Posts

Showing posts from January 18, 2019

হোয়াটসঅ্যাপে ৯৯% অ্যামাজন সেলের মেসেজ পেয়েছেন? ভুলেও ক্লিক করবে না!

Image
সম্প্রতি হোয়াটসঅ্যাপে অয়ামাজনে বিভিন্ন প্রোডাক্টে ৯৯% ছাড় পাওয়ার একটি ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছে। এই মেসেজ আপনার ফোনে এলে সাথে সাথে ডিলিট করে দিন। হ্যাকাররা নিজেদের কার্যসিদ্ধির জন্য এই মেসেজ বাজারে ছড়িয়েছে। এই মেসেজের মধ্যেই রয়েছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে হুভু অ্যামাজনের মতো দেখতে একটি ওয়েবসাইট ওপেন হচ্ছে। সেখানে ১ টাকায় বিভিন্ন জিনিস বিক্রির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই জন্য আপনার ঠিকানা ও ব্যাঙ্কের তথ্য চাওয়া হচ্ছে। মাথায় রাখবেন এটি কোন ভাবেই অ্যামাজন ওয়েবসাইট নয়। এটি হুবহু অ্যামাজনের মতো দেখতে হ্যাকারদের বানানো একটি ভুয়ো ওয়েবসাইট। অচেনা নম্বর থেকে এই মেসেজ আপনার কাছে পৌঁছালে সাথে সাথে তা পুলিশ কে জানান। পরিচিত ব্যক্তি এই মেসেজ পাঠালে তৎক্ষণাত তা ফোন থেকে ডিলিট করুন। ও সেই ব্যাক্তিকে ভুয়ো মেসেজ ছড়ানোতে বন্ধ করার অনুরোধ করুন। অ্যামাজনের মেসেজ ছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপ গোল্ডের একটি ভুয়ো মেসেজ ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপে একটি মেসেজে লিঙ্কে জানানো হয় যে প্রিমিয়াম সার্ভিসের জন্য বিনামূল্যে হোয়াটসঅ্যাপ গোল্ড পাওয়া যাচ্ছে। আদতে 'হোয়াটসঅ্যাপ গোল্ড' নামে হোয়াটসঅ্যাপের কোন প্রিম

Vibrant Gujarat Summit: 'আগের মতো নয়, এখন ভারত ব্যবসার জন্যে আদর্শ!'

Image
বাণিজ্যের নিরিখে ভারত গত চার বছরে কতটা উন্নতি করেছে তার বিস্তারিত তথ্য শুক্রবার ভাইব্রেন্ট গুজরাট সামিটে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন আগের থেকে অনেক বেশি তৈরি ভারত। ভাইব্রেন্ট গুজরাট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নমো এদিন বলেন, 'গত চার বছরে বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টের গ্লোবাল র‌্যাংকিংয়ে আমরা ৬৫ স্থান উপরে উঠে এসেছি। তবে আমরা এখনও সন্তুষ্ট নই। আমি আমার টিমকে বলেছি, আরও পরিশ্রম করতে, যাতে আগামী বছর ভারত গ্লোবাল র‌্যাংকিংয়ে প্রথম ৫০-এর মধ্যে থাকে।' বিনিয়োগকারীদের উদ্দেশে এদিন তিনি বলেন, ভারতে ইনভেস্ট করার এটিই আদর্শ সময়। নমোর দাবি, ভারতে ব্যবসা করা এখন আরও সহজ হয়ে গিয়েছে। আর তা সম্ভব হয়েছে GST চালু হওয়ার জন্যে। তিনি জানান, আগের থেকে লেনদেনের খরচও (transaction cost) অনেকটাই কমে গিয়েছে। দেশের অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সাল থেকে এখনও পর্যন্ত যত সরকার এসেছে, তার মধ্যে এই চার বছরে তাঁর সরকারের কর্মকালে ভারতের গড় GDP বৃদ্ধির হার সবচেয়ে বেশি। চার বছর ধরে দেশের গড় GDP ৭.৩ শতাংশের আসপাশে আছে। তার পাশাপাশি মুদ্রাস্ফীতির হারও তাঁর রাজত্ব কালে সর্বনিম

মৃত স্বামীর বিমার ভাগও ছাড়লেন না বিউটি মালিক, চূড়ান্ত হতাশ শ্বশুরবাড়ি

Image
ফের শিরোনামে শহিদ অমিতাভ মালিকের স্ত্রী বিউটি মালিক। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর তিক্ততা আরও একবার প্রকাশ্যে এল। রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিকের জীবনবিমার টাকা নিয়ে দীর্ঘ একবছর আইনি লড়াইয়ে নেমেছিলেন বিউটি। যার চূড়ান্ত শুনানি হল বুধবার। বিচারক জানান, মৃত অমিতাভ মালিকের বিমার টাকা স্ত্রী ও বাবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। ২০১৭ সালের গোড়ার দিকে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দার্জিলিং। সেই সময়ই গুরুং বাহিনীর গুলিতে শহিদ হয়েছিলেন মধ্যমগ্রামের অমিতাভ মালিক। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী বিউটি। তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছিল গোটা রাজ্য। সে সময় মধ্যমগ্রামের মালিক পরিবারের পাশে দাঁড়ায় প্রশাসন। সরকারের তরফে জানায়, অমিতাভর স্ত্রীকে চাকরি দেওয়া হবে। প্রতিশ্রুতি মতোই পুলিশের চাকরি পান তিনি। তবে ততদিনে শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন বিউটি। ফলে বউমার তরফে কোনও সাহায্যের আশাও ত্যাগ করে মালিক পরিবার। চূড়ান্ত আর্থিক সংকটে পড়েন অমিতাভর বাবা-মা। পরিস্থিতি বুঝে শিক্ষা দপ্তরে অমিতাভর ভাই অরুণাভকে চাকরি দেয় রাজ্য সরকার। এমন অবস্থায় বিউটির একাধিক

টাকা দ্বিগুণ করাতে গিয়ে মিলল সাবান, সল্টলেকে পাকড়াও প্রতারক চক্র

Image
ধৃত দুই প্রতারক। টাকা দিলে পাওয়া যাবে ডলার। দেড় বছর আগে ঠিক এরকম প্রতিশ্রুতি দিয়েই সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল এক দল কেপমার। ডলারের বদলে ব্যবসায়ীর কপালে জুটেছিল বাসন মাজার সাবান। দেড় বছর বাদে সেই সল্টলেকেই একই কায়দায় অন্য একজনকে ঠকাতে গিয়ে হাতে নাতে পাকড়াও হল দুই প্রতারক। মহম্মদ রমজান নামে ওই ব্যবসায়ীকে দেড় বছর আগে সল্টলেকের ১০ নম্বর পেট্রল পাম্পের কাছে নিয়ে গিয়েছিল ওই দুই প্রতারক। সেখানে প্রথমে প্রতারকরা  প্রথমে একটি ২০ ডলারের নোটকে ৫ হাজার টাকায় বদলে দিয়ে রমজানের বিশ্বাস অর্জন করে। লোভে পড়ে রমজান ওই দুই যুবককে ৫০ হাজার টাকা দেয় দ্বিগুণ করে দেওয়ার জন্য।রমজানের সামনেই ওই টাকা দশ ভাগে ভাগ করে ১০টা গিঁট দিয়ে একটা রুমালের মধ্যে বেঁধে সেই রুমাল রমজানের হাতে তুলে দেয় প্রতারকরা। বলে, এক ঘণ্টা পরে সেই রুমালের গিঁটগুলো খুললেই পাওয়া যাবে দ্বিগুণ হয়ে যাওয়া টাকা। সেই কথা মতো আধ ঘণ্টা অপেক্ষা করে যখন রমজান রুমালের গিঁট খোলেন, সেখানে কয়েক টুকরো বাসন মাজার সাবান আর খবরের কাগজ ছাড়া কিছু ছিল না। শুক্রবার সকালে রমজান অন্য কয়েক জন বন্ধুর মাধ্যমে জানতে পারেন ১০

স্কুলে ইন্টার্ন নিয়োগ বন্ধে জাওড়েকরকে চিঠি BJP-র

Image
স্কুলে ইন্টার্ন নিয়োগ বন্ধ করতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকরকে চিঠি দিল BJP-র শিক্ষক সেল। BJP-র শিক্ষক সেলের রাজ্যের কনভেনার দীপল বিশ্বাস আজ মন্ত্রীকে চিঠি পাঠান। কলেজ ও ইউনিভার্সিটি পাশ পড়ুয়াদের স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করার ভাবনা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ভাবনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিল BJP। মুখ্যমন্ত্রী মাসিক ২০০০-২৫০০ টাকা ভাতায় ইন্টার্নদের নিয়োগের ভাবনা প্রকাশ করেছেন। BJP-র শিক্ষক সেলের অভিযোগ, এরফলে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়বে। তাদের আশঙ্কা, রাজ্য সরকার TET এবং SSC-এর মাধ্যমে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের পরিবর্তে মাসিক ২০০০-২৫০০ টাকা ভাতায় ইন্টার্নশিপ চালু করতে চাইছে। রাজ্য সরকার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ না করে যদি স্কুলগুলিতে তৃণমূলের ক্যাডার নিয়োগ করে তা হলে শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।  বর্তমানে রাজ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে লাখখানেক শিক্ষক নিয়োগ পদ ফাঁকা পড়ে রয়েছে। অথচ, রাজ্য সরকার গত ছ'বছর ধরে SSC-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্র

জিওর চাপে ব্রডব্যান্ডে আরও বেশি সুবিধা দিচ্ছে বিএসএনএল

Image
জিও বাজারে আসার পরে মোবাইল ডেটার দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর পরে ধীরে ধীরে মানুষ তারের ব্রডব্যান্ড ব্যবহার বন্ধ করেছে। এবার ব্রডব্যান্ড দুনিয়ার জাম লিখিয়েছে জিও। শিঘ্রই গিগাফাইবার কানেকশান নিয়ে হাজির হবে মুকেশ আম্বানির কোম্পানি। ইতিমধ্যেই নির্বাচিত কিছু শহরে কানেকশান দেওয়ার কাজ শুরু হয়েছে। তাই নড়েচড়ে বসেছে প্রতিযোগীরা। জিওর সাথে প্রতিযোগীতায় এবার নতুন প্ল্যান লঞ্চ করল বিএসএনএল। জিওর সাথে প্রতিযোগিতায় মাসে ২৯৯ টাকা প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। এই প্ল্যানে গ্রাহক দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 8Mbps স্পিডে এই প্ল্যান ব্যবহার করা যাবে। দিনে 1.5GB ডেটা শেষ হলে 1Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। আন্দামান ও নিকোবর সার্কেল ছাড়া সব সার্কেলে এই প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। এই প্ল্যানের সাথেই গ্রাহক বিনামূল্যে একটি 1GB স্টোরেজ স্পেসের ইমেল আইডি বিনামূল্যে পাবেন। দিনে 1.5GB ডেটার সাথেই ২৯৯ টাকা ব্রডব্যান্ড প্ল্যানে থাকছে বিএসএন এল নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা। রোজ রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬ টা আর রবিবার সারাদিন ব

একটা করে কিডনি গায়েব ২৬ জনের! অবাক-কাণ্ড উত্তর দিনাজপুরের সাত গ্রামে

Image
একসঙ্গে ২৬ জনের একটি করে কিডনি গায়েব হয়ে গিয়েছে! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জের সাতটি ভিন্ন গ্রামের ওই বাসিন্দারা একটি কিডনির ভরসাতেই বেঁচে রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুঁশ ফিরেছে প্রশাসনের। তবে কি এর মধ্যে রয়েছে কিডনি পাচারচক্রের হাত। তদন্ত শুরু করেছে প্রশাসন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দারা ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন। তাঁরা বাড়ি ফিরে আসার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তখনই ক্রমশ প্রকাশ্যে আসে, তাঁদের শরীরে একটি করে কিডনি নেই। পরিবারের লোকেরা জিজ্ঞাসা করায় প্রথমে কিছু বলতে চাননি তাঁরা। পরে জানা যায় আসল সত্য। বাইরে কাজের সন্ধ্যানে গিয়ে তাঁরা কিডনি পাচার চক্রের হাতে পড়ে যায়। তাঁদের ভুল বুঝিয়ে স্বল্প টাকার বিনিময়ে কিডনি পাচার করে দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছে, কিডনি পাচার চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষ বলেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে কিডনি হারানো মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তাঁদের দিয়ে অভিযোগ করানো হচ্ছে। তাঁদের জন্য কর্

মমতা কি প্রধানমন্ত্রী পদের দাবিদার? কী বললেন শত্রুঘ্ন

Image
শত্রুঘ্ন সিন্‌হা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর আঞ্চলিক নেতা নন। তিনি এক জন জাতীয় মাপের নেতা। এমনই মন্তব্য করে ফের বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। এখানেই থামেননি তিনি। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, শনিবার ব্রিগেডে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশে তিনি অংশ নেবেন। এর আগেও দলের কাজকর্মের বিরুদ্ধে বার বার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। দলের ভূমিকা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন। এ জন্য দল সতর্কও করেছিল তাঁকে। কিন্তু সেই সতর্কবার্তায় যে কোনও লাভ হয়নি ব্রিগেডের সমাবেশে যোগদানের সিদ্ধান্ত নিয়ে তা ফের প্রমাণ করলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তা হলে কী মমতাই প্রধানমন্ত্রী হবেন লোকসভা নির্বাচনের পর? সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, " প্রাপ্ত আসনসংখ্যার ভিত্তিতেই প্রধানমন্ত্রী কে হবেন ঠিক করবেন দেশের মানুষ এবং  দলগুলো। তবে নিঃসন্দেহে তিনি (মমতা) সেরা ব্যক্তিত্বদের একজন"  জাতীয় রাজনীতিতে মমতার অবস্থান সম্পর্কে শত্রুঘ্ন বলেন, "মমতা এখন আর আঞ্চলিক নেতা নন। তিনি এক জন গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের নেতা।"   শনিবার ব্রিগেডে তৃণমূলের জনসমাবেশ। সে

চাহালের বিষাক্ত স্পিনে ২৩০ রানেই শেষ অস্ট্রেলিয়া

Image
যজুবেন্দ্র চাহালের বিষাক্ত স্পিনে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিং করলেন ভারতীয় লেগস্পিনারটি। তাঁর বোলিং বিশ্লেষণ ১০–০–৪২–৬। অস্ট্রেলিয়ায় চলতি ওয়ানডে সিরিজে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত চাহালের। তাঁর শিকার উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, জে রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। এর আগে টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট পেয়েছেন চাহাল। চাহালের বিষাক্ত স্পিনের জন্য পুরো ৫০ ওভার খেলতেও পারেনি অস্ট্রেলিয়া। ৪৮.‌৪ ওভারে তারা শেষ হয়ে গেল ২৩০ রানে। ভারতের সামনে লক্ষ্য ২৩১ রানের। চাহাল একমাত্র স্পিনার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট পেলেন, তাও আবার অসিদের বিরুদ্ধে। মেলবোর্নে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ভুবনেশ্বর কুমার শুরুতেই ধাক্কা দেন। তুলে নেন দুই অসি ওপেনারকে। অ্যালেক্স ক্যারে (‌৫)‌ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ (‌১৪)‌। টেস্টের পর ওয়ানডে সিরিজেও রান পেলেন না ফিঞ্চ। তৃতীয় উইকেটে খাওয়াজা ও মার্শ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৭৪ রানের জুটি ভাঙেন চাহাল। সর্বোচ

‌শনিবারের ব্রিগেড ঘিরে নিরাপত্তার কড়াকড়ি শহরজুড়ে

Image
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ব্রিগেডে তৃণমূলের ডাকা মহাসমাবেশ। সামনের লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের রাজনীতিতে। মোদি বিরোধী জোট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবারের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিস প্রশাসন। শনিবার ব্রিগেডে তৃণমূলের জনসভার জন্য শহর জুড়ে নিরাপত্তা নিশ্ছিদ্র করল কলকাতা পুলিশ। শুক্রবার থেকেই দূরের জেলার তৃণমূল কর্মী, সমর্থকেরা মিছিল নিয়ে আসবেন। শুক্রবার সকাল থেকেই তাই যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কড়াকড়ি। এদিকে, শনিবার সকাল থেকে ১০ হাজার পুলিশকর্মী, আটজন উপনগরপাল থাকবেন। কলকাতার নগরপাল রাজীব কুমার জানিয়েছেন, '‌শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড, হেস্টিংস রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইন্স রোড, ক্যাসুরিনা অ্যাভেনিউ, লাভার্স লেনে গাড়ি পার্কিং করা যাবে না।'‌ ট্রাম চলাচলও নিয়ন্ত্রিত হবে। শনিবার সকাল থেকেই মিছিল আসবে হাওড়া থেকে ব্রেবোর্ন রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, শিয়ালদা ও ডাফরিন রোড হয়ে। দক্ষিণ কলকাতার দিক থেকে মিছিল আ

ভাইঝিকে ‘ধর্ষণ’, ধৃত সিভিক ভলান্টিয়ার

Image
দু'মাস ধরে কিশোরীর উপরে অত্যাচার চলেছে বলে অভিযোগ। নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। অভিযুক্ত ওই থানাতেই কর্মরত ছিল বলে বিধাননগর কমিশনারেট সূত্রের খবর। বৃহস্পতিবার নাবালিকার দাদু জানান, অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার কাকা। গত দু'মাস ধরে সে ওই কিশোরীর উপরে অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। দক্ষিণদাঁড়ি এলাকার বাসিন্দা ১৩ বছরের ওই নাবালিকা এবং অভিযুক্তের বাড়ি পাশাপাশি। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মা পরিচারিকার কাজ করেন। বাবা একটি কারখানার কর্মী। পুলিশ জানায়, অভিভাবকদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগায় অভিযুক্ত। মঙ্গলবার শৌচাগারের কাছে অভিযুক্তকে নাবালিকার হাত ধরে টানাটানি করতে দেখেন নাবালিকার এক আত্মীয়া। তিনি ঘটনাটি নির্যাতিতার মাকে জানান। অভিযুক্তের এমন আচরণ নিয়ে জানতে চাইলে মায়ের কাছে সব জানায় ওই ছাত্রী। বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হয় ওই সিভিক ভলান্টিয়ার। ছাত্রীর দাদুর অভিযোগ, ''নাতনিকে ভয় দেখিয়ে ধৃত বলত, সে পুলিশ। কেউ তার কিছু করতে পারবে না। মুখ খুললে মারারও হুমকি দিত। নাতনি খুব ভয় পেয়ে গিয়েছিল। এখনও ও আ

টার্গেট পূরণ না হওয়ার শাস্তি! রাস্তায় হামাগুড়ি চিনের মহিলা কর্মীদের

Image
চিনের সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সেই দৃশ্য। ব্যস্ত রাস্তা দিয়ে চলছে গাড়ি। তার পাশেই হামাগুড়ি দিচ্ছেন কালো কোট পরা বেশ কয়েক জন মহিলা। একদম সামনে একটা বড় পতাকা হাতে হাঁটছেন এক জন পুরুষ। পতাকায় লেখা বেশ কয়েক জনের নাম। পিছনে ওই হামাগুড়ির দৃশ্যের ভিডিয়ো তুলে রাখছেন আরও দু'জন পুরুষ। পথচারীরা থমকে দাড়াচ্ছেন। কেউ কেউ ভিডিয়ো-ও তুলে রাখছেন। সম্প্রতি পূর্ব চিনের এক শহরে দেখা গিয়েছে এমনই অদ্ভুত দৃশ্য। একটি অনলাইন খবরের সংস্থা বিষয়টি ফাঁস করার পরেই জানা গিয়েছে নেপথ্যের আসল কারণ। টার্গেট পূরণ করতে না পারায় এক চিনা প্রসাধন সংস্থা এমন ভাবেই শাস্তি দিয়েছে সেটির অধীনস্থ কর্মচারীদের। সংস্থার এক পুরুষ কর্মী শাস্তি পাওয়া মহিলাদের নামের তালিকা নিয়ে সামনে হাঁটছিলেন। পিছনে গোটা ঘটনার ভিডিয়ো তুলছিলেন ওই সংস্থারই আরও দুই পুরুষ কর্মী। কর্তৃপক্ষের নির্দেশেই তাঁরা এমনটা করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশে খবর গেলে তারা এসেই বিষয়টি বন্ধ করে দেয়।  গত কয়েক দিনে এই আজব শাস্তি নিয়ে চিনের সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। প্রসাধন সংস্থার এই অপমানসূচক ব্যবহারের বিরুদ্ধে তো বটেই, যে মহিলারা হামাগুড়ি দিয়েছেন, তাঁদের

চহালের তিন উইকেট, ছয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Image
প্রথম ওভারেই দুই উইকেট নিলেন চহাল। যুজভেন্দ্র চহালের ঘূর্ণিতে মেলবোর্নে ভারত-অষ্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচে দিশেহারা অস্ট্রেলিয়া। কুলদীপ যাদবের বদলে দলে আসা লেগস্পিনার যুজবেন্দ্র চহাল প্রথম ওভারেই হানলেন জোড়া আঘাত। ফেরালেন জমে যাওয়া দুই বাঁ-হাতি শন মার্শ ও উসমান খোয়াজাকে। মার্শ (৩৯) ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে হলেন স্টাম্পড। আর খোয়াজা (৩৪) ফিরতি ক্যাচ দিলেন চহালকে। ২৪ ওভারের মধ্যে ১০১ রানে পড়ল অস্ট্রেলিয়ার চার উইকেট। তারপর চহাল ফেরালেন মার্কাস স্টোইনিসকে (১০)। ২৯.৩ ওভারে ১২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। সিরিজের নির্ণায়ক ওয়ান ডে ম্যাচে শুরুতেই ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। টস জিতে ভারত ফিল্ডিং নেওয়ার দু'বল পরেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা।  তখন অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১ রান করেছিল। বন্ধ থাকার খানিকক্ষণ পর ফের খেলা শুরু হয়। ভারত এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছে। দলে এসেছেন কেদার যাদব, বিজয় শঙ্কর, যুজভেন্দ্র চহাল। চার নম্বরে নেমে বড় রান পাননি। সেই কারণেই বাদ পড়েন মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। বাদ পড়েন পেসার মহম্মদ সিরাজও। অ্যাডিলেডে অভিষেক ম্যাচে তিনি হতাশ করেন দলকে। সিডন

লাদাখে তুষার ধস, বরফের নিচে আটকে ১০ জন

Image
লাদাখের খারদুংলায় তুষার ধসে চাপা পড়ল অন্ততপক্ষে ১০ জন। শুক্রবার সকালের ঘটনা। সূত্রের খবর, গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার উপর তুষার ধস নেমে আসে। তারই নিচে গাড়িসমেত চাপা পড়ে যায় দশ জন। জোরকদমে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ চালাচ্ছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, একটি স্করপিও গাড়ি তুষার ধসের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি সমেত যাত্রীরা আটকে পড়েছেন।

বাড়ছে রাজধানী এক্সপ্রেসে কোচের সংখ্যা

Image
শতাব্দী, দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেন অথবা অন্যান্য দূরপাল্লার মেল ও এক্সপ্রেসের তুলনায় এবার অনেক দ্রুত কনফার্মড টিকিট পাবেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। কারণ আরও দু'টি বাড়তি কোচ পেতে চলেছে রাজধানী এক্সপ্রেস। মূলত রাজধানী এক্সপ্রেসের জেনারেটর পাওয়ার কারের জায়গায় আসতে চলেছে ওই দু'টি অতিরিক্ত কোচ। নতুন ব্যবস্থায় উল্লিখিত পাওয়ার জেনারেটর বসানো হবে ট্রেনের প্যান্ট্রি কারের নীচে রেলের চাকার ঠিক পাশে। আগামী সপ্তাহখানেকের মধ্যেই বাছাই করা কয়েকটি রাজধানী এক্সপ্রেস রুটে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। সরকারি সূত্রের খবর, রেলের দুর্ঘটনারোধী এলএইচবি রেক থেকে জেনারেটর পাওয়ার কারকে পুরোপুরি দূর করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে রেলমন্ত্রক। তারই প্রথম ধাপের জন্য বেছে নেওয়া হয়েছে রাজধানী এক্সপ্রেসের মতো জনপ্রিয় প্রিমিয়াম ট্রেনকে। এমনিতে রাজধানী এক্সপ্রেসে ২০/২১টির মতো কোচ থাকে। যেমন হাওড়া থেকে ছাড়া কলকাতা রাজধানী এক্সপ্রেসে থাকে ২০টি কোচ। তার মধ্যে ফার্স্ট এসি থাকে দু'টি। সেকেন্ড এসি থাকে পাঁচটি। থার্ড এসি দেওয়া হয় ১০টি। প্যান

পিএফ-এর সঙ্গে আধার যোগ না থাকলে শাস্তির মুখে পড়তে হতে পারে সংস্থা

Image
গ্রাহকের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না থাকলে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষকে। দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। ইপিএফের ক্ষেত্রে ১০০ শতাংশ আধার সংযুক্তিকরণের লক্ষ্যে এমনই নিয়ম চালু করার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) সূত্রে এ খবর জানা গিয়েছে। যদিও গ্রাহকদের আধার নম্বর না থাকার দায় কেন সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিতে হবে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের বিভিন্ন অনলাইন পরিষেবার ক্ষেত্রে ইপিএফ গ্রাহকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে আধার সংযোগ বেশ কিছুদিন আগেই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে দেশের যেসব সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা ন্যূনতম ২০ জন, সেই সংস্থাগুলি ইপিএফওর আওতায় থাকে। সেগুলির যে কর্মচারীদের মাসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা, তাঁরা বাধ্যতামূলকভাবে সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফের অধীনে থাকেন। বর্তমানে সারা দেশে ইপিএফ গ্রাহকের সংখ্য

মাঠে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করল হবু বর ও তার বন্ধু

Image
ভোপাল: ফের মধ্যপ্রদেশে গণধর্ষণ৷ ১৬ বছরের এক নাবালিকাকে একের পর এক ধর্ষণ করল দুই যুবক৷ মধ্যপ্রদেশের ভিন্ড জেলাতে এই ঘটনা ঘটেছে৷ পুলিশ সূত্রে খবর, গত ১০ জানুয়ারি ওই কিশোরীকে গণধর্ষণ করে তার প্রেমিক এবং প্রেমিকের বন্ধু দুজনে মিলে৷ অভিযোগ দায়ের করা হয় গত মঙ্গলবার৷ নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, অভিযুক্তের মধ্যে একজনের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল৷ বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে৷ ২০ বছরের লিলু কুশওয়াহা এবং পাশের গ্রামের আরও এক যুবক, এই দুজনের সঙ্গে তার ভালোই বন্ধুত্ব ছিল৷ যোগাযোগ ছিল ফোনেও৷   গত ১০ জানুয়ারি রাত ১০টা নাগাদ কুশওয়ার ফোন থেকে তার কাছে একটি ফোন আসে৷ তাকে খাবার নিয়ে বাড়ির বাইরে আসতে বলা হয়৷ সে বাইরে বের হলে তাকে জোর করে বাইকে চাপিয়ে ১৭ বছরের এক কিশোর অন্য আরেকজনের কাছে নিয়ে যায়, যার নাম রাহুল কুশওয়াহা বলে জানা গিয়েছে৷ অভিযোগের ভিত্তিতে এও জানা যায়, লিলু কুশওয়াহা, পঞ্জাব কুশওয়াহা এবং রবীন্দ্র কুশওয়াহা তিনজনে অন্য একটি মোটর সাইকেলে ছিল৷ এরপর কাছেই একটি মাঠে মেয়েটিকে নিয়ে গিয়ে লিলু এবং রাহুল কুশওয়াহা তাকে ধর্ষণ করে৷ এরপর নির্যাতিতাত

ধোঁয়াশা: গুলি করে আত্মহত্যা তেজ বাহাদুর যাদবের ছেলের

Image
নয়াদিল্লি: প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ছেলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য৷ সেনাদের কি মানের খাবার খেতে দেওয়া হয় তা ভিডিও করে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন তেজ বাহাদুর যাদব৷ যার ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়৷ তারই লাইসেন্স রিভলভার দিয়ে নিজেকে গুলি করে ছেলে, নাম, রোহিত কুমার৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ এবং এফএসএল-এর দল৷ জানা গিয়েছে, রোহিত কুমার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল৷ বর্তমানে তেজ বাহাদুর প্রয়াগরাজে কুম্ভ স্নানে এসেছেন৷ ওদিকে রোহিত তার বাবার রিভলভার দিয়ে আত্মহত্যাই করেছে বলে প্রাথমিক অনুমান৷ ঘটনার সময় বাড়িতে রোহিত একা ছিল৷ কেন এমন একটি পদক্ষেপ নিল রোহিত, সেই তদন্তেই নেমেছে পুলিশ৷ প্রসঙ্গত, একসময় তেজ বাহাদুর যাদবের ভিডিও ভাইরাল হয়েছিল৷ খালি পেটে দেশ রক্ষার কাজ করতে হয় জওয়ানদের। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেন বিএসএফের জওয়ান তেজ বাহাদুর যাদব। তাঁর ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া তো বটেই, নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন রাজনাথ সিং। কিন্তু তার আগেই রাতারাতি তাঁকে মদ্

রাকেশ আস্থানাকেও সিবিআই থেকে ছেঁটে ফেলল কেন্দ্র

Image
বিতর্কিত সিবিআই অফিসার তথা একসময়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকেও সিবিআই থেকে ছেঁটে ফেলল কেন্দ্র সরকার। ঘুষ সহ একাধিক দুর্নীতির অভিয়োগ ওঠায় তদন্তের স্বার্থে তাঁকে সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিন সিবিআই জানিয়েছে, রাকেশ বর্মার কর্মজীবনের মেয়াদ কমিয়ে এনে তাঁকে ছেঁটে ফেলা হল। এর আগে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা। এদিন শুধু আস্থানাই নন, আরও তিনজন অফিসারকে ছেঁটে ফেলা হয়েছে। এঁরা হলেন - জয়েন্ট ডিরেক্টর অরুণ কুমার শর্মা, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মনীশ কুমার সিনহা ও সুপারিনটেনড্যান্ট অব পুলিশ জয়ন্ত জে নায়েকনাভরে। এর আগে অবোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে দেওয়া হয় দমকল, সিভিল ডিফেন্স ও হোম গার্ডের ডিজি পদ। সেই পদ গ্রহণ না করে সরে দাঁড়ান তিনি।

ব্রিগেডের মেগা সমাবেশ হবে 'ইউনাইটেড ইন্ডিয়া র‌্যালি' ঘোষণা মমতার

Image
মমতার ব্রিগেড সমাবেশ মাতাতে আসছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতারা। থাকছেন কংগ্রেসের প্রতিনিধিও। সবমিলিয়ে এই সমাবেশ থেকেই বিজেপিকে হটানোর ডাক দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও তিনি নিজের ভাবনা কারও ঘাড়ে চাপাতে চান না। অন্য দলের শীর্ষ নেতারা কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। ব্রিগেডের মঞ্চের মহাসমাবেশকে কটাক্ষ করেছে বিজেপি। তবে মমতার বক্তব্য, প্রতিটি দলেরই নিজের ভাবনা, আদর্শ রয়েছে। প্রত্যেকে নিজের মতো করে চলবে। এটা হবে মানুষের জোট। সেটাকে সামনে রেখেই সকলে লড়াই চালাবেন। বিজেপির বিরুদ্ধে এটাই হতে চলেছে 'ইউনাইটেড ইন্ডিয়া র‌্যালি'। স্পষ্ট করেছেন মমতা। শনিবার ব্রিগেডের মহামঞ্চ থেকে বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা একযোগে বিজেপি বিদায়ের ডাক দেবেন। তার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে তিনি মনে করেন না বিজেপি ১২৫টির বেশি আসন পাবে। যদি তাও পাও ধরে নেব যথেষ্ট পেয়েছে। কংগ্রেস সম্পর্কে প্রশ্ন করা হলে মমতা বলেছেন, কংগ্রেস কত পাবে তা ভোটের ওপরে নির্ভর করছে। অর্থাৎ, কীভাবে জোট হয় দলগুলির তার ওপরে

ধোনি ছন্দে ফেরায় সুবিধে ভারতের, বলছেন ধওয়ন

Image
সুবিধের পাশাপাশি একটা সমস্যার কথাও বলেছেন ধওয়ন। 'মিশন অস্ট্রেলিয়া'র শেষ পর্বে এসে এক অভিনব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহালির ভারত। অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ জয়। দ্বিপাক্ষিক কোনও ওয়ান ডে সিরিজ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জেতেনি ভারত। মেলবোর্নে সেই ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে কোহালিরা। জিতলে অস্ট্রেলিয়ায় এই প্রথম 'গোল্ডেন ডাবল' হবে ভারতের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে শিখর ধওয়ন বলে গেলেন, ''এই ওয়ান ডে সিরিজটা জিততে পারলে সেটা দারুণ ব্যাপার হবে। আমরা ইতিমধ্যেই টেস্ট সিরিজ জিতেছি। এ বার ওয়ান ডে সিরিজটা জিততে পারলে এমন একটা কীর্তি হবে, যা ভোলা কঠিন। সে দিকেই তাকিয়ে আছি আমরা।'' যে ম্যাচে নামার আগে বৃহস্পতিবার টেনিস বলে প্র্যাক্টিস সারলেন ধওয়ন। পরে তিনি বলেন, ''ওপেনার হিসেবে নিজের রিফ্লেক্সটা ঠিক রাখার জন্যই টেনিস বলে অনুশীলন করলাম। অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন ফাস্ট বোলার আছে। পিচে বাউন্সও থাকে। তাই শর্ট বলের মোকাবিলায় এই অনুশীলন।''   শেষ ম্যাচে জয় পাওয়ায় যে ভারতের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে, সেটা স্পষ্ট। অ্যাডিলেডে দলগ

ব্রিডেগের দিন কোন কোন রাস্তায় মিছিল? কোন রাস্তায় চলবে গাড়ি?

Image
শুরু হয়ে গিয়েছে যাত্রা। লক্ষ্য ব্রিগেড। শুক্রবার সকাল থেকে শিয়ালদা-হাওড়া স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। ১৯'এর ব্রিগেডে একদিন আগে থেকেই ময়দানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারের ব্রিগেডে রেকর্ড মানুষের জমায়েত করতে প্রত্যয়ী তৃণমূল কংগ্রেস। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে ব্রিগেডে যোগ দেবে। একনজরে দেখুন শহরের কোন কোন রাস্তায় মিছিল হবে... কোন কোন রাস্তায় মিছিল? শ্যামবাজার-বিধান সরণি-সিআর অ্যাভিনিউ হয়ে ব্রিগেড শিয়ালদহ-মৌলালি-এস এন ব্যানার্জি রোড হয়ে ব্রিগেড হাওড়া-ব্রেবোর্ন রোড-টি বোর্ড-আরআর অ্যাভিনিউ হয়ে ব্রিগেড হাজরা-এটিএম রোড-জওহরলাল নেহেরু রোড হয়ে ব্রিগেড খিদিরপুর-হেস্টিংস হয়ে মিছিল যাবে ব্রিগেডে পার্কসার্কাস, ৪ নং ব্রিজ, দরগা রোড, সিআইটি রোড হয়ে ব্রিগেড মিলন মেলা, সেভেন পয়েন্ট, পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেড শনিবার সকাল থেকে যে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে মতৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডে আসবেন, তাতে কি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট এড়ানো সম্ভব হবে? যানজট যে হবেই, তা স্বীকার করে নিচ্ছেন ট্রাফিক পুলিস কর্তারাও। তবে কতটা তা নিয়ন্ত্রণ ক

ভোর ৪টে থেকে পুলিস, বহুতলের ছাদে কমান্ডো, ১৯’র ব্রিগেডে নজিরবিহীন নিরাপত্তা

Image
সময়ের অপেক্ষা। ১৯ এর ব্রিগেডের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবারের ব্রিগেডে রেকর্ড মানুষকে আনতে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্তরের নেতারাও উপস্থিত থাকবেন এবারের ব্রিগেড সমাবেশে। বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও জাতীয় স্তরের হেভিওয়েট নেতারও উপস্থিত থাকার কথা রয়েছে। তাই এবারের ব্রিগেডে নজিরবিহীনভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। ১৯ জানুয়ারি, শনিবার সকাল ৪ টে থেকে শহরের রাস্তায় থাকবে সশস্ত্র পুলিস। ব্রিগেডের নিরাপত্তা একনজরে... ব্রিগেডের  পাঁচটি মঞ্চের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের উপনগরপাল পদমর্যাদার ৮ অফিসার। প্রতিটি মঞ্চের জন্য আলাদা প্রবেশপথ হয়েছে নিরাপত্তার কারণে। মঞ্চ ঘিরে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল। থাকবে ১৫ অ্যাম্বুল্যান্স, দমকল এবং কমান্ডোরা। নজারদারি চালানোর জন্যে কন্ট্রোল রুম থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডে আগত অতিথিদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় এবং কলকাতা পুলিশের অফিসারেরা থাকবেন। ব্রিগেডের আশেপাশের প্রত্যেকটি বহুতলের ছাদে থাকবে কম্যান্ডো বাহিনী। ১৯ জানুয়ারি সকাল ১০ টার মধ্যেই ব্রিগেড গ্রাউন্ডে রাজ্যের বিভিন্ন প্রা

‘খুব বেশি হলে ১২৫ বিজেপির’, আঞ্চলিক দলের উপরেই আস্থা তৃণমূল নেত্রীর

Image
আসন্ন লোকসভা ভোটে বিজেপি ১২৫টির বেশি আসন পাবে না বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোটে বিজেপি ১২৫টির বেশি আসন পাবে না বলে বৃহস্পতিবার মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শনিবারের ব্রিগেড সমাবেশ থেকেই বিজেপির মৃত্যুঘণ্টা বাজবে। বিজেপি-বিরোধী ঐক্যের সব থেকে বড় মঞ্চ হিসেবে শনিবারের সমাবেশকে তুলে ধরতে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে। এই মঞ্চে বিএসপি নেত্রী মায়াবতীর বিশ্বস্ত নেতা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশ মিশ্রও আসছেন। মায়াবতী নিজে না এলেও সতীশের আসা তাৎপর্যপূর্ণ বলে অনেকের মত।  ব্রিগেডের ৪৮ ঘণ্টা আগে সভাস্থলের নিরাপত্তা, ব্যবস্থাপনা, মঞ্চ তৈরি নিজে ঘুরে দেখেন তৃণমূল নেত্রী। সেখানেই সাংবাদিকদের মমতা বলেন, ''কংগ্রেস ক'টি আসন পাবে বলতে পারব না। তবে বিজেপি ১২৫-এর বেশি আসন পাবে না বলেই মনে হয়। সেটা পেলেই বলব অনেক!'' ৫৪৩ আসনের লোকসভা ভোট সম্পর্কে মমতার বিশ্বাস, ''আঞ্চলিক দলগুলিই হবে নির্ণায়ক শক্তি।'' তাঁর ডাকে ব্রিগেড আসা বিভিন্ন দলের নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন মমতা। তাঁর ক