Posts

Showing posts from February 12, 2019

জিও গিগাফাইবার লঞ্চের আগেই ব্রডব্যান্ডে একগুচ্ছ প্ল্যান নিয়ে এল বিএসএনএল

Image
ইতিমধ্যেই জিও গিগা ফাইবার এর প্রিভিউ অফার শুরু হয়েছে। শীঘ্রই বাণিজ্যিকভাবে লঞ্চ হবে মুকেশ আম্বানির ব্রডব্যান্ড পরিষেবা। তাই সব কোম্পানি নিজের গ্রাহক ধরে রাখতে ব্রডব্যান্ড একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এবার দৈনিক ডেটা লিমিট সহ ছয়টি নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ৭৭৭ টাকা, ১২৭৭ টাকা, ৩৯৯৯ টাকা, ৫৯৯৯ টাকা, ৯৯৯৯ টাকা ও ১৬৯৯৯ টাকা ব্রডব্যান্ড লাইন লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। ৭৭৭ টাকা প্ল্যান আগে ৭৭৭ টাকা প্ল্যানের নাম ছিল ULD 777। নাম বদলে হয়েছে 18 GB প্ল্যান। এই প্ল্যানে কানেকশন স্পিড 50 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 2 Mbps। ১২৭৭ টাকা প্ল্যান ১২৭৭ টাকা প্ল্যানে দিনে 25 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 2 Mbps। ৩৯৯৯ টাকা প্ল্যান ৩৯৯৯ টাকা প্ল্যানে দিনে 50 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 4 Mbps। ৫৯৯৯ টাকা প্ল্যান ৫৯৯৯ টাকা প্ল্যানে দিনে 80

ভারী বস্তু দিয়ে থেঁতলে খুন যুবতী, ময়দানে উদ্ধার দেহ

Image
ময়দান এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে 'রাগবি গ্রাউন্ড'-এর উত্তর দিকে একটি কাঠেরগুঁড়ির কাছে ওই যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ভারী কোনও বস্তু দিয়ে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। সকালে দেহ উদ্ধার হলেও, এ দিন সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ এবং লুঙ্গি উদ্ধার হয়েছে। সেগুলি ইতিমধ্যেই ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাতের দিকে ওই এলাকা একেবারে নির্জন থাকে। আশপাশে রয়েছে ঘন ঝোপঝাড়। সোমবার রাতেই কেউ তাঁকে এখানে নিয়ে এসে খুন করেছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। দেহটি ময়নাতদন্তের জন্যে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবতীর বয়স আনুমানিক ৩০ বছর হবে। ওই এলাকায় রাস্তার উপরে সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।পাশাপাশি কোনও থানায় নিখোঁজের অভিযোগ হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই দেহ উদ্ধার ঘিরে রহস্যদানা বেধেছে। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাইছেন না থানার তদন্তকারী অফিসারেরা। ফরেন্সিক আধিকারিকেরা ঘটনাস্থল থেকে নমুনা

মোবাইল-বাইক কিনে না-দেওয়ায় কেরোসিন ঢেলে মাকে জ্বালাল মাধ্যমিক পরীক্ষার্থী

Image
নতুন ও মোবাইল কিনে দেননি মা। তারই জেরে মায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করল ছেলে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা থাকলেও, আপাতত পুলিশের হেফাজতে ওই কিশোর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মা। নিউটাউনে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ছেলে বিক্রমকে নিয়ে একাই থাকতেন মা সুরভি মান্না। জগত্‍‌পুরে একটি শাড়ির দোকান রয়েছে তাঁর। আগে তিনি ছেলেকে একটি বাইক কিনেও দিয়েছিলেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে নতুন বাইক ও মোবাইল কিনে দেওয়ার জন্য মাকে চাপ দিতে থাকে বিক্রম। কিন্তু মা তা কিনে না-দেওয়ায়, সোমবার মায়ের গায়ে কেরোসিন তেল ঢেলে ঘরে আটকে দেয় ছেলে। প্রতিবেশীরা দেখতে পেয়ে ঘরের দরজা খুলে সুরভিকে উদ্ধার করে। আরজি কর হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা সংকটজনক। বিক্রম বন্ধুর বাড়িতে পালিয়ে গেলেও, পরে পুলিশ তাকে আটক করেছে। মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল বিক্রমের।

বিধায়ক খুনের ঘটনা: হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুল রায়ের

Image
কলকাতা: নদিয়ার কৃষ্ণগঞ্জ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এর খুনের ঘটনায় হাইকোর্টে আগাম জামিনের মামলা দায়ের করলেন বিজেপি নেতা মুকুল রায়। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা। মামলার বয়ান অনুযায়ী ২০১৭ সালের নভেম্বরে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন থানায় মুকুল রায়ের বিরুদ্ধে ২৫টির বেশী মামলা দায়ের করা হয়েছে এই সমস্ত মামলাগুলোর মধ্যে কলকাতা হাইকোর্ট রেলের চাকরির প্রতারণা মামলায় ১২ টি মামলা খারিজ করে দেয়। পরবর্তী পর্যায়ে মুকুল রায়ের বিরুদ্ধে আরও ৭টি মামলা দায়ের করা হয়। মুকুল রায়ের বিরুদ্ধে হাঁসখালি থানায় তৃণমূল নেতা সত্যজিৎ বিশ্বাস খুনের দায়ে ১২০বি, ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে যার মধ্যে একজন ফেরার এবং কার্তিক ও সুজিত মন্ডল নামে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। বিজেপি নেতা মুকুল রায়ের বিরদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বার বার ফাঁসানো চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুকুল রায়ের আইনজীবী

খাদ্যমন্ত্রীর গাড়িতে অটোর ধাক্কা, অল্পের জন্য রক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের

Image
কলকাতা: সল্টলেকে অটো দৌরাত্ম্য কোনও নতুন ঘটনা নয়৷ এবার সেই অটো দৌরাত্ম্যের কবলে পড়ল খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সল্টলেকের পিএনবি মোড়ে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ তবে অতিরিক্ত যাত্রী তোলার জন্যই এই ঘটনা বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যে ঢুকে পড়ে একটি অটো৷ অটোটিতে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছিলেন৷ ঘটনায় জখম হয়েছেন ওই তিন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকরা৷ অল্পের জন্য রক্ষা পায় ওই তিন পরীক্ষর্থী৷ তাদের কোনওরকম ক্ষতি হয়নি৷ দুর্ঘটনার পর মন্ত্রীর তৎপরতায় সটিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় পরীক্ষার্থীরা৷ অভিভাবকদের চিকিৎসার ব্যবস্থাও করেন বিধাননগর হাসপাতালে৷   এদিন সকালে ব্যক্তিগত কাজেই বেরিয়েছিলেন জ্যোতিপ্রিয়বাবু৷ সল্টলেকের পিএনবি মোড়ে তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে, অটোটি সামনে থেকে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে৷ অটোক ধাক্কায় ভেঙে যায় গাড়ির একটি অংশ৷ সামান্য ক্ষতি হয় অটোটিরও৷ এরপরই নিজেই পরিস্থিতি সামলান খাদ্যমন্ত্রী৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা

বিধায়ক খুনে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের, মিলল ধারালো অস্ত্র

Image
কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি এলাকা থেকে কিছুটা দূরে এক বাড়িতে হামলা। চড়াও হলেন স্থানীয় বাসিন্দারা। চলল ভাঙচুর। বাড়ি থেকে সিমকার্ড, মোবাইল ও একটি ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে খবর।যে বাড়িতে এমন হামলা চলল, সেই বাড়িটি কৃষ্ণগঞ্জের  বিধায়ক খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সুজিত মণ্ডলের। উত্তেজনা ছড়াল নদিয়ার হাঁসখালিতে। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে, সেই অভিজিৎ পুণ্ডারি এখনও ফেরার। এমনকী,  নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সে। সোমবার নিহত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে দেখা করতে হাঁসখালি গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারি আরএসএসের সক্রিয় সদস্য। ২০১৬ সালে উপনির্বাচনে জিতে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক হয়েছিলেন জেলায় শাসকদলের যুবনেতা সত্যজিৎ বিশ্বাস। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন তিনি। প্রভাবও ছিল যথেষ্ট। শনিবার মাজদিয়া ফুলবাড়ি এলাকায় নিজের পাড়ায় তৃণমূল বিধায়ককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় এখনও পর্যন্ত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে দ

অনিলের ‘মিডলম্যান’ মোদী, ফের নয়া তথ্য প্রকাশ্যে এনে বিস্ফোরক রাহুল

Image
ফের আরও একটি প্রমাণ! রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শানাতে মঙ্গলবার বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিমানপ্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের এক কর্মচারির ইমেলের প্রতিলিপি দেখিয়ে রাহুল গান্ধী এ দিন দাবি করেন, রাফাল চুক্তি হওয়ার আগেই ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন অনিল অম্বানী। যে চুক্তি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশসচিব অবগত ছিলেন না, সেখানে অনিল অম্বানী কীভাবে জানালেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। আজ সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীর দাবি, ২০১৫ সালে মার্চে প্যারিসে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জিন-ইভস লে দ্রিয়ানের দফতরে গিয়ে বৈঠক করেন অনিল অম্বানী। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যান তিনি। অনিলের বৈঠকে ১০ দিন পর এপ্রিলের ৯-১০ তারিখে ফ্রান্স সফর করেন প্রধানমন্ত্রী। এরপরই ফ্রান্সের সরকারের সঙ্গে ৩৬টি রাফাল কেনা চুক্তি হয় ভারতের। রাহুল প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের আগেই কীভাবে অনিল অম্বানী বৈঠক করেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে? রাহুলের অভিযোগ, গোটা বিষয়টি পরিকল্পনামাফিক এবং পুরোটাই প্রধা

জেলা জুড়ে ব্যাঙ্ক জালিয়াতের রমরমা! ধরা পড়ল এটিএম স্কিমারদের একটা বড় গ্যাং

Image
উদ্ধার হয়েছে জালিয়াতির প্রায় ২৫ লাখ টাকা, দু'ডজনেরও বেশি এটিএম কার্ড এবং কার্ড স্কিমিংয়ের যন্ত্র। এবার আর নাইজেরীয় বা রোমানিয়ান গ্যাং নয়। খানিকটা বরাত জোরেই বিধাননগর পুলিশের জালে ধরা পড়ল এটিএম স্কিমারদের একটা বড়সড় গ্যাং। এ রাজ্যের সীমানায় ঝাড়খণ্ডের জামতাড়ায় বসে ওই গ্যাংই দেশ জুড়ে এটিএম স্কিমিং চালাচ্ছিল। ওই দলের তিন জনকে পাকড়াও করে উদ্ধার হয়েছে জালিয়াতির প্রায় ২৫ লাখ টাকা, দু'ডজনেরও বেশি এটিএম কার্ড এবং কার্ড স্কিমিংয়ের যন্ত্র। কী ভাবে জালে এল ওই চক্র? পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বিধাননগর পুর নিগমের পাশে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী, শ্রীরামপুরের বাসিন্দা পুলক বন্দ্যোপাধ্যায়। তিনি এটিএমে ঢুকতে গিয়ে লক্ষ্য করেন, এক যুবক একটি কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করছে। সেই কার্ডের রং পুরো সাদা। কোনও ব্যাঙ্কের নামও লেখা নেই। সেটা দেখেই সন্দেহ হয় তাঁর। তিনি চিৎকার জুড়ে দেন। তাঁর ডাকে হাজির হন আরও অনেকে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ কর্মীরা ওই যুবককে আটক করে নিয়ে গিয়ে তার কাছ থেকে সাদা কার্ডটি বাজেয়াপ্ত করেন। সাইবার ক্রাইম থানা

কেব্‌ল টিভি: প্যাকেজ গেলাতে ব্ল্যাকআউট!‌

Image
অভিজিৎ বসাক- পছন্দের চ্যানেল বাছাইয়ের সুযোগ নেই, নিতে হবে প্যাকেজই। বাছাই করে দেওয়ার পর মিলছে না তঁাদের পছন্দের চ্যানেল। অনেক চ্যানেল বন্ধও হয়ে যাচ্ছে। ফলে গ্রাহক না দেখতে চাইলেও দেখতে হচ্ছে অপছন্দের চ্যানেল। এমনই অভিযোগ উঠেছে কেব্‌ল অপারেটর, এমএসও–‌দের একাংশের বিরুদ্ধে। এই পদক্ষেপ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (‌ট্রাই) নিয়মের পরিপন্থী। পরিশ্রম কম করতে, আয় আগের মতোই রাখতে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ। কেব্‌ল ব্যবসার সঙ্গে যুক্তদের বক্তব্য, নতুন ব্যবস্থা চালুর ফলে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে দর্শকদের। যঁারা এখনও তালিকা জমা দেননি, তঁাদের ক্ষেত্রে ট্রাই–‌এর নিয়মে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে যঁারা পছন্দ জানিয়ে দিয়েছেন, তঁাদের সেইমতো চ্যানেল পাওয়ার কথা। নতুন ব্যবস্থায় প্যাকেজের পাশাপাশি নির্দিষ্ট চ্যানেল বেছে নিতে পারেন দর্শক। তঁাদের জমা–‌করা চ্যানেলের তালিকা দেখে অপারেটর সিস্টেমে তা নথিভুক্ত করছেন। এই কাজ করতে সময় লাগছে। কোনও গ্রাহকের বাছাই–‌করা চ্যানেলের তালিকা দেখে এক–‌এক করে সিস্টেমে ঢোকাতে হয়। ১০টি চ্যানেল ঢোকাতে মিনিট পঁাচেক লাগে। এবার কোনও কেব্‌ল অপারেটরের প্রয়োজনীয় লোকবল না

একই যুবতীর সঙ্গে প্রেম, বর্ধমানে আত্মঘাতী কাকা-ভাইপো

Image
বর্ধমান: জমির ধারের আমগাছে ঝুলছে দুই যুবকের দেহ। একটি গেঞ্জির একদিকের হাতায় কাকা, অন্যদিকের হাতায় ভাইপো। ভরসন্ধ্যায় এমন দৃশ্য দেখে ভূত দেখার মত আঁতকে উঠেছিলেন আদিবাসী ক্ষেতমজুররা।পরিজনরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার খাঁদরা গ্রামে। মৃতরা হলেন প্রশান্ত রায় ও বিধান রায়। প্রশান্ত সম্পর্কে বিধানের কাকা। তবে নিজের কাকা নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই দুই যুবক। তবে একসঙ্গে কেন আত্মঘাতী হলেন তাঁরা তা নিয়ে রহস্য ঘনিয়েছে। সাংসারিক কোনও অশান্তি নেই, অভাব নেই।  তাহলে কেন আত্মঘাতী হলেন প্রশান্ত ও বিধান?  প্রশান্ত রায়ের দাদা সাগর রায় বলেন,  "কেন আত্মহত্যা করল কোনও কারণ খুঁজে পাচ্ছি না। সংসারে কোনও অভাব ছিল না। খাওয়াদাওয়ার সমস্যা নেই।বাড়ি রয়েছে। তাহলে মরল কেন। তবে অনুমান করছি হয়তো কোনও মেয়ের সঙ্গে দুইজনই হয়তো প্রেম করছিল। বিষয়টি  জানতে পেরে দু'জনেই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে ।" তিনি জানান, প্রশান্ত দিল্লিতে খেলনার কারখানায় কাজ করতেন। দিন দশেক আগে বাড়ি ফিরেছি

কখন বলতে হয়, কখন নীরব থাকতে হয় জানতেন অটলজি : মোদী

Image
সংসদের সেন্ট্রাল হলে জায়গা পেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। মঙ্গলবার উন্মোচন করা হল প্রাক্তন প্রধানমন্ত্রীর চিত্র। তার পর অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''সংসদের সেন্ট্রাল হলে নতুন রূপে অটলজি আমাদের আশীর্বাদ দেবেন, অনুপ্রেরণাও দেবেন।'' তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে মোদী যা যা বললেন, তার কোথাও কোথাও বিরোধীদের, ক্ষুব্ধ শরিকদেরও বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী এদিন বাজপেয়ীর ভাষণ সম্পর্কে বলেন মোদী। তাঁর কথায়, ''অটলজির ভাষণের খুব চর্চা হয়। যতটা শক্তি ভাষণে ছিল, তার থেকেও বেশি শক্তি নীরবতায় ছিল। সভায় দু'টো কথা বলেই চুপ করে যেতেন। আর তাতেই সকলের কাছে বার্তা পৌঁছে যেত।'' এর পরই মোদীর সংযোজন, ''কখন বলতে হয়, কখন নীরব থাকতে হয় জানতেন।'' প্রসঙ্গত, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে একাধিক এলাকা। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী কেন চুপ, তা নিয়ে। প্রতিবারই দেখা গিয়েছে ঘটনার

ভাড়া নেওয়া হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, সিদ্ধান্ত শহরের অটোচালকদের

Image
তাঁদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। কখনও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার। কখনও বেপরোয়া গাড়ি ছোটানোর অভিযোগ। কিন্তু সবাই যে খারাপ নন তা বোঝাতেই মাধ্যমিকে হাজির অটোকাকুরা। কোনও রুটে বিনা পয়সায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। আবার কোনও রুটে অটোয় ওঠার মুখেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে গোলাপ ফুল, পেন, কেক, জলের বোতল। সৌজন্যে তৃণমূলের অটো ইউনিয়নের নেতারা। একেবারে নিশ্চিন্তে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সকাল থেকেই তাঁদের দেখা যাবে শহরের বিভিন্ন অটো স্ট্যান্ডে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার দু'দিন আগেই সমস্ত অটো রুটই নিজের নিজের মতো করে ঠিক করে নিয়েছে, মাধ্যমিকে তাদের কর্মসূচি। উত্তর কলকাতার অধিকাংশ রুটে অটোয় ভাড়াই নেওয়া হবে না বলে জানানো হয়েছে আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের তরফে। কাঁকুড়গাছি, উল্টোডাঙা, ফুলবাগান, গিরিশ পার্ক, এমজি রোড, শিয়ালদহের মতো প্রায় ৫০টি রুটে ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে একেবারে বিনা পয়সায়। তাছাড়া ৭০টিরও বেশি রুটে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হচ্ছে অটো ইউনিয়নের

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৯

Image
নয়াদিল্লি: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯জনের৷ মঙ্গলবার দিল্লির করোল বাগ এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ হোটেল অর্পিত প্যালেসে এই আগুন ছড়িয়ে পড়ে৷ কমপক্ষে ৩০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে৷ দমকল সূত্রে খবর ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৭জন৷ এদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে বলে খবর৷ পরে হাসপাতালে আরও দুজন মারা যান৷ দেহগুলিকে হোটেলের বাইরে বের করে আনেন দমকলকর্মীরা৷ বাকিদের উদ্ধার করার কাজ চলছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই হোটেলের ভিতর৷ দমকলের উপ প্রধান আধিকারিক সুনীল চৌধুরী জানান, আগুন এখন নিয়ন্ত্রণে৷ দেহগুলি উদ্ধার করার কাজ চলছে৷ আর কারা কারা ভিতরে আটকে রয়েছেন, তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা৷ বেশ কিছু জায়গায় ফায়ার পকেটস থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেগুলি থেকে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে, সেদিকেও নজর রাখা হচ্ছে৷যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুজন হোটেল কর্মী প্রাণভয়ে হোটেলের চারতলা থেকে ঝাঁপ মারেন৷ তাদের শারীরিক অবস্থা

কবে বিক্রি শুরু হচ্ছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo K1?

Image
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo K1। মাত্র ১৬,৯৯০ টাকা দামের এই ফোনে রয়েছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও রয়েছে একটি ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার এর জন্যই নতুন ফোনে ব্যবহার হয়েছে AMOLED ডিসপ্লে। এর সাথেই Oppo K1 ফোনের অন্যতম আকর্ষণ Snapdragon 660 চিপসেট আর 3600mAh ব্যাটারি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে Oppo K1। মঙ্গলবার উক্ত ই-কমার্স ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই ফোনটি। মঙ্গলবার দুপুর ১২ টায় বিক্রি শুরু হবে ভারতের সবথেকে কম দামে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্মার্টফোন। Oppo K1 ফোনের AMOLED ডিসপ্লের উপরে থাকবে একটি ওয়াটারড্রপ স্টাইল নচ। এই নচের মধ্যেই থাকবে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করেই কাজ করবে ফোনের ফেস আনলক ফিচার। লঞ্চ অফারে থাকছে নো কস্ট ইএমআই আর কম দামে ফ্লিপকার্ট কমপ্লিট মোবাইল প্রটেকশন প্ল্যান। Oppo K1 স্পেসিফিকেশন Oppo K1 এ থাকছে একটি ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ফোনে G VoLTE, Wi-Fi

"বিশ্বকাপ দলে ধোনিই সবচেয়ে গুরত্বপূর্ণ ক্রিকেটার"

Image
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট হিসেবেই শুরু করবে টিম ইন্ডিয়া। আর এই ফেভারিট তকমাটাই চাপ বাড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচকদের। ১৫ জন ক্রিকেটার নিয়ে ব্যালান্স দল গড়াটাই কি চাপ বাড়িয়ে দিয়েছে এমএসএকে প্রসাদ অ্যান্ড কোম্পানিকে? না, একেবারেই নয়। সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান। তাঁর মতে, বিশ্বকাপের ১৫ জনের দলে একমাত্র একজনের নির্বাচন বাকি রয়ে গিয়েছে। আর এবারের বিশ্বকাপ দলে ধোনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা জানাতেও ভোলেননি প্রসাদ। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজ জয়ের পর কি ভারতের বিশ্বকাপের ১৫ সদস্যের দল তৈরি? উত্তরে নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রাক্তন জাতীয় ক্রিকেটার এমএসকে প্রসাদ জানান, "হ্যাঁ, তৈরি। একটা মাত্র জায়গা লাস্ট মিনিটের জন্য রেখে দিয়েছি। বাকি জায়গা সবার কাছেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। একটা জায়গা এখনও খোলা থাকছে কারণ অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে বেশ কয়েকজন দুরন্ত পারফরম্যান্স করেছেন। আর সেই কারণেই একটা জায়গায় এখনও ক্রিকেটার নির্বাচন হয়নি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ শেষে সেই জায়গাটাও নিশ্চিত হয়ে যাবে।" ২০১৮ সালে একেবারেই ছন্দে ছিলেন না মহেন

সরস্বতী পুজোর ভাসান দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গলা কাটা গেল যুবকের

Image
সরস্বতী পুজোর ভাসান দিতে যাওয়ার সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক যুবকের। সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুর চিড়িয়াখানার কাছে জিরাট ব্রিজের উপর। দুর্ঘটনার জেরে গলা পর্যন্ত উড়ে গিয়েছে যুবকটির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চেতলার শঙ্কর বোস রোডের বাসিন্দা ২৭ বছর বয়সী সম্রাট চক্রবর্তী সোমবার রাতে বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজোর ভাসান দিতে যাচ্ছিলেন। সম্রাটের এক বন্ধু জানায়, চেতলায় আমরা সরস্বতী পুজো করেছিলাম। এদিন রাত ১১টা নাগাদ ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলাম আলিপুর জিরাট ব্রিজের উপর দিয়ে। একটা ছোটো টেম্পোতে ঠাকুর ছিল। আর সম্রাট বাইক চালিয়ে আগে যাচ্ছিল। বাইকের পেছনে আরও এক বন্ধু বসেছিল। আচমকা একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। সম্রাট ছিটকে গিয়ে পড়ে ব্রিজের রেলিংয়ে। সঙ্গে সঙ্গে তাঁর গলা কেটে গিয়ে ঝুলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইকটির পেছনে বসা বন্ধু অল্পবিস্তর আহত হন। বাবা-মায়ের একমাত্র সন্তান সম্রাট একটি বেসরকারি সংস্থায় ডেটা এনট্রির কাজ করত। এদিকে ঘটনার পর এক ঘন্টা কেটে গেল

ব্যারাকপুরের কারখানার আগুনে খোঁজ নেই ৫ কর্মীর

Image
কারখানায় দাহ্যবস্তু এবং রাসায়নিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানার একতলা দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের মোকাবিলায় নিউ ব্যারাকপুরের যুগবেড়িয়ায় অবস্থিত চেয়ার কারখানার শ্রমিকদের হাতে অস্ত্র বলতে খানকয়েক অগ্নিনির্বাপক সিলিন্ডার। তা দিয়ে ১০ মিনিটও লড়া যায়নি। যার ফলে সোমবারের অগ্নিকাণ্ডে কারখানার দু'টি তলা ভস্মীভূত হল। রাত পর্যন্ত পাঁচ কর্মীর খোঁজ মেলেনি বলে খবর। সরকারি মতে সংখ্যাটি যদিও চার।  কারখানার কর্মী গণেশ বসু, সুব্রত ধরেরা জানান, কারখানার দু'টি তলায় ৬৫ জন কর্মী কাজ করছিলেন। বেলা পৌনে ১২টা নাগাদ একতলার এক নম্বর ইউনিটে প্লাইউড ও ফোমে আগুন লাগলে কর্মীরা চিৎকার শুরু করেন। দোতলা থেকে নীচে নামার দু'টি সিঁড়ি আগুনের গ্রাসে চলে এলে সেখানে আটকে পড়েন শ্রমিকদের একাংশ। কারখানার নিরাপত্তারক্ষী সন্তু বন্দ্যোপাধ্যায় জানান, হাজিরা খাতা অনুযায়ী, পল্টু দুয়ারি, সুবোধ রায়, নিত্যানন্দ রায়, মুন্নাপ্রসাদ রায় এবং সঞ্জীব পড়িয়ার খোঁজ মেলেনি। পাঁচ জনের মধ্যে সঞ্জীব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং পল্টু ফ্লোর ইনচার্জ। বস্তুত, নিউ ব্যারাকপুরের কারখানার আগুন এত বড় আকার নেয় যে, পরিস্থিতি নি

বরফে মোড়া আড়াই কিলোমিটার পথ অন্তঃসত্ত্বাকে কাঁধে করে পার করলেন জওয়ানরা

Image
চারদিক বরফে ঢেকে গিয়েছে। ক্রমাগত নামতে শুরু করেছে পারদ। এমনকী পারদ নামতে নামতে হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। প্রায় বেঁচে থাকা মুশকিল। এমন পরিস্থিতিতে পাঁচজন পুলিস সহ–১২ জন মারা গেলেন ঠাণ্ডা সহ্য করতে না পেরে। তার মধ্যেই এলো ফোন। এক গ্রামবাসী ফোন করে সেনবাহিনীর ক্যাম্পে বলেন, '‌আমার স্ত্রীকে বাঁচান। সে অন্তঃসত্ত্বা। দয়া করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন।'‌ ফোনটি এসেছিল জম্মু–কাশ্মীরের বান্দিপোরা এলাকা থেকে।  আর এই ফোনটিই ওলোটপালট করে দেয় সেনাবাহিনীর কাজকে। একদিকে দুর্গম আবহাওয়া, অন্যদিকে গর্ভবতী মহিলাকে বাঁচানোর তাগিদ। কারণ বাঁচাতে হবে দুটি জীবন। কিন্তু উপায়?‌ পারদ যে শূন্যে নেমে গিয়েছে। রাস্তাঘাট বরফে ডেকে গিয়েছে। পথ অতিক্রম করাটাও কঠিন। এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে এবার পরিকল্পনা করে ঝাঁপিয়ে পড়ল সেনাবাহিনী।  দৃঢ়প্রতিজ্ঞ চিত্তে প্রথমে তাঁরা পৌঁছন পরিবারের কাছে। তারপর তাদের ভরসা দিয়ে গর্ভবতী মহিলাকে একটি স্টেচারে করে নিজেদের হাতে তুলে হাঁটতে শুরু করে জওয়ানরা। কারণ বরফে স্তুপাকৃত রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া সম্ভব নয়। তারপর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা আ

খাবার পছন্দ হয়নি, বিয়েবাড়িতে তাণ্ডব চালালো নিমন্ত্রিতরা

Image
নয়াদিল্লি: বর ও কনের কাছে বিয়ের দিনটি সবসময় স্পেশাল৷ দু'টি পরিবারের কাছেও দিনটির গুরুত্ব সমান৷ অনেক দুষ্টু মিষ্টি ও রোমান্টিক স্মৃতি জড়িয়ে থাকে এই দিনটিকে ঘিরে৷ কিন্তু সবসময় যা ভাবা হয় তেমনটা হয় না৷ আর তখনই বাঁধে গোল৷ যেমনটা হল দিল্লির জনকপুরীর একটি হোটেলে৷ বিয়ের জন্য জনকপুরীর একটি হোটেল ভাড়া করা হয়৷ নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে এলাহি খাবারের ব্যবস্থা করা হবে এমনটা স্বাভাবিক৷ কিন্তু সেই খাবারই ছিল বিবাদের মূল৷ হোটেলের খাবারের পছন্দ হয়নি অতিথিদের৷ ম্যানেজমেন্টকে অভিযোগ জানানোর বদলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেললেন বর ও কনের পরিবার৷ বিয়ের আসর পরিণত হল ফাইট ক্লাবে৷ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে আসে৷ তাতে দেখা গিয়েছে হোটেল কর্মীদের মাটিতে ফেলে পেটানো হচ্ছে৷ এমনকী রান্নাঘরে গিয়ে কাঁচের থালা বাটি, জিনিসপত্র সব ভাঙচুর করা হচ্ছে৷ হাত জোড় করে সবাইকে শান্ত হতে বলছেন হোটেল কর্মীরা৷ কিন্তু কে শোনে কার কথা৷ ছেলে ও কনে বাড়ির কিছু সদস্য তখন মারকুটে মেজাজে৷ হোটেল কর্মীদের উপর চড়াও হয়ে উত্তম মধ্যম দিতে ব্যস্ত তারা৷ দেখুন সেই ভিডিও৷ জানা গিয়েছে, মেয়ের বাড়ি বিকাশপুরীতে এবং ছেলের বাড়ি

গাড়ি থেকে নামিয়ে তরুণীকে গণধর্ষণ

Image
লুধিয়ানা: গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ২১ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করল ১০ যুবক৷ শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানা থেকে ১৫ কিমি দুরে একটি গ্রামে৷ দায়ের হয়েছে অভিযোগ৷ এখনও অধরা অভিযুক্তরা৷ তাদের খোঁজে শুরু হয়েছে তদন্ত৷ ঘটনাটি শনিবার রাতের৷ সেই সময় গাড়িতে করে লুধিয়ানা থেকে ইসেওয়াল গ্রামের দিকে যাচ্ছিলেন ওই তরুণী৷ সঙ্গে এক পুরুষ বন্ধুও ছিল৷ তাদের পিছন পিছন তিনটি বাইকে করে আসছিল কয়েকজন যুবক৷ জাগরাওর কাছে আসতেই গাড়িটি দাঁড়িয়ে পড়ে৷ এরপর গাড়িটিকে লক্ষ্য করে পাথর ও ইট ছুঁড়ে মারে তারা৷ তাদের মধ্যে কেউ বাইক থেকে নেমে গাড়ির কাছে চলে যায়৷ এরপর গাড়ির ভেতর থাকা তরুণীকে টেনে হিঁচড়ে বের করে আনে৷ বের করে আনা হয় পুরুষ সঙ্গীকেও৷ দু'জনকে খালের পাশে একটি খালি জায়গায় নিয়ে যাওয়া হয়৷ ডাকা হয় আরও ছয়-সাত যুবককে৷ দশজন মিলে এরপর ওই তরুণীকে একে একে ধর্ষণ করে৷ রবিবার অবধি চলে এই অত্যাচার৷ পরে তারা সেখান থেকে চম্পট দেয়৷   জেলার পুলিশ সুপার তরুণ রট্টন গণধর্ষণের কথা স্বীকার করে নেন৷ জানান, মেডিক্যাল পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে৷ পুলিশ অজ্ঞাতপরিচয় ১০ যুবকের বিরুদ্ধ

হেলিকপ্টার ভেঙে নিহত চার জওয়ান

Image
আঙ্কারা: হেলিকপ্টার ভেঙে নিহত হলেন চার জওয়ান৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলে৷ সোমবার ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া সাংবাদিকদের এই খবর জানান৷ শোক প্রকাশ করে তিনি বলেন, ''দুর্ভাগ্যবশত কপ্টারে থাকা চার জওয়ানই শহিদ হয়েছে৷'' স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ঘটে দুর্ঘটনাটি৷ কী থেকে দুর্ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়৷ কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সেদেশের সেনা৷ পাশাপাশি প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত৷ ঘটনার সময়ের সামনে আসা বিভিন্ন ছবি ও ফুটেজে দেখা গিয়েছে, জনবহুল এলাকায় ভেঙে পড়ার পর কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা৷   খবর পেয়ে সেখানে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শুরু হয় উদ্ধারকার্য৷ কপ্টার থেকে চার জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়৷ যেধরনের দুর্ঘটনা হয়েছে তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত৷ তবে ওই চার জওয়ান ছাড়া আর কোনও হতাহতের খবর নেই৷ গত বছর নভেম্বর মাসে এমনই এক হেলিকপ্টার দুর্ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়৷ সেবার কপ্টারটি একটি বহুতলের দেওয়ালে ধাক্কা মেরে নিয়

ফের দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরী, ক্ষুব্ধ বেজিং

Image
দক্ষিণ চিন সাগর নিয়ে আবারও চরমে চিন-মার্কিন দ্বন্দ্ব৷ বেজিংয়ের কড়া পাহাড়া থাকা সত্ত্বেও, সোমবার বিতর্কিত ওই সাগরে ফের প্রবেশ করল দুটি মার্কিন রণতরী 'USS Spruance' ও 'USS Preble'৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, চিন অধিকৃত স্পার্টলি দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে গিয়েছে গাইডেড মিসাইল সম্বলিত এই দুই মার্কিন যুদ্ধ জাহাজ৷ যার ফলে আরও একবার আমেরিকার বিরুদ্ধে ওই এলাকার শান্তি বিঘ্নিত করার অভিযোগে সরব হয়েছে বেজিং৷ আন্তর্জাতিক জল-সীমানা অতিক্রম করার চিনা অভিযোগ উড়িয়ে দিয়েছে মার্কিন নৌ-বাহিনী৷ চলতি বছর এই নিয়ে দু'বার দক্ষিণ চিন সাগরে এমন ঘটনার সাক্ষী থাকল আন্তর্জাতিক মহল৷ এর আগে জানুয়ারি মাসেও দক্ষিণ চিন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে যায় মার্কিন রণতরী 'USS McCampbell'৷ সেবারও আমেরিকার উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিল চিন৷ গত নভেম্বরে এই পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে গিয়েছিল মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘ

১০ ঘণ্টা পরেও জ্বলছে বিলকান্দার 'জতুগৃহ', ৫ নিখোঁজের পরিণতি ভেবে আতঙ্কে স্থানীয়রা

Image
দুপুরে আগুন লাগার পর পেরিয়ে গিয়েছে ১০টি ঘণ্টা। কিন্তু, সোদপুরের ঘোলার বিলকান্দায় চেয়ার কারখানার আগুন নেবার কোনও লক্ষ্মণ দেখাচ্ছে না। মনে করা হচ্ছে কারখানাটিতে অত্যাধিক মাত্রায় দাহ্য বস্তু মজুত থাকায় এটা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ৫ কর্মী। এঁদের খোঁজে নানা জায়গায় তল্লাশি চলছে। আগুন নেভাতে সন্ধ্যার পরে দমকলের ইঞ্জিনের সংখ্যা দাঁড়ায় ৩৫টি। জ্বলন্ত কারখানার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আগের থেকে আগুনের লেলিহান শিখাকে অনেকটাই কব্জা করা গিয়েছে। তবে কারখানার মধ্যে ফোম এবং কেমিক্যাল মজুত থাকায় আগুন নিবতে সময় লাগছে। প্রথম তলের আগুন নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় তলে আগুন জ্বলছে বলেও জানান সুজিত বসু। তিনি জানিয়েছেন যে দ্বিতীয় তলে আগুন লেগে থাকার কারণ সেখান প্রচুর পরিমাণে ফোম মজুত ছিল। এছাড়াও সেখানে ওয়েলডিং-এর কাজ চলত। ফলে মজুত রাখা ছিল গ্যাস সিলিন্ডার। দমকল মন্ত্রী এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন যে, এখন আগুন নেবানোকেই মূল লক্ষ্য হিসাবে ধরা হয়েছে। যত দ্রুত সম্ভব আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে। কারখানার ম্যানেজারের কাছে নাক

নাগরিকত্ব বিলের প্রতিবাদ! ভারতরত্ন সম্মান গ্রহন করবে না ভূপেন হাজারিকার পরিবার

Image
নাগরিকত্ব বিলের প্রতিবাদ। মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহন করবে না প্রখ্যাত গায়ক তথা সাংবাদিক ভূপেন হাজারিকার পরিবার। অসমের একটি দৈনিকে ভূপেন হাজারিকার ছেলে তেজ জানিয়েছেন, "আমি অসমের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সবসময়ই অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াই আন্দোলন করেছেন। আমরা তাই এই সম্মান গ্রহন করতে অস্বীকার করছি। পুত্র হিসেবে আমি জানাচ্ছি, ভারত সরকার তাঁকে যে মরণোত্তর সম্মান প্রদান করতে চাইছে আমরা তা গ্রহন করব না।" সম্প্রতি, ভূপেন হাজারিকা-সহ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা জানিয়েছে কেন্দ্রের সরকার। প্রজাতন্ত্র দিবসেই সেই সম্মান তুলে দেওয়া হবে জানানো হয়েছে। এরই মধ্যে ভারত সরকারের দেওয়া মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহন করবে না বলে জানাল ভূপেন হাজারিকার পরিবার। নাগরিকত্ব বিলের প্রতিবাদেই এই সম্মান গ্রহন করতে অস্বীকার করল তাঁর পরিবার।

জন্মহার হ্রাসে পরীক্ষার্থী কম, বলছে পর্ষদ

Image
কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যায় ওঠাপড়া লক্ষ করা যাচ্ছে। আজ, মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষা। তার আগে, সোমবার মধ্যশিক্ষা পর্ষদ জানায়, গত বছরের তুলনায় এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার কম। তবে গত বছরের মতো এ বারেও পরীক্ষার্থিনীর সংখ্যা বেশি। প্রথম দিন মাধ্যমিকে বাংলা-সহ সব প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। গত বছর ছিল ১০ লক্ষ ৮৩ হাজার ৩৮৮। এর আগে, ২০১৭ সালে দেখা গিয়েছিল, ২০১৬-র তুলনায় প্রায় ৮২ হাজার কম পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। এ বছর আবার পরীক্ষার্থী কমে গেল কেন? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, জন্মহার হ্রাস পাওয়ায় এবং মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার সংখ্যা কমার ফলে পরীক্ষার্থী কমছে। তিনি বলেন, ''স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে জন্মহার কমছে। 'নেগেটিভ বার্থ রেট' চলছে বেশ কিছু দিন ধরে। ফলে পঞ্চম শ্রেণিতে ভর্তির হারও কম। কয়েক বছর ধরে পাশের হারও বেশি। সব মিলিয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে।'' স্বাস্থ্য দফতরের কর্তাদের বক্তব্য, ২০১১ সা

সকলের সামনে দিয়ে খুনি পালাল কী করে, তৃণমূল বিধায়ক খুনে বাড়ছে ধোঁয়াশা

Image
নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। গোটা দুটো দিন পেরিয়ে গেলেও কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনি ধরা পড়ল না। বরং ধোঁয়াশা বাড়ছে। কাছের লোকজন জড়িত বলে সন্দেহ তো ছিলই, প্রধান অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীই খুন করেছে কি না, তা নিয়েও নদিয়ার পুলিশ মহলের একাংশে সংশয় তৈরি হয়েছে।  শনিবার রাতে নদিয়ার ফুলবাড়ি গ্রামে খুন হন জেলা যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ। রবিবার জানা গিয়েছিল, সিআইডি-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তারা দায়িত্ব নেয়নি। হাঁসখালি থানার নতুন ওসি তাপস ঘোষ মামলার তদন্তকারী অফিসার হিসেবে কাজ করছেন। আবার সিআইডি-ও খোঁজখবর নিচ্ছে।  এই অবস্থায় এলাকায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, সামনে কোনাকুনি, ডান দিক থেকে, সত্যজিতের চোখের নীচে গুলি করা হয়েছিল। কিন্তু অভিজিৎকে কি কেউ গুলি চালাতে দেখেছে? আগে কয়েক বার সত্যজিতের সঙ্গে তার গোলমাল হয়েছে এবং সে বিজেপির হয়ে কাজ করছিল বলে স্থানীয় সূত্রের খবর। তা হলে বিধায়কের এত কাছে সে গেল কী করে? দ্বিতীয়ত, কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়ক থেকে ঢাল বেয়ে নেমে যাওয়া যে মাঠে পুজো হচ্ছিল, সেখানে তখন অনুষ্ঠান