Posts

Showing posts from October 18, 2018

‘গান গাওয়ার পরেই অনু বললেন, আমাকে কিস কর’

Image
#মিটু বিতর্কে এবার অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ তুললেন শ্বেতা পণ্ডিত। সোনা মহাপাত্রের পর এ বার শ্বেতা পণ্ডিত। #মিটু বিতর্কে অভিযোগের বহর বাড়ছে সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। পণ্ডিত যশরাজের নাতনি শ্বেতার অভিযোগ, তাঁর যখন ১৫ বছর বয়স, তখন মুম্বইয়ের একটি স্টুডিয়োতে অনু মালিক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। অনু শিশুদের উপর যৌন অত্যাচারে আসক্ত বলেও টুইটারে নিজের #মিটু শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী শ্বেতা। সাবধান করেছেন তরুণ গায়িকাদের। ঘটনা প্রায় ১৭ বছর আগের। শ্বেতা লিখেছেন, মুম্বইয়ের এম্প্যায়ার স্টুডিয়োতে তাঁকে ডেকে পাঠান অনু মালিকের ম্যানেজার। অনু তখন সুনিধি চৌহান ও শানের সঙ্গে 'আওয়ারা পাগল দিওয়ানা' সিনেমার একটি গ্রুপ সং রেকর্ড করছিলেন। গায়ক-গায়িকাদের গান করার একটি ছোট্ট কেবিনে আমাকে বসতে বলেন। সেখানে শ্বেতা এবং অনু মালিক ছাড়া আর কেউ ছিলেন না। সেখানেই কয়েক লাইন গাইতে বলেন। শ্বেতার অভিযোগ, ''আমি ভালই গান করলাম। তার পরেই উনি বললেন, 'এই গানটা আমি শানের সঙ্গে তোমাকে দিয়ে করাব। কিন্তু তার আগে আমাকে চুমু দাও। তার পর তিনি হাসলেন। এখনও মনে করতে পারি, আমি ও রকম খারাপ দেঁত

মোবাইল নম্বর বন্ধ হবে না, বিবৃতি জারি করে জানাল কেন্দ্র

Image
দেশ জুড়ে ৫০ কোটি মোবাইল গ্রাহকের পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা জোরদার হতেই যৌথ বিবৃতি জারি করল টেলিকম দফতর এবং ইউডিএআই (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া)। আধার সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে ওই বিবৃতিতে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, কোনও মোবাইল নম্বরের পরিষেবা বন্ধ হবে না। এমনকি, নতুন করে নো ইওর কাস্টমার বা কেওয়াইসি-ও বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যাঁরা চাইবেন, তাঁরাই বিকল্প কেওয়াইসি জমা দিতে পারেন। নয়া ডিজিটাল পদ্ধতিতে সিম কার্ড দেওয়ার একটি অ্যাপ আনার কথাও ঘোষণা করা হয়েছে বিবৃতিতে। বুধবারই টেলিকম দফতরের সচিব অরুণা সুন্দররাজন টেলিকম সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। আধার তথা ইউডিএআইআই কর্তৃপক্ষের সঙ্গেও আলাদা একটি বৈঠক করেন টেলিকম সচিব। তার পরেই নানা মহলে জল্পনা শুরু হয়, দেশের ৫০ কোটি মোবাইল গ্রাহকের কানেকশন সাময়িক ভাবে বন্ধ হতে পারে। বৃহস্পতিবার সেই জল্পনা ও আশঙ্কা দূর করতেই যৌথ বিবৃতি জারি করেন কেন্দ্রীয় টেলিকম দফতর ও ইউডিএআই কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, কানেকশন বন্ধ হওয়ার বিষয়টি 'অসত্য ও কাল্পনিক'। নয়া কেওয়াইসির পুরোটাই গ্রাহকের নি

ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত! অাত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক প্রৌঢ় দম্পতি।

Image
অষ্টমীর সন্ধ্যায় অাত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক প্রৌঢ় দম্পতি। পঞ্চসায়র এলাকার নয়াবাদের ফ্ল্যাট থেকে বুধবার রাতে ওই দম্পতিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে, স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী এখনও সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি থাকতেন নয়াবাদের প্রফুল্ল অ্যাপার্টমেন্টে। সেখানে ৬৫ বছরের তপন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অরুণা দেবী (৫৫) একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গত কয়েক মাস ধরে থাকতেন। তাঁদের একমাত্র ছেলে বছর তেইশের অর্পণ চট্টোপাধ্যায় কমার্শিয়াল পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। সেই প্রশিক্ষণের জন্য তিনি দিল্লিতে থাকতেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই দম্পতি ছেলেকে পাইলট বানানোর জন্য প্রায় ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তপনবাবু ফ্ল্যাট কেনাবেচার ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই পুলিশে খবর দেন। বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে, ওই দিন বিকেলে অর্পণ দিল্লি থেকে আসেন। তিনি বার বার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি তাঁর বাবা-মা। তিনি বার বার ফোনও করেন। কিন্তু ফোনও কেউ ধরেননি। তখনই প্রত

গুহার মধ্যে এবার তৈরি হবে রেল স্টেশন

Image
নয়াদিল্লি: ভারতে প্রথমবার টানেলের মধ্যে তৈরি হতে চলেছে রেল স্টেশন। ৩০০০ মিটার উচ্চতায় তৈরি হবে সেই স্টেশন। ভারত-চিন সীমান্তের কাছে বিলাসপুর-মানালি-লে লাইনে এই স্টেশন তৈরি করা হচ্ছে। এর আগে টানেলের মধ্যে মেট্রো স্টেশন তৈরি হয়েছে, তবে রেলের ক্ষেত্রে এমন নজির এই প্রথমবার। হিমাচল প্রদেশে এই স্টেশনের নাম কিলং। লাহাউল ও স্পিতি জেলার প্রশাসনিক কেন্দ্র হল এই কিলং। এটি ভারত-তিব্বতের সীমান্ত থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে। নর্দার্ন রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার ডিআর গুপ্তা বলেন, দেশের মধ্যে এরকম একটি স্টেশন এই প্রথমবার তৈরি হবে। ইতিমধ্যেই ফাইনাল সার্ভে সম্পূর্ণ হয়েছে। এই রুটে এই ধরনের আরও একাধিক স্টেশন তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি। হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মাঝে এই রেল লাইন কিলং, দারচা, উপসি, মানালি, মান্ডি, কারু সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করবে। এই রেললাইনকে ন্যাশনাল প্রজেক্ট ঘোষণা করতে চলেছে ভারতীয় রেল। এই প্রজেক্টের মাধ্যমে ভারতীয় সেনা উপকৃত হবে।এই রেললাইনের মাঝে থাকছে ৭৪টি টানেল, ১২৪টি ব্রিজ, ৩৯৬টি ছোট ব্রিজ। রেললাইনটি তৈরি হয়ে গেলে দিল্লি থেকে লে যেতে ৪০ ঘণ্টার বদলে ২০ ঘণ্টা লাগবে।

মন্দির সাজাতে খরচ হল সাড়ে চার কোটি টাকা

Image
নয়াদিল্লি: দক্ষিণের মন্দিরে টাকা ও সোনা দেওয়ার প্রচলন বহুদিনের। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলে নগদ টাকা কিংবা সোনা দিয়ে পুজো দেন তাঁরা। তাই বলে টাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয় মূর্তিকে, এই দৃশ্য বোধহয় নজিরবিহীন। নবরাত্রিতে টাকা দিয়েই সাজানো হয় বিশাখাপত্তনমের 'বাসবী শ্রী কন্যাকা পরমেশ্বরী' মন্দির। দশেরা পর্যন্ত ১০ দিনে মোট ১০ অবতারে সাজানো হয় এই মন্দির। তবে সবথেকে জনপ্রিয় মহালক্ষী অবতার। এই অবতারেই টাকা আর সোনা দিয়ে সাজানো হয় মন্দিরের মূর্তিকে। বিশাখাপত্তনমের এই মন্দিরটি এক বিশেষ দিনে নগদ টাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আট কেজি সোনার গয়না পরানো হয়েছে। আর সাড়ে চার কোটি টাকা দিয়ে সাজানো হয়েছে মূর্তিটি। মন্দিরটি ১৪০ বছরের পুরনো। যেসব অবতারে এই মন্দিরে দেবীকে পুজো করা হয় সেগুলি হল: বালত্রীপুরা সুন্দরী দেবী, অন্নপূর্ণা দেবী, ললিতা দেবী, গায়ত্রী দেবী, মহালক্ষী দেবী, গঙ্গা দেবী, গৌরাম্মা দেবী, রাজমাথঙ্গী দেবী, কলকাতা কালী মাতা।

উপত্যকায় এনকাউন্টারে হত মারাত্মক সন্ত্রাসবাদী

Image
পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের যৌথ অভিযানে খতম এক তেহরিক-উল-মুজাহিদিন সংগঠনের সন্ত্রাসবাদী৷ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে ফতেহ কাদাল এলাকায় তল্লাসি অভিযানের সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় এক পুলিশকর্মীর৷ প্যারামিলিটারি ফোর্সের দুই আধিকারিকও আহত হন৷  জানা গেছে, ওই এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামার পর আতঙ্কবাদীরা ভিতর থেকে গুলি চালতে শুরু করে৷ প্রত্যুত্তর দেয় পুলিশও৷ সেই সংঘর্ষেই নিহত হন এক পুলিশ আধিকারিক৷ এদিকে বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করায় একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দু সপ্তাহ আগেই দক্ষিণ কাশ্মীরের এই পড়ুয়া সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখায়৷ বুধবার, উত্তর কাশ্মীরের পট্টন এলাকায় ডেপুটি সুপারিন্টেডেন্ট অব পুলিশ সহ তিন পুলিশকে টার্গেট করে গ্রেনেড ছোঁড়ায় তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ফয়জান মাজিদ ভাট৷ অন্যান্যদের সঙ্গে সে একটি গাড়িতে সপর করছিল৷ বারামুলার পট্টন এলাকায় পুলিশের একটি দল তাদের গাড়ি থামালে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ অন্যান্যরা প

দুর্গার কৃপায় লক্ষ্মী লাভ, ৫০০০ দুঃস্থকে বস্ত্রদান রাজমিস্ত্রির

Image
তেহট্ট : দুর্গার কৃপা ভোলেননি গণেশ। এক সময়ে অভাব ছিল, এখন তা দূর হয়েছে। তিনি বিশ্বাস করেন, তাঁর এই সুসময়ে দুর্গা সহায়। তেহট্টের গণেশ মণ্ডল দুর্গাপুজো এলেই প্রস্তুতি শুরু করে দেন। গ্রামে তিনি এখন জিরো থেকে হিরো। তাই মা দুর্গার কৃপা স্মরণ করে প্রত্যেক বছরের মতো এই বছরেও কয়েক লক্ষ টাকা ব্যয় করে পুজো করছেন। পাঁচ হাজার দুঃস্থদের মধ্যে পোশাকও বিতরণ করেছেন। এক সময় খুব অভাবের সংসার ছিল, বাবা দিনমজুরের কাজ করতেন। কোনওরকমে একচালা খড়ের ছাউনি দেওয়া ঘরেই বসবাস করতেন তিনি ও তাঁর পরিবার। এর মধ্যেই একদিন গণেশবাবুর বাবা বলহরি মণ্ডল মারা যান। এমন পরিস্থিতিতে তাঁর  মা রেখাদেবী আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েন। অধিকাংশ দিন খালি পেটে স্কুলে যাওয়ার সময়ে গণেশের ভাবনা ছিল,  কী করে তাঁদের আগামী দিনগুলি চলবে। খুব কম বয়সেই সংসারের অভাব দূর করতে পাড়ি দিয়েছিলেন মুম্বই। তাঁর কথায়,  তখন বেতাই হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তাম। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলেন। সেদিন মনটা খুব খারাপ ছিল। কাউকে কিছু না বলে কলকাতাগামী বাসে উঠে পড়লাম। কোনও উদ্দেশ্য ঠিক ছিল না। অজানার পথে পাড়ি দিয়েছিলেন। বাসে যেতে যেতে এলাকার

গুগল ম্যাপ এর কেরামতি, পরকীয়ায় লিপ্ত স্ত্রীর খোঁজ পেলেন ব্যক্তি

Image
বর্তমান দৈনন্দিন জীবনে গুগল ম্যাপের গুরুত্ব অনস্বীকার্য। ভিড় এড়িয়ে ফাঁকা রাস্তা খুঁজে বের করতে কিংবা অচেনা পথ চিনে নিতে এর জুড়ি মেলা ভার। এক কথায় গুগল ম্যাপে উপকৃত হন  স্মার্টফোন ইউজাররাই। কিন্তু এই ম্যাপের কারণেই চূড়ান্ত বিপাকে পড়তে হল এক মহিলাকে। এই অ্যাপের চক্করে  বিবাহ বিচ্ছেদই হয়ে গেল তাঁর। রেস্তরাঁ থেকে ব্যাংক, এক ক্লিকেই সবকিছু খুঁজে নেওয়া সম্ভব গুগল ম্যাপ থেকে। অর্থাৎ জীবন এখন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। কোনও ঠিকানা জানতে আর পথচারীকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। কিন্তু এক মহিলার সঙ্গে যে এমন ঘটনা ঘটবে, তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই নেভিগেশন অ্যাপ ব্যবহার করেই এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতে-নাতে পাকড়াও করলেন। তাহলে একটু খোলসে করে বলা যাক। ঘটনা পেরুর। এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তাঁর সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নেওয়া যায়। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ব্যক্তির। ছব

হাওড়ার যুবতিকে ১০ দিন ধরে গণধর্ষণের অভিযোগ পুরীতে

Image
পুরী : কাজ পাইয়ে দেওয়ার নামে হাওড়ার এক যুবতিকে ১০ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল ১২ জনের বিরুদ্ধে। ঘটনাটি পুরীর কোনার্ক এলাকার। ওই যুবতি বর্তমানে পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কয়েকদিন আগে কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাওড়ার বাসিন্দা ওই যুবতিকে পুরীতে নিয়ে আসে এক মহিলা। অভিযোগ, সেখানে কোনার্কের সূর্য মন্দিরের কাছে একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। জোর করে দেহব্যবসায় নামানো হয় বলেও অভিযোগ।  গতকাল ওই যুবতি কোনওরকমে বাড়ির ছাদে উঠে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সেখানে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। কোনার্ক পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থানে এসে বাড়িটির দরজা ভেঙে যুবতিকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুরী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  সংবাদমাধ্যমের সামনে ওই যুবতি বলেন, "আমাকে এক মহিলা পুরীতে নিয়ে এসে কয়েকদিনের জন্য একটি লজে রাখে। ওই মহিলা সুভাষ, কৃষ্ণ, রাজ সহ অন্যদের সঙ্গে মিলে দেহব্যবসা চালাত। "  ঘটনার পর থেকে বাড়িটির মালিক ও ওই মহিলা সহ বাকিরা পলাতক। তাদের

দারুণ খবর! মাত্র ৩,০০০টাকাতেই Activa 5G!

Image
নয়াদিল্লি: উৎসবের মরসুমে বাড়িতে ব্র্যান্ড নিউ টু হুইলার কিনতে চাইছেন? তাহলে অবশ্যই একবার হন্ডা অ্যাক্টিভা ৫জি-র কথা ভাবতে পারেন৷ কারণ এতে এক চমৎকার অফারের কথা বলা হয়েছে৷ সম্প্রতি লঞ্চ হয়েছে এই Activa 5G. আর এতেই মোট মূল্যের মাত্র ৫ শতাংশ দিয়েই কিনে নিতে পারছেন স্কুটিটি৷ বাকি সংস্থার পক্ষ থেকে ফাইন্যান্স হয়ে যাবে যা আপনি ধীরে ধীরে দিয়ে দিতে পারবেন একটু করে৷ উল্লেখ্য, অমর উজালাতে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, Activa 5G-র দাম দিল্লিতে ৫৩,৮৬৫ টাকা৷ আবার অন্য শহরে এর দাম ৬২,৬২৭টাকাতেও পৌঁছে যায়৷ সংস্থা এর ওপর ফাইন্যান্স করছে ৯৫ শতাংশ৷ অর্থাৎ আপনাকে ৫ শতাংশ (প্রায় ৩১৩১ টাকা) দিতে হচ্ছে৷ সংস্থার পক্ষ থেকে এই লোনে আপনাকে কোনও ডকুমেন্টশন চার্জ অথবা প্রসেসিং ফিজ দিতে হচ্ছে না৷ বেঁচে যাচ্ছে প্রায় ৫,০০০টাকা৷ ১৫ বছরে ১ কোটি অ্যাক্টিভা বিক্রির সংখ্যাকে ছুঁয়ে ফেলেছে সংস্থা৷ এর বিশেষ বৈশিষ্ট্যই সকলকে আকৃষ্ট করে৷ এই নয়া স্কুটিতে ৫.৩ লিটার ফুয়েল ট্যাংক পাওয়া যাচ্ছে৷ পাশাপাশি দাবি করা হচ্ছে, ১ লিটারে ৬০ কিলোমিটার পর্যন্ত চলবে এই স্কুটি৷

নবমীর সকালে ছন্দপতন! প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আয়ুব বাচ্চু

Image
ঢাকা: একদিকে যেখানে উৎসবের আমেজে মাতোয়ারা সকলে৷ সেখানে বৃহস্পতিবার সকালে ছন্দপতন৷ চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী-গিটারিস্ট আয়ুব বাচ্চু৷ বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ একাধারে এই গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার আয়ুব বাচ্চুর বয়স হয়েছিল ৫৬ বছর। বাংলাদেশের এলআরবি ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আয়ুব বাচ্চু হঠাৎই অসুস্ত হয়ে পড়েন৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া ভক্তমহলে৷ ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু ১৯৭৮ সালে। ১৯৯১ সালে বাচ্চু এল আর বি ব্যান্ড গঠন করে। এই ব্যান্ডের সাথে তার প্রথম ব্যান্ড অ্যালবাম এল আর বি প্রকাশিত হয় ১৯৯২ সালে। এটি বাংলাদেশের প্রথম দ্বৈত অ্যালবাম। এই অ্যালবামের "শেষ চিঠি কেমন এমন চিঠি", "ঘুম ভাঙ্গা শহরে", "হকার" গানগুলো

দাদাদের হাতে ধর্ষিতা বোন, প্রতিবাদী মায়ের কপালে জুটল ঘৃণ্য 'শাস্তি'

Image
সম্মানকেই এবার গ্রাস করল দুই 'দাদা'। উত্তরপ্রদেশের মিরাটে গত ৪ বছর ধরে এক কিশোরী বোনকে দুই দাদা লাগাতার ধর্ষণ করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ১৫ বছর বয়সী ওই কিশোরী দাদাদের হাতে যাবতীয় যৌন অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষে পুলিশের দ্বারস্থ হওয়ায় গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মেয়ের এমন করুণ পরিণিত চোখের সামনে সহ্য করতে পা পেরে বার বার প্রতিবাদ জানিয়েছেন কিশোরীর মা। তবে মাকেও খুন করার হুমকি দিয়েছে ওই দুই অভিযুক্ত। কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। মিলেছে ঘটনা সংক্রান্ত যাবতীয় প্রমাণও। এমনই জানানো হয়েছে উত্তর প্রদেশ পুলিশের তরফে।

বন্ধ হতে পারে ৫০ কোটি গ্রাহকের মোবাইল পরিষেবা!

Image
সুপ্রিম কোর্টের ধাক্কায় এবার মোবাইল বিপর্যয়ের আশঙ্কা। সাময়িক ভাবে বন্ধ হতে পারে প্রায় ৫০ কোটি গ্রাহকের মোবাইল কানেকশন। শুধুমাত্র আধার কার্ড দিয়ে যাঁরা সিম নিয়েছেন, তাঁদের নতুন করে আবার কেওয়াইসি (নো ইওর কাস্টমার) বা পরিচয়-ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক সংখ্যক গ্রাহকের সম্ভাব্য এই বিপর্যয়ের কথা মাথায় রেখেই কেন্দ্র টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, নতুন করে কেওয়াইসি জমা দেওয়ার জন্য গ্রাহকদের পর্যাপ্ত সময় দিতে হবে। গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয়, কোনও ব্যক্তি বা বেসরকারি সংস্থা আধারের তথ্য নিতে পারবে না। তার পর থেকেই মোবাইল কানেকশন নিয়ে এই বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল। রায়ের পর ইতিমধধ্যেই বিকল্প পদ্ধতি খোঁজার জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে বুধবার টেলিকম সচিব অরুণা সুন্দররাজন টেলিকম সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। বিকল্প কী উপায় বের করা যায়, তা নিয়ে আলোচনা হয়। তবে একটি সূত্রে খবর, সুন্দররাজন টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন, গ্রাহকদের যাতে সবচেয়ে কম ভোগান্তি হয় এবং নতুন করে কেওয়াইসি দেওয়ার জন্য তা

সবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ নিয়ে উত্তপ্ত গোটা কেরল, ১২ ঘণ্টা বনধ!

Image
সবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ নিয়ে উত্তপ্ত গোটা কেরল৷ বুধবার বিকেল পাঁচটা থেকে মহিলারাও ওই মন্দিরে ঢুকতে পারবেন বলেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ যদিও নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্ষোভে শামিল সবরীমালা রক্ষা কমিটির সদস্যরা৷ তাদের বিক্ষোভ-আন্দোলনের জেরে কোনও মহিলাই এখনও পর্যন্ত ওই মন্দিরে প্রবেশ করতে পারেননি৷ আন্দোলনের আঁচ বজায় রয়েছে বৃহস্পতিবারেও৷ কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ পালন করছে সবরীমালা রক্ষা কমিটির সদস্যরা৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রাজ্য প্রশাসন৷ সান্নিধানাম, পাম্বা, নীলাক্কাল এবং ইলাভুঙ্গালে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ বনধের দিনে এখনও পর্যন্ত সবরীমালা মন্দির চত্বরে নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ ফুট উঁচুতে পাহাড়ের মাথায় অবস্থিত সবরীমালা মন্দিরে ১০০ বছর পর মহিলাদের প্রবেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিকেল পাঁচটা থেকে মহিলাদের মন্দিরে ঢোকার কথা৷ ১০০ বছর ধরেই মন্দিরের প্রবেশ দ্বারে একটি বোর্ড লাগানো ছিল। তাতে লেখা ছিল, '১০ থেকে ৫০ বছরের মধ্যে মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নেই।' মঙ্গলবার রাতে বোর্ডটিও খুলে ফ

সপ্তাহ শেষে বিরল দৃশ্য দেখা যাবে কলকাতায়

Image
কলকাতা: বছরের সেরা উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। এই সপ্তাহের শেষেই দেখা যাবে সেই দৃশ্য। সেই উল্কাপাতের নাম Orionids (ওরিয়নিডস)। রাতের আকাশে দেখা যাবে সেই দৃশ্য। হ্যালির ধূমকেতু থেকেই হবে সেই উল্কাপাত। Space.com নামের একটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ ও ২২ অক্টোবর রাতে কলকাতার আকাশে হবে সেই উল্কাপাত। প্রত্যেক বছরে দু'বার পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায় এই ধূমকেতু। সেই ধূমকেতু থেকে যখন কনা বেরিয়ে আসে, তখন সেটাই আগুনের ফুলকির রূপ নেয় ও উজ্জ্বল হয়ে ওঠে। রবিবার রাত ১২টা থেকে সবথেকে বেশিমাত্রায় উল্কাপাত দেখা যাবে। সোমবার রাতেও দেখা যাবে এই দৃশ্য। ঘণ্টায় ১৫টি উল্কাপাত দেখা যাবে বলে জানা গিয়েছে।

ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় যুবককে গুলি করে খুন৷

Image
হুগলি: পুজোর আবহে খুন৷ ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় বন্ধুকে খুনের অভিযোগ৷ ঘটনা হুগলির চুঁচুড়ার চকবাজারের৷  পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দুটি বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে৷ হুগলির চকবাজারে সপ্তমীর সন্ধ্যায় পাঁচ বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবক৷ মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর৷ তিনটি বাইকে চড়ে ছজন বেরিয়েছিলেন একইসঙ্গে৷ অভিযোগ, চকবাজার এলাকায় বিশ্বজিৎ বিশ্বাসের মাথা লক্ষ্য করে গুলি চালায় এক বন্ধু৷ ভিড়ে ঠাসা সপ্তমীর রাতে রাস্তায় গুলির শব্দ পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ তাঁদের তৎপরতায় ধরা পড়ে যান পাঁচজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ৷ বিশ্বজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ তাঁর মাথায় গুলি ও শরীরেও বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে৷ মৃতের বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে একটি বন্দুক পাওয়া গিয়েছে৷ ধৃতদের কাছ থেকেও একটি বন্দুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷ পুলিশের দাবি, এলাকায় মোটেও ভাল ছেলে হিসাবে পরিচিত ছিল না বিশ্বজিৎ৷ মদ্যপ অবস্থায় প্রায়শই এলাকায় গন্ডগোল

মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল চার সেনা জওয়ানের বিরুদ্ধে

Image
পুণে: মূক ও বধির মহিলাকে  ধর্ষণের অভিযোগ উঠল চার সেনা জওয়ানের বিরুদ্ধে। বছর 34-এর ওই মহিলার অভিযোগ পুণের একটি সেনা হাসপাতালে কাজ করার সময়  ধর্ষণের শিকার  হয়েছিলেন  তিনি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে  নিজের  অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। তাঁর ভিত্তিতে গোটা  ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেনা। মহিলার অভিযোগ সত্য কিনা তা খতিয়ে ব দেখা  হচ্ছে। মহিলার দাবি  2015 সালের জুন এবং জানুয়ারি  মাসের মধ্যেই তিনি   নির্যাতনের শিকার হয়েছে। সেনার পাশাপাশি পুলিশি  তদন্তও চলছে। এক পুলিশ কর্তা  জানান  একদিন রাতে হাসপাতালে কাজ করছিলেন ওই মহিলা। সে সময় চার জনের মধ্যে এক জন তাঁকে ধর্ষণ করেন বলে ওই মহিলার দাবি। এই ঘটনার অন্য এক সেন  জওয়ানকে জানান নির্যাতিতা। কিন্তু ফল হয়  উল্টো। অভিযোগ এই দ্বিতীয় ব্যক্তিও ওই  মহিলাকে ধর্ষণ করে। পরে আরও দুবার ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি নির্যাতিতার। ঘটনায়  পর নড়ে চড়ে বসেছে সেনা বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

‘গণহত্যা, যৌনদাসী বানিয়ে ইয়েজিদি সম্প্রদায়কে ধংস করতে চাইছে আইএস’

Image
বাগদাদ:  ইরাক ও সিরিয়ায় ইয়েজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। গণহত্যা, অপহরণ, যৌন দাসত্ব ও অন্যান্য অপরাধের মধ্য দিয়ে আইএস এই সংখ্যালঘু সম্প্রদায়টিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের তদন্তকারী আধিকারিকরা। সিরিয়ায় তদন্ত কমিশনের প্রধান পাউলো পিনহেরিও এক বিবৃতিতে জানিয়েছেন, "ইয়েজিদি গণহত্যা হয়েছে এবং তা এখনও চলছে। আইএসের হাতে আটক প্রত্যেক মহিলা, শিশু এবং পুরুষকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। তদন্ত কমিশন জানাচ্ছে, আইএসের হাতে এখনও বন্দি অন্তত তিন হাজারেও বেশি মহিলা ও শিশু। তাদেরকে উদ্ধারের জন্য এক প্রতিবেদনে বিশ্বের শক্তিধর দেশগুলোকে আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ তদন্তকারীরা। তাছাড়া, আইএস এর অপরাধের বিষয়টি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তোলারও আহ্বান জানিয়েছেন তারা। ইয়াজিদিরা না মুসলিম, না আরব। তাদের নিজস্ব ধর্মবিশ্বাস রয়েছে। আইএস জঙ্গিরা তাদেরকে বিধর্মী ও বহু ঈশ্বরবাদী বলে মনে করে। ইরাকের উত্তরাঞ্চলের সিনজারে বেশির ভাগ সংখ্যালঘু ইয়েজিদিরা বাস। তারা কুর্দি ভাষায় কথা বলে। ২০১৪ সালের আইএস জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলের বিভি

ইমরান খানের নতুন স্ত্রী কি লেসবিয়ান? ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Image
লন্ডন: পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানের বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই  সোশ্যাল সাইটগুলিতে। তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী রেহাম খানকে নিয়ে মুখরোচক নানান গল্পে তুলকালাম ওয়েব দুনিয়ায়। সেই রেহাম খানকেই এবার 'লেসবিয়ান' বলে দাবি করল একটি জনপ্রিয় ব্রিটিশ ওয়েবসাইট ডেইলি মেল। দাবির স্বপক্ষে রেহাম খানের কয়েকটি ছবিও পোস্ট করেছে ওয়েবসাইটটি। সোশ্যাল সাইটগুলিতে ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ছবি। যদিও একে বিপক্ষের নোংরা রাজনীতি বলে দাবি করেছেন ইমরানের ঘনিষ্ঠেরা। রেহাম খানের যে বিতর্কিত ছবিটি ইন্টারনেটে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে, সেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি সেক্স শপ থেকে বেরিয়ে আসছেন হাতে ও গলায় চাবুক জড়িয়ে। চোখে লাস্যময়ী আবেদন। আর একটি ছবিতে রেহাম খানকে লেসবিয়ান অ্যাক্ট করতেও দেখা যাচ্ছে। গত বুধবারই লন্ডন থেকে পাকিস্তান উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের ইমরান জানান, তিনি বিয়ের সুখবর দেশের মানুষকে জানাবেন। এর আগে ১৯৯৫ সালে ইমরান খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্রিটিশ নাগরিক জেমাইমার সঙ্গে। ২০০৪ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। ৯ বছরের সংসার জীবনে দুই ছেলের জন্ম হয় এই দম্পত্তির। ইমরান খানে

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার পৌঁছাবে মেসেঞ্জারে

Image
এতদিন হোয়াটসঅ্যাপ এ ছিল এই ফিচার। এবার পৌঁছালো ফেসবুক মেসেঞ্জারে। হোয়াটসঅ্যাপের জনপ্রিয় বাটন এবার মেসেঞ্জারে নিয়ে আসার পরিকল্পনা করল ফেসবুক। ইতিমধ্যেই নতুন এই ফিচার নির্বাচিত কিছু গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে। এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠিয়ে তা ডিলিট করা যেত। এবার মেসেঞ্জারে সেই ফিচার পৌঁছাতে চলেছে। টুইটারে এক পোস্টে দেখা গিয়েছে মেসেঞ্জারে মেসেজ আনসেন্ড করার অপশান চলের এসেছে। তবে কবে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছাবে তা জানা যায়নি। তবে মেসেঞ্জারে কোন মেসেজ ডিলিট করার জন্য একটি নির্দিষ্ট সময় থাকবে। আপাতত মেসেজ পাঠানোর পরে খুব বেশি সময় অতিক্রান্ত হলে তা আর ডিলিট করা যাবে না। সোর্স কোড থেকে এই কথা জানা গিয়েছে। আপাতত কোম্পানির আভ্যন্তরীন বিভাবে এই ফিচারের পরীক্ষা চলছে। যে কোন নতুন ফিচার লঞ্চের আগে ফেসবুক কোম্পানির মধ্যে সেই ফিচার কয়েক মাস ব্যবহার করে তবে তা সাধারন মানুষের সামনে আনে। এর ফলে নতুন ফিচার লঞ্চের সময় সাধারন মানুষ কোন অসুবিধা ছাড়াই তা ব্যবহার করতে পারেন। এই বছর এপ্রিল মাসে মেসেঞ্জারে আনসেন্ড বাটন নিয়ে আসার কথা জানিয়েছিল ফেসবুক। কয়েকদিন আগে এক ব্যবহারকারীর সাথে কথা বলা

মাঝরাতে মহিলা যাত্রীর নিরাপত্তার জন্য প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করলেন উবের চালক

Image
নয়াদিল্লি: অ্যাপ ক্যাব পরিষেবায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বারেবারেই বিতর্ক দেখা দিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে চালকদের বিরুদ্ধে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। কিন্তু এরইমধ্যে এমন একটা ঘটনা সামনে এসেছে, যার জন্য উবেরের এক চালকের প্রতি সম্ভ্রম বেড়ে যাবে। আসলে ওই উবের চালক এক মহিলা যাত্রী ও তাঁর মায়ের সঙ্গে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেছিলেন। এভাবে দায়িত্ববোধের একটা নজির গড়লেন তিনি। প্রিয়ষ্মিতা গুহ ও তাঁর মা রাতে ট্যাক্সিতে করে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তাঁরা সেখানে যখন পৌঁছন তখন সোসাইটির গেট বন্ধ হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় একটা। মাঝরাতে দুই মহিলাকে ওই অবস্থায় একলা ফেলে যেতে মন সায় দেয়নি উবের চালক সন্তোষের। রাইড শেষ হওয়ার পরও তিনি মা ও মেয়ের সঙ্গে প্রায় দেড় ঘন্টা সেখানেই অপেক্ষা করেন। প্রিয়ষ্মিতা ট্যুইট করে পুরো ঘটনা জানিয়ে সন্তোষের প্রশংসা করেন। তাঁর ওই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সবাই সন্তোষের ওই ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উবেরও সন্তোষের জন্য গর্বিত জানিয়ে একটি ট্যুইট পোস্ট করে। সেই সঙ্গে উবের ইন্ডিয়া সন্তোষকে ডেকে তাঁকে ধন্যবাদ ও সম্মান জানান।

১১ জন জেলে সমেত ভারতীয় নৌকো আটক পাকিস্তানি এজেন্সির হাতে

Image
'খুদা দোস্ত কা করম' নামক ভারতীয় মাছধরা নৌকো বুধবার আটক হলো পাকিস্তানের ম্যারিটাইম সার্ভিলেন্স এজেন্সি (PMSA)-র হাতে। নৌকোটিতে ছিলেন ১১ জন জেলে, এবং পাকিস্তান থেকে পাওয়া এক বিবৃতি অনুযায়ী, ওখায় রেজিস্টার করা নৌকোটি গিয়ে পড়েছিল একটি 'নো ফিশিং জোনে', গুজরাটের কচ থেকে ৩৬ নটিক্যাল মাইল দূরে। নৌকোটিকে আটক করে PMSA-র জাহাজ 'বাসোল'। অন্যদিকে, আরও একটি ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ 'রাজরতনের' তৎপরতায় আটক হওয়ার থেকে রেহাই পেল আরও দুটি নৌকো, 'মেশব মা' এবং ' সাফিনা-আল-তাহিরি'। নৌকো দুটিতে ছিলেন ১৯ জন জেলে, এবং এ দুটিও ওখাতেই রেজিস্টার করা হয়। খবরে প্রকাশ, নৌকো দুটিকে তাড়া করে আসছিল একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ কারণ সেগুলি নাকি পাকিস্তানি সমুদ্রে ঢুকে পড়েছিল। ঠিক সময়ে ভারতীয় কোস্ট গার্ড নৌকো দুটিকে উদ্ধার না করলে সেগুলির পাকিস্তানি এজেন্সির হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল। ভারতীয় আধিকারিকদের বক্তব্য, আরব সাগরে ঘটা এই দুটি ঘটনার মধ্যে কতটা দূরত্ব ছিল, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায় নি।

এয়ার ইন্ডিয়ার উদ্দেশে আদালতের তির্যক মন্তব্য, “দেশজুড়ে পরিষেবা বন্ধ করে দেওয়া উচিত”

Image
এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার পাঞ্জাব এবং হরিয়ানা উচ্চ আদালত এয়ার ইন্ডিয়াকে সমালোচনা করে বলে, সারা দেশে এই সংস্থার পরিষেবা বন্ধ করে দেওয়া দরকার। শুনানির পরবর্তী দিনে সংস্থার কার্যনির্বাহী পরিচালককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। মোহালি ইন্ডাসট্রিজ-এর পক্ষ থেকে জনস্বার্থে করা মামলার শুনানির সময় এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণ মুরারির নেতৃত্বে গঠিত বেঞ্চ। সর্বশেষ শুনানিতে আদালতের ডিভিশন বেঞ্চ এয়ার ইন্ডিয়ার কাছে চণ্ডীগড় থেকে ব্যাংককের উড়ান বন্ধ করে দেওয়ার কারণ জানতে চেয়েছে। গত জুলাই মাস থেকে হজে তীর্থযাত্রায় বিমান ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা আদালতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়াকে এই সংক্রান্ত প্রমাণ দেখিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। মঙ্গলবারের শুনানিতে এয়ার ইন্ডিয়ার প্রতিনিধি সদস্য জানান, ওই পরিষেবা দিতে গিয়ে ৮ কোটি টাকার ক্ষতি হয় সংস্থার। হলফনামায় উল্লেখ করা হয়েছে, বিমানের আসনের ৬৫ শতাংশই ভর্তি হত। শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ এয়ার ইন্ডিয়ার প্রতিনিধিকে লক্ষ্য করে বলে, "সারা দেশে পরিষেবা বন্ধ করে দিচ্ছেন না কেন? একটিও

২৫ মাসে ২৫ কোটিরও বেশি গ্রাহক! তাক লাগাল মুকেশের রিলায়্যান্স জিও

Image
শিল্পপতি মুকেশ অম্বানী। মাত্র দু'বছর সময় নিয়েছেন। তার মধ্যেই ভারতে একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার গোড়াপত্তন করে সেই সংস্থার গ্রাহক-সংখ্যাকে বিশ্বে এক নম্বরে নিয়ে যেতে পেরেছেন বিশিষ্ট শিল্পপতি মুকেশ অম্বানী। ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ২৫ কোটিরও বেশি গ্রাহক হয়েছে অম্বানীর সংস্থা রিলায়্যান্স জিও-র। আর প্রতিটি গ্রাহককেই তারা দিতে পেরেছে ফোর-জি পরিষেবা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ডেটা ব্যবহারের পরিসংখ্যানের নিরিখেও নজির গড়েছে রিলায়্যান্স জিও। ত্রৈমাসিকে ৭৭১ কোটি জিবি। তার ফলে, আমেরিকা ও চিনে মোট যত ডেটা ব্যবহার হয় সেই পরিমামকেও বারত ছাপিয়ে যেতে পেরেছে, জানিয়েছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। জিও আসার আগে ২০১৬ সালে ভারতে যে সব মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার দাপট ছিল, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল ভারতী এয়ারটেল। এ দেশে মোট গ্রাহকের ২৪.৮ শতাংশ ছিল ভারতী এয়ারটেলের। তার পরেই ছিল ভোডাফোন ইন্ডিয়া। যার গ্রাহক ছিল দেশে মোট গ্রাহকের ১৯.১ শতাংশ। তার পরেই ছিল আইডিয়া, ১৭ শতাংশ। বিএসএনএল এবং এয়ারসেলের গ্রাহক ছিল যথাক্রমে ৯.৩ এবং ৮.৬ শতাংশ। সংস্থার এই সাফল্য নিয়ে চেয়ারম্যান এবং ম্যানেজিং

জয় পুরুষতন্ত্রেরই, কোনও মহিলা শবরীমালায় ঢুকতে পারলেন না

Image
বিধি-বহাল: শবরীমালা মন্দিরে ঢুকতে গিয়ে হেনস্থা হওয়ার পরে মাধবী ও তাঁর পরিবারকে পুলিশ প্রহরা। বুধবার। সুপ্রিম কোর্ট সব বয়সের মহিলাদের প্রবেশাধিকারের রায় দেওয়ার পরে বুধবার খুলল শবরীমালা মন্দির। কিন্তু রায়-বিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডবে প্রথম দিনে কোনও মহিলা মন্দিরে ঢুকতে পারলেন না।  প্রথা মেনে পাঁচ দিন ধরে পুজোর জন্য বুধবারই খুলেছে শবরীমালা মন্দির। ১০ থেকে ৫০ বছরের কোনও মেয়ের প্রবেশাধিকার এত দিন ছিল না এই মন্দিরে। এ নিয়ে বহু আন্দোলনের পরে সুপ্রিম কোর্ট রায়ে জানায়, মন্দিরের এই প্রবেশ বিধি মানবাধিকার লঙ্ঘনের সামিল। উপাসনালয়ে সব মানুষের ঢোকার অধিকার থাকা উচিত। সেই রায়ের পরে এ দিন লিবি সিএস নামে এক সাংবাদিক ও মাধবী নামে অন্ধ্রের বছর ৪০-এর এক মহিলা মন্দিরের উদ্দেশে পায়ে হেঁটে রওনা হলেও বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ধরে হেনস্থা করে। পুলিশ তাঁদের উদ্ধার করার পরে দুই মহিলা ফিরে আসেন।  'শবরীমালা বাঁচাও কমিটি' নামে একটি সংগঠন এ দিন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল। মহিলা যাত্রীদের বাধা দেওয়ার হুমকিও তারা দেয়। সন্ধ্যা ৫টার সময়ে মন্দির খোলার কথা থাকলেও ভক্তরা সকালেই পাহাড়ের ন