Posts

Showing posts from October 13, 2018

গুরুগ্রামে বিচারকের স্ত্রী ও পুত্রকে প্রকাশ্য রাস্তায় গুলি, গ্রেফতার দেহরক্ষী

Image
গুরুগ্রামে এক বিচারকের স্ত্রী ও পুত্রকে প্রকাশ্য বাজারে গুলি করল তাঁরই ব্যক্তিগত দেহরক্ষী। দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তাঁর ছেলের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।  গুলি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষীকে। গুরুগ্রামে সেক্টর ৪৯-এ আর্কাডিয়া বাজারের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে। এখানেই বাজার করতে এসেছিলেন অতিরিক্ত সেশনস বিচারক কিষাণকান্ত শর্মার স্ত্রী ও পুত্র। সঙ্গে ছিলেন তাঁদের ব্যক্তিগত দেহরক্ষীও। বাজারের মধ্যেই সবাইকে হতচকিত করে গুলি চালাতে শুরু করেন ওই দেহরক্ষী। প্রথমে গুলি চালানো হয় বিচারকের স্ত্রী, তার পর গুলি চালানো হয় তাঁর ছেলের ওপর। এর পরই বিচারকের ছেলেকে গাড়িতে টেনে তুলতে চেষ্টা করে ওই দেহরক্ষী। কিন্তু তাতে সফল না হওয়ায় ছেলেকে রাস্তাতেই ফেলে বিচারকের গাড়ি নিয়েই চম্পট দেয় সে। বিচারকের গাড়ি নিয়েই স্থানীয় সদর পুলিশ থানায় এসে ফের গুলি চালাতে শুরু করে ওই দেহরক্ষী। থানায় উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে ধরতে চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণ পরে অবশ্য গুরুগ্রাম-ফরিদাবাদ রোড থেকে ত

জানি না সমানে কেন মনে হয়, হয়নি সময়

Image
'মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। পুজোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা।' তৃতীয়ার সন্ধেতে টেলিভিশনে এরকম ব্রেকিং দেখলে স্বাভাবিক ভাবেই চোখ চলে যায় ক্যালেন্ডারে। কিন্তু গিয়েও লাভ নেই বিশেষ। ডিসেম্বরের পাতা ঝোলানো রয়েছে। এতে অবাক হওয়ার কী আছে? সময়ের আগেই সময় চলে যাওয়াই এখন ট্রেন্ড। এই যেমন পুজো পুজো একটা মেজাজ এসেছে কী আসেনি, হুড়মুড়িয়ে শহরের সব হাই ভোল্টেজ মন্ডপের থিম ঘোষণা হয়ে গেল, চোখের পলক পড়তে না পড়তেই উদ্বোধন হয়ে গেল সেসব, বোধনের বহু আগেই। "সে এক সময় ছিল, সপ্তমীর সকালে ঢাকের শব্দে ঘুম ভাঙত," বলার মতো মা-মাসি-ছোটকাকা-মেজপিসিদের সঙ্গেই কিন্তু আপনার দেখা হবে দ্বিতীয়ার একডালিয়া অথবা তৃতীয়ার মহম্মদ আলি পার্কে। চতুর্থী রাতের মধ্যে এরাই চষে ফেলবেন শহরের আনাচ কানাচ। পঞ্চমী থেকে দশমী তাহলে কী করে এখন বাঙালি? পূজাবার্ষিকীর পাতায় রয়ে সয়ে একটু একটু করে দুপুর গড়িয়ে বিকেল নামবে? সে গুড়েও বালি। ঘোর বর্ষায় এখন বাজার ছেয়ে থাকে পুজো সংখ্যা। আচ্ছা, তাহলে তো শরতের মেঘকেও একটু আগেভাগে আসতে হয়। এইখানে একটু যা গণ্ডগোল হয়ে যায় আর কী! বর্ষায় গরম, শরতে আবার 'ঝড় উঠেছে বাউল বাতাস'। আস্ত এক একটা

‘‌‌বেটি বাঁচাও, বেটি পড়াও’‌ অনুষ্ঠান থেকে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালিকা

Image
কেন্দ্রের '‌বেটি বাঁচাও, বেটি পড়াও'‌ উদ্যোগ। সেই নিয়েই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের হরদৌ জেলায়। কিন্তু সেই অনুষ্ঠান থেকে ফিরেই মারা গেল সুপ্রিয়া শর্মা নামে এক নবম শ্রেণির ছাত্রী। পরিবারের লোকদের অভিযোগ, অসুস্থ অবস্থায় কিছুটা জোর করেই অনুষ্ঠানে যোগ দিতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের মেয়েকে। অথচ সেখানে ন্যূনতম সুযোগ–সুবিধা ছিল না। এমনকি ছিল না খাওয়ার জন্য জলও। এদিকে, জ্বর নিয়ে ঠায় রোদে দাঁড়িয়ে ছিল মেয়েটি।‌ এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে। শেষে বাড়ি ফেরার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সুপ্রিয়ার। এদিকে, মেয়েটির পরিবারের লোকেদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন হরদৌয়ের প্রাথমিক শিক্ষা হেমন্ত রাও। জানিয়েছেন, '‌অনুষ্ঠানস্থলে সমস্ত ব্যবস্থাই ঠিকঠাক ছিল। এমনকি খাওয়ার জল না থাকার যে অভিযোগ করা হচ্ছে, সেটাও মিথ্যে। ঘটনাটির তদন্ত হচ্ছে। সত্যিটা খুব শিগগিরি সামনে আসবে।‌'‌ এদিকে, এই অনু্ষ্ঠানে প্রায় ১১ হাজার ছাত্রী '‌বেটি বাঁচাও, বেটি পড়াও' উদ্যোগের ব্যাপারে শপথ গ্রহণ করে বিশ্বরেকর্ড করেছে।‌

বাড়িওয়ালার তিনের শিশুকে কিডন্যাপ করে ৫ কোটি চাইল DU ছাত্রী!

Image
বাড়িওয়ালার বাবার বকুনির বদলা। ৩ বছরের নাতিকে অপহরণ করে ৫ কোটি টাকা দাবি করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লিতে। যদিও পুলিশ শেষ পর্যন্ত রহস্যভেদ করে ফেলেছে।  অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত ঘটনা সামনে চলে আসে। একটি ফ্ল্যাটের বাথরুম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ছোট্ট রুদ্রকে। জল ও খাবারের অভাবে মাটিতে লুটিয়ে পড়েছিল সে। ডাক্তারদের দাবি, শরীরে ৯৭ শতাংশ ডিহাইড্রেট হয়ে পড়েছিল, রুদ্রে মৃত্যুও হতে পারত। ঘটনায় অভিযুক্ত ২২ বছরের তরুণী নিশা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের বি কম ছাত্রী ও তাঁর ১৬ বছরের ভাই তরুণ। দক্ষিণ দিল্লির ঘিতোরনি গ্রামের বাড়ির সামনে থেকেই রুদ্রকে অপহরণ করে দু'জন। তবে ছক কষা হয়েছিল কয়েক মাস আগে থেকেই। রুদ্রকে যে ফ্ল্যাটে রাখা হয়েছিল, সেটি কয়েক মাস আগেই ভাড়া করেছিল তারা। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করেন নিশা। দু'জনেই টেকনোলজিতে তুখোড়। অভিযুক্তরা বৃহস্পতিবার দুপুরে রুদ্রকে অপহরণ করে। হোয়াটসঅ্যাপে মুক্তিপণ চেয়ে ফোন আসার পরই পুলিশকে খবর দেয় রুদ্রর পরিবার। রুদ্রর বাবা অনিল গুপ্তর কাছে ৫ কোটি টাকা চায় নিশারা। অনিলবাবু মু

রাজগঞ্জে ইডি-র হানা, বাজেয়াপ্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রীর ২০০ কোটির সম্পত্তি

Image
চতুর্থীর সকাল থেকেই জলপাইগুড়ির রাজগঞ্জে জায়গায় জায়গায় হানা দিল ইডি। বাজেয়াপ্ত করা বল ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী এনোস এক্কার কয়েক কোটি টাকার সম্পত্তি। এনোস এক্কার আয় বহির্ভূত সম্পত্তির বিষয়ে খবর ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। এদিন সকাল থেকেই শুরু হয় তল্লাশি। জলপাইগুড়ি থানার পুলিসকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে নামে ইডি। রাজগঞ্জের বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিস। তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয়েছে এনোস এক্কার নামে বেনামে কেনা প্রচুর জমি ও সম্পত্তি। প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। তল্লাশি চালানো হয় জলপাইগুড়়ির সদর ব্লকের কান্ট্রি ক্লাব, ইকোসিটি রিসর্ট-এ। রাজগঞ্জের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় ৫ বিঘার উপর জায়গা বাজেয়াপ্ত করেছে ইডি। বিডিও অফিস সংলগ্ন এই এলাকাটি দীর্ঘদিন ধরে ঘেরা অবস্থায় পড়ে ছিল। জমিটির আনুমানিক মূল্য ১০ কোটির উপর। পাশাপাশি চা বাগানেও হানা দেন ইডি আধিকারিকরা।

তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ক্লিনিক বেসরকারি হাসপাতালে

Image
চার বছর আগে দুর্ঘটনায় জখম এক রূপান্তরকামী দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুরুষ না মহিলা— এই বিভ্রান্তির জেরে তাঁকে বার্ন ওয়ার্ডে কার্যত চিকিৎসাহীন অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এমন ঘটনা আকছার ঘটে। কখনও রূপান্তরকামীরা হেনস্থার শিকার। কখনও হাসির খোরাক। এই মানুষগুলির চিকিৎসার জন্য এ বার কলকাতার দক্ষিণ উপকণ্ঠে ইস্টার্ন বাইপাসের ধারের এক হাসপাতালে আলাদা 'ট্রান্সজেন্ডার ক্লিনিক' গড়ে উঠছে। ওই ক্লিনিক যাঁরা তৈরি করছেন তাঁরা জানান, উত্তরবঙ্গের একটি সরকারি হাসপাতালে এক তৃতীয় লিঙ্গের মানুষ হাতে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। অস্ত্রোপচার চলার সময়ে তিনি শুনছিলেন যে বহু হিজড়ে যৌনকর্মীর কাজ করেন, চিকিৎসকেরা  তা নিয়ে হাসাহাসি করছেন।  ওই হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর ফর অ্যাকাডেমিক রিসার্চ অ্যান্ড মেডিক্যাল কোয়ালিটি শুভ্রজ্যোতি ভৌমিক বলছেন, ''আপাতত চাইছি, কালীপুজোর কয়েক দিনের মধ্যে সমকামী, রূপান্তরকামী, হিজড়ে, উভলিঙ্গ প্রমুখ তৃতীয় লিঙ্গভুক্তদের জন্য একটা বহির্বিভাগ বা আউটডোর চালু করতে।'' ক্লিনিক গঠনে সহায়ক স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা বাপ্পাদিত্য মুখোপাধ্যায় ও

গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যাবেন, কী করতে হবে জানেন?

Image
পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যাবেন? নিজের গাড়িতেই পরিবারকে নিয়ে বেরিয়ে পড়বেন ভাবছেন? কিংবা গাড়ি ভাড়া করেছেন? তা হলে অবশ্যই এই নিময় মেনে চলুন। না হলে, আপনার গাড়ি তুলে নিয়ে যেতে পারে কলকাতা পুলিশ। উত্তর হোক বা দক্ষিণ, এমনিতেই পুজোর সময় ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হতে হয় ট্রাফিক পুলিশকে। তার উপর অনেকে রাস্তার ধারে গাড়ি রেখে মনের আনন্দে ঠাকুর দেখতে চলে যান। আশপাশের বেশ কয়েকটি পুজো দেখার পর দু'তিন ঘণ্টা পর ফিরে আসেন। ওই সময় হঠাৎ করে সমস্যা হলে গাড়ির মালিক বা চালকের খোঁজ পাওয়া যায় না। তার খেসারত দিতে হয় স্থানীয় বাসিন্দাদের। পুলিশকেও কম গালমন্দ শুনতে হয় না। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর নতুন নিয়ম চালু করেছে কলকাতা পুলিশ। গাড়ি করে বেরোলেই, ওই গাড়ির সামনে এবং পিছনের দিকে সাদা কাগজে মালিক এবং চালকের নাম এবং ফোন নম্বর লিখে রাখতে হবে। হঠাৎ করে কোনও সমস্যা হলে, যাতে গাড়ি সরানো যায়, তার জন্যেই এই নিয়ম। দীর্ঘ ক্ষণ গাড়ি রাখা থাকলে নিরাপত্তার ঝুঁকিও থেকে যায়। তাই যাঁরা নিয়ম মেনে গাড়িতে ফোন নম্বর লাগাবেন না, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে পারে পুলিশ। পঞ্চমী থে

লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী মোদীকে খুনের চক্রান্ত! এল হুমকি মেল, জারি উচ্চ সতর্কতা

Image
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত করা হয়েছে। এই সংক্রান্ত হুমকি মেল এল দিল্লি পুলিশের কাছে। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগেই খুনের চক্রান্ত করা হয়েছে। যা ফলে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এর আগেও বেশ কয়েকবার নানা গোষ্ঠী মোদীকে খুনের হুমকি দিয়েছে। সামনেই ভোট আসায় পুলিশ এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না। ইমেল খোদ কমিশনারকে জানা গিয়েছে, দিল্লি পুলিশের এক অফিসারের কাছে ই-মেল এসেছে। তাতে মোদীকে ২০১৯ সালেই খুনের চক্রান্ত ফাঁস হয়েছে। তিনি আর কেউ নন, দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর অফিশিয়াল মেলেই এই হুমকি এসেছে। নিরাপত্তা জোরদার কমিশনার ইমেল দেখতে পেয়েই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অন্যান্য সুরক্ষা দফতরকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মূহূর্তে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে প্রচার করছেন। ফলে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। অসম থেকে ইমেল প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে সার্ভার থেকে নরেন্দ্র মোদীর নামে হুমকি ভরা ইমেল এসেছে সেটি উত্তর-পূর্ব ভারতের। সম্ভবত অসম থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে দিল্লি পুলিশ কমিশনারকে।

হ্যাকারদের মূল লক্ষ্য ডিজিটাল পেমেন্ট; রেহাই নেই আইফোন ব্যবহারকারীদেরও

Image
সাইবার-হেস্টকেও লক্ষ্য করেছে এবং  আইফোন মেকার অবধি পৌঁছেছে এই হ্যাকাররা। এন্টি ফাইন্যান্সিয়াল এর Alipay এবং টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড সতর্ক করে দিয়েছে যে সাইবার আক্রমণকারীরা অ্যাপেল গ্রাহকদের অ্যাকাউন্ট ব্রেক করে এবং মোটা অঙ্কের টাকায় চীনের শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রদানকারীদের ওই চুরি করা অ্যাপল আইডিগুলি বিক্রি করে দিয়ে থাকে। Alipay, যারা বিশ্বের সবচেয়ে বড় অর্থের প্রদানকারীর একটা বড়ো অংশ পরিচালনা করে, তার ওয়েইবো ব্লগে বলা হয়, অ্যাপলের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করা হয়েছে এবং যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। রাতারাতি আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে, অনলাইন পেমেন্ট করা কোনো সংস্থার সঙ্গে যাঁদের অ্যাপল আইডেন্টিটিগুলির সংযোগ রয়েছে। তাঁদের লেনদেনের পরিমাণ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেনসেন্ট একটি আলাদা বিবৃতিতে বলে,  আইফোন মেকার অবধি পৌঁছেছে এই হ্যাকাররা। চীনের দুই বৃহত্তম কোম্পানি তাদের ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে অ্যাপল অ্যাকাউন্টগুলি সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে, য

এক রাতে দু'বার গণধর্ষণের শিকার যুবতী!

Image
এক রাতের মধ্যে দু-দুবার গণধর্ষণের শিকার হল ২৪ বছর বয়সী এক যুবতী। পঞ্জাবের এই ভয়ংকর ঘটনাটি সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই মহিলা এক রাতের মধ্যে দুটি অনুষ্ঠানে মোট ১০জনের যৌন লালসার শিকার হন। ১০ অক্টোবর, পঞ্জাবের কাপুরথালা জেলার লক্ষ্মণপুর খোলে ও দয়ালপুর গ্রামের দু-দুটি অনুষ্ঠানে গণধর্ষিতা হন ওই যুবতী।  ঘটনায় ১০ অভিযুক্তের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক।  থানার এক অফিসার সাতনাম সিং জানিয়েছেন, আমরা ১০ জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছি। তাদের মধ্যে ৪জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে। তাদের খোঁজ চলছে। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, পাঁচ মাস আগে, বাবু নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। সে ড্রাগের নেশা করত। বেশ কয়েকবার তাঁকে জোর করে ড্রাগ সেবনও করিয়েছে ওই ব্যক্তি। এরপর ড্রাগ পাচারকারী সোনুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে। সোনুই নাকি তাঁর এলাকায় ড্রাগ পাচারকারী দলের মধ্যে মহিলাকে আনার জন্য জোড় করে। সোনুর বন্ধু সিরির একটি বাড়িতে ভাড়া দিয়ে থাকতেন ওই মহিলা। ১০ অক্টোবর, সিরির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। তাঁর বহু বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিল সেদিন। সেই

Amazon ও Flipkart সেল: প্রথম আড়াই দিনে কত প্রোডাক্ট বিক্রি করল Xiaomi?

Image
বুধবার থেকে Amaozn ও Flipkart এ শুরু হয়েছে ধামাকা সেল। এই সেলে সব গ্যাজেট সহ সব ধরনের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart ও Amazon এর এই উৎসবের সেলে যে সব কোম্পানি সবথেকে বেশি প্রোডাক্ট বিক্রি করছে তার মধ্যে অন্যতম Xiaomi। চিনের কোম্পানিটি জানিয়েছে গত আড়াই দিনে প্রাই 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। এর মধ্যেইরয়েছে কোম্পানিরব স্মার্ট টিভি, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, রাউটার ও স্মার্টফোন।  Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi। গত বছর প্রথম দুই দিনে 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi। এর সাথেই মোট 1 লক্ষ স্মার্ট টিভি ও 4 লক্ষ অন্যান্য প্রোডাক্ট বিক্রি হয়েছে। এই সেলের আগে কোম্পানির প্রোডাক্টের বিপুল পরিমানে বিজ্ঞাপন করা হয়েছিল। সেই বিজ্ঞাপন কাজে লেগেছে বলেই মনে করছেন কোম্পানির প্রতিনিধি। এই সময়ে সবথেকে বেশি বিক্রি হয়েছে Redmi 6A স্মার্টফোন। এছাড়াও Amazon ওয়েবসাইটে সবথেকে বেশি বিক্রি হওয়া 10 টি স্মার্টফোনের সমকটি  Xiao

“হিন্দু বাংলাদেশিদের রক্ষার প্রতিবাদে আরও বিস্ফোরণ হবে”

Image
গুয়াহাটি: সকালেই বিস্ফোরণ ঘটল৷ দুপুরেই সেই বিস্ফোরণে জখম হওয়া প্রত্যেকের জন্য ক্ষমা চাইলেন৷ কিন্তু সেই সঙ্গে উড়ে এল গোপন ডেরা থেকে হুমকি৷ অসমে এনআরসি জারি করে হিন্দু বাংলাদেশিদের রক্ষা করা হলে নাশকতা হবেই৷ গুয়াহাটির কিছু বেসরকারি টিভি সংস্থাকে দেওয়া জঙ্গি নেতা তথা আলফা (স্বাধীনতা) সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়ার এমনই দাবি৷ শারদোৎসব ও ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ম্যাচ ঘিরে জমজমাট অসমের রাজধানী গুয়াহাটি৷ এমনই পরিস্থিতিতে শনিবার সকালে পান বাজারের ফ্যান্সি বাজার এলাকায় ব্রহ্মপুত্র তীরে কম তীব্রতার বিস্ফোরণ ঘটানো হয়৷ এতেই জনা চারেক জখম হয়েছেন৷ পরিস্থিতির জেরে ছড়িয়েছে আতঙ্ক৷ আহতদের চিকিৎসা চলছে৷ অসম পুলিশ তদন্তে নেমেছে৷ এরই মাঝে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণের দায় নিলেন বিচ্ছিন্নতাবাদী তথা আলফা (স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়া৷ এই জঙ্গি নেতার দাবি, রাজ্যে জারি হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি তালিকা৷ কিন্তু এতে যদি প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনওরকম থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয় তাহলে মেনে নেবে না আলফা (স্বা.)৷ নাশকতা আরও হবে৷ পরেশ বড়ুয়ার

ক্যাশিয়ারকে খুন করে দিল্লির ব্যাঙ্কে লুঠ!

Image
ব্যাঙ্কে ঢুকে ক্যাশিয়ারকে গুলি করে ৩ লক্ষ টাকা লুঠ করল এক দল ডাকাত।প্রায় ১০ মিনিট ধরে তাণ্ডব চালাল তারা। শুক্রবার দিল্লির দ্বারকার খাইরা গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেএই ঘটনা ঘটেছে।গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বিকেল পৌনে চারটে। ব্যাঙ্কে তখন জনাকয়েক গ্রাহক।ব্যাঙ্কের মূল দরজার কাছেই বসে ছিলেন এক নিরাপত্তারক্ষী। হঠাত্ই হুড়মুড়িয়ে ঢুকে পড়লতিন জন। প্রত্যেকেরই মাথা-মুখ কাপড়ে ঢাকা। কিছু বলতে যাওয়ার আগেইওই নিরাপত্তারক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ল তিন জন। তাঁর হাতে থাকা বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টা করল তারা। কিন্তু, নিরাপত্তারক্ষীও নাছোড়। যখন ধস্তাধস্তি চলছে চার জনের মধ্যে, তত ক্ষণে বাকিরাও বুঝে গিয়েছিলেন যে ব্যাঙ্কে ডাকাত পড়েছে। নিরাপত্তারক্ষীকে মারধর করে তাঁর বন্দুকটা কেড়ে নেয় দুষ্কৃতীরা। গ্রাহকদের ঠেলে এক কোণায় দাঁড় করিয়ে দেয় তারা। এই ঘটনা যখন চলছে, তখনই আরও দু'জনের প্রবেশ ঘটে। তারা রীতিমতো বন্দুক উঁচিয়ে শাসাতে শাসাতে এগিয়ে যায় ব্যাঙ্কের ক্যাশিয়ারের দিকে। অন্য দু'জন তখন ব্যাঙ্কের দরজায় পাহারা দিতে ব্যস্ত।এর পরেই গুলির আওয়াজ ভেসে আসে ক্যাশিয়ারের ঘর থেকে। যে ভাবে হুড়মুড়

মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা শুভেন্দুর দেহরক্ষীর

Image
শুভব্রত চক্রবর্তী। নিজের সার্ভিস পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত দেহরক্ষী। শনিবার সকালে ঘটনাটি ঘটে কাঁথির পুলিশ ব্যারাকে। গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বছর চল্লিশের শুভব্রত চক্রবর্তী রাজ্য বিশেষ সশস্ত্র বাহিনী (স্যাফ)-র কর্মী। দীর্ঘ দিন জঙ্গলমহলে কাজ করেছেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের এক জন। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল আটটা নাগাদ হঠাৎই শুভব্রতর সহকর্মীরা গুলির আওয়াজ পান। তাঁরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন শুভব্রত। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। আরও পড়ুন: টাউন হলে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে তথ্য তলব করল সিবিআই পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিনই ডিউটি সেরে ছুটিতে মহিষাদলের সরবেড়িয়ার বাড়িতে তাঁর ফেরার কথা ছিল। শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলেছেন। এমনকি, তাঁর ব্যবহারে কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাননি সহকর্মীরা। তাঁর স্ত্রী একটি প্রাথম

অনেক যৌন হেনস্থা করেছেন বচ্চন, এ বার সেই মহিলারা এগিয়ে এসে বলুন, বিস্ফোরক স্বপ্না ভাবনানি

Image
অমিতাভ এবং স্বপ্না। বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দিন দুয়েক আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, ''কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার নাহন। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্রে।'' কিন্তু তিরটা যে তাঁর দিকেই ঘুরে যাবে, তাঁকেও যে নিশানা হতে হবে তা বোধহয় ভাবেননি বিগ বি। কারণ এ বার #মিটু নিয়ে অমিতাভকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি। স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি লিখেছেন, ''বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি। আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।' অমিতাভের নাম না করলেও, স্বপ্নার আক্রমণের নিশানা যে তিনিই, তা এক প্রকার স্পষ্ট। কারণ সদ্য নিজের জন্মদিনে #মিটু নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ''এটা সব চেয়ে বড় মিথ্যে। স্যর, 'পিঙ্ক' মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চি

সমালোচনার জেরে বিচারপতিকেই অপসারিত করল পাকিস্তান

Image
সমালোচনা করেছো কি মরেছো। এই নীতি নিয়ে চলে পাকিস্তান। নিজের দেশেই এবার সেই নজির গড়ে তুলল তারা। পাকিস্তানের নির্বাচনকে প্রভাবিত করেছে গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা নাক গলাচ্ছে বিচারব্যবস্থাতেও। এমন সমালোচনা করে প্রকাশ্যেই গোয়েন্দাদের নিন্দা করেছিলেন হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি। সেজন্য তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট ওই বিচারপতিকে বরখাস্ত করছেন। পাকিস্তানের রাজনীতিতে কেউ সেনাবাহিনী এবং গোয়েন্দাদের সমালোচনা করে না। কিন্তু বিচারপতি সিদ্দিকি সেই প্রথা ভেঙেছেন। গত জুলাই মাসে দেশে সাধারণ নির্বাচনের আগে রাওয়ালপিন্ডিতে আইনজীবীদের সমাবেশে বক্তব্য পেশ করেন বিচারপতি। তিনি বলেন, '‌আইএসআই বিচারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিচারপতি নিয়োগেও হস্তক্ষেপ করে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যাতে ভোটের সময় জেলে বন্দি থাকেন সেজন্য তারা উদ্যোগ নিয়েছে।'‌ আইএসআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন সিদ্দিকি। তিনি বলেন, গোয়েন্দারা নানা অপরাধমূলক কাজে সহায়তা করে। সেজন্য তারা টাকা পায়। বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম জু

পাণ্ডুয়ায় বেসরকারী ব্যাঙ্কে ডাকাতি, লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা

Image
দিনেদুপুরে ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার কামারপাড়ার একটি বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ককর্মীদের মারধর এবং গ্রাহকদের একটি ঘরে আটকে রেখে টাকা লুঠ করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। শুক্রবার দুপুরে কামারপাড়ার ওই বেসরকারী ব্যাঙ্কে সাতজন হেলমেট ও চশমা পরা অবস্থায় ঢুকে পড়ে। প্রথমেই ক্যাশিয়ারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে। পুলিস সূত্রে খবর, প্রায় দু'‌লাখ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। লুঠ করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। ব্যাঙ্ককর্মীদের মোবাইলও নিয়ে যায়। জানা গেছে, দুষ্কৃতীদের মধ্যে চারজনের কাছে আগ্নেয়াস্ত্র ও বোমা ছিল। ব্যাঙ্ক থেকে বেরোনোর আগে গ্রাহকদের একটি ঘরে আটকে রাখে তারা। এক ব্যাঙ্ককর্মী বলেছেন, '‌দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের মারধর করা হয়। প্রায় দু'‌লাখ টাকা লুঠ করেছে তারা। আমাদের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেটের সার্ভার নষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।'‌

শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Image
কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা শহরে৷ এবার আগুন লাগল শিয়ালদহ স্টেশনে৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ভোরে আচমকা শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের দিকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়৷ কিছু পরেই দেখা যায় আগুনের লেলিহান শিখা৷ সঙ্গে সঙ্গে স্টেশনে আতঙ্ক ছড়য়ে পড়ে৷ যাঁরা ছিলেন প্রত্যেকেই দৌড়দৌড়ি শুরু করেন৷ চিৎকার চেঁচামেচিতে আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ তাঁরা দেখেন রিজার্ভেশন কাউন্টারে যাওয়ার জন্য সিঁড়ির পাশের একটি ঘরে আগুন লেগেছে৷ ওই ঘরটি মূলত স্টোররুম হিসেবে ব্যবহার করা হয় বলে রেল সূত্রে খবর৷ রেলের তরফে দমকলে খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন৷ তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে৷ সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যদিও এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি৷

হুগলিতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেপ্তার ৩

Image
পুজোর মুখে বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিস কমিশনারেট। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে অস্ত্র-সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিস। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানা এলাকার গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করেই অস্ত্র কারখানার হদিশ পায় পুলিস। সেই কারখানায় হানা দিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। চন্দননগর পুলিস কমিশনারেটের কমিশনার অজয় কুমার বলেন, '‌ধৃতদের কাছ থেকে ২টি ৭ এমএম ও ৩টি অসম্পূর্ণ ৭ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। ৭টি ম্যাগাজিন ও ১টি অসম্পূর্ণ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ২২০টি ৭ এমএম পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। ৮ এমএম পিস্তলের ৭০টি গুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি, ড্রিল মেশিন, স্প্রিং, সাইকেলের পার্টস–সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে। বাকি কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।'‌ পুলিস সূত্রে জানা গিয়েছে, এই চক্রের মূলচক্রী প্রণবেশ দে ওরফে বাপি। বাড়ি চন্দননগরে। তার সহযোগী নুরউদ্দিন ওরফে নূর। বাড়ি নৈহাটিতে। এরা অস্ত্র কেনাবেচা ও তৈরি করত বলে অভিযোগ। এই গোটা ব্যবস্থায় মার্কেটিং–এর কাজ করত বাপন মণ্ডল ওরফে রাজু। বাড়ি চন্দননগর

স্ট্রিপ থেকে ওষুধ কেটে বেচতে রাজি না হলে কড়া ব্যবস্থা : হুঁশিয়ারি ড্রাগ কন্ট্রোলারের

Image
কলকাতা: কিনতে গিয়েছেন ছ'টা ওষুধ। দোকানদার বললেন, ছ'টা দেওয়া যাবে না। ১০টার স্ট্রিপ নিতে হলে নিন। টালা থেকে টালিগঞ্জ, জঙ্গলমহল থেকে দার্জিলিং—এই প্রবণতা সর্বত্রই। ফলে মানুষের হয়রানির শেষ নেই। শুধু তাই নয়, নিত্যদিন দোকানে অশান্তি, মাথা গরমও চলতে থাকে। সাধারণ মানুষের এ ধরনের ভোগান্তি কমাতে সম্প্রতি এক নির্দেশনামা জারি করেছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের কার্যনিবাহী অধিকর্তা স্বপন মণ্ডল। সেখানে রাজ্যের সমস্ত ওষুধের দোকানদারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, স্ট্রিপ থেকে ওষুধ কেটে বিক্রি করা যাবে। কাউকে 'না' বলা যাবে না। এও বলা যাবে না যে, গোটা স্ট্রিপটাই কিনতে হবে, নাহলে ওষুধ দেওয়া হবে না। এমন ঘটনা ঘটলে ওষুধের দোকানদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনামায় স্বপনবাবু জানিয়েছেন, এই ধরনের অভিযোগ এলে এরপর থেকে আইন অনুযায়ী সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশে বলা হয়েছে, প্রায়শই ক্রেতারা অভিযোগ করেন, বহু খুচরো দোকানদার প্রেসক্রিপশন অনুযায়ী যে ক'টা ওষুধ দরকার, তা ওষুধের স্ট্রিপ থেকে কেটে দিতে অস্বীকার করেন। ফলে দরকার না থাকলেও বা প্রেসক্রিপশনে উল্লেখ না

প্রায় তিন কোটি ফেসবুক একাউন্ট হ্যাক।

Image
প্রায় তিন কোটি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করে তাঁদের যাবতীয় ছবি, ভিডিও তথ্য চুরি করা করেছে হ্যাকাররা। শুক্রবার একথা কবুল করল ফেসবুক নিজেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু'কোটি নব্বই লক্ষ অ্যাকাউন্ট থেকে তথ্যাদি চুরি গিয়েছে। এ ক্ষেত্রে হ্যাকাররা সব ইউজারের নাম, ফোন নম্বর, মেল আইডি চুরি করেছে। এর আগে সেপ্টেম্বর মাসে ফেসবুক জানিয়েছিল, তাদের ৫ কোটি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই ঘটনার আগেও এক কোটি চল্লিশ লক্ষ অ্যাকাউন্টের সব তথ্য হ্যাক হয়েছিল। এদিন ফেসবুক তাদের ইউজারদের ক্ষোভ প্রশমিত করতে ব্লগে জানিয়েছে, এফবিআই হ্যাকিংয়ের ঘটনার তদন্ত করছে। এখনই ফেসবুককে এ ব্যাপারে মুখ খুলতে বারণ করা হয়েছে। জানা গিয়েছে, একটি বিশেষ অ্যাপের মাধ্যমের ফেসবুক গ্রাহকদের 'অ্যাক্সেস টোকেন' চুরি করা হয়েছে। তারপর খুব সহজেই গ্রাহকদের নাম, ঠিকানা, ই-মেল ও অন্যান্য তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।   এই ঘটনায় রীতিমতো বেকায়দায় পড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোজান জানিয়েছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল সেই তুলনায় কম লোকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আনুমানিক পাঁচ

মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে।

Image
যত দিন যাচ্ছে, ততই চিনে আরও কোণঠাসা হচ্ছে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়৷ শিক্ষা দেওয়ার নামে তাঁদের 'ডিটেনশন ক্যাম্পে' নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছে চিনা প্রশাসন৷ এমনকী, ক্যাম্পগুলিকে 'শিক্ষা প্রতিষ্ঠান' আখ্যা দিয়ে, এদের স্বীকৃতিও দিয়েছে বেজিং৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে লাল চিনের হালাল-বিরোধী অভিযান৷ তবে আশ্চর্যজনকভাবে এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো ইসলামিক রাষ্ট্রগুলি৷ চিনের বিরুদ্ধে মুখ খোলেনি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের মতো সংগঠনগুলিও৷ যাকে দু'মুখো নীতি বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা৷ চিনা প্রশাসনের দাবি, মূলত জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের মধ্যে হালালের ধারনা কার্যত গোঁড়ামিতে পরিণত হয়েছে৷ তাঁদের সেই ধারনা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন৷ ওই সংখ্যালঘু মুসলিমদের যথাযথ শিক্ষার প্রয়োজন রয়েছে বলে চিনের দাবি৷ অভিযোগ, সেই কারণেই শিক্ষাক্ষেত্রের নামে 'ডিটেনশন ক্যাম্প' গুলিতে ওই চিনা মুসলিমদের উপরে মগজ ধোলাইয়ের নামে অত্যাচার চালাচ্ছে জিনপিং প্রশাসন৷ এখানেই শেষ নয়, প্রশা

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত ভারত

Image
রাষ্ট্রসংঘ : রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হল ভারত। এশিয়া প্যাসিফিক ক্যাটেগরিতে ভারত সবচেয়ে বেশি ভোট পেয়েছে। ১৮৮টি ভোট পেয়েছে ভারত। কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ৯৭টি ভোট। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদের কার্যকালের মেয়াদ শুরু হবে। কার্যকালের মেয়াদ তিন বছর। ভারত এশিয়া প্যাসিফিক ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছে। এই ক্যাটেগরিতে পাঁচটি আসনের জন্য পাঁচটি দেশই যোগদান করেছিল। ভারত ছাড়া ছিল বাহারিন, ফিজি, বাংলাদেশ, ফিলিপিন্স।  রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন বলেন, "এই জয় আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে উন্নীত করবে। ভারতের এই জয়ে সকলেই খুব খুশি। ভারতের সব সমর্থক দেশকে ধন্যবাদ।"  এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল ও ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিল ভারত।  রাষ্ট্রসংঘে মানবাধিকার কাউন্সিলের মোট সদস্যপদ ৪৭। ভৌগোলিক সীমা অনুযায়ী এই কাউন্সিলকে কয়েকটি ক্যাটেগরিতে বিভক্ত করা হয়েছে। আফ্রিকার দেশগুলির জন্য ১৩টি আসন। এশিয়া প্যাসিফিকের দেশগুলির জন্য ১৩টি আসন, পূর্ব ইউরোপের দেশগুল

ঘূর্ণিঝড় ‘তিতলি’র আঘাতে টেকনাফে আটকে ১০০ বেশি পর্যটক

Image
ঢাকাঃ  ঘূর্ণিঝড় 'তিতলি'র কারণে তিন দিন ধরে নৌ-রুটে যান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় শতাধিক লোক টেকনাফে আটকে পড়েছে। সাগর উত্তাল থাকায় শুক্রবার ১২ অক্টোবর বিকেল পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে সতর্ক সংকেত বলবৎ থাকায় এসব লোকজন আটকে আছে। তারা টেকনাফের হোটেল এবং আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এসব লোকজন গত বুধবার ট্রলার নিয়ে টেকনাফে এসেছিল। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'ঘূর্ণিঝড় তিতলির কারণে তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনও ধরনের নৌ-যান চলাচল করেনি। ফলে তিন দিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা দ্বীপের প্রায় শতাধিক লোকজন টেকনাফে আটকে পড়েছে। এর মধ্যে অনেকে হোটেল ও আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের খোজঁখবর নিয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া দ্বীপে বেড়াতে এসে পাচঁজন মতো পর্যটক আটকা রয়েছে, তারা নিরাপদে আছেন।' খোজঁ নিয়ে জানা গিয়েছে, সেন্টমার্টি যেতে না পেরে টেকনাফের হোটেল দ্বীপ প্লাজা, নিউ গার্ডেন গেস্ট হাউজ, নাফ কুইন, হিলটপ ও নাফ ইন্টারন্যাশনাল আবাসিকে সেন্টমার্টিন দ্বীপের শতাধিক লোকজন অবস্থান করছেন

জীবনযুদ্ধে হার মানলেন কাঁকড়তলার ধর্ষিতা

Image
বর্ধমান: ৭২ দিনের লড়াই চালিয়েও শেষ রক্ষা হল না বীরভূমের কাঁকড়তলার সেই ধর্ষিতা গৃহবধূর। শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে তাঁর মৃত্যু হল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। তাঁর ৮ বছরের ছেলে এবং ৩ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। প্রায় আড়াই মাস আগে কন্যা সন্তানকে দুবরাজপুর হাসপাতালে চিকিত্সা করাতে নিয়ে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। পথে বাস থেকে কন্যাসন্তান-সহ তাঁকে নামিয়ে পূর্ব পরিচিত এক যুবক তাঁদের অন্যত্র নিয়ে যায়। এরপর ওই বধূকে ধর্ষণ করে। এরপর পালিয়ে যায় ওই যুবক। স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ ও তাঁর কন্যাসন্তানকে উদ্ধার করে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। পরের দিন বাড়ির লোকজন অচৈতন্য অবস্থায় ওই বধূ ও শিশু কন্যাটিকে সিউড়ি সদর হাসপাতালে খুঁজে পান। শিশু কন্যাটি সুস্থ হয়ে গেলেও অত্যাচারের জেরে বাকরুদ্ধ হয়ে যান নির্যাতিতাত। এরপর তাঁকে প্রায় আড়াই মাস আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়। প্রায় ৭২দিন ভর্তি থাকার পর শুক্রবার ত

শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Image
কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা শহরে৷ এবার আগুন লাগল শিয়ালদহ স্টেশনে৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন ভোরে আচমকা শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের দিকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়৷ কিছু পরেই দেখা যায় আগুনের লেলিহান শিখা৷ সঙ্গে সঙ্গে স্টেশনে আতঙ্ক ছড়য়ে পড়ে৷ যাঁরা ছিলেন প্রত্যেকেই দৌড়দৌড়ি শুরু করেন৷ চিৎকার চেঁচামেচিতে আরপিএফ জওয়ানরা ছুটে আসেন৷ তাঁরা দেখেন রিজার্ভেশন কাউন্টারে যাওয়ার জন্য সিঁড়ির পাশের একটি ঘরে আগুন লেগেছে৷ ওই ঘরটি মূলত স্টোররুম হিসেবে ব্যবহার করা হয় বলে রেল সূত্রে খবর৷ রেলের তরফে দমকলে খবর দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন৷ তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে৷ সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যদিও এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি৷

ভুয়ো সংস্থা খুলে ডাক্তারিতে ভরতি, গ্রেফতার ৩

Image
শিলিগুড়িঃ ডাক্তারিতে ভরতির নামে ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগে শুক্রবার পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করেছে  পুলিশ। ধৃতদের এদিন পুলিশ হেপাজতে তুলে সাতদিনে রিমান্ডে নেওয়া হয়েছে। পুরো চক্রটিকে খুঁজে বের করার জন্য এদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে, এই চক্রে কোন চিকিৎসক বা চিকিৎসক পুত্র জড়িত রয়েছেন কিনা তা এখনও কিছু জানায়নি পুলিশ। ডাক্তারিতে ভরতির নামে ভুয়ো সংস্থা খুলে বেকার যুবকদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ অনেক আগেই উঠেছিল। তবে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রাক্তন চিকিৎসকের ছেলের বিরুদ্ধে একাধিকবার এই ধরনের প্রতিষ্ঠান খুলে প্রতারণার  অভিযোগ উঠেছে । একাধিকবার  গ্রেফতারও হয়েছেন ওই চিকিৎসকের পুত্র । কিন্তু সেই চিকিৎসক পুত্রের নেতৃত্বাধীন ওই চক্রই নতুন করে আবার শিলিগুড়িতে ফাঁদ পেতেছে নাকি অন্য কোন চক্র গজিয়ে উঠেছে তা তদন্ত করছে পুলিশ। গতকাল ভুয়ো নথি সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসে যান অভিজিত সিনহা নামে শিলিগুড়ির শীতলাপাড়ার এক যুবক। অধ্যক্ষের ফোন পেয়ে পুলিশ গিয়ে যুবককে আটক করে। জানা যায়, শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় একটি এজেন্সির মাধ্যম

চিনে সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম দেওয়া সম্ভব হল

Image
বেজিং: পরীক্ষা নিরীক্ষা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এক অদ্ভূত কাজটা করে দেখিয়েছেন চিনের বিজ্ঞানীরা ৷ দুটি সমলিঙ্গের মাধ্যমে বাচ্চার জম্ম দেওয়া সম্ভব ৷ বিজ্ঞানীরা দুটি সমলিঙ্গের ইঁদুরের উপর এই বিরল পরীক্ষা চালায়৷ তারফলে দুটি মা ইঁদুর থেকে জন্ম দেওয়া গিয়েছে বাচ্চা ইঁদুরের ৷ সেক্ষেত্রে কোনও বাবা ইঁদুরের দরকার পড়েনি। চিনের একাডেমি অব সায়েন্সে প্রাণী জগতে প্রজননের নিয়ম পাল্টে দেওয়া এমন অভিনব গবেষণাটি করা হয়েছে । সেখানকার বিজ্ঞানীরা জানিয়েছেন, দুটি মা ইঁদুর থেকে জন্ম নেওয়া এই বাচ্চা ইঁদুরগুলি সুস্থ ও স্বাভাবিক। তারাও পরে বাচ্চা ইঁদুরের জন্ম দিয়েছে। তবে একই পরীক্ষা যখন পুরুষ ইঁদুরদের উপরও চালানো হয় তখন তারা জন্ম দিয়েছে বাচ্চা ইঁদুরের তবে সেই সব বাচ্চা ইদুরগুলি বেশিদিন বাঁচেনি। কয়েকদিনের মধ্যেই মারা যায়। এক্ষেত্রে গবেষকরা আসলে একটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন – প্রজননের জন্য দুই বিপরীত লিঙ্গ আসলে কতটা অপরিহার্য। সাধারণত এটাই জানা আছে মানুষ থেকে শুরু করে সব ধরণের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কেবলমাত্র দুই বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমেই নতুন বাচ্চা জন্ম দেওয়া

আদালতে কাজের দিনে ছুটি নেওয়া যাবে না, নিয়ম চালু প্রধান বিচারপতি গগৈ-র

Image
কাজের দিনে আদালতে ছুটি নেওয়া যাবে না। নবনিযুক্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই নিয়ম চালু করলেন। দেশের নিম্ন, উচ্চ ও সর্বোচ্চ আদালতে জমে থাকা মামলার পাহাড় সরাতেই এই নিয়ম বলে জানা গিয়েছে। ভারতের ত্রিস্তরীয় বিচার ব্যবস্থায় প্রতিটি ধাপেই বহু মামলা জমে রয়েছে। চাপ কমানোর তদ্বির শুরু গত ৩ অক্টোবর শপথ নিয়েই বিচারপতি গগৈ আদালতে জমে থাকা মামলার ভার কমানোর তদ্বির শুরু করেন। এক্ষেত্রে শুধু সুপ্রিম কোর্টে নয়, হাইকোর্ট ও ট্রায়াল কোর্টের জন্যও এই নিয়ম চালু হয়েছে।     ভিডিও কনফারেন্সে কথা এক সপ্তাহের মধ্যে বিচারপতি গগৈ হাইকোর্টের কলেজিয়াম সদস্য, মুখ্য বিচারপতি ও দুজন সিনিয়র বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন। জমে থাকা মামলার পাহাড় কীভাবে কমানো যায় তা নিয়ে কথা হয়।     বিচারকদের শাসন ভিডিও কনফারেন্সে বিচারপতি গগৈ হাইকোর্টের বিচারকদের স্পষ্ট জানিয়ে দেন, প্রধান বিচারপতিদের অবাধ্য বিচারপতি বা বিচারকদের বাগে আনতে হবে। কথা না শুনলে মামলা থেকে সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। কেউ যদি কথা না শোনেন তাহলে সুপ্রিম কোর্ট তাদের উচিত শিক্ষা দেবে বলে বলা হয়েছে। ৩ কোটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে ৫৫ হাজার মামলা ঝুল

'জেলে থাকা উচিত আপনার', দাড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষককে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক

Image
দাড়িভিট কাণ্ডে প্রায় ৩ সপ্তাহ পর প্রকাশ্যে এলেন প্রধান শিক্ষক। ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে গুলিবিদ্ধ হয়ে ২ প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনার ২৮ দিন পর  সামনে এলেন প্রধান শিক্ষক অভিজিত কুণ্ডু। জানা গিয়েছে, এদিন দাড়িভিট হাইস্কুলের সকল শিক্ষক ইসলামপুরের বিধায়ক তথা পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালার সঙ্গে দেখা করেন। তখনই স্কুলে আসেন প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু। তাঁকে দেখেই  উত্তেজিত হয়ে পড়েন বিধায়ক। সরাসরি অভিজিত কুণ্ডুর কাছে প্রশ্ন ছুঁড়ে দেন কানাইয়লাল। জিজ্ঞাসা করেন, "আপনি বাইরে কেন?" অভিজিত কুণ্ডুর এখন জেলা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গত ২০ সেপ্টেম্বর রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। ছাত্রবিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি বেঁধে যায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে ২ প্রাক্তন ছাত্রের। অভিযোগ, পুলিসের গুলিতেই মৃত্যু হয় ২ ছাত্রের। ইতিমধ্যেই এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত ২ ছাত্রের বাবা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দাবি করেছেন, নি

বন্ধ হচ্ছে না ইন্টারনেট পরিষেবা, লিখিতভাবে জানাল ICANN

Image
বন্ধ হচ্ছে না ইন্টারনেট পরিষেবা। আগামী ৪৮ ঘণ্টা থাকবে না কোনও ইন্টারনেট পরিষেবা খবর পেয়েই কার্যত বাজ পড়েছিল নেটিজেনদের মাথায়। আসলে পেটুকদের কাছে উপোস যেমন কষ্টের নেটিজেনদের কাছে ইন্টারনেট কানেকশনও তেমনই। এক বেলার জন্য নেট বন্ধ হলেই মানুষের ওষ্ঠাগত প্রাণ হয় আজকাল। এমতাবস্থায় হঠাৎই খবর পাওয়া গিয়েছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ব জুড়ে বিপর্যস্ত হবে ইন্টারনেট পরিষেবা। তবে ভয়ের কোনও কারণ নেই। এই খবরকে চোখ বুজে রেখে দিন গুজবের খাতাতেই। বন্ধ হবে না ইন্টারনেট পরিষেবা। দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) রুট কি সাইনিং কি (Root Key Signing Key, KSK) মেরামতির কাজ চলছে তবে তা খুব বেশি প্রভাব ফেলবে না বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারিদের ওপর। এমনকী, আগস্টে ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম (ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য যে 'ক্রিপটোগ্রাফিক কি' বদলের কাজ শুরু হবে বলে জানানো হয়েছিল, তা শুরু হয়েছে গতকাল থেকেই। তবে সেটিও এখনও পর্যন্ত কোনও সমস্যা করেনি এবং ব্যবহারকারিদের ওপরও কোনও প্রভাব পড়ে নি। গত শুক্রবার সকাল থেকেই ভাইরাল হয়েছে এই খবর। বলা হয়েছিল ৪৮ ঘ

পুজোর অনুদান বন্ধ নয়, তবে দিতে হবে হলফনামা

Image
দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চিন্তেই থাকল। পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা বিলিতে সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ জারি করল না। তবে কী ভাবে রাজ্য সরকার বিধানসভার সিলমোহর ছাড়াই নিজে নিজে দুর্গাপুজো কমিটিগুলিকে অর্থ বিলি করছে, তা নিয়ে আজ কড়া প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিলেও আজ সুপ্রিম কোর্টে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তর বেঞ্চ রাজ্যের কাছে জানতে চায়, কী ভাবে আপনারা নিজেরাই অর্থ বিলি করছেন? রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জবাবে বলেন, রাজ্য নিজে থেকে অর্থ বিলি করছে না। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের মাধ্যমে এই অর্থ বিলি হচ্ছে। করদাতাদের টাকা এ ভাবে পুজো কমিটিকে বিলির বিরুদ্ধে মামলাকারী সৌরভ দত্ত এবং দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় অনুষ্ঠানে সরকারি অর্থ খরচ সংবিধান বিরোধী। করদাতাদের টাকা সরকার ধর্মীয় অনুষ্ঠানে খরচ করতে পারে না। তা সংবিধানের ২৭-তম অনুচ্ছেদের বিরোধী। ২৮ হাজার নথিভুক্ত ক্লাবের প্রত্যেককে দুর্গাপুজোর জন্য ১০ হাজার টাকা হিসেবে মোট

বিজ্ঞাপন দিয়ে মামলা জানাতে হবে প্রার্থীকে

Image
ফৌজদারি মামলায় অভিযুক্তেরা যদি লোকসভা বা বিধানসভা ভোটে লড়তে চান তা হলে তাঁদের বিরুদ্ধে মামলার কথা বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে জনসাধারণকে। জাতীয় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে সংবাদপত্র এবং টিভি চ্যানেল সর্বাধিক প্রচারিত, সেখানেই বিজ্ঞাপন দিয়ে ফৌজদারি মামলার বিষয়ে জানাবেন প্রার্থী। তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে লড়লে সেই দলকেও আলাদা ভাবে বিজ্ঞাপন দিতে হবে। সংবাদপত্রে বিজ্ঞাপন খুদে খুদে অক্ষরে ছাপলে চলবে না। ছাপতে হবে ১২ পয়েন্ট বোল্ড অক্ষরে। সাধারণ ভাবে সংবাদপত্রে খবর ছাপা হয় ৯.৫ বা ১০ পয়েন্টে। ফলে ফৌজদারি মামলার বিবরণ যাতে আলাদা করে পাঠকের চোখে পড়ে, সেই ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন। এক বার বিজ্ঞাপন ছাপিয়েই পার পাবেন না প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগের মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন দিনে বি়জ্ঞাপন দিতে হবে। কী ভাবে এবং কোন বয়ানে বিজ্ঞাপন দিতে হবে, তা-ও নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। এ ব্যাপারে রাজ্যগুলির সিইও-দের কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলির কাছেও। দলগুলিকে তাদের নিজস্ব ওয়েব

টাউন হলে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে তথ্য তলব করল সিবিআই

Image
সারদা ও রোজ ভ্যালি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির প্রদর্শনী নিয়ে কলকাতা পুরসভার কাছে তথ্য তলব করল সিবিআই। তিন দিন আগে পুর কমিশনারকে এ ব্যাপারে চিঠি পাঠায় সিবিআই। শুক্রবার সন্ধ্যায় পুরসভার এক প্রতিনিধি সল্টলেকে সিবিআইয়ের দফতরে কিছু তথ্য জমা দিয়ে এসেছেন বলে জানিয়েছেন টাউন হলের এক আধিকারিক। মেয়র শোভন চট্টোপাধ্যায় এ দিন বলেন, ''চিঠি তো আমাকে পাঠায়নি। আমি কিছু বলতে পারব না।'' পুর কমিশনার খলিল আহমেদ ফোন ধরেননি, মোবাইলে পাঠানো বার্তার জবাবও দেননি। ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতার টাউন হলের 'বেসমেন্ট'-এ মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির জন্য এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। টাউন হলের মালিক  পুরসভা। যখন ওই প্রদর্শনী হয়, তখন পুরসভায় তৃণমূলই ক্ষমতায় ছিল। টাউন হল ভাড়া চেয়ে মুকুল রায়ের সই করা তৃণমূলের সেই চিঠি। সিবিআই সূত্রে বলা হচ্ছে, ওই প্রদর্শনীতে বেশ চড়া দামে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি হয়েছিল। ছবি যাঁরা কিনেছিলেন তাঁদের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী-শিল্পপতি ছাড়াও সারদা ও রোজ ভ্যালি কর্তারা ছিলেন। কেন তাঁরা মুখ্যমন্ত্রীর ছবি অত দাম

পুজোয় রাস্তায় খাব কী? ভাগাড় নয় তো!

Image
বাগবাজারে পুজোয় খাবারের স্টল দেবেন। মানিকতলা বাজারে এ নিয়ে কথা বলতে এসেছিলেন রামকান্ত বোস স্ট্রিটের বাসিন্দা শ্যামল সাহা। খানিক দরাদরির পরে মাংস বিক্রেতাকে বললেন, ''গত বছর তো মুরগি  দিলেন ৬০ টাকায়, খাসি ১০০। এ বারে এক ধাক্কায় এত বেশি!'' মাংস বিক্রেতা থামিয়ে দিয়ে বললেন, ''ভাগাড়ের জিনিস নয় দাদা। নিলে এই দামেই নিতে হবে।'' দরাদরি আর এগোল না! ভাগা়ড়ের মড়া পশুর মাংস শহরের বিভিন্ন খাবারের দোকান, রেস্তরাঁ হয়ে গ্রাহকদের পাতে পাতে পৌঁছে গিয়েছে বলে শোরগোল পড়ে যায় গত এপ্রিলে। শারদোৎসবের শুরুতেই সেই 'ভাগাড় ভীতি' নতুন করে ফিরে এসেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পুজোর এই সময়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে খাবারের দোকান। ভাগাড়-কাণ্ড প্রকাশ্যে আসার পরে ওই দোকানগুলির ভবিষ্যৎ নিয়েই এবার সংশয় তৈরি হয়েছে। পুজোর স্টলের জন্য আগের মতো কম দামে অনেকেই মাংস পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। পুরসভার স্বাস্থ্য দফতরও দোকানগুলির খাবারের গুণমান নিয়ে সক্রিয় থাকার কথা শোনাচ্ছেন। গ্রাহকেরা অবশ্য তাতেও আশ্বস্ত হচ্ছেন না!  কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ''

টিচার দেবযানীও, বন্দুক ছেড়ে মাধ্যমিকে পাঁচ-পাঁচটি লেটার মাওবাদী নেত্রীর

Image
তারার তারা প্রাপ্তি! মাধ্যমিকে ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন ঠাকুরমণি মুর্মু ওরফে তারা। পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের ওসি অপহরণ, শিলদার ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মামলায় অভিযুক্ত ঠাকুরমণি ওরফে তারা। একদা মাওবাদী স্কোয়াড নেত্রী। বছর দেড়েক আগে দমদম জেলে আসেন তারা। আর সেই সময় থেকে ছোটখাটো নানা বিষয় প্রায়শই অভিযোগ করতেন তিনি। তাঁর অভিযোগে বিড়ম্বনায় পড়তে হয়েছে জেল কর্তৃপক্ষকে। এই পরিস্থিতিতে তারার মধ্যে দায়িত্ববোধ জাগানোর চেষ্টা করেন তাঁরা। একদা বিভিন্ন আগেয়াস্ত্র ধরা হাতেই তুলি তুলে নেন তারা। এ বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করেছিল। কয়েক দিনের মধ্যেই পরিবর্তন আসে একদা শালবনি স্কোয়াডের মাওবাদী নেত্রীর মধ্যে। সেখান থেকে গানের দলে নাম লেখানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবদার করেন বিনপুরের দহিজুড়ির কুসুমডাঙার বাসিন্দা তারা। সাঁওতালি ভাষার গানও শুরু করেন তিনি। ছবি আঁকা-গানের পাশাপাশি নাচেও আগ্রহ প্রকাশ করেন মাওবাদীদের মিলিটারি কমিশনের রাজ্য সম্পাদক মনসারাম হেমব্রম ওরফে বিকাশের স্ত্রী। পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' দম্পতি হিসাবে পরিচিত ছিলেন বিকাশ-তারা। একদা যিনি সারাক্ষণ অভিযোগ করত