“হিন্দু বাংলাদেশিদের রক্ষার প্রতিবাদে আরও বিস্ফোরণ হবে”


গুয়াহাটি: সকালেই বিস্ফোরণ ঘটল৷ দুপুরেই সেই বিস্ফোরণে জখম হওয়া প্রত্যেকের জন্য ক্ষমা চাইলেন৷ কিন্তু সেই সঙ্গে উড়ে এল গোপন ডেরা থেকে হুমকি৷ অসমে এনআরসি জারি করে হিন্দু বাংলাদেশিদের রক্ষা করা হলে নাশকতা হবেই৷ গুয়াহাটির কিছু বেসরকারি টিভি সংস্থাকে দেওয়া জঙ্গি নেতা তথা আলফা (স্বাধীনতা) সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়ার এমনই দাবি৷

শারদোৎসব ও ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ম্যাচ ঘিরে জমজমাট অসমের রাজধানী গুয়াহাটি৷ এমনই পরিস্থিতিতে শনিবার সকালে পান বাজারের ফ্যান্সি বাজার এলাকায় ব্রহ্মপুত্র তীরে কম তীব্রতার বিস্ফোরণ ঘটানো হয়৷ এতেই জনা চারেক জখম হয়েছেন৷ পরিস্থিতির জেরে ছড়িয়েছে আতঙ্ক৷ আহতদের চিকিৎসা চলছে৷ অসম পুলিশ তদন্তে নেমেছে৷

এরই মাঝে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণের দায় নিলেন বিচ্ছিন্নতাবাদী তথা আলফা (স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়া৷ এই জঙ্গি নেতার দাবি, রাজ্যে জারি হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি তালিকা৷ কিন্তু এতে যদি প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কোনওরকম থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয় তাহলে মেনে নেবে না আলফা (স্বা.)৷ নাশকতা আরও হবে৷

পরেশ বড়ুয়ার হুমকির পরেই নড়ে চড়ে বসেছে অসম সরকার৷ রাজ্য পুলিশের ডিজি কুলাধর সইকিয়া জানিয়েছেন, গুয়াহাটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে৷ উৎসব যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য তৎপর থাকবে পুলিশ প্রসাসন৷ অসমের এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পরেশ বড়ুয়া এখন চিন ও মায়ানমারের গোপন আস্তানায় পালা করে থাকে৷

এদিকে পরেশ বড়ুয়ার হুমকির ই মেইল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই বাড়ছে চাঞ্চল্য৷