‘অমৃতসর বিস্ফোরণে হাত রয়েছে সেনাপ্রধানের’, মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়


অমৃতসর: রবিবার অমৃসরের এক ধর্মীয়স্থলে গ্রেনেড হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশে৷ পঞ্জাবে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ এদিকে এই অবস্থার মধ্যেই আম আদমি পার্টির নেতা এবং বর্ষীয়ান আইনজীবী এইচএস ফুলকার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে৷

তিনি জানিয়েছেন, ভয়াবহ এই হামলার পিছনে সেনাপ্রধানের হাত থাকতে পারে৷ তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ঘটনার অনুসন্ধান হওয়া উচিত, তার আগে কারও ওপর দোষ দেওয়া ঠিক হবে না৷

তিনি আরও জানান, প্রথমে এর পিছনে খালিস্তানি জঙ্গির হাত ছিল বলে মনে করা হচ্ছে, পরে বলা হয় রামরহিমে ডেরার হাত রয়েছে৷ নির্বাচনের সময়, আর এমন পরিস্থিতিতে এই ধরণের ঘটনা ঘটানো হয়৷ আগেও সরকার এমন করেছে৷

এদিকে, সেনাপ্রধান এবং অমৃতসরের হামলার যোগ নিয়ে ফুলকার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে৷ কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্রা তীব্র বিরোধিতা করে ট্যুইট করেন,

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা যায়, জইশ জঙ্গি জাকির মুসাকে তার দলবলসহ পঞ্জাবে দেখা গিয়েছে৷ তারপর থেকেই সতর্কতা জারি করা হয়৷ তারইমধ্যে, অজ্ঞাত পরিচয় যুবকেরা মোটরসাইকেলে এসে গ্রেনেড হামলা করে বলে জানা যায়৷

রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ৫-৫লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন৷

তবে ফুলকার মন্তব্য বিতর্কের ঝড় উঠতেই তিনি পরে দুঃখপ্রকাশ করেন এবং জানান, তিনি একেবারেই সেনাপ্রধান নিয়ে এই কথা বলতে চাননি৷ তাঁর মন্তব্যের ভুল অর্থ বের করা হচ্ছে৷