের আর্থিক বিকাশকে 'মোদিনমিকস' অর্থাৎ মোদির অর্থনীতি আখ্যা দিয়েছে পুরস্কার কমিটি । কমিটির মতে ভারতে শ্রেণীগত বিভেদও অনেকাংশে দূর করেছেন মোদি । আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে শান্তি প্রচেষ্টাতেও মোদির অবদান অপরিসীম ও সেই কথা মাথায় রেখেই এবারের শোল শান্তি পুরস্কারের বিজয়ী হয়েছেন মোদি, জানানো হয়েছে বিদেশমন্ত্রকের একটি বিবৃতিতে । প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশের মতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেও এই পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ১৯৯০ সাল থেকে চালু হয়েছে শোল  শান্তি পুরস্কা

প্লেনের উইংয়ে শুটিং করতে গিয়ে মৃত কানাডিয়ান ব়্যাপার

Image
জন জেমস       কানাডিয়ান ব়্যাপার জন জেমস ম্যাকমুড়ে এক শুটের প্রয়োজনে প্লেনের উইংয়ে হাঁটতে গিয়ে মারা গেলেন তৎক্ষনাৎ। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জনের ম্যানেজার বলেন, "এই স্টান্টটি করার জন্য জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল খুব সচেতনভাবে। কিন্তু, উনি যখন প্লেনের উইংয়ের উপর দিয়ে অনেকটা এগিয়ে যান, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। ছোটো 'সেসনা' এয়ারক্রাফ্টটি ঘুরপাক খেতে খেতে নিচের দিকে নামতে শুরু করে।" তিনি আরও বলেন যে, "অনেকটা সময় জন উইংয়ের উপর ছিল। আর সেই জন্যই প্যারাশুট খোলার সময় উনি পাননি।" এটাও শোনা গেছে যে এয়ারক্রাফ্ট নিয়ে পাইলট নিরাপদভাবে ল্যান্ড করেছেন। ম্যাকমুড়ে এর আগেও ভয়ানক সব স্টান্ট করেছেন। বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে রীতিমতো পারদর্শী ছিলেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তাঁর অনুরাগী ও বন্ধুরা। 

হাত-মুখ বেঁধে রাতভর ধর্ষণ ধানক্ষেতে, অচৈতন্য অবস্থায় উদ্ধার নাবালিকা

Image
বাড়ি তুলে নিয়ে গিয়ে রাতভর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ধানক্ষেতে রাতভর ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীর উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। বুধবার ভোরে বাড়ির পাশেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতা নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। অভিযোগ, দ্বাদশ শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে মঙ্গলবার বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশী যুবক পূর্ণ বর্মণ। নির্যাতিতা নাবালিকার বাড়ির দক্ষিণ দিকেই একটি ধানক্ষেত রয়েছে। অভিযোগ, সেই ধানক্ষেতের মধ্যেই রাতভর ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত পূর্ণ বর্মণ। হাত, মুখ বেঁধে লাগাতার ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। তারপর বাড়ির সামনেই ওই ছাত্রীকে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক। এদিন ভোরে বাড়ির পাশেই অচৈতন্য অবস্থায় নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। অভিযোগ, মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নির্যাতিতা নাবালিকার বাবাও। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা ছাত্রী ও তার বাবাকে উদ্ধার করেন স্থানীয়রা। দুজনকেই রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা

শচীনের আরো একটি রেকর্ড ভাঙার পথে বিরাট

Image
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে যত না আলোচনা, বিশাখাপত্তনমে তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাট কোহলিকে নিয়ে! বলাবলি চলছে, শচীনকে কি বুধবার ছাড়িয়ে যাবেন বিরাট? দ্বিতীয় ওয়ান ডে'তে নামার আগে ব্যক্তিগত এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। সেটা কী? একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড। বিশাখাপত্তনমে ৮১ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন শচীন তেণ্ডুলকরকে। ওয়ান ডে'তে দশ হাজার রান করতে ২৫৯ ইনিংস নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। বিরাট এখনও পর্যন্ত ৯৯১৯ রান করেছেন ২০৪ ইনিংসে। আর বিরাট যা ফর্মে রয়েছেন, সবাই মোটামুটি ধরেই নিয়েছে রেকর্ডটা বিশাখাপত্তনমেই হয়ে যাবে। এমনিতেই এই ওয়েস্ট ইন্ডিজ নিয়ে বলার কিছু নেই। ভারতীয় টিমে এক-দুটো বদল আসতে পারে। প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নামা নিয়ে নানা কথা হয়েছিল। বুধবার খুব সম্ভবত তিন স্পিনারে চলে যাচ্ছেন বিরাটরা। কুলদীপ যাদব প্রথম ম্যাচে খেলেননি। খলিল আহমেদের জায়গায় তিনি সম্ভবত ফিরছেন। ইশান্ত শর্মাকে আবার দেখা গেল নেটে বল করতে। ইংল্যান্ড সফরে শেষ টেস্টে গোড়ালিতে চোট পেয়েছিলেন। চোট এখন অনেকটাই সেরে গিয়েছে। মঙ্গলবার বেশ খানিকক্ষণ বোলিং করলেন। ব

‌শুধু জল পান করেই ওয়েট্রেসকে ১০০০০ মার্কিন ডলার টিপ

Image
রেস্তোরাঁয় ঢুকে শুধু দুবার জল চেয়েছিলেন এক ব্যক্তি। চলে যাওয়ার সময় ছোট্ট চিরকুটে ওয়েট্রেসকে ধন্যবাদ জানিয়ে তাঁর জন্য টিপ হিসেবে রেখে গেলেন ১০০০০ মার্কিন ডলার। অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে গত শনিবার আমেরিকার উত্তর ক্যারোলাইনার গ্রিনভিলে শহরের সাপ ডগস্‌ রেস্তোরাঁয়। অ্যালাইনা কাস্টার নামে ওই তরুণী ওয়েট্রেস জানিয়েছেন, তিনি যখন জলের গ্লাস তুলতে যান যখন চিরকুটের সঙ্গে ১০০ মার্কিন ডলারের নোটের তাড়া দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান। বিশ্বাস করতে না পেরে এমনকি তিনি এপ্রশ্নও করেন, '‌এগুলি কি।'‌ অ্যালাইনা বললেন, তিনি ভেবেছিলেন তাঁর সঙ্গে কেউ মজা করছে।  কিছুক্ষণ পরই পরিষ্কার হয় পুরো ঘটনা। শুধু জল পান করে ১০০০০ মার্কিন ডলার টিপ হিসেবে দেওয়া গ্রাহক কোনও সহৃদয় ব্যক্তি ছিলেন না। তিনি আসলে, বিশিষ্ট ইউটিউব ব্যক্তিত্ব মিস্টার বিস্ট। তিনি টেবিল থেকে উঠে যাওয়ার পর টিপ পেয়ে অ্যালাইনার সম্পূর্ণ প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করার জন্য রেস্তোরাঁয় দুজনকে নিয়োগও করেছিলেন বিস্ট। কিছুক্ষণ পরই রেস্তোরাঁয় ঢোকেন বিস্ট এবং তাঁর দুই সঙ্গী। তাঁদের মুখে ঘটনা জানতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অ্যালাইনা। তিনি বললেন, ছোট্ট

১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!‌ গ্রেপ্তার একুশের যুবক

Image
এক যুবকের বিকৃত যৌন লালসার শিকার হতে হল ১০০ বছরের এক বৃদ্ধাকে!‌ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন নির্যাতিতার আত্মীয়রা। তাকে গ্রেপ্তার করেছে পুলিস। চাকদহের চাকুরিয়া গঙ্গাপ্রসাদপুরে থাকেন অশীতিপর ওই বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সুযোগে তাঁর ঘরে ঢোকে বছর একুশের এক যুবক। সে আবার ওই বৃদ্ধারই প্রতিবেশী। ঘরে ঢুকে ঠাকুমার বয়সী ওই মহিলাকে যুবকটি ধর্ষণ করে বলে অভিযোগ। বৃদ্ধার আর্ত চিৎকারে ছুটে আসেন অন্য প্রতিবেশীরা। তাঁরা দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযুক্ত যুবককেও হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। বৃদ্ধার প্রতিবেশী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ১০০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চাকদহের চাকুরিয়ার গঙ্গাপ্রসাদপুরে। কেন এমন কাণ্ড ঘটাল বছর একুশের ওই যুবক? তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা কে এই নাগেশ্বর রাও জানুন

Image
কলকাতা: সিবিআইয়ের গৃহযুদ্ধ ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ৷ সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে নিয়োগ করা হলো এম নাগেশ্বর রাও কে৷ ছুটিতে পাঠানো হল প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মা ও সংস্থার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাসহ একাধিক অফিসারকে৷ কে এই নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা নাগেশ্বর রাও? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর পদে ছিলেন এম নাগেশ্বর রাও। এই নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর ওডিশা ক্যাডারের ১৯৮৬ সালের আইপিএস ব্যাচ। ২০১৫ সালে সিবিআইয়ে যোগ দেন তিনি। চেন্নাইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। এর দু বছর পর তাঁকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়। তিনি ওডিশার বিভিন্ন জেলায় এসপি পদেও কাজ করেছেন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকত্তোর পাশ করে নাগেশ্বর রাও গবেষণা করছিলেন মাদ্রাজ আইআইটিতে৷ ১৯৮৬ সালে ওডিশা ক্যাডার থেকে আইপিএস হন। তার পরেই চেন্নাইয়ে সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর হিসাবে কাজে যোগ দেন। বেশ কয়েকটি হেভিওয়েট মামলার তদন্তভার রয়েছে তাঁর উপর। সিবিআইয়ের গৃহযুদ্ধের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)সুপারিশ

তান্ত্রিক শ্বশুড়ের লালসার শিকার পুত্রবধু

Image
কলকাতা: তান্ত্রিক শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনের প্রমোদগর এলাকায়৷ শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ ও পাশবিক অত্যাচারের অভিযোগ পুত্রবধূ৷ পলাতক অভিযুক্ত৷ ২০১৬ সালে পুলিশ তান্ত্রিক ভরত চন্দ্র মণ্ডলকে পকসো আইনে গ্রেফতার করেছিল৷ ধর্ষণেরই অভিযোগ ছিল তান্ত্রিকের বিরুদ্ধে৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ৷ যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হবে বলে জানাল পুলিশ৷ প্রেম করে বিয়ে৷ দীর্ঘদিন প্রেম করার পর সম্প্রতি নিউটাউনের প্রমোদগরের বাসিন্দা জগন্নাথ মন্ডলের সঙ্গে ক্যানিংয়ের বাসিন্দা বর্তমানে বাগুইআটির অর্জুনপুর এলাকায় বসবাসকারী তরুণীর বিয়ে হয়৷ স্বামী, শ্বশুড়, শাশুড়ী ও ননদকে নিয়ে ভালই ছিল গৃহবধু৷ কিন্তু বিয়ের চার মাসের মাথায় তান্ত্রিক শ্বশুরের লালসার  শিকার হতে হল তাকে৷ গৃহবধূর অভিযোগ, মঙ্গলবার সকালে তার স্বামী, ননদ ও শ্বাশুড়ীকে বেড়াতে পাঠিয়ে দেন তান্ত্রিক শ্বশুর ভরত চন্দ্র মন্ডল। বাড়িতে তিনি আর শ্বশুড় ছিলেন। স্নান শেষে ঘরের মধ্যে যখন পোশাক পরিবর্তন করার সময়ই আচমকা ঘরের মধ্যে ঢুকে পড়েন শ্বশুড়। দরজা বন্ধ করে দিয়ে নানা অছিলায় ধর্ষণ করার চেষ্টা করে। রাজি না হওয়ায় জোর করে

ছেলের জন্য টাকা নিয়ে বাড়ি ফেরা হল না! মুর্শিদাবাদের পথে মৃত্যু প্রৌঢ়ের

Image
বাড়ি ফেরা হল না মুর্শিদাবাদের বাসিন্দা তাসের সর্দারের। বছর ষাটের তাসের সর্দার ফিরছিলেন কেরল থেকে। একটি ট্রেন থেকে নেমেই তাড়াতাড়ি অন্য ট্রেন ধরতে ছুটছিলেন তিনি। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে, কোলাঘাটের বাসিন্দা কালাকান্ত সিং-এরও। বিভিন্ন জেলা থেকে যেভাবে সবাই কাজের সন্ধানে দক্ষিণের রাজ্যে যান, ঠিক সেইভাবেই কাজের সন্ধানে কেরল গিয়েছিলেন মুর্শিদাবাদের নশীপুরের বাসিন্দা সামিরুল সর্দার। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের নির্দেশে ফিরে আসতে বাধ্য হন। বাড়ির একমাত্র রোজগেরে বসে যাওয়ায় সংসারের হাল ধরতে নামেন বছর ষাটের তাসের সর্দার। মাস দুয়েক আগে তিনিই কাজের সন্ধানে কেরল গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে, কেরল থেকে আসা ট্রেন থেকে নামার পর তাড়া ছিল বাড়ি ফেরার। কেননা ট্রেন লেট করার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেতে পারে, এই আশঙ্কা ছিল তাসের সর্দারের। একইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রীরা থাকায় হুড়োহুড়ি পড়ে যায় ব্রিজে। সেখানেই পদপিষ্ট হন মুর্শিদাবাদের এই প্রৌঢ়।

নতুন 4G স্মার্টফোন কিনলে ২০০০ টাকা ক্যাশব্যাক পাবেন এয়ারটেল গ্রাহকরা

Image
এতদিন জিও সব গ্রাহককে নতুন স্মার্টফোন কিনলে ক্যাশব্যাক অফার দিত। এবার সেট পথে হাঁটা শুরু করল এয়ারটেল। কোম্পানির গ্রাহকরা নতুন 4G স্মার্টফোন কিনলে ২,০০০ টাকা ক্যাশব্যাক দেবে এয়ারটেল। কোম্পানি জানিয়েছে যে কোন গ্রাহক নতুন 4G হ্যান্ডসেট কিনলে এই সুবিধা পাবেন। নতুন 4G হ্যান্ডসেট কেনার পরে কুপন হিসাবে ক্যাশব্যাক পাওয়া যাবে। মাই এয়ারটেল অ্যাপ এর মাই কুপন বিভাগে এই কুপনগুলি দেখা যাবে। ৫০ টাকার মোট ৪০টি কুপন পাওয়া যাবে। পরে মাই এয়ারটেল অ্যাপ থেকে প্রি-পেড রিচার্জ ও পোস্টপেড বিল পেমেন্টে এই কুপন ব্যবহার করে ছাড় পাওয়া যাবে। আগামী ৩১ অক্টোবরের আগে নতুন 4G স্মনার্টফোন কিনলে এই সুবিধা পাওয়া যাবে। ১৯৯ টাকা, ২৪৯ টাকা, ৪৪৮ টাকা প্রিপড রিচার্জ আর ৩৯৯ টাকা বা তার বেশি বিল পেমেন্ট করলে এই কুপন ব্যবহার করা যাবে। মাই এয়ারটেল অ্যাপ থেকে একবার রিচার্জ বা বিল পেমেন্টের সময় একটি কুপন ব্যবহার করা যাবে। পেমেন্টের সময় নিজে থেকেই এই কুপন রিডিম হয়ে যাবে। এর জন্য গ্রাহককে আলাদা কোন উপায় অবলম্বন করতে হবে না। সম্প্রতি কাস্টমার লয়্যালিটি প্রোগ্রাম #AirtelThanks লঞ্চ করেছে এয়ারটেল। এই প্রোগ্রামে গ্রাহকদের একাধিক সুবিধা দ

নিয়ন্ত্রণরেখায় জঙ্গি-সংঘর্ষে ৩ জওয়ানের মৃত্যু, পাক হাই-কমিশন কর্তাকে তলব করে নিন্দা-প্রতিবাদ ভারতের

Image
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে রবিবার পাক জঙ্গিদের গুলিতে তিন জওয়ানের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানাল ভারত। মঙ্গলবার, পাক হাই কমিশনের এক শীর্ষ আধিকারিককে তলব করে ক্ষোভপ্রকাশ করে কঠোর নিন্দা করে ভারতীয় বিদেশমন্ত্রক। এদিন এক বিবৃতি প্রকাশ করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানের এধরনের উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। জঙ্গি প্রবেশে ক্রমাগত মদত করে যে ভাবে সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে পাকিস্তান, তাতে ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত তাদের দাবি যে পুরোপুরি ভাঁওতা, তা প্রমাণিত হচ্ছে। গত রবিবার, জম্মু ও কাশ্মীরের সুন্দরবনী সেক্টরে রবিবার পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান তিন ভারতীয় জওয়ান। এদিন পাক হাই কমিশন আধিকারিকের কাছে লিখিত ভাষায় তীব্র ক্ষোভপ্রকাশ করে ভারত। পাক হাই-কমিশনকে দেওয়া চিঠিতে এ-ও বলা হয়, যে ২ জন পাক অনুপ্রবেশকারী ভারতীয় বাহিনীর গুলিতে খতম হয়েছে, তাদের দেহ যেন ইসলামাবাদ নিজেদের হেফাজতে নেয়। এদিন বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি হয়। কিন্তু, বারবার বলা সত্ত্বেও নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রতিনিয়

শিক্ষা প্রতিষ্ঠানে গীতা-রামায়ণ নয়, জানাল কাশ্মীর সরকার

Image
চাপের মুখে নতিস্বীকার! স্কুল-কলেজের লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত গীতা ও রামায়ণ রাখার নির্দেশ দিয়েও পিছিয়ে এলো জম্মু-কাশ্মীর সরকার। সোমবার যে নির্দেশিকা জারি করেছিল প্রশাসন, সমালোচনার মুখে পড়ে মঙ্গলবারই সেই নির্দেশিকা বাতিল করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির শিক্ষা দপ্তর। সোমবার জম্মু-কাশ্মীর সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও সরকারি লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা রাখতে হবে। এই বিশেষ উদ্যোগে সাহায্য করবে জম্মু-কাশ্মীর সরকার। সেজন্য রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং গ্রন্থাগার ও সংস্কৃতি দপ্তরের উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা কিনবে৷ এই নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়৷ জম্মু-কাশ্মীরের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের সরকারি স্কুল-কলেজে গীতা ও রামায়ণ রাখা বাধ্যতামূলক করায় সমালোচনা করেন ওমর আবদুল্লা৷ তাঁর অভিযোগ, এই নির্দেশিকার মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকে ছোট করতে চাইছে সরকার৷ টুইট বার্তায় নিজের ক্ষোভ উগড়ে সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ওমরের সমালোচনার পর মঙ্গলবার হঠাৎ করেই সেই নির্দেশিকা তুলে নি

২৫০ ফুট নীচে পড়ল গাড়ি, সিকিমে দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

Image
মৃত বিভাসকান্তি পাঠক (বাঁ দিকে) ও ব্রজেন্দ্রনাথ পাঠক। পাহাড়ের রাস্তা থেকে গাড়ি পিছলে প্রায় আড়াইশো ফুট নীচে গিয়ে পড়ায় মারা গেলেন একই পরিবারের ৫ জন। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ পশ্চিম সিকিমের নামচি ঘুরে কালুকের দিকে যাচ্ছিলেন তাঁরা। নয়াবাজার থেকে ঋষিবাজার হয়ে কালুকের পথে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। ঋষিবাজার পেরোনোর পরেই রঙ্গিত নদীর ধারের জঙ্গলে পড়ে যায় গাড়িটি। হাবরার মসলন্দপুরের চিকিৎসক বিভাসকান্তি পাঠক (৪২) তাঁর আত্মীয় স্বজনদের নিয়ে গিয়েছিলেন সিকিম ঘুরতে। দুর্ঘটনায় বিভাস মারা গিয়েছেন। মারা গিয়েছেন তাঁর বাবা ব্রজেন্দ্রনাথ পাঠক (৭১), মা আশালতাদেবী (৬১), জ্যাঠতুতো দিদি লিলি পাঠক (৫২) এবং মামা নীহারেন্দু বিশ্বাস (৫৭)। লিলির স্বামী তুষারকান্তি পাঠক, তাঁদের আর এক আত্মীয় প্রতাপ বিশ্বাস ও গাড়ির চালক অসীম রাই গুরুতর আহত। সিকিম থেকে ৫ জনের দেহ নিয়ে পর্যটক দলের বাকিরা শিলিগুড়ি পৌঁছন রাত পৌনে ১২টা নাগাদ। এই ৫ জনের ময়নাতদন্ত হয়েছে সিকিমের গেজিং হাসপাতালে। পর্যটকদের পরিজনেরা অপেক্ষা করছিলেন শিলিগুড়ির মৈনাক লজে। রাত সাড়ে বারোটা নাগাদ দু'টি ছোট গাড়ি নিয়ে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন। দেগ

রাত আটটা থেকে দশটা পর্যন্তই বাজি পোড়ানো যাবে, রায় সুপ্রিম কোর্টের

Image
মেয়াদ ঠিক দু'ঘণ্টার। রাত আটটা থেকে দশটা। দিওয়ালি ও অন্য উৎসবে এ বার থেকে ঘড়ি ধরেই পোড়াতে হবে বাজি। তা-ও সব ধরনের শব্দবাজি কিংবা আতসবাজি নয়। কম দূষণযুক্ত, পরিবেশবান্ধব বাজি গ্রিন ক্র্যাকারেরই ছাড় থাকছে। বিভিন্ন উৎসবে লাগামছাড়া দূষণ আটকাতে দেশে বাজি তৈরি, বিক্রি ও ব্যবহারে আজ ব্যাপক নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রায় দিয়েছে, দিওয়ালি, অন্য উৎসব ও বিয়েতে বাজি পোড়ানো যাবে রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত। ইংরেজি নববর্ষ ও বড়দিনে রাত ১১টা ৫৫ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত। শুধু কম দূষণযুক্ত বাজিই পোড়ানো যাবে। ২০০৫ সালের জুলাইয়ের রায়ে বেধে দেওয়া দূষণের মাত্রা মেনেই শব্দবাজি তৈরি করতে হবে। নিষিদ্ধ কালীপটকার চেন। বিচারপতিরা জানিয়েছেন, শুধু লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন। অনলাইনে বিক্রি চলবে না। যদি কোনও ই-কমার্স ওয়েবসাইট বাজি বিক্রি করে, তারা আদালত অবমাননার দায়ে পড়বে। আর কোথাও নিষিদ্ধ বাজি বিক্রি হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা পুলিশের এসএইচও-দের দায়বদ্ধ থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। ফলে রাজধানীর জন্

পণের দাবিতে স্ত্রীকে অত্যাচার, গ্রেফতার প্রাথমিক শিক্ষক

Image
রায়গঞ্জঃ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রীকে বেধক মার প্রাথমিক শিক্ষকের। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম রতন মজুমদার। রায়গঞ্জ থানার রাঙ্গাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মঙ্গলবার দুপুরে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বেধড়ক মারধর করে ওই শিক্ষক। এদিন ওই শিক্ষকের স্ত্রী রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের স্ত্রী জানান, এক বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। আজ বিষয়টি অনেক বাড়াবাড়ি হয়ে যাওয়ায় থানায় অভিযোগ করেন নির্যাতীতা।

ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর আর্জি নাকচ, মামলাকারী আইনজীবীকে জরিমানা সুপ্রিম কোর্টের

Image
নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর আর্জি নিয়ে একটি পিআইএল দাখিল করা হয়েছিল। সেই পিআইএল-এ পুরুষদের বিয়ের বয়স একুশ বছর থেকে কমিয়ে ১৮ করার আর্জি জানানো হয়। সেই আর্জিই নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর মামলাকারী আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা পর্যন্ত করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগোই এবং বিচারপতি এস.কে কাউলের ডিভিশন বেঞ্চ আইনজীবী অশোক পাণ্ডের করা মামলা শুনতে রাজি হননি। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই আর্জির কোনও সামাজিক গুরুত্ব নেই। আর্জিতে ওই আইনজীবীর বক্তব্য ছিল, একজন পুরুষ যদি ১৮ বছরে ভোটাধিকার পেয়ে যায়, তাহলে বিয়ে কেন করতে পারবে না?  প্রসঙ্গত, এই পিটিশন হিন্দু বিবাহ আইনের তিনটি ধারাকে চ্যালেঞ্জ করছে। শিশু বিবাহ রোধ আইন, বিশেষ বিবাহ আইন এবং হিন্দু বিবাহ আইনকেই চ্যালেঞ্জ জানিয়েছে পাণ্ডের পিটিশন।

স্টেশনে একসঙ্গে ৮টি ট্রেন, প্রবল ঠেলাঠেলিতে সাঁতরাগাছিতে পদপিষ্ট, মৃত ২

Image
বছর খানেক আগে মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে দুর্ঘটনার কথা মনে করিয়ে দিল মঙ্গলবার সন্ধ্যার সাঁতরাগাছি স্টেশন। একসঙ্গে ৮টি ট্রেন আসার পর প্রবল ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে এ দিন প্রাণ হারালেন দু'জন। এক জন মুর্শিদাবাদের বাসিন্দা তাশার সর্দার (৬৩), আর একজন পূর্ব মেদিনীপুরের কমলাকান্ত সিংহ (৪২)। আহত ১৩ জন। তাঁদের মধ্যে ৩ জন মহিলা, ৯ জন পুরুষ এবং বছর দশেকের এক শিশু রয়েছে। সাঁতরাগাছি রেল স্টেশনে প্ল্যাটফর্ম ছ'টি। কিন্তু ফুটব্রিজ দু'টি এবং মূল ফুটব্রিজ সংকীর্ণ। এ দিন সেখানেই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫২ মিনিটের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে ৮ টি ট্রেন এসে পড়ে। সেই ঘোষণা শুনে তড়িঘড়ি ট্রেন ধরতে গিয়ে ফুট ওভারব্রিজে যাত্রীদের মধ্যে প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। এক দিকে দূরপাল্লার ট্রেন থেকে নেমে আসা যাত্রীরা যখন স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছেন তখনই অন্য প্ল্যাটফর্মে যাত্রীরা লোকাল এবং এক্সপ্রেস ট্রেন ধরতে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসার চেষ্টা করেন। মূলত এক থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে মূহূর্তের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা

ইরানে আটকে রাজ্যের ১২

Image
হুগলি : ইরানে গিয়ে আটকে পড়েছে এরাজ্যের ১২ জন যুবক। সোনার গয়না তৈরির কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়াতেই বিপাকে পড়েছে তারা। আট মাস আগে ইরানের চাঁপাহারে গিয়েছিল হুগলির পাণ্ডুয়ার পাঁচজন সহ ১২ জন। এরা সকলেই ইরানে সোনার কাজ করতে গিয়েছিল। এখন টাকার অভাব ও সরকারি সাহায্যের আশায় দিন গুনছে তারা। আট মাস আগে কোটালপুরের শেখ গিয়াসউদ্দিন নামে এক যুবক বাকি যুবকদের সোনার কাজের জন্য ইরানে নিয়ে যায়। তিনমাস আগে হঠাৎই সোনার কাজ বন্ধ হয়ে যায়। মালিকপক্ষ কোনও কিছু না জানিয়ে বন্ধ করার ফলে বিপদে পড়ে ১২ জন ভারতীয়। মালিকের কাছে টাকা না পাওয়ায় আর্থিকভাবে সমস্যায় পড়ে তারা। অভিযোগ, বর্তমানে পাসপোর্ট আটকে রেখেছে মালিকপক্ষ। এর ফলে বিপদে পড়েছে পাণ্ডুয়ার শেখ রহিম আলি, শেখ গিয়াসউদ্দিন, সইদুল ইসলাম ও সাইফুল হাসানরা। রহিমের বাবা আজ়হার আলি বলেন, "সরকার আমার ছেলেকে ফিরিয়ে আনুক। কী পরিস্থিতির মধ্যে আছে বুঝতে পারছি না। আমি ও আমার পরিবার প্রচণ্ড ভয়ে আছি। এই অবস্থায় কী করব নিজেরাই জানি না। ফোনে এক বার কথা হয়েছে। কিছু টাকার আশায় ছেলে ওখানে গিয়েছিল। কিন্তু, কম্পানি বন্ধের ফলে মাইনের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে। ভারতে ফেরার টাক

সাঁতরাগাছি দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা রেলের

Image
 কলকাতা: সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনা৷ স্টেশনে একই সঙ্গে তিনটি ট্রেন আসায় ঘোষণায় হুড়োহুড়ি৷ পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের৷ আহত ১২ জন৷ দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা করল রেল৷ দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ রেলের তরফে এক প্রেস বিবৃতীতে জানানো হয়েছে সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কালাকান্ত সিং ও তাসের সর্দারের৷ বছর ৩২এর কালাকান্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রায়ন অঞ্চলের বাসিন্দা৷ মৃত তাসের সর্দারের বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকার নাসেরপুরে৷ মৃত দুজনের পরিবারকেই পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল৷ মঙ্গলবারের দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন৷ এরা হলেন, গৌরী হেম্ব্রম, অর্ণা সাউ, আকাশ সাউ, সেখ রাহুল আমিন, অমরেন্দ্রনাথ দত্ত, অনীশ সোম, শেখ আক্রামুল হক, গৌরনিতাই সাহা, শিল্পা ওঁরাও, হনুমন্ত সাউ, কিরণ সাউ ও আশিস সাঁতরা৷ এদের মধ্যে জু'জন শিশু রয়েছেন৷ আহত ১২জনই ভরতি হাওড়া জেলা হাসপাতালে৷ এদের মধ্যে বেশি আহতদের মাথাপিছু এক লক্ষ টাকা ও কম আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ৷ এদিন সাঁতরাগাছি স্টেশনে যান মুখ্যমন্ত্রী৷ দুর্ঘটন

কোজাগরী লক্ষ্মীপুজো: শারদ পূর্ণিমার কোন সময়ে আরাধনা হবে দেবীর !জেনে নিন

Image
দুর্গাপুজোর শেষ হলেও উৎসবের আবহে মাতোয়ারা গোটা রাজ্য। রাত পোহালেই লক্ষ্মীপুজো ঘিরে উৎসবে মাতবে বাঙালি। শারদ পূর্ণিমার বিশেষ তিথিতে আয়োজিত হবে পুজো। দেখে নেওয়া যাক, কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি। শারদ পূর্ণিমা শরৎকালের পূর্ণিমাকে বলা হয় 'অমৃত বরখা'। নবদম্পতিদের জন্য এই শরৎপূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় । আর এমন দিনে দেবীর জন্য় ভোগ রান্না করা অত্যন্ত শুভফলদায়ী বলে মনে করেন অনেকে।     কোজাগরী পূর্ণিমার মুহূর্ত রাতে পুজোর সময় ১১টা ৪০ মিনিট থেকে ১২ ছ৩২ মিনিট পর্যন্ত। মূলত ৫১ মিনিট ধরে চলবে পুজো। পুজোর তিথির সময় শুরু হবে রাত ১০:৩৬ থেকে চলবে পরের দিন রাত ১০:১৪ মিনিট পর্যন্ত।     লক্ষ্মীপুজোর প্রাসঙ্গিকতা শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে বিশেষ রীতি পালিত হয়। এমন দিনে লক্ষ্মীপ পাঁচালি পাঠের পাশাপাশি, ধানের ছররার বিশেষ আল্পনা দেওয়ার রীতি পালিত হয় প্রায় সমস্ত বাঙালি বাড়িতে। লক্ষ্মীপুজোর দিন পালনীয় কিছু রীতি কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে কোনও মতেই লোহার বাসনে দেবীকে প্রসাদ অর্পণ করা যাবে না। পাশাপাশি, পুজোতে তুলসী পাতা ব্যবহার যাতে না হয় সেদিকেও নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এবার ১ নভেম্বর থেকে সারা দেশজুড়েই চালু হচ্ছে রেলের অনলাইনে অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা

Image
নয়াদিল্লি: টিকিটের জন্য রেল স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন এবার অতীত হতে চলেছে।  রেলওয়ের ইউটিএস মোবাইল অ্যাপে অসংরক্ষিত টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা আগামী ১ নভেম্বর থেকেই দেশজুড়ে চালু হচ্ছে। রেলের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। এই ব্যবস্থা চার বছর আহে চালু হলেও মুম্বই ছাড়া অন্যত্র যাত্রীদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। উল্লেখ্য, মুম্বইতেই প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল। কারণ, সেখানে প্রচুর যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। মুম্বইয়ের পর দিল্লি-পালওয়াল এবং চেন্নাইতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এখন পর্যন্ত রেলের ১৫ টি জোনে এই ব্যবস্থা চালু হয়েছে। বাকি রয়েছে দুটি জোন-নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। দুরপাল্লার যাত্রীরাও এই ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটতে পারেন। রেলের পদস্থ আধিকারিক বলেছেন, ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য আরও বেশি মানুষকে উত্সাহিত করার চেষ্টা হচ্ছে। ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই অ্যাপের উপযোগিতা মানুষ বুঝতে পারবেন বলে আশাবাদী রেল। নির্দিষ্ট কিছু জোন অ্যাপের অংশ না হওযায় অনেক যাত্রীই এই অ্যাপের ব্যবহার করতে পারেন না। ওই জোনগুলির অন্তর্