Posts

Showing posts from July 18, 2018

কাউন্টারের ভিড়ে নয়, ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটুন অ্যাপে! জানুন কীভাবে?

Image
ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এবার ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে অ্যাপের মাধ্যমেই। সম্প্রতি UTS বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অ্যাপ লঞ্চ করেছে দক্ষিণ-পূর্ব রেল।  প্ল্যাটফর্ম থেকে কমপক্ষে ২০ মিটার দূরত্বের মধ্যে থেকে এই টিকিট কাটা যাবে। অর্থাৎ, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা ট্রেনে বসে টিকিট টাকা যাবে না। এবং টিকিট কাটার তিন ঘণ্টার মধ্যে চাপতে হবে ট্রেনে। UTS থেকে ট্রেন ও প্ল্যাটফর্মের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।   কিন্তু, UTS ব্যবহার করে কীভাবে টিকিট কাটবেন?  ১) প্রথমে UTS অ্যাপ ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS স্মার্টফোনে ডাউনলোড করা সম্ভব।  ২) অ্যাপ ওপেন করার পর রেজিস্টার করতে হবে।  ৩) মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ৪) অ্যাপের R-ওয়ালেট রিচার্জ করুন। কমপক্ষে ₹১০০ এবং সর্বোচ্চ ₹১০ হাজার পর্যন্ত রিচার্জ করা যাবে।  ৫) 'টিকিট বুক সেকশনে' যান। এবার 'সাধারণ বুকিং'-এ ক্লিক করুন। এরপর 'বুক ও ট্রাভেল (পেপারলেস)'-এ ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর 'বুক টিকিট'এ ক্লিক করুন।  ৬) ট্রেনে প

নুন্যতম ১৮ হাজার টাকা বেতন দিতেই হবে! বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Image
তিরুবন্তপুরম: রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে নয়া নির্দেশিকা জারি করল কেরল সরকার৷ কর্মীদের অনুপ্রাণিত করতে শ্রমনীতিকে একেবারে নতুনভাবে সাজানো হচ্ছে৷ যেখানে কর্মীদের দৈনিক সর্বনিম্ন মজুরি ধার্য করা হয়েছে ৬০০ টাকা৷ সঙ্গে জানান হয় আকস্মিক বন্ধকে কোনভাবেই সমর্থন করা হবে না৷ কর্মস্থানকে মহিলাদের জন্য নিরাপদ এবং সুরক্ষিত বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়৷ মহিলা কর্মীদের জন্য রয়েছে একাধিক শ্রমআইন৷ সেগুলির সঠিক বাস্তবায়নকে সুনিশ্চিত করবে সরকার৷ কর্মরতা মহিলাদের সন্তান প্রতিপালনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷ শিশুশ্রমের সমাপ্তি ঘটনো নয়া নির্দেশিকাটির মূল উদ্দ্যেশ্য৷ বেশিরভাগ কাজের সেক্টরগুলিতে সর্বনিম্ন মজুরির তালিকা প্রকাশ করা হয়েছে৷ কেরলের শ্রমমন্ত্রী বলেন, সাধারণ কর্মীদের জন্য দৈনিক ৬০০ টাকা বরাদ্দ করেছে সরকার৷ অর্থাৎ মাসে ৬০০ x ৩০= ১৮ হাজার টাকা দিতেই হবে কোনও সংস্থাকে। কর্মীদের সহায়তায় বেশ কিছু নতুন আইন এবং পুরনো আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বেসরকারি সেক্টরগুলিতে কর্মীদের সর্বনিম্ন মজুরি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷ বিষয়টি নিয়ে শ্রম বিভাগ গবেষণায় উঠে এসেছে বেশ ক

সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করলেন বাবা-মা! কারণ শুনলে তাজ্জব হবেন আপনিও

Image
ময়নাগুড়ি: এর আগে পাঁচ সন্তান রয়েছে ৷ তাঁদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ এর মধ্যেই আরেকটি কন্যাসন্তান আসে দম্পতির জীবনে ৷ ফুটফুটে একটি কন্যশিশুর জন্ম দেন ময়নাগুড়ির সাপ্টিবাড়ির দীলিপ চক্রবর্তীর স্ত্রী৷ এরপরই সেই সদ্যোজাত কন্যাসন্তানটিকে খুন করেন তাঁরা ৷ এমনই মারাত্মক খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কিন্তু বাবা-মা হয়ে নিজের কন্যাসন্তানকে খুন করলেন কেন তাঁরা? কী কারণ রয়েছে এই দুধের শিশুটিকে মেরে ফেলার পিছনে? পুলিশি জেরার মুখে ধৃত দীলিপ চক্রবর্তী জানিয়েছেন, এতদিন পর আবার সন্তান এল ৷ এদিকে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা কী ভাববেন! সেই লজ্জার হাত থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা ৷ আর এইখুনের জন্য আগে থেকেই পরিকল্পনা নিয়েছেন বলেও স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ৷ জানা গিয়েছে, পরিকল্পনা করেই সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে আত্মীয়র বাড়িতে এসেছিলেন তিনি।গত শনিবার রাতে কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। এরপর রবিবার রাতে স্ত্রী শ্বাসরোধ করে মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন। আধমরা অবস্থায় পড়েছিল সদ্যজাত কন্যা।এরপর নিজে গলা কাপড় দিয়ে চেপে মেয়েকে খুন করেন। তা

প্রতিশোধ নিতে মিড ডে মিলে বিষ মেশাল সপ্তম শ্রেণির ছাত্রী

Image
লখনউ: মিড ডে মিলে বিষ মিশিয়েছে ক্লাস ৭ এর ছাত্রী ? খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়াল গোরক্ষপুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ জানা গিয়েছে, এপ্রিলে মেয়েটির ভাইয়ের স্কুলেই মৃত্যু হয় ৷ অন্য এক ছাত্রকে তাকে ইট দিয়ে মারায় মৃত্যু হয় তার ভাইয়ের ৷ ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই মিড ডে মিলে বিষ মেশানোর চেষ্টা করে মেয়েটি বলে অনুমান করা হচ্ছে ৷ মিড ডে মিলে বিষ মেশানোর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ রাঁধুনি জানিয়েছেন যে সপ্তম শ্রেণির ছাত্রীকে খাবারের কিছু একটা মেশাতে দেখেন ৷ সন্দেহ হয় বিষ মিশিয়েছে ৷ এরপর খাবারের নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ খাবারটি কোনও ছাত্র-ছাত্রীকে খেতে দেওয়া হয়নি ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সঙ্গে সঙ্গে হাসপাতাল ও চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ পুলিশি জেরায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেয়েটি ৷

মোবাইলে ইন্টারনেট চালু করল কিউবা

Image
মোবাইলে ইন্টারনেট ব্যবহারে অনুমতি দিল কিউবার কমিউনিস্ট সরকার। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কিউবার সরকারি সংবাদসংস্থার কর্মীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। কিউবার টেলিকম সংস্থা ইটিইসিএসএ-র তরফে জানানো হয়েছে, পরবর্তীকালে প্রায় ৫০ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট প্রদান করা হবে। কিউবার জনসংখ্যার অর্ধেক নাগরিক ২০২০ সালের মধ্যে এই আওতায় পড়বে বলে দাবি টেলিকম সংস্থার। বছর উনচিল্লশের কিউবার সংবাদিক ইউরিস নরিদো বলেন, "এর ফলে আমাদের কাজ করার ধরণ আমূল বদলে যাবে। এখন বিশ্বের সব খবর সবার আগে  থাকতে পারব আমরা।" তবে জানা যাচ্ছে বেশ কিছু সংস্থা তাদের বাণিজ্যিক ক্ষেত্রেও মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারে। প্রায় পাঁচ দশক ধরে কিউবার কমিউনিস্ট সরকার তথ্য সংরক্ষণে বরাবর কড়া পদক্ষেপ করেছে। অবাধ ইন্টারেনট ব্যবহার প্রশাসনিক কাজকর্মে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে বলে মনে করত ফিদেল এবং রাউল কাস্ত্রোর সরকার। তবে রক্ষণশীল মনোভাব থেকে বেরিয়ে বর্তমান প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল অত্যাধুনিক প্রযুক্তির উপরই বেশি জোর দিচ্ছেন। আর্থিক এবং বাণিজ্যিক পরিসর বৃদ্ধির জন্য অবাধ ইন্টারনেটে গুরুত্ব দিতে চাইছ

মোদির সভা : প্যান্ডেল ভেঙে পড়ায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু

Image
মেদিনীপুর : কৃষককল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা চলাকালীন দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে লোহার কাঠামো। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আঘাত ও গুরুতর আঘাতের মামলাও রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। আয়োজক, প্যান্ডেল তৈরির ঠিকাদার ও ডেকরেটর্সের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার দায় রাজ্য পুলিশের উপর চাপিয়েছেন BJP-র রাজ্যস্তরের নেতারা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই প্রধানমন্ত্রীর সভায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন অনেকেই ওই কাঠামোর উপর উঠে পড়েন। তার জেরেই ভেঙে পড়ে কাঠামোটি। পুলিশ উপস্থিত থাকলেও, তাদের ভূমিকা কার্যত নীরব দর্শকের মতো ছিল বলে দাবি BJP-র জেলা সভাপতি সমীক দাসের। BJP নেতা সায়ন্তন বসুও পুরো ঘটনার দায় জেলা পুলিশ ও প্রশাসনের উপরই চাপিয়েছেন।  যদিও এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে দায়ি কারা, তা জানতে গতকালই মেদিনীপুরের সার্কিট হাউজ়ে যায় কেন্দ্রীয় সরকারের তিন সদস্যের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব আরতি ভাটনগর। অন্য দু

২৪ ঘণ্টার মধ্যেই জুভেন্তাসকে অর্ধেক টাকা ‘ফেরালেন’ রোনাল্ডো!

Image
মাত্র ২৪ ঘণ্টাই হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতালির তুরিনে পা রেখেছেন, এরই মধ্যে ৪২০ কোটি টাকা আয় করে ফেলল জুভেন্তাস। কীভাবে? শুনলে চমকে যাবেন।  ইতিমধ্যেই নাকি সিআর সেভেনের ৫ লাখ ২০ হাজার জার্সি বিক্রি করেছে ইতালির ক্লাব জুভেন্তাস। জার্মান সংস্থা অ্যাডিডাস, যারা জুভেন্তাসের সরকারি স্পনসর, কেবল তারাই এক ঘণ্টায় বিক্রি করেছে ২০ হাজার জার্সি। সবগুলোই বিক্রি হয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের স্টোর থেকে। মাঠের বাইরেও রোনাল্ডো যে  ক্যারিশ্মাটিক, তার প্রমাণ মিলল, এমনটাই মত সিআর সেভেন  সমর্থকদের। ২০১৬ সালে মোট ৮ লাখ ৫০ হাজার জার্সি বিক্রি করেছিল জুভেন্তাস। ১২০ বছর পুরনো এই ক্লাব এবার সেই রেকর্ড ছাপিয়ে অবিশ্বাস্য কিছু করবে, এমনটাই অনুমান করেছিলেন ক্লাব কর্তারা। জুভেন্তাসের এক একটি জার্সির দাম ১০৪ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ৮ হাজার টাকার উপরে। রেপ্লিকা হলে তার দাম ৪৫ ইউরো, অর্থাত্ সাড়ে ৩ হাজার টাকা। রিয়েল তারকার জুভেন্তাসে আসার খবর পাকা হওয়ার পর দিনই আসল এবং রেপ্লিকা মিলিয়ে ৫.৪ লাখ ইউরো আয় হয়েছে তুরিনের এই ক্লাবের। উল্লেখ্য, পর্তুগিজ তারকাকে নিজেদের ক্লাবে সামিল করতে স্পেনের ক্ল

‘পুলিশ নিজেকে না শোধরালে এমনটাই হবে’ বিজেপি কর্মীদের পুলিশ পেটানোকে সমর্থন দিলীপ ঘোষের

Image
কলকাতা: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় পৌঁছনোর পথে খড়গপুরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রবল ঝামেলা হয় পুলিশকর্মীদের ৷ প্রধানমন্ত্রীর সভায় পৌঁছতে না পেরে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা । বাদ যাননি সিভিক ভলান্টিয়ারাও ৷ বিজেপি কর্মী সমর্থকদের এহেন আচরণের জন্য ক্ষমা প্রার্থনার বদলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলায় উল্টে শোনা গেল সমর্থনের সুর ৷ পুলিশের দিকে আঙুল তুলে উল্টে কর্মী সমর্থকদের হয়েও সওয়াল করলেন দিলীপ ঘোষ ৷ সাংবাদিকরা এদিন রাজ্য বিজেপি নেতাকে গতকালের পুলিশ পেটানোর ঘটনা নিয়ে প্রশ্ন করলে রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'যা হয়েছে ঠিক হয়েছে ৷ আমাদের ৪০০ বাস আটকে রাখে পুলিশ ৷ তার জন্যই কর্মীরা প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেনি ৷ পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করেছে ৷ বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে পুলিশ ৷ উল্টে পুলিশই কর্মীদের প্রলোভন দিয়েছে ৷ আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ৷ পুলিশ নিজেকে না শোধরালে এমনটাই হবে ৷ এধরনের ঘটনায় আমার কোনও দায় নেই ৷ পুলিশের মনোভাব বদলাতে হবে ৷' এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ঘটনায় পুলিশকে তৃণমূলের ক্যাড

Google Maps ব্যবহার করে তেলের খরচ কমাবেন কীভাবে?

Image
প্রায় রোজই বেড়ে চলেছে পেট্রল ডিজেলের দাম। এর ফলে গাড়ি বা বাইক নিয়ে বেরোনোর আগে মধ্যবিত্ত্বের কপালে ভাঁজ পড়ছে। গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার বেশি গাড়ি চালালের অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে। এই সময়ে অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে Google Maps। খুব সহজেই Google Maps এর মাধ্যমে যে কোন জায়তায় জাওয়ার সহজ ও দ্রুততম পথ খুব সহজেই জানা যাচ্ছে। এর ফলে গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো অনেকটা সহজ হয়ে গিয়েছে। আপনি কি জানেন নেভিগেশান সার্ভিস ব্যবহার করে গন্তব্যের দূরত্ব জানা যায়? এর ফলেই আপনি জেনে যেতে পারবেন কোন পথে গেলে সবথেকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এর মাধ্যমে যেমন যাত্রাপথে আপনার সময় বাঁচবে তেমনি তেলের খরচ অনেকটাই কমানো যাবে। আর খুব সহজেই তা জানা সম্ভব। নীচের পদ্ধতিতে গন্তব্যে যাওয়ার বিভিন্ন রাস্তার দূরত্ব জানতে পারবেন। কম্পিউটার থেকে স্টেপ ১। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে Google Maps ওপেন করুন। স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে যুম ইন রাইট ক্লিক করুন। স্টেপ ৩। এবার 'Measure Distance' সিলেক্ট করুন। স্টেপ ৪। এরপরে যেখানে যেতে চান সেই স্থানে ক্লিক করুন। একাধিক স্থানে যেতে হলে একাধিক পয়েন্তে ক্লিক করুন

দিলদার কর্নাটক সরকার, দামি iPhone পেলেন ৩৮ সাংসদ!

Image
সংযম এবং মিতব্যয়িতাকেই যেখানে তাঁর সরকারের ব্রত হিসেবে তুলে ধরতে চাইছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, সেখানে মঙ্গলবার অন্য পথে হাঁটলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী ডি কে শিবকুমার। কর্নাটকের ৩৮ সাংসদকে উপহার দিলেন এক লাখি iPhones।  iPhoneX উপহার পান ২৬ জন লোকসভা সাংসদ (তালিকায় নেই বিএস ইয়েদুরাপ্পা এবং বি শ্রীরামুলু। দু'জনেই পদত্যাগ করেছেন।) এবং ১২ জন রাজ্যসভা সাংসদ। এছাড়াও প্রত্যেক সাংসদকে ৫ হাজার টাকা মূল্যের একটি করে চামড়ার ব্যাগও দেওয়া হয় উপহারে। তবে দামি উপহার নিতে রাজি হননি বিজেপি-র সাংসদরা। উল্টে সরকারকে কাজে সংযম দেখানোর পরামর্শ দেন তাঁরা।  এই ঘটনা সমক্ষে আসে বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখরের একটি ট্যুইটে। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন কেন এভাবে কাবেরি সমস্যা নিয়ে আলোচনায় ডেকে সাংসদদের দামি ফোন উপহার দেওয়া হচ্ছে। পরে তিনি এইচডি কুমারস্বামীকে লিখিত অভিযোগও জানান। এবং অনুরোধ করেন সাধারণ মানুষের টাকা এভাবে অপচয় না করতে।  পরে একটি সাংবাদিক বৈঠকে শিবকুমার সব অভিযোগ খারিজ করে বলেন, জল সম্পদ দপ্তরের তরফে সাংসদদের শুধুমাত্র চামড়ার ব্যাগ দেওয়া হয়েছিল, যার মধ্য

বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দ’কান কাটলেন স্ত্রী, নারকেলডাঙায় চাঞ্চল্য

Image
কান কেটে নেওয়ার পর তনভীর। অভিয়ুক্ত স্ত্রী। মাঝেমধ্যেই অত্যাচার করতেন। কিন্তু প্রায় দ্বিগুণ বয়সের স্ত্রী যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি নারকেলডাঙা নর্থ রোডের বছর কুড়ির যুবক মহম্মদ তনভীর। বুকে বন্দুক ঠেকিয়ে তাঁর দু'টি কানই কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রী মুমতাজ বিবির বিরুদ্ধে। মুমতাজের সঙ্গে তাঁর বোনেরাও  এ কাজে সাহায্য করেছে বলে অভিযোগ তনভীরের। কোনওক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন তনভীর। পরে এলাকার বাসিন্দারা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তমুমতাজ বিবি ও তাঁর বোনেদের খুঁজছে পুলিশ। তনভীর মঙ্গলবার অভিযোগ করেন, বছর দুয়েক আগে বিয়ের পর থেকেই স্ত্রী প্রচণ্ড অত্যাচার করতেন। সেই ভয়ে প্রায়ই বাড়ি ছেড়ে এদিক সেদিক পালিয়ে যেতেন। কিন্তু প্রতিবারই নিজের বাপের বাড়ির লোকজন দিয়ে তাঁকে ধরে বাড়িতে নিয়ে আসতেন স্ত্রী মুমতাজ। চলত মারধর। সোমবার রাতেও মল্লিকপুরে পালিয়ে গিয়েছিলেন তনভীর। কিন্তু সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন মুমতাজ ও তাঁর বোনেরা। তনভীর আরও অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে মুমতাজ ও তাঁর বোনেরা প্রচণ্ড মারধর করে

তামিলনাড়ুর মন্দির শহরে গণধর্ষিতা রাশিয়ান যুবতী

Image
তামিলনাড়ুর মন্দির শহরে গণধর্ষণের শিকার হলেন এক রাশিয়ান যুবতী। তিরুবন্নামালাইয়ের একটি অ্যাপার্টমেন্টে তাঁকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।  তদন্তকারী অফিসাররা ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ধৃতদের একজন ওই ২১ বছরের যুবতীকে অচৈতন্য অবস্থায় সোমবার হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর পুলিশে খবর দেন। তিরুবন্নামালাইয়ের সাব ইনস্পেক্টর জে ইল্লাভারসি এই ঘটনায় ধর্ষণের মামলা রুজু করেছেন। পুলিশ জানিয়েছে, 'মেডিক্যাল রিপোর্ট বলছে, মেয়েটির মুখে ও হাতে কামড়ের দাগ পাওয়া গিয়েছে। শরীরের উপরের অংশে মিলেছে আঁচড়ের দাগ। তাঁর উপরে যৌন নির্যাতন হওয়ারও প্রমাণ মিলেছে।' ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক। ধৃত ৬ জনের মধ্যে একজন পুলিশকে জানিয়েছে, মন্দির ও আশ্রম দর্শনে ওই যুবতীর সঙ্গী ছিল সে। তার দাবি, শনিবার রাতে নিজের অ্যাপার্টমেন্টে তাকে ডাকে বিদেশিনি। রাতে তারা সম্মতিক্রমেই যৌনমিলন করে বলে ওই ব্যক্তি জানিয়েছে। সোমবার ওই মহিলার জন্য ফল ও সব্জি কিনে অ্যাপার্টমেন্টে ফিরে দেখে সে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। 

'বিয়ের অর্থ এটা নয় যে স্ত্রী সবসময় যৌনমিলনে সম্মত থাকবে'

Image
বিয়ে হয়েছে বলেই স্ত্রী সবসময় স্বামীর সঙ্গে যৌনমিলনে সম্মত থাকবে, এমনটা নয়। পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের।  বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা দেওয়ার দাবিতে দায়ের করা একটি পিটিশনের শুনানিতে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি গীতা মিত্তল ও সি হরি শঙ্করের বেঞ্চ বলে, বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই শারীরিক সম্পর্কস্থাপনে 'না' বলার অধিকার রয়েছে। আদালতের কথায়, 'বিয়ের অর্থ এটা নয় যে, স্ত্রী সবসময় যৌনমিলনে তৈরি বা সম্মত থাকবেন। স্ত্রীর যে তাতে সম্মতি রয়েছে সেটা স্বামীকে প্রমাণ করতে হবে।' একইসঙ্গে NGO মেন ওয়েলফেয়ার ট্রাস্ট এই পিটিশনের বিরোধিতা করে যে পিটিশন করেছিল, তাতে অসম্মতি জানিয়েছে আদালত। পাল্টা পিটিশনে বলা হয়েছিল, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে বলপ্রয়োগ, হুমকি এ সব বিষয়গুলি গুরুত্বপূর্ণ উপাদান। এই তত্ত্ব উড়িয়ে দিয়ে দিল্লি হাইকোর্ট বলেছে, 'ধর্ষণের জন্য বলপ্রয়োগ প্রয়োজন এটা সঠিক নয়। ধর্ষণে প্রাপ্ত আঘাতের দিকে নজর দেওয়া দরকার। আজকের দিনে ধর্ষণের সংজ্ঞা সম্পূর্ণ বদলে গিয়েছে।' NGO-র যুক্তি ছিল, বিবাহিত মহিলাদের হেনস্থার আইনে একজন মহিলা এমনি

গ্রেটার নয়ডায় চারতলা বাড়ির উপর ভেঙে পড়ল ছ’তলা বাড়ি, মৃত ৩, আটকে বহু

Image
উদ্ধারকার্য চালাচ্ছেন জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। চার তলা একটি বহুতলের উপর ছ'তলা একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল গ্রেটার নয়ডায়। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, চার তলা ওই বহুতলটিতে ১৮টি পরিবার বাস করত। রাত সাড় ৮টা নাগাদ গ্রেটার নয়ডার বিসরাখ থানার শাহবেরি গ্রামের ওই ছ'তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে পাশের ওই বহুতলের উপর। বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গাজিয়াবাদ থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া দল। উদ্ধারকার্যের জন্য দ্রুত জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার কয়েক জন কর্মীকে আটক করেছে পুলিশ। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন মহিলা এবং দু'জন পুরুষ বলে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে।

‘সন্তান খারাপ ব্যবহার করলে সম্পত্তি ফেরাতে পারেন বয়স্ক অভিভাবকরা’

Image
বয়স্কদের হেনস্তা রুখতে এবার দৃষ্টান্তমূলক রায় দিল বম্বে হাই কোর্ট৷ বিশেষ এক মামলার সূত্রে এদিন আদালত সাফ জানাল, যদি প্রবীণ অভিভাবকদের দেখভাল করতে অপারগ হয় তাঁদের সন্তান, তবে প্রদেয় সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন বয়স্করা৷ এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাইবুনাল দলিল বাতিল করতে পারে বলেই জানানো হয়েছে৷ আন্ধেরির এক প্রবীণ এই সমস্যায় পড়েছিলেন৷ সন্তানের নামে তিনি তাঁর সম্পত্তির অর্ধেকটা দিয়ে দিয়েছিলেন৷ শর্ত ছিল যে, এর বিনিময়ে সন্তান তাঁর বাবা-মাকে দেখবেন৷ ওই ব্যক্তির প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন৷ দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তিনি৷ এক্ষেত্রে বাবা ও সৎমা-কে দেখাশোনা করার কথা ছিল সন্তানের৷ কিন্তু তিনি তা পালন তো করেননি বরং তা পাওয়ার পর থেকেই বয়স্ক মা-বাবার দেখাশোনায় অবহেলা করতে শুরু করে সন্তান৷ এমনকী অপমান করেন সৎমাকেও। তারপরই দায়িত্বপ্রাপ্ত বিশেষ ট্রাইবুনাল জানায় যে, সম্পত্তি দেওয়ার দলিল এক্ষেত্রে প্রত্যাহার করা হবে৷ সেই রায়ই অক্ষুণ্ণ থাকল বম্বে হাই কোর্টের পর্যবেক্ষণেও৷ বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের বেঞ্চ জানাল, যদি কোনও সন্তান সম্পত্তি পাওয়ার পর মা-বাবার দেখাশোনা না করে, তবে

সব সময় নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেন ? তবে সাবধান !

Image
পরিবারের প্রধান পুরুষ যদি সবার ওপর কর্তৃত্ব করতে ভালবাসেন, সব সময় নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেন তবে সেই পরিবারে শিশুদের ব্যক্তিত্বের বিকাশ কখনওই ঠিকমতো হয় না। এই নিয়ে রইল একটি আলোচনা। আমার বয়স ১৭ বছর। আমার বাবা ভীষণ ডমিনেটিং। সবার উপর কর্তৃত্ব ফলাতে চান। আমরা কী করব না করব, সমস্ত সিদ্ধান্ত উনি একাই নেন। কারও সঙ্গে কোনও আলোচনা করেন না। ওঁর আমাদের উপর একফোঁটা বিশ্বাস নেই এবং মনে করেন আমরা কেই কিছু জানি নি। যদি আমি কখনও তর্ক করতে যাই, প্রচণ্ড বকাঝকা করেন যেন আমি এখনও ছোট বাচ্চা। ওঁর এই আচরণের কারণে আমি বাবার উপর সমস্ত আস্থা হারিয়ে ফেলেছে। ওঁর সঙ্গে কথা বলতে ইচ্ছেই করে না। আমি সবসময় ওঁর বিরুদ্ধাচরণ করি, উনি যেখানে যান আমি সেখানে যাই না। কারও সঙ্গে সহজে মিশতে পারি না, কারণ মনে হয় যা বলব ভুল বলব। নিজের উপর ভরসা করতে পারি না। আত্বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কী করব বুঝতে পারছি না। কীভাবে নিজের আত্মবিশ্বাস ফিরে পাব? পরিবারের প্রধান পুরুষ তা সে স্বামী অথবা বাবা যেই হোক, তিনি যদি জমিদারী মেজাজে চলেন, সবার ওপর কর্তৃত্ব করতে ভালবাসেন, যদি সব সময় নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেন, পরিবারের

বনগাঁয় জেঠতুতো দাদার যৌন লালসার শিকার বোন, ধৃত অভিযুক্ত

Image
জেঠতুতো দাদার যৌন লালসার শিকার হতে হল ১৩ বছরের কিশোরীকে। এমনই অভিযোগ উঠেছে গাইঘাটার চণ্ডীগড় গ্রামে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অরূপ তরফদার। বয়স ২৭। কিশোরীর মা জানান, অভাবের সংসারে পাঁচ সন্তান রয়েছে তাঁর। সন্তানদের মুখে অন্ন জোগাতে তাঁকে ও তাঁর স্বামীকে রোজই কাজে বের হতে হয়। দিনমজুর হিসেবে কাজ করেন তাঁরা। রোজ যা পারিশ্রমিক পান, তাতেই কোনওমতে সংসার চলে। কিশোরী জলেশ্বর হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযোগ, রবিবার ভাই-বোনের সঙ্গে বাড়িতেই ছিল কিশোরী। টিভি দেখার অছিলায় ঘরে ঢোকে জেঠতুতো দাদা অরূপ। তখনই তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। ভয়ে প্রথমে কাউকে কিছু বলেনি ওই কিশোরী। কিন্তু নিগ্রহের ফলে অসুস্থ হয়ে পড়ে সে। তখনই বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়ের মুখে সব শুনে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত অরূপ তরফদারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই তাকে আদালতে তোলা হয়। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার নির্দেশ

সামনে পড়ে স্ত্রী’র মৃতদেহ, ১০ দিন ধরে বিছানায় শুয়ে নীরব দর্শক স্বামী

Image
১০ দিন ধরে এভাবেই দেহ পরে থাকার পরে পচন ধরে যায় গিরিজার দেহে। মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারাও। অসহায় স্বামী কিছুই করতে পারলেন না। প্রতীকী চিত্র—শাটারস্টক ১০ দিন ধরে সামনে পচছে স্ত্রী'র দেহ। বিছানায় শুয়ে তা দেখছেন অসহায় স্বামী। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কর্ণাটক। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার কারওয়ার শহরের বাসিন্দা গিরিজা কুলকার নামে এক মহিলার মৃত্যু হয়। এর পরেই বিপাকে পড়েন গিরিজার স্বামী আনন্দ কুলকার (৬০)। জানা গিয়েছে, বহুদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় রয়েছেন আনন্দ কুলকার। তাঁর সামনেই স্ত্রী'র দেহ পড়ে থাকে। প্রায় ১০ দিন ধরে এভাবেই দেহ পরে থাকার পরে পচন ধরে যায় গিরিজার দেহে। এর পরেই তাদের বাড়ি আসে গিরিজার ভাই সুব্রক্ষ্মন্য মাদিভালা। গিরিজার বাড়িতে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। তিনি দেখেন, গিরিজার দেহ মেঝেতে পড়ে রয়েছে। আর খাটে শুয়ে রয়েছে আনন্দ। এত দিন ধরে না খেতে পেয়ে অসুস্থ হয়ে গিয়েছেন আনন্দ। এর পরেই পুলিশে খবর দেন গিরিজার ভাই। গিরিজার দেহ উদ্ধার করে শেষকৃত্যের জন্য পা

শ্বশুরের সঙ্গেও সহবাস! নিকাহ হালালের বিরুদ্ধে মুখ খুলে হুমকির মুখে মহিলা

Image
বরেলি: নিকাহ হালাল প্রথা নিয়ে যখন সুপ্রিম কোর্ট শুনানি শুরুর তোড়জোড় করছে, তখন উত্তরপ্রদেশের বারেলিতে এক মহিলাকে জোর করে সহবাসে বাধ্য করা হল তাঁর শ্বশুরের সঙ্গে ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে একাধিক বার তালাক দেওয়া হয়েছে এবং একাধিক ব্যক্তির সঙ্গে সহবাসে বাধ্য করা হয়েছে ৷ বারেলির বাসিন্দা শাবিনা জানিয়েছেন, তিনি এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করতেই, তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ তাঁর সঙ্গে ঘটা নির্মম ঘটনাগুলি বলতে গিয়ে শাবিনা জানান, তাঁকে প্রথমে তাঁর স্বামী তালাক দেন৷ তারপর নিকা হালালার জন্য শ্বশুরের সঙ্গে বিয়েতে বাধ্য করা হয় ৷ শ্বশুরের থেকে বিচ্ছেদ সম্মতি পাওয়ার পর ফের প্রথম স্বামীর সঙ্গে বিয়ে করতে হয় তাঁকে ৷ এখানেই শেষ নয় ৷ প্রথম স্বামী পরে আবার তাঁকে তালাক দেন ৷ এ বার নিকা হালাল প্রথায় তাঁকে বিয়ে করতে হয় দেওরকে ৷ আর পারছিলেন না শাবিনা ৷ প্রতিবাদে গর্জে ওঠেন ৷ তিনি এই নিয়ে স্থানীয় একটি মসজিদের এক মৌলবির কাছে যান৷ কিন্তু মৌলবি তাঁকে বলেন, শরিয়ত আইনের বাইরে গেলে তিনি আর মুসলিম থাকবেন না ৷ আগামী ২০ জুলাই নিকা হালাল প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি পিটিশনের শুনানি

মোবাইলের লোভেই বন্ধুকে পুড়িয়ে মারল হায়দরাবাদের কিশোর!

Image
মোটরবাইক কিনতে বিস্তর ধারদেনা করতে হয়েছিল। সেই দেনা শোধ করতে নিজের বন্ধুকেখুন করে তার দামি মোবাইল নিয়ে পালাল হায়দরাবাদের এক কিশোর।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপ্পল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ডি প্রেম(১৭)। সোমবার তাঁর দেহ উদ্ধার হয়। প্রেমকে খুনের অভিযোগে তার বন্ধুএস প্রেম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। উপ্পল পুলিশ জানিয়েছে, রমন্তপুরের বাসিন্দা প্রেমশুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল। কলেজ থেকে ফিরে বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। উদ্বিগ্ন বাড়ির লোকজন পরের দিন থানায় গিয়ে সব জানিয়ে মিসিং ডায়েরি করেন। এর পর তদন্তে নামে পুলিশ। বহু তল্লাশির পর সোমবার উপ্পলের শহরতলি এলাকা আদিবাটলা থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা আধপোড়া দেহ। এর পর তদন্তকারীদের সন্দেহ হয় তার বন্ধুসাগরের দিকে। সাগরকে জেরা করতেই বেরিয়ে আসে আসল ঘটনাটা। পুলিশ জানিয়েছে, প্রেমের এলাকাতেই থাকে সাগর। দু'জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রেমের সঙ্গেই কলেজে যায় সে। এর পর তাকে বাড়িতেও পৌঁছে দেয় সে। এর কিছু ক্ষণ পরেই প্রেমকে ফোন করে সাগর।বন্ধুর

লোকসভা ভোট হতে পারে মার্চে, সঙ্গে কি ৮ বিধানসভাও

Image
সব ঠিক থাকলে নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চে লোকসভা ভোট হতে পারে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিম — এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সে সময়েই হবে। তাৎপর্যপূর্ণ হল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটও ওই সময়েই হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ওই তিন রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা ২০১৯-এর ডিসেম্বরে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার তা এগিয়ে লোকসভার সঙ্গেই করাতে চাইছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং মিজোরাম বিধানসভার ভোট অবশ্য নির্ধারিত সময়ে, অর্থাৎ এ বছর ডিসেম্বরেই করবে নির্বাচন কমিশন।     মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়ত এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ''আমরা দেশে নির্বাচন করার জন্য প্রস্তুত। সাংবিধানিক ভাবে লোকসভা নির্বাচন সেরে ফেলতে হবে আগামী ৩১ মে-র মধ্যে। কিন্তু কবে কোন সময়ে ভোট হবে, তা কেন্দ্রীয় সরকার জানাবে। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামত দেবে।''  চলতি বছর ৩১ ডিসেম্বর অবসর নেবেন রাওয়ত। ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন নতুন নির্বাচন কমিশনার। তাঁর হাতেই হবে দেশের পরবর্তী লোকসভা নির্বাচন। তবে এ প্রসঙ্গে না ঢুকে রাওয়ত বলেন, '

চিকিৎসক-খুনে জড়িত একাধিক দুষ্কৃতী, সন্দেহ

Image
সাদার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা, চিকিৎসক চান্দ্রেয়ী দাসচৌধুরীর খুনের তদন্তে এখনও নিশ্চিত সূত্র মেলেনি। তবে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। লালবাজার সূত্রের খবর, চান্দ্রেয়ীকে শ্বাসরোধ করে খুন করা হলেও তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তে হাতেও আঘাতের চিহ্ন মিলেছে। তা দেখে পুলিশের অনুমান, এই খুনে একাধিক দুষ্কৃতী জড়িত। আরও দাবি, খুনের আগে চান্দ্রেয়ীর হাত-পা চেপে ধরা হয়েছিল। তাঁর পরিচয়পত্র এবং ব্যবহৃত সামগ্রী দুষ্কৃতীরা সরিয়ে ফেলে বলেও জেনেছে পুলিশ। মঙ্গলবার চান্দ্রেয়ীর বাড়িতে ফের তল্লাশি চালান কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। তাঁদের দাবি, জেরায় চান্দ্রেয়ীর ভাই জয়ের কথায় অসঙ্গতি মিলেছে। কেন চান্দ্রেয়ীর জিনিস সরানো হয়েছে, সে ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এক অফিসার জানান, পরিবারের পরিচিত কেউ খুনে জড়িত বলে সন্দেহ। তাই পরিচিতদের জেরা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পরিবারের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

বৃদ্ধার প্রাণ বাঁচাতে ব্যর্থ, মৃত্যু যুবকেরও

Image
পুজোর জন্য রেললাইনের ধারে দূর্বা তুলছিলেন এক বৃদ্ধা। ট্রেন যে ঘাড়ের কাছে চলে এসেছে, টের পাননি তিনি। আশপাশের লোকজন চিৎকার করে সরে যেতে বলছিলেন তাঁকে। ট্রেনের শব্দে তাঁদের চিৎকারও শুনতে পাননি বৃদ্ধা। লাইনের ধারে চা খেতে খেতে সেই দৃশ্য দেখে বৃদ্ধাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হল না। ট্রেনের ধাক্কায় আদুরিবালা ঘোষ (৭৩) নামে ওই বৃদ্ধার সঙ্গেই মৃত্যু হল সরিফুল ইসলাম (৪১) নামে সেই ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার টাকি রোড সংলগ্ন কদম্বগাছি ৬ নম্বর রেলগেটের কাছে। দুর্ঘটনার পরে দু'জনের মৃতদেহই উদ্ধার করে বারাসত রেল পুলিশ। বারাসত জেলা হাসপাতালে এ দিন দেহ দু'টির ময়না-তদন্ত হয়। এ দিন ছিল বিপত্তারিণী পুজো ও উপবাস। এই পুজোর আচার হল, লাল সুতোর গেরোয় বেঁধে কয়েক গাছি দূর্বা দেবীকে উৎসর্গ করা হয়। পরে তা বেঁধে দেওয়া হয় হাতে। তাই সকাল থেকে লাইনের ধারে দূর্বা তুলছিলেন আদুরিবালা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধা যখন ঘাস তুলতে ব্যস্ত, সেই সময়ে ওই লাইন ধরে হাসনাবাদ থেকে আসছিল শিয়ালদহমুখী একটি লোকাল ট্রেন। চালক বারবার হর্ন বাজালেও শুনতে পাননি বৃদ্ধা

সাবধানে ট্যাটু করাচ্ছেন তো? না হলে শরীরে আসতে পারে রোগ

Image
ট্যাটু করে নজর কাড়া ব্যক্তিগত ইচ্ছের ব্যাপার। কিন্তু খুব সাবধানে ট্যাটু না করালে খুব সহজেই চামড়ার সংক্রমণ এমনকী ট্যাটুর রাস্তা ধরে এডস, টিবির মতো সংক্রামক ব্যাধি অচিরেই বাসা বাঁধতে পারে শরীরে। এমনটাই সতর্ক করছেন চিকিৎসকেরা। এ ব্যাপারে ডাক্তারদের অভিজ্ঞতা খুবই খারাপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ত্বক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ড. অরূপ দে সরকার প্রায় ১৫ বছর হল প্র্যাকটিস করছেন। তাঁর কথায়, ''রঙের ব্যবহার এবং সূচ জীবাণুমুক্ত না করার ফলেই অনেক জায়গা থেকে বিপদ ডেকে আনেন রোগীরা। ঠিক মতো ট্যাটু না করা হলে চামড়া ফুলে যেতে পারে, অ্যালার্জি হতে পারে। আরও নানারকমের সমস্যা হতে পারে।'' চিকিৎসকেরাই জানাচ্ছেন, বেশিরভাগ সস্তা পার্লারে অনেক সময়ই একজনকে ট্যাটু করার পর সূচ ভাল করে জীবাণুমুক্ত করা হয় না। বিদেশে অনেক জায়গায় সেই জন্য স্বেচ্ছায় বা প্রয়োজনেও রক্ত দিতে হলে দাতার গায়ে ট্যাটু থাকলে একটা নির্দিষ্ট সময় অবধি তাঁর রক্ত নেওয়া হয় না। এখানে বিশেষ করে মেলায় ট্যাটু করালে তার বিপদ অনেক। মেলায় শখের ট্যাটুর রমরমা। অনেক ছোটখাটো পার্লারেই সূচ জীবাণুমুক্ত করার দিকে কোনও নজরই দেন না ট্যাটু শিল্পীরা।

সম্পর্ক মানতে পারেননি, রূপান্তরকামী মেয়েকে পেটালেন বাবা

Image
জানুয়ারিতে আলাপ। তার পরে প্রেম। নারীতে রূপান্তরিত আলিয়ার সঙ্গে স্বেচ্ছায় ঘর বাঁধতে চেয়েছিলেন পুরুষে রূপান্তরিত হতে ইচ্ছুক ২১ বছরের রুমি পোদ্দার। দু'জনেই প্রাপ্তবয়স্ক। কিন্তু সম্পর্কটা মেনে নেয়নি রুমির পরিবার। বকাবকি, মারধর চলছিলই। অত্যাচার মাত্রা ছাড়ালে বাড়ি ছাড়েন রুমি। ১১ জুলাই চলে আসেন দমদমে আলিয়ার ফ্ল্যাটে। বিয়েও করেন। ১৩ জুলাই রুমির বাবা ফোনে যোগাযোগ করে মেয়ের সঙ্গে দেখা করতে চান। বিরাটি দুর্গানগরের বাড়িতে আর ফিরবেন না, এই শর্তে বাবার সঙ্গে দেখা করতে রাজি হন রুমি। পরিবার কথা রাখেনি। রুমির অভিযোগ, তাঁকে মেরেধরে টেনেহিঁচড়ে জোর করে তুলে নিয়ে যান বাবা-দাদারা। জোর করে পাঠানো হয় সোদপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে। সেখানে বলা হয়, রুমি মাদকাসক্ত, মানসিক সমস্যা রয়েছে। এমনটা হতে পারে বলে আন্দাজ করেছিলেন রুমি। তিনি যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, আগেই তা জানিয়ে রেখেছিলেন থানায়। তিন দিনেও রুমির খোঁজ না-পেয়ে মঙ্গলবার দমদম ক্যান্টনমেন্ট থানায় নিখোঁজ মামলা করেন তাঁর স্ত্রী আলিয়া। বিষয়টি জানান রাজ্যের ট্রান্সজেন্ডার বোর্ডে। রূপান্তরকামীদের নিয়ে কর্মরত এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে নারী ও শ

ছাউনি ভাঙার মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজই নেই!

Image
খোদ প্রধানমন্ত্রীর সভাস্থলে শামিয়ানা ভেঙে জখম হয়েছেন ৯০ জন। মেদিনীপুরের সেই ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। অথচ দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজই নেই! রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী ওই ফুটেজ চাওয়ায় ফাঁপরে পড়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক সূত্রে খবর, দুর্ঘটনার মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি হয়নি। কারণ, সভাস্থলে মোট ২৪টি সিসি ক্যামেরা থাকলেও চালু ছিল মোটে ৮টি ক্যামেরা। বাকি ১৬টি চলেনি, শুধু লাগানো ছিল। যে সংস্থা সিসি ক্যামেরা সরবরাহ করেছিল, তারাই পুলিশকে এ কথা জানিয়েছে। পরিস্থিতি দেখে সংবাদমাধ্যমের থেকে ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে চাপানউতোরও শুরু হয়েছে। পুলিশের একাংশের ব্যাখ্যা, বিজেপি-ই যে হেতু সব আয়োজন করেছিল, তাই গাফিলতির দায় তাদের। মঙ্গলবার সভার মাঠ পরিদর্শনে এসেছিলেন এডিজি (আইবি) সিদ্ধিনাথ গুপ্ত, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। কেউই মুখ খোলেননি। তবে জেলা পুলিশের এক কর্তা মানছেন, "প্রধানমন্ত্রীর সভা বলে কথা। সিসি ক্যামেরার ব্যাপারে আরও যত্নবান হতে হত।" বিজেপি অবশ্য পুলিশকেই দুষছে। দলের রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় বলে

ঘৃণামেশানো অপরাধ: একে উত্তরপ্রদেশ, দুইয়ে গুজরাত, তিনে রাজস্থান

Image
ধর্ম-বর্ণ-জাতপাতের ঘৃণা বা বিদ্বেষজনিত অপরাধে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দুই এবং তিন নম্বর স্থানেও রয়েছে বিজেপি শাসিত আরও দুই রাজ্য, গুজরাত এবং রাজস্থান। এমনটাই বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদ্যপ্রকাশিত রিপোর্ট। এ দেশে ওই সংস্থার শাখার তৈরি করা এক রিপোর্ট অনুযায়ী, বিদ্বেষজনিত অপরাধের শিকার হয়েছেন দেশের অসংখ্য দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বা রূপান্তরকামীরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া জানিয়েছে, ৬৭ জনই দলিত এবং ২২ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ধরনের অপরাধে ভুক্তভোগী হয়েছেন। পাশাপাশি, এর জেরে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। চলতি বছরের প্রথম ছ'মাসে সেখানে ১৮ জন এর শিকার হয়েছেন। স্বস্তিতে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতও। তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে তা। সেখানে ঘৃণা বা বিদ্বেষজনিত হিংসা ঘটেছে মোট ১৩ জনের বিরুদ্ধে। অন্য দিকে, তৃতীয় স্থানেও আর এক বিজেপি শাসিত রাজ্য, রাজস্থান। সেখানে ৮ জন এবং তামিলনাড়ু ও বিহারে সাত জন করে মানুষ এর শিকার। গো-রক্ষকদের তাণ্ডব হোক বা পারিবারিক সম্মানরক্ষার্থে অথবা জাতপ

‘বুড়ো’দের ছেঁটে ফেললেন রাহুল, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে নবীন মুখের সারি

Image
সব ঠিক থাকলে নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চে লোকসভা ভোট হতে পারে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিম — এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সে সময়েই হবে। তাৎপর্যপূর্ণ হল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটও ওই সময়েই হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ওই তিন রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা ২০১৯-এর ডিসেম্বরে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার তা এগিয়ে লোকসভার সঙ্গেই করাতে চাইছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং মিজোরাম বিধানসভার ভোট অবশ্য নির্ধারিত সময়ে, অর্থাৎ এ বছর ডিসেম্বরেই করবে নির্বাচন কমিশন।     মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়ত এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ''আমরা দেশে নির্বাচন করার জন্য প্রস্তুত। সাংবিধানিক ভাবে লোকসভা নির্বাচন সেরে ফেলতে হবে আগামী ৩১ মে-র মধ্যে। কিন্তু কবে কোন সময়ে ভোট হবে, তা কেন্দ্রীয় সরকার জানাবে। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামত দেবে।''  চলতি বছর ৩১ ডিসেম্বর অবসর নেবেন রাওয়ত। ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন নতুন নির্বাচন কমিশনার। তাঁর হাতেই হবে দেশের পরবর্তী লোকসভা নির্বাচন। তবে এ প্রসঙ্গে না ঢুকে রাওয়ত বলেন, '

‘বুড়ো’দের ছেঁটে ফেললেন রাহুল, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে নবীন মুখের সারি

Image
সংসদের অধিবেশনের এক রাত আগে নিজের নতুন টিম ঘোষণা করে নরেন্দ্র মোদীর মোকাবিলায় নামলেন রাহুল গাঁধী।  কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আজ রাহুল ৫১ জনের নাম ঘোষণা করেন। যেখানে তাঁর প্রতিশ্রুতিমাফিক কাজ না করা প্রবীণদের বাদ দিলেন। এখনও সক্রিয়, এমন প্রবীণদের রেখে জায়গা দিলেন নবীন মুখকেও। মার্চেই কংগ্রেসের প্লেনারি অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল, ভোট না করে রাহুলই স্থির করবেন নতুন কমিটি। রবিবারই বসছে নতুন কমিটির বৈঠক। সংসদের অধিবেশনের এক রাত আগে নিজের টিম ঘোষণা করে রাহুলের বার্তা স্পষ্ট, অভিজ্ঞতা এবং উৎসাহের সমন্বয় আছে যে নেতাদের মধ্যে, এবং যাঁদের জনভিত্তি রয়েছে, তাঁদের  নিয়েই ভোটযুদ্ধে ঝাঁপাবেন তিনি।  দিগ্বিজয় সিংহ, কমল নাথ, দলিত মুখ সুশীলকুমার শিন্দে, মোহন প্রকাশ, সি পি জোশী, জনার্দন দ্বিবেদীর মতো অনেক প্রবীণই বাদ পড়লেন। রাহুলের টিমে নেই বি কে হরিপ্রসাদ, মধুসূদন মিস্ত্রি, শশী তারুর, জয়রাম রমেশ, অস্কার ফার্নান্ডেজ, কর্ণ সিংহ, সলমন খুরশিদের মতো নেতারাও। এসেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপেন্দ্র হুডা, জিতিন প্রসাদ, সুস্মিতা দেবের মতো নবীন মুখ। উমেন চান্ডি, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কে