Posts

Showing posts from February 15, 2019

পুলওয়ামার পরেও মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলতে রাজি হল না চিন

Image
জৈষ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দায় গোটা বিশ্ব। এশিয়ার দেশগুলি তো বটেই, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার প্রায় সব দেশ। কিন্তু হামলার নিন্দা করেও মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা না করার ব্যাপারে তাদের আগের অবস্থানেই কার্যত অনড় বেজিং।পুলওয়ামা জঙ্গি হানায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ-এর হাত রয়েছে বলে সেনা সূত্রে খবর। যদিও ইসলামাবাদের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে পুলওয়ামা হামলার নিন্দা করা হয়েছে। পুলওয়ামা হামলার পিছনে যে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা রয়েছে, তা প্রায় নিশ্চিত। পাকিস্তানের মদতে পুষ্ট এই জঙ্গিগোষ্ঠীর মাথা এবং প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। হামলার মাস্টার মাইন্ড এই মাসুদ আজহার বলেই মনে করছেন ভারতীয় তদন্তকারীরা। রাষ্ট্রপুঞ্জের প্রায় সব দেশ এক যোগে এই মাসুদ আজহারকে 'বিশ্ব সন্ত্রাসী' হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জে খোলাখুলিই ভেটো দিয়েছে একমাত্র চিন। পুলওয়ামা হামলার পরও বেজিংয়ের সেই অবস্থানের কোনও পরিবর্তন হল না। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এবং পাকিস্তানকে ভারতবিরোধী কাজকর্ম এবং সন্

কবে, কোথায়, কী ভাবে প্রত্যাঘাত, সিদ্ধান্ত নিক সেনা, পূর্ণ ছাড়পত্র: ঘোষণা মোদীর

Image
হামলার জবাব দেওয়া হবেই, হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। প্রত্যুত্তর দেওয়া হবেই— জঙ্গি হামলার প্রেক্ষিতে বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পুলওয়ামায় হামলাকারী জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ শুধু নয়, জঙ্গিদের মদতদাতাদেরও 'জবাব' দেওয়া হবে বলে মোদী শুক্রবার মন্তব্য করেছেন। পাকিস্তানের মদতেই যে হামলা, প্রকাশ্য সভা থেকে এ কথা বলার সময়ে এ দিন আর কোনও কূটনৈতিক রাখঢাকের ধার ধারেননি মোদী। প্রত্যাঘাতের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী এ দিন ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের ঝাঁসিতে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। যারা পুলওয়ামায় হামলা চালিয়েছে, তারা কিছুতেই ছাড় পাবে না— এ দিন দেশকে আশ্বস্ত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ''সন্ত্রাসবাদীদের এবং তাদের মদতদাতাদের আমি বলতে চাই, তারা খুব বড় ভুল করে ফেলেছে। এর জন্য খুব চড়া মূল্য চোকাতে হবে তাদের।'' বৃহস্পতিবারই হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ। আর জইশ যে পাক মদতপুষ্ট সংগঠন, জইশ-প্রধান মৌলানা মাসুদ আজহারকে

‘সন্ত্রাসকে ভয় করি না, অন্য ছেলেকেও দেশের কাজেই পাঠাব’, বলছেন নিহত জওয়ানের বাবা

Image
ছেলে ও নাতির সঙ্গে নিরঞ্জন ঠাকুর। নিহত জওয়ান রতন কুমার ঠাকুর। দেশের জন্য প্রাণ দিয়েছে এক ছেলে, খবরটা সদ্য পেয়েছেন। পুত্রবধূ দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা। রয়েছে চার বছরের এক নাতিও। সন্তান হারিয়েও অন্য ছেলে আর নাতিকেও দেশের সেবায় পাঠাতে চাইলেন বিহারের বাসিন্দা নিরঞ্জন কুমার ঠাকুর। বললেন, সামরিক বাহিনীতেই যোগ দিক অন্যরাও। প্রতিদিন সন্ধ্যায় ফোন করে খোঁজ নেয় ছেলে। তবে বৃহস্পতিবার ফোন আসেনি ছেলের। ফোন করলেও 'সুইচ অব' বলছিল। এরমধ্যেই টিভিতে দেখেও ফেলেছেন যে  পুলওয়ামায় হামলা চালিয়েছে জঙ্গিরা। এর পরই ফোন করেন এক ক্যাপ্টেন কমান্ডার। ফোন নম্বর চাইলেন সামরিক বাহিনীতে কর্মরত ছেলের, জানতে চাইলেন বাবা এবং স্ত্রীর নাম। তার পরই জানতে পারলেন, ৪৫ ব্যাটেলিয়নের সিআরপিএফ জওয়ান তাঁর ছেলে রতন কুমার ঠাকুর আর নেই। বৃহস্পতিবার সন্ধেবেলায় যখন খবরটা এসে পৌঁছানোর পর থেকেই  বিহারের ভাগলপুর জেলার লোদীপুর শোকের ছায়া নেমে এসেছে।  পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন এই গ্রামেরই ছেলে রতন ঠাকুর। ভেজা চোখে অসহায়তার চেয়েও আরও বেশি করে যেন ফুটে উঠছে রাগ, বিদ্বেষ, ক্ষোভ। তবে তা হামলাকার

রাষ্ট্রদূতকে তলব, পাকিস্তান আর ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ নয়, ঘোষণা ভারতের

Image
পুলওয়ামায় হামলার পরের দিন ঘটনাস্থল। দাবি  উঠেছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তানকে বাণিজ্যিক দিক থেকে একঘরে করার প্রক্রিয়া শুরু করল ভারত। পুলওয়ামায় জঙ্গি হানার জেরে পাকিস্তানকে দেওয়া 'মোস্ট ফেভারড নেশন' (এমএফএন) তকমা প্রত্যাহার করে নিল ভারত। শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। এর ফলে বাণিজ্যিক ভাবেভারতের কাছ থেকে কার্যত সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ। অন্য দিকে নয়াদিল্লিতে পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠিয়েছে ভারত।  বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানায় নিহত হন অন্তত ৪০জন জওয়ান। পাক মদতে পুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গিরা হামলার পিছনে রয়েছে বলে জানা গিয়েছে। তার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রোশে ফুঁসছে গোটা দেশ। কূটনৈতিক মহলেদাবি উঠেছে, সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করে দিক ভারত। তার মধ্যেই শুক্রবার অরুণ জেটলি ঘোষণা করে দিলেন, পাকিস্তানকে যে এমএফএন মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা তুলে নেওয়া হল। তিনি বলেন, ''বৃহস্পতিবার পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামল

পাকিস্তানের কাছ থেকে মোস্ট ফেবার্ড নেশনের তকমা কেড়ে নিল ভারত

Image
২০১৬ সালের সেপ্টেম্বরে কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। তার পর নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক বন্ধ করার দাবি উঠেছিল। সেবার সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল মোদী সরকার। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। সেই হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। সেই হামলার পর শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, তিন বাহিনীর প্রধান-সহ আরও বেশ কয়েকজন। সেখানেই সিদ্ধান্ত হয় পাকিস্তানের কাছ থেকে কেড়ে নেওয়া হবে মোস্ট ফেবার্ড নেশনের তকমা। এটা আসলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের অন্তর্গত। এর মাধ্যমে আর্থিকভাবে কোনও দেশকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়া হয়। তাদের থেকে কেনা হয় নানা সামগ্রী। ১৯৯৬ সালে ভারতের তরফে পাকিস্তানকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়। এর পর ভারত পাকিস্তান থেকে সিমেন্ট, চিনি, ফল, ড্রাই ফ

থমথমে কাশ্মীর, শ্রীনগর পৌঁছলেন রাজনাথ, পৌঁছচ্ছেন এনআইএ-এনএসজি কর্তারা

Image
শ্রীনগর বিমানবন্দরে রাজনাথ সিংহ। পুলওয়ামায় জঙ্গি হামলার ভয়াবহতা কাটেনি এখনও পর্যন্ত। পরিস্থিতি পর্যালোচনা করতে  শ্রীনগর পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনীর বিমানে  দিল্লি থেকে রওনা দেন তিনি। সঙ্গে রয়েছেন সিআরপিএফ-এর ডিজি আর আর ভাটনগর এবং স্বরাষ্ট্র দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও। শ্রীনগরে রাজ্যপাল সত্যপাল মালিক, নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন রাজনাথ। উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে।  তার পর  হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাবেন তিনি। সেখান থেকে বিমানে করে দেহগুলি নিয়ে যাওয়া হবে গাজিয়াবাদের সেনা বেসে। সেখান থেকে দেহগুলি পাঠানো হবে নিহত জওয়ানদের পরিবারের কাছে। গতকাল দুপুর সওয়া ৩টে নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ  জঙ্গিরা। তাতে ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। সাম্প্রতিককালে এমন ভয়াবহ হামলা দেখেনি উপত্যকা। ঘটনার পর থেকেই গোটা উপত্যকার পরিস্থিতি থমথমে। রাজ্যপাল সত্যপাল মালিকের নির্দেশে ইতিমধ্যেই উচ্চ স

জঙ্গি সংগঠনদের সাহায্য করা বন্ধ হোক, পাকিস্তানকে কড়া ভাষায় নির্দেশ আমেরিকার

Image
আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। রাজনীতি থেকে বলিউড, ক্রিকেট থেকে ফুটবল সকলেই এই হামলার তীব্র নিন্দায় সামিল হয়েছে। চুপ করে বসে থাকেনি হোয়াইট হাউসও। পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি শোক জানিয়ে আমেরিকা জানিয়েছে, অবিলম্বে জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করা বন্ধ করে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হোক। ট্রাম্প সরকারের ভাষায়, পাকিস্তানের মাটি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। যদিও তা কোনওদিনই মানতে চায়নি তারা।  জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় বৃহস্পতিবারের জঙ্গি হানার তীব্র নিন্দা করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। গতকালের এই হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও অনেকে। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে হোয়াইট হাউজের মিডিয়া সচিব সারাহ স্যান্ডার্স বলেন, '‌অবিলম্বে জঙ্গিদের সহায়তা করা বন্ধ করে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে নির্দেশ দিল আমেরিকা। পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ হোক। যে সব জঙ্গিদের আসল উদ্দেশ্য হিংসা ও বিদ্বেষ তৈরি করা, তাদের এই মুহূর্তে কঠোর শাস্তি দেওয়া উচিত।'

ফেসবুকে প্রেম, প্রেমিকা বিবাহিতা জানতে পেরে আত্মঘাতী যুবক

Image
তমলুক: প্রেম দিবসে সকলে যখনে প্রিয়জনের সঙ্গে আনন্দে মাতোয়ারা, তখন কোলাঘাটের জিঞাদায় শোকের ছায়া। প্রেমিকার জন্য প্রাণ হারাল প্রেমিক। প্রেমে প্রতারিত হয়ে প্রেম দিবসের দিনেই আত্মঘাতী হল এক যুবক। ঘটনা কোলাঘাট থানার দক্ষিণ জিঞাদা গ্ৰামের। মৃতের নাম বিশ্বজিৎ ওঝা (২৫)৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘরের মধ্যে উদ্ধার হয় বিশ্বজিৎ-এর ঝুলন্ত দেহ। পরিবারের লোকেরা দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে৷ বাড়ির লোকেরা স্থানীয় চিকিৎসককে বাড়িতে নিয়ে আসেন৷ তিনি বিশ্বজিৎ-কে মৃত বলে ঘোষণা করেন৷ খবর পেয়ে দেহ উদ্ধারে আসে পুলিশ।   প্রণয় ঘটিত কারণে যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন পাঁশকুড়া থানার ওসি অজিতকুমার ঝাঁ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, আরবের ওমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল বিশ্বজিৎ। দুদিন আগে বাড়ি ফিরেছিল সে। ওমানে থাকার সময়ে ফেসবুকে কলকাতার বেলঘরিয়ার এক যুবতীর সঙ্গে তার পরিচয় হয়েছিল৷ পরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে ছিল তাদের৷ সবটাই ঠিকঠাক চলছিল। বাড়ি ফিরে আচমকা বিয়ের প্রস্তাব প্রেমিকাকে দিয়ে বসে বিশ্বজিৎ। তারপরই প্রেমিকার নতুন পরিচয় জানতে পা

পাকিস্তানকে একঘরে করার কূটনৈতিক উদ্যোগ ভারতের

Image
নয়াদিল্লি: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মদত রয়েছে পাকিস্তানের৷ বৃহস্পতিবারই স্পষ্ট করেছিল নয়াদিল্লি৷ শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক শেষেও ইসলামাবাদের বিরুদ্ধে কড়া বার্তা শোনালেন অর্থমন্ত্রী অরুন জেটলি৷ সন্ত্রাসে প্রত্যক্ষ ইন্ধন দেওয়ার জন্য আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ ভারত কূটনৈতিরস্তরে নেবে বলে জানান অর্থমন্ত্রী৷  ১৯৯৬ সালে ভারত প্রতিবেশী পাকিস্তানকে বাণিজ্যক্ষেত্রে 'মোস্ট ফেভারড নেশনে'র তকমা দেয়৷ ২০১৬ সালে উরি হামলার পর সেই তকমা থাকবে কিনা তা নিয়ে বিতর্ক হয়৷ তবে সেবার এই তকমা প্রত্যাহার করা হয়নি নয়াদিল্লির তরফে৷ তবে পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া 'মোস্ট ফেভারড নেশনে'র তকমা ইসলামাবাদের থেকে কেড়ে নেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এদিন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকের পর অরুন জেটলি বলেন, পুলওয়ামার ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা কোনও মতেই রেহাই পাবে না৷ দোষীদের জন্য অপেক্ষা করছে কড়া পদক্ষেপ৷ সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান৷ রাষ্ট্রসংঘ থেকে আন্তর্জাতিক নানা বৈঠকে একথা নানা

'তাড়াতাড়ি ফিরব'...কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছে পুলওয়ামায় শহিদ নদীয়ার সুদীপের ঝলসানো দেহাংশ

Image
পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় এরাজ্যের জওয়ানের মৃতের সংখ্যা বেড়ে হল ২। হাওড়ার উলুবেড়িয়ার পর এবার নদীয়ার আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ এসে পৌঁছল গ্রামের বাড়িতে। নদীয়ার তেহট্টের হাঁসপুকুরিয়া গ্রামের ছেলে সুদীপ বিশ্বাস। ছোট থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনী যোগ দেওয়ার। সেই স্বপ্ন সত্যিও হয়েছিল। সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন সুদীপ। গ্রামের ছেলে সেনাবাহিনীতে, গর্বের অন্ত ছিল না স্থানীয় বাসিন্দাদের। কিন্তু সবটাই 'ছিল' ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছে নদীয়ার জওয়ান সুদীপ বিশ্বাস। বৃহস্পতিবার বিকেল ৩টেয় গ্রামের বাড়িতে ফোন করেছিল সুদীপ। সেটাই ছিল শেষ ফোন। পরিবারের সঙ্গে শেষবারের মতো তখনই সুদীপের কথা হয়। ফোনে সুদীপ মা, বাবকে চিন্তা করতে বারণ করেছিল। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে আশ্বস্ত করেছিল সে। বাড়ি 'ফিরছে' সুদীপ, তবে কফিনবন্দি হয়ে। ফিরছে সুদীপের মরদেহও নয়! ফিরছে বিস্ফোরণে ঝলসে যাওয়া দেহাংশ। কাল বিকেলে বাড়িতে ফোন করার আধঘণ্টার মধ্যেই জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে জঙ্গি হামলা হয়। বৃহ

পুলওয়ামায় জঙ্গি হানার ‘প্রতিশোধ’ নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা মোদীর

Image
পাকিস্তানের নাম করলেন না। কিন্তু প্রতিবেশী দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন, বড় ভুল করেছে পাকিস্তান। চরম মূল্য চোকাতে হবে তাদের। শুক্রবার, দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দেন, গত কালের পুলওয়ামা জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত। তার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এ দিন প্রধানমন্ত্রী দাবি করেন। পুলওয়ামা ঘটনায় বিরোধীদের প্রতিও বার্তা দিলেন নরেন্দ্র মোদী। জঙ্গি হামলা নিয়ে কংগ্রেস বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদীকে নিশানা করে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, জওয়ানদের নৃশংস হত্যার পর কোথায় গেল মোদীর ৫৬ ইঞ্চি ছাতি? দেশের জওয়ানের এই হত্যা কেন? জবাব চায় দেশবাসী। আজ বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা পুলওয়ামা ঘটনায় সমালোচনা করছেন, তাঁদের ভাবনার সম্মান করি। কিন্তু এ ঘটনা সংবেদনশীল। রাজনৈতিক উর্ধ্বে এই সমস্যার মোকাবিলা করা উচিত সবার। আন্তর্জাতিক মঞ্চে সব মহল যে এ ঘটনার তীব্র নিন্দা করেছে, তা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের প্রায় সব দেশই ভারতের

সিরিয়ার কায়দায় পুলওয়ামায় হামলা হতে পারে, আগাম জেনেও নেওয়া যায়নি ব্যবস্থা!

Image
হামলার পর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি।  অনেকটা সিরিয়া ও আফগানিস্তানের কায়দাতেই পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলার ধরন দেখেই এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সিরিয়া ও আফগানিস্তানে হামলা চালানোর ক্ষেত্রে জঙ্গিরা গাড়িবোমা বা আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। পুলওয়ামার ক্ষেত্রেও সেই কায়দাকে বেছে নেয় জঙ্গিরা। আর তাতেই নিহত হন ৪৪ জন জওয়ান। আহত হন ৪১ জন। বৃহস্পতিবার জম্মু থেকে ৭৮টি গাড়িতে আড়াই হাজারেরও বেশি সেনা শ্রীনগর যাচ্ছিলেন। বিকেল তখন সওয়া ৩টে। অবন্তীপোরার লাট্টুমোরের কাছে সেই কনভয়ে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। এই হামলাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠে এসেছে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে নিরাপত্তার গাফিলতিরও। গোয়েন্দাদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকও। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে এক সাক্ষাত্কারে মালিক বলেন, "গোয়েন্দা ব্যর্থতাকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বিস্ফোরকভর্তি একটি গাড়ি হাইওয়েতে ঢুকে পড়ল, আর সেটা চিহ্নিত করা, তল্লাশি চালানো গেল না! আমাদের এটা মেনে নিতে হবে গাফিলতি আমাদেরও ছিল।" সেনার উপর বড়সড় আত্মঘাতী হামলার ছক

‘বিপত্নীক’ পরিচয় দিয়ে প্রেম, জানাজানির পর তরুণীকে হুমকি প্রতারকের স্ত্রীর

Image
মনে মনে পরিকল্পনা করেছিলেন 'ভ্যালেন্টাইনস ডে'তে কাছের মানুষটির সঙ্গে আরও নিবিড় হওয়ার। অসুবিধা কোথায়? আর ক'দিন পরই যে তাঁদের বিয়ে। 'বিপত্নীক' মানুষটির উপর সহানুভূতিও তৈরি হয়েছিল যুবতীর। কিন্তু চমকে গেলেন 'হবু স্বামী'র বাড়িতে গিয়ে। রীতিমতো তাড়া খেলেন 'বিপত্নীক' লোকটির বউয়ের। তার সঙ্গে হুমকিও। ভালবাসার স্বপ্ন ভেঙে চুরমার। তার উপর 'বিপত্নীক' বন্ধুটির স্ত্রীর হুমকি, "আমার স্বামী যা করেছে, বেশ করেছে। পুলিশকে বললেই দেখে নেব।" কিন্তু গত দেড় বছরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে ওই ব্যক্তিটি দিনের পর দিন শ্লীলতাহানি করেছে যুবতীর। তাঁর কাছ থেকে দফায় দফায় নিয়েছে প্রায় ৮০ হাজার টাকাও। তবে ওই হুমকি শুনেও পিছিয়ে আসেননি পেশায় শিক্ষিকা ওই যুবতী। দক্ষিণ কলকাতায় হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি বিয়ের ওয়েবসাইটের মাধ্যমে যুবতীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত ব্যক্তির। প্রাথমিক পরিচয়ের পর গড়িয়াহাটে দেখা করেন দু'জন। যুবতীকে সে জানিয়েছিল, তার স্ত্রী মারা গিয়েছেন। বিপত্নীক হলেও থাকে

ঘুম ভাঙতেই কৃষ্ণাঙ্গ যুবককে গুলি পুলিশের

Image
উইলি ম্যাকয়। গাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন বছর কুড়ির কৃষ্ণাঙ্গ তরুণ। ছেলেটিকে গুলি করে মারার অভিযোগ উঠেছে ক্যালিফর্নিয়ার ভ্যালেহো-র ছয় পুলিশ অফিসারের বিরুদ্ধে। একটি নয়, পর পর বেশ কয়েকটি গুলি করা হয় বলে ওই যুবকের পরিবারের দাবি। পুলিশ জানিয়েছে, একটি খাবারের দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল গাড়িটা। গত শনিবার রাতে গাড়িতে বসে ঘুমোচ্ছিলেন ওই যুবক। তাঁর কাছে হ্যান্ডগান ছিল। যা দেখে সংশ্লিষ্ট অফিসারেরা বিপদের আঁচ পান। তাই তাঁকে গুলি করা হয়। যুবকের পরিবার জানিয়েছে, তাঁর নাম উইলি ম্যাকয়। পেশায় তিনি র‌্যাপার। উইলিকে সবাই চিনত র‌্যাপার উইলি বো নামে। পরিবারের দাবি, এটা একেবারেই বর্ণবিদ্বেষী ঘটনা। তা ছাড়া এর আর কোনও ব্যাখ্যা হয় না। এক জন কৃষ্ণাঙ্গ যুবক বসে আছেন দেখেই তাঁকে মারতে গোটা পুলিশ বাহিনী সক্রিয় হয়ে ওঠে। গাড়িতে ঘুমোচ্ছেন এক যুবক, তাঁর থেকে কী বিপদ টের পেলেন ওঁরা?'' উইলির প্রবীণ ভাই মার্ক সংবাদমাধ্যমে বলেছেন, ''শান্তিপূর্ণ কোনও সমাধান বার করার জন্য এক বার চেষ্টাও করা হয়নি। যারা আইন ভাঙছে, তাদের গ্রেফতার করা পুলিশের কাজ। নিজের হাতে আইন তুলে নেওয়া তাদের কাজের মধ্যে পড়ে না। ওরা তো বি

ভারতীর স্বামীর ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেফতার

Image
ভারতী ঘোষের স্বামীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। গত শুক্রবার এই মামলাতেই প্রদীপ রথ নামে আলিপুরদুয়ারের এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছিল সিআইডি। সূত্রের খবর, প্রদীপকে জেরা করে ব্যবসায়ী দিলীপকুমার দাসের নাম জানতে পারেন গোয়েন্দারা।  বুধবার রাতেই কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতকে আলিপুরদুয়ারে নিয়ে এসে আদালতে তোলা হয়। সূত্রের খবর, ভারতী পুলিশ সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে থাকার সময় দাসপুর থানার ওসি ছিলেন প্রদীপ রথ। ভারতীকে নিয়ে মামলায় নাম জড়ায় তাঁরও। তাঁকেও গ্রেফতার করা হয়।  পরবর্তীতে জেল থেকে বেরিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশে স্পেশাল অপারেশন গ্রুপ সেলের ওসি পদে যোগ দেন তিনি। কিন্তু অভিযোগ, ওই সুযোগের অপব্যবহার করেছেন তিনি। আলিপুরদুয়ার থানায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়ের অভিযোগের ভিত্তিতে প্রদীপবাবুর বিরুদ্ধে মামলা রুজু হয়। যে মামলার দায়িত্ব যায় সিআইডির হাতে। অভিযোগ দায়েরের দিন, অর্থাৎ গত শুক্রবারই প্রদীপকে গ্রেফতার করেন গোয়েন্দারা। গত শনিবার তাঁকে আদালতে তুলে নি

ফুঁসছে গ্রাহক, পিঠ বাঁচাতে ট্রাইয়ের অফিসে বিক্ষোভ কেবল অপারেটরদের

Image
একেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তারউপর হঠাৎ করে পছন্দের চ্যানেল উধাও-গত কয়েক সপ্তাহ ধরেই এই সমস্যায় জেরবার কেবিল টিভির গ্রাহকরা৷ অনেকসময়ই তাদের ক্ষোভ গিয়ে পড়ছে কেবল অপারেটারদের উপর৷ এই সঙ্কট থেকে নিজেদের রক্ষা করতে আন্দোলনে নামলেন তারা৷ বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ট্রাই-এর অফিস সেন্ট্রাল অ্যাভিনিউ-এর উপরে কয়েকশো কেবল অপারেটররাও বিক্ষোভ দেখান। গত ১২ ফেব্রুয়ারিও এই বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটরসের ব্যানারে বিক্ষোভ দেখানো হয়।কিন্তু ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পরে কোনও আশার আলো দেখতে না পেয়ে এদিন ফের বিক্ষোভ দেখান স্থানীয় কেবল অপারেটররা। সংগঠনের সেক্রেটারি প্রদীপ্ত কর্মকার বলেন, ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে৷ তার আগে কেন চ্যানেল বন্ধ হল? আমাদের দাবি সুষ্ঠু পরিকাঠামো গড়ে তবে নয়া নিয়ম চালু হোক৷ সমস্যা বেড়ে যাওয়ায় সম্মানহানি, প্রাণহানির আশঙ্কাবোধ করছি৷ কেবল টিভি অপারেটরদের দাবি, এমএসও-রা গ্রাহকদের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখানোর জন্য যে সফটওয়্যার ব্যবহার করছে, সেই সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক মতো কাজ না করাতেই বিপত্তি বেঁধেছে। ফলে একজন গ্রাহক যে যে চ্যানেল দেখতে চান বলে তালিকা জ

আত্মঘাতী জঙ্গি হামলার তদন্তে আজ পুলওয়ামায় এনএসজি, এনআইএ

Image
নয়াদিল্লি: বর্বরোচিত জঙ্গি হামলা৷ ভালোবাসার দিনে রক্তাক্ত ভূস্বর্গের মাটি৷ আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ আধা সামরিক বাহিনীর ৪২টি প্রাণ৷ জমে মানুষে টানাটানি আরও ৪০জনের৷ এই পরিস্তিতিতে হামলার তদন্তে শুক্রবারই জম্মু-কাশ্মীরে যাচ্ছে এনএসজি ও এনআইএ৷ এনআইয়ের সঙ্গে থাকবে বিস্ফোরক বিশেষজ্ঞ ব্ল্যাক ক্যাট কম্যান্ডো বাহিনী৷ থাকবে ফরেন্সিক দল-ও৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত করবে তারা৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হয়৷ সেবছরের শুরুতেই ঘটে যায় পাঠানকোটের মত ঘটনা৷ উরি হামলার তদন্তভার দেওয়া হয় এনআইয়ের উপর৷ সেনাঘাঁটির ভিতর থেকেই তথ্য-সাহায্য পেয়েছে জঙ্গিরা। যার ফলে তারা অনায়াসে ঘাঁটিতে ঢুকে রীতিমতো সুবিধেজনক অবস্থান নিয়ে হামলা চালায়। সেই অন্তর্ঘাতের সূত্র খুঁজে বের করতেই তদন্তে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ উরি সেনাঘাঁটির মূল প্রবেশপথটি নিয়ন্ত্রণরেখার দিকে। স্বভাবতই সে দিকে পাহারা বেশি। জঙ্গিরা তাই বেছে নেয় পিছনের দিকের রাস্তা। ঘাঁটির পিছনের কোন অংশ দিয়ে জঙ্গিরা ঢুকেছিল তার খোঁজ চালানই ছিল তদন্তের অন্যতম লক্ষ্য।

কলকাতা থেকে ফিল্মি কায়দায় অপহরণ, আসানসোলে ব্যবসায়ীকে উদ্ধার পুলিশের

Image
কলকাতা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে বিহারে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তিনি। আসানসোলের সালানপুরে চার অপহরণকারীকে ধরে ফেলল পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইঞ্জেকশনের খালি সিরিঞ্জ পাওয়া গিয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। উত্তর কলকাতা মালোপাড়ার অফিস থেকে গাড়ি করে গিরিশ পার্কের দিকে যাচ্ছিলেন নির্মাণ ব্যবসায়ী মণীশ খাণ্ডেলওয়াল। মাঝ রাস্তায় জোর করে তাঁর গাড়িতে ওঠে পড়ে তিনজন দুষ্কৃতীরা। অন্য গাড়িতে পিছু নেয় আরও কয়েকজন। মানিকতলার কাছে মনীশকে নিজেদের গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। এদিকে ততক্ষণে শহরের ব্যবসায়ীকে অপহরণের খবর পৌঁছে গিয়েছে আমহার্স্ট স্ট্রিট ও গিরিশ পার্ক থানায়। নিয়মমাফিক অপহরণকারীদের গাড়ির নম্বর রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত বৃহস্পতিবার ভোরে আসানসোলের সালানপুর থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। ধরা পড়েছে ৫ অপহরণকারীও। পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে ব্যবসায়ী মনীশ খাণ্ডেলওয়ালকে অপহরণ করে বিহারে নিয়ে যেতে চেয়েছিলেন দুষ্কৃতীরা। কলকাতা থেকে আসানসোল-চিত্তরঞ্জন হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার পরিককল্পনা ছিল। কিন্তু শেষরক্

পুলওয়ামায় জঙ্গি হামলা: প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক

Image
পুলওয়ামার ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার বিষয়টি। জম্মু কাশ্মীরের সার্বিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক ডাকা হয়েছে। এদিন সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হবে বৈঠক। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, অজিত ডোভালও। জঙ্গি হামলার পরই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া প্রতিক্রিয়া, "পুলওয়ামা হামলার পিছনে পাকিস্তানের হাত। পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরাই এই কাজ করেছে। যোগ্য জবাব দেবে ভারত।" এদিকে বিহারের জনসভা বাতিল করে আজই শ্রীনগর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি হাসপাতালে চিকিত্সাধীন জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সঙ্গে থাকবেন সিআরপিএফের জিডি  রাজীব রাই ভাটনাগর।  স্বাধীনতার

পাঁচ বছরে ১০০০ শতাংশ সম্পদ বৃদ্ধি তৃণমূল নেতাদের! আয়কর দফতরে জমা পড়ল ২৭ নাম

Image
বাঁ দিক থেকে ফিরহাদ হাকিম, আবু নাসের খান চৌধুরি, সাধন পাণ্ডে, শোভন চট্টোপাধ্যায় এবং শুভ্রাংশু রায়।  ২০১১ থেকে ২০১৬ সাল। মাত্র পাঁচ বছরে কারও সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে তিনশো শতাংশ। কারও ছ'শো, তো কারও সম্পদের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে এক হাজারের শতাংশেরও বেশি! এঁরা কেউ শিল্পপতি নন। প্রত্যেকেই জনপ্রতিনিধি। এই ক'বছরে তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠায় কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। সিপিএম  আরও এক ধাপ এগিয়ে ২৭ জনের একটি নামের তালিকা তুলে দিয়েছে আয়কর ভবনে। তৃণমূলের প্রথম সারির নেতানেত্রীরা রয়েছেন ওই তালিকায়। অভিযোগ, এই সম্পদ বৃদ্ধির নেপথ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থার ভূমিকা অস্বীকার করা যায় না। তৃণমূল সরকারের আমলেই সংস্থাগুলির সঙ্গে নেতানেত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগের কথা উঠে এসেছে। যেমন, ২০১১ সালে আবু নাসের খান চৌধুরি সম্পত্তির মোট মূল্য ছিল ২৯ লক্ষ ৭৭ হাজার ৭০৮ টাকা। ২০১৬ সালে সম্পত্তির পরিমাণ ১১৩৮ শতাংশ বেড়ে হয়েছে তিন কোটি ৬৮ লক্ষ ৬৪ হাজার ৯৬৪ টাকা। জাভেদ খান। বিধানসভা নির্বাচনে কসবা থেকে জিতে রাজ্যের দমকলমন্ত্রী হয়েছিলেন। তিনি ২০১১ সালে নির্বাচন কমিশনে ২ কোটি ১৬ লক্ষ ৮

‘অপরচুনিটি’ শেষ, ঘোষণা নাসার

Image
অপরচুনিটি বয়সের ভার তো ছিলই। শেষ ঝক্কিটা আর সামলাতে পারেনি সে। চুপ করে গিয়েছিল বেশ কয়েক মাস। তবু বারবার তার সঙ্গে 'কথা' বলার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরা। শ'খানেক মেসেজ জমে রয়েছে তার ইনবক্সে। কিন্তু জুন মাসের পর থেকে একটা মেসেজেরও জবাব দেয়নি সে। বুধবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করল দুঃসংবাদটা— 'অপরচুনিটি' রোভারের মৃত্যু হয়েছে। ২০০৩ সালের ৭ জুলাই লালগ্রহের উদ্দেশে রওনা হয়েছিল 'অপরচুনিটি'। পরের বছর ২৫ জানুয়ারি মঙ্গলের 'মেরিডিয়ানি প্লেনাম'-এ নামে সে। তার পর থেকে নাসাকে একের পর এক তথ্য পাঠিয়ে গিয়েছে 'অপরচুনিটি'। সেই সঙ্গে নৈসর্গিক সব ছবি। নাসার মাটি, পাথর নিয়ে একাধিক কঠিন পরীক্ষা চালিয়েছে। মাটির গভীরে জলের অস্তিত্ব খুঁজেছে।  'অপরচুনিটি'ই নিশ্চিত করে জানিয়েছিল, এক সময়ে জলের ধারা বইত লাল-মাটির উপর দিয়ে। কখনও সে অনুসন্ধান চালিয়েছে ভিক্টোরিয়া ক্রেটারে, তো কখনও এনডেভার ক্রেটারে। বিপদেও পড়তে হয়েছে একাধিক বার। ২০১১ সালে এক ভয়ানক ধুলো-ঝড়ের মুখে পড়তে হয়েছিল মঙ্গলযানটিকে। সে বার সামলে উঠলেও গত বছর ফাঁড়াটা বোধহয় আর কাটাতে পার

স্কুলছুট থেকে জঙ্গি, পুলওয়ামায় মূল হামলাকারীর ভিডিয়ো প্রকাশ

Image
আদিল হুসেন দার ওরফে ওয়াকাস।  পুলওয়ামার অবন্তিপোরায় সেনা কনভয়ে জঙ্গি হামলার দায় নিয়েছে জৈশ-এ-মহম্মদ। অন্যতম হামলাকারী হিসেবে উঠে এসেছে আদিল হুসেন দার ওরফে ওয়াকাস নামে এক জঙ্গির নাম। বৃহস্পতিবার সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়ে ছিল সেই। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ওই হামলার পর জঙ্গি সংগঠনটির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। পিছনে জৈশ-এ-মহম্মদের পতাকা আর সামনে থরে থরে সাজানো স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ওই ভিডিয়োতে গোটা কাশ্মীরকে ভারত বিরোধী সংগ্রামে যোগ দেওয়ার ডাক দিয়েছে ওয়াকাস। কে এই আদিল হুসেন, যে আড়াই হাজার জওয়ানের কনভয়ে ঢুকে আত্মঘাতী হামলা চালাল? পুলিশ রেকর্ড বলছে পুলওয়ামা জেলার গুন্ডিবাগে থাকত আদিল। তার দুই ভাই আছে। মাঝপথেই সে স্কুলের লেখাপড়ায় ইতি টেনে রাজমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে। স্থানীয় মসজিদে নমাজ পড়ার সময় সবার আগে দেখা যেত তাকে। তৌসিফ নামে আদিলের এক বন্ধুর দাদা মঞ্জুর আহমেদ দার ছিল জঙ্গি। ২০১৬ সালে সেনা অভিযানে তার মৃত্যু হয়। আর ওই বছরই মার্চ মাসে তৌসিফ এবং ওয়াসিম নামে আরও এক বন্ধুর সঙ্গেই নিখোঁজ হয়ে যায় আদিল। এদিন হামলার পর আদিলের যে ভিডিয়ো

রাস্তায় পড়ে নিহতদের ব্যাগ-রুকস্যাক, কান্না চেপে সেগুলো কুড়চ্ছেন সেনারা

Image
মৃত্যুমিছিল: পুলওয়ামায় গাড়িবোমা হামলার পরে উদ্ধারকাজ। বৃহস্পতিবার।  বৃহস্পতিবার সারাটা দিন সূর্যের মুখ দেখেনি অবন্তীপোরা। বিকেলে কনকনে ঠান্ডা আর টিপটিপে বৃষ্টির মধ্যে সেনাদের গড়া ব্যারিকেডে গাড়ি থেমে যাওয়ায় যখন হেঁটে এগোতে হল, তখনও ভাবা যায়নি কী বীভৎস ছবি অপেক্ষা করছে সামনে। প্রায় এক কিলোমিটার জুড়ে সেনাদের ছুটোছুটি, অ্যাম্বুল্যান্সের হুটার শুনতে শুনতে হঠাৎই যেন একটা ধাক্কা। ভিজে রাস্তা জুড়ে ছড়িয়ে রক্ত-মাংস, মানব দেহের নানা অঙ্গের টুকরো। তারই পাশে পড়ে উড়ে যাওয়া ট্রাকের যন্ত্রপাতির অংশ, নাটবল্টু। পোড়া ডিজেল-মোবিলের কালোর পাশেই কালচে লাল টাটকা রক্তের পোঁচ। বাতাসে পোড়া গন্ধ— পথ ভুলে কি যুদ্ধক্ষেত্রে এসে পড়েছি? খুব কাছেই অবন্তীপোরার বাজার। দোকানপাট খোলা থাকলেও কেউ নেই। এক এক করে জড়ো হচ্ছেন মুক্তার দার, মুহম্মদ আজমের মতো দোকানিরা। বাড়ি থেকে আসা উদ্বিগ্ন ফোনের জবাবে জানাচ্ছেন— 'ঠিক আছি, তবে দোকানের কাচ ভেঙে গিয়েছে। উপড়ে এসেছে ডান দিকের পাল্লাটা।' বিস্ফোরণের অভিঘাতে বহু বাড়ির একই দশা। ফাটল ধরেছে কোনও কোনওটির দেওয়ালে। কান ফাটানো বিস্ফোরণের শব্দে গোটা বাজার খালি হয়ে গিয়েছি

৩৫০ কেজি বিস্ফোরকের গাড়িবোমা কাশ্মীরে, হত ৪৪ সিআরপিএফ জওয়ান

Image
দুমড়েমুচড়ে: পুলওয়ামায় গাড়িবোমা হামলার পরে। বৃহস্পতিবার।  কাশ্মীরে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনার মৃত্যুর পরে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে ভোটের আগে প্রচারও কম নয়। কিন্তু আজ, মোদী জমানার শেষ পর্বে কাশ্মীরে আরও বড় মাপের হামলা চালাল জঙ্গিরা। পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন ৪৪ জন জওয়ান। আহত ৪১ জন। ওই কনভয়ে ছিলেন হাওড়া-বাউড়িয়ার চককাশীর বাসিন্দা বাবলু সাঁতরা। পরিবার সূত্রের খবর, এ দিন সকালে বাবলু তাঁর স্ত্রী মিতাকে ফোনে বলেছিলেন, তাঁরা বাসে শ্রীনগরের দিকে যাচ্ছেন। টিভিতে হামলার খবর জানার পরে মিতা তাঁকে বারবার ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু আর যোগাযোগ হয়নি।  ঘটনার দায় নিয়েছে পাকিস্তানি মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। উরির হামলাতেও তারাই জড়িত ছিল। শুধু তা-ই নয়, ২০০১ সালে জম্মু-কাশ্মীর বিধানসভায় গাড়িবোমা হামলাতেও ছিল এই সংগঠনটি। ১৮ বছর পরে উপত্যকায় গাড়িবোমা হামলাতেও তারা। ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, জইশ-ই-মহম্মদকে পাকিস্তানের মাটি থেকে কাজকর্ম চালাতে দিচ্ছে সে দেশের