হেলমেট না পরার জরিমানা থেকে আয় ১৩.২ কোটি


চেন্নাই: যাত্রী সুরক্ষার্থে হেলমেট না পরার জন্য শাস্তি ঘোষণা করা হয়েছিল৷ হাতেনাতে ধরা পড়লে দিতে হত জরিমান৷ কিন্তু, এই জরিমানা থেকে আয়ের পরিমান কত জানেন? জানলে অবাক হবেন৷

২০১৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হেলমেট না পরার কারণে টু-হুইলার চালকদের থেকে জরিমানা বাবদ আয় হয়েছে ১৩.২ কোটি টাকা৷ মাদ্রাস হাইকোর্টকে এমনটাই জানিয়েছে তামিলনাড়ু পুলিশ বিভাগ৷

ডিভিশন বেঞ্চের এস.মনিকুমার এবং সুভ্রমনিয়াম প্রসাদ বলেন, পুলিশি বিভাগের ডিরেক্টর জেনারেলের ফাইল করা রির্পোটটিকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরই অর্ডার পাশ করা হবে৷ লাগামছাড়া গাড়ি চালানো, সিট বেল্ট না পরা ইত্যাদি খুবই সাধারণ ব্যাপার৷

তবে, তালিকাতে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, হেলমেট না পরে গাড়ি চালানো৷ একাধিকবারই বিষয়টি নিয়ে জনগণকে সর্তক করা হয়েছে৷ অবলম্বন করা হয়েছে হাজারো পন্থা৷ যার মধ্যে অন্যতম হল জরিমানার বিষয়টি৷

হেলমেট না পরার বিষয়টি নিয়ে একটি রির্পোট জমা দেন ডিজিপি৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ট্রাফিক নিয়মের বাস্তবায়নের জন্য পুলিশের বিভাগটি যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে৷ বিভিন্ন সময়ে জনগণের মধ্যে হেলমেট পরার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে প্রচার করা হয়েছে৷

সিট বেল্ট না পরার কারণে গাড়ি চালকদের থেকে জরিমানা বাদব এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৩,৬৬,৩৭,২৬৬ টাকা৷ পুলিশ বিভাগ জানাচ্ছে, বিভিন্ন স্কুল এলং কলেজগুলিতে একাধিকবার এই ধরণের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷