৩৫ হাজার কোটি খরচে দেশের রেল ব্যবস্থার ভোল বদলাবে কেন্দ্র


নয়াদিল্লিঃ সারা দেশজুড়ে জালের ন্যায় ছড়িয়ে রয়েছে রেল ব্যবস্থা। সেই সমস্ত রেললাইনগুলির বৈদ্যুতীকরণ করা হবে। এমনটাই জানালেন রেলওয়ে বোর্ডের সদস্য ঘনশ্যাম সিং। তিনি বলেন, বৈদ্যুতিন শক্তি অনেক বেশি সস্তা। বৈদ্যুতীকরণের এই পরিকল্পনার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। তিনি আরও বলেন, 'রামেশ্বরম-মাদুরাই সেকশনকে বৈদুতীকরণের পরিকল্পনা করছি। যেখানে ১৬১ কিমি বৈদ্যুতীকরণের জন্য খরচ পড়বে ১৫৮ কোটি টাকা।' আরও একটি বৈদ্যুতিন কান্টিলিভার ব্রিজ তৈরির কথা ভাবা হচ্ছে৷ সেজন্যই রেলমন্ত্রক প্রথমে পুরোনো ব্রিজটির বৈদ্যুতীকরণের সিদ্ধান্ত নিয়েছে৷