দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৯


নয়াদিল্লি: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯জনের৷ মঙ্গলবার দিল্লির করোল বাগ এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ হোটেল অর্পিত প্যালেসে এই আগুন ছড়িয়ে পড়ে৷ কমপক্ষে ৩০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে৷

দমকল সূত্রে খবর ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৭জন৷ এদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে বলে খবর৷ পরে হাসপাতালে আরও দুজন মারা যান৷ দেহগুলিকে হোটেলের বাইরে বের করে আনেন দমকলকর্মীরা৷ বাকিদের উদ্ধার করার কাজ চলছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন ওই হোটেলের ভিতর৷

দমকলের উপ প্রধান আধিকারিক সুনীল চৌধুরী জানান, আগুন এখন নিয়ন্ত্রণে৷ দেহগুলি উদ্ধার করার কাজ চলছে৷ আর কারা কারা ভিতরে আটকে রয়েছেন, তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা৷ বেশ কিছু জায়গায় ফায়ার পকেটস থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেগুলি থেকে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে, সেদিকেও নজর রাখা হচ্ছে৷যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুজন হোটেল কর্মী প্রাণভয়ে হোটেলের চারতলা থেকে ঝাঁপ মারেন৷ তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে জানা যায়নি৷ এখনও পর্যন্ত মোট ২৫জনকে উদ্ধার করা গিয়েছে৷ দমকলকর্মীরা হোটেলের ভিতর পর্যন্ত ঢুকতে সক্ষম হয়েছেন বলে সূত্রের খবর৷

দমকল আধিকারিক বিপিন কেন্তল জানান, কীভাবে বা কী কারণে আগুন লাগল, সেটি এত বড় আকারে ছড়িয়ে কীভাবে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে৷ হোটেলের মূল গেট ছাড়া বাকি গেটের সামনে ও করিডরে বেরনোর মুখে বড় বড় কাঠের ব্যারিকেড করা ছিল বলে আগুন লাগার পর কেউ পালাতে পারেননি৷ অগ্নিনির্বাপন ব্যবস্থা আদৌ সঠিক ভাবে ছিল কীনা তা তদন্ত করে দেখা হবে৷