Posts

Showing posts from November 19, 2018

প্রায় ৫০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করবে যোগী সরকার

Image
এলাহাবাদ: প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া সত্যিই কঠিন কাজ৷ তাও আবার সরকারি চাকরি৷ বহু সম্ভবনাই প্রতিযোগিতা চাপে হারিয়ে গিয়েছে, এখনও যাচ্ছে৷ অনেকে আবার সরকারি চাকরির আশা ছেড়ে বেসরকারি সংস্থাতে যোগ দিয়েছে৷ এককথায়, সরকারি চাকরির উপর অনেকেই ভরসা হারাচ্ছেন৷ কারণ মূলত প্রতিযোগিতা৷ তবে, সব কিছুর মাঝেই রয়েছে সুযোগ৷ রইল সেইরকম সুযোগেরই খোঁজ৷ উত্তর প্রদেশ বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড (ইউপিপিআরপিবি) জারি করল বিজ্ঞপ্তি৷ পদের নাম কনস্টেবল৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৪৯,৫৬৮ টি৷ ১৯ নভেম্বর, ২০১৮ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ( uppbpb.gov.in ) আবেদন জানাতে পারবেন প্রার্থীরা৷ আবেদনের শেষ তারিখ থাকছে ৮ ডিসেম্বর, ২০১৮৷ স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে৷ পদটির জন্য আবেদনের বয়সসীমা থাকছে ১৮-২২ বছর৷ এছাড়া, অভিজ্ঞ প্রার্থীদেরকে গুরুত্ব দেওয়া হবে৷ পদটির জন্য আবেদন ফি থাকছে ৪০০ টাকা৷ অনলাইন ফি জমা দেওয়ার শেষ দিন থাকছে ৮ ডিসেম্বর, ২০১৮৷ যারা চালানের মাধ্যমে ফি জমা দেবেন তাদের জন্য চালান জমা দেওয়ার শেষ দিন থাকছে ১০ ডিসেম্বর, ২০১৮৷ বিশদ জানত

সুখবর! সরকারি কর্মীদের নুন্যতম বেতন ২১ হাজার করবে মোদী সরকার

Image
নয়াদিল্লি; সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি বেতন দিতে চলেছে কেন্দ্র। ২০১৯ সালের ভোটের কথা ভেবেই এই পথে এগোতে চাইছে মোদী সরকার। এমনটাই ইঙ্গিত দিয়েছে সেন টাইমস। সরকারি কর্মীদের বার্ষিক বেতন এবং ভাতা পর্যালোচনা করছে কেন্দ্র। ফলে আশা করা হচ্ছে আগামী লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের জন্যে সুখবরটি আসছে। ২০১৬ সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা করা হয়। কিন্তু তাতে কর্মীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। তাদের দাবি ছিল ন্যূনতম বেতন করা হোক ২৬ হাজার টাকা। কিন্তু এবার সরকার চাইছে ন্যূনতম বেতন ২১ হাজার করার কথা। যা সপ্তম বেতন কমিশনের সুপারিশের চেয়েও বেশি। মনে করা হচ্ছে আগামী লোকসভা ভোটের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে মোদী সরকার। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার?

ম্যাকগ্রার মতে, ভারতকে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারাবে অস্ট্রেলিয়া!

Image
স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা ঠিক হবে চলতি সপ্তাহেই। তবে আপাতত স্মিথ-ওয়ার্নাররা নির্বাসনে থাকলেও আসন্ন টেস্ট সিরিজে ভারতকে ৪-০ তে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। এবার এমনই মন্তব্য করলেন প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। চলতি বছরের মার্চ মাসে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডের জেরে আপাতত নির্বাসিত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যনক্রফ্ট। আর তাই বিশেষজ্ঞদের মতে, স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারই ডনের দেশে টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ বিরাট কোহলির দলের কাছে। কিন্তু উল্টো সুর শোনা গেল কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার গলায়। তিনি বলেন, "স্মিথ, ওয়ার্নারের অভাব দূর করা বা ভরাট করা সম্ভব নয়। তবে এটা তরুণ ব্যাটসম্যানদের কাছে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। ওরা যদি ভাল পারফরম্যান্স করতে পারে, তবে নিজেদের জায়গা পাকা করতে পারবে অস্ট্রেলিয়া দলে। এটা খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে। আমার ধারণা, অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে। তবে তার জন্য অস্ট্রেলিয়াকে খুব ভাল খেলতে হবে। না হলে জেতা যাবে না। কারণ, স্মিথ-ওয়ার্নার না থাকায় এটা হাড্ডাহাড্ড

এসআই খুনে বেকসুর খালাস ১৮ অভিযুক্ত! মমতার পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিচারক

Image
দুবরাজপুরে এসআই অমিত চক্রবর্তী খুনে বেকসুর খালাস ১৮ অভিযুক্ত। সিউড়ি আদালতের বিচারক সোমবার এই নির্দেশ দিয়েছেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবেই এই সিদ্ধান্ত। বিচারকের মতে, তদন্ত হয়েছে দায়সারা। অভিযুক্তদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্তই হয়নি বলেও মন্তব্য করেছেন বলে সূত্রের খবর। ২০১৪-তে খুন এসআই অমিত চক্রবর্তী ২০১৪ সালে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর আহত হয়েছিল এসআই অমিত চক্রবর্তী। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিউড়ি আদালতে মামলা করেছিল নিহত এসআই-এর পরিবার। এই মামলায় একাধিক তৃণমূল নেতাসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল।     ২৯ জন এখনও পলাতক এসআই খুনের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। যার মধ্যে ২৯ জন এখনও পলাতক বলেই সূত্রের খবর। এছাড়া তদন্ত তলাকালীন একজনের মৃত্যু হয়েছিল। একজন ছিল নাবালক। সব মিলিয়ে ৪৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল পুলিশ। একাধিক অভিযুক্ত ছিলেন তৃণমূলের এই মামলায় তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ-সহ একাধিক অভিযুক্ত ছিলেন তৃণমূলের।     চার্জশিট থেকে অভিযুক্ত ৩৬ জনের নাম বাদের আর্জি ২০১৬-র শুরুতেই দুবরাজপুর এসআই খুনের মামলা চাঞ্চল্যকর মোড নেয়। সেই সময় চার্জশিট থেকে ৩৬ জনে

রাজ্যে কমছে স্কুলছুটের সংখ্যা, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

Image
গত এক বছরে রাজ্যে ব্যাপক হারে কমছে স্কুলছুটের সংখ্যা। সোমবার বিধানসভায় পরিসংখ্যান তুলে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, "২০১৬-১৭ শিক্ষাবর্ষে যেখানে প্রাথমিকে স্কুলছুটের সংখ্যা ছিল ৩.৮৫ শতাংশ, সেখানে ২০১৭-১৮-তে তা কমে হয়েছে ২.১২ শতাংশ। স্কুলছুটের সংখ্যা কমেছে উচ্চপ্রাথমিক স্তরেও। উচ্চপ্রাথমিক স্তরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্কুলছুটের সংখ্যা ছিল ৭.৫%। বিগত শিক্ষাবর্ষে তা কমে হয়েছে মাত্র ০.১৭ শতাংশ। অর্থাৎ, উচ্চপ্রাথমিক স্তরে কার্যত তলানিতে ঠেকেছে স্কুলছুটের সংখ্যা। মাধ্যমিকস্তরে স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১২ শতাংশ। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সংখ্যাটা ছিল ২৬.৩২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবর্ষে সংখ্যাটি দাঁড়িয়েছে ১৪.৬৪ শতাংশ।" এদিকে ইসলামপুর কাণ্ডের পর থেকেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতস কাচের তলায় কাটাছেঁড়া শুরু হয়েছে শিক্ষক বিন্যাসের পদ্ধতি নিয়েও। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষক বিন্যাস সঠিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যেই তা সম্পূর্ণ হবে। শিক্ষক অপ্রতুল

ভারতভুক্ত ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা দিতে বিধানসভায় পাশ হল বিল

Image
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পাস হল ছিটমহল বিল। এই বিল পাশ হওয়ায় হস্তান্তরিত ছিটমহলগুলির বাসিন্দাদের জমির মালিকানা নিশ্চিত হবে। ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত করে মোদী সরকার। তার পর থেকেই ভারতভুক্ত ছিটমহলগুলির বাসিন্দারা জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।    এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। বিল পেশের পর নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। অনেক ভাবনা চিন্তার পর ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছিটমহল বিনিময়ের পর নাগরিকত্ব বেছে নেওয়ার যে বিকল্প ছিটমহলের বাসিন্দাদের কাছে ছিল তা কাজে লাগিয়ে বাংলাদেশি ছিটমহলগুলির ৯২২ জন বাসিন্দা ভারতের নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু ভারতীয় ছিটমহলগুলির ২৩,৩২৪ জনের কেউ বাংলাদেশে যাননি। দীর্ঘ কয়েক দশকের চেষ্টার পর ২০১৩ সালে ভারতীয় সংসদে পাশ হয় ছিটমহল বিনিময় বিল। তবে প্রক্রিয়া কার্যকর করতে একাধিক বাধা ছিল। সেই সব বাধা টপকে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে কার্যকর হয় চুক্তি। ভারত

১৯৭১ সালের আগে যাঁরা ভারতে এসেছেন তাঁরা ১০০ শতাংশ ভারতীয়, বললেন মমতা

Image
ছিটমহলের বাসিন্দাদের জমির অধিকার সুনিশ্চিত করতে বিল পাশের দিনই বিধানসভায় নাম না করে NRC ইস্যুতে বিজেপিকে বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ইন্দিরা - মুজিব চুক্তি অনুসারে ১৯৭১ সালের আগে যাঁরা ভারতে এসেছিলেন তাঁরা ১০০ শতাংশ ভারতীয়। এদের নিয়ে একদল রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি।  সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পাস হল ছিটমহল বিল। এই বিল পাশ হওয়ায় হস্তান্তরিত ছিটমহলগুলির বাসিন্দাদের জমির মালিকানা নিশ্চিত হবে। ২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত করে মোদী সরকার। তার পর থেকেই ভারতভুক্ত ছিটমহলগুলির বাসিন্দারা জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।  এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। বিল পেশের পর নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ একটা ঐতিহাসিক দিন। অনেক ভাবনা চিন্তার পর ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে। এর পরই NRC ইস্যুতে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ইন্দিরা - মুজিব চুক্তি অনুসারে ১৯৭১ সাল পর্যন্ত যাঁরা এদেশে এসেছেন

স্নাতক বৃদ্ধা ভিক্ষা করেন হাওড়া স্টেশনে, আগলে রেখেছেন হকার ‘ছেলে’রা

Image
অসহায়: হাওড়া স্টেশনে সবিতা মুখোপাধ্যায়। সবাই আছে তাঁর। কিন্তু পাশে কেউ নেই। তাই গত কয়েক বছর ধরে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মই হয়ে গিয়েছে তাঁর ঘর। পরনে দীর্ঘদিনের না কাচা শাড়ি। পক্ষাঘাতে ক্ষতিগ্রস্ত বাঁ পা টানতে টানতে নিত্যদিন একমুঠো ভাতের জন্য হাত পাততে হয় তাঁকে। অথচ এমনটা হওয়ার তো কথা ছিল না! হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের কলা বিভাগের সেই স্নাতকের নিজের ঘর ছিল, সন্তান ছিল। বছর ছিয়াত্তরের সবিতা মুখোপাধ্যায়ের আদত বাড়ি হাওড়ায়। সবিতাদেবীর বিয়ে হয়েছিল উচ্চপদে কর্মরত এক ব্যক্তির সঙ্গে। বিয়ের সূত্রে তিনি বহরমপুরে চলে যান। সেখানেই চার ছেলে-মেয়ে নিয়ে তাঁদের সুখের সংসার চলছিল। ঘটনাচক্রে এক দিন খুন হয়ে যান তাঁর স্বামী। এর পরেই ভাঙন ধরে পরিবারে। কী ভাবে? প্রশ্ন শুনে কয়েক মিনিট নীরব সবিতাদেবী। কিছু বলার চেষ্টা করতেই ঝাপসা চোখ বেয়ে নেমে এল জল। মাথা নিচু করে ময়লা আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে ফের ধরা গলায় কথা শুরু করলেন তিনি। স্বামীর মৃত্যুর পরে বহরমপুরের পাট চুকিয়ে তিনি রুজির সন্ধানে হাওড়ার বাপের বাড়িতে ফিরে আসেন। সেখান থেকেই চাকরি খোঁজা শুরু করেন। অবশেষে অনেক চেষ্টা করে এক ঠিকাদারের থেকে

কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী! সুপ্রিম কোর্টে বিস্ফোরক বদলি হওয়া সিবিআই অফিসারের

Image
আস্থানার বিরুদ্ধে তদন্তে নেমেছিলেন মণীশ কুমার সিংহ। গোয়েন্দাদের নজরে ছিলেন দুর্নীতিগ্রস্ত এক দুঁদে ব্যবসায়ী। কিন্তু তাঁকে বাঁচাতে এক কেন্দ্রীয় মন্ত্রী কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। আদালতে এমন বিস্ফোরক দাবি করলেন সিবিআই অফিসার মণীশ কুমার সিংহ। গোয়েন্দা প্রধান রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্ত শুরু করায় সম্প্রতি তাঁকে নাগপুরে বদলি করা হয়। সুপ্রিম কোর্টে বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন মণীশ কুমার সিংহ। সোমবার আদালতে তিনি বলেন, তাঁর কাছে এমন কিছু নথিপত্র রয়েছে, যা দেখলে আদালতও স্তম্ভিত হয়ে যাবে। ক্ষমতাশালীদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাতে পেয়েছিলেন। সে খবর চাপা থাকেনি। তাই ইচ্ছাকৃতভাবে, অসাধু উপায়ে দ্রুত বদলি করা হয় তাঁকে। যাতে অভিযুক্ত অফিসার রেহাই পেয়ে যান। সিবিআইয়ের অন্দরে ব্যাপক দুর্নীতি ও তাদের কাজকর্মে অস্বচ্ছতা নিয়ে সম্প্রতি বিতর্ক মাথাচাড়া দেয়। তাতেই প্রথম খবরের শিরোনামে উঠে আসেন মণীশ সিংহ। তৎকালীন সিবিআইয়ের দু'নম্বর রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে বিষয়টির তদন্তভার হাতে পান তিনি। জানা যায়, হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা বেশ কয়েক বছর ধরে গোয়েন্দাদের নজরে ছিলেন। একাধিক

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সন্দেহভাজন জঙ্গিদের ছবি

Image
অমৃতসর: অমৃতসরের আদলিওয়ালে ধর্মীয় অনুষ্ঠানে গুলি ও গ্রেনেড হামলায় দুই অজ্ঞাত পরিচয়ের বাইক আরোহীর ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়৷ সিসিটিভি-তে দেখা যাচ্ছে, ওই বাইকটিতে কোনও নম্বর প্লেট নেই৷ কালো কাপড়ে মুখও ঢাকা আরোহীদের৷ কালো রঙের পালসার৷ রবিবারের হামলাকে পঞ্জাব পুলিশ প্রাথমিক ভাবে জঙ্গি হামলাই বলছে৷ এ দিন সকালে ঘটনাস্থলে যান NIA অফিসাররা৷ তাঁরা স্বতঃপ্রণোদিত ভাবেই তদন্ত শুরু করেছেন৷ বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয় ও ২০ জন গুরুতর জখম৷ আদলিওয়াল গ্রামে তখন প্রার্থনা চলছিল৷ প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন৷  এখানেই হয়েছে বিস্ফোরণ -- নিজস্ব চিত্র সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাইকে চড়া দুই ব্যক্তির মধ্যে একজন গ্রেনেড ছুড়েছ৷ আরেকজনের হাতে বন্দুক৷ এলোপাথাড়ি গুলি চালাচ্ছে৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই হামলাকে ISI-বেসড খালিস্তানি জঙ্গি বা কাশ্মীরের জঙ্গিদের কীর্তিকেও সন্দেহ করছেন৷ গোটা পঞ্জাবজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ হামলার সময় ওই প্রার্থনাসভায় প্রায় ২০০ জন ভক্ত ছিলেন৷ গত শুক্রবারই গুরুদাসপুরে জাকির মুসার পোস্টার উদ্ধার করেছে পুলিশ৷ জাকির মুসা হল কাশ্মীরের জঙ্গ

থুতু ফেলাতে জরিমানা নিয়ে কত আয় হল হাওড়ায়

Image
যত্রতত্র থুতু ফেলার মাসুল গুনতে হল যাত্রীদের। থুতু ফেলার জন্য রবিবার সারাদিনে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করল দক্ষিণ-পূর্ব রেল। এদিন সকাল থেকেই 'স্বচ্ছ ভারত' কর্মসূচির অঙ্গ হিসাবে রেলের স্বাস্থ্য ও বাণিজ্যিক বিভাগ এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালায় হাওড়ার নিউ কমপ্লেক্স ভবনে। পাঁচ ঘণ্টায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে ১০০ জন যাত্রীর থেকে। তারমধ্যে কয়েকজন অবশ্য বিনা টিকিটের যাত্রীও রয়েছেন। বিভিন্ন অনিয়মের জন্য সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব রেল জরিমানা বাবদ আদায় করেছে ১৪ হাজার ৬০০ টাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আগেই জানিয়েছিল, ভারত থেকে টিউবারকিউলোসিস নির্মূল করতে যত্রতত্র থুতু ফেলা বন্ধ করতে হবে। কিন্তু এ দেশে যেখানে-সেখানে পান, গুটখার পিক এবং থুতু ফেলাটাই দস্তুর। পান, গুটখার পিক, থুতু ফেলা বন্ধের জন্য সরকারি প্রচার কম হয়নি। একাধিক রেলস্টেশন পিক-থুতুতে অপরিষ্কার হয়ে থাকে। তাই রেল শুরু করে 'স্বচ্ছ রেল অভিযান'। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ''রোগ ছড়ানো তো বটেই, পানের পিক এবং গুটখার পিকে চতুর্দিক সাংঘাতিক নোংরা হচ্ছে। বেশিরভাগ স্টেশনেই এখন

জন্ম নিয়ন্ত্রণে শীর্ষে থেকেও নাবালিকা মা বাড়ছে রাজ্যে

Image
শাঁখের করাতে রাজ্যের পরিবার পরিকল্পনা কর্মসূচি! একদিকে দেশের মধ্যে সবচেয়ে ভালো জন্ম নিয়ন্ত্রণ করে সেরার শিরোপা দখলে। অন্য দিকে আবার কৈশোরে সন্তানধারণ করার নজিরে (টিন-এজ প্রেগন্যান্সি) ত্রিপুরাকে বাদ দিলে সবচেয়ে খারাপ 'পারফরম্যান্স' পশ্চিমবঙ্গেরই। বৈপরীত্যে ঘেরা এই পরিসংখ্যানেই স্পষ্ট, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে উভয়সঙ্কটের মুখোমুখি রাজ্যের স্বাস্থ্যকর্তারা। কেননা, জন্ম নিয়ন্ত্রণের ফাঁস আলগা করার তাগিদ তৈরি হয়েছে রাজ্যে।  অথচ সে পদক্ষেপেও সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্যকর্তারা--- যদি আরও বেড়ে যায় টিন-এজ প্রেগন্যান্সির হার! কী ভাবে তৈরি হল এমন অদ্ভুত পরিস্থিতি? স্বাস্থ্যভবনের কর্তারা জানাচ্ছেন, 'হম দো হমারা দো'র রাষ্ট্রীয় নীতির সঙ্গে তাল মিলিয়ে সারা দেশ জনবিস্ফোরণ রুখতে মরিয়া গত কয়েক দশক ধরে। লক্ষ্য, দেশের প্রজননক্ষম দম্পতিদের মধ্যে সন্তানধারণের হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) ২-এ নামিয়ে আনা। দেশে দম্পতি পিছু সন্তানের সংখ্যা যখন গড়ে ৪-৫ ছিল, তখন থেকেই এ নীতির সূত্রপাত৷ কিন্তু তিন দশকের পরই দেখা যায়, গোটা দেশের তুলনায় এ ব্যাপারে বাংলার উন্নতির লেখচিত্র অনেকটাই এগিয়ে।  এব

২-এর শিশুকে ধর্ষণ করে দিল্লিতে রেললাইনে ফেলে পালাল তরুণ

Image
ফের বিকৃত লালসার ঘৃণ্য ছোবলে বিদ্ধ হল শৈশব। দিল্লিতে ২ বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ করার পর রেললাইনের ধারে ফেলে যায় এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক হাসপাতাল ঘোরার পর অবশেষে জরুরি ভিত্তিতে অপারেশন হয় তার। আপাতত ওই শিশু সংকটমুক্ত বলে জনিয়েছেন চিকিত্‍সকরা।  শনিবার রাতে উত্তর দিল্লির কোতওয়ালি এলাকায় বাবা-মার সঙ্গে ঘুমিয়েছিল ফুটপাথবাসী ওই শিশুকন্যা। সারাদিনের খাটাখাটনির পর দিনমজুর বাবা-মা টেরও পাননি কখন পাশ থেকে তাদের ২ বছরের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাত ২.৩০টে নাগাদ ঘুম ভেঙে পাশে মেয়েকে দেখতে পাননা বাবা। তখনই খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। মেয়ের ছবি দেখিয়ে সবার কাছে জানতে চান। পুলিশের কাছে গেলে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই সময় ঠিক কী হয়েছিল জানার চেষ্টা করা হয়। তখনই খবর আসে যে আশঙ্কাজনক অবস্থায় একটি শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে নিজেদের মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। জানা গিয়েছে যে রেললাইনের ধারে মেয়েটিকে উলঙ্গ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ থেকে ছবি দেখে আশপাশের এল

গাড়ি চালানোর সময় কানে ফোন? এবার ধরা পড়লেই সাসপেন্ড লাইসেন্স!

Image
ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর অভ্যেস রয়েছে? তাহলে এখনই সামলে যান। ওই অবস্থায় ট্র্যাফিক পুলিশের হাতে ধরা পড়লে এ বার তিন মাসের জন্য গাড়ি চালানোই বন্ধ হয়ে যাবে। কারণ সাসপেন্ড করে দেওয়া হবে লাইসেন্স। দুর্ঘটনা রুখতে এই কড়া ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র সরকার। ট্র্যাফিক দফতর সমস্ত শাখায় সার্কুলার পাঠিয়ে কঠোরভাবে এই নিয়ম পালনের নির্দেশ দিয়েছে।  ৬ ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে ন্যূনতম তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতির হেরফের, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিগন্যাল ভাঙা, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা ও বাণিজ্যিক গাড়িতে যাত্রীদের তুলে ভাড়া খাটা ও বাণিজ্যিক গাড়িতে অধিক যাত্রী তোল - এই ৬ নিয়মভঙ্গের কথা সরকারি প্রস্তাবে বলা হয়েছে। এসপি(হাইওয়ে) বিজয় পাতিল বলেছেন, 'শুধু জরিমানা করলে তাতে অপরাধীদের শিক্ষা হয় না। লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করলে তাঁদের সবক শেখানো যায়।' পুনে-মুম্বই এক্সরপ্রেসওয়েতে ইতোমধ্যেই এ নিয়ে 'জিরো টলারেন্স' প্রচার শুরু হয়েছে। খুব শিগগিরই অন্যান্য হাইওয়েগুলিতেও এই নিয়ম চালু হয়ে যাবে। গত বছর মহারাষ্ট্রে ৩৫,৮০০-এরও বেশি পথ দুর্ঘটন

শিরয়ে নির্বাচন: ভোপালে বড় ধাক্কা খেল অমিত শাহের রোড শো

Image
ভোপাল: লোকসভা নির্বাচনে বেশি দেরি নেই৷ তার আগে বিধানসভা নির্বাচনেই প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছে শাসকদল থেকে বিরোধীপক্ষ সকলেই৷ তবে এই ব্যস্ততার মাজেই সোমবার ভোপালে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো বন্ধ করে দিতে হল৷ জানা গিয়েছে, নিরাপত্তার কথা মাতায় রেখেই রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পুলিশ সূত্রে খবর, বোপালে কার্ফু জারি করা মাতা মন্দির ভবানী চৌক থেকে পুরনো শহরে রোড শো করার কথা ছিল অমিত শাহের৷ কিন্তু এই রোড সো-তে বড় ধরমের সমস্যা হতে পারে বল গোপন সূত্রে খবর পাওয়া পরই রাতারাতি সেই শো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর আগে অমিত শাহ, রবিবার বিন্ধ্যের চার শহর, সতনা, রিওয়া, সিধি এবং উমরিয়াতে রোড শো করেছিলেন৷ সেখানে বিরোধী দল কংগ্রেসের প্রতি একের পর এক তোপ দাগেন তিনি৷ কংগ্রেসকে মিথ্যে কথার এটিএম মেশিন যেমন বললেন তিনি, তেমনই বিজেপিকে উন্নয়ন-প্রগতির এটিএম বলেন অমিত শাহ৷ জনসত্তায় প্রকাশিত খবর থেকে জানা যায়, শুধু এখানেই শেষ নয়, পরিবারতন্ত্র নিয়েও বিরোধী পক্ষকে হামলা করে তিনি বলেন, ১৯৯৮ সালে সোনিয়া গান্ধী কংগ্রেস অধ্যক্ষ হন, তারপরে যে রাহুল গান্ধী সেই আসনে বসবেন তা সকলেই জানত, ক

ঘাড়ে জেদি দাগের সমস্যা? রইল মুক্তির উপায়

Image
রূপচর্চায় সর্বাধিক গুরুত্ব পায় আমাদের মুখ৷ তারপর আসে হাত এবং পা৷ তারপর, অন্যান্য বডি পার্টগুলি৷ বেশিরভাগ সময়ই আমরা গুরুত্ব দিই না আমাদের ঘাড়ের অংশকে৷ যার ফলে অনেক সময় বিচ্ছিরি কালো ছোপও দেখা যায়৷ সুন্দর গ্লোয়িং মুখ আর শুষ্ক, দাগে ভরা ঘাড়৷ যা খুবই বেমানান৷ অনেকে চটজলদি সলিউশন পেতে দৌড়োন বিউটি পার্লারে৷ পকেটের টাকা তো যায় কিন্তু মেলে না মনমত সমাধান৷ কিন্তু, বাড়িতে বসেই পেতে পারেন এই জেদি সমস্যার সমাধান৷ খুবই কম খরচে৷ যেখানে প্রয়োজন কয়েকটি সাধারণ গৃহস্থালী দ্রব্যের৷ যেগুলির নিয়মিত ব্যবহার ম্যাজিকের মত কাজ করবে৷ আর, নিমেষে ছু মন্তর করবে দাগের সমস্যাকে৷ তালিকাতে রইল একাধিক ঘরোয়া উপাদান৷ ১) বেসন- বেসনের পদ খেতে কে না ভালবাসে৷ সে তেলেভাজাই হোক বা অন্যকিছু৷ হকের রকমের জিভে জল আনা পদ তৈরির এই উপাদান আপনার ত্বকের জন্যও ভীষণ উপকারী৷ ত্বককে করতে পারে গ্লোয়িং এবং ফ্রেস৷ ডেড সেল রিমুভ করতে মোক্ষম কাজ করে এটি৷ তাই এটিকে ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারেন হোমমেড প্যাক৷ প্যাক বানাতে বেসনের সঙ্গে অল্প হলুদ গুড়ো এবং গোলাপ জল মিশিয়ে নিন৷ এরপর, মিশ্রণটিকে ভাল করে ঘাড়ের উপর লাগ

এবার জলের দরে পেয়ে যাবেন Xiaomi Poco F1!

Image
বাজারে আসার সঙ্গে সঙ্গেই ইউজারদের অন্যতম পছন্দের ফোন হিসেবে স্বীকৃতি পায় Xiaomi Poco F1৷ কারণ, ফোনটির প্রসেসর (Qualcomm octa-core Snapdragon 845 SoC)৷ ফোনটির ডুয়েল ক্যামেরা এবং ডিসপ্লে গ্রাহকদের আকর্ষণের অন্যতম কারণ৷ ভারতীয় মার্কেটে সেটটির দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে৷ তবে, ফোনটির উপর পেতে পারেন আকর্ষণীয় ছাড়৷ আগামী ১৯-২২ নভেম্বর ফ্লিপকার্ট শুরু করছে মোবাইল বোন্যানজা সেল৷ যেখানে Poco F1 এর উপর পেতে পারেন ২০০০ টাকার ডিসকাউন্ট৷ কিন্তু, কীভাবে পাবেন এই ছাড়? দেখে নিন স্টেপগুলি৷ ১) ফ্লিপকার্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ১৯-২২ নভেম্বরের মধ্যে ভিজিট করুন৷ ২) Poco F1 টাইপ করে সার্চ করুন৷ ৩) এর ফলে আপনি সরাসরি Poco F1 সেলের পেজটিতে পৌঁছে যেতে পারবেন৷ ৪) Poco F1 এর উপর এক্সচেঞ্জ অফারটি পেতে সঠিক এক্সচেঞ্জ অপশনটিতে ক্লিক করুন৷ ৫) এক্সচেঞ্জ ডিসকাউন্টে ক্লিক করলে ফ্লিপকার্ট একটি অপশন দেবে দেখানে পুরনো স্মার্টফোনের উপর ২০০০ টাকার ছাড় পাবেন৷ ৬) নতুন স্মার্টফোন বুক করতে পেমেন্টের প্রক্রিয়াটিকে শেষ করুন৷ তবে, ফোনটির উপর শুধুমাত্র এক্সচেঞ্জ অফারই থাকছে না৷ আরও কিছু সুযোগ থাকছে৷ যেমন ধরুন

ভোডাফোন গ্রাহক? পেতে পারেন ১০০ শতাংশের ক্যাশব্যাক

Image
নয়াদিল্লি: প্রিপেড রিচার্জের উপর ১০০ শতাংশের ক্যাশব্যাক দেবে ভোডাফোন৷ ভাউচারের (৫০ টাকার) মাধ্যমে ক্যাশব্যাকটি পাবেন ইউাজররা৷ ৩৯৯, ৪৫৮, ৫০৯ টাকার রিচার্জের উপর গ্রাহক পাবেন অফারটি৷ মাইভোডাফোন অ্যাপের মাধ্যমে অফারটি পাবেন ব্যবহারকারী৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, কিছু জায়গার বাসিন্দারা অফারটি পাবেন না৷ ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে ইউজার মোট ৮ টি ৫০ টাকার ভাউচার মাইভোডাফোন অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন৷ ৪৫৮ এবং ৫০৯ টাকার রিচার্জের উপর গ্রাহক ৯ এবং ১০ টি ৫০ টাকার ভাউটার পাবেন৷ চেন্নাইতে ৫০৯ টাকার প্রিপেড রিচার্জের উপর থাকছে না কোন ১০০ শতাংশের ক্যাশব্যাক অফার৷ এছাড়া, বিহার, ঝাড়খন্ডতে ৪০৯ টাকার এবং হিমাচলপ্রদেশে ৩৯৯ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলি থাকছে না ক্যাশব্যাকটি৷ অন্যদিকে, দিল্লি এনসিআর এলাকার বাসিন্দারা ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলির উপর অফারটি পাবেন৷ ফোন থেকে মাইভোডাফোন অ্যাপের মাধ্যমে ক্যাশব্যাকের অফারটির সম্পর্কে জানতে পারবেন ইউজাররা৷ ভোডাফোনের ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকার প্ল্যানগুলিতে প্রতিদিন ১.৪ জিবি হাইস্পিডের ডেটা পাবেন ইউজাররা৷ শুধু তাই নয়, আনলিমিটেড লোকাল, এস

‘পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি, তাই সুযোগ-সুবিধা দেওয়াও বন্ধ’

Image
ওয়াশিংটন: পের একবার পাকিস্তানকে কড়া কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তান কোটি কোটি টাকার সামরিক সহায়তা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়ে রবিবার তিনি জানান, পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি৷ উপরন্তু ওসামা বিন লাদেনকে গা ঢাকা দিতে সাহায্য করেছিল৷ এক সংবাদ মাধ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, একটু ভাবুন, পাকিস্তানে সবাই জানত লাদেন কোথায় রয়েছে৷ পাকিস্তানকে বছরে ১.৩ কোটি ডলার দিচ্ছিলাম৷ অন্যদিকে লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছিল৷ কিন্তু আর তাদের সেই সুবিধা দেওয়া হচ্ছে না৷ প্রসঙ্গত, সন্ত্রাসবাদ নিয়ে বারবার পাকিস্তান হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ তারপরেও লাগাতার সন্ত্রাসবাদ ইস্যুতে জেরবার রাষ্ট্র৷ আর তাই তাকে সামরিক সাহায্য প্রদান থেকে সরে আমেরিকা৷ প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে ট্রাম্প পাকিস্তানকে ৩০ কোটি ডলার সামরিক সহায়তাতে কোপ বসান৷ জঙ্গি আশ্রয় নিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করে পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ করছেন বলে ঘোষণা করেছিলেন তিনি৷

অস্ত্রপচার ছাড়াই গলায় আটকে থাকা কইমাছ বের করলেন চিকিৎসক

Image
তমলুক: কোন অস্ত্রপচার ছাড়াই জেলা হাসপাতালের চিকিৎসকের চেস্টায় সুস্থ হয়ে উঠল এক কিশোর। গলার নলির মধ্যে একটি জ্যন্ত কইমাচ আটকে যাওয়ায় অসুস্থা অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভরতি হয় এক কিশোর। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। তমলুক জেলা হাসপাতালের চিকিৎসক ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ করে তোলে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা এক নজির গড়েছে। চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ কিশোরের পরিজনেরা। বাড়ির কাছে মাঠে বসার সময় আচমকা চোখে পড়ে, পাশেই জলাশয়ে ভাসছে কইমাছের ঝাঁক। জলে ঝাঁপিয়ে একটি মাছ ধরে সেটি মুখে কামড়ে আরও মাছের সন্ধানে জলে হাতড়াচ্ছিলেন তমলুকের শিউরির বাসিন্দা বছর পনেরোর কিশোর আমিনুল মল্লিক। আচমকা কথা বলতে গিয়ে মুখে কামড়ে ধরে থাকা মাছটি চলে যায় গলায়। ধারাল কাঁটায় ক্ষত-বিক্ষত হতে থাকে গলার ভিতরের অংশ। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় নিস্তেজ হয়ে পড়ে আমিনুল। শেষ পর্যন্ত রক্ষা হল চিকিৎসকদের চেষ্টায়। অস্ত্রপচার ছাড়াই ইন্ডোস্কোপ পদ্ধতিতে মিনিট চল্লিশের চেষ্টায় জ্যান্ত কইমাছই গলা থেকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা। রবিবার দুপুরে সাড়ে ১২ টা নাগাদ এই ঘটনার পর পরিবারের লোকেরা আমিনুলকে নিয়ে যান

‘অমৃতসর বিস্ফোরণে হাত রয়েছে সেনাপ্রধানের’, মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

Image
অমৃতসর: রবিবার অমৃসরের এক ধর্মীয়স্থলে গ্রেনেড হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশে৷ পঞ্জাবে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ এদিকে এই অবস্থার মধ্যেই আম আদমি পার্টির নেতা এবং বর্ষীয়ান আইনজীবী এইচএস ফুলকার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে৷ তিনি জানিয়েছেন, ভয়াবহ এই হামলার পিছনে সেনাপ্রধানের হাত থাকতে পারে৷ তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঘটনার অনুসন্ধান হওয়া উচিত, তার আগে কারও ওপর দোষ দেওয়া ঠিক হবে না৷ তিনি আরও জানান, প্রথমে এর পিছনে খালিস্তানি জঙ্গির হাত ছিল বলে মনে করা হচ্ছে, পরে বলা হয় রামরহিমে ডেরার হাত রয়েছে৷ নির্বাচনের সময়, আর এমন পরিস্থিতিতে এই ধরণের ঘটনা ঘটানো হয়৷ আগেও সরকার এমন করেছে৷ এদিকে, সেনাপ্রধান এবং অমৃতসরের হামলার যোগ নিয়ে ফুলকার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে৷ কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্রা তীব্র বিরোধিতা করে ট্যুইট করেন, প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা যায়, জইশ জঙ্গি জাকির মুসাকে তার দলবলসহ পঞ্জাবে দেখা গিয়েছে৷ তারপর থেকেই সতর্কতা জারি করা হয়৷ তারইমধ্যে, অজ্ঞাত পরিচয় যুবকেরা মোটরসাইকেলে এসে গ্রেনেড হামলা করে বলে জ

এবার রাজ্যে আইটি, ইডি-র ডানা ছাঁটতে পারেন মুখ্যমন্ত্রী

Image
হায়দরাবাদ: সিবিআই-এর পর এবার আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ওপর কোপ পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর৷ জানা গিয়েছে, এবার এই দুই কেন্দ্রীয় সংস্থার রাজ্যে প্রবেশে বাধা হয়ে দাঁড়াতে চলেছেন তিনি৷ এদের শক্তি কমাতে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা তিনি করেছেন বলে সূত্রের খবর৷ সূত্র থেকে আরও জানা যায়, টিডিপি-র এক সাংসদ জানিয়েছেন, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে এই নিয়ে দিল্লিতে একটি বৈঠক ডাকা হবে৷ সবার সম্মতি পেলে সুপ্রিম কোর্টে এই বিষয়টি তুলে ধরা হবে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই, 'তোতাপাখি'র ডানা ছাঁটেন চন্দ্রবাবু নাইডু৷ তিনি জানান, তদন্তের স্বার্থে যখন তখন রাজ্যে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তার জন্য আগে থেকে রাজ্য সরকারের অনুমিত নিতে হবে তদন্তকারী দলকে৷ অনুমতি মিললে তবেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই৷ চন্দ্রবাবু অতীতে বহুবার অভিযোগ তুলেছেন সিবিআই ও ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে বিজেপি সরকার রাজ্যে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে৷ অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এখনও অবধি তাদের কাছে রাজ্য সরকারের নির্দেশিক

কমল আনন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে টি সিরিজ

Image
টি সিরিজ সিন্ধান্ত নিয়েছে কমল কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে টি সিরিজ সিন্ধান্ত নিয়েছে কমল কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, যেহেতু টি সিরিজের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক গুলশন কুমারের ওপর একটি তথ্যচিত্র বানানোর কথা জানিয়েছেন তিনি। খবর অনুযায়ী, যিনি সম্প্রতি গুলশন কুমারের জীবনীর ওপর একটি তথ্যচিত্র বানানোর কথা ঘোষনা করেছেন কমল কুমার। টি সিরিজ স্পষ্টভাবে বিবৃতি দেয়, কমল আনন্দ কোম্পানির কাছ থেকে কোনরকম সম্মতি নেননি,সুতরাং টি সিরিজ এটা অনুমোদন করেননি। আর সেকারণেই কোম্পানি এই মর্মে তাঁর ওপরে আইনি ব্যবস্থা নেওয়ার সিন্ধান্তে উপনীত হয়েছে। কোম্পানির মুখপাত্রের কথা অনুযায়ী, টি সিরিজ বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বিষয়টি, এবং তারা সিন্ধান্ত নিয়েছে কমল আনন্দ যাতে বিষয়টি নিয়ে আর না এগোয় সেজন্যই আইনি নোটিস পাঠানো হবে। গুলশন কুমারের ছেলে ও টি সিরিজের বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার ইতিমধ্যেই ঘোষনা করেছেন গুলশন কুমারের ওপর তিনি বায়োপিক তৈরি করছেন। নাম মগুল। আগে কমল আনন্দ তার বিবৃতিতে বলেনছিলেন, "গুলশন জির সঙ্গে আমার অনেকদিনের আলাপ এবং আমি ওনার গগণচুম্বী সাফল্যের সাক্ষী। আমি ভেব

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, গভীর রাতে ফের উত্তেজনা শবরীমালায়

Image
শবরীমালা নিয়ে পুলিশের তীব্র সমালোচনায় মুখর হয়েছে বিজেপি-সহ রাজ্যের কট্টরপন্থী সংগঠনগুলি। শবরীমালাকে কেন্দ্র করে ফের কেরল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছল। রাস্তা অবরোধ-বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত। শবরীমালায় মন্দির চত্বরের ভিতরে ভক্তদের রাতভর থাকায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তার প্রতিবাদে পুলিশের তীব্র সমালোচনায় মুখর হয়েছে বিজেপি-সহ রাজ্যের কট্টরপন্থী সংগঠনগুলি। নিষেধাজ্ঞা সরানো ছাড়াও পুলিশি কড়াকড়ির প্রতিবাদ জানান বহু কট্টরপন্থী। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও শবরীমালা মন্দির সংলগ্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ওই ভক্তদের হঠাতে কড়া পদক্ষেপ করে পুলিশ। রবিবার গভীর রাতে মন্দির চত্বর থেকে প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে। পুলিশি পদক্ষেপের খবর ছড়িয়ে পড়তেই এর পর রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়ে। তিরুঅনন্তপুরমে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কট্টরপন্থী সংগঠনের সদস্যেরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় তাঁদের। এ ছাড়া, কোচি, কোঝিকোড়, মালাপ্পুরম, অরুণমুা, কোল্লাম, আলাপুঝা, রন্নি, থোড়ুপুঝা, কালাডি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে

আজ মমতার সঙ্গে বৈঠক, নবান্নে আসছেন চন্দ্রবাবু

Image
চন্দ্রবাবু নায়ডুর উদ্যোগে ২২ নভেম্বর দিল্লিতে বিরোধীদের বৈঠক হবে কি না, তা এই মুহূর্তে ঘোর অনিশ্চিত। তবে আজ সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বৈঠকের কর্মসূচি চূড়ান্ত। সব কিছু ঠিকঠাক থাকলে, আজ বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে এই বৈঠক হবে। এ দিনই হায়দরাবাদ থেকে বিশেষ বিমানে চন্দ্রবাবু কলকাতায় পৌঁছবেন। ২২ নভেম্বরের দিল্লিতে সব বিরোধী দলকে নিয়ে বৈঠকের ব্যাপারে চন্দ্রবাবু বেশ কিছু দিন ধরেই তৎপর। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এর আগে কর্নাটকে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে ও তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অখিলেশ যাদব ও মায়াবতীর সঙ্গেও বৈঠক হয়ে গিয়েছে। আগামিকাল তাঁর লক্ষ্য 'মিশন মমতা।' বিভিন্ন সূত্রে রবিবার পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ২২ নভেম্বরের এই বৈঠক করতে মমতা রাজি নন। তিনি তাঁর উপস্থিতির সম্ভাবনা কার্যত বাতিলই করে দিয়েছেন। ইতিমধ্যে তাঁর সঙ্গে বিরোধী নেতাদের অনেকের কথা হয়েছে। গত কাল শরদ পওয়ার মমতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মমতা কথা বলেন অখিলেশের সঙ্গেও। মমতা মনে করেন, সব বিরোধী দলের শীর্ষ স্তরে

কেউ বানিয়েছে ড্রোন, কেউ রেসিং কার, প্রশংসিত হল পড়ুয়াদের উদ্ভাবনী দক্ষতা

Image
‌‌স্কুলের পড়ুয়ারা তাদের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ দিল। '‌কলকাতা মিনি মেকার ফেয়ার'‌–‌এ এমনই ২০০টি প্রকল্প দেখানো হল। সম্প্রতি এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল লা মার্টিনিয়ার, ডিপিএস মেগাসিটি, আদিত্য অ্যাকাডেমি স্কুলের পড়ুয়ারা। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করেছিলেন আইআইটি, আইআইইএসটি, এনআইটি–‌র পড়ুয়ারাও। আগামী দিনে এঁরাই প্রযুক্তির সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও নিজেদের কৃতিত্ব রাখবেন, বলাই যায়। প্রদর্শনীতে যেমন দেখা গেল ফ্যালকন নামে একটি ড্রোন। পাশাপাশি স্মার্ট ফোনের মাধ্যমে চালিত পুতুলও। এছাড়াও দেখানো হয়েছিল বীরভূমের ডোকরা এবং হ্যান্ডলুমের কাজ। কলকাতা মিনি মেকার ফেয়ার আদতে তরুণ প্রতিভাকে সামনে তুলে আনার এক প্রচেষ্টা। এখানে দেখা গেল বিদ্যুতের শক থেকে বাঁচতে বিভিন্ন ধরনের উন্নতমানের সার্কিট তৈরি করেছেন পড়ুয়ারা। কীভাবে জলের অপচয় বন্ধ করা যায়, তার জন্য যন্ত্র, অবাঞ্ছিত লোকজন যাতে না ঢুকে পড়ে সেজন্য দরজায় সেন্সর লাগানোর কথাও বলছেন তাঁরা। মেলায় দেখা গেল, বিভিন্ন ধরনের হালকা ট্রাক্টর, মোটরযান, রেসিং কার তাঁরা তৈরি করেছেন। শুধু প্রযুক্তির বিষয়ই নয়,

সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা কমছে, দুশ্চিন্তায় যাত্রীরা

Image
‌মেট্রো রেলের সংখ্যা কমে যাচ্ছে?‌ তাহলে বিপুল মেট্রো রেলের যাত্রীরা ভোগান্তির শিকার হবেন? এই দুই প্রশ্নই এখন মাথাব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ টালিগঞ্জ ইয়ার্ডে পুনর্গঠনে মাসখানেকের জন্য ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সকাল বা সন্ধ্যের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর। অন্যদিকে শেষ ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে। মেট্রো রেল দপ্তর সূত্রে খবর, কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে মেট্রো চলে ৩০০টি। যা কমিয়ে সেই সংখ্যা করা হচ্ছে ২৮৪। আবার দুপুরের দিকে ট্রেনের ব্যবধান সামান্য বাড়ানো হবে। টালিগঞ্জ ইয়ার্ডের পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হলে দমদম আরও কম সময়ে পৌঁছনো যাবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি। তবে ২১ ডিসেম্বর সময়ের মধ্যে লাইন মেরামতের কাজের জন্য ট্রেনের গতি কিছুটা কমবে। দমদম থেকে কবি সুভাষের মধ্যে শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিটে। আবার কবি সুভাষ থেকে নোয়াপাড়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে।

এখনই সাবধান না হলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে সব মেসেজ

Image
সারা বিশ্বে মোট ১৫০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রায় ৬০০০ কোটি মেসেজ পাঠান গ্রাহকরা। নিঃসন্দেহে বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ এটি। তবে এখনই সতর্ক না হলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব মেসেজ ডিলিট হয়ে যাবে। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ জানিয়েছে এক বছর বা তার বেশি সময় হোয়াটসঅ্যাপ মেসেজের ব্যাক আপ না নিলে ক্লাউড ব্যাক আপ থেকে সব মেসেজ ডিলিট করে দেওয়া হবে। প্রসঙ্গত হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে মেসেজ ক্লাউড ব্যাক আপ করা যায়। গুগল ড্রাইভে এই ব্যাক আপ স্টোর থাকে। এতোদিন একবার ব্যাক আপ নিলে সেই মেসেজ অনির্দিষ্ট কালের জন্য ক্লাউডে থেকে যেত। নিয়ম বদলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে বছরে অন্তত একবার ব্যাক আপ না নিলে পুরনো ক্লাউড ব্যাক আপ ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ডাটা ব্যাক আপ হওয়ার জন্য ফোনে গুগল প্লে সার্ভিস ইনস্টল থাকা বাধ্যতামুলক। এরপরে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে সব চ্যাট একসাথে ব্যাক আপ নেওয়া সম্ভব। কোনদিন ব্যাক না নিয়ে থাকলে প্রথমবার ব্যাক আপ নিতে অনেকটা সময় লাগতে পারে। তবে ইন্টারনেট কানেকশান স্পিডের উপরে ব্যাক আপের সময় নির্ভর করে। এছাড়াও একই

আধপেট খেয়ে দিন গুনছে শবররা, সরকার বলছে পাশে আছি !

Image
পুরুলিয়া : খটখটে রোদ হোক বা ঝমঝমিয়ে বৃষ্টি। সব ঋতুতেই তাদের ঠাঁই বলতে ছাউনি বা বেহাল মাটির বাড়ি। কারও সেটুকু নেই। রোজ খেতে পাওয়া তাদের কাছে সোনার পাথর বাটি। নেই চাষাবাদ, নেই কোনও স্থায়ী জীবিকা। ভিক্ষা করে বা অন্যের বাড়িতে কাজ করে যেটুকু আয় হয়, তাতেই কোনওরকমে টেনেটুনে চলে সংসার। মেলে না বার্ধক্য ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতার মতো বিভিন্ন প্রকল্পের সুবিধাও। নেই ICDS সেন্টার। পুষ্টিগত খাবার থেকে বঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েরা। গ্রামে এখনও পৌঁছায়নি বিদ্যুতের আলো। কেরোসিন তেল কিনে হ্যারিকেন জ্বালানোর সামর্থ্যও নেই তাদের। গ্রামে ঢোকার জন্য রয়েছে কাঁচা রাস্তা। পানীয় জলের ব্যবস্থা নামমাত্র। আজ স্বাধীনতার ৭২ বছর পরেও পুরুলিয়া জেলার বেশ কয়েকটি শবর গ্রাম ঠিক এভাবেই ধুঁকছে। লালগড়ের জঙ্গলখাস গ্রামের সাত শবরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীদের দাবি, অনাহারে মারা গেছে তারা। কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, "অনাহারে কেউ ভোগেনি।" অনেকেই দাবি করছেন, মদ খেয়ে মৃত্যু হয়েছে শবরদের। এই ঘটনার পর পুরুলিয়া জেলার শবর জনজাতির জীবনযাত্রা খতিয়ে দেখতে ইটিভি ভা

ম্যাক্সওয়েলের মতে, রোহিতকে থামানো বেশ কঠিন!

Image
আসন্ন অস্ট্রেলিয়া সফরে কি হিটম্যানকে নিয়ে বেশ চিন্তায় অজি শিবির? অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বক্তব্যে তেমনটাই উঠে আসছে। এক ওয়েবসাইটে সাক্ষাত্কারে ম্যাক্সওয়েল বলেছেন, রোহিত শর্মাকে থামানো কিন্তু বেশ কঠিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক ভিডিও সাক্ষাত্কারে রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ম্যাক্সওয়েল। তিনি বলেন, "অনায়াসে বড় শট নিতে পারে রোহিত। মনে হয় যেন অন্যান্যদের থেকে ও শট নেওয়ার জন্য অনেক বেশি সময় পাচ্ছে। ওর ব্যাটিংকে খুব সহজ বলে মনে হয়। আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সহজ দেখায়। পেস হোক বা স্পিন দুইয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। ও(রোহিত) যদি চায়, তবে মাইলখানেক দূরে বল ফেলতে পারে।" পাশাপাশি ম্যাক্সওয়েল আরও বলেন, ম্যাক্সওয়েল বলেছেন, "সীমিত ওভারের ক্রিকেটে রোহিত তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ওকে থামানোই কঠিন। ও রিল্যাক্সড থাকে। চাপে পড়ে না। পরিস্থিতিকে কখনও মাথায় চড়তে দেয় না।" ২১ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্

বদল হচ্ছে দেশের তিন হাইকোর্টের নাম, আসছে নতুন বিল

Image
শহরের নাম পরিবর্তনের পর এবার দেশের কয়েকটি হাইকোর্টের নাম বদল করতে চায় কেন্দ্র। এনিয়ে সংসদে আসছে নতুন বিল। সম্ভবত সেই বিল আনা হবে সংসদের শীতকালীন আধিবেশনেই। উল্লেখ্য, বম্বে ও মাদ্রাজের নাম বদল হয়েছে। কলকাতার নাম এখন আর ইংরেজিতে ক্যালকাটা লেখা হয় না। ফলে দাবি উঠছিল ওই তিন শহরের হাইকোর্টের নামও বদল করা হোক। এনিয়ে বিভিন্ন সমস্যার কারণে তা এতদিন হয়ে ওঠেনি। ক্যালকাটা, বম্বে ও ম্যাড্রাস হাইকোর্টের নাম বদল করতে ২০১৬ সালের ১৯ জুলাই সংসদে একটি বিল আনা হয়। পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের নাম বদল করতে রাজি ছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট তাতে অসম্মতি জানায়। অন্যদিকে তামিলনাড়ু সরকার আবেদন করে ম্যাড্রাস হাইকোর্টের নাম বদল করে করা হোক হাইকোর্ট অব তামিলনাড়ু। তারা কেন্দ্রের ওই বিলের বিরোধিতা করে। বিষয়টি নিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে লোকসভায় বিবৃতি দেন তত্কালীন আইন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পি পি চৌধুরি। তিনি বলেন, কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছ থেকে হাইকোর্টগুলির নাম বদলের ব্যাপারে তাদের অভিমত জানতে চেয়েছে। নতুন বিল আনার ক্ষেত্রে কোনও সময়সীমা ধার্য করা হয়নি। প্রসঙ্গত, ১৮৬২ সালে দেশে প্রথম হাইকে

কেন্দ্র বনাম উর্জিত প্যাটেল! আজ বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের বৈঠকে

Image
জল্পনা ছিল কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের সংঘাতে পদত্যাগ করতে পারেন উর্জিত প্যাটেল। এই আশঙ্কার মধ্যেই আজ সোমবার মুম্বইয়ে বসছে রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন বোর্ডের বৈঠক। বৈঠকে আজ একগুচ্ছ কড়া প্রশ্নের সম্মুখীন হতে হবে গভর্নর উর্জিত প্যাটেলকে। এর মধ্যে রয়েছে এমএসএমই শিল্পক্ষেত্র ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত শিথিল করা, শীর্ষ ব্যাঙ্কের সম্পদ সহ একাধিক বিষয়। উর্জিত প্যাটল ও তাঁর ৪ সহকর্মী মুখোমুখী হবেন অর্থমন্ত্রকের বেশ কয়েকজন প্রতিনিধি ও কয়েকজন স্বাধীন ডিরেক্টরের। শীর্য ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ড রয়েছেন মোট ১৮ জন সদস্য। সূত্রের খবর রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারে গচ্ছিত রয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকা। অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র চাইছে ওই টাকার এক তৃতীয়াংশ অর্থমন্ত্রকের হাতে তুলে দিক রিজার্ভ ব্যাঙ্ক। সরকারের দাবি ওই টাকা রিজার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্ত। রাজনৈতিক মহলের দাবি ওই টাকা নিয়ে ভোটের আগে বাজার চাঙ্গা করতে চায় সরকার। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের দাবি, সরকার ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে নাক না গলাক। লোকসভা নির্বাচনের আগে নগদের ঘাটতিতে ভুগতে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলিকে চাঙ্গা করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। প

পড়ুয়াদের পিঠের যন্ত্রণা ঠেকাতে এ বার সব স্কুলেই লকার

Image
কারও ব্যাগের ওজন ন'কিলোগ্রাম তো কারও সাত! নিত্যদিন এই বোঝা বয়ে স্কুলে যাতায়াতের ফলে অনেক পড়ুয়ার পিঠে যন্ত্রণা হচ্ছে। অনেকের ঝুলে পড়ছে কাঁধ। এর প্রতিকারে এ বার সব স্কুলে প্রত্যেক পড়ুয়ার জন্য পৃথক 'লকার' তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্দেশ্য, পড়ুয়াদের পিঠে ব্যাগের বোঝা কমানো। প্রথম পর্যায়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি এবং পরবর্তী পর্যায়ে দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শ্রেণিকক্ষে বা তার বাইরে লকার তৈরি হবে। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, ইতিমধ্যে এ বিষয়ে অর্থ বরাদ্দ করা হয়েছে। দফতরের এক কর্তা জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে এখন স্কুলে বই রেখে যাওয়াই নিয়ম। কিন্তু সরকারি সব প্রাথমিক স্কুলে এই সুবিধা থাকলেও সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত অধিকাংশ স্কুলে তা নেই। এ বার রাজ্যের প্রায় ৫০ হাজার প্রাথমিক স্কুল এবং ১৪ হাজারের বেশি মাধ্যমিক স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে লকার তৈরি হচ্ছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে স্কুলেই বই রেখে আসতে পারবে পড়ুয়ারা। অন্য শ্রেণিতে ব্যাগ ও বই বাড়ি নিয়ে যাওয়া যাবে। প্রয়োজনে কিছু বাড়তি বই বা খাতা লকারে রাখতে পারবে পড়ুয়ারা।

মরা মেয়ের অঙ্গদান সফল করতে পাড়ি ১৭২ কিলোমিটার!

Image
মৃত কিশোরীর বাবা, মা। দূরত্ব প্রায় ১৭২ কিলোমিটার। দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম— পাড়ি দিতে সময় লাগল দু'ঘণ্টারও কম সময়। রবিবার 'গ্রিন করিডর' করে অঙ্গ আনা হল এই পথে। দুর্গাপুরের ওই হাসপাতালে মৃত এক কিশোরীর এসএসকেএম হাসপাতালে দু'টি কিডনি ও লিভার তিন জনের দেহে প্রতিস্থাপনের কাজও শুরু হল রাতেই। অসমের বারপেটা জেলার কলবাড়ি গ্রামের মধুস্মিতা বায়েন (১৩) ভুগছিল মস্তিষ্কের জটিল রোগে। তার বাবা দিলীপ বায়েন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফ কর্মী। ১১ নভেম্বর দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করানো হয় মধুস্মিতাকে। ১৭ নভেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার জন এবং ওই বেসরকারি হাসপাতালের দু'জন চিকিৎসক তাকে পরীক্ষা করে 'ব্রেন ডেথ'-এর বিষয়ে নিশ্চিত হন। সহকর্মী ও ডাক্তারদের প্রস্তাবে মেয়ের অঙ্গদানে সম্মত হন দিলীপবাবু ও তাঁর স্ত্রী অর্চনাদেবী। ছাড়পত্র পেতেই শুরু হয় তোড়জোড়। কাজটা সহজ ছিল না। কারণ, জাতীয় সড়কে যেখানে গ্রিন করিডর করতে হত, তা পড়ে মোট চার জেলার অধীনে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া— চার জেলার পুলিশের মধ্যে দ্রুত সম