Posts

Showing posts from September 20, 2018

রেল সফরে অতিরিক্ত কড়ি গুনতে তৈরি হোন, নতুন ঘোষণা আইআরসিটিসি-র

Image
রেলে সফরকালীন চা-কফির কাগুজে কাপেই তুফান তুলতে অনেকে অভ্যস্ত। ঘুম থেকে উঠে হোক অথবা বিকেলে বার্থে বসে হোক, চা-কফি একবার না খেলেই নয়। তবে এবার সেই সুখ ভোগ করতে গেলেও প্রয়োজন পড়বে অতিরিক্ত গাঁটের কড়ির। কারণ চা-কফির দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আইআরসিটিসি সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ার খবর জানিয়েছে। তাতে জানানো হয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে চা ও কফির দাম কাপ প্রতি বেড়ে ১০ টাকা হচ্ছে। তবে স্ট্যান্ডার্ড চা ৫ টাকাই থাকছে বলে জানা গিয়েছে। রেলওয়ে বোর্ড আইআরসিটিসিকে লাইসেন্স ফিতে বদল আনতে বলেছে। মোট ৩৫০টি ট্রেনে আইআরসিটিসি পরিষেবা দেয়। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে রাজধানী, শতাব্দীর মতো ট্রেন ও প্রিপেইড ট্রেনে দামের কোনও বদল করা হচ্ছে না। রেলে চা-কফি ও জলের বোতলের বেশি দাম নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। এমনকী খাবার নিয়ে অভিযোগের পর রেট কার্ড বা খাবারের দামের তালিকা তৈরি হয়। কেউ বেশি দাম নিলে তার অভিযোগ জানাতেও বলা হয়েছে। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, কোনও ভেন্ডার বিল না দিলে বিনামূল্যে খাবার দিতে হবে। কেটারিং স্টাফদের পিওএস মেশিন নিয়ে হিসাব রাখতেও বলা হয়। এছাড়া রেলের মে

দলিত ছেলেকে বিয়ের 'শাস্তি', মেয়েকে কোপাল বাবা!

Image
বাবা ফোন করে ডেকেছিল সদ্য বিবাহিত মেয়ে-জামাইকে। এরপর তাঁরা আসতেই আচমকা কাটারি নিয়ে তেড়ে গিয়ে মেয়ে-জামাইকে কোপাতে শুরু করে মত্ত বেলাগাম বাবা। গুরুতর আঘাত পেয়ে এই মুহূর্তে হাসপাতালে মেয়ে, জামাইয়ের ক্ষতও রীতিমতো গভীর। বুধবার হায়দরাবাদের এই ঘটনার বিবরণ জেনে শিউড়ে উঠছে সারা দেশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিস। বানজারা হিলস পুলিসের কথায়, ওবিসি সম্প্রদায়ভুক্ত ৪২ বছরের মনোহর চারিকে তার ভগ্নিপতির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, মেয়ে মাধবী চারি (২০) দলিত সম্প্রদায়ভুক্ত বি সন্দীপকে (২২) বিয়ে করাতে বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল মনোহর চারি। আর সেই ক্রোধেই মেয়ে-জামাইয়ের উপর এমন প্রাণঘাতী আক্রমণ। সূত্রের খবর, মেয়ের বাড়ির শত আপত্তি থাকলেও ১২ সেপ্টেম্বর বোলারুমের এক মন্দিরে বিয়ে করেন মাধবী ও বি সন্দীপ। এই খবর জানার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন পেশায় সোনার দোকানের কর্মী মনোহর চারি। সেই থেকে নিয়মিত বি সন্দীপের বাড়িতে গিয়ে মেয়ে-জামাইকে দেখা করতে বলে মনোহর। কিন্তু এতে তেমন কাজ হয়নি। এরপর বুধবার বিকালের দিকে হঠাত্ মেয়েকে ফোন করে মনোহর। মাধবীকে সে বলে, তারা যেন একবার তার

বউমার সম্মান বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শ্বশুর

Image
মালদহ: বৌমার সম্মান বাঁচাতে গিয়েছিল বৃদ্ধ শ্বশুর৷ কিন্তু উল্টে সেই বৃদ্ধ শ্বশুরকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে৷ আহত শ্বশুরের নাম আব্দুল জব্বর (৮০)৷ মালদহের মানিকচক থানা এলাকার মথুরাপুর গ্রামের ঘটনা৷ আহত বৃদ্ধ বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছেলে লাল মহম্মদ পেশায় শ্রমিক। তাঁদের বাড়ির পাশে একটি গলি রয়েছে। অভিযোগ, সেই গলির রাস্তায় হঠাৎ প্রতিবেশী দানিশ শেখ ও আইস শেখ মাটি খুঁড়তে শুরু করে৷ এই ঘটনা নজরে আসতেই আব্দুলের বৌমা বাঁধা দেয়। কিন্তু অভিযোগ, সেই সময় দানিশ শেখ ও আইস শেখ এবং তাদের সঙ্গে থাকা তিনজন মহিলা আব্দুলের বৌমার সম্মানহানির চেষ্টা করে। এমনকি তাঁকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সেই সময় বৌমা চিৎকার শুরু করলে ঘটনা শুনতে পায় বাড়িতে থাকা বৃদ্ধ আব্দুল জব্বর৷ সে বৌমাকে বাঁচাতে আসলে পাল্টা তাঁকেই মারধর শুরু করে অভিযুক্তরা। অভিযোগ, বৃদ্ধ আব্দুলকে লোহার রড, লাঠি দিয়ে মারধর করা হয়৷ এমনকি ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। ঘটনায় প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় গ্রামবাসীরা ওই বৃদ্ধকে উদ্ধার ক

হেলমেট না পরার জরিমানা থেকে আয় ১৩.২ কোটি

Image
চেন্নাই: যাত্রী সুরক্ষার্থে হেলমেট না পরার জন্য শাস্তি ঘোষণা করা হয়েছিল৷ হাতেনাতে ধরা পড়লে দিতে হত জরিমান৷ কিন্তু, এই জরিমানা থেকে আয়ের পরিমান কত জানেন? জানলে অবাক হবেন৷ ২০১৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হেলমেট না পরার কারণে টু-হুইলার চালকদের থেকে জরিমানা বাবদ আয় হয়েছে ১৩.২ কোটি টাকা৷ মাদ্রাস হাইকোর্টকে এমনটাই জানিয়েছে তামিলনাড়ু পুলিশ বিভাগ৷ ডিভিশন বেঞ্চের এস.মনিকুমার এবং সুভ্রমনিয়াম প্রসাদ বলেন, পুলিশি বিভাগের ডিরেক্টর জেনারেলের ফাইল করা রির্পোটটিকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরই অর্ডার পাশ করা হবে৷ লাগামছাড়া গাড়ি চালানো, সিট বেল্ট না পরা ইত্যাদি খুবই সাধারণ ব্যাপার৷ তবে, তালিকাতে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, হেলমেট না পরে গাড়ি চালানো৷ একাধিকবারই বিষয়টি নিয়ে জনগণকে সর্তক করা হয়েছে৷ অবলম্বন করা হয়েছে হাজারো পন্থা৷ যার মধ্যে অন্যতম হল জরিমানার বিষয়টি৷ হেলমেট না পরার বিষয়টি নিয়ে একটি রির্পোট জমা দেন ডিজিপি৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ট্রাফিক নিয়মের বাস্তবায়নের জন্য পুলিশের বিভাগটি যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে৷ বিভিন্ন সময়ে জনগণের মধ্যে হেলমেট পরার

মহরমে শিশুদের হাতে অস্ত্র না দেওয়ার আর্জি জানালেন ইমামরা

Image
ইমামদের আবেদনপত্র কলকাতা: মহরমের মিছিলে অস্ত্র নিয়ে খেলা বা শিশুদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার জন্য আবেদন জানাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমাম'স অ্যাসোসিয়েশন৷ একটি বিবৃতিতে ইমামদের পক্ষ জানানো হয়েছে, অস্ত্রসহ কোনও মিছিল একেবারেই কাম্য নয়৷ শিশুদের হাতে অস্ত্রসহ মিছিল ও অস্ত্রখেলা শরিয়ত আইন ও ভারতীয় আইনের বিরুদ্ধে৷   আবেদনপত্রে ইমামদের বক্তব্য, শিশুদের হাতে অস্ত্র তুলে দেবেন না৷ মহরমের দিন শোকপালনের সবচেয়ে ভালো উপায় হল, উপবাস করা ও নিজের প্রবৃত্তিকে বশ করা ও আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা৷ একইসঙ্গে ওই দিন কোনও বেআইনি কাজ না-করারও আবেদন জানিয়েছেন ইমামরা৷

শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র স্কুল, ইসলামপুরে গুলিতে মৃত ১ ছাত্র

Image
গুলিবিদ্ধ রাজেশ সরকার। স্কুল চত্বরে পুলিশ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইটিআই পড়ুয়ার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে। সংঘর্ষে পুলিশ ও পড়ুয়া মিলিয়ে আরও  ৯ জন আহত হয়েছে।  ওই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল। সম্প্রতি তিনজন শিক্ষক নিযুক্ত হলেও তাঁদের নিয়োগের বিরোধিতা করেন পড়ুয়ারা। তাঁরা সেই শিক্ষকদের স্কুলে ঢুকতে দিতে অস্বীকার করে। পড়ুয়াদের অভিযোগ স্কুলে বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাব রয়েছে। নবনিযুক্ত শিক্ষকরা উর্দু ভাষার। পড়ুয়াদের দাবি, ওই স্কুলে উর্দুর ছাত্র-ছাত্রীই নেই। তারা অন্য বিষয়ের শিক্ষক নিয়োগের দাবি করে। তদের দাবি, স্কুল প্রাথমিক ভাবে আশ্বাস দিয়েছিল যে ওই শিক্ষকদের নিয়োগ করা হবে না। বৃহস্পতিবার স্থানীয় থানার পুলিশ ওই তিন শিক্ষককে নিয়ে যান স্কুলে। কিন্তু তাঁদের ঢুকতে দিতে অস্বীকার করেন পড়ুয়ারা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয়ে যায় সংঘর্ষ। কয়েক মূহূর্তের মধ্যে সেই সংঘর্ষ ব্যাপক আকার নেয়। পুলিশের অভিযোগ, পড়ুয়ারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ব

হার্দিক ছাড়াও এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন অক্ষর ও শার্দুল

Image
মুম্বই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন  অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট পান ৷ চোটটা বেশ গুরুতর ৷ লোয়ার ব্যাক স্প্যাজমের চিকিৎসা চলছে তাঁর ৷ বিসিসিআইয়ের মেডিক্যাল দল পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন ৷ এশিয়া কাপে-র বাকি অংশে তাঁকে আর পাওয়া যাবে ৷ পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দীপক চাহার ৷ বাঁ হাতি স্পিনার অকসর প্যাটেলও চোট পেয়েছেন পাকিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি ৷ তাঁকেও স্ক্যান করতে পাঠানো হয়েছে ৷ সেখানে ট্যান্ডনে ছিঁড়ে গেছে ৷ রবীন্দ্র জাদেজা যাচ্ছেন অক্ষর প্যাটেলের পরিবর্ত হিসেবে ৷ ডানহাতি পেসার শার্দুল ঠাকুর ডানহাতি উরু এবং কুঁচকিতে অসুবিধা হচ্ছে ৷ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি এই অসুবিধার সম্মুখীন হন ৷ শার্দুলের পরিবর্ত হিসেবে সিদ্ধার্থ কউল দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷

হোমের মধ্যেই ওয়ার্ডেনকে খুন করল সিরাপ নেশাড়ু পাঁচ কিশোর

Image
বিহারে সরকারি হোমে সিরাপের অপব্যবহার। তা রুখতে গিয়ে বেঘোরে প্রাণ দিলেন ওয়ার্ডেন। ৫ কিশোর বন্দি মিলে তাঁকে গুলি করে খুন করেছে। ১৭ বছরে এক সহবন্দিকেও খুন করেছে তারা। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা।তাদের মধ্যে একজনের বাবা স্থানীয় সংযুক্ত জনতা দলের নেতা। পটনা থেকে ৩২৫ কিমি দূরে পূর্ণিয়ায় অবস্থিত ওই হোম। অল্পবয়সী ছেলেমেয়েরা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হলে, তাদের সেখানে আনা হয়। সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলে। সবরকম সুযোগ সুবিধাই দেওয়া হয়। অসুখ বিসুখ হলে মেলে চিকিৎসা পরিষেবাও। তার জন্য ওষুধপত্র মজুত থাকে সবসময়। কিন্তু সম্প্রতি ওষুধপত্রের অপব্যবহার শুরু হয়। লুকিয়ে কফ সিরাপ সরিয়ে নিতে শুরু করে জনা কয়েক কিশোর। সেগুলি মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করতে শুরু করে তারা। ওয়ার্ডেন বিজেন্দ্র কুমারের কানে সেখবর পৌঁছয়। মঙ্গলবার সন্দেহভাজনদের পাঁচজনের জিনিসপত্রে তল্লাশি চালান তিনি। তাতে উদ্ধার হয় কফ সিরাপের শিশি। এর পর স্থানীয় জুভেনাইল জাস্টিস বোর্ডের দ্বারস্থ হন বিজেন্দ্র। ওই পাঁচজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান। বুধবার তাঁর আবেদন মেনে নেয় জুভেনাইল জাস্টিস বোর্ড। সে খবর কানে যেতেই নাকি মেজাজ হ

উত্তরপ্রদেশে অজানা জ্বরের বলি ৭৯

Image
যোগীর রাজ্যে 'অজানা জ্বর'-এর আতঙ্ক। উত্তরপ্রদেশে এই জ্বরে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৭৯ জনের প্রাণ গিয়েছে। এ বিষয়ে বুধবার সরকারি রিপোর্ট পেশ হয়েছে। এরসঙ্গে সারা রাজ্যে মেডিক্যাল টিমকেও সতর্ক করা হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, বরেলিতে ২৪, বদায়ুঁতে ২৩, হরদইতে ১২, সীতাপুরে ৮, বাহরাইচে ৬, পিলিভিটে ৪ এবং শাহজাহানপুরে ২ জন মারা গিয়েছেন এই 'অজানা জ্বর'-এ। শুধু শহরই নয়, গ্রামাঞ্চলেও এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে স্বাস্থ্যকর্তা ও চিকিত্সকরা আলোচনাতেও বসেছেন। উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বরেলিতে গিয়ে গোটা পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন। এরপর তিনি জানান, "জ্বরে যে ক'জনের মৃত্যু হয়েছে তা ডেথ অডিট করে দেখা হবে।" চিকিত্সকদের মোট তিনটি দল তৈরি করেছে যোগী সরকার। বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কেরলে বন্যা থামার পরে 'র‌্যাট ফ্লি'-র প্রকোপ দেখা দেয় এবং বহু মানুষ এই রোগে মারা গিয়েছেন। উত্তরপ্রদেশেও বন্যা পর

৮.৭৫ কোটি টাকায় নিলাম হল বিজয় মালিয়ার ২টি কপ্টার

Image
ঋণ খেলাপি 'লিকার ব্যারন' বিজয় মালিয়ার ব্যক্তিগত ২টি হেলিকপ্টার নিলাম করে ৮ কোটি ৭৫ লাখ টাকা আদায় করল ঋণ আদায়কারী ট্রাইবুনাল। বুধবার ট্রাইবুনাল নিজে দায়িত্ব নিয়ে কিংফিশার এয়ারলাইনসের কর্ণধার বিজয় মালিয়ার ২টি ব্যক্তিগত হেলিকপ্টার নিলাম করে। ওই হেলিকপ্টার ২টি ৮ কোটি ৭৫ লাখ টাকায় কিনে নেয় চৌধুরী অ্যাভিয়েশন। দিল্লির এই সংস্থার ডিরেক্টর সত্যেন্দ্র শেরাওত এনডিটিভি-কে জানিয়েছেন, "আমাদের কোম্পানি (চৌধুরী অ্যাভিয়েশন) মালিয়ার ২টি কপ্টার ৮ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে। বেঙ্গালুরুতে ডিআরটি-র (ঋণ আদায়কারী ট্রাইবুনাল) তরফে নিলামের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক একটি কপ্টার ৪ কোটি ৩৭ লাখ টাকায় কিনে নিয়েছে আমাদের কোম্পানি"। সত্যেন্দ্র শেরাওত আরও জানান, মালিয়ার এই ইউরোকপ্টার (বি১৫৫) ২টি ১০ বছরের পুরনো। পাঁচ আসন বিশিষ্ট এই কপ্টারগুলো মালিয়া কিনেছিলেন ২০০৮ সালে। ২০১৩ সালে এই কপ্টারগুলো শেষবার ব্যবহৃত হয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর এই কপ্টারগুলো মুম্বইয়ের জুহু বিমানবন্দরেই পড়েছিল। চৌধুরী অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কপ্টারগুলো এখনও পরিষেবা দেওয়ার মতো অবস্থায় রয়েছে। তাঁরা এই কপ্টারগুলো ব

স্বামীকে তালাক দিয়ে স্ত্রী পালালেন বান্ধবীর সঙ্গে

Image
সীতাপুর: শুধু স্বামীরাই যে স্ত্রীদের তিন তালাক দেয় তা নয়। তেমন তেমন বৌও বরকে তালাক দিতে পারে বইকি। উত্তর প্রদেশের সীতাপুরে এমনই এক বৌ পুলিশের সামনে তালাক দিলেন স্বামীকে। তারপর চম্পট দিলেন বান্ধবীর সঙ্গে। পুলিশ জানিয়েছে, যেহেতু মহিলা প্রাপ্তবয়স্ক, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তারা। বেচারা স্বামী এখন থানায় থানায় ঘুরছেন ইনসাফের দাবিতে। সীতাপুর জেলার খৈরাবাদে ঘটেছে এই ঘটনা। হাসিন নামে ওই মহিলার বিয়ে হল মাসদুয়েক আগে, দিল্লির বাসিন্দা আজাদের সঙ্গে। আজাদ বলেছেন, প্রথম দিকে সব কিছু ঠিকই চলছিল কিন্তু হাসিন আচমকা বাড়ি যাওয়ার জেদ করেন। তারপর আর শ্বশুরবাড়ি ফিরে আসেননি। হাসিনের বাবা মা জানিয়েছেন, তাঁদের মেয়ের সম্পর্ক ছিল নারজিন নামে আর একটি মেয়ের সঙ্গে। তাঁদের মধ্যে স্বামী-স্ত্রীর মত সম্পর্কও ছিল। একবার তিনি হাতে নাতে ধরেও ফেলেছিলেন। সম্ভবত সে কারণেই স্বামীকে ছেড়ে বান্ধবীর সঙ্গে পালিয়েছেন তিনি। তবে হাসিনের অভিযোগ, আজাদ তাঁকে মারধর করতেন, নেশা করতেন। দুই বান্ধবী মহিলা পুলিশ থানায় গিয়ে আজাদের বিরুদ্ধে অভিযোগও করেছেন। তাঁদের বক্তব্য, হাসিনের বিয়ে তাঁর অনিচ্ছেয় জবরদস্তি করে দেওয়া হয়, প্রথ

সিল করে দেওয়া হল বাগরি মার্কেট

Image
কলকাতা: আপাতত বাগরির মার্কেটের আগুন নিয়ন্ত্রণে৷ তবে এখন সমস্যা অন্য৷ ইতিমধ্যেই বাগরি মার্কেটের গেটগুলো সিল করে দিয়েছে পুলিশ৷ এবার সিসিটিভি মারফত চলবে নজরদারির কাজ৷ কারণ যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে মার্কেটটি৷ তাই কোনও অবস্থাতেই ঝুঁকি নিতে চাইছে না উদ্ধারকারী দল৷ বুধবার বিপর্যয় মোকাবিলা দল ও কমব্যাট ফোর্স বাগরি মার্কেটের ভিতরে ঢোকে৷ সেখানে বন্ধ থাকা প্রতিটি দোকানের শাটার কাটা হয়৷ ভাল করে দেখে নেওয়া হচ্ছে কোথাও এখনও ছাইচাপা আগুন রয়েছে কিনা৷ তবে নিশ্চিত হওয়ার পরও বৃহস্পতিবার দমকল বাহিনীকে দেখা গেল বাগরি মার্কেট চত্বরে৷ আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল বাহিনী থেকে পুলিশ কেউই৷ যাতে কোনও ভাবে বিপদ ছুঁতে না পারে সেই জন্যই সিল করে দেওয়া হয় বাগরি মার্কেটের প্রতিটি গেট৷ প্রায় সাড়ে তিন দিন কেটে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে৷ এক নিমেষে চোখের সামনে সব পুড়ে ছাই৷ বীভৎস সেই স্মৃতি৷ এক ধাক্কায় সর্বশান্ত হয়ে গিয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী৷ পুজোর আগে এই ধাক্কা নিতে না পারারই মতো৷ ছাই চাপা আগুন ঘিরে দানা বেঁধেছিল আতঙ্ক৷ তবে সেই আতঙ্ক এখন কমেছে৷ কিন্তু চোখের সামনে এখনও জ্বলজ্বল করছে সেই ভয়

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া

Image
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে বোলিং করার সময় পিঠে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠে ছেড়েছিলেন৷ এরপরই এশিয়া কাপে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সংশয় কাটল বৃহস্পতিবার৷ বোর্ড সূত্রে জানিয়ে দেওয়া হল এশিয়া কাপে আর নেই হার্দিক৷ পিঠের চোটের জন্য এশিয়া কাপের বাকি ম্যাচে আর খেলা হবে না বরোদার অল-রাউন্ডারের৷ তবে হার্দিকের পরিবর্তে রোহিতের দলে কে আসতে চলেছেন? হার্দিকের পরিবর্ত হিসেবে দুবাইয়ে নাকি ছুটে যাচ্ছেন দীপক চাহার৷ বৃহস্পতিবারই এই পেসার দুবাইয়ে পা রাখতে পারেন বলে খবর৷ যদিও বোর্ডের পক্ষ থেকে পাকাপাকিভাবে চাহারের দুবাই যাওয়া নিয়ে এখনও বিবৃতি দেওয়া হয়নি৷ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল করার পরেই কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক৷ দুবাইয়ের গরমে ক্রিকেটারদের মাংসপেশীতে টান ধরা অস্বাভাবিক কিছু নয়৷ তবে এক্ষেত্রে খিঁচ লেগে থাকতে পারে পান্ডিয়ার৷ ভারতীয় ফিজিও মাঠে আসার আগেই ধোনি-রোহিতরা পান্ডিয়ার শুশ্রুষায় হাত লাগান৷ এগিয়ে আসেন পাক ব্যাটসম্যানরাও৷ বেশ কিছুক্ষণ ধরে মাঠেই প্রাথমিক চিকিৎস

তেত্রিশ বছরের লজ্জা মুছে শাস্তিযোগ্য তিন তালাক, সিলমোহর রাষ্ট্রপতির

Image
প্রায় ৩৩ বছর আগে ভারতের ইতিহাসে এক লজ্জাজনক নজির গড়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকার। মৌলবাদীদের সামনে মাথা নত করে শাহ বানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানের মারপ্যাঁচে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এবার সেই লজ্জাজনক অধ্যায় মুছে ফেলল দেশ। তিনবার তালাক বলেই আর দায় ঝেড়ে ফেলা যাবে না। ভেঙে দেওয়া যাবে না বিবাহের সম্পর্ক। ইতিহাস গড়ে রাষ্ট্রপতির সিলমোহরে এবার দেশে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হল অমানবিক তিন তালাক প্রথা। মুসলিম মহিলাদের স্বস্তি দিয়ে কেন্দ্রের আনা তিন তালাক অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।   স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছিলেন, যেভাবেই হোক না কেন তুলে দেওয়া হবে তিন তালাক প্রথা। সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি। এবার থেকে  তিন তালাকের মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের জেল ও জরিমানা দিতে হবে দোষীদের। এছাড়াও নির্যাতিত স্ত্রীকে ভরণপোষণ দেওয়াও বাধ্যতামূলক করা হল। উল্লেখ্য, আগেই সংসদে 'মুসলিম উইমেন প্রটেকশন অফ রাইটস অফ ম্যারেজ বিল-২০১৭' বা তিন তালাক বিল পেশ করেছিল কেন্দ্র। লোকসভায় পাশ হলেও বিরোধীদ

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দু’জনের।

Image
বাঁকুড়া: ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় যখন আতঙ্ক ছড়িয়েছে শহরে, তখন আবার কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দু'জনের। একজন শিশু আর একজন বৃদ্ধ। মৃতদের বাড়ি বাঁকুড়ায়। বুধবার সকালে পার্ক সার্কাসের একটি হাসপাতালে মারা যায় বছর সাতেকের এক শিশুর। ফুসফুসে সংক্রমণ ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে ১১ সেপ্টেম্বর ওই নার্সিংহোমে ভরতি হয়েছিল সে। আগামী রবিবার তার জন্মদিন ছিল।   মৃতার নাম শ্রীতমা রায়। বাড়ি বাঁকুড়ার কোতলপুরে। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল শ্রীতমা। চিকিৎসা চলছিল। কিন্তু জ্বর কিছুতেই সারছিল না। উলটে শ্রীতমার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষপর্যন্ত, ১৫ সেপ্টেম্বর তাকে কলকাতায় নিয়ে আসেন পরিবারের লোকেরা। ভরতি করা হয় পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রীতমার ফুসফুসে প্রবল সংক্রমণ হয়েছিল। সর্দি-কাশির উপসর্গও ছিল। ভেন্টিলেশন রেখে ওই শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু, শেষরক্ষা হল না। বুধবার মারা যায় বাঁকুড়ার কোতুলপুরের শ্রীতমা রায়। ঘটনাচক্রের আবার আগামী রবিবার তার জন্মদিন ছিল। জন্মদিনের তিনদিন আগে মেয়েকে হারিয়ে ভেঙে

বিপুল হারে বিধায়কদের বেতন বাড়ল মোদীর রাজ্যে

Image
গান্ধীনগর: এক বিলেই বেড়ে গেল বিধায়কদের বেতন। বেতন বৃদ্ধির হার কিছু কম নয়। মাসিক ৪৫ হাজার টাকা। আর এতেই বিধায়কদের বেতন পৌঁছে গেল ছয় অংকের সংখ্যায়। সম্প্রতি বিধায়কদের বেতন নিয়ে একটি নতুন বিল পাস করা হয়েছে গুজরাত বিধানসভায়। সেখানেই বিধায়ক এবং মন্ত্রীদের বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই বৃদ্ধিতে চাপ বেড়েছে সরকারি কোষাগারের। গুজরাতের বিধায়কেরা বর্তমানে প্রতি মাসে ৭০ হাজার ৭২৭ টাকা বেতন পান। নতুন বিল অনুসারে তাঁদের বেতন হচ্ছে এক লক্ষ ১৬ হাজার ৩১৬ টাকা। অর্থাৎ বেতন বাড়ল ৪৫ হাজার ৫৮৯ টাকা। এছাড়াও বৃদ্ধি পেয়েছে বিধায়কদের ভাতার পরিমাণ। তাঁদের দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। মাসিক ডাক ভাতার লস অফ পে ছিল এক হাজার টাকা। তা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। ওই রাজ্যের মন্ত্রীদের বেতনও বেড়েছে একই হারে। আগে গুজরাতের মন্ত্রীরা প্রতি মাসে ৮৬ হাজার টাকা বেতন পেতেন। তাঁদের বর্ধিত বেতন হয়েছে এক লক্ষ ৩২ হাজার টাকা। শতাংশের হিসেবে এই বৃদ্ধির হার ৫৪। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বর্ধিত বেতন ধার্য হচ্ছে ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে। যার অর্থ হচ্ছে পরবর্তী

বেড়াতে যাওয়ার টাকা না পেয়ে আত্মঘাতী কিশোরী

Image
ময়নাগুড়ি : বাবার কাছে বেড়াতে যাওয়ার টাকা চেয়েছিল। কিন্তু, তা না পেয়ে আত্মঘাতী হল এক কিশোরী। নাম স্বপ্না রায়। বাড়ি ময়নাগুড়ি ভোটপট্টি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতা কিশোরী ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী। গতকাল সকালে বান্ধবীর সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল স্বপ্না। কিন্তু, টাকা না থাকায় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তার বাবা। বলেছিলেন, "আজ হাতে টাকা নেই।" এরপরই উদ্ধার হয় মেয়ের ঝুলন্ত দেহ। স্বপ্নার বাবা হরিপ্রসাদ রায় বলেন, "সকালে স্বপ্না এসে বলেছিল বান্ধবী তিস্তার সঙ্গে করলাভ‍্যালি বাগানে বেড়াতে যাবে। ওখানে তিস্তার দিদির বাড়ি। কিছু টাকা দাও। আমি মেয়েকে বললাম, মা আমার কাছে একদম টাকা নেই। এই বলে আমি শৌচাগারে চলে যাই। স্বপ্নার মা বারান্দায় চা বানাচ্ছিলেন। নীলমণি চিনি আনতে গিয়ে শোবার ঘরে ঢুকে দেখেন স্বপ্নার দেহ ঝুলছে । ছুটে এসে স্বপ্নার ঝুলন্ত দেহ দেখে চমকে উঠি।" খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থানে এসে স্বপ্নার দেহ উদ্ধার করে। ময়নাগুড়ি থানার IC নন্দকুমার দত্ত বলেন,"ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের

"শরীর খারাপ, খাবার এনে দেবে?" অভিনব কায়দায় শিশু চুরি

Image
শিশুর মা মা মামণি খাতুন বিবি আর জি কর হাসপাতালে শিশু চুরির অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। শিশু চুরির অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় টালা থানায়। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। আজ দুপুরে দু'মাসের শিশুটিকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে গেছিলেন তার মা মামণি খাতুন বিবি। শিশুটির নাম কালাম মোল্লা। মামণি দেগঙ্গা থানা অন্তর্গত গোসাইপুরের বাসিন্দা। মামণির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তাঁর বউদি এবং বউদির বোন। বউদি এবং তাঁর বোন খাবার আনতে গিয়েছিলেন হাসপাতালের বাইরে। সেই সময় স্ত্রী রোগ বিভাগের বাইরে দাঁড়িয়ে ছিলেন মামণি। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন বছর ৩০-এর এক মহিলা। অভিযোগ ওই মহিলা মামণিকে বলে, "আমার শরীর খুবই খারাপ। আমার জন্য একটু খাবার এনে দেবে? আমি তোমার বাচ্চাকে দেখছি। " মামণি ওই মহিলার কোলে শিশুটিকে দিয়ে বাইরে খাবার আনতে যান। কিন্তু খাবার কিনে ফিরে এসে আর ওই মহিলা ও শিশুটিকে দেখতে পাননি। এরপর মামণি এবং তাঁর আত্মীয়রা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খোঁজেন। শিশুটিকে না পেয়ে তাঁরা টালা থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, পুলিশ তদ

যাদবপুরের ডি-লিট সম্মান ফিরিয়ে দিলেন তেন্ডুলকর

Image
সমাবর্তনের দিন কলকাতায় থাকবেন না। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দেওয়া যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি নিতে রাজি হলেন না শচীন তেণ্ডুলকর। বিশ্ববিদ্যালয় কর্ত়ৃপক্ষকে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, নীতিগত কারণে ডি-লিট সম্মান গ্রহণ পারবেন না তিনি। বস্তুত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। তাঁর পরিবর্তে বক্সার মেরি কমকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।   মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে সাম্মানিক ডি-লিট দিতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত হয়েছিল, ২৪ ডিসেম্বর সমাবর্তন অনষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। কিন্তু, শচীন রাজি নন! সূত্রের খবর, প্রস্তাব পাওয়ার পর যাদবপুর কর্তৃপক্ষকে সচিন জানিয়েছেন, তিনি নীতিগতভাবে এই পুরস্কার নেবেন না। এরআগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর। আগেই আলোচনা হয়েছিল অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কমকে ডি-লিট গ্রহণের অনুরোধ করা হবে। এদিন সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। রাজ্যসভার সাংসদ মেরি কম বিশ্ববন্দিত ক্রীড়াব্যক্তিত

খোঁজ মিলল পৃথিবীর মতো আরও দ্বিগুণ আয়তনের গ্রহের, মিলবে কি প্রাণের সন্ধান

Image
প্রাণের খোঁজে এবার নজরে এল পৃথিবীর মতো এক গ্রহের। তবে, তার আয়তন পৃথিবীর থেকে দ্বিগুণ। এই গ্রহটির খোঁজ মিলেছে আলাদা একটি স্টার সিস্টেমে। যার নাম ৪০ এরিদানি। কল্পবিজ্ঞানের জনপ্রিয় গল্প স্টার-ট্রেকের অন্যতম চরিত্র স্পোরক-এর গ্রহ ভালকান এখানে অবস্থিত।  ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বো-মা এবং তাঁর কয়েকজন সহকারী অ্যারিজোনা থেকে ১.৩ মিটার টেলিস্কোপ-এর সাহায্যে পৃথিবীর মতো এই গ্রহটিকে খুঁজে পান। এর ঘণত্ব পৃথিবীর তুলনায় ৮.৫ গুণ বেশি। এই গ্রহটি তার সৌরবলয়ের মূল স্টারটি-কে ৪২ দিনে একবার প্রদক্ষিণ করে। এই স্টারটি এইচডি ২৬৯৬৫ বা ৪০ এরিদানি নামে পরিচিত। এই স্টারটির বয়স সূর্য-র মতো হলেও তা অনেকটাই ঠান্ডা এবং এর ঘণত্বও অনেক কম। ১৯৯১ সালে স্টার-ট্রেকের জন্মদাতা জেনি রোডেনবেরি লিখেছিলেন ৪০ এরিদানি ভালকান গ্রহের মূল স্টার। এই সৌর স্টার বলয়ে তিনটি মূল স্টার রয়েছে। যার জন্য একে ট্রিপল স্টার সোলার সিস্টেম বলা হয়। প্রত্যেক স্টারেরই নিজস্ব কিছু গ্রহ রয়েছে। যারা শুধু নির্দিষ্ট একটি মূল স্টারকেই প্রদক্ষিণ করে। যেমন পৃথিবীর মতো দেখতে গ্রহটি ৪০ এরিদানি-কে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে এই স্টার বলয়ের দূরত্বও খুব বেশি নয়।

সুইচ দিতেই ভুলে গেলেন বিমানকর্মী! যাত্রীদের নাক-কান দিয়ে রক্ত, জরুরি অবতরণে রক্ষা

Image
১৬৬ জন যাত্রীর নিয়ে আকাশে উড়ছে বিমান। বিন্দুমাত্র ভুলত্রুটিতেও যেখানে ভয়ঙ্কর বিপদ হতে পারে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুইচ অন করতেই ভুলে গেলেন কেবিন ক্রু। মাঝ আকাশে বায়ুর চাপ নিয়ন্ত্রণে থাকল না। ফলে অন্তত ৩০ জন যাত্রীর নাক-কান দিয়ে রক্ত ঝরল। মাথাব্যথায় ছটফট করলেন অনেকে। কারও কারও শ্বাসকষ্টও শুরু হয়েছিল। প্রাণ সংশয়ও হতে পারত, যদি না ওড়ার কিছুক্ষণের মধ্যেই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করত জেট এয়ারওয়েজের যাত্রীবাহী বিমান। ওই বিমান কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ৬৯৭ উড়ান মুম্বই বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশে টেক অফ করে বৃহস্পতিবার সকাল ৫টা ৫৫ মিনিটে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে শুরু হয় প্রচণ্ড কোলাহল। কানে ও নাকে প্রচণ্ড চাপ পড়তে শুরু করে। নাক ও কান দিয়ে রক্ত বের হতে শুরু অনেকের। যাত্রীদের অক্সিজেন মাস্ক দেওয়া হয়। তখনই পাইলটরা বুঝতে পারেন, বিমানের ভিতরে এয়ার প্রেশার বা বায়ুর চাপ নিয়ন্ত্রণের সুইচটিই অন করা হয়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে কিছুক্ষণের মধ্যেই ফের ম

ঘুমের মধ্যে কোলের কাছ থেকে উঠে গিয়েছিল ছেলেটা, টেরও পাননি মা! নির্মম পরিণতি

Image
ঘুমের মধ্যে কখন যে কোলের ছেলেটা উঠে গিয়েছিল বিছানা থেকে টেরও পাননি মা অষ্টমী। ঘুম ভাঙতেই ছেলেকে দেখতে না পেয়ে আঁতকে উঠেছিল বুক। হাহাকার করে উঠেছিল মনটা। যখন জানলেন, তখন সব শেষ হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতের অভিশপ্ত ঘুম তাঁর কোল থেকে চিরকালের জন্য কেড়ে নিয়েছে একরত্তি অনিকেতকে। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা। আচমকাই কৃষ্ণগঞ্জের ঘোষ পরিবারে অভিশাপ নেমে আসে ওইরাতে। দুঃস্বপ্নেও ভাবেননি অষ্টমী যে, মঙ্গলবারের রাত তাঁদের জীবনে বিষময় করে তুলবে। কিন্তু বিপদ কী আর বলে-কয়ে আসে। তাই মা অষ্টমী ও বাবা মিঠুন যখন ঘুমে অচেতন, তখন ঘুম ভেঙে গিয়েছিল ন-মাসের ছোট্ট অনিকেতের। বিছানায় হামাগুড়ি দিতে দিতে চলে গিয়েছিল বিছানার ধারে। তারপর গলে গিয়েছিল খাট আর দেওয়ালের মাঝখানে। খাট আর দেওয়ালের মাঝে গলা আটকে র্মমান্তিক মৃত্যু হয়েছিল তার। তবুও ঘুম ভাঙেনি বাবা-মায়ের। যখন ঘুম ভাঙল, ছোট্ট অনিকেতকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করে উঠেছিলেন মা। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। আলো জ্বালতেই দেখা গেল অনিকেত আটকে রয়েছে খাট ও দেওয়ার মাঝে। নিথর শরীর। কোনও সাড় নেই। বুক দিয়ে আঁকড়ে ধরেছিলেন মা। তখন সবশেষ। চোখের জল কিছুতেই বাধ মানছে না। কি

এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারাল টিম ইন্ডিয়া

Image
এশিয়া কাপে অনায়াসেই পাকিস্তানকে মাত দিল বিরাটহীন ভারত। শুরুতেই পাকিস্তানের দুই ওপেনারকে তুলে সরফরাজদের চাপে ফেলে দেন ভুবনেশ্বর কুমার। হাইভোল্টেজ ম্যাচে মাত্র ১৬২ রানে পাকিস্তানের ব্যাটিং মুড়িয়ে দেন রোহিত শর্মারা। জবাবে সহজেই ২ উইকেট হারিয়ে ২৯ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।  পাকিস্তানকে ১৬২ রানে অলআউট করার পর দেখার ছিল, কত তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে পারে টিম ইন্ডিয়া! এত অল্প রানে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধরাশায়ী করার আশা অতিবড় পাক সমর্থকও করেননি। তার উপরে শুরুতেই হিটম্যানের ঝড়। ৩৯ বলে ৫১ রান তোলেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের অনুপস্থিতিতে দলের দায়িত্ব তাঁর কাঁধেই। ৪৬ রানে আউট হন গতম্যাচের শতরানকারী ব্যাটসম্যান শিখর ধবন। রোহিত-শিখর ফেরার পর অম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক ধীরেসুস্থে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন। চ্যাম্পিয়নস কাপের ফাইনালে হারার পর এদিন এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল রোহিতের দল।               টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে তাঁরা সিদ্ধান্ত ব্যুমেরাং হয়। ফর্মে থাকা  ইমাম-উল-হক ও ফকর জামানকে শুরুতেই

সাত বছরের মেয়ের গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে ধর্ষণ সহদারায়!

Image
নয়াদিল্লি:  সহদারার সীমাপুরী এলাকা থেকে ২১ বছরের এক তরুণকে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয় সোমবার রাতে। অভিযুক্ত তরুণ তাঁদের প্রতিবেশী। নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, সোমবার রাত সাড়ে দশটার সময় মেয়েটি বাড়ির বাইরে খেলছিল। তখনই কাছের পার্কে ঝোপ জঙ্গলের মধ্যে মেয়েটিকে টেনে নিয়ে যায় অভিযুক্ত।জানা গিয়েছে প্রথমে অভিযুক্ত তরুণ মেয়েটির গোপনাঙ্গে জলের পাইপ ঢুকিয়ে দেয়, তারপর ধর্ষণ করে। বাচ্চাটি যখন বাড়ি ফিরে আসে তখন তার মারাত্মক রক্তক্ষরণ হচ্ছিল, জানিয়েছেন নির্যাতিতার মা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালও টুইট করে এই ধর্ষণের ঘটনা এবং বাচ্চাটির গোপনাঙ্গে জলের পাইপ ঢোকানোর কথা বলেছেন। এদিকে পুলিশের দাবি, মেয়েটিকে পরীক্ষা করে চিকিত্সক জানিয়েছেন, বাইরের থেকেকোনও বস্তু মেয়েটির যৌনাঙ্গে ঢোকানোর প্রমাণ পাওয়া যায়নি। তবে গোপনাঙ্গে আঘাতের জন্যে তার রক্তক্ষরণ হয়েছে। আপাতত মেয়েটির অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত তরুণ কাগজ কুড়োয় । সোমবারই তাকে গ্রেফতার করা হয়। তবে এ

আইএসআইয়ের ‘মধুচক্রের ফাঁদে’ পা দিয়ে গুরুত্বপূর্ণ নথি পাচার, বিএসএফ জওয়ান গ্রেফতার

Image
লখনউ: মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা অচ্যুতানন্দ মিশ্র নামে এক বিএসএফ জওয়ান পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্টদের গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার। উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি সিংহ বলেন, অচ্যুতানন্দকে মধুচক্রের ফাঁদে ফেলে তার কাছ থেকে তার ইউনিটের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত নথি, পুলিশ অ্যাকাডেমি ও ট্রেনিং সেন্টারের নানা খবরাখবর বের করে নিয়েছে নিজেকে প্রতিরক্ষা সংক্রান্ত রিপোর্টার বলে দাবি করা এক মহিলা। বিবাহিত, ২ টি বাচ্চার বাবা ওই জওয়ানকে নয়ডায় সোম ও মঙ্গলবার জেরা করে এটিএস ও বিএসএফ অফিসাররা জেনেছেন, প্রাথমিকভাবে সরকারি তথ্য গোপনীয়তা রক্ষা আইনে অপরাধ করার মতো পর্যাপ্ত প্রমাণ মিলেছে অচ্যুতানন্দের বিরুদ্ধে। ডিজিপি জানান, ২০০৬ সালে তাকে বিএসএফে রিক্রুট করা হয়, ২০১৬-য় ওই মহিলার সংস্পর্শে আসে সে। কিছুদিন পর থেকেই ইউনিটের লোকেশন, বিএসএফ ক্যাম্পের ছবি, অস্ত্রশস্ত্রের ভান্ডারের বিস্তারিত নথিপত্র তার হাতে তুলে দেওয়া শুরু করে সে। তারপর পাকিস্তানে নথিভুক্ত একটি ফোন নম্বরে সে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকে। সেই কথোপকথনের বিস্তারিত তথ্য থেকে ইঙ্গিত, তাকে ধর্মান্তরকরণ

মধ্যপ্রদেশে ৪ বছরের মেয়ের ধর্ষণকারী কন্ট্রাক্টে থাকা শিক্ষককে মৃত্যুদণ্ড

Image
মধ্যপ্রদেশের সতনায় ৪ বছরের মেয়েকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় আদালত মৃত্যুদণ্ড দিল এক কন্ট্রাক্টে থাকা শিক্ষককে। মহেন্দ্র সিংহ গোন্ড নামে ২৩ বছর বয়সি শিক্ষককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি (১২ বছরের কম মেয়েকে ধর্ষণ) ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনের ৫ ও ৬ ধারায় দোষী ঘোষণা করে চরম সাজা দেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসনস জজ দীনেশ কুমার শর্মা। গত ১ জুলাই ধর্ষণ করা হয় মেয়েটিকে। এখনও তার অবস্থা সঙ্কটজনক। তার চিকিত্সা চলছে দিল্লির এক হাসপাতালে। ডিস্ট্রিক্ট প্রসিকিউশন অফিসার রামপাল সিংহ জানিয়েছেন, নির্যাতিতা ও তার অভিভাবকরা বর্তমানে দিল্লিতে থাকায় সেখান থেকে ভিডিও কনফারেন্সিংয়ে তাদের বক্তব্য রেকর্ড করার পর গোন্ডকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পাশাপাশি মেয়েটিকে অপহরণের জন্যও সাত বছরের সশ্রম কারাবাসের সাজা হয়েছে তার। ২১ জন বাদী পক্ষের সাক্ষীকে পাল্টা জেরা করা হয়। রামপাল সিংহ জানান, নির্যাতিতার পরিবারের সঙ্গে চেনাজানা ছিল গোন্ডের। ১ জুলাই রাতে সে নেশায় বেসামাল হয়ে মেয়েটির বাবার সঙ্গে দেখা করতে তাদের গ্রামের একটি জায়গায় যায়। মেয়েটি বাড়ির বাইরে খাটিয়ায় বাবার পাশ

পুজোর প্যান্ডেলের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ কিশোরীকে

Image
পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে পাশেরই একটি প্যান্ডেলে পুজো দিতে গিয়েছিল বছর তেরোর মেয়েটি। সেখানেই তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরের দাহানুর আগার গ্রামে। রাত তখন ৮টা। পাড়ারই একটি প্যান্ডেলে গণেশ পুজো দিতে গিয়েছিল সে। প্যান্ডেলে ভিড়ও ছিল যথেষ্ট। পুজো দিতে তখন সবাই ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই এক ব্যক্তি ওই কিশোরীকে কোনও কিছুর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় প্যান্ডেলের পিছনের দিকে একটি জায়গায়। অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পরই কিশোরীকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তার পর তাকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় সে। অনেক ক্ষণ কেটে যাওয়ার পর মেয়ে বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন কিশোরীর আত্মীয়রা। তখনই তাঁরা প্যান্ডেলের কাছে বিধ্বস্ত অবস্থায় মেয়েটিকে দেখতে পান। কী হয়েছে জানতে চাওয়ায় গোটা ঘটনাটি খুলে বলে সে। পাড়ার লোকেরা অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায়। কিন্তু কোথাও তাঁর হদিশ মেলেনি। তার পরই পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত প্যান্ডেলের কাজ করেন। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এল রেডমি ৬ প্রো, ১১ হাজারে সেরা মোবাইল কি এটাই?

Image
রেড মি-র নতুন ফোনও সাড়া ফেলবে। বাজার ধরার তাগিদে একের পর এক ফোন বের করে যাচ্ছে রেডমি। ফ্ল্যাগশিপ থেকে এন্ট্রি লেভেল, ছ'হাজার থেকে ৩০ হাজার, সব দামের মধ্যেই নতুন নতুন সব ফোন হাজির। ভারতের মতো বিশাল বাজারে গত এক বছরের সব থেকে বেশি বিক্রি হওয়া কোম্পানির তকমা ধরে থাকার জন্যে শেষ যে ফোন তারা হাজির করেছে বাজারে, তা হল রেডমি ৬ প্রো। বৈশিষ্টের দিক থেকে নতুন কিছু নয়, এই দামের ফোনগুলি যে রকম হয়ে থাকে, সে রকম সমস্ত গুণ নিয়েই হাজির এই মডল। দু'টি মডেল হাজির বাজারে— ১১ হাজার এবং ১৩ হাজার টাকার। ১১ হাজার টাকার মডেলে হাজির ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ, আর ১৩ হাজার টাকার মডেলে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। স্ন্যাপড্রাগন ৬২৫ যথেষ্ট ভাল প্রসেসর, সাধারণ কাজ করা থেকে বেশ ভাল রকমের গেম খেলা, প্রায় সব রকমের কাজের চাপ সামলে নিতে পারে। সঙ্গে র‍্যাম ৩ জিবি হোক বা ৪ জিবির, স্লো হওয়ার সুযোগ খুব একটা নেই। ফোনের ডিসপ্লেটি বেশ ভাল। ৫.৮৪ ইঞ্চির এই ডিসপ্লেতে হাজির নচ, তবে যারা পছন্দ করেন না, বন্ধ করে দিতে পারেন নচটি। ৪৩২ পিপিআই পিক্সেল ডেনসিটি, রেজোলিউশন ২২৮০*১০৮০। ফলে বুঝতেই পারছেন বেশ ঝকঝকে চকচকে দেখত

ইউটিউব দেখেই চাষ হলদিয়ার যুবকের

Image
আনাজ বাগানে আলঙ্গির। পেশায় ঠিকা শ্রমিক। কোনও দিন প্রথাগত কৃষিকাজের শিক্ষা নেননি। কিন্তু মোবাইলে ইউটিউব দেখেই করেছেন তিনি বাজিমাত। কয়েক বিঘা জমিতে তিনি করছেন আনাজ চাষ। হলদিয়া বন্দরের কাছেই রয়েছে বিষ্ণুরাম চক, সাওতান চক এবং পারুই পাড়া। কয়েক হাজার মানুষের বাস। স্থানীয় সূত্রের খবর, এঁদের অনেকেই বন্দরের উদ্বাস্তু এলাকার মানুষ। ওই এলাকায় নেই ভাল রাস্তা, নেই আলো, নেই নিকাশি ব্যবস্থা। খাতায় কলমে ওই জায়গা অধিগ্রহণ কড়া হয়েছে। কিন্তু পুনর্বাসন না পাওয়ায় এখনও সেই ভিটা ছেড়ে যাননি বাসিন্দারা। এঁদের  মধ্যে অনেকেই শিল্প সংস্থায় শ্রমিকের কাজ করেন। ওই গ্রামেরই বাসিন্দা আলঙ্গির খান পেশায় ঠিকা শ্রমিক। থাকেন স্ত্রী, পুত্র নিয়ে। বাড়তি রোজগারের আশায় কয়েক বিঘা জমিতে তিনি আনাজ চাষ করছেন। আর সেজন্য তার নেই কোনও প্রথাগত শিক্ষা। ভরসা কেবল মাত্র ইউটিউবের ভিডিও। আলঙ্গিরদের গ্রামে গিয়ে দেখা গেল, সামান্য জমিতে ঝিঙে, পটল, বেগুন, লাউ, পালং, নটে, উচ্ছে-সহ নানা আনাজ চাষ করেছেন তিনি। একটি পুকুরের উপর মাচা করেও লতানো আনাজ চাষ করেছেন ওই যুবক। আলেঙ্গিরের কথায়, ''এই এলাকায় পরিকাঠামোগত কোনও উন্নয়ন হয়নি। আলোও আসেনি গ্র

নালা থেকে উদ্ধার বধূর দেহ, খুনি কি শ্বশুর-শাশুড়ি?

Image
সনিয়া মির্দা। বেশ কিছু দিন আগে তামলা নালা থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ। ওই দিনই শহরের অন্য একটি এলাকা থেকে নিখোঁজ হন এক বধূ। ওই এলাকার বাসিন্দাদের দাবি, তাঁদের কাছে বধূকে খুনের কথা স্বীকার করেছেন শ্বশুর। বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেহ ওই নিখোঁজ বধূরই। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে মহিলার শ্বশুর, শাশুড়িকে। বুধবার দুর্গাপুরের মহিষ্কাপুর প্লটের ঘটনা। দুর্গাপুর থানার পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর তামলা নালা থেকে উদ্ধার করা হয় বছর বাইশের এক মহিলার বস্তাবন্দি দেহ। মহিষ্কাপুরের বাসিন্দারা জানান, ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন এলাকার বধূ সনিয়া মির্দা (২২)। তাঁর বাপের বাড়ি, ঝাড়খণ্ডের দুমকায়। বছর দুয়েক আগে সনিয়ার বিয়ে হয় মহিষ্কাপুরের এক জনের সঙ্গে। পড়শিদের একাংশ জানান, কয়েক দিন সনিয়ার দেখা না মেলায় তাঁরা মহিলার শ্বশুরবাড়িতে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন। সেই সময়ে তাঁদের বলা হয়, সনিয়া বাপের বাড়ি গিয়েছেন। অথচ, ২ সেপ্টেম্বরের কয়েক দিন পরে দুমকা থেকে নিহতের বাবা মা-সহ অন্য নিকটাত্মীয়েরা মহিষ্কাপুরে আসেন। তাঁদের নিহতের শ্বশুরবাড়ি থেকে জানানো

‘মেয়েটা আর নেই ভাবতেই পারছি না, পুজোর জামাগুলো কী হবে?’

Image
শোক: বন্ধুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সায়েশার বাবা। শিলিগুড়ির বাড়িতে বুধবার। আগমনীর আগেই বিষাদের সুর শিলিগুড়ির পঞ্জাবিপাড়ায়। ছোট সায়েশার জন্য। সে পুজোয় পরার জন্য নিজে হাতে জামাকাপড় পছন্দ করেছিল। মায়ের মোবাইল থেকে একটা-একটা করে বেছে দিয়েছিল। অনলাইনে অর্ডারও হয়ে গিয়েছিল। কিন্তু সেগুলি আর তার পরা হল না। প্যাকেট যখন বাড়িতে পৌঁছল, সায়েশা চলে গিয়েছে অনেক দূরে।  ১৩ নম্বর ওয়ার্ডের ওই সাত বছরের ফুটফুটে মেয়েটি ডেঙ্গির উপসর্গ নিয়ে প্রথমে শিলিগুড়ি তারপর কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়। রবিবার সে মারা যায়। কলকাতায় তার শেষকৃত্যের পরে বুধবার শিলিগুড়ির বাড়িতে ফিরল তার বাবা শৌমিক বন্দ্যোপাধ্যায়, ঠাকুরমা রিঙ্কুদেবী এবং ঠাকুরদা স্বপনবাবু। ওর ঠাকুরমার মুখেই শোনা গেল একরত্তি মেয়ের কৃতির কথা। শহরের একটি নামী ইংরেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বানানে তুখোড় ছিল। পুরস্কারও পেয়েছিল তার জন্য। ঠাকুমা রিঙ্কুদেবীর কথায়, ''বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। ছবি আঁকতে ভালবাসত।'' কল্পনাপ্রবণ সায়েশা বাঁচতে চেয়েছিল। তার চারপাশের সকলকে ভরসা করতে চেয়েছিল। কিন্তু ক'দিনের জ্বরে যে একদিন

কোমরে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, বাকি ম্যাচ খেলতে পারবেন তো?

Image
কোমরের চোটে দাঁড়াতেই পারছিলেন না। স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে হার্দিক পাণ্ড্যকে। বুধবার দুবাইয়ে পাকিস্তান ম্যাচে। ছবি: এএফপি। তখন ব্যাট করছে পাকিস্তান। হঠাৎ ঘটল ঘটনাটা। নিজের পাঁচ নম্বর ওভারের পঞ্চম বলের পরেই মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক পাণ্ড্য। যন্ত্রণায় ছটফট করতে থাকেন। উঠে দাঁড়ানোরও তখন ক্ষমতা ছিল না তাঁর। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় শিবিরের তরফ থেকে জানানো হয়, ''হার্দিক পাণ্ড্যর কোমরে গুরুতর চোট।  আপাতত তাঁর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকলেও, দলের চিকিৎসকরা চোট পরীক্ষা করছেন।'' তাঁর বিকল্প হিসেবে মাঠে নামানো হয় মণীশ পাণ্ডেকে। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে আর মাঠে ফিরতে দেখা যায়নি। ফলে এশিয়া কাপে আদৌ তিনি আর খেলতে পারবেন কি না সেই প্রশ্ন উঠে যায়। যে দিন হার্দিকের চোট লাগল, সে দিনই আবার তাঁর প্রশংসা করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার লান্স ক্লুজনার। যিনি বিশ্ব ক্রিকেটে বহু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এক সময়। এখনকার অলরাউন্ডারদের মধ্যে যিনি এগিয়ে রাখছেন ইংল্যান্ডের বেন স্টোকসকে। তবে ক্লুজনার মনে করেন ভারতের হার্দিক পা

আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানের মাথা কাটল পাক বাহিনী

Image
ইমরান খান সরকার ক্ষমতায় আসার পরে সীমান্তে পাক বাহিনীর মনোভাব যে আদৌ বদলায়নি তা প্রমাণ হল। জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এক বিএসএফ জওয়ানকে গুলি করে তাঁর মাথা কেটে নিল পাক বাহিনী। নিয়ন্ত্রণরেখায় আগে ভারতীয় সেনার উপরে এই ধরনের হামলা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সীমান্তে এমন ঘটনার নজির নেই। ফলে সীমান্তে পাক হামলা আরও তীব্র হল বলেই মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের কর্তারা। গত কাল জম্মুর রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সরকন্দা ঘাস কাটতে যায় বিএসএফের একটি দল। বিএসএফ সূত্রে খবর, ওই এলাকায় ভারতের দিকে জলাভূমি রয়েছে। তাই গোটা এলাকা বড় বড় সরকন্দা ঘাসে ঢাকা। যাতায়াতের সুবিধের জন্য ওই এলাকায় মাঝে মাঝে ঘাস কাটার প্রয়োজন হয়। গত কাল সকাল সাড়ে দশটা নাগাদ ওই বিএসএফের দলটির উপরে হামলা চালায় পাক রেঞ্জার্স। বিএসএফ জানিয়েছে, ভারতীয় জওয়ানেরাও জবাব দেন। কিন্তু পাক স্নাইপারের গুলিতে নিহত হন হেড কনস্টেবল নরেন্দ্র কুমার। বিএসএফ সূত্রের খবর, ঘটনার পরেই নরেন্দ্রর দেহ উদ্ধারের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই এলাকা জলাভূমি। ফলে সীমান্তের কাছে গিয়ে জওয়ানের দেহ উদ্ধারের ক্ষেত্রে ভার