চহালের তিন উইকেট, ছয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

প্রথম ওভারেই দুই উইকেট নিলেন চহাল।

যুজভেন্দ্র চহালের ঘূর্ণিতে মেলবোর্নে ভারত-অষ্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচে দিশেহারা অস্ট্রেলিয়া। কুলদীপ যাদবের বদলে দলে আসা লেগস্পিনার যুজবেন্দ্র চহাল প্রথম ওভারেই হানলেন জোড়া আঘাত। ফেরালেন জমে যাওয়া দুই বাঁ-হাতি শন মার্শ ও উসমান খোয়াজাকে। মার্শ (৩৯) ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে হলেন স্টাম্পড। আর খোয়াজা (৩৪) ফিরতি ক্যাচ দিলেন চহালকে। ২৪ ওভারের মধ্যে ১০১ রানে পড়ল অস্ট্রেলিয়ার চার উইকেট। তারপর চহাল ফেরালেন মার্কাস স্টোইনিসকে (১০)। ২৯.৩ ওভারে ১২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া।

সিরিজের নির্ণায়ক ওয়ান ডে ম্যাচে শুরুতেই ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। টস জিতে ভারত ফিল্ডিং নেওয়ার দু'বল পরেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা।  তখন অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১ রান করেছিল। বন্ধ থাকার খানিকক্ষণ পর ফের খেলা শুরু হয়।

ভারত এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছে। দলে এসেছেন কেদার যাদব, বিজয় শঙ্কর, যুজভেন্দ্র চহাল। চার নম্বরে নেমে বড় রান পাননি। সেই কারণেই বাদ পড়েন মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। বাদ পড়েন পেসার মহম্মদ সিরাজও। অ্যাডিলেডে অভিষেক ম্যাচে তিনি হতাশ করেন দলকে। সিডনিতে আবার বাঁ-হাতি পেসার খলিল আহমেদও অনেক রান দিয়েছিলেন। তাই সিরাজের জায়গায় তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় শঙ্করকে দলে রাখা হয়।

মেলবোর্নে বাদ পড়েন কুলদীপ যাদব। লেগব্রেক বোলার যুজবেন্দ্র চহাল আসেন কুলদীপের জায়গায়। সব মিলিয়ে বোলিং লাইন আপকে শক্তিশালী রেখে কার্যত ছয় বোলারে নামে ভারত। বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন কোহালি। আর সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেন বোলাররা।

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন যথারীতি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারি। ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহালিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ক্যারি (৫)। এর পর ফিঞ্চও (১৪) ভুবির বলে ফের আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। তৃতীয় উইকেটে উসমান খোয়াজা ও শন মার্শ ৭৩ রান যোগ করে অস্ট্রেলিয়াকে বড় ইনিংসের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছিলেন। তারপরই শুরু হল চহালের জাদু। দ্রুত তিন উইকেট নিলেন তিনি। পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখার সময় ৩৭ ওভারে ছয় উইকেটে ১৭৮ তুলেছে অস্ট্রেলিয়া। মহম্মদ শামির বাউন্সারে গ্লেন ম্যাক্সওয়েলের (২৬) অসাধারণ ক্যাচ নিলেন ভুবি।