মন্দির সাজাতে খরচ হল সাড়ে চার কোটি টাকা


নয়াদিল্লি: দক্ষিণের মন্দিরে টাকা ও সোনা দেওয়ার প্রচলন বহুদিনের। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলে নগদ টাকা কিংবা সোনা দিয়ে পুজো দেন তাঁরা। তাই বলে টাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয় মূর্তিকে, এই দৃশ্য বোধহয় নজিরবিহীন।

নবরাত্রিতে টাকা দিয়েই সাজানো হয় বিশাখাপত্তনমের 'বাসবী শ্রী কন্যাকা পরমেশ্বরী' মন্দির। দশেরা পর্যন্ত ১০ দিনে মোট ১০ অবতারে সাজানো হয় এই মন্দির। তবে সবথেকে জনপ্রিয় মহালক্ষী অবতার। এই অবতারেই টাকা আর সোনা দিয়ে সাজানো হয় মন্দিরের মূর্তিকে।

বিশাখাপত্তনমের এই মন্দিরটি এক বিশেষ দিনে নগদ টাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আট কেজি সোনার গয়না পরানো হয়েছে। আর সাড়ে চার কোটি টাকা দিয়ে সাজানো হয়েছে মূর্তিটি। মন্দিরটি ১৪০ বছরের পুরনো।

যেসব অবতারে এই মন্দিরে দেবীকে পুজো করা হয় সেগুলি হল: বালত্রীপুরা সুন্দরী দেবী, অন্নপূর্ণা দেবী, ললিতা দেবী, গায়ত্রী দেবী, মহালক্ষী দেবী, গঙ্গা দেবী, গৌরাম্মা দেবী, রাজমাথঙ্গী দেবী, কলকাতা কালী মাতা।