কাউন্টারের ভিড়ে নয়, ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটুন অ্যাপে! জানুন কীভাবে?


ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এবার ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে অ্যাপের মাধ্যমেই। সম্প্রতি UTS বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অ্যাপ লঞ্চ করেছে দক্ষিণ-পূর্ব রেল। 

প্ল্যাটফর্ম থেকে কমপক্ষে ২০ মিটার দূরত্বের মধ্যে থেকে এই টিকিট কাটা যাবে। অর্থাৎ, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা ট্রেনে বসে টিকিট টাকা যাবে না। এবং টিকিট কাটার তিন ঘণ্টার মধ্যে চাপতে হবে ট্রেনে। UTS থেকে ট্রেন ও প্ল্যাটফর্মের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
 
কিন্তু, UTS ব্যবহার করে কীভাবে টিকিট কাটবেন? 
১) প্রথমে UTS অ্যাপ ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS স্মার্টফোনে ডাউনলোড করা সম্ভব। 
২) অ্যাপ ওপেন করার পর রেজিস্টার করতে হবে। 

৩) মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৪) অ্যাপের R-ওয়ালেট রিচার্জ করুন। কমপক্ষে ₹১০০ এবং সর্বোচ্চ ₹১০ হাজার পর্যন্ত রিচার্জ করা যাবে। 

৫) 'টিকিট বুক সেকশনে' যান। এবার 'সাধারণ বুকিং'-এ ক্লিক করুন। এরপর 'বুক ও ট্রাভেল (পেপারলেস)'-এ ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর 'বুক টিকিট'এ ক্লিক করুন। 

৬) ট্রেনে পেপারলেস টিকিট দেখান। 

শীঘ্রই UTS-এর মাধ্যমে অসংরক্ষিত কামরায় দেশের সমস্ত জায়গায় টিকিট কাটা সম্ভব হবে বলে আশাবাদী রেলকর্তারা। এর ফলে রেলের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। তবে বর্তমানে শুধু দক্ষিণ-পূর্ব রেলের চার ডিভিশনে এই সুবিধা চালু হয়েছে।