পাকিস্তানকে একঘরে করার কূটনৈতিক উদ্যোগ ভারতের


নয়াদিল্লি: পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মদত রয়েছে পাকিস্তানের৷ বৃহস্পতিবারই স্পষ্ট করেছিল নয়াদিল্লি৷ শুক্রবার সকালে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক শেষেও ইসলামাবাদের বিরুদ্ধে কড়া বার্তা শোনালেন অর্থমন্ত্রী অরুন জেটলি৷ সন্ত্রাসে প্রত্যক্ষ ইন্ধন দেওয়ার জন্য আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ ভারত কূটনৈতিরস্তরে নেবে বলে জানান অর্থমন্ত্রী৷ 

১৯৯৬ সালে ভারত প্রতিবেশী পাকিস্তানকে বাণিজ্যক্ষেত্রে 'মোস্ট ফেভারড নেশনে'র তকমা দেয়৷ ২০১৬ সালে উরি হামলার পর সেই তকমা থাকবে কিনা তা নিয়ে বিতর্ক হয়৷ তবে সেবার এই তকমা প্রত্যাহার করা হয়নি নয়াদিল্লির তরফে৷ তবে পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া 'মোস্ট ফেভারড নেশনে'র তকমা ইসলামাবাদের থেকে কেড়ে নেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

এদিন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকের পর অরুন জেটলি বলেন, পুলওয়ামার ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা কোনও মতেই রেহাই পাবে না৷ দোষীদের জন্য অপেক্ষা করছে কড়া পদক্ষেপ৷

সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান৷ রাষ্ট্রসংঘ থেকে আন্তর্জাতিক নানা বৈঠকে একথা নানা সময়ে তুলে ধরেছে নয়াদিল্লি৷ ভারতের দাবিকে মান্যতা দিয়ে পাকিস্তানকে ২০০ মিলিয়ন ডলার অনুদানও আটকে দেয় ট্রাম্প প্রশাসন৷

পাকিস্তানী জঙ্গি সংগঠন জৈশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে দাবি জানায় নয়াদিল্লি৷ আমেরিকা সহ রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যরা এতে সন্নতি জানালেও বেঁকে বসে চিন৷ মূলত তাদের বাধাতেই কার্যকর করা যায়নি ভারতের প্রস্তাব৷ তবে প্রশ্ন উঠেছিল সন্ত্রাসবাদ নির্মূলে ইসলামাবাদের ভূমিকা নিয়ে৷ অন্যদিকে প্রতিবেশীকে নিয়ে ভারতের দাবি যে অমূলক নয় তাও স্পষ্ট হয় দুনিয়াজুড়ে৷

পুলওয়ামা হামলার পর ফের একবার পাকিস্তানকে একঘরে করতে মরিয়া নয়াদিল্লি৷ কূটনৈতিকস্তরে উদ্যোগ নিচ্ছে ভারত৷ এদিন বৈঠর শেষে অর্থমন্ত্রী জানান, পাকিস্তানের আসল স্বরূপ বিশ্বের সামনে আবারও দেখানোর সময় এসেছে৷ তাদের সঙ্গে আলোচনার অবকাশ আর নেই৷

জঙ্গি হামলার পর কী পদক্ষেপ করবে ভারত? তা উঠে আসে আলোচনায়৷ দুমিনিট নীরবতা পালন করা হয় শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে৷ জেটলি বলেন, পুলওয়ামার ঘটনা নিয়ে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাকা হতে পারে৷