Posts

Showing posts from June 2, 2018

ইউনিয়ন রুমের মধ্যেই 'নগ্ন' করে মার, ভাইরাল করা হল ভিডিও

Image
ছাত্র সংগঠনের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করায় এক ছাত্রকে 'নগ্ন' করে ঘোরানোর অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। শুধু তাই ন, আরও অভিযোগ, সেই ভিডিও তুলে ভাইরাল করে দেওয়া হয়েছে কলেজ পড়ুয়াদের মধ্যে। এই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার নামকরা সেন্ট পলস কলেজে। ওই ছাত্র জানিয়েছেন, দিনকয়েক আগে তিনি টিএমসিপি ছাত্র সংসদের সভাপতি অর্ণব ঘোষের কাছে ইউনিয়ন ফান্ডের হিসেব দেখতে চান। এই নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা বাঁধে। তারপরই সঙ্গীসাথীদের নিয়ে তাঁর উপর চড়াও হন অর্ণব ঘোষ। অভিযোগ, অনন্ত প্রামাণিক নামে এক কলেজকর্মী ও এনামুল হক নামে এক টিএমসিপি সদস্য ইউনিয়ন রুমের মধ্যেই তাঁর উপর চড়াও হয়। টেনেহিঁচড়ে তাঁর পোশাক খুলে নেয় অভিযুক্তরা। 'নগ্ন' অবস্থাতেই তাঁকে দিয়ে দৌড় করানো হয়। মোবাইলে তুলে রাখা হয় সেই ভিডিও। এখানেই শেষ নয়, এই ঘটনার কথা কাউকে জানালে ভিডিওটি ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ওই ছাত্র জানিয়েছেন, এরপর বেশ কিছুদিন তিনি ভয়ে কলেজে আসেননি। কয়েকদিন পর কলেজে এসে দেখতে পান, ভিডিওটি কলেজের বাকি পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরই এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কা

জেলে বন্দিদের হাতে ফোন! ব্যবসায়ীদের থেকে মোটা টাকা তোলা আদায়ের চেষ্টা

Image
জেলে বসে তোলা চেয়ে ব্যবসায়ীদের ফোন করল ২ বিচারাধীন বন্দি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদম সেন্ট্রাল জেলে। অভিযোগ, দমদম সেন্ট্রাল জেলে বন্দি বিশ্বজিত ও বাপি ১০ লাখ টাকা তোলা চেয়ে ফোন করে বাগুইআটির ২ ব্যবসায়ীকে। তোলা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি কেষ্টপুরে খুন হন এক তৃণমূল কর্মী। সেই খুনের ঘটনায় অভিযুক্ত বিশ্বজিত দাস ও বাপি রামন দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। অভিযোগ, ২৪ মে বাগুইআটির ২ ব্যবসায়ী সুমন ও সুজয় দাসের কাছে ফোন আসে বিশ্বজিত ও বাপির। ফোনে ১০ লাখ টাকা তোলা দাবি করা হয়। একইসঙ্গে একথা পুলিসকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় প্রথমে কিছুদিন চুপ ছিলেন সুমন ও সুজয়। পরে বাগুইআটি থানা ও বিধাননগর কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা দুজন। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা ব্যবস্থা।

আইপিএল বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, স্বীকারোক্তি আরবাজের

Image
ক্রিকেট জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন সলমন খানের ভাই আরবাজ খান। আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে গত শুক্রবার তাঁকে সমন পাঠায় ঠাণে পুলিশ। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে গিয়ে আরবাজ স্বীকার করেছেন, ''আইপিএল বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম।'' গত পাঁচ বছর ধরে বুকি সোনু জালানের সঙ্গে যোগাযোগ ছিল বলে জেরায় জানিয়েছেন আরবাজ। সোনু যোগেন্দ্র জালান ওরফে সোনু মালাড নামে কুখ্যাত এক ক্রিকেট জুয়াড়িকে গত ১৫ মে গ্রেফতার করে ঠাণে পুলিশ। তোলাবাজি-বিরোধী সেলের সিনিয়র ইনস্পেক্টর প্রদীপ শর্মা জানান, সোনুকে জেরার পরে তার সঙ্গে আরবাজের যোগসূত্র মিলেছে। তার ভিত্তিতেই অভিযোগ উঠেছে যে, আইপিএল-জুয়ায় সোনুর কাছে ২ কোটি ৮০ লক্ষ টাকা হেরেছিলেন আরবাজ। টাকা মেটাতে দেরি করায় সোনু হুমকি দেয় আরবাজকে। ঠাণের ডোম্বিভলী থেকে বেটিং-চক্র চালায় সোনু। দাউদ ইব্রাহিমের দলের সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করা হয়। ২০১২ সালে আইপিএল-জুয়ার অভিযোগে সোনুকে ধরেছিল মুম্বই পুলিশ। ২০১৩-র আইপিএলে গড়াপেটার তদন্তে গ্রেফতার হন ক্রিকেটার শ্রীসন্ত থেকে অভিনেতা বিন্দু দারা সিংহ। অভিযোগ, সে বারও জুয়ার অন্

আতঙ্কের সফর! হিমাচলে জাপানি মহিলাকে ধর্ষণের অভিযোগ

Image
বিদেশিনীকে একা পেয়ে ধর্যণের অভিযোগ উঠল ট্যাক্সি চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুলু জেলায়। অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে ঠিকই। কিন্তু এর পরেও ধর্ষণের অভিযোগ কুলুর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখে। হিমাচল প্রদেশের পুলিশের কাছে জানানো অভিযোগে বছর তিরিশের নির্যাতিতা ওই জাপানি মহিলার দাবি, কাজা থেকে তিনি মানালিতে এসেছিলেন গত ২৯মে। পরের দিন ধর্মশালায় যাওয়ার বাস ধরতে না পারায়, দীপক নামের এক ট্যাক্সি ড্রাইভার তাঁকে কুলু পর্যন্ত ট্যাক্সিতে নিয়ে গিয়ে বাস ধরিযে দেবে বলে জানিয়েছিল। কিন্তু এর পর যা হয়েছিল, তা না কি অনেকটা দুঃস্বপ্নের মতো। ওই জাপানি মহিলার দাবি, ট্যাক্সি করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দীপক তাঁকে ধর্ষণ করে। পরে মানালিতে নিয়ে এসে, তাঁকে ফেলে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে দীপক নামের ওই ট্যাক্সি চালককে গ্রেফতার করে, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। জাপানি মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। খবর দেওয়া হয়েছে জাপানি দূতাবাসেও। জানা গিয়েছে, হিমাচলের তিক্ত স্মৃতি নিয়ে নির্যাতিতা মহিলা এখন দেশে ফেরার প্রস্তু

কোটিপতি নেতাদের মাইনে বাড়ে, খেতমজুরদের নয়...

Image
ভারতে সব চাইতে বড়লোক কে? কে আবার, খেতমজুর। যার আর টাকার প্রয়োজন নেই, সে-ই তো ধনী। নরেন্দ্র মোদীর সরকারের মতে, এ দেশে সে লোকটি হলেন খেতমজুর। তাই দেশের দশ-দশটা রাজ্যে এ বছর একশো দিনের কাজের মজুরি বাড়েনি এক টাকাও। আরও পাঁচখানা রাজ্যে মজুরি বেড়েছে দিনে দু'টাকা। তাই বলে কি কেন্দ্রকে কঞ্জুস বলা উচিত? ছি! এই তো এ বছর সাংসদদের মাইনে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা করা হল। হতে পারে, ৫৪১ জন সাংসদের মধ্যে ৪৪২ জনই কোটিপতি। তাতে সরকারের কী? বাজারদরের হিসেব কষে মাইনে ডবল হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের কর্মী? সে বেচারির মাইনে বাড়াতে হয়েছে আড়াইগুণ। সপ্তম বেতন কমিশন চালু হয়েছে এ বছর। যাঁর 'বেসিক' ছিল সাত হাজার টাকা, এখন হল আঠারো হাজার টাকা। যিনি পেতেন নব্বই হাজার, এখন পাচ্ছেন আড়াই লক্ষ টাকা। সংসার চালাতে হবে তো? মজুর সংগঠনগুলো শোরগোল তুলেছে, ওই বাজারদর ধরে হিসেব করলে অন্তত ছ'শো টাকা দাঁড়ায় খেতমজুরের মজুরি। সেটা দিলে না কেন? কী মুশকিল! দেশটা এক হতে পারে, তা বলে হিসেব সবার জন্য এক হবে নাকি? খেতমজুরের জন্য কেন্দ্র তৈরি করেছে বাজারদরের আলাদা সূচক (কনজ়িউমার প্রাইস ইন্ডেক্স-এগ্রিকালচ

পুরুলিয়ায় ফের এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ!

Image
হাইটেনশন টাওয়ার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার বলরামপুরের ডাভা গ্রামের বাসিন্দা দুলাল কুমারের দেহ। বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর মৃত্যুর রহস্যের এখনও কিনারা হয়নি, তার মধ্যেই আরও এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ বারও সেই পুরুলিয়ার বলরামপুর। চার দিকে ধূ ধূ করছে মাঠ। মাঠেরই মাঝখান দিয়ে চলে গিয়েছে হাইটেনশন বিদ্যুতের লাইন। সেই বিদ্যুতের একটি টাওয়ার থেকে শনিবার সাতসতালে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। বিদ্যুতের টাওয়ারে প্রায় ১০ ফুট উপর থেকে ঝুলছিল দেহটি। পরনে ছিল জিন্স। আর কোমরে জড়ানো ছিল গেরুয়া রঙের একটি কাপড়। পুলিশ জানিয়েছে মৃতের নাম দুলাল কুমার (৩৫)। যেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেখান থেকে দু'শো মিটারের মধ্যেই ডাভা গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা দুলাল। বলরামপুর-বাঘমুণ্ডি রাস্তার পাশে একটি দোকান চালাতেন দুলাল। সেই দোকানে রাতে তাঁর বৃদ্ধ বাবা শুতেন। শুক্রবার রাতে বাবাকে খাবার দিতে এসেছিলন। তার পর সেখান থেকে বেরিয়ে যান। গ্রামে ঢোকার আগেই নিখোঁজ হয়ে যান বলে দাবি পরিবারের। রাতে বাড়ি না ফেরায় খোঁ

তেলাপিয়া মাছের ছাল দিয়ে কৃত্রিম গোপনাঙ্গ পেলেন এই মহিলা

Image
ব্রাজিলের এক মহিলা যৌনাঙ্গ ছাড়া জন্মে ছিলেন। সেই মহিলাকেই এবার কৃত্রিম উপায় যৌনাঙ্গ দিলেন চিকিৎসকরা। সূত্রের খবর, তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হয়েছে সেই কৃত্রিম মহিলা যৌনাঙ্গ এবং বসিয়ে দেওয়া হয়েছে ওই মহিলার শরীরে। জানা গিয়েছে, বিশ্বে এধরনের অস্ত্রোপচার এই প্রথম সফলভাবে করা হল। অস্ত্রোপচারটি করা হয়েছে ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ে। মহিলা এখন ভীষণই খুশি। তিনি তাঁর স্বাভাবিক যৌন জীবনও উপভোগ করতে পারছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে মাছের ওই ছাল বিশেষভাবে পরিস্কার করা হয়। তারপর গবেষণাগারে ভাইরাস নষ্ট করতে আরও একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় মাছের ছালটিকে। পরে মাছের ছালটি মহিলার শরীরের বসিয়ে একেবারে বিলীন করে দেওয়া হয়। এরপর সেটাকে টিসুতে পরিণত করা হয়। ২৩ বছর বয়সি জুসিলেনা মারিনহো এখন স্বাভাবিক যৌন জীবন যাপন করছেন।

গর্ভেই তাঁকে মেরে ফেলতে চেয়েছিলেন মা, বললেন ভারতী

Image
ভারতী সিংহ তাঁর কমিক টাইমিং আর কৌতুকে ভেসে যান দর্শকরা। তাঁকে দেখলেই গোমড়াথেরিয়ামের মুখেও ফুটে ওঠে অকৃত্রিম হাসি। অথচ তিনিই যে নিজের বুকে এত বড় একটা কষ্ট চেপে রাখেন, সে কথা কে জানত! ভারতী সিংহ, টেলিভিশনের অতি চেনামুখ। সম্প্রতি নিজের সম্পর্কে এমন এক তথ্য দিলেন, যা স্তম্ভিত করেছে তামাম টেলি-দর্শককে। রাজীব খান্ডেলওয়ালের সেলিব্রিটি চ্যাট শো 'জাজবাত... সঙ্গীন সে নমকিন তক'-এর খ্যাতি মূলত টেলি-তারকাদের জীবনের না-বলা কথাগুলিকে বের করা আনার জন্য। প্রতিষ্ঠার জন্য তাঁদের স্ট্রাগলের দিন থেকে শুরু করে প্রতিষ্ঠার পরে পেশাগত তথা ব্যক্তিগত জীবনে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তাঁরা অকপটে শেয়ার করেন এই শো-য়। এর আগে ইজাজ খান, কর্ণ পটেল, দিব্যাঙ্ক ত্রিপাঠীর মতো তারকা তাঁদের জীবনের অনেক না-বলা কথাকে তুলে এনেছেন রাজীবের সহযোগিতায়। কিন্তু সম্প্রতি ভারতী যা জানালেন, তা এর আগে কেউ বলতে পারেননি। রাজীবের শো-য় ভারতীকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর মা তাঁর এই সাফল্যে গর্বিত বোধ করেন কি না। উত্তরে সবাইকে স্তম্ভিত করে দিয়ে ভারতী জানান, আর্থিক দুরবস্থার কারণে তাঁর মা তাঁকে অ্যাবর্ট করতে চেয়েছিলেন।   ভারতী অকপটেই জান

নিপা রুখতে দক্ষিণের ট্রেনে ফলের বদলে জুস

Image
নিপা ভাইরাস আতঙ্কে এবার দক্ষিণের ট্রেনে ফল দেওয়া বন্ধ হল। ফলের পরিবর্তে দেওয়া হবে ফ্রুট জুস। এতদিন শতাব্দী, দুরন্ত, রাজধানী এইসব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রীদের ব্রেকফাস্টে ফল দেওয়া হত। লাঞ্চ ও ডিনারের পরেও একটি করে ফল দেওয়া হত। কিন্তু নিপা আতঙ্কে এবার সিদ্ধান্ত বদলাচ্ছে রেল। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া এই চার রাজ্য থেকে যে ট্রেনগুলি ছাড়বে সেইসমস্ত ট্রেনে কোনওভাবেই ফল দেওয়া হবে না। পরিবর্তে দেওয়া হবে ফ্রুটজুস। ট্রেনের মধ্যে রেলের তরফে ফল বিক্রিও বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, নিপা ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৬ জনের। ৫ জুন পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোট ৬৭টি মামলা অলীকের বিরুদ্ধে! পুলিশ হেফাজতে ভাঙড় আন্দোলনের নেতা

Image
ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। শনিবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করে। উল্টোদিকে জামিনের আবেদন করে জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। সেই আবেদন খারিজ করে ধৃত রেডস্টার নেতার পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে। শুক্রবার গভীর রাতেই ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে বারুইপুরে আনা হয়ে সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে। শনিবার আদালত চত্বর কঠোর নিরাপত্তায় মুড়ে বারুইপুর আদালতে তোলা হয় তাঁকে। তার আগে মোডিকেল টেস্ট করানো হয়। হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। প্রয়োজনে তাঁর চিকিৎসারও ব্যবস্থা করবে বলে জানায় পুলিশ। উল্লেখ্য, ৩১ জুন অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁকে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সমানে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে ৪১টি মামলায় সরাসরি অভিযুক্ত অলীক চক্রবর্তীর, বাকি ২৬টি মামলায় তাঁর নাম রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এদিকে জমি-জীবিকা বাস্তুত

এভারেস্টে জমে থাকা নোংরা পরিষ্কার করল চিন

Image
বেজিং: এভারেস্টের চূড়ার আবর্জনা পরিষ্কার করল চিন৷ পরিষ্কার করা হল সাড়ে আট টন আবর্জনা৷ পর্বতারোহণের বিভিন্ন সময়ে এই আবর্জনা ফেলে যান পর্বতারোহীরা৷ সেগুলিই এবার পরিষ্কারে হাত দিল বেজিং। এপ্রিল মাস থেকে বিশাল পরিমাণে জমে আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে চিন৷ ৩০জনের একটি দল এই কাজে নিযুক্ত ছিল৷ যাঁরা এই আবর্জনা পরিষ্কারের কাজ করেছেন তাঁদের দাবি, যথেষ্ট পরিশ্রমসাধ্য এই কাজ৷ ২০১৭ সালে তিব্বতের দিক থেকে এভারেস্টে উঠেছিলেন ২০২জন অভিযাত্রী। নেপালের দিক থেকে উঠেছিলেন ৪৪৬জন। অন্যান্য দিক থেকে হাজারেরও বেশি অভিযাত্রী এভারেস্টে উঠেছেন বা ওঠার চেষ্টা করেছেন। তাঁদের নিত্য ব্যবহার্য জিনিস ফেলে আসার থেকেই দূষণ ছড়িয়েছে পাহাড় চূড়ায়। ২০১৫ সাল থেকে তিব্বত প্রশাসন প্রত্যেক অভিযাত্রীকে ৮ কিলোগ্রাম আবর্জনা ফেরত আনার জন্য দু'‌টি ব্যাগ দেয়। প্রতি এক কিলোগ্রাম আবর্জনা আনলে ব্যাগ পিছু একশো ডলার করে জরিমানাও নেওয়া হয়। ২০১৪ সাল থেকে নেপাল সরকারও এই নীতি নিয়েছে। তাতে দূষণের পরিমাণ কিছুটা হলেও কমেছে। এরই মধ্যে চিন সরকার এভারেস্টের পথে পরিবেশবান্ধব শৌচাগার বানানোর কথা ঘোষণা করেছে।

ডব্লিউবিসিএসে বাংলায় সাদা খাতা জমা দিয়েও ১৬৭

Image
ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ (২০১৭) পরীক্ষায় আবশ্যিক বাংলা ও ইংরেজি দু'টি বিষয়ে নম্বর কেলেঙ্কারির পর এ বার ঐচ্ছিক বাংলার দু'টি উত্তরপত্রেও নম্বর কারচুপির হদিস মিলল। যে-প্রার্থীর বিরুদ্ধে আবশ্যিক বাংলা ও ইংরেজিতে নম্বর কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, ওই একই প্রার্থীর ঐচ্ছিক বাংলার দু'টি উত্তরপত্রে প্রাপ্ত নম্বরে বড় ধরনের গরমিল সামনে এসেছে। ঐচ্ছিক বাংলার প্রথম পত্রে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর লেখা সত্ত্বেও ওই প্রার্থীর মোট দুশোর মধ্যে ১৪৮ নম্বর মিলেছে। আবার ঐচ্ছিক বাংলার দ্বিতীয় পত্রটিতে সাদা খাতা জমা পড়ার পরও বিস্ময়কর ভাবে তাঁর মিলেছে ১৬৭ নম্বর।  দু'টি ক্ষেত্রেই নতুন করে আলাদা উত্তরপত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে 'নীতিবহির্ভূত ভাবে' উত্তর লেখার সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ওই প্রার্থীর এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটির প্রিলিমিনারি পর্বে সফল প্রার্থীদের তালিকায় নাম না-থাকলেও পরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে তাঁকে মেইনসে বসার অনুমোদন দিয়েছিল। সব মিলিয়ে, এক 'বিশেষ' প্রার্থীর জন্য এহেন তোড়জোড়ের ঘটায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য

নিরাপত্তা নিয়ে 'ছেলেখেলা', এক দিনেই মুখ থুবড়ে পড়ল পতঞ্জলির 'কিম্ভো' অ্যাপ

Image
মেজেসিং অ্যাপ কিম্ভো লঞ্চ করে বিপাকে রামদেবের সংস্থা পতঞ্জলি। এক ফরাসি প্রযুক্তিবিদ টুইটারে দাবি করেছেন, কিম্ভো অ্যাপ আসলে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে ছেলেখেলার নামান্তর। নিজের দাবির স্বপক্ষে বেশ কয়েকটি প্রমাণও পেশ করেছেন তিনি।  এলিয়ট অ্যান্ডারসন নামে ওই ব্যক্তির দাবি, কিম্ভো অ্যাপ আসলে অন্য একটি অ্যাপের অবিকল নকল। 'বোলো' নামে একটি অ্যাপকে 'কপি' করে তার নাম দেওয়া হয়েছে কিম্ভো। এমনকী দু'টি অ্যাপের ডেসক্রিপশন বা বিবরণও অবিকল একই।  তাছাড়া কিম্ভো অ্যাপে ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই। কম্পিউটার প্রযুক্তির সাধারণ জ্ঞান থাকলে যে কেউ পড়ে ফেলতে পারবে যে কারও কথোপকথন।  হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে বৃহস্পতিবার কিম্ভো অ্যাপ লঞ্চ করে পতঞ্জলি। দাবি করা হয়, স্বদেশি এই অ্যাপ সুরক্ষিত ও ব্যবহার অনুকূল। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই গুগল প্লে স্টোর থেকে গায়েব হয়ে যায় অ্যাপটি। যদিও অ্যাপেল অ্যাপ স্টোরে এখনো বহাল তবিয়তে রয়েছে অ্যাপটি।  পতঞ্জলির মুখপাত্রের দাবি, ২৪ ঘণ্টায় অ্যাপটি ১৫ লক্ষ ডাউনলোড হয়েছে। ব্যবহারকারীর সংখ্যার  চাপে আপাতত নতুন করে অ্যাপটি ডাউনলোডের সুয

শিক্ষাব্যবস্থার বেহাল দশা প্রেসিডেন্সিতে, মিলল না বরাদ্দ টাকাও

Image
রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ই ধুঁকছে শিক্ষকের অভাবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৫৫ শতাংশ পদে কোনও শিক্ষক নেই। শিক্ষক সংকটে কেন্দ্রের বরাদ্দ টাকা হাতে পাচ্ছে না শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুশার বরাদ্দ ২০ কোটি টাকা হাতে পায়নি তারা। তার কারণ এই টাকা পেতে গেলে নূন্যতম ৬৭ শতাংশ শিক্ষক থাকতেই হবে বিশ্ববিদ্যালয়ে। এখন ৬৭ শতাংশ তো দূরের কথা, প্রেসিডেন্সিতে এই মুহুর্তে ৫৫ শতাংশ শিক্ষকও নেই। প্রেসিডেন্সির মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ৩১৩। বর্তমানে রয়েছেন মাত্র ১৭০ জন শিক্ষক।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংরক্ষণের জন্যেই এই ৫৫ শতাংশ আসনের একটিতেও শিক্ষক পাওয়া যাচ্ছে না।

দিনে ভালবাসা, রাতে নির্যাতন, ব্লগে লিখলেন অভিনেত্রী

Image
অভিনেত্রী সালোনি চোপড়া। ধবধবে সাদা চাদর। তার একপাশে খোলামেলা দু'টি পা। আর এক পাশে ছিটেফোঁটা রক্ত। সেই রক্ত, যে রক্তের কথা আজও জনসমক্ষে বলতে গিয়ে ঢোক গিলতে হয় এই সমাজের বেশির ভাগ মহিলাকে। সে দিন ঢোক গিলতে হয়নি অভিনেত্রী সালোনি চোপড়াকে। সালোনি চোপড়া, যাঁকে ক্যাটরিনা কইফের 'কার্বন কপি' বলেই বেশি চেনেন নেটিজেনরা। দিন কয়েক আগে মেনস্ট্রুয়াল ব্লাডের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেটপাড়ার লোকজনের কাছে রীতিমতো ট্রোলড হয়েছিলেন। তবে এই প্রথম বার নয়, আগেও কখনও বোল্ড ফোটোশুট, কখনও আবার ব্রা হাতে ছবি পোস্ট করে পাপারাত্‌জিদের চর্চার বিষয় হয়ে উঠেছিলেন তিনি। এই সালোনি চোপড়াই এ বার সরব হলেন শারীরিক নির্যাতন নিয়ে। একটি ব্লগে নিজের জীবনের নানা পর্যায়ে শারীরিক ভাবে নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করেছেন সালোনি। উল্লেখ করেছেন এক সম্পর্কেরও কথা। যে সম্পর্ক সালোনির কাছে ছিল দিনের ভালবাসা, আর রাতের নির্যাতন। ব্লগে সালোনি লিখছেন, 'ছোটবেলা থেকে শুনে এসেছি, বাবা-মা সন্তানদের ভালবাসেন, কেয়ার করেন বলেই ভুলচুক দেখলে শাসন করেন, মারধর করেন। আমার ভালবাসার পাত্রটিও যখন গায়ে হাত তুলত, সেটাও আমার কাছে যে

থানা জ্বালানোর হুমকি দিলীপের

Image
দিলীপ ঘোষ। থানা ঘেরাওয়ে নেমে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ায় কর্মী খুন ও পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও করে বিজেপি। পুলিশ তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছে বলে হাবরা থানার সামনে অভিযোগ করেন দিলীপবাবু। তাঁর হুঁশিয়ারি, ''থানায় তো ১০-১৫ জন পুলিশ থাকে। তাঁরা চাকরি করেন। আমাদের লোকেরা মনে করলে থানায় আগুন লাগিয়ে দিতে পারে।'' জবাবে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''পুলিশ পুলিশের কাজই করছে। বিজেপি প্ররোচনা দেওয়ার চেষ্টা করেও কিছু করতে পারবে না।'' তিনি জানান, সময়ে দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উস্কানিমূলক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে আগেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সল্টলেক, গিরিশ পার্ক এবং বেকবাগানে ডিসি (সাউথ-ইস্ট)-র দফতরের সামনেও বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে দিলীপবাবু বলেন, ''এই আনন্দ থাকবে না। অন্যের বাড়ি ছেলে হয়েছে বলে এরা মিষ্টি খাচ্ছে।'' পার্থবাবুর জবাব, ''সিপিএমের নীতিহীনতা, কংগ্রেসের দৈন্যের সুযোগে তিন থ

শহরে যাচ্ছে না ফল-দুধ, আনাজ, শুরু গাঁও বন্ধ

Image
প্রতিবাদ : রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ আহমেদনগরের কৃষকদের। শুক্রবার পুণেয়। চাষিরা রাস্তায় এনে জড়ো করছেন আনাজ, ফল, দুধ। কিন্তু শহরের পাইকারি বাজারগুলিতে নিয়ে যাচ্ছেন না। ভোপাল, মন্দসৌর, চণ্ডীগড়-সহ উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন শহরের আশপাশে আজ এই রকমই ছিল ছবিটা। এবং এমনই চলতে পারে আরও ৯ দিন! ১৭২টি কৃষক সংগঠন মিলে ২২টি রাজ্যে ১০ দিনের ধর্মঘট শুরু করেছে। এই ক'দিন গ্রাম থেকে কোনও কৃষি ও খামারজাত পণ্য শহরে পাঠাবেন না কৃষকরা। কর্মসূচির নাম 'গাঁও বন্‌ধ'। কিছু আনাজ-দুধ পথে ফেলে প্রতীকী প্রতিবাদ হলেও, আন্দোলনকারীরা ঠিক করেছেন, কৃষি ও খামারজাত সব পণ্য নষ্ট না করে গ্রামবাসীদের মধ্যে বিক্রি করা হবে। গ্রাম দিয়ে শহর ঘেরার তত্ত্বই যেন ভিন্ন চেহারায়! কৃষক সংগঠনগুলি কেন্দ্রীয় সরকার ও সমাজের উঁচু তলাকে সমঝে দিতে চায়, শহর ও শাসকরা তাদের ভালমন্দ দেখছে না। গ্রামগুলি মুখ ফেরালে শহরের কী হয়, ১০ দিনে সেটাই দেখুক তারা। গাঁও বন্‌ধের প্রথম দিনেই সব চেয়ে ক্ষতিগ্রস্ত পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। ৬২টি কৃষক গোষ্ঠীকে নিয়ে গড়া কিসান একতা মঞ্চের নেতা রামনদীপ সঙ্ঘ মান জানাচ্ছ

উচ্চবর্ণের হিন্দুদের সামনে পা তুলে বসায় খুন দলিত!

Image
উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের উপর পা তুলে বসায় দলিত গ্রামে চড়াও হয়ে তিন জনকে হত্যা করল সশস্ত্র বাহিনী। গুরুতর জখম ছ'জন। হামলাকারীদের তাণ্ডবে গুঁড়িয়ে যায় কিছু ঘরবাড়ি। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচনাথম গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের উপর পা তুলে বসে ছিলেন ৩ দলিত যুবক। সেখানে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের দুই হিন্দু। অভিযোগ, তাঁদের 'অসম্মান' করা হচ্ছে বলে দাবি করে ওই তিন যুবককে কটূক্তি করলে বচসা বেধে যায় দু'পক্ষের। পরে চন্দ্রকুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই দলিত যুবকরা। এই ঘটনার তিন দিন বাদে, সোমবার দলিত গ্রামে অস্ত্র নিয়ে চড়াও হয় ১৫ জনের বাহিনী। অভিযোগ মন্দিরের ঝামেলার পর থেকেই দলিতদের হুমকি দিচ্ছিলেন পাশের গ্রামের তেবর সম্প্রদায়ের কিছু মানুষ। সে নিয়ে থানায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। সোমবারের হামলার ছক কষেছিল চন্দ্রকুমারের ছেলেই। ওই দিন রাতে বন্ধুদের নিয়ে কাচনাথম গ্রামে হামলা চালানতিনি। হাসপাতালের পথে মৃত্যু হয় অরুমুগম ও শন্মুগনাথম নামে দু'জনের। মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রশেখর নামে আর

১৪ বছর মায়ের লড়াই, শাস্তি পেল ৪ বছরের মেয়ের যৌন হেনস্থাকারী

Image
সকলে হাল ছেড়ে দিয়েছিলেন, শুধু তিনি ছাড়েননি। পণ ছিল, মেয়ের যৌন হেনস্থাকারীকে শাস্তি দিতেই হবে। পদে পদে এসেছে বহু বাধা। অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে গিয়েছিল এক সময়ে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। অবশেষে সেই অদম্য লড়াইয়ের ফলেই শাস্তি পেয়েছে অভিযুক্ত। মিলেছে স্বস্তি। জয়ীর হাসি এখন সেই মায়ের মুখে! ঘটনাটি ২০০৪ সালের। অগস্ট মাস। নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা তন্ময় বসু ওরফে টিঙ্কু প্রতিবেশীর চার বছরের শিশুকে বাড়িতে ডেকে যৌন হেনস্থা করে। বাড়িতে ফিরে পরিবারের বড়দের পুরো ঘটনাটি জানায় ওই শিশু। পরে ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষায় জানা যায়, সে যৌন হেনস্থার শিকার হয়েছে। এর পরে তার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় তন্ময়। কিন্তু আড়াই মাস জেলে কাটানোর পরে জামিন পেয়ে যায় সে।   এই খবরে প্রথমে ভেঙে পড়লেও অপরাধীর কঠোর শাস্তির জন্য লড়াইটা চালিয়ে গিয়েছেন ওই মা। শুনানির দিনগুলিতে সংসারের সব কাজ ছেড়ে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আদালতে পৌঁছে যেতেন তিনি। ওই মহিলার অভিযোগ, ''২০০৬ সালে আলিপুর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। টানা আট বছর শুনানি চলাকালীন আসামিপ

‘যুঝতে শেখানো মায়েরই দায়িত্ব’

Image
মায়েদের লড়াইটা সব সময়েই আলাদা। কোনও মা অভাবের সংসারে নানা চেষ্টাচরিত্র করে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার লড়াই করেন। আবার কেউ সন্তানের উপরে ঘটা নিগ্রহের প্রতিকার চেয়ে বছরের পর বছর ধৈর্য্য ধরে লড়ে যান। ঠিক যেমন এ ক্ষেত্রে ঘটেছে। আমার কাছে এই লড়াইটা খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে কারণ, মেয়েদের যৌন নিগ্রহ বেশির ভাগ ক্ষেত্রেই পরিবারের তরফে চেপে যাওয়ার চেষ্টা হয়। বহু সময়ে মায়েরাই মেয়েদের মুখ বন্ধ রাখতে বলেন। এ ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা ঘটেছে। মা লড়ে গিয়েছেন। হাল ছাড়েননি। নিজের কাজ এবং ব্যক্তিগত পরিসরে সফল এক তরুণীর মা হিসেবে বলতেই পারি, মায়ের কাজ তো শুধু সন্তানের মুখের সামনে খাবার ধরা আর লিখতে-পড়তে শেখানো নয়। মাকে ছাড়া, স্বতন্ত্র ভাবে বাঁচতেও তো শেখাবেন মা-ই। নিজের অনুভূতি দিয়ে, সন্তানকে তার অন্তরের শক্তিটা অনুভব করার পথও তো দেখাবেন তিনিই। এই মা, যিনি চোদ্দো বছর ধরে মেয়ের জন্য লড়াই চালালেন, তিনি সেই কাজটাই করলেন। হয়তো তাঁকেও সাংসারিক অনেক কিছু বাদ দিতে হয়েছে এই দৌড়োদৌড়িতে। কিন্তু তাঁর মেয়ে যে জোরটা নিয়ে বড় হয়েছে, তা তাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ছোটবেলায় যখন মেয়

গ্যাস বাড়ল ৫০ টাকা, তেল কমলো কই?

Image
নাগাড়ে লাফিয়ে বাড়ার পরে বুধবার তেলের দাম মোটে এক পয়সা কমায় প্রধানমন্ত্রীকে টুইটে বিঁধেছিলেন রাহুল গাঁধী। কিন্তু তার পরেও এই ক'দিনে পেট্রল, ডিজেলের দর নেমেছে দিনে ২ থেকে ৯ পয়সা। অথচ তারই মধ্যে বৃহস্পতিবার রাতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক লাফে প্রায় ৫০ টাকা বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। পাশাপাশি বেড়েছে কেরোসিন, বিমান জ্বালানির দামও। এক হাতে তেলের দামে সামান্য কয়েক পয়সা দর কমার সুরাহা দিয়ে অন্য হাতে এ ভাবে গ্যাসের দাম বাড়ানোয় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস যেমন আজ সামনে এনেছে ২০১১ সালের জুনে স্মৃতি ইরানির করা টুইট। তিনি লিখেছিলেন, ''রান্নার গ্যাসের দামে ৫০ টাকা বৃদ্ধি!!! আর এরা কি না নিজেদের আমজনতার সরকার বলে। কী লজ্জা!'' বিরোধীরা বলছেন, এ বারও তো সেই রান্নার গ্যাস। সেই ৫০ টাকা। তার বেলা? বিমান জ্বালানির দাম শুক্রবার ৭% বেড়েছে। চার বছরে সর্বোচ্চ। গরিব মানুষের জ্বালানি বলে পরিচিত কেরোসিনের দামও কলকাতায় লিটারে বেড়েছে ২৭ পয়সা। শুক্রবারের দর প্রসঙ্গে কংগ্রেস নেতা অভিষেক মনুসিঙ্ঘভির কটাক্ষ, ''প্রধানমন্ত্রী দাম ৬ পয়সা কমিয়েছেন। আমরা আহ্লাদিত

আইপিএল-জুয়ায় নজরে সলমনের ভাই

Image
সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই ক্রিকেট-জুয়া। সেই সেলেব্রিটি-যোগের জল্পনা। পাঁচ বছর আগেকার কেচ্ছা ফিরে এল আবার। আইপিএল নিয়ে জুয়ার অভিযোগে পুলিশ ডেকে পাঠাল সলমন খানের ভাই আরবাজকে। কাল বয়ান নেওয়া হবে এই অভিনেতা-পরিচালকের। সোনু যোগেন্দ্র জালান ওরফে সোনু মালাড নামে কুখ্যাত এক ক্রিকেট জুয়াড়িকে গত ১৫ মে গ্রেফতার করে ঠাণে পুলিশ। তোলাবাজি-বিরোধী সেলের সিনিয়র ইনস্পেক্টর প্রদীপ শর্মা জানান, সোনুকে জেরার পরে তার সঙ্গে আরবাজের যোগসূত্র মিলেছে। তার ভিত্তিতেই অভিযোগ উঠেছে যে, আইপিএল-জুয়ায় সোনুর কাছে ২ কোটি ৮০ লক্ষ টাকা হেরেছিলেন আরবাজ। টাকা মেটাতে দেরি করায় সোনু হুমকি দেয় আরবাজকে। চেষ্টা করেও আরবাজের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সংবাদমাধ্যম। ঠাণের ডোম্বিভলী থেকে বেটিং-চক্র চালায় সোনু। দাউদ ইব্রাহিমের দলের সঙ্গে তার যোগ রয়েছে বলে মনে করা হয়। ২০১২ সালে আইপিএল-জুয়ার অভিযোগে সোনুকে ধরেছিল মুম্বই পুলিশ। ২০১৩-র আইপিএলে গড়াপেটার তদন্তে গ্রেফতার হন ক্রিকেটার শ্রীসন্ত থেকে অভিনেতা বিন্দু দারা সিংহ। অভিযোগ, সে বারও জুয়ার অন্যতম পাণ্ডা ছিল সোনু। নয়া চাপে বিসিসিআই-ও। ইডি-র অভিযোগ, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএ