নিপা রুখতে দক্ষিণের ট্রেনে ফলের বদলে জুস


নিপা ভাইরাস আতঙ্কে এবার দক্ষিণের ট্রেনে ফল দেওয়া বন্ধ হল। ফলের পরিবর্তে দেওয়া হবে ফ্রুট জুস। এতদিন শতাব্দী, দুরন্ত, রাজধানী এইসব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রীদের ব্রেকফাস্টে ফল দেওয়া হত। লাঞ্চ ও ডিনারের পরেও একটি করে ফল দেওয়া হত। কিন্তু নিপা আতঙ্কে এবার সিদ্ধান্ত বদলাচ্ছে রেল।

রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া এই চার রাজ্য থেকে যে ট্রেনগুলি ছাড়বে সেইসমস্ত ট্রেনে কোনওভাবেই ফল দেওয়া হবে না। পরিবর্তে দেওয়া হবে ফ্রুটজুস। ট্রেনের মধ্যে রেলের তরফে ফল বিক্রিও বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, নিপা ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৬ জনের। ৫ জুন পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।